Low Budget Europe Tour/ স্বল্পখরচে ইউরোপ ভ্রমণ

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • Travelling Europe from India became cheaper now. If you ask How to make Low Budget Europe Tour, lot of people will give you a lot of advices. But Low Budget Europe Tour depends on your planning and selection of tour operator. The best travelers are not those with the thickest wallets, but those with a knack for touring in a planned manner. Money can never be a constraint if you're positive for Europe Tour On A Budget. In Watch Life by Amit I tried to describe all tit-bits of Low Budget Europe Tour.
    ভারত থেকে ইউরোপ ভ্রমণ এখন সহজ ও সস্তা হয়ে গেছে। আপনি যদি একটি স্বল্পখরচে ইউরোপ ট্যুর কীভাবে করবেন তা কাউকে জিজ্ঞাসা করলে, সবাই আপনাকে অনেক পরামর্শ দেবে। তবে স্বল্পখরচে ইউরোপ ট্যুর আপনার পরিকল্পনা এবং ট্যুর অপারেটর নির্বাচনের উপর নির্ভর করে। সর্বোত্তম ভ্রমণকারীরা তারা নয় যাদের মোটা অর্থব্যয়ের ক্ষমতা আছে। যাদের কাছে পরিকল্পিতভাবে ভ্রমণ করার দক্ষতা রয়েছে তারাই পারেন দারুনভাবে ভ্রমণ উপভোগ করতে। আপনি যদি স্বল্পখরচে ইউরোপ ভ্রমণের জন্য ইতিবাচক হন তবে অর্থ কখনও বাধা হতে পারে না। Watch Life by Amit চ্যানেলে আমি স্বল্পখরচে ইউরোপ ট্যুর কীভাবে করবেন তা বিশদে বলার চেষ্টা করেছি।

Комментарии • 6

  • @sougataroy9465
    @sougataroy9465 24 дня назад

    আমি লাস্ট ইয়ার সুইজারল্যান্ড গেছিলাম10 দিনের জন্য সারা সুইজারল্যান্ড চষে এসেছি স্যার 3 lac টাকা লেগেছে, আমরা নিজেরা বুকিং করে গেছিলাম, কাতার এয়ারওয়েজ এ, আর 2018 এ স্পেন গেছিলাম, 10 দিনের জন্য, 1 লাক 80 হাজার টাকায় হয়ে গেছিলো, কারণ করণার পরে পুরো পৃথিবী বদলে গেছে, আমি সাউথ আফ্রিকা, ইজিপ্ট , ফ্রান্স ও গেছিলাম, আমরা যে দেশে jai পুরো দেশ ঘুরি

    • @WATCHLIFEBYAMIT
      @WATCHLIFEBYAMIT  22 дня назад

      মানুষ বিভিন্ন ভাবে ঘোরেন। এটা মূলত নির্ভর করে বয়স ও সক্ষমতার ওপরে। সুইজারল্যামডের আয়তন ৪১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার। আর পশ্চিমবঙ্গের ৮৮ হাজার ৭৫২ বর্গকিলোমিটার । খুবই ছোট দেশ হলেও সবকিছু বেশ দামী। এবার প্রশ্ন ষাটোত্তীর্ণরা কিছু নিজে নেওয়ার হ্যাপা নিতে চান না। তারা পরনির্ভরাতায় স্বচ্ছন্দ। সেজন্যে প্যাকেজ ট্যুরের রমরমা। আমার দেশ ও বিদেশ ঘোরা প্রাচীন অভ্যাস। ইউরোপও নতুন নয়। ইউ কে বাদে। সেটা ছিল আপনার মত ঘোরা। এখন বয়স ৬২। তাই এভাবে। তবে ইউ এস এ সামনের বছর যাব। প্যাকেজে নয়। বন্ধু সংখ্যা সেখানে এত বেশি যে অন্য পরিকল্পনা আছে। তবে মার্চে জাপান যাব প্যাকেজে। আপনি বয়স ব্যাপারটা মাথায় রাখলে ও বয়সজনিত মানসিকতা মাথায় রাখলে বুঝবেন যে কে কী ভাবে বেড়াতে পছন্দ করেন।

  • @lakshmikantamukherjee8823
    @lakshmikantamukherjee8823 25 дней назад

    Excellent visit. Please share the name of tour operator in Kolkata. we are senior citizens and wanted to go. really beautiful tour

    • @WATCHLIFEBYAMIT
      @WATCHLIFEBYAMIT  24 дня назад

      আমি গেছি GO EVERYWHERE এর সাথে

  • @kanailalbiswas8608
    @kanailalbiswas8608 25 дней назад

    Kindly mention the name of Travel Agent.

    • @WATCHLIFEBYAMIT
      @WATCHLIFEBYAMIT  24 дня назад

      আমি গেছি GO EVERYWHERE এর সাথে