Modhu hoi hoi original version | মধু হই হই গানটির মূল লেখক ও শিল্পী আবদুর রসিদ মাষ্টার | Cplus

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2019
  • Modhu hoi hoi original version | মধু হই হই গানটির মূল লেখক ও শিল্পী আবদুর রসিদ মাষ্টার
    This content is only published for news and entertainment purpose. The content have no harmful images or videos. It is not our intent to in any way infringe the copyright law. If RUclips believe that it infringes the law than we will delete it. Beside this, If any content creator think that we used their video or images please contact us with the given contact information below.
    ======================================================
    Subscribe Cplus TV: / @cplusctg
    Subscribe Cplus TV প্রমিত রূপ: / @cplustvbangla
    Subscribe Cplus Drama & Entertainment: / @cplusdramaentertainme...
    ======================================================
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Cplustv is an online television channel based in Chittagonian language. It started operation in 2016. It is one of the most popular Online TV channel to the peoples of Chittagong community in Bangladesh and abroad. The channel broadcasts news, educational, religious and politics related programs.
    ======================================================
    আপনার পছন্দের চট্টগ্রামের খবর ও অনুষ্ঠানগুলো দেখুন নিয়মিত
    Quran Tilawat: bit.ly/2PytYdz
    Talk Show: bit.ly/2LsnARN
    Daily News: bit.ly/2BLZJwY
    Drama & Short Film: bit.ly/2ocGH9i
    Entertainment: bit.ly/2NjJ4lA
    ======================================================
    Slogan: আরাঁ চাটগাঁইয়া হতা হই
    Country: Bangladesh
    Language: Bengali।Chittagong Language
    Broadcast area: Online
    Headquarters: Muntasir Center, 253, CDA Avenue, WASA Circle, Chittagong, Bangladesh
    ======================
    WARNING ANTI PIRACY
    ======================
    This Content Is Original and Copyright Belongs To CPLUSTV. Any Unauthorized Use, Reproduction, Redistribution Or Re-upload Is Strictly Prohibited Of This Material. Legal Action Will Be Taken Against Those Who Violate The Copyright and Usage Policy.
    ============
    Follow us on
    ============
    Our Official Facebook page: / cplustv
    Our RUclips Channel: / cplustvctg
    Our Official website: www.cplustv.news
    Our Twitter: / cplustv
    Contact details: 01834437114, 01756491511
    Email: cplusctgtv@gmail.com
    #CplusTV
    #modhuhoihoi
    #মধুহইহই

Комментарии • 1,3 тыс.

  • @shahrupjalal6353
    @shahrupjalal6353 4 года назад +35

    শিল্পী আবদুর রশীদ এর গিটার বাদন আমাকে মুগ্ধ করেছে । গানগুলো সত্যি অসাধারণ !

  • @nurulamin1278
    @nurulamin1278 2 года назад +19

    এমন একজন গুণী কন্ঠ শিল্পীকে যথাযথ মূল্যায়ন করা উচিৎ ।

  • @prasantasen7810
    @prasantasen7810 3 года назад +20

    যদি ভাষা বুঝতে অসুবিধা হয় তবে মধু হৈ হৈ খুব ভাল লাগল শিলিগুড়ি থেকে👍

  • @bdcox8305
    @bdcox8305 3 года назад +10

    আমার সবচেয়ে প্রিয় গান৷ আমি অনেক বছর গানটা শুনতে শুনতে হঠাত আজকেও শুনতেছি৷ এবার মনে করলাম যে কক্সবাজারের কোন শিল্পি গান গাইছে৷ গুগুলে তথ্য বের করে দেখলাম৷ যেই গান বাংলাদেশের সব চেয়ে ভাইরাল গানের মালিক এই মানুষ আব্দুর রশিদ মাষ্টার৷ এই গানটির জন্য প্রথম পুরুষ্কার পাওয়ার কথা৷ কিন্ত যার গান সে না পেয়ে অন্য শিল্পিরা পাইছে৷ খুব দুঃখ পাইলাম৷ ধন্যবাদ Cplus Tv

  • @shahalam.1715
    @shahalam.1715 2 года назад +21

    এ গান আবদুর রশিদের কন্ঠে যেন নতুন এক আবেগ সৃষ্টি হচ্ছে।আসলে রশিদ একজন বড় সুরকার হয়তো তার মুল্যায়ন হচ্ছেনা।

  • @babludas-rz4en
    @babludas-rz4en 4 года назад +22

    প্রথমে C-plus কে ধন্যবাদ না দিয়ে পারছি না। অনেক অনেক খুশি হয়েছি যে, অরিজিনাল গানের শিল্পীকে আপনারা খুঁজে নিয়েছেন। আবদুর রশিদ মাষ্টার কে আমার প্রণাম ও নমষ্কার। সত্যিকারের ভালোবাসা অনেক কষ্ট ও অনেক বেদনাদায়ক। অনেক কিছু ঘটে যাই এর কারণে, আমি একজন গীতিকার ও সুরকার। চট্টগ্রামে থাকি চকবাজার, ফুলতলা। আবদুর রসিদ মাষ্টারকে আমি গুরু মনে করছি। অনেক অনেক ভালো গায় ও ভালো লেখে এবং অনেক আবেগ নিয়ে গান করে। সত্যিকারের যাঁরা গান লেখেন ও সুর করেন তাঁদের গায়িকটা সম্পূর্ণ আলাদা হয়। রসিদ ভাইকে আমার দুইটা চিটাগাং ভাষায় লেখা গানের একটু দেখাতে চায়- ১। হনদ্দিন কি আরে তুই বুঝিলা, হনদ্দিন কি আর হতা তুই মানিলা, বিশ্বাস গরি মন্নান দিলাম, ইয়ান তুই কি গইল্লা............. ২। কি জ্বালা কিজ্বালা, প্রেম জ্বালা প্রেমজ্বালা, কিছু মধুর মধুর হতা হিইলে, রসের রসের হতা হ্বাইলে, ইবারে কি প্রেম হনা, তুই কি আর মনের মানুষ অইবা না....

    • @t20gamer15
      @t20gamer15 7 месяцев назад

      Valo laglo gansune

  • @singforsoul879
    @singforsoul879 5 лет назад +21

    অনেক ধন্যবাদ সি প্লাস কে।
    ইয়েন বোত বালা এক্কান হাম হইজ্জুন ওনেরা।
    আঁরা বোত কেয়া ন জাইনতাম মধু হই হই গানের আসল শিল্পী হন।
    আবদুর রসিদ মাষ্টার 👏👏👏👏💜💜💜
    💜💜💜আবদুর রসিদ

  • @helaluddin3718
    @helaluddin3718 4 года назад +22

    আব্দুর রশিদ মাষ্টারের গান অনেক সুন্দর লাগল।❤❤❤

  • @matiurrahman167
    @matiurrahman167 5 лет назад +14

    সেলুট শিল্পি ভাই কে বিশেষ করে চি প্লাস টিভি কে ধন্যবাদ অনেক অনেক। এক কথায় শিল্পির ফ্যান হয়ে গেসি আমি গান শুনে 👍👍👍👍❤❤❤❤❤💪💪💪💪

  • @mdeshaq4362
    @mdeshaq4362 3 года назад +12

    এক কথায় অসাধারণ হয়েছে গান টা, আমরা চাই ওনার মতো শিল্পী কে ভালো কিছু করার সুযোগ দেওয়া হোক, ধন্যবাদ সি প্লাস টিভি কে, এই শিল্পী কে অন্ধকার থেকে, আলোর পথে আনা হোক,

  • @sumankumarbiswas8018
    @sumankumarbiswas8018 3 года назад +13

    আসল শিল্পীকে তুলে আনার জন্য ধন্যবাদ। আমরা তো সবসময় গাছের গোড়া রেখে আগা নিয়াই ব্যস্ত থাকি।

  • @selfietv-dn4ez
    @selfietv-dn4ez 5 лет назад +10

    স্যালুট অপু দা।স্যালুট আবদুর রশীদ মাস্টার।
    লাভ সি প্লাস চ্যানেল

  • @mohammedshaju4213
    @mohammedshaju4213 5 лет назад +21

    C plus Tv এই দরনের প্রতিবাবান শিল্পিকে খুজে বের করে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ, গানটা অনেক ভালো লাগল শুনলাম আমি সিলেট থেকা বলছি।

  • @golamalirubel2624
    @golamalirubel2624 Год назад +9

    আমি ফেনীর বাসিন্দা। দীর্ঘসময় চট্টগ্রামে থাকাকালীন সময়ে চট্টগ্রামের সংস্কৃতির একনিষ্ঠ ভক্ত হয়ে পড়েছি। চট্টগ্রামের গানগুলো অসাধারণ সুন্দর। শিল্পীর প্রতি শ্রদ্ধা।

  • @liakataliliakatali7188
    @liakataliliakatali7188 3 года назад +9

    প্রথমে সি'প্লাজ টিবি কে ধন্যবাদ। সত্যিই আব্দুর রশিদ মাস্টার শিল্পী হিসেবে চট্টগ্রাম এর জন্য গর্ব

  • @saifullahalmansur7659
    @saifullahalmansur7659 4 года назад +26

    আমি চট্টগ্রামের নই। তবু, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ভালোবাসি।

  • @manirulalam7010
    @manirulalam7010 4 года назад +11

    সত্যিকার অর্থে হৃদয় ছুঁয়ে গেলো।উপস্থাপনাও চমৎকার।

  • @jessixicon
    @jessixicon 7 месяцев назад +8

    আবদুর রশিদ মাষ্টারের কন্ঠে গানটির মিষ্টতা অন্য শিল্পীরা গাইলেও সে মাধুর্য নেই।❤

  • @monirhossan1177
    @monirhossan1177 4 года назад +13

    এই শিল্পীকে যথাযথ সন্মান করার জোর দাবী জানাচ্ছি।

  • @ismailjabiullarana3171
    @ismailjabiullarana3171 5 лет назад +38

    এই লোক কে আমি ২০০৯ সালে সেন্ট মার্টিন এ দেখেছিলাম।
    আমাদের গ্রুপ টা দারুন এন্টারটেইন করেছিলো।

  • @syedulh1
    @syedulh1 Год назад +7

    আবার ও অনুরুদ করছি Cplus tv কতৃপক্ষকে তাকে নিয়ে আরো কিছু অনুষ্ঠান করার জন্য। অসাধারন লোক সংগীত শিল্পী, আমাদের বৃহত্তর চট্রগ্রামের গর্ব।

  • @BangladeshiVloggerMom
    @BangladeshiVloggerMom 5 лет назад +24

    প্রত্যেকটি গান এত সুন্দর! রশিদ মাস্টারের আরো প্রমোশন পাওয়া উচিত। অনেক ভালো গায়।

    • @rofiqullah9430
      @rofiqullah9430 5 лет назад

      اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎كيف حالك

  • @mohammadazizulhaque1381
    @mohammadazizulhaque1381 3 года назад +6

    C-plus Tv কে অনেক ধন্যবাদ, জনাব রশিদ মাস্টার এর এই শৈল্পিক প্রতিভা কে এত সুন্দর করে তুলে ধরার জন্য,,,,সেই সাথে অনেক ধন্যবাদ ও সম্মান শ্রদ্ধেয় শিল্পী আব্দুর রশিদ মাস্টার কে👌👌💯💯

  • @mohammadchowdhury3781
    @mohammadchowdhury3781 5 лет назад +28

    অপু ভাইয়ের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে যা তিনি অসম্ভব কে সম্ভব করে দেখান আমাদের সকলকে এই Cplus এর মাধ্যেমে, অসংকো ধন্যবাদ অপু ভাই সহ উনার সকল কলাকুশলীদের।।

    • @Cplusctg
      @Cplusctg  2 года назад +1

      ধন্যবাদ।

  • @user-vk5tl9es7y
    @user-vk5tl9es7y 5 лет назад +13

    ★আসল শীল্পী কে তুলে ধরা জন্য ধন্যবাদ।।।,,,,স্বগতম জানা C plus টিভি চ্যানেল কে।।।

    • @mdnurulazizht5211
      @mdnurulazizht5211 2 года назад

      গ্রাম-গঞ্জের প্রতিভাবান শিল্পী,গায়ক ও লেখকদর খুঁজে বের করায় আলমগীর অপু ভাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অভিনন্দন জানাই আবদুর রশিদ মাস্টার ভাইকে তার সৃজনশীল গানের জন্য।

  • @mdanzarshah9357
    @mdanzarshah9357 Год назад +11

    কন্ঠেতে যেন মধুতে ভরা🥰😍

  • @mazrah9834
    @mazrah9834 5 лет назад +34

    আমার মতে রশিদ সাহেব বর্তমান বাংলাদেশের সেরা লেখক, সেরা সুরকার । ব্যতিক্রম ,দারুন ।

  • @manirulhuda1256
    @manirulhuda1256 5 лет назад +63

    আসল লেখক গায়ক সুরকার কে মূল্যায়ন করা উচিত।খুব সুন্দর ভয়েস।মধু হইহই বিষ হাবাইলা এই গানটি সারা বিশ্বে পরিচিত।ধন্যবাদ রশিদ ভাই সাথে সি প্লাস টিভি কে।

    • @khanmuhammad320
      @khanmuhammad320 3 года назад

      অরিজিনাল সুন্দর সুর

    • @ssopoq5007
      @ssopoq5007 3 года назад

      Fd

    • @ssopoq5007
      @ssopoq5007 3 года назад

      Hvviikmneyhc🇺🇸

    • @ssopoq5007
      @ssopoq5007 3 года назад

      Hgdzijjbvstgvvk
      Jcfhviytzjncs
      Pppzbxcze
      NsJgffffghuu
      01160792192

  • @DISCOVERBANGLADES
    @DISCOVERBANGLADES 4 года назад +4

    মাসাআল্লাহ অসাধারণ মুগ্ধ হয়ে গেছি ওনার জন্যে দোয়া রইলো সিপ্যাস কে ধনবাদ আগিয়ে যাক আপনাদের পথ ছলা....

  • @mismailbangali6162
    @mismailbangali6162 3 года назад +8

    আয়ারা চাটগাঁইয়া!
    ধন্যবাদ C-plus tv মুল লেখক এবং আসল গায়ককে তুলে ধরার জন্য ❣️

  • @mhuonemhuone6737
    @mhuonemhuone6737 3 года назад +36

    আব্দুর রশিদ ভাইয়ের লেখা গান দিয়ে যত শিল্পী যত ইনকাম করেছে তার একটা অংশ উনাকে দেওয়া হোক এবং গীতিকার হিসেবে উনার পরিস্থিতি থাকুক

  • @shuvobarua1944
    @shuvobarua1944 5 лет назад +72

    চিটাগাং এর অরিজিনাল ভাষায় গান শুনলাম অনেকদিন পর। অনেক শব্দ তো বুঝতেই পারতেছিনা। তার কারন একটাই, চট্টগ্রামে চট্টগ্রামের ভাষার চর্চা হয় না। " আয় তোয়ারে আদর গইরতাম যেন্ডিল্লা" এই গানটা বেশি জোস। এইসব চট্টগ্রামের নিজস্ব সম্পদ। ধন্যবাদ c plus tv কে এবং শিল্পীকেও ♥♥♥

  • @muhammadnazmul8554
    @muhammadnazmul8554 5 лет назад +83

    C puls কে ধন্যবাদ, আমি অনেকদিন এই গানের লেখক আর আসল গায়কের নাম খুজতেছিলাম।আজ দুটোই পেয়ে গেলাম

  • @mirkasimbinlaru8655
    @mirkasimbinlaru8655 4 года назад +13

    গান ইবা আই আট বছর বয়সে শুনেছিলা রশিদ মাজির মুখত আঁরা টেকনাফর ছেলে ওকে এক নাম্বার পুরুকার দেওয়া হক😘😘😘🎤🎤🎤

  • @ShohagAhamad
    @ShohagAhamad 3 года назад +112

    আমি বাংলাদেশের সকল শিল্পীর কাছে অনুরোধ করছি মাষ্টার রশিদ সাহেব কে এই গানের শিল্পী হিসেবে সম্মানিত করার জন্য সকলের কাছে আকুল আবেদন করিতেছি আসল শিল্পী কে পিছনে রেখে নকল শিল্পী নিয়ে বেশি আনন্দ করা এটা অন্যায় রশিদ মাষ্টার সাহেব কে সঠিক মূল্যায়ন করা হয় বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ প্রবাসী ওমান থেকে

    • @shohanenterprise2197
      @shohanenterprise2197 6 месяцев назад

      ami cai ei silpi k onar kora hok jothesto

    • @roni6959
      @roni6959 6 месяцев назад

      Fine vai​@@shohanenterprise2197

  • @titushiltitushil1643
    @titushiltitushil1643 5 лет назад +18

    এই গানটির আসল শিল্পিকে বাহির করার জন্য C plus কে অশেষ ধন্যবাদ

  • @MdMannan-vc5nx
    @MdMannan-vc5nx 4 года назад +12

    অসাধারণ সুন্দর কন্ঠ মাশাল্লাহ, ওনাকে একুশে পদক প্রদান করা হউক, দোয়া ও শুভকামনা রইল

  • @abirr2247
    @abirr2247 5 лет назад +6

    ম্যান্ডলিন বাজানো অসাধারণ ছিলো।♥
    আর গানের লিরিক গুলো যে এত ভালো লাগছে যা বলে বুঝাতে পারবো না।😍

  • @abutaleb9064
    @abutaleb9064 5 лет назад +33

    মধু হই হই গানটা এখনো কেও রশিদের মত করে গাইতে পারেনি রাইট....

  • @deendawahchannelddc9850
    @deendawahchannelddc9850 4 года назад +5

    গান যে গায়ছে তার যেমন প্রকৃতির ভূমিকা আচরণ আছে তেমনে আনে আছে অপু ভাইয়ের।।।

  • @srmusic5778
    @srmusic5778 5 лет назад +11

    আব্দুর রশীদ ভাই আপনার গানে আমি মুগ্ধ,,, আই তোয়ারে আদর করতাম জেনদিল্লা,,আর কিয়ে নো করিবো এনদিল্লা

  • @harunchy9326
    @harunchy9326 3 года назад +9

    সারা বিশ্বে এত জনপ্রিয় গানটি স্বীকৃতি পাইনি। ককসবাজার জেলা শিল্পকলা একাডেমী সংস্কৃতি ওপর আবদুর রশিদ মাষ্টারকে স্বীকৃতি দিয়ে গানগুলি সংরক্ষন করা হোক। কোন আঞ্চলিক গান নিয়ে যারা কাজ করে তারাও পারে ..................!!

  • @Aminulislam-yg5ix
    @Aminulislam-yg5ix 3 года назад +1

    ধন্যবাদ অপু ভাই, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সি- প্লাস টিভিকে।

  • @aaaaaa-qg5vu
    @aaaaaa-qg5vu 4 года назад +19

    আসলে ভাই ওনাকে আমাদের চট্টগ্রামের Cplus tv চ্যানেলের পক্ষ থেকে মূল্যায়ন করা হোক । ওনার গিটার বাজানো টা খুব দারুণ হয়েছে ।

  • @DidarsTechnology
    @DidarsTechnology 5 лет назад +43

    গানটার মাঝে অনেক ভাবার্থ লুকিয়ে আছে ধন্যবাদ সি-প্লাস টিভিকে,গানের শিল্পীকে হাজির করার জন্য! ধন্যবাদ আমাদের চট্রগ্রাম বাসীকে✌👌✋💚💙💜✅

  • @Joynul130
    @Joynul130 2 года назад +2

    অসাধারণ।।।যত শুনি তত ভালো লাগে।সত্য অনুসন্ধানের জন্য সিপ্লাস/আলমগির ভাই ছাড়া কোন বিকল্প নাই

  • @mdsumon-le8uy
    @mdsumon-le8uy 4 года назад +4

    আমার কাছে অসাধারণ লাগেছে আবদুর রশিদ শিল্পীর গান আপনাদের কে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একজন প্রতি বা বান শিল্পী আমাদের মাঝে তুলে ধরবার জন্য।

  • @debasishdeb9170
    @debasishdeb9170 5 лет назад +167

    মূল গানের স্রস্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য সন্দিপন ও C-plus টিভি কে ধন্যবাদ।

  • @bpmilon8778
    @bpmilon8778 4 года назад +10

    বড়, বড় শিল্পীরা এই গানটার ১২ টা বাজিয়েছে, আজ সঠিক আবেগ খুজে পেলাম

  • @mdnoyan1435
    @mdnoyan1435 4 года назад +14

    গর্বিত চিটাইংগা....💖💖💖

  • @sawonkhan9161
    @sawonkhan9161 5 лет назад +14

    কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম আসলেই অসাধারণ থ্যাংক ইউ সি প্লাস টিভি

  • @ridwan5927
    @ridwan5927 4 года назад +6

    আসল লেখককে মূল্যায়ন করা দরকার এবং বাংলাদেশে কপিরাইট আইন জোরদার করা উচিত

  • @RafikulIslam-kz7vc
    @RafikulIslam-kz7vc 3 года назад +5

    গানের আসল মালিক কে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @Turky_official
    @Turky_official 2 года назад

    অসাধারণ রশিদ ভাই। আপনার মত শিল্পীর খুবই সংকট। লাভ ইউ ভাই

  • @MdHabib-cj6mh
    @MdHabib-cj6mh Год назад +7

    যে মুল শিল্পী আজকে তার কদর নেই, এই আমাদের দেশ,

  • @jahangiralam-uh2zh
    @jahangiralam-uh2zh 3 года назад +4

    অসাধারণ। মানিকগঞ্জের হয়েও এটি আমার খুব প্রিয় গান।

  • @nurulhakim5381
    @nurulhakim5381 5 лет назад +55

    অনেক ভাল মানের শিল্পী। যথাযথ মূল্যায়নের অভাব।

  • @mdjahedulislam3350
    @mdjahedulislam3350 4 года назад +2

    বাজানোটা ছিল অসাধারণ মনে ধরার মতো,শুভকামনা রইলো রশিদ ভাইয়ের জন্য।

  • @princerahman1005
    @princerahman1005 5 лет назад +27

    মূল্যায়ন করা হোক,
    আমার গ্রামের শিল্পী রশিদ মাস্টার নানা... ❤❤

    • @mdazizullah6578
      @mdazizullah6578 3 года назад +1

      কোথায় আপনাদের বাড়ি?????

    • @tohinrahman2552
      @tohinrahman2552 2 года назад +1

      @@mdazizullah6578
      Saint-martin ❤️

  • @sajibmoni8121
    @sajibmoni8121 5 лет назад +42

    এই গানটা আমি আরো প্রায় দশ বছর আগেই সন্দীপনের কন্ঠে শুনেছিলাম তখন ততটা প্রপুলার ছিল না ধন্যবাদ সি প্লাস টিভি কে সত্যটা সামনে নিয়ে আসার জন্য

  • @olviasara4727
    @olviasara4727 4 года назад +3

    I would like to big tnx to cplus. Actually he is the real singer in our country proud of him,allha blessed him

  • @m.hrehman690
    @m.hrehman690 4 года назад +3

    অসংখ্য ভালবাসা এই মাটির আসল শিল্পিকে। পঞ্চগড় থেকে

  • @tensionbanglatv7989
    @tensionbanglatv7989 4 года назад +4

    মধু কই কই আমারে বিষ খাওয়াই লা,,,এই অরজিনাল শিল্পি কেই এতো দিন খুজেছি,,দেখে খুব ভালো লাগলো

  • @mdbelalchy
    @mdbelalchy 5 лет назад +122

    ধন্যবাদ সি প্লাস টিভি কে আসল শিল্পী কে সবার কাছে তুলে ধরার জন্য এই গানটির মাধ্যমে অনেকে সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু আমরা এতদিন আসল শিল্পীকে কে চিনতাম না আপনাদের মাধ্যমে চিনতে পারলাম ধন্যবাদㅣ

  • @mohamedjainl7604
    @mohamedjainl7604 5 лет назад +5

    সিপ্লাস টিভি কে অনেক ধন্যবাদ আমাদের চ্রটগ্রামে ভাষা ধরে রাখার জন্ন্য

  • @cmp738
    @cmp738 5 лет назад +4

    অসাধারণ গান আজ মন ভরে গেলো, আমরা রশিদ ভাইকে চাই চট্টগ্রামের বিক্ষাত শিল্পী হিসাবে।

  • @zinnahctg
    @zinnahctg 5 лет назад +13

    Dorhar ache ai singer lekok r sommanona we proud for him. Hats off rashid master

  • @lamia184
    @lamia184 5 лет назад +46

    ধন্যবাদ জামেস সি প্লাস টিভি কে যেহেতু এরকম একটি বিখ্যাত গানের বিখ্যাত শিল্পী কে তুলে ধরার জন্য

  • @appleshahid9768
    @appleshahid9768 5 лет назад +4

    অনেক ভালো লাগল।আব্দুর রশিদ ভাইকে অনেক ধন্যবাদ।আমার যদি সামর্ত থাকত আমি পুরুষ্কিত করতাম।কারণ আমি একজন সাধারণ মানুষ।আব্দুর রশিদ ভাইয়ের প্রতিবা দেখে মুগ্ধ হলাম।শুভ কামনা রইল।

  • @oanekfaisal8161
    @oanekfaisal8161 5 лет назад +19

    কুব ভালো লাখলো।আহা আশল পেম হজনে গরের...waw oasadaron...love ied...💖💖💖👍।

  • @bangalibabu7155
    @bangalibabu7155 4 года назад +7

    অসাধারন, ধন্যবাদ সি-প্লাসকে,,,,,,
    তাপোশ ভাইকে অনুরোধ করবো আব্দুর রশিদ ভাইকে নিয়ে তার স্টুডিওতে নিয়ে রের্কডের মাধ্যমে উনার প্রতিভাকে সারা বিশ্বের দরবারে তুলে ধরার ব্যবস্থা করতে,,,,,,,

  • @SMusicStar
    @SMusicStar 4 года назад +1

    *সি প্লাস টিভি কে অসংখ্য ধন্যবাদ মধু হই হই বিষ খাওয়াইলা গানটির গীতিকার কে উপস্থাপন করার জন্য*

  • @subashkantibaruanepal5913
    @subashkantibaruanepal5913 4 года назад

    আমাদের দুই প্রয়াত শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ সহ অনেকেই গানের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি চাটগাঁর মাটি ও মানুষের কথা বিশ্বদরবারে তুলে ধরে চাটগাঁ ভুমিকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে আমাদের আব্দুর রশীদ ভাই 'মধু মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা' গানটি দিয়ে বিশ্বের বাঙ্গালী ভাষাভাষি ও ভিন্ন ভাষাভাষি মানুষের কাছে চাটগাঁবাসীকে অনন্যভাবে পরিচিতি ঘটিয়ে দিয়েছেন।
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ রশীদ ভাইকে। আপনার এ প্রক্রিয়া চলমান থাকুক-এটাই কামনা।
    ধন্যবাদ CPlus TV কেও।

  • @ShohagAhamad
    @ShohagAhamad 3 года назад +6

    রশীদ মাষ্টার সাহেব একজন ভাল মনের মানুষ 🌹🌹🌹🌹ধন্যবাদ আপনাকে আপনার মনে কোন লোভ লালসা নেই আপনাকে দেখে দেখে বাংলাদেশের প্রতিটি শিল্পীর শিখা ধরকার

  • @shirinakhter1300
    @shirinakhter1300 2 года назад +8

    শিল্পী রসিদ মাষ্টারের গানগুলো বর্তমানের সময়ের সাথে উপযোগী।

  • @abdullahmonir2752
    @abdullahmonir2752 4 года назад +2

    অনেক ধন্যবাদ আসল গানের লেখক কে তুলে ধরার জন্য

  • @godscreation3289
    @godscreation3289 4 года назад +1

    সি পিলাস টিভি কে ধন্যবাদ আসল শিল্পী কে উৎসাহিত করার জন্য ধন্যবাদ

  • @mohammedmorshedkhan7236
    @mohammedmorshedkhan7236 5 лет назад +45

    অসাধারণ গান গাইয়ি, ও র ভিতর দরদ আছে ইয়েন ফুডি উট্টি, এতোল্লায় গান গুন অপূর্ব ভাবে গাইয়ি,ওরে আবার চাই , অপু ভাই অনুরোধ গরির ধন্যবাদ চিপ্লাচ টিভি কে।

  • @folktogether4411
    @folktogether4411 4 года назад +3

    C PLUS টিভি চট্রগ্রামের বলিষ্ঠ কন্ঠস্বর !
    সি প্লাস সত্যের সন্ধানের একটি চ্যানেল !
    সি প্লাস ও সন্দীপন দাদাকে ধন্যবাদ।

  • @MOLiUR
    @MOLiUR 5 лет назад +2

    অনেকের মুখে এই গান শুনছি।
    তবে, যিনি নিজে এই গানের লেখক, এবং তিনি নিজে সুর দিয়েছেন। অনেক সুন্দর
    আর জাহিদের মুখে এই গানের জন্য আব্দুর রশিদ মাষ্টার আর জাহিদ এরাই হলো এই গানের জন্য হিরো।
    অন্যকেউ গাইলে তেমন সুন্দর হয়না।
    এরা হলো অরিজিনাল । তাদেরকে ধন্যবাদ

  • @Osman14467
    @Osman14467 5 лет назад +7

    Wow very nice we love the singer

  • @hirahira4574
    @hirahira4574 4 года назад +4

    We want Abdur Rashid master again this Show... Thanks cplus TV

  • @baharullah5070
    @baharullah5070 Год назад +4

    স্বশিক্ষিত প্রতিভা ই বটে।
    চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার সুরকার ও শিল্পী জনাব আবদুর রশিদ মাষ্টার এর জন্য দোয়া ও শুভকামনা সহ লাল গোলাপ শুভেচ্ছা রহিলো।

  • @abiswas7994
    @abiswas7994 5 лет назад +11

    আমি ইন্ডিয়ান;
    Kuwait থেকে;
    গানটি মোটামুটি
    বুঝতে পারলেও--
    অসাধারণ লাগলো;
    I Love You,
    আব্দুর রশিদ bhai,

  • @bpnsmat2842
    @bpnsmat2842 4 года назад +11

    লাভ ইউ চাটগাঁইয়া,, ❤❤❤❤

  • @mdabdullahibnaziz1032
    @mdabdullahibnaziz1032 5 лет назад +3

    মন ছুঁয়ে যাওয়া গান। অসাধারণ !

  • @mdaminulislam5244
    @mdaminulislam5244 4 года назад

    Congratulations, জীবন থেকে নেয়া তাই জীবন্ত, লেখক, সুরকার ভাই কে।

  • @OurSocialFamily-OSF
    @OurSocialFamily-OSF 9 месяцев назад +1

    অসংখ্য ধন্যবাদ সি প্লাস সাথে আবদুর রশিদ মাস্টার দাদা কে❤️❤️❤️

  • @mohammadfaroq5433
    @mohammadfaroq5433 5 лет назад +57

    ধন্যবাদ আলমগির অপু ভাইকে, তারে পরিচয় করায় দেওয়ার জন্য।

  • @rimonbin2180
    @rimonbin2180 5 лет назад +11

    Award deoya hok.Legend

  • @obaidulislam9456
    @obaidulislam9456 5 месяцев назад

    এই আব্দুর রশিদ মাস্টারকে জাতীয় শিল্পীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করছি। কতো দরাজ কন্ঠে গান গায়, একেবারে নিখুঁতভাবে গায়। ধন্যবাদ, ধন্যবাদ আরোও ধন্যবাদ ।

  • @rakibmoniry6552
    @rakibmoniry6552 5 лет назад +20

    ধন্যবাদ সি-প্লাস টিভি,
    আশাকরি এভাবে চট্টগ্রামের টেলেন্টদেরকে সবার মাঝে তুলে ধরবেন।

  • @AbdulHamid-op3qt
    @AbdulHamid-op3qt 4 года назад +2

    সন্ধিপন বড়ুয়া কন্ঠে এই গান অনেক বার শুনেছি বিভিন্ন টি ভি লাইভে অনুষ্ঠানে, এই গানের আসল শিল্পী সুরকার কে পরিচয় করে দেওয়ার জন্য সি প্লাস কে অসংখ্য ধন্যবাদ শিল্পী আঃ রশিদ মাষ্টারের কন্ঠ খুব সুন্দর, ও ধন্যবাদ আলমগীর অপু ভাই কে,,

  • @user-kw2yb2cy2y
    @user-kw2yb2cy2y 3 года назад +1

    এক কথায় অসাধরন ছিলো পতিটা সমায়

  • @haquemo1971
    @haquemo1971 5 лет назад +20

    Thanks a lot to CplusTV for seeking for the root and share with viewers. This is true journalism and really appreciate it.

    • @haquemo1971
      @haquemo1971 5 лет назад

      Could you please plan a program for to 10/20 all time popular chatgaiya songs such as "Koiljar vitor bandi raikhum toyare", "samman wala", "iskul khuilache" etc... plssssssss brother

  • @abdulal9391
    @abdulal9391 5 лет назад +19

    অসাধারণ এক গান বদ্দা ☺😍

  • @mdtalukder1283
    @mdtalukder1283 4 года назад

    C plus Tv কে ধন্যবাদ চট্টগ্রামের ভাষা বিভিন্ন ভাবে উপস্থাপন করার জন্য

  • @SDTVBD
    @SDTVBD 5 лет назад +216

    মানুষটাকে ভালো একটা পুরস্কার দেওয়া হোক। এটা সবার দাবি, জনগনের দাবি 😍😍😍😘😘

    • @RaselHosen-tl9to
      @RaselHosen-tl9to 5 лет назад +2

      এই ভাইয়া কে একটি

    • @mduvghajjwjzksadekhrwengel9823
      @mduvghajjwjzksadekhrwengel9823 5 лет назад +2

      রাইট ভাইয়ে

    • @monsuralam5883
      @monsuralam5883 5 лет назад +1

      অসাধারণ গান

    • @nomanchowdhury7803
      @nomanchowdhury7803 4 года назад +3

      রশিদ ভাইএর দুঃখটা দুরকরতে পারতাম।

    • @junybarua7945
      @junybarua7945 4 года назад +4

      চিটাগাং গান সারা বাংলাদেশের পেমাচ ,

  • @milontalukder4171
    @milontalukder4171 5 лет назад +3

    আসল শিল্পিকে দেখানোর জন্য ধন্যবাদ।

  • @sakandershakil1753
    @sakandershakil1753 3 года назад +1

    Jaat Master ! Oshadharon Gaan oshadharon shilpi❤️