জীবনের মর্মস্পর্শী বাস্তব করুন দৃশ্য ফুটে উঠেছে প্রীতি বোনের সুস্পষ্ট কন্ঠে। খুব সুন্দর ভীষন সুন্দর। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আগত পূজার আনন্দমুখর দিন গুলো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি 🕉🙏🌷
ওরাও দুর্গা -সূর্যতনয় অধিকারী ------------------------------------, আজ মহালয়া, সুকান্ত মঞ্চে,স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে- অনুষ্ঠানে যোগ দিতে এসেছে ওরা। লাল শাড়ি পরে মঞ্চে এসে দাঁড়ালো, বছর ছাব্বিশের বিমলা রুইদাস। দীপ্তকন্ঠে বলে চললো… “আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!” ও রাতের রজনীগন্ধা,প্রতিরাতে গন্ধ বিলায়। সারারাত জুড়ে খদ্দেরের আবদার মিটিয়ে, অসুস্থ পঙ্গু শয্যাশায়ী স্বামীকে স্নান করিয়ে, খাইয়ে পরিয়ে তবে আসতে পেরেছে , স্বেচ্ছাসেবী সংস্থার ‘ওরাও দুর্গা’ অনুষ্ঠানে । তার আবৃত্তির দীপ্ত উচ্চারণ শুনে- কে বলবে সে যৌনকর্মী! সাদা সালোয়ারের ওড়নায় অর্ধেক মুখ ঢাকা, অনুরাধা মল্লিক । লম্বা রোগা মেয়েটি মঞ্চে এসে দাঁড়ালো, খালি গলায় গেয়ে উঠলো- “আমার রাত পোহালো শারদ প্রাতে…” এমনি সে কন্ঠ যে সুকান্ত মঞ্চের গোটা পরিবেশটাই বদলে গেল। ও যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী, তখন একদিন কলেজ থেকে ফেরার পথে; চারটা অসুর মিলে ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। আজ ও একটা স্কুলে পড়ায়। ও এখন আর ঐ রকম অসুরদের ভয় পায় না, ঐ অসুরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় ছাত্র-ছাত্রীদের । এবারের দুর্গা মধুমিতা সর্দার, মঞ্চে এসে দাঁড়ালো ছিপছিপে মেয়েটি, ধপধপে ফর্সা রূপের আলোয় আলোকময় মঞ্চ। সারা মঞ্চ জুড়ে হরিনীর মতো নেচে গেলো মেয়েটা। নাচের মুদ্রায় এক তির্যক বিদ্রোহ এই পচাগলা সমাজের বিরুদ্ধে। নাচের মুদ্রায় সমাজের মুখে লাথি ছুঁড়ে মারছিল যেন সে। ওর বাবা ওকে বিক্রি করে দিয়ে ছিলো টাকার বিনিময়ে ! বর্ডার থেকে পুলিশ উদ্ধার করে, ও এখন ইঞ্জিনিয়ারিং ছাত্রী। মঞ্চে পরের দুর্গার মাউথ-অর্গানের করুন সুরে, সুকান্ত মঞ্চের বাতাস কেঁদে উঠলো। পূরবী বিশ্বাস, বয়স চব্বিশ, ছোট বেলায় নিয়মিত ধর্ষিত হয়েছে নিকট আত্মীয়ের দ্বারা। তারপর যখন বড় হয়ে বুঝতে শিখে, তখন একদিন ঐ আত্মীয়কে খুন করে বসে , ও এখন সংশোধনাগারের সবার প্রিয় পূরবী দিদিমনি। সবাইকে জীবনের পাঠ দিয়ে চলেছে। পরের অনন্যা মঙ্গলা বাউরি। ও গেয়ে উঠল জীবনের জয়গান.., পৃথিবীর যত ব্যথা ছিলো লুকানো, সব যেন বেরিয়ে এলো তার সুরে। ও প্লাটফর্মের মেয়ে , ছাতনা ষ্টেশানে ওর জন্ম। মঙ্গলবারে জন্মে ছিলো বলে সোহাগ করে ওর মা ওর নাম রেখেছিল মঙ্গলা। ওর মা বলতো বোধহয় কোন বিহারী হবে ওর বাপ। ও মায়ের মতো প্লাটফর্মে ভিক্ষা করে না, ও অটো চালায় আর অটো চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে অনাথ শিশুদের খাওয়ায় পরায়। সুকান্ত মঞ্চে ‘ওরাও দুর্গা’ অনুষ্ঠানে- আজ যেন গোটা একটা স্বর্গ নেমে এসেছে…. বিমলা,অনুরাধা,মধুমিতা,পূরবী,মঙ্গলারা….., প্রত্যেকেই এই সমাজের সাক্ষাত দেবী মূর্তি, এরা প্রত্যেকেই সমাজের অসুরদলনী কল্যানময়ী মা দুর্গা
My Facebook profile id:- facebook.com/priti.panditii.9
My Facebook page id:- facebook.com/RecitationOfPriti/
অসাধারণ কবিতা দিদিভাই,
Chamatkar Asadharon abriti.Amar anek Subheschha.
অসাধারণ লাগল। খুব খুব ভাল।
Khub valo laglo
অসাধারণ বললেন দিদি।
তোমার অপূর্ব পরিবেশনা ।, লেখা খুব সুন্দর ।
👍👍
অপূর্ব রচনা, আবৃত্তি Just অসাধারণ।
onek dhonyobad dada. khub khushi holam
Khub sundar laglo..
onek dhonyobad
I can't stop my tears.😭😭..beautiful...out standing...jio priti pandit.
onek dhonyobad
evabei pase chai. share korte paren
♥♥♥♥♥♥
Mon chuye galo,
Onek dhonyobad. Share korben
Khub Valo didi
Onek dhonyobad apnake. Baki kobita shunun. Share korben
অসাধারণ বলেছিস... লেখা দুর্দান্ত 👌👌
Onek dhonyobad Didi.
Osadharon sundor laglo
Khub valo laglo Priti di . Tomar golay alada matra peyechhe. Meyeder samajik obosths chokher samne dekhte pelam . Best of luck didi.
জীবনের মর্মস্পর্শী বাস্তব করুন দৃশ্য ফুটে উঠেছে প্রীতি বোনের সুস্পষ্ট কন্ঠে। খুব সুন্দর ভীষন সুন্দর। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আগত পূজার আনন্দমুখর দিন গুলো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি 🕉🙏🌷
onek khushi holam
@@pritipandit_bangla_kobita খুব ভালো থেকো 🌷
অপূর্ব লেখা আর আবৃত্তি ও অসাধারণ 👌
Osadharon
খুব সুন্দর
Didi sotti ওরাও দূর্গা কাল মহালয়া জানাই সমস্ত দূর্গাদের প্রতি বিনম্র শ্রদ্ধা... আর তোমাকেও এতো সুন্দরআবৃত্তির জন্য...
onek dhonyobad. share korte paren
Ha didi ami amar friend der k kobitati share kore diyechi.. sonar por por ei...
@@bidushbiswas4112 khub khub khusi holam
Osadron didi
onek onek dhonyobad. parle share koro
তোমাকে ও কবিকে অভিনন্দন জানাই, অসাধারণ উপস্থাপনা
So nice Priti di ☺☺☺☺😀😀😁 somager osurder mukhe juto chure merecho Priti di .Tomar kobita mon chuiya galo.Best of luck
onek dhonyobad. share koro
Thank you Priti di ami Mayukh Chouni.Tumi amay soumen sir ar katcha abriti sikhiyachila.😃😃😃
Asole amar FB ba Whats app nai tai ami tomar kobita share korte parchi na .Sorry please.😢😢😢😦😀
অসাধারণ প্রীতি ।খুব খুব ভালো লাগল ।তুমি মেয়েদের সামাজিক অবস্থাটা তোমার কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছ।ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ এই কবিতার স্রষ্টাকে ।
onek onek dhonyobad. evabei pase chai.
Darun
সমগ্র উপস্থাপনা অসাধারণ!
মনটা ভারী হয়ে গেলো গো,,,,,,,,,,,,,
তবে শেষ টা মনে জোর এনে দিলো।
Onek dhonyobad Didi
দশ হাজার শুভেচ্ছা
Wow......👌
Tuku didi.
Kub valo
উচ্চারণ ঠিক করলে আরো ভাল লাগবে।
লেখাটা কি পাওয়া যাবে?
ওরাও দুর্গা
-সূর্যতনয় অধিকারী
------------------------------------,
আজ মহালয়া,
সুকান্ত মঞ্চে,স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে-
অনুষ্ঠানে যোগ দিতে এসেছে ওরা।
লাল শাড়ি পরে মঞ্চে এসে দাঁড়ালো,
বছর ছাব্বিশের বিমলা রুইদাস।
দীপ্তকন্ঠে বলে চললো…
“আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!”
ও রাতের রজনীগন্ধা,প্রতিরাতে গন্ধ বিলায়।
সারারাত জুড়ে খদ্দেরের আবদার মিটিয়ে,
অসুস্থ পঙ্গু শয্যাশায়ী স্বামীকে স্নান করিয়ে,
খাইয়ে পরিয়ে তবে আসতে পেরেছে ,
স্বেচ্ছাসেবী সংস্থার ‘ওরাও দুর্গা’ অনুষ্ঠানে ।
তার আবৃত্তির দীপ্ত উচ্চারণ শুনে-
কে বলবে সে যৌনকর্মী!
সাদা সালোয়ারের ওড়নায় অর্ধেক মুখ ঢাকা,
অনুরাধা মল্লিক ।
লম্বা রোগা মেয়েটি মঞ্চে এসে দাঁড়ালো,
খালি গলায় গেয়ে উঠলো-
“আমার রাত পোহালো শারদ প্রাতে…”
এমনি সে কন্ঠ যে সুকান্ত মঞ্চের গোটা পরিবেশটাই বদলে গেল।
ও যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী,
তখন একদিন কলেজ থেকে ফেরার পথে;
চারটা অসুর মিলে ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে।
আজ ও একটা স্কুলে পড়ায়।
ও এখন আর ঐ রকম অসুরদের ভয় পায় না,
ঐ অসুরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় ছাত্র-ছাত্রীদের ।
এবারের দুর্গা মধুমিতা সর্দার,
মঞ্চে এসে দাঁড়ালো ছিপছিপে মেয়েটি,
ধপধপে ফর্সা রূপের আলোয় আলোকময় মঞ্চ।
সারা মঞ্চ জুড়ে হরিনীর মতো নেচে গেলো মেয়েটা।
নাচের মুদ্রায় এক তির্যক বিদ্রোহ
এই পচাগলা সমাজের বিরুদ্ধে।
নাচের মুদ্রায় সমাজের মুখে লাথি ছুঁড়ে মারছিল যেন সে।
ওর বাবা ওকে বিক্রি করে দিয়ে ছিলো টাকার বিনিময়ে !
বর্ডার থেকে পুলিশ উদ্ধার করে,
ও এখন ইঞ্জিনিয়ারিং ছাত্রী।
মঞ্চে পরের দুর্গার মাউথ-অর্গানের করুন সুরে,
সুকান্ত মঞ্চের বাতাস কেঁদে উঠলো।
পূরবী বিশ্বাস, বয়স চব্বিশ,
ছোট বেলায় নিয়মিত ধর্ষিত হয়েছে নিকট আত্মীয়ের দ্বারা।
তারপর যখন বড় হয়ে বুঝতে শিখে,
তখন একদিন ঐ আত্মীয়কে খুন করে বসে ,
ও এখন সংশোধনাগারের সবার প্রিয় পূরবী দিদিমনি।
সবাইকে জীবনের পাঠ দিয়ে চলেছে।
পরের অনন্যা মঙ্গলা বাউরি।
ও গেয়ে উঠল জীবনের জয়গান..,
পৃথিবীর যত ব্যথা ছিলো লুকানো,
সব যেন বেরিয়ে এলো তার সুরে।
ও প্লাটফর্মের মেয়ে ,
ছাতনা ষ্টেশানে ওর জন্ম।
মঙ্গলবারে জন্মে ছিলো বলে
সোহাগ করে ওর মা ওর নাম রেখেছিল মঙ্গলা।
ওর মা বলতো বোধহয় কোন বিহারী হবে ওর বাপ।
ও মায়ের মতো প্লাটফর্মে ভিক্ষা করে না,
ও অটো চালায় আর অটো চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে
অনাথ শিশুদের খাওয়ায় পরায়।
সুকান্ত মঞ্চে ‘ওরাও দুর্গা’ অনুষ্ঠানে-
আজ যেন গোটা একটা স্বর্গ নেমে এসেছে….
বিমলা,অনুরাধা,মধুমিতা,পূরবী,মঙ্গলারা…..,
প্রত্যেকেই এই সমাজের সাক্ষাত দেবী মূর্তি,
এরা প্রত্যেকেই সমাজের অসুরদলনী কল্যানময়ী মা দুর্গা
Didi, (Hori namer porinam )kobita ta deben.plz
দিদি তোমার কবিতা খুব সুন্দর। সময় করে আমার চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল।
Keu amay kobita ta pathaben
আমাকে এই কবিতা টা পাঠাবে?