দাদা নমস্কার। আপনার গুটি কলম দেখে আমি পাসের বাড়ী লেবু গাছে করেছিলাম সেটা সুন্দর ভাবে হোয়েছে। আমি কেটে এনে টবে বসিয়েছি অনেক নতুন পাতা বেরিয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ।
এটা আমাদের জন্য বেস্ট চ্যানেল। আপনি এমন একজন মাস্টারমশাই যার শেখানোর পদ্ধতি ই আলাদা। এই সত্তর বছর বয়সে আমি খুব ভালো বুঝতে পেরেছি। আশাকরি আপনার ছেলে ও ভালো মাস্টারমশাই হবে। ধন্যবাদ
Dada apner video dekhe amio chesta korechilam.Ar aj 25 no din sokal bagan e gia dekhi amar kora kolom e root chole esache.Aosonkho donnnobad dada apnake
নমস্কার দাদা। আপনার দেখা গুটি কলম ভিডিও দেখলাম। ভালো লাগলো। এবং সহজ মনে হলো। তাই চেষ্টা করে দেখলাম। আমি অজান্তে আমার জবা গাছটি অন্যের জায়গায় বসিয়ে ফেলে ছিলাম। তাই গাছটি অন্য জায়গায় সরাতে আমাকে রোজ বিরক্ত করছে। তাই আপনার এই ভিডিওটি আশাকরি আমার ভালো হবে।
দাদা, পলিথিন ডালের মাথা দিয়ে না পরিয়ে কাদা মাটির ওপর সাধারণ ভাবে পেচিয়ে দিলেই৷ হয়ে যায়। আমরা গ্রাম এলাকায় যেটা করি, দুই জাযগায় কেটে বাকল ফেলে দিয়ে কাদামাটি লাগিয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে ১৫-২০ দিন রাখলেই মোটা মুটি শেকড় গজিয়ে যায়। ৯০% সফল হয়।
@@Swagota_Hari গুটিকলম মূলত মাতৃগাছ থেকেই করা হয়। ফলধরা গাছে করলেও কোন ক্ষতি হবে না। ফল ধরেছে এমন ডালে গুটিকলম করলে অনেক তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আর গাছ বড় হলে একসাথে অনেকগুলো করা যায়, এতে কোন সমস্যা হবে না। ডাল থেকে কলম করবেন, গোড়া বা মূল কান্ডে নয়।
শ্রদ্ধেয় সম্রাট বাবু।আপনি অসাধারণ ভাবে সবই বুঝিয়েছেন।একটা প্রশ্ন করছি। গুটি কলম করার সময় মাটির সঙ্গে কোকো পিট মেশাতে বলছেন সেটা কি , কোথায় পাবো।আর Cococoir কি একই জিনিস? আর পুরনো লেবু গাছের ডাল পালা ছাঁটার সময় ঠিক কোন মাসে? যার পর সার দেওয়া উচিত নতুন ফুল আসার আগে?
বাংলাদেশ থেকে। দাদার কন্টেন্ট গুলো সবসময় দেখি। খুবই ইনফরমেটিভ। দেখে উপকৃত হই। অপ্রয়োজনীয় কথা থাকে না। গোছানো প্রেজেন্টেশন। কৃতজ্ঞতা। মংগলময় পারিবারিক ও কর্মজীবনের জন্য দোয়া রইল।
আপনি যে হরমোন ব্যবহার করলেন তার সাইন্টিফিক নেম দয়া করে বলবেন। কোথায় পাওয়া যাবে সেটাও বলবেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতামত বা পদ্ধতি আমাকে খুবই ভালো লাগে।
আমি আপনার পদ্ধতি দেখে সফল হয়েছি। দাদা মুরশুম ফুলের মাটি কি ভাবে তৈরী করব একটু যদি বলেন। 🙏 শীত আসছে 👏👏👌👌 আগে কমেন্ট করতে পারতাম কিন্তু পদ্ধতি ব্যবহার করে করলাম। আপনার মতামত আশা করি
অনেক ধন্যবাদ দাদা । জেনে খুব আনন্দ পেলাম যে আপনি সফল হয়েছেন । আপনাদের উপকার হলে সেটাই আমার ভিডিও করার সার্থকতা ! শীতের ফুলের মাটির ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে দেব । খুব ভালো থাকুন ।
মাস্টার বাবু আমি আপনার পোগ্রাম দেখে খুব উপকারপেয়েছি. স্যার আপনি কুল গাছের গ্রাপটিং কি ভাবে করে. একটি ভিডিও করবেন. নমস্কার 🙏🙏🙏. From tripura. Champak nagar. Agartala
দাদা নমস্কার। আপনার গুটি কলম দেখে আমি পাসের বাড়ী লেবু গাছে করেছিলাম সেটা সুন্দর ভাবে হোয়েছে। আমি কেটে এনে টবে বসিয়েছি অনেক নতুন পাতা বেরিয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ।
Bhalo laglo video ta dekhe,, r sikhte o parlam..
Thank you 😊
অপুর্ব পদ্ধতি দাদা ৷ ভিডিওটা খুব ভাল লাগল ৷ অনেক ধন্যবাদ ৷ ভাল জিনিষ শিখলাম ৷
Khub sundor bujhiyechhen. Anek dhanyabad. Aro unnati korun.
Khub bhalo laglo, bhalo jinis shikhlàm,thanks
Fantastic. Khub valo laglo
Khub valo laglo dada... Apnar bojhano ba korar podhhotti khub valo.... Apnar r apnar cheler jonno anek valobasa thaklo
প্লাসটিক দিয়ে আমি চেষ্টা করেছি।বিফল হয়েছে। কাপড় দিয়ে সফল হয়েছে।
ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশেই থাকবো।
আমরা গাছে কলমের পদ্য্তি বলবেন কাইন্ডলী
অসাধারণ লাগল। কালই করব। দেখি কেমন হয়।
ভাই আপনার অনেক গুলো পদ্ধতি খুব সহজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
এটা আমাদের জন্য বেস্ট চ্যানেল। আপনি এমন একজন মাস্টারমশাই যার শেখানোর পদ্ধতি ই আলাদা। এই সত্তর বছর বয়সে আমি খুব ভালো বুঝতে পেরেছি। আশাকরি আপনার ছেলে ও ভালো মাস্টারমশাই হবে। ধন্যবাদ
Khub bhalo laglo. Guti kalam baniye janabo.
Khub bhalo laglo..chesta korbo
আমি একবার গোলাপের এরম গুটি কলম করেছিলাম কোনো প্রকার ভিডিও না দেখে,,আজ থেকে ৪ বছর আগে,,গাছ টা খুব ভালো হয়েছিল আজ একই রকম ভাবে গাছ টা আছে।। ধন্যবাদ 🙏
Khub sundor hoyeche dada, ami apnar kono video miss kori na.
Khub valo hoyeche
Khub sundor.
Khub sundor dada❤
দারুণ জিনিস শিখলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
Khub sundar.Ekta kre safal hale janabo
খুব সুন্দর ভাবে বুঝলাম ভাই
দাদা আপনার ভিডিও গুলো খুবই জনপ্রিয়
ধন্যবাদ দাদা ভাই
Khub valo laglo.chesta korbo,dekhi ki hoi
আপনাকে আপনার পাঁচমিশালী চ্যানেল কে সাধুবাদ রইল
Everything is awesome & very useful for us. Thanks a thousand......
Jadi cont.no
ভালো আইডিয়া।
Wow darun .
খুবই ভালোলাগছে
Kube valo lage dada apner video gulo,ato porisker o sahaj kore bolen...thank you
Khub sundor. Amio korbo Bougainvillea te
সম্রাট ভাই আমার শুভকামনা রইলো ।
ভালো লাগলো। ধন্যবাদ।
খুব ভালো
অনেক ধন্যবাদ !! সঙ্গে থাকুন !!
Well knowledge giving me
দারুন হয়েছে
🙏🙏🙏Khub Valo laglo Dada,👌👌👌
Dada apner video dekhe amio chesta korechilam.Ar aj 25 no din sokal bagan e gia dekhi amar kora kolom e root chole esache.Aosonkho donnnobad dada apnake
খুবিভালো
Khub valo laglo dada
নমস্কার দাদা। আপনার দেখা গুটি কলম ভিডিও দেখলাম। ভালো লাগলো। এবং সহজ মনে হলো। তাই চেষ্টা করে দেখলাম। আমি অজান্তে আমার জবা গাছটি অন্যের জায়গায় বসিয়ে ফেলে ছিলাম। তাই গাছটি অন্য জায়গায় সরাতে আমাকে রোজ বিরক্ত করছে। তাই আপনার এই ভিডিওটি আশাকরি আমার ভালো হবে।
দাদা, পলিথিন ডালের মাথা দিয়ে না পরিয়ে কাদা মাটির ওপর সাধারণ ভাবে পেচিয়ে দিলেই৷ হয়ে যায়। আমরা গ্রাম এলাকায় যেটা করি, দুই জাযগায় কেটে বাকল ফেলে দিয়ে কাদামাটি লাগিয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে ১৫-২০ দিন রাখলেই মোটা মুটি শেকড় গজিয়ে যায়। ৯০% সফল হয়।
জি ভাই এতো কাহিনি করা লাগেনা
ভাইয়া রুট হরমোন না দিলেও কি হবে??
ফল ধরা গাছে গুটি কলম করলে কি মাতৃগাছের কোনো ক্ষতি হয়? একটি মাঝারি মাপের গাছ থেকে একইসাথে একই সময়ে কয়টি গুটিকলম করা যায়??? কেউ প্লিজ বলবেন....
Vary nice presentation
@@Swagota_Hari গুটিকলম মূলত মাতৃগাছ থেকেই করা হয়। ফলধরা গাছে করলেও কোন ক্ষতি হবে না। ফল ধরেছে এমন ডালে গুটিকলম করলে অনেক তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আর গাছ বড় হলে একসাথে অনেকগুলো করা যায়, এতে কোন সমস্যা হবে না। ডাল থেকে কলম করবেন, গোড়া বা মূল কান্ডে নয়।
শ্রদ্ধেয় সম্রাট বাবু।আপনি অসাধারণ ভাবে সবই বুঝিয়েছেন।একটা প্রশ্ন করছি। গুটি কলম করার সময় মাটির সঙ্গে কোকো পিট মেশাতে বলছেন সেটা কি , কোথায় পাবো।আর Cococoir কি একই জিনিস?
আর পুরনো লেবু গাছের ডাল পালা ছাঁটার সময় ঠিক কোন মাসে? যার পর সার দেওয়া উচিত নতুন ফুল আসার আগে?
আপনি এত সুন্দর করে বুঝিয়ে দেন ,সহজেই যে কেউ বুঝে যাবে।
Apnar video gulo valo lagy
Khub vago lagno
Apnar ai program ta khub bhalo
ধন্যবাদ বন্ধু
পাঁচ মিসালি গুটি কলম খুব সুন্দর।
ধন্যবাদ ভাইয়া ❤
গুটিকলম করা দেখলাম 1 যদি পারিত চেষ্টা করব ঠা কুর আ পনার ভালো করুক1
Super dada.
বাংলাদেশ থেকে। দাদার কন্টেন্ট গুলো সবসময় দেখি। খুবই ইনফরমেটিভ। দেখে উপকৃত হই। অপ্রয়োজনীয় কথা থাকে না। গোছানো প্রেজেন্টেশন। কৃতজ্ঞতা। মংগলময় পারিবারিক ও কর্মজীবনের জন্য দোয়া রইল।
Lovely many many thanks brother Best of luck
অসাধারণ লাগলো। আপনার এই পদ্ধতিতে আমি অবশ্যই চেষ্টা করবো এবং কি রেজাল্ট বের হয় আপনাকে জানাবো। অসংখ্য ধন্যবাদ।
দারুন লেগেছে ।
Tumi amar dekha sera, because tomar satti kaler huge knowledge,bhai Madhu da
Thanks for your kind and good information. Wish your good health also your family. Best regards
ইনশাআল্লাহ আমি তৈরী করব
খুব ভালো লাগলো।
Osadharon
খুব ভালো লাগলো।❤
hormon ta kothay pabo
খুব ভালো লাগলো
Very good information. I am happy.
Khub bhalo bhai ami o aply kore dakbo thanks
Very good dada. Kintu guti kalom ke vabe tobe bosabo
Khub valo
কেউ কী নিজের হাতে এই পদ্ধতিতে কলম করে তৈরি করতে পেরেছেন। পারলে আমার এই কমেন্টে একটি লাইক দিয়ে দিবেন।
Very useful . thanks for your video.
খুওওওওব ভাল
Apner kolom karar padhati khub sundar please somoy ta konmashe korbo janaben
আপনি যে হরমোন ব্যবহার করলেন তার সাইন্টিফিক নেম দয়া করে বলবেন। কোথায় পাওয়া যাবে সেটাও বলবেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতামত বা পদ্ধতি আমাকে খুবই ভালো লাগে।
Cutting aid
@@dailyShort004 আসসালামু আলাইকুম, কোথায় পাওয়া যায় অনেক খুজছি সারের দোকানে কিন্তু পাইনি
দাদা খুব ভালো হয়েছে....একটা বেল গাছের কলম দেখান...plz
খুব সুন্দর. দাদা এয়ার layering কি সব গাছে করা যাবে।
ধন্যবাদ সহজ উপায় দেখানোর জন্য ৎ
খুব ভালো লাগলো দেখে খুব উপকৃত হলাম,,আমার মাটিতে একটা বড় কামিনী গাছ আছে ও থেকে ছোট চারা করে আমি টবে বসাবো কিভাবে যদি বলেন খুব ভালো লাগবে,,
Nice & helpful video dada..💓💓
দাদা আমি সফল হয়েছি
আপনার লেবুগাছে একটাও কাঁটা নেই ! কি মজা😀
এটা কমলা লেবু
Very good
Super technics, Good.
এভাবে আমগাছের গুটি কলম সফল হবে? জানতে অত্যন্ত আগ্রহী।
আপনার দাদা বেশ কিছু ভিডিও দেখেছি তবে সবথেকে উৎকৃষ্ট মানের কলম কোন পদ্ধতিতে হয়। গুটি কলম না কাটিং করে। জানালে ভালো লাগবে।
দাদা কলম তো করি কলন্ত বাঁচে না কি করলে বাঁচবে একটু বলবেন। আমরা তো ব্যবসা করার জন্য করি না আমরা শখ করে বাড়িতে করি।
ধন্যবাদ ভাই ।
Good...
Darun dada
Bhai bolche apnake money hoy ami boro apnar theke apnar sab video dekhi valo lage ar kon mase kolom badhle valo hoy
Khubi valo laglo.....plz akta question kori......ai kolom a ki..... Water dewar dorkar ase?......
আমি আপনার পদ্ধতি দেখে সফল হয়েছি। দাদা মুরশুম ফুলের মাটি কি ভাবে তৈরী করব একটু যদি বলেন। 🙏 শীত আসছে 👏👏👌👌
আগে কমেন্ট করতে পারতাম কিন্তু পদ্ধতি ব্যবহার করে করলাম।
আপনার মতামত আশা করি
অনেক ধন্যবাদ দাদা । জেনে খুব আনন্দ পেলাম যে আপনি সফল হয়েছেন । আপনাদের উপকার হলে সেটাই আমার ভিডিও করার সার্থকতা ! শীতের ফুলের মাটির ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে দেব । খুব ভালো থাকুন ।
অসংখ্য ধন্যবাদ দাদা ❤️❤️🙏
গোলাপে হবে?
@@pankajsamanta9390 may be
Your process is good.please write the name of the root hormone on the screen to understand well to the viewers.Thanks.Atiar Rahman.Bangladesh.❤
শিকড় বেরোনোর পর কিভাবে গাছটি বসাবো একটা ভিডিও দেবেন, আরো যদি কিছু করণীয় থাকে
খুব খুব সুন্ধর , আমাকে একটা গাছ দেবে ।
আপনার প্রতিটা কথা খুব উপকারী। আমার জামরুল গাছে বেশ ঝাড় হয়েছে কিন্তু ফুল ফল কিছুই হচ্ছে না কি করলে ফল হবে যদি বলেন উপকৃত হব। ধন্যবাদ।
দাদা আপনি সঠিক বলেছেন, কাটিং পাউডার গল্প,এর আগে সবাই মিথ্যা ভিডিও দেখি য়ে ছিল।
খুব সুন্দর
মাস্টার বাবু আমি আপনার পোগ্রাম দেখে খুব উপকারপেয়েছি. স্যার আপনি কুল গাছের গ্রাপটিং কি ভাবে করে. একটি ভিডিও করবেন. নমস্কার 🙏🙏🙏. From tripura. Champak nagar. Agartala
SUPERB
Khub sundor
অনেক ধন্যবাদ !! সঙ্গে থাকুন !!
অসাধারণ
Good idea sir
Dada a mase guti kolom korle hobe ? R pani koto din por por dite hobe