হাতকড়া পরিয়ে যুদ্ধ জাহাজে অনুপ্রবেশকারী ভারতীয়দের দেশে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প।
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- ট্রাম্প সাহেব ওনার দেশ থেকে বে আইনী ভাবে থাকা ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন, আবার ক্ষমতায় এসেই বলেছিলেন যে ইললিগাল ইমিগ্রান্টস দের ফেরত পাঠাবেন, কাজটা ভারতীয়দের দিয়ে শুরু হল, এমনিতে এই ইললিগ্যাল ইমিগ্রান্টস ব্যাপারতা কিন্তু খুব সহজ বিষয় নয়, সেই অর্থে ট্রাম্পের পূর্বপুরুষরা আদতে ঐ ইললিগাল ইমিগ্রান্টসই ছিলেন, তাঁরা ইংল্যান্ড, ইউরোপ থেকে এসে আমেরিকার আদি বাসিন্দাদের সরিয়ে বসেছিলেন মালিক হিসেবে, তারপর ধীরে ধীরে সমস্ত ক্ষ্মতা হাতে নিয়ে আজ বড় বড় কথা বলেন। আমেরিকাতে সাদা চামড়ার লোকজন বাইরে থেকেই এসেছিল, তারপরে স্থানীয় আদিবাসীদের মেরে হাটিয়ে, প্রায় নিশ্চিহ্ন করে তাদের বসবাস শুরু করেছিল, এই অনুপ্রবেশ সারা পৃথিবীর সমস্যা, সমস্যা আদতে অর্থনৈতিক যার সঙ্গে সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয় আছে। কিন্তু প্রৃথিবীর যে কোনও জঙ্গি জাতীয়তাবাদী নেতারা এই অনুপ্রবেশের ধুয়ো তুলে আসলে দেশের মানুষের কাছে এক কল্পিত শত্রুকে খাড়া করতে চায়, তারপরে এই অনুপ্রবেশকারীদের বৃত্ত টাকে বারাতে থাকে, এ নতুন কিছু নয়। দেখুন না ট্রাম্প সাহেব অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাবেন, তারজন্য তাদের হাতকড়া পরিয়ে সেনা বাহিনীর বিমানে পাঠানোর কোন দরকারটা ছিল? ছিল, কারণ তিনি বোঝাতে চান যে এটা একটা যুদ্ধ। তিনি দেশের মানুষের, বিশেষ করে নতুন প্রজন্মের হয়ে এক যুদ্ধ লড়ছেন, যেমনটা ক্ষ্মতায় এসেই মোদিজী শুরু করেছিলেন, এখন বোঝা গেছে সেই যুদ্ধ লড়ে দেশের বেকারদের চাকরির, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের বা শ্রমিকের ন্যায্য মজুরির কোনও সুরাহা হবে না। আসলে এই জঙ্গী জাতীয়তাবাদের লড়াই প্রত্যেক স্বৈরতন্ত্রীদের এক প্রিয় হাতিয়ার। কার বাবার জমি কে অনুপ্রবেশ করে? এই মূল প্রশ্নের সামনে কারোর কি কোনও উত্তর আছে?