Juge juge bujhi amay / যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ কেন মোর পড়ে মনে কখন্ তারে চোখের কোণে
দেখেছিলেম অফুট প্রদোষে--
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,
রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
শুক্লরাতে সেই আলোকে দেখা হবে এক পলকে,
সব আবরণ যাবে যে খসে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
রচনাকাল: ফাল্গুন ১৩২৯ (১৯২৩)
কবির বয়স: ৬১
প্রকাশ: শ্রাবণ ১৩৩০ , শান্তিনিকেতন পত্রিকা |
প্রবাহিণী (অবসান);রক্তকরবী(১৩৩৩) র-র ১৫
গীতবিতান(পর্যায়;#/পৃ): প্রেম-প্রেমবৈচিত্র্য; ২৫৪/৩৭৩
রাগ / তাল: পরজ / কাহারবা
স্বরলিপি: শান্তিনিকেতন পত্রিকা(১৩৩০); গীতমালিকা; স্বরবিতান ৩০ (গীতমালিকা ১)
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর; ঐ; ঐ
পাদটিকা:
বিশুর গান।
মুগ্ধ!
অসাধারণ 🎉🎉
💕💐
অপূর্ব