আমার একটা প্রশ্ন আছে ভাই। একটা মানুষের যখন ধর্মের জ্ঞেন ও রাষ্ট্রীয় জ্ঞেন থাকে। তার পরেও কেনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রি কে ধর্ষন করে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে। কেনো শিক্ষকের জেলে যেতে হয়েছে। দয়া করে সয়তানের ঘাড়ে দোষ চাপাবেন না। আশা করি সঠিক ব্যেখা দিবেন। মুর্খামি করবেন না।
@@specter918 , Okay, let's assume Mr. Umar is right. But what is the alternative explanation for "human suffering"? And what alternative solution he or you can offer?
ধর্মই সৃষ্টিকর্তার জীবন বিধান। কিছু কিছু মানুষ আছে যারা ধর্মকে ব্যবসা বানায়। আল্লাহ বানিয়েছে মানুষ আর মানুষ বানিয়েছে ভূত সেই ভূতকে পূজা কর । আর ধর্ম তো শয়তান বানায়নি ! তবে পৃথিবীতে শয়তানের ধর্মও আছে। একজন নিষ্পাপ বাচ্চা মারা গেলে সে তো স্বর্গে যাবেই।
পিনাকী দাদা আপনার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক কেননা আপনার সত্য অনুধাবন অত্যন্ত আলাদা। আপনি আসাদুজজামান নুরের ব্যাপারে যা বলেছেন তা অত্যন্ত সত্য এটা আমি সেসময়ই বুঝেছিলাম যখন ঘটনাটা ঘঠেছিলো । বাকেরের কারনে যে মানুষ গুলো মারা গেলো শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামি কি তাকে ছেড়ে দেবেন? নিশ্চয়ই না । আমি একজন মুসলিম হয়ে আপনার জন্য দোয়া করছি দোয়া করবো চিরকাল কেননা আপনি সত্য কথা বলেন।
specter এ হল শয়তানের ডিজিটাল ভার্সন।সব জায়গায় আবোল তাবোল কমেন্ট কপি পেষ্ট মেরে বেড়াচ্ছে। তবে ওর কাজে কিছু উপকারও হচ্ছে। আগে যারা এ বিষয়গুলা জানতো না, তারাও আগ্রহী হয়ে ইসলামকে জানছে এবং আরো কাছে আসছে। কারন ইসলাম এসব বিষয় এত সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছে যে, খোলা ও উৎসুক মানব মন তাতে প্রশান্ত হবেই, শুধু কিছু শয়তানের পুজারীদের কথা আলাদা।
@@specter918 ভাই আপনি চরম অসভ্য। এখানে ওনি এমন কি বলেছে যে আপনি এমন মন্তব্য করলেন? নিঃসন্দেহে পিনাকী ভাই দ্বারা দেশ,জাতি তথা জগৎ উপকৃত হচ্ছে, আপনার দ্বারা?
এতো চমৎকার বিশ্লেষণ, আমি সত্যিই অভিভূত। আপনার প্রতিটি আলোচনা আমি একাধিকবার শুনি মন্ত্রমুগ্ধ হয়ে, শৈল্পিক বাচনভঙ্গি আমাকে মোহিত করে। ভালো থাকবেন সব সময়।
মানবতা, সততা,মজলুমের কান্না যে হৃদয়কে অনুরনিত করে। মনকে করে বেদনাপ্লুত, যার হৃদয়তন্ত্রীতে বেজে উঠে রোদনের সুর সেই তো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। পিনাকী সাহেবকে এ জন্যই তো শ্রদ্ধা করি।
ইসলামে কোনো বেক্তিগত মতামতের মূল্ল নাই। প্রশ্ন করতে গেলে রেগে গিয়ে ধুমকি দেয়ে মুখ বন্ধ করে দেয়ে। শান্তি পায়না তো দুরের কথা। আরো বেশি অশান্তিতে ফেলে দেবে। একবার প্রকাশ করে দেখেন অন্য মতাদর্শের পক্ষে।
" আমি মানুষ সৃষ্টি কোরেছি এবং তার মন নিভৃতে যে অনৈতিক চিন্তা বা কুচিন্তা করে, সে সমদ্ধেও আমি অবগতো আছি । আমি তার ঘারের রগের চাইতেও অধিক নিকটবর্তী।"( সূরা- কফ-16)
@@bazlur-Vancouver তোমার লাইফের কোন মিনিং নেই, কেন বেচে আছো আর থেকে কি লাভ সেটাও বলতে পারবানা। তুমি মানুষের বিশ্বাসকে গালি দাও কিন্তু ভূতের ভয়ে শ্মশানে রাতের অন্ধকারে একা যেতে পারবানা এতে কোন সন্দেহ নেই। মানবজাতির স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে স্রস্টায় বিশ্বাসের গুরুত্ব তখন বুঝতে পারবা যখন কেউ অন্যায়ভাবে ক্ষমতার জোড়ে তোমার সব শেষ করে দিবে, এমন কেউ যাকে কোন আইন আদালত দিয়ে থামাতে পারবানা। সেদিন তুমি বুঝবা পরকালে বিশ্বাস থেকে তৈরি হওয়া নৈতিকতা ও অপরাধবোধ কত গুরুত্বপূর্ণ।
@@সত্যেরসন্ধানে-ঠ৭ম মহান আল্লাহ তায়ালা পবিত্র আরশে আযীমে আছেন। তবে জ্ঞান ও ক্বুদরত দ্বারা সবকিছুই বিরাজ করে রেখেছেন। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম দিয়ে সব খবর রাখছেন। একটা প্রতিষ্ঠান এ সিসিটিভি দিয়ে সেখানকার বস সব খবর রাখতে পারেন। যদিও তিনি বহুদূরে থাকেন। কেউ কোন চুরি বাটপারি করলে তিনি ধরতে পারেন। মহান আল্লাহ তায়ালা পবিত্র আরশে আযীম এ থেকেও বান্দার খুব নিকটে থাকেন। মহান আল্লাহ তায়ালা উনার স্মরণ ছাড়া জীবন বৃথা। যার আল্লাহ তায়ালা নেই তার যেন কিছুই নেই। পালহীন নৌকার মত ভেসে বেড়ায়।
@@mrkhan745 যেইটা সঠিক ওইটা বল্লেই তোদের ধোন খাড়া হয়ে যায়, না? ভালোভাবে লজিক্যালি বললে ত তোদের পেট ভরে না, তোর ধর্ম ত এই শিখাইসে তোরে অন্যকে কীভাবে গালি দিয়ে রিপ্লাই দিতে হয়। *মানুষের জন্য ধর্ম সৃষ্টি হইসে, ধর্মের জন্য না* এটা ইসলামে পুরোটাই উল্টোভাবে দেখানো হইসে- সেটা শুধু বললাম, কোনো গালি দিলাম না কিছু করলাম না- তোর ধর্ম এগুলা শিখায় তোরে? শ্লা পেডোফাইল
খান সাহেব, প্রথমে দেখতে হবে আমরা কোন মাত্রার মুসলমান; কেননা সামান্য অর্থের প্রলোভনে পরে ইসলাম বিক্রয় করাতে আমরা পারাংগম। আমাদের জঘণ্য চারিত্রিক বৈশিষ্টের জন্যই অনেক বিধর্মী ব্যক্তিত্ব দূরে সরে গেছেন। বাস্তব সত্য বললাম, মনঃকষ্ট নিবেন না।
@@tuhinrahman646 Well, only the deluded BAL supporters and blindfolded individuals are in denial of the genuine personalities like Dr Pinaki Bhattacharya who speak and have the courage to spread the truth. You are obviously NOT one of them.
আলহামদুলিল্লাহ স্যার আপনি অনেক সুন্দর ভাবে সত্য কে উন্মোচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়ালু হোন। আপনাকে ইসলামের ছায়ার নিচে স্থান করে দিক আমিন।
আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এটা আল্লাহ'র কথা নয়। আল্লাহ বলেছেন, "মা তাস্কুতু মিওঁ-ওয়ারাক্বতিন ইল্লা ইয়া'লামুহা" অর্থ- আল্লাহর অজানতে একটি পাতাও ঝড়ে না (সূরাহ আল-আনআম, আয়াত-৫৯)।
পিনাকি দাদাকে যে কিবলে ধন্যবাদ দিব আমার মেধায় কুলোচ্ছে না। অন্যান্য কমেন্টারদের মতো আমিও বলবো আল্লাহপাক যেন পিনাকি দাদাকে হজরত ওমর (রাঃ) মতো হেদায়াত দিয়ে কবুল করেন আমিন
দাদা আপনি একজন যোগ্য এবং ভালো একজন মানুষ। আপনাকে ইসলামের সুশীতল ছায়ায় আসার দাওয়াত দিলাম। ইসলামে ফিরে আসুন। আল্লাহ অবশ্যই আপনাকে আপনার যোগ্য সন্মান এবং যথাযথ মর্যাদা দান করবেন।
দাদা আপনাকে যতই দেখি ততই অবাক হই। মহান সৃষ্টিকর্তা আপনাকে যে কি পরিমাণ এর মেধা দিয়েছে তা একমাত্র উনিই ভালো জানেন। আপনার কোন তুলনা নেই দাদা, দোয়া করছি আল্লাহতায়ালা যেন আপনাকে সঠিক পথ দেখায়, এবং আপনি সামিল হবেন ইসলামী জীবন ধারায় নিশ্চিতভাবেই কারণ আপনি সঠিক জ্ঞানের অধিকারী!!❤️
বদরুদ্দীন স্বনামধন্য না বেনামধন্য সেটা ভিন্ন কথা কিন্তু ধর্ম দূরে থাক, তার কোন ধারনাটা অর্বাচীন না? পিনাকীদা যা বলেছেন, এরা হলো half cooked। সত্যিই এরা আধাসেদ্ধ অখাদ্য।
ভাই, কোনো অমুসলিমকে সালাম জানানো যায় না। অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যায় না। ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
পিনাকী সাহেবের বক্তব্য যতই শুনি,ততই ভাল লাগে,ধর্ম সম্পর্কে উনার ফিলোসপিক্যাল বক্তব্যে তৃপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে ভেবেছিলাম ধর্মে হিন্দু হয়ে একজন মুসলিম নামধারী নাস্তিকের প্রশ্নের কি উত্তর দিবেন। উত্তর শুনে ধর্ম সম্পর্কে উনার প্রজ্ঞার পরিচয় পেলাম। বেঁচে থাকুক দাদা।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ।আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার এবং আপনাদের মত দেশ প্রেমিক মানুষ দেরকে আল্লাহ পাঁক শারীরিক সুস্থতা দান করেন আমিন আমিন। আপনার চমুৎকার উপস্থাপন ।
ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
দুনিয়া হচ্ছে পরীক্ষাগার এবং স্বাধীন । আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। বিবেকভিবেছনা দিয়ে কর্ম সম্পাদন করবে। আর এই স্বাধীন কর্মের হিসাব নিবেন আখেরাতে বা পরকালে। আসুন আমরা অস্থায়ী জীবনে যাই করি পরকালের চিন্তা যেন ভুলেনাযাই।আর প্রিয় পিনাকী স্যারকে আল্লাহ দীনেরজন্যে কবুল করুন। আমীন।
" আল্লাহ্ বলেন, প্রত্যেক মানুষের কৃৃতকর্ম আমি তার গ্রীবা লগনো কোরছি এবং কিয়ামত দিবসে আমি তার জন্য বের কোরবো এক কিতাব, যা সে পাবে ঊনমূক্ত। (আমি বোলবো ) তুমি তোমার কিতাব পাঠ করো ; আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাসের জন্য যথেষ্ট । (সূরা - বানী ইসরাইল -13-14 )
"No poison can kill a positive mind and no medicine can cure a negative mind".... Your positive understanding of the theological perspective that you stated has been enlightened you and you are enlightening us. Thanks to you our dearest Sir.
প্রিয় স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনার মাধ্যমে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। স্যার আপনার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ Subconscious mind নিয়ে একটা ভিডিও 📹 বানাবেন।
পিনাকী দা, নিঃসন্দেহে আপনি একজন জ্ঞানী ব্যক্তি।আপনার পড়াশোনা ও প্রচুর। আপনার বক্তব্য গুলো প্রায়ই শুনে থাকি। বক্তব্য গুলো সমর্থন ও করি। ধর্ম বিষয়ে আজ যা বললেন তা ও ঠিক। আমার কাছে ধর্ম প্রবর্তনের একটি উদ্দেশ্য মূল বলে প্রতিভাত হয়েছে। আর তা হচ্ছে জবাবদিহিতা।যদি মানুষের জবাবদিহিতা না থাকে তাহলে মানুষের ভালো (?) কাজ করবার বা মানবিক হবার, দয়ালু হবার বা সৎ হবার কোন কারন থাকেনা। মানুষ পৃথিবীতে যে কোন ভাবে জবাবদিহিতা এড়িয়ে যেতে পারে ও যায়। তা'তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু একজন সুপ্রিম পাওয়ার এর কাছ থেকে জবাবদিহিতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই জন্যই যুগে যুগে সৃষ্টিকর্তা পথপ্রদর্শক পাঠিয়েছেন। জবাবদিহিতায় বিশ্বাস না থাকলে মানুষ মানবিক হবে কেন? এই ব্যাপারে আপনার মতামত জানতে পারলে উপকৃত হতাম। ধন্যবাদ।
ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
Mashaallah sir we pray for you heartily may allah keep you healthy may allah give you a beautiful life may you have knowledge about islam that you are explaining beautifully you must be worthy of praise
আল্লাহ মানুষের বিবেকবোধ, জ্ঞান, বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। ভালো মন্দ বিশ্লেষণের করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ জীবন, সম্পদ,রোগ ব্যাধী,প্রাকৃতিক দূর্যোগ ইত্যাদি দিয়ে মানুষ কে পরীক্ষা করেন। যে এতো কষ্টের মধ্যে থেকে ও আল্লাহ কে ভোলে না। আল্লাহর উত্তম পুরস্কার পরকালে আছে।
আপনার যুক্তি ও চিন্তার সঙ্গে মিল হয়েছে, তাই আপনাকে ভালো লেগেছে। কারন আপনার ইসলামে জন্ম হয়েছে বলে এমন বলছেন। আপনার জন্মের পর ইসলাম ভিতরে ঢুকিয়ে দাও হয়েছে বলে এমন মনে হচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা ও মন মানসিকতা বিশ্বাস রুচি হিন্দুদের মতো হবে না। ইসলামের মতো হবে। সেই জন্য আপনার কাছে ইসলাম সত্য ধর্ম। আল্লা আছে, তাই ধর্ম আছে, ধর্ম মানতে হবে। অন্ধ বিশ্বাসের পিছনে ছুটে মুর্খের মতো মারামারি কারাও ধর্মের কাজ। ধর্মকে বাঁচাতে হলে মারতে হবে মরতে হবে। কারের বৌ বাচ্চা বিধবা এতিম হলেও কিছু যায় আসে না। এগুলো সব আল্লার ইচ্ছে হয়।
আপনার বিশ্লেষণ মুলক ও সত কথা অনেক ভাল লাগে। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হেদায়াত নসিব করুন। আমিন।
9:43
আমার একটা প্রশ্ন আছে ভাই।
একটা মানুষের যখন ধর্মের জ্ঞেন ও রাষ্ট্রীয় জ্ঞেন থাকে। তার পরেও কেনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রি কে ধর্ষন করে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে। কেনো শিক্ষকের জেলে যেতে হয়েছে। দয়া করে সয়তানের ঘাড়ে দোষ চাপাবেন না। আশা করি সঠিক ব্যেখা দিবেন।
মুর্খামি করবেন না।
Amin
মানুষ ধনী বা গরীব সুস্থ্য বা অসুস্থ যাই হোক না কেনো,সব ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করা উচিৎ।
Kno voy laage? Jini valor credit niben take kharaf er day o nite hobe, na hole tini o dictator chara r ki?
পিনাকির স্যার একজন সত্যিকারের মাস্টার অফ ফিলোসফি। খাপে খাপে বিশ্লেষণ। আপনি বাংলাদেশের গর্বিত সন্তান।
👍👍👍
@@specter918 , Okay, let's assume Mr. Umar is right. But what is the alternative explanation for "human suffering"? And what alternative solution he or you can offer?
ধর্মই সৃষ্টিকর্তার জীবন বিধান। কিছু কিছু মানুষ আছে যারা ধর্মকে ব্যবসা বানায়। আল্লাহ বানিয়েছে মানুষ আর মানুষ বানিয়েছে ভূত সেই ভূতকে পূজা কর । আর ধর্ম তো শয়তান বানায়নি ! তবে পৃথিবীতে শয়তানের ধর্মও আছে। একজন নিষ্পাপ বাচ্চা মারা গেলে সে তো স্বর্গে যাবেই।
পিনাকি কি নুনুকাটা নাকি ?😂😁🤣
@@AmarAkbarAnthony_JhonJonyJanar জানিনা, তবে এটুকু জানি যে, নুনুকাটা পিতার সন্তানরা এমন কমেন্ট করে।
এখন তুর মা বলতে পারবে পিনিকীর নুনু কয় হাত।😂😂😂😂😂😂😂
পিনাকী দাদা আপনার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত
হোক কেননা আপনার সত্য অনুধাবন অত্যন্ত আলাদা। আপনি আসাদুজজামান নুরের ব্যাপারে যা বলেছেন তা অত্যন্ত সত্য এটা আমি সেসময়ই বুঝেছিলাম যখন ঘটনাটা ঘঠেছিলো । বাকেরের কারনে যে মানুষ গুলো মারা গেলো শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামি কি তাকে ছেড়ে দেবেন? নিশ্চয়ই না ।
আমি একজন মুসলিম হয়ে আপনার জন্য দোয়া করছি দোয়া করবো চিরকাল কেননা আপনি সত্য কথা বলেন।
এতো কিছু না থাকলে দুনিয়ার বাস্তবতা কোনোভাবেই উপলব্ধি করা যেতো না। উনার প্রতি কথার শক্তিশালী যুক্তি উপস্থাপন করা সম্ভব।
তরুণ প্রজন্মকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নতুন করে জানাতে একটি আশীর্বাদের নাম পিনাকী ভট্টাচার্য ❤❤❤❤
হে খুবিই ভাল্লাগছে
♥️♥️♥️♥️♥️
🥰
specter এ হল শয়তানের ডিজিটাল ভার্সন।সব জায়গায় আবোল তাবোল কমেন্ট কপি পেষ্ট মেরে বেড়াচ্ছে। তবে ওর কাজে কিছু উপকারও হচ্ছে। আগে যারা এ বিষয়গুলা জানতো না, তারাও আগ্রহী হয়ে ইসলামকে জানছে এবং আরো কাছে আসছে। কারন ইসলাম এসব বিষয় এত সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছে যে, খোলা ও উৎসুক মানব মন তাতে প্রশান্ত হবেই, শুধু কিছু শয়তানের পুজারীদের কথা আলাদা।
@@specter918 ভাই আপনি চরম অসভ্য। এখানে ওনি এমন কি বলেছে যে আপনি এমন মন্তব্য করলেন? নিঃসন্দেহে পিনাকী ভাই দ্বারা দেশ,জাতি তথা জগৎ উপকৃত হচ্ছে, আপনার দ্বারা?
বাংলাদেশের বাঘ সন্তান পিনুদা। আমাদের অসময়ে পাশে থাকা একজন মানুষ। এজাতি কোনোদিন তাকে ভুলবেন না।
এতো চমৎকার বিশ্লেষণ, আমি সত্যিই অভিভূত। আপনার প্রতিটি আলোচনা আমি একাধিকবার শুনি মন্ত্রমুগ্ধ হয়ে, শৈল্পিক বাচনভঙ্গি আমাকে মোহিত করে। ভালো থাকবেন সব সময়।
Mr. Bhattachariya, why there are more than ONE religion, if religion is the ULTIMATE truth?
সহমত পোষণ করছি।অনেক ধন্যবাদ জানাই আমার।
মানবতা, সততা,মজলুমের কান্না যে হৃদয়কে অনুরনিত করে। মনকে করে বেদনাপ্লুত, যার হৃদয়তন্ত্রীতে বেজে উঠে রোদনের সুর সেই তো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। পিনাকী সাহেবকে এ জন্যই তো শ্রদ্ধা করি।
সহমত পোষণ করছি। অনেক অনেক ধন্যবাদ জানাই আমার।
ইসলামে কোনো বেক্তিগত মতামতের মূল্ল নাই। প্রশ্ন করতে গেলে রেগে গিয়ে ধুমকি দেয়ে মুখ বন্ধ করে দেয়ে। শান্তি পায়না তো দুরের কথা। আরো বেশি অশান্তিতে ফেলে দেবে। একবার প্রকাশ করে দেখেন অন্য মতাদর্শের পক্ষে।
দাদা আপনার কথা শুনে খুশির ঠেলায় কাঁইনদ্দা ফালাইছি।সত্য কে অসত্যথেকে পৃথক করে দেখাবার তাওফিক আরো বেশি করে তাকে দান করুন!
Ameen
" আমি মানুষ সৃষ্টি কোরেছি এবং তার মন নিভৃতে যে অনৈতিক চিন্তা বা কুচিন্তা করে, সে
সমদ্ধেও আমি অবগতো আছি । আমি তার ঘারের রগের চাইতেও অধিক নিকটবর্তী।"( সূরা- কফ-16)
Sura Hagu bolini khejur kheye paikhana kemon dekhai. falto jotosob.
@@bazlur-Vancouver তোমার লাইফের কোন মিনিং নেই, কেন বেচে আছো আর থেকে কি লাভ সেটাও বলতে পারবানা। তুমি মানুষের বিশ্বাসকে গালি দাও কিন্তু ভূতের ভয়ে শ্মশানে রাতের অন্ধকারে একা যেতে পারবানা এতে কোন সন্দেহ নেই। মানবজাতির স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে স্রস্টায় বিশ্বাসের গুরুত্ব তখন বুঝতে পারবা যখন কেউ অন্যায়ভাবে ক্ষমতার জোড়ে তোমার সব শেষ করে দিবে, এমন কেউ যাকে কোন আইন আদালত দিয়ে থামাতে পারবানা। সেদিন তুমি বুঝবা পরকালে বিশ্বাস থেকে তৈরি হওয়া নৈতিকতা ও অপরাধবোধ কত গুরুত্বপূর্ণ।
@@bazlur-Vancouver বাঁনর
@@সত্যেরসন্ধানে-ঠ৭ম ডিজিটাল যুগে এই সহজ কথাটা বুঝতে কষ্ট হচ্ছে?
@@সত্যেরসন্ধানে-ঠ৭ম মহান আল্লাহ তায়ালা পবিত্র আরশে আযীমে আছেন। তবে জ্ঞান ও ক্বুদরত দ্বারা সবকিছুই বিরাজ করে রেখেছেন। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম দিয়ে সব খবর রাখছেন। একটা প্রতিষ্ঠান এ সিসিটিভি দিয়ে সেখানকার বস সব খবর রাখতে পারেন। যদিও তিনি বহুদূরে থাকেন। কেউ কোন চুরি বাটপারি করলে তিনি ধরতে পারেন। মহান আল্লাহ তায়ালা পবিত্র আরশে আযীম এ থেকেও বান্দার খুব নিকটে থাকেন। মহান আল্লাহ তায়ালা উনার স্মরণ ছাড়া জীবন বৃথা। যার আল্লাহ তায়ালা নেই তার যেন কিছুই নেই। পালহীন নৌকার মত ভেসে বেড়ায়।
সত্যিই আপনি এত সুন্দর করে বর্ননা করেন যে খুব কঠিন কথাও খুব সহজ হয়ে যায়👌ধন্যবাদ দাদা👍
ধর্মের জন্য মানুষ নয়,মানুষের জন্যই ধর্মকে প্রয়োজন। মানুষ জন্মগত ভাবে স্বাধীন আর ধর্ম মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে।
Exactly. ইসলাম একটা জীবন ব্যবস্থা। যা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে।
ruclips.net/video/nRmsSV_zLHA/видео.html
@@BDWATCHLEARN ইস্লামে ধর্মের জন্যই মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করা হয়েছে
@@rezaulkarim-py2gn অন্য জায়গায় যেয়ে ল্যাদা যা! এইটা নাস্তিক মাদারচো*দের ল্যাদানোর জায়গা না।
@@mrkhan745 যেইটা সঠিক ওইটা বল্লেই তোদের ধোন খাড়া হয়ে যায়, না? ভালোভাবে লজিক্যালি বললে ত তোদের পেট ভরে না, তোর ধর্ম ত এই শিখাইসে তোরে অন্যকে কীভাবে গালি দিয়ে রিপ্লাই দিতে হয়। *মানুষের জন্য ধর্ম সৃষ্টি হইসে, ধর্মের জন্য না* এটা ইসলামে পুরোটাই উল্টোভাবে দেখানো হইসে- সেটা শুধু বললাম, কোনো গালি দিলাম না কিছু করলাম না- তোর ধর্ম এগুলা শিখায় তোরে? শ্লা পেডোফাইল
ভাই আমি বুঝতে পেরেছি আপনি একজন ভালো মানুষ। মুসলিম হয়ে যান। দুনিয়া, আখেরাত, দুই জায়গায় ভালো থাকবেন।ইনসাহ্ আল্লাহ।
কি দরকার ? উনি তো সঠিক ভাবেই বুঝতে চেয়েছেন।
উনাকে বুঝতে দেন এত আবেগের দরকার কি আবেগ দিয়ে ধর্ম হয় না।
খান সাহেব, প্রথমে দেখতে হবে আমরা কোন মাত্রার মুসলমান; কেননা সামান্য অর্থের প্রলোভনে পরে ইসলাম বিক্রয় করাতে আমরা পারাংগম। আমাদের জঘণ্য চারিত্রিক বৈশিষ্টের জন্যই অনেক বিধর্মী ব্যক্তিত্ব দূরে সরে গেছেন। বাস্তব সত্য বললাম, মনঃকষ্ট নিবেন না।
কেন মুসলমান হবেন তিনি। তাঁর ব্যক্তিগত বিবেচনাবোধ কি কারুর থেকে কম? তিনি ডিসিশন নিবেন তাঁর ব্যাপারে।
😂 আপনে ধর্মান্ধ
ডা পিনাকী ভট্টাচার্য কে অনেক অনেক ধন্যবাদ সকল বিষয়ে প্রাজ্ঞ আলোচনার জন্য। অনেক শুভকামনা ও দোয়া।
আল্লাহ পিনাকী চক্রবর্তী সাহেব কে হযরত উমর (রাঃ)এর মতো কবুল করুন। অন্তঃস্থল থেকে দোয়া।
khub taratari Pinak Hajji hobe.
পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কার খপ্পরে পড়ছেন, এখনও টের পান নাই! আরও কিছুদিন লেগে থাকেন আপনাদের সবাইকে সংশয়বাদী আলোকিত মানুষ বানায়ে ছেড়ে দেবে॥
@@tuhinrahman646 Well, only the deluded BAL supporters and blindfolded individuals are in denial of the genuine personalities like Dr Pinaki Bhattacharya who speak and have the courage to spread the truth. You are obviously NOT one of them.
@@2244khan Mr what do you know about me? This is an Islamist swiping comment. Don’t be that judgemental, the world is too big and life is too short…….
@@tuhinrahman646 , Nobody but Allah can give guidance. Even if Pinaki has an agenda it would not work.
মাশাল্লাহ বারকাল্লাহ। অনেক সুন্দর আলোচনা।আল্লাহ আপনাকে সত্যের পথে পরিচালিত করুন। শেষের জোকস টা যা ছিলো না!!!
আল্লাহ যেন পিনাকী কে সত্যের পথে পরিচালিত করেন অলরেডি তিনি এখন মিথ্যার পথে!! বাহ চমৎকার আপনাদের জন্মগত স্বভাব টা!!
আলহামদুলিল্লাহ স্যার আপনি অনেক সুন্দর ভাবে সত্য কে উন্মোচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়ালু হোন। আপনাকে ইসলামের ছায়ার নিচে স্থান করে দিক আমিন।
ছুম্মা আমীন
আমীন
Amen
আমিন ছুম্মা আমিন
আমি মহান আল্লাহর জন্যে আমি পিনাকীয় দাদাকে ভাল বাসি দোয়া করি আল্লাহ তায়া’লা যেন এই যোগের নতুন উমর হিসাবে কবুল করে আমিন।
পিনাকী দাদার জন্য শুধু দোয়া আসে মহান আললাহ তালা আপনার মেধা শক্তি বারিয়ে দিন আপনাকে আললাহ মুসলিম হিসাবে কবুল করুন আমিন।
বরাবরের মত অসাধারণ বিশ্লেষণ। ধন্যবাদ পিনাকী ভাই।
আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এটা আল্লাহ'র কথা নয়। আল্লাহ বলেছেন, "মা তাস্কুতু মিওঁ-ওয়ারাক্বতিন ইল্লা ইয়া'লামুহা" অর্থ- আল্লাহর অজানতে একটি পাতাও ঝড়ে না (সূরাহ আল-আনআম, আয়াত-৫৯)।
You are preaching truth bhai .well done
Right bro
এটাই সত্যি ব্যাখা।
দাদা অসংখ্য ধন্যবাদ
বারবার একটাই দোয়া আল্লাহ তোমাকে
কাবুল করুন ! আমীন!
পিনাকি দাদাকে যে কিবলে ধন্যবাদ দিব আমার মেধায় কুলোচ্ছে না। অন্যান্য কমেন্টারদের মতো আমিও বলবো আল্লাহপাক যেন পিনাকি দাদাকে হজরত ওমর (রাঃ) মতো হেদায়াত দিয়ে কবুল করেন আমিন
LONG LONG LONG LIVE PINAKI DADA
ধন্যবাদ হে প্রিয়! মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। একজন নাস্তিক কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আবারো ধন্যবাদ।
right
মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। আমিন।
আমিন
Aameen Aameen Aameen Yea Amader Provu Maalik.
দাদা আপনি একজন যোগ্য এবং ভালো একজন মানুষ। আপনাকে ইসলামের সুশীতল ছায়ায় আসার দাওয়াত দিলাম। ইসলামে ফিরে আসুন।
আল্লাহ অবশ্যই আপনাকে আপনার যোগ্য সন্মান এবং যথাযথ মর্যাদা দান করবেন।
ধর্ম নিয়ে এতো সুন্দর বিশ্লেশন😮অসাধারন❣️
দাদা আপনাকে যতই দেখি ততই অবাক হই। মহান সৃষ্টিকর্তা আপনাকে যে কি পরিমাণ এর মেধা দিয়েছে তা একমাত্র উনিই ভালো জানেন। আপনার কোন তুলনা নেই দাদা, দোয়া করছি আল্লাহতায়ালা যেন আপনাকে সঠিক পথ দেখায়, এবং আপনি সামিল হবেন ইসলামী জীবন ধারায় নিশ্চিতভাবেই কারণ আপনি সঠিক জ্ঞানের অধিকারী!!❤️
100%. 200%. 300%.
পিনিকি মানে নতুন কিছু, পুরানো ইতিহাস নতুন করে শিক্ষা নতুন কিছু জানা। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি ঘটনাকে সত্য ভাবে সঠিক সময় তুলে ধরার জন্য
সুন্দর বিশ্লেষণ, যথাযথ জবাব হয়েছে,, ধন্যবাদ
আপনি যথার্থ বলেছেন ।
বদরুদ্দীন উমর সাহেব একজন স্বনামধন্য ব্যক্তিত্ব , ধর্ম সম্পর্কে তার ধারনা যেন অর্বাচিন বালখিল্যতা ।
একদম ঠিক বলছেন
বদরুদ্দীন স্বনামধন্য না বেনামধন্য সেটা ভিন্ন কথা কিন্তু ধর্ম দূরে থাক, তার কোন ধারনাটা অর্বাচীন না? পিনাকীদা যা বলেছেন, এরা হলো half cooked। সত্যিই এরা আধাসেদ্ধ অখাদ্য।
H k, bodruddin jei logic dilo ta diye Srosta Ostitto osikar kora hassokor
Very excellent analysis. I support you. Peace, mercy and blessings of Allah be upon you.
খুব সুন্দর বিশ্লেষণ।অনেক শ্রদ্ধা।🌹🙏
চমৎকার । প্রার্থনা করি অনেক দেরী হওয়ার আগেই বদরুদ্দীন ওমর সাহেব সঠিক পথে ফিরে আসবেন ।
স্যার আপনাকে জানাই সালাম আল্লাহর কাছে দোয়া করি আপনাকে হাজার বছর বেচে রাখুক আমিন।
ভাই, কোনো অমুসলিমকে সালাম জানানো যায় না। অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যায় না। ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
আল্লাহর ইচ্ছা ছাড়া পাতা পড়ে না একথা ঠিক নয়। বরং অনুবাদ হচ্ছে আল্লাহর অগোচরে পাতা পড়ে না।
Jini khobor rakhen tini hukum er o malik, srostha meaning sob bisoy khomota ban.
চমৎকার বিশ্লেষণ। জাযাকাল্লাহ
অসাধারণ কথা বলেছেন । অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
পিনাকী সাহেবের বক্তব্য যতই শুনি,ততই ভাল লাগে,ধর্ম সম্পর্কে উনার ফিলোসপিক্যাল বক্তব্যে তৃপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে ভেবেছিলাম ধর্মে হিন্দু হয়ে একজন মুসলিম নামধারী নাস্তিকের প্রশ্নের কি উত্তর দিবেন। উত্তর শুনে ধর্ম সম্পর্কে উনার প্রজ্ঞার পরিচয় পেলাম। বেঁচে থাকুক দাদা।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ।আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার এবং আপনাদের মত দেশ প্রেমিক মানুষ দেরকে আল্লাহ পাঁক শারীরিক সুস্থতা দান করেন আমিন আমিন। আপনার চমুৎকার উপস্থাপন ।
আমি আপনার বক্তব্য যতই শুনি ততই অবাক হই। ধন্যবাদ স্যার।♥♥♥♥
আল্লাহ সুবহানাহু তায়ালা ওনাকে হেদায়াত দান করুন ৷
পিনাকী দাদার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি সুস্বাস্থ্য ও দীর্ঘদিন বেচে থাকেন।কারণ তিনার কাছে ভালো কিছু শিখা যায়।
ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
কি দারুণ বিশ্লেষণ! অনেক অনেক ধন্যবাদ দাদা।
দুনিয়া হচ্ছে পরীক্ষাগার এবং স্বাধীন । আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। বিবেকভিবেছনা দিয়ে কর্ম সম্পাদন করবে। আর এই স্বাধীন কর্মের হিসাব নিবেন আখেরাতে বা পরকালে। আসুন আমরা অস্থায়ী জীবনে যাই করি পরকালের চিন্তা যেন ভুলেনাযাই।আর প্রিয় পিনাকী স্যারকে আল্লাহ দীনেরজন্যে কবুল করুন। আমীন।
জাযাকাল্লাহু খাইরান।
প্রিয় দাদা সুন্দর একটি উদাহরণ বললেন।
" আল্লাহ্ বলেন, প্রত্যেক মানুষের কৃৃতকর্ম আমি তার গ্রীবা লগনো কোরছি এবং কিয়ামত দিবসে আমি তার জন্য বের কোরবো এক কিতাব, যা সে পাবে ঊনমূক্ত। (আমি বোলবো )
তুমি তোমার কিতাব পাঠ করো ;
আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাসের জন্য যথেষ্ট । (সূরা - বানী ইসরাইল -13-14 )
অসাধারণ আলোচনা
Beautiful ending dada
From Uk
আল্লাহর চেয়ে মানুষকে আর কেউ পৃথিবীতে বেশি ভালোবাসতে পারে না।
পিনাকী স্যারকে অশেষ ধন্যবাদ আপনার এই মূল্যবান আলোচনা করার জন্য।
"No poison can kill a positive mind and no medicine can cure a negative mind".... Your positive understanding of the theological perspective that you stated has been enlightened you and you are enlightening us. Thanks to you our dearest Sir.
Absolutely, that's what i wanted to say too.Thanks indeed. I am lucky enough for touch him.He is genius as well.
a brilliant deduction indeed !!!
ধন্যবাদ স্যার,,,
শেষটা অসাধারণ আল্লাহ আপনাকে কবুল করুক।
ধন্যবাদ স্যার।।
আপনি অন্য ধর্মের হলেও চরম সত্য বলছেন
স্যারের কথা শুনলে হারিয়ে যাই।❤️❤️
ইনশাআল্লাহ একদিন আপনার সাথে সাক্ষাত করবো।💐💐
ইসলাম ই একমাত্র সত্য ধর্ম ও একমাত্র জীবন বিধান। ইসলামের সবকিছুই সৌন্দর্য মন্ডিত 💝
kivabe?
@@pubgtdmking3385 কারণ ইসলাম শান্তির ধর্ম।
চমৎকার ও যৌক্তিক বিশ্লেষণের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্যালুট।
নেদারল্যান্ড থেকে।
প্রিয় স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনার মাধ্যমে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। স্যার আপনার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ Subconscious mind নিয়ে একটা ভিডিও 📹 বানাবেন।
আল্লাহ স্যার কে ইসলামের জন্য কবুল করুক
।।
Beautiful example , thank you sir .
বাহ্ চমৎকার
কি বলবো দাদা ভাই এক কথাই অসাধারণ
পিনাকী দা, নিঃসন্দেহে আপনি একজন জ্ঞানী ব্যক্তি।আপনার পড়াশোনা ও প্রচুর। আপনার বক্তব্য গুলো প্রায়ই শুনে থাকি। বক্তব্য গুলো সমর্থন ও করি। ধর্ম বিষয়ে আজ যা বললেন তা ও ঠিক। আমার কাছে ধর্ম প্রবর্তনের একটি উদ্দেশ্য মূল বলে প্রতিভাত হয়েছে। আর তা হচ্ছে জবাবদিহিতা।যদি মানুষের জবাবদিহিতা না থাকে তাহলে মানুষের ভালো (?) কাজ করবার বা মানবিক হবার, দয়ালু হবার বা সৎ হবার কোন কারন থাকেনা। মানুষ পৃথিবীতে যে কোন ভাবে জবাবদিহিতা এড়িয়ে যেতে পারে ও যায়। তা'তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু একজন সুপ্রিম পাওয়ার এর কাছ থেকে জবাবদিহিতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই জন্যই যুগে যুগে সৃষ্টিকর্তা পথপ্রদর্শক পাঠিয়েছেন। জবাবদিহিতায় বিশ্বাস না থাকলে মানুষ মানবিক হবে কেন? এই ব্যাপারে আপনার মতামত জানতে পারলে উপকৃত হতাম। ধন্যবাদ।
স্যার আপনার বিশ্লেষণমূলক বক্তব্য গুলো খুবই ভালো লাগলো আপনার কথাগুলো শুনলে নাস্তিকরাও বুঝতে পারবে আসলে ধর্ম কি জিনিস
Very intellectual discussion.I really enjoyed your joke.Thank you so much.
Apnake donnobad
অসাধারণ আলোচনা। স্যালুট পিনাকী দাদাকে।
আপনাকে দীর্ঘদিন হায়াত দান করুক আমিন
ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন সেই দোয়া করি দাদা
ইসলামি শরীয়ত অনুযায়ী অমুসলিমদের জন্য শুধুমাত্র একটা দোয়াই করা যায়। তা হলো, "আল্লাহ যেন তাকে হেদায়েত করেন"। আল্লাহ হেদায়েত করলে অর্থাৎ ঐ ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার ভালোর জন্য যেকোনো দোয়া করা যায়। মুসলিম হওয়ার আগ পর্যন্ত তার জন্য ঐ একটা দোয়াই প্রযোজ্য।
জ্ঞানের আকাশের তারা আপনাকে জানাই ভালোবাসা । আপনার জ্ঞান দিয়ে আমাদের সমৃদ্ধ করুন ❤❤❤❤❤❤❤❤❤❤
খুব ভালো লাগলো আপনার জন্য দোয়া থাকলো আপনি যাতে আরও এরকম ভালো ভালো বিশ্লেষণ আমাদের জন্য উপস্থাপন করতে পারেন
নিশ্চয়ই মানুষ তাঁর কর্মফল ভোগ করে -- আল কুরআন ।
স্যার, আপনার হাসিটা মিস করছি।
বদরুদ্দীন উমর, আপনার জন্য আমার দুঃখ হয়। ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান সত্যি তলানিতে।
বদর উদ্দিন ফাঁকিবাজ
ধন্যবাদ ভালো লাগলো।
পিনাকি সাহেব আপনি যে একজন রত্ন একজন ব্রিলিয়ান্ট একজন মানুষ সেটা আবার প্রমাণ হলো , দোয়া ও ভালবাসা রইলো আপনার জন্য
পিনাকী দাদা আপনার জন্য দোয়া ও ভালো বাষা রইল আমিন
জ্ঞানীরা কখনই ধর্ম বিমুখ হয় না।
পৃথিবীর সকল জ্ঞানীরাই ধর্ম মানে না । তুই মাদ্রাসা ছাপ মিসকিন জাতির কাংলু কাটুয়া বলেই উল্টোটা বলতে পারলি। 😂😁🤣🖕
দাদা সুন্দর বিশ্লষণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Thank you, Babu Moshay .
শেষের জোক্সটা সেইরকম ছিল, 😜🤪😀😃😄🙃😀😃😄
আপনাকে অনেক ভালোবাসি আপনি যদি ইসলামকে গ্রহণ করেন আপনার প্রতি আরো ভালোবাসা বৃদ্ধি পাবে
হ্যাঁ এটাই আপনাদের আসল চরিত্র!! তোমাদের ধর্ম একটা ট্রাপ পাড়া দিয়েছো কি মরেছো!!
আগে বিজ্ঞান জানতো চাদের নিজশ্ব আলো আছে কিন্ত এখন কোরআনের সাথে বিজ্ঞান বলছে চাদের নিজশ্ব আলো নেই আলহামদুলিলাহ।
Science always tries to find the reality.
@@michaelbrown3439 always tries, but fails sometimes.
@SD Shuvo কোরআনের আছে পৃথিবী ডিমের মতো মাঝ সাইড একটু বড়।
Are beda juty koryan porechen? Porle dekhan to kothay bolche cader alo nei?
haha.... madrasay poira tomra biggan jano ?
আপনি সঠিক পথেই আছেন মহোদয়।
Darun bolesen la jobab.apnar dose gula high voltage sobay hojom korte parena...
ডক্টর বাবু, আপনাকে, আপনাকে অনেক অনেক আশীর্বাদ।
Mashaallah sir we pray for you heartily may allah keep you healthy may allah give you a beautiful life may you have knowledge about islam that you are explaining beautifully you must be worthy of praise
এমন একজন মানুষের এতো অল্প জ্ঞান তাতো জানতাম না।
আল্লাহ মানুষের বিবেকবোধ, জ্ঞান, বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। ভালো মন্দ বিশ্লেষণের করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ জীবন, সম্পদ,রোগ ব্যাধী,প্রাকৃতিক দূর্যোগ ইত্যাদি দিয়ে মানুষ কে পরীক্ষা করেন। যে এতো কষ্টের মধ্যে থেকে ও আল্লাহ কে ভোলে না। আল্লাহর উত্তম পুরস্কার পরকালে আছে।
গল্পটা অস্থির।।।
পিনাকী ভাই। আমি আপনার একজন ভক্ত আপনার সবগুলো বক্তৃতা শুনি খুব ভালো লাগে। এত সঠিক বিশ্লেষণ প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ব্যাপারে আর কেউ দিতে পারে না।
অমূল্য আলোচনা
এই পিথিবি তে এক মাএ শান্তির ধর্ম হল ইসলাম,, আল্লাহ আল কুরআনে সব গুলো বলে দিয়েছেন জারা মানবে তারাই সঠিক পথ খুজে পারে তার কখনও পথ হারা হবে না ইনশাআল্লাহ
নাস্তিকের কথায় মনে প্রশ্ন জেগে ছিল, আপনার সহজ সাবলীল ভাষায় সুন্দর উপস্থাপন করে
মনের পর্দা সরিয়ে দিলেন।
সত্যি সুন্দর উপস্থাপন করছেন।
আপনার যুক্তি ও চিন্তার সঙ্গে মিল হয়েছে, তাই আপনাকে ভালো লেগেছে। কারন আপনার ইসলামে জন্ম হয়েছে বলে এমন বলছেন।
আপনার জন্মের পর ইসলাম ভিতরে ঢুকিয়ে দাও হয়েছে বলে এমন মনে হচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা ও মন মানসিকতা বিশ্বাস রুচি হিন্দুদের মতো হবে না। ইসলামের মতো হবে। সেই জন্য আপনার কাছে ইসলাম সত্য ধর্ম। আল্লা আছে, তাই ধর্ম আছে, ধর্ম মানতে হবে। অন্ধ বিশ্বাসের পিছনে ছুটে মুর্খের মতো মারামারি কারাও ধর্মের কাজ। ধর্মকে বাঁচাতে হলে মারতে হবে মরতে হবে। কারের বৌ বাচ্চা বিধবা এতিম হলেও কিছু যায় আসে না। এগুলো সব আল্লার ইচ্ছে হয়।
তবে নাস্তিক ভাইটির কথাও ফেলে দেওয়ার মত নয়।
😂😂@@কাল্পনিকজীবন-ধ৯ড