মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এই ঠেক-এ বারবার আগমন ঘটে। গত কয়েক সপ্তাহ যাবৎ আমাদের দেশে যা ঘটছে তাতে মনটা অধিকাংশ সময় খারাপ থাকতো। তাই বারবার এখানে হানা দেওয়া। কিছুক্ষণের জন্য হলেও মনটা ভালো থাকে। ধন্যবাদ মীর দা। আমাদের জন্য প্রার্থনা করো। ভালোবাসা তোমায়।
গত সপ্তাহের পরিণীতার রেশ এখনো লেগে আছে। সত্যি বলতে ঠেকের অনেক গল্পই আমি শুনিনি তা সে আমার পছন্দের গল্প না হওয়ার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণে। তাই যে কটা গল্প শুনেছি তার মধ্যে পরিণীতা, রামের সুমতি, রাজর্ষি, মরণের ডঙ্কা বাজে এবং কালের মন্দিরা আমার শোনা গল্প গুলির মধ্যে অন্যতম প্রিয় গল্প।
@@mariaakterkhushi7638 মেঝদিদি শুনেছি। ভালো লেগেছে। কিন্তু যে গল্প গুলো বললাম সেগুলো একটু বেশি ভালো লেগেছে। হত্যাকারী কে গল্পটা রেডিও মিলনে শোনা ছিল আগে, ওখানে খুব ভালো করেই হয়েছিল বলে এখানে আর শুনিনি।
সেরা লাগলো।।আসলে তোমাদের জন্যই আমরা এতো ভালোবেসেফেলেছি ।। তোমরা আমাদের কে ভালবাসতে শিখিয়েছো এবং জানিয়েছো রচয়িতাদের মাহাত্ম্য ❤ মন কে এনার্জি দিয়েছো ।। thank you ❤❤❤
কল্পনা যখন বাস্তবের থেকে ও বিশ্বাসযোগ্য ইন্দ্রজাল সৃষ্টি করে তখন ই আসে বিস্ময়কর ,মুগ্ধতা যার সামনে সব যুক্তি অর্থহীন......! .….…... আজ সেই মায়া দর্শন সৃষ্টিতে সার্থক গপ্প মীরের ঠেক.…..….! আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ঠেকের সকলের জন্য, এমন ভালোলাগার ' সময় ' উপহার দেবার জন্য.….…!❤️💐🙏
বামনরা এসেছিলো পৃথিবী থেকে নমুনা জোগাড় করতে।আমরা ফিরছি মঙ্গলকে জয় করে। মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীব যে মঙ্গলে নেই, আমরা তা প্রমাণিত করেছি। খুব খুব ভালো লেগেছে 🙂
অসাধারণ একটি গপ্পো। সাথে অসাধারণ উপস্থাপনা। ভারাক্রান্ত মন এ খুশির ঠান্ডা বাতাস বয়ে আনল। মির কে কুর্নিশ করি এরকম গপ্পো দিয়ে এই সমাজ কে ভালো রাখার জন্য।❤
যে সময়ে দাঁড়িয়ে এহেন রোমাঞ্চকর, অসাধারণ গপ্পো লেখা,তা অকল্পনীয়, অত্যাশ্চর্য,হেমেন্দ্র বাবু সমকালীন যুগের থেকে যে কত এগিয়েছিলেন,তা তার এই রচনা থেকে বোঝা যায় আর্গাসের ভাষায় বলতে ইচ্ছে করছে,"ম্যানিফিকো"!
বাংলাদেশ থেকে❤❤ প্রায় দেড় মাস পরে শুনছি আজ।অথচ শুরু থেকেই একটা গল্পো ও আমি না শুনে ঘুমাতাম না। আমি অসুস্থ থাকলেও,পরিক্ষা থাকলেও,মিস করিনি কোনদিন। মীর ভাইকে শুনছি,দেখছি ২০০৯ থেকে। মন জুড়ে আজ বিষাদ, ঢাকাসহ সারা দেশের মানুষের মনে এখন ক্লান্তি,কষ্টের ছাপ। স্বাভাবিক হতে শুনছি,চাইছি ভালো থাকতে। সবাই ভালো থাকুক।❤
সত্যি বলতে ছোটবেলা থেকে গল্প শোনা আর পড়ার তেমন একটা নেশা ছিল না। কিন্তু একটু একটু করেই সানডে সাসপেন্স থেকেই শুরু হয় গল্প শোনা। সেখানে মীর দার কণ্ঠস্বর অতুলনীয় সুন্দর লাগে। সেখান থেকে গল্পের প্রতি একটা নেশা চলে আসে পরিণীতা গল্পটি শোনার পর সত্যি বলতে আমি আধাঘণ্টা ধরে কেঁদে ছিলাম এত সুন্দর কেউ লিখতে পারে আর এত সুন্দর করেই বা কেউ বলতে পারে এরকম আরো গল্প চাই এটা আমার দাবি😊
Tomader goppo er theke aslei amar chotobelar kotha mone pore jai Tokhon eto TV r nesha chilo na mobile to onek durer bepar prati Shukrabar er rat 8 tai golpo sonar jonno radio chaliye bose porto Amar Maa sob kaj sere thik sei anubhuti hoi... thik 9 ta bajtei Tomar magical voice e golpo sonar je anondo ei anondo onno kono kichu tei nei ... Tomake r tomar puro team ke onekkk dhanyawad Janai amar purono din gulo ke firiye debar jonno Spl thank you for Mir da
১! ছোটগল্প মহেশ ২! মধ্যম রামের সুমতি ৩!বড় গল্প কাউনি বুড়ির মন্দির ৪!পরিণীতা আমার জীবনে সবচেয়ে ভালো লাগার গল্প আল্লাহকে অসংখ্য ধন্যবাদ বাঙালি করে জন্ম দেওয়ার জন্য বাঙালি না হলেএত সুন্দর সুন্দর সাহিত্য শুনতে পেতাম না ধন্যবাদ জানাই গপ্পো মীরের ঠেক কে ধন্যবাদ পুরো টিমকে আমাদের কে এত সুন্দর সুন্দর গপ্পো উপহার দেওয়ার জন্য
@@RajBiswas-so7nu Kar kotha bol6o- 'gay shree bum' er kotha? Take ar thanks janiye ki hobe...cartoon characters toh ar comment porte pare nah...so sad for you.
ঊনবিংশ শতকে জন্ম নেওয়া হেমেন্দ্র কুমার রায় সময় থেকে অনেক অগ্রদূত একজন লেখক ছিলেন | তার রচিত মেঘদূতের মর্তে আগমন গল্পটি এক কথায় অনবদ্য|কল্পবিজ্ঞানের রচনাবলীর ক্ষেত্রে তার গল্পগুলো এক কথায় অনবদ্য | এর আগেও তার অনেক গল্প আমার পড়া |যেমন যকের ধন , আবার যকের ধন | বিমল কুমার এই দুই চরিত্র চিরস্মরণীয় হয়ে থাকবে প্রত্যেক বাঙালি তথা ভারতবাসীদের মনের কাছে।গল্পের শেষে চমকটা শুনে একেবারে রোমঞ্চিত হয়ে পড়লাম.
✈️ সত্যিই অসাধারণ এক অনুভূতি। গপ্পের সাথে সাথে, আমরাও ভ্রমণ করে এলাম মঙ্গল গ্রহের ভয়ানক এবং রোমাঞ্চকর পরিবেশে। একটা অনুরোধ - দয়া করে এরকম আরও কল্প- বিজ্ঞানের গপ্পো হোক এই ঠেকে । মীর দা, আশা রাখবো তোমরা এই অনুরোধখানা সহৃদয়ে পূরণ করবে। তোমাদের ওপর ভরসা অনেক, 🙂। গভীর ভালোবাসা গপ্পের প্রতি দিন দিন আরও বাড়বে সবার, শুধু আপনাদের জন্য। ❤
আমি বহু বছর ধরে গল্প শুনছি।। সব রকম গল্পই শুনি।। অনেক অনন্যা channel গল্পও শুনি এবং ভালোও লাগে কিন্তু গত সপ্তাহের "পরিণীতা"র রেশ যেন এখন কাটিয়ে উঠতে পারিনি।। গল্পটা আগে যখন পড়েছিলাম তখনো ভালো লেগেছিলো কিন্তু এ যেন এক অন্য ভালোলাগা।। Thank you #"গপ্পো মিরের ঠেক "।।
সত্যিই খুব ভালো লাগলো গপ্পোটা। আর যেখানে ক্যাপ্টেন আছে সেই ঠেকে কি আর গপ্পো শুনে মন ভালো না হয়ে থাকতে পারে নাকি! খুব সুন্দর উপস্থাপনা হয়েছে, পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকলাম ক্যাপ্টেন। 😍😍
পরিণীতার আবেশ থেকে এখনো বেরোতে পারিনি ,এর মধ্যে হেমেন বাবুর মেঘদূত । এটা বেশ ভালো ,এক ২ সপ্তাহে এক একটি গল্পের আবেশে বিভোর হয়ে থাকা ।ধন্যবাদ ক্যাপ্টেন ।
কিছু কাট ছাট করেনি। Dragon Duology-তে অনেক কাঁচি চলে ছিল। Mars X Prehistoric Island Duology'র প্রথম গল্প "মেঘদূতের মরতে আগমন"-এ তেমন করা হয়নি দেখে খুশি হলাম। আগের সপ্তাহের পরিণীতাও কিছু কাট ছাট ছাড়া ছিল। আশা করি "ময়নামতির মায়াকানন"-এও কাঁচি চলবেনা। Best wishes.
onek din por ekta emon romhorshok golpo sunlam thanks Captain and production atoh valo je kichu bolar aar rakhle na, alien er language and sound designing outstanding chilo. Goppo-mir-er thek er puro team ke thanks for this kind of presentation.
অনেকদিন পর রিয়েল মীরের পাঠ শুনলাম। ফলে অনেকদিন পর পুরোনো তৃপ্তি ফিরে পেলাম। এই একটা স্টাইল যার নকল এআই করতে পারবে না। যদি কোনোকালে গল্পপাঠ শেখাবার ইস্কুল গড়ে ওঠে, তবে সেখানে এই মানুষটির পাঠ ছাত্রছাত্রীদের শোনানো হবে অবশ্যই। আর মিরচির দীপের পাঠ।
সত্যি বলতে আমি অনেক দিন থেকে অপেক্ষা করে ছিলাম কবে এই গল্পটি ঠেকে অথবা সানডে সাসপেন্স আসবে। কারণ ছোট বেলায় এই গল্পটি আমাদের স্কুলের লাইব্রেরী তে পড়ে ছিলাম।
Prothom part ti chomotkar...... ei jinis enact kore believable kora...... you guys r awesome !! Porer tir jonno opeksha.... otai ontim I believe.....!! So bhalo thakun sokole..... sustho thakun.... ek week lomba somay..... tar beshi wait kora jabe na....!! ❤
Baire Bristi ar ghore goppo mir er thek thakle ar ki chai ! ❤ Protiti uposthaponai oshadharon ! Golpo suru hobar agei ta bolte pari ! ❤😇 You're the best ❤❤❤
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এই ঠেক-এ বারবার আগমন ঘটে। গত কয়েক সপ্তাহ যাবৎ আমাদের দেশে যা ঘটছে তাতে মনটা অধিকাংশ সময় খারাপ থাকতো। তাই বারবার এখানে হানা দেওয়া। কিছুক্ষণের জন্য হলেও মনটা ভালো থাকে। ধন্যবাদ মীর দা।
আমাদের জন্য প্রার্থনা করো। ভালোবাসা তোমায়।
Moner kotha bollen 😊😊❤
Sob thik hoia jabe
মহাকাশচারীদের অস্ত্র শস্ত্র এতো আদিম যুগের কেন? বর্শা নিয়ে লাফালাফি করছে।বন্দুক কামান ফামান কিছুই নেই।
Save Bangladeshi Hindus 🙏
Aaaaaal11qqaPpppPPPPPPPPP))))))))))))))))))))))))))))))L@@soumyakundu687
মেঘদূত মর্ত্যে এসে কী করলো? কেমন লাগল কমেন্ট করে জানাও গপ্পোমীরকে।
Bhoutik r onek haar heem hole vlo hoito
Sir,আমি পুরো ঠেকে যাকে বলে নিজের বসার টেবিলটা পাকা করে নিয়েছি। পরিণীতার রেসে বুঁদ হয়ে সোজা চলে গেলাম মঙ্গলে। সত্যিই ভগবান যা করেন আমাদের জন্যই করেন।
মীরদা, শেষ প্রশ্ন, চরিত্রহীন এর অপেক্ষায় রইলাম।।
তবে প্লিজ,বেশি অপেক্ষা করাবেন না।।
@@saidurssgazi7037 Characterless also has a web series in Bengali. Do you know that?
আজ পর্যন্ত আমার শোনা সব থেকে সুন্দর গল্প (পরিনিতা) সত্যি বলছি দাদা মন ছুঁয়ে যাওয়া অসাধারন সুন্দর একটি গল্প
গত সপ্তাহের পরিণীতার রেশ এখনো লেগে আছে। সত্যি বলতে ঠেকের অনেক গল্পই আমি শুনিনি তা সে আমার পছন্দের গল্প না হওয়ার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণে। তাই যে কটা গল্প শুনেছি তার মধ্যে পরিণীতা, রামের সুমতি, রাজর্ষি, মরণের ডঙ্কা বাজে এবং কালের মন্দিরা আমার শোনা গল্প গুলির মধ্যে অন্যতম প্রিয় গল্প।
রামের সুমতি সবচেয়ে প্রিয় ❤❤
মেজদিদি
হত্যাকারী কে?
এই গল্প দুইটিও শুনে দেখতে পারেন😊
Pother dabi ta mon dea sunben, asa kori vlo lagbe
@@mariaakterkhushi7638 মেঝদিদি শুনেছি। ভালো লেগেছে। কিন্তু যে গল্প গুলো বললাম সেগুলো একটু বেশি ভালো লেগেছে। হত্যাকারী কে গল্পটা রেডিও মিলনে শোনা ছিল আগে, ওখানে খুব ভালো করেই হয়েছিল বলে এখানে আর শুনিনি।
@@maitreyeehalder3079 পথের দাবী শোনা, রেডিও মিলনে। সেখানে অনেক ডিটেইলে উপস্থাপিত হয়েছে। তাই এখানে আর শুনিনি।
পরিনীতার রেশ কাটতে না কাটতে আবার একটা দুর্দান্ত অভিযানের গপ্পো 😍😍
সঙ্গে বিমল কুমার ❤❤, শনিবারের রাতে , গপ্পো মীরের সাথে ❤❤❤❤❤
সেরা লাগলো।।আসলে তোমাদের জন্যই আমরা এতো ভালোবেসেফেলেছি ।। তোমরা আমাদের কে ভালবাসতে শিখিয়েছো এবং জানিয়েছো রচয়িতাদের মাহাত্ম্য ❤
মন কে এনার্জি দিয়েছো ।। thank you ❤❤❤
কল্পনা যখন বাস্তবের থেকে ও বিশ্বাসযোগ্য ইন্দ্রজাল সৃষ্টি করে তখন ই আসে বিস্ময়কর ,মুগ্ধতা যার সামনে সব যুক্তি অর্থহীন......!
.….…... আজ সেই মায়া দর্শন সৃষ্টিতে সার্থক গপ্প মীরের ঠেক.…..….!
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ঠেকের সকলের জন্য, এমন ভালোলাগার ' সময় ' উপহার দেবার জন্য.….…!❤️💐🙏
বামনরা এসেছিলো পৃথিবী থেকে নমুনা জোগাড় করতে।আমরা ফিরছি মঙ্গলকে জয় করে। মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীব যে মঙ্গলে নেই, আমরা তা প্রমাণিত করেছি। খুব খুব ভালো লেগেছে 🙂
অসাধারণ একটি গপ্পো। সাথে অসাধারণ উপস্থাপনা। ভারাক্রান্ত মন এ খুশির ঠান্ডা বাতাস বয়ে আনল। মির কে কুর্নিশ করি এরকম গপ্পো দিয়ে এই সমাজ কে ভালো রাখার জন্য।❤
আজকের গপ্পের জন্য অপেক্ষা করছি প্রতি সপ্তাহের মতো পরিনীতার জন্য অসংখ্য ধন্যবাদ
দত্তা আর চরিত্রহীনের অপেক্ষা করছি
Amio
Amio dada
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ ..!!🌻💙
Mir sir ❤❤
যে সময়ে দাঁড়িয়ে এহেন রোমাঞ্চকর, অসাধারণ গপ্পো লেখা,তা অকল্পনীয়, অত্যাশ্চর্য,হেমেন্দ্র বাবু সমকালীন যুগের থেকে যে কত এগিয়েছিলেন,তা তার এই রচনা থেকে বোঝা যায়
আর্গাসের ভাষায় বলতে ইচ্ছে করছে,"ম্যানিফিকো"!
@mir da তেলানাপোতা আবিষ্কার গল্পঃ টা চাই দাদা
বাংলাদেশ থেকে❤❤
প্রায় দেড় মাস পরে শুনছি আজ।অথচ শুরু থেকেই একটা গল্পো ও আমি না শুনে ঘুমাতাম না। আমি অসুস্থ থাকলেও,পরিক্ষা থাকলেও,মিস করিনি কোনদিন। মীর ভাইকে শুনছি,দেখছি ২০০৯ থেকে।
মন জুড়ে আজ বিষাদ, ঢাকাসহ সারা দেশের মানুষের মনে এখন ক্লান্তি,কষ্টের ছাপ। স্বাভাবিক হতে শুনছি,চাইছি ভালো থাকতে। সবাই ভালো থাকুক।❤
Pray kori apnara sobai valo thakun sustho thakun
Rate 4 ghonta ghumonor somoy pai...kintu mir da tar moddhe 1 ghonta ekhane katai...Thank you amar saradin er stress relief korar jonno
বেতাল চতুর্থ পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন 😊
সহমত 😊❤
🙋
আমিও 😢
🙋
Amio😢
সত্যি বলতে ছোটবেলা থেকে গল্প শোনা আর পড়ার তেমন একটা নেশা ছিল না। কিন্তু একটু একটু করেই সানডে সাসপেন্স থেকেই শুরু হয় গল্প শোনা। সেখানে মীর দার কণ্ঠস্বর অতুলনীয় সুন্দর লাগে। সেখান থেকে গল্পের প্রতি একটা নেশা চলে আসে পরিণীতা গল্পটি শোনার পর সত্যি বলতে আমি আধাঘণ্টা ধরে কেঁদে ছিলাম এত সুন্দর কেউ লিখতে পারে আর এত সুন্দর করেই বা কেউ বলতে পারে এরকম আরো গল্প চাই এটা আমার দাবি😊
সবথেকে ভালো গল্পগুলো Mir Afsar Ali এর channel asche....
Hemandra Kumar Roy er সবথেকে ভালো গল্পগুলি এলে ও আসছে❤❤❤❤
Tomader goppo er theke aslei amar chotobelar kotha mone pore jai Tokhon eto TV r nesha chilo na mobile to onek durer bepar prati Shukrabar er rat 8 tai golpo sonar jonno radio chaliye bose porto Amar Maa sob kaj sere thik sei anubhuti hoi... thik 9 ta bajtei Tomar magical voice e golpo sonar je anondo ei anondo onno kono kichu tei nei ... Tomake r tomar puro team ke onekkk dhanyawad Janai amar purono din gulo ke firiye debar jonno Spl thank you for Mir da
১! ছোটগল্প মহেশ ২! মধ্যম রামের সুমতি ৩!বড় গল্প কাউনি বুড়ির মন্দির ৪!পরিণীতা আমার জীবনে সবচেয়ে ভালো লাগার গল্প আল্লাহকে অসংখ্য ধন্যবাদ বাঙালি করে জন্ম দেওয়ার জন্য বাঙালি না হলেএত সুন্দর সুন্দর সাহিত্য শুনতে পেতাম না ধন্যবাদ জানাই গপ্পো মীরের ঠেক কে ধন্যবাদ পুরো টিমকে আমাদের কে এত সুন্দর সুন্দর গপ্পো উপহার দেওয়ার জন্য
পথের পাঁচালি, দেবদাস, মাস্টারমশাই এগুলো শুনে দেখুন🙂
😂😂😂😂😂😂 bara ke thanks janaou
@@RajBiswas-so7nu Kar kotha bol6o- 'gay shree bum' er kotha? Take ar thanks janiye ki hobe...cartoon characters toh ar comment porte pare nah...so sad for you.
আজকাল গপ্প মীরের গল্প না শুনলে ঘুম ধরে না । ধন্যবাদ আপনাদের গল্প আনেক কিছু ভুলিয়ে দিয়েছে । নতুন কিছু
আবার অসাধারণ একটি পরিবেশনার জন্য ধন্যবাদ,
ধন্যবাদ অপেক্ষার অবসান ঘটানোর জন্য।
অপেক্ষায় রইলাম ক্যাপ্টেন 🫶❤️❤️
আর ব্যোমকেশের জন্য আবার অনুরোধ করব 😅
😊
ঊনবিংশ শতকে জন্ম নেওয়া হেমেন্দ্র কুমার রায় সময় থেকে অনেক অগ্রদূত একজন লেখক ছিলেন | তার রচিত মেঘদূতের মর্তে আগমন গল্পটি এক কথায় অনবদ্য|কল্পবিজ্ঞানের রচনাবলীর ক্ষেত্রে তার গল্পগুলো এক কথায় অনবদ্য | এর আগেও তার অনেক গল্প আমার পড়া |যেমন যকের ধন , আবার যকের ধন | বিমল কুমার এই দুই চরিত্র চিরস্মরণীয় হয়ে থাকবে প্রত্যেক বাঙালি তথা ভারতবাসীদের মনের কাছে।গল্পের শেষে চমকটা শুনে একেবারে রোমঞ্চিত হয়ে পড়লাম.
Deep Basu da as Narrator 😊
দারুণ ❤❤
অভিযানে নিজেকেও অনুভব করলাম।।।। গল্প শুনতে শুনতে কখনো নিজেকে মঙ্গল গ্রহে অনুভব করলাম।আবার কখনো সোনার শিকলে বাঁধা উড়োজাহাজের মধ্যে।।। দারুন অনুভূতি হল ।।। ❤❤❤
এই তো মঙ্গলগ্রহের মঙ্গলময় গপ্পো, হেমেন্দ্র কুমার রায়ের মেঘদূত এর মর্তে আগমন শুরু হল.. 😘 😘 এখন মন দিয়ে শুনি.. এই বিনয় কুমার বিমল এর গপ্পো খানি.. 🤗 🤗 অলৌকিক যখন, তখন বেশ মজার গপ্পো ই হবে.. তাতে আবার মীর আফসার আলী, rounak, anujoy.. এঁরা তো সবাই এক একজন রহস্যভেদী.. এদিকে কমল ওরফে পুশন এর কৌতুহল তো আরও চমৎকার.. 🎉 🎉 😅 তাই রোমাঞ্চকর গপ্পো টা ভীষণ ভাবে উপভোগ করি মীর আফসার আলী.. আমরাও চললাম বিলাসপুর গ্রামে.. ওই গাঁয়ের কীট পতঙ্গর কি চি র মি চি র শব্দ গুলো দারুণ জীবন্ত.. 🙏🌿🙏🌿🙏
✈️ সত্যিই অসাধারণ এক অনুভূতি। গপ্পের সাথে সাথে, আমরাও ভ্রমণ করে এলাম মঙ্গল গ্রহের ভয়ানক এবং রোমাঞ্চকর পরিবেশে।
একটা অনুরোধ - দয়া করে এরকম আরও কল্প- বিজ্ঞানের গপ্পো হোক এই ঠেকে ।
মীর দা, আশা রাখবো তোমরা এই অনুরোধখানা সহৃদয়ে পূরণ করবে। তোমাদের ওপর ভরসা অনেক, 🙂।
গভীর ভালোবাসা গপ্পের প্রতি দিন দিন আরও বাড়বে সবার, শুধু আপনাদের জন্য। ❤
আজ ভিন্ন ধরনের গল্প দেখা যাক কেমন হয়। তাহলে নকশিকাঁথার মাঠ শুরু করা যাক মীরভাই ।
মিরচি বাংলা এর গল্প থেকে অনেক ভালো লাগে মির এর গল্প
ধন্যবাদ। মির দা 🎉 বয়েজ এডিট অনেক সুন্দর হয়েছে ❤❤❤
সাহিত্যের সেরা গল্প গুলো এভাবে বাড়ী বসে আরাম করে শুনছি।
❤ গপ্পো মীরের ঠেক❤
সবাইকে খুব ভালো লেগেছে, খুব আনন্দ করে শুনেছি।
আমি বহু বছর ধরে গল্প শুনছি।। সব রকম গল্পই শুনি।। অনেক অনন্যা channel গল্পও শুনি এবং ভালোও লাগে কিন্তু গত সপ্তাহের "পরিণীতা"র রেশ যেন এখন কাটিয়ে উঠতে পারিনি।। গল্পটা আগে যখন পড়েছিলাম তখনো ভালো লেগেছিলো কিন্তু এ যেন এক অন্য ভালোলাগা।। Thank you #"গপ্পো মিরের ঠেক "।।
Osadharon akta golpo sunlam...onek din por... science fiction love!!❤❤
বাহ্ পোষ্ট ডিজাইন খানা অপূর্ব.. গল্পের সাথে সাথে ওই পোষ্টের দু'জন মাথার, মাথা দুটো এমন ভাবে ওঠা নামা করছে আলতো হেলে দুলে অসাধারণ ছবি গপ্পো.. 👍👍🌹👍👍এসব কিছুই মীর আফসার আলীর karishma.. 🥰 🥰 🙏 যাই হোক, বিনয় বাবু ওরফে মীর আফসার আলীর কন্ঠে গপ্পো খানা উপলব্ধি করি এখন .. ❤️💚❤️ এই তো মীর এর কন্ঠস্বর এ, চির পরিচিত তেজস্বী স্বর বিন্যাস উদ্ভাসিত হচ্ছে.. 🙏🙏🙌🙏🙏 শুনছি গপ্পো, কিন্তু মনে হচ্ছে দেখতেও পাচ্ছি ওই রক্ত মাখা দেহ.. 🤗 🤗 💚
সত্যিই খুব ভালো লাগলো গপ্পোটা।
আর যেখানে ক্যাপ্টেন আছে সেই ঠেকে কি আর গপ্পো শুনে মন ভালো না হয়ে থাকতে পারে নাকি!
খুব সুন্দর উপস্থাপনা হয়েছে, পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকলাম ক্যাপ্টেন।
😍😍
পরিণীতার আবেশ থেকে এখনো বেরোতে পারিনি ,এর মধ্যে হেমেন বাবুর মেঘদূত । এটা বেশ ভালো ,এক ২ সপ্তাহে এক একটি গল্পের আবেশে বিভোর হয়ে থাকা ।ধন্যবাদ ক্যাপ্টেন ।
আমি আজকে শুনলাম।।।
মীর স্যারকে আমার চিরকালই ভালো লাগে, ধন্যবাদ ❤ ।।।
ও মিরদা তোমার কাছে চোখের বালি সোনার অপেক্ষায়
অপেক্ষা এই শেষ হলো❤ এত সপ্তাহের পরিনীতার জন্য অসংখ্য ধন্যবাদ❤🙏 গপ্পো মিরের ঠেকে এত গল্পের মধ্যে সব থেকে পছন্দের গল্প পরিনীতা 😍
debdash❤
আরে দাদা লেট হয়ে গেলো আজকের গপ্পের জন্য অপেক্ষা করছি প্রতি সপ্তাহের মতো পরিনীতার জন্য অসংখ্য ধন্যবাদ
দত্তা আর চরিত্রহীনের অপেক্ষা করছি
হরর এপিসোড চাই ,, বেতাল বা ভৈরব তান্ত্রিক আরো অন্যান্য তন্ত্রমতে কাহিনী শুনতে চাই ,, তারানাথ বলে বলে ক্লান্ত হয়ে গেছি তাও পেলাম না,, তাই এই অনুরোধ🙏🥹❤
Taranath apatoto r hobe na 😢
তারানাথ শেষ হয়ে গেছে সেই খবরটাও তো রাখেন না!!!😢
Ekdom
@@DevapriyoChakravarty-k2v taranatther khobor apnar theke besi rakhi ,, ekhon jara likhche tader gulo bola hochhe bujhla
Vote for তারানাথ❤😁😁😁
Onek onek valo laglo part 2 er jonnu wait korbo❤️🇧🇩
সব গল্পের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
Khub khub bhalo.
❤Goppo Mirer Thek❤
খুব ভালো উপস্থাপনা! পরের পর্ব শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি! ❤❤
অপূর্ব, আজ গপ্পো মিরের ঠেক e হেমেন্দ্র কুমার রায়ের গল্প ✨💫🔥
এইগল্প টাও একেবারে আগুন হয়েছে 🎉
Khub enjoy korlam. Thank you ❤
বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, ব্যালকনিতে বসে কানে হেডফোনে গপ্পো মীরের ঠেক-এ "মেঘদূতের মর্তে আগমন"... দুরন্ত রোমাঞ্চকর একটা গল্প, উফ্ আজকের সন্ধ্যাটা জমিয়ে জমজমাট।😍🎧
অসাধারণ লাগলো, মনে হচ্ছিলো নিজেই মঙ্গল গ্রহে চলে গেছি। দারুন ❤❤❤
Bhishon bhalo laglo. Mone holo boyeshta onek kome gaichhe . Gappo mirke onek shubhechcha roilo.
বিভূতিভূষনের আরণ্যক চাই ৷❤
সময় সীমা 2:00:28 ❤😊
কিছু কাট ছাট করেনি। Dragon Duology-তে অনেক কাঁচি চলে ছিল। Mars X Prehistoric Island Duology'র প্রথম গল্প "মেঘদূতের মরতে আগমন"-এ তেমন করা হয়নি দেখে খুশি হলাম। আগের সপ্তাহের পরিণীতাও কিছু কাট ছাট ছাড়া ছিল। আশা করি "ময়নামতির মায়াকানন"-এও কাঁচি চলবেনা। Best wishes.
@@THE-ILLEST-VILLAIN-DOOMনা চালালেই ভালো। কারণ, MM আমার সবচেয়ে পছন্দের বিমল-কুমার।
@@SukhenduSikder আমারও।
How did you get to know the Duration?
❤❤❤❤❤,mone holo amar sotti sotti Mongoo Groho te gechi, khub khub valo laglo. ❤❤❤❤❤
দীপ বসু 'Dracula' এর পর এই প্রথম বোধহয় Narration করছেন। কিন্তু, তাও বেশ ভালোই লাগছে শুনতে ❤❤!
কল্প বিজ্ঞান এর গল্পঃ বেশ উপভোগ করলাম।
Khub sundor golpo taa golpo gulo sunle mone hoi chokher samne dekhchi 😊😊
Deep Basu দার গলা সত্যি ভালো।
গপ্পো মীরের ঠেক এর সব গল্প আমার শোনা হয়ে গেছে। আজ আবার এটা শুনছি। সব গল্প গুলো আমার খুব ভালো লাগে। ওনেক ওনেক সুন্দর ❤️
Ei holo aschorjo lekhok... Ki kolpona... Tkhn er jugei... Ekhnkar spaceship er theory khub sohoje use kore feleche...🎉 Darun darun....
Amra aj onek dure chole esechi Hemendra Kumar er somoi theke. Jodi uni aj thakten tahle ki na khusi hoten.
onek din por ekta emon romhorshok golpo sunlam thanks Captain and production atoh valo je kichu bolar aar rakhle na, alien er language and sound designing outstanding chilo. Goppo-mir-er thek er puro team ke thanks for this kind of presentation.
অনেকদিন পর রিয়েল মীরের পাঠ শুনলাম। ফলে অনেকদিন পর পুরোনো তৃপ্তি ফিরে পেলাম। এই একটা স্টাইল যার নকল এআই করতে পারবে না। যদি কোনোকালে গল্পপাঠ শেখাবার ইস্কুল গড়ে ওঠে, তবে সেখানে এই মানুষটির পাঠ ছাত্রছাত্রীদের শোনানো হবে অবশ্যই। আর মিরচির দীপের পাঠ।
আগামী পর্বের অপেক্ষায় আছি। আমার সাত বছরের ছেলে বারবার জানতে চাইছে।
পরিণীতা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে, অনেক বার কান্না পাইছিলে
Khub e voyer vuter golpo din ekta❤
I want more and more of Hemendra Kumar Roy's ghost stories.
হেমেন্দ্র কুমার রায় এর রচিত বিমল কুমার এর গল্প বেশ লাগে। আর তার উপর ঠেক এর অনবদ্য উপস্থাপনা, আর কি চাই!
সত্যি বলতে আমি অনেক দিন থেকে অপেক্ষা করে ছিলাম কবে এই গল্পটি ঠেকে অথবা সানডে সাসপেন্স আসবে। কারণ ছোট বেলায় এই গল্পটি আমাদের স্কুলের লাইব্রেরী তে পড়ে ছিলাম।
"যেখানেই নামই এযে আমাদের নিজেদের পৃথিবী...।। "❤
Khub sundar, darun laglo ❤❤❤❤
দারুণ লাগলো খুব সুন্দর উপস্থাপনা পরের পর্বের অপেক্ষায় রইলাম
Next week অভীক সরকার "খোঁড়া ভৈরবীর মাঠ" শুনতে চাই ❤
উফফ, অনবদ্য।
মিনিটে মিনিটে রোমহর্ষক সব কান্ড।❤❤❤❤❤❤❤
জমে যাবে ❤️🥰🥰
Darun lagche golpo sunta ❤❤❤
প্রথম থেকেই প্রত্যেকটি গল্প শুনে আসছি তবে মনের ভিতরটা বেশি ছুঁয়ে যায় শরৎচন্দ্র ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ❤
Valo laglo Mir da
Sottiy mir sir er mukher golpo amader jonno pain killer...❤🥹
Chole esechi golpo sunte 😊
চন্দ্রে নওগো ললিতে ❤
এখন ও যেনো মনে প্রাণে বাজছে
আমার লাফ দেয়া গুলো তো বেশ ভালো লাগলো হেইয়া হেইয়া😂😂❤❤
Khub valo hoyechhe 👍erokm e galpo chai..❤
দাদা আমার লম্বা সময়ের গল্প শুন্তে ভালো লাগে।আর তার সাথে তোমার গেলাতে আরে ভাল লাগে।
Postser dekh puro bojha jay osadharon golpo narration at besh sundor ❤❤
thank you so much mir da
Chole elam 😊😊❤❤
Prothom part ti chomotkar...... ei jinis enact kore believable kora...... you guys r awesome !! Porer tir jonno opeksha.... otai ontim I believe.....!! So bhalo thakun sokole..... sustho thakun.... ek week lomba somay..... tar beshi wait kora jabe na....!! ❤
Adventure golpo sunte khub khub valo lage আরো beshi beshi chi তাতে jodi abar mir anujay roynak soumen somak ar মোতো কলাকুশলী থাকে ❤❤❤❤❤thanku
দারুণ মীর ভাই।❤❤❤
Darun hoyeche mon bhore gelo❤❤❤❤❤❤❤❤
মেঘদুতের মর্তে আগমন এর দ্বিতীয় পর্ব শোনার জন্য উদগ্রীব হয়ে আছি 🥹
Baire Bristi ar ghore goppo mir er thek thakle ar ki chai ! ❤
Protiti uposthaponai oshadharon ! Golpo suru hobar agei ta bolte pari ! ❤😇 You're the best ❤❤❤
অসাধারণ👌👌👌, next part চাই 😊
1:50:32 to 1:51:13 just amezing এই রকম গল্প আরো চাই ❤❤
Darun Darun last weekend ei Sci-fi cheyechilam & tumi diyeo dile ❤❤❤❤ Mir
Awesome. ❤❤❤❤❤ You Mir da, 2nd part need
অসাধারণ একটি গল্পঃ ❤❤ আপনারা যেভাবে শোনালেন যেন নিজে ছিলাম ওই স্পেস সিপে
আমার কোন ভাষা নেই মীরদা তাই ❤❤❤
Akter por akta damaka golpo...❤
Besh valo laglo goppo ta❤😊