Modhu hoi hoi original version | মধু হই হই গানটির মূল লেখক ও শিল্পী আবদুর রসিদ মাষ্টার | Cplus

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @bdcox8305
    @bdcox8305 3 года назад +16

    আমার সবচেয়ে প্রিয় গান৷ আমি অনেক বছর গানটা শুনতে শুনতে হঠাত আজকেও শুনতেছি৷ এবার মনে করলাম যে কক্সবাজারের কোন শিল্পি গান গাইছে৷ গুগুলে তথ্য বের করে দেখলাম৷ যেই গান বাংলাদেশের সব চেয়ে ভাইরাল গানের মালিক এই মানুষ আব্দুর রশিদ মাষ্টার৷ এই গানটির জন্য প্রথম পুরুষ্কার পাওয়ার কথা৷ কিন্ত যার গান সে না পেয়ে অন্য শিল্পিরা পাইছে৷ খুব দুঃখ পাইলাম৷ ধন্যবাদ Cplus Tv

  • @babludas-rz4en
    @babludas-rz4en 5 лет назад +27

    প্রথমে C-plus কে ধন্যবাদ না দিয়ে পারছি না। অনেক অনেক খুশি হয়েছি যে, অরিজিনাল গানের শিল্পীকে আপনারা খুঁজে নিয়েছেন। আবদুর রশিদ মাষ্টার কে আমার প্রণাম ও নমষ্কার। সত্যিকারের ভালোবাসা অনেক কষ্ট ও অনেক বেদনাদায়ক। অনেক কিছু ঘটে যাই এর কারণে, আমি একজন গীতিকার ও সুরকার। চট্টগ্রামে থাকি চকবাজার, ফুলতলা। আবদুর রসিদ মাষ্টারকে আমি গুরু মনে করছি। অনেক অনেক ভালো গায় ও ভালো লেখে এবং অনেক আবেগ নিয়ে গান করে। সত্যিকারের যাঁরা গান লেখেন ও সুর করেন তাঁদের গায়িকটা সম্পূর্ণ আলাদা হয়। রসিদ ভাইকে আমার দুইটা চিটাগাং ভাষায় লেখা গানের একটু দেখাতে চায়- ১। হনদ্দিন কি আরে তুই বুঝিলা, হনদ্দিন কি আর হতা তুই মানিলা, বিশ্বাস গরি মন্নান দিলাম, ইয়ান তুই কি গইল্লা............. ২। কি জ্বালা কিজ্বালা, প্রেম জ্বালা প্রেমজ্বালা, কিছু মধুর মধুর হতা হিইলে, রসের রসের হতা হ্বাইলে, ইবারে কি প্রেম হনা, তুই কি আর মনের মানুষ অইবা না....

  • @mdeshaq4362
    @mdeshaq4362 4 года назад +16

    এক কথায় অসাধারণ হয়েছে গান টা, আমরা চাই ওনার মতো শিল্পী কে ভালো কিছু করার সুযোগ দেওয়া হোক, ধন্যবাদ সি প্লাস টিভি কে, এই শিল্পী কে অন্ধকার থেকে, আলোর পথে আনা হোক,

  • @golamalirubel2624
    @golamalirubel2624 2 года назад +16

    আমি ফেনীর বাসিন্দা। দীর্ঘসময় চট্টগ্রামে থাকাকালীন সময়ে চট্টগ্রামের সংস্কৃতির একনিষ্ঠ ভক্ত হয়ে পড়েছি। চট্টগ্রামের গানগুলো অসাধারণ সুন্দর। শিল্পীর প্রতি শ্রদ্ধা।

  • @prasantasen7810
    @prasantasen7810 3 года назад +24

    যদি ভাষা বুঝতে অসুবিধা হয় তবে মধু হৈ হৈ খুব ভাল লাগল শিলিগুড়ি থেকে👍

  • @nurulamin1278
    @nurulamin1278 3 года назад +27

    এমন একজন গুণী কন্ঠ শিল্পীকে যথাযথ মূল্যায়ন করা উচিৎ ।

  • @shahalam.1715
    @shahalam.1715 2 года назад +25

    এ গান আবদুর রশিদের কন্ঠে যেন নতুন এক আবেগ সৃষ্টি হচ্ছে।আসলে রশিদ একজন বড় সুরকার হয়তো তার মুল্যায়ন হচ্ছেনা।

  • @liakataliliakatali7188
    @liakataliliakatali7188 4 года назад +11

    প্রথমে সি'প্লাজ টিবি কে ধন্যবাদ। সত্যিই আব্দুর রশিদ মাস্টার শিল্পী হিসেবে চট্টগ্রাম এর জন্য গর্ব

  • @shahrupjalal6353
    @shahrupjalal6353 4 года назад +37

    শিল্পী আবদুর রশীদ এর গিটার বাদন আমাকে মুগ্ধ করেছে । গানগুলো সত্যি অসাধারণ !

  • @mohammedshaju4213
    @mohammedshaju4213 5 лет назад +22

    C plus Tv এই দরনের প্রতিবাবান শিল্পিকে খুজে বের করে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ, গানটা অনেক ভালো লাগল শুনলাম আমি সিলেট থেকা বলছি।

  • @Joynul130
    @Joynul130 2 года назад +4

    অসাধারণ।।।যত শুনি তত ভালো লাগে।সত্য অনুসন্ধানের জন্য সিপ্লাস/আলমগির ভাই ছাড়া কোন বিকল্প নাই

  • @singforsoul879
    @singforsoul879 5 лет назад +23

    অনেক ধন্যবাদ সি প্লাস কে।
    ইয়েন বোত বালা এক্কান হাম হইজ্জুন ওনেরা।
    আঁরা বোত কেয়া ন জাইনতাম মধু হই হই গানের আসল শিল্পী হন।
    আবদুর রসিদ মাষ্টার 👏👏👏👏💜💜💜
    💜💜💜আবদুর রসিদ

  • @matiurrahman167
    @matiurrahman167 5 лет назад +15

    সেলুট শিল্পি ভাই কে বিশেষ করে চি প্লাস টিভি কে ধন্যবাদ অনেক অনেক। এক কথায় শিল্পির ফ্যান হয়ে গেসি আমি গান শুনে 👍👍👍👍❤❤❤❤❤💪💪💪💪

  • @mdsumon-le8uy
    @mdsumon-le8uy 4 года назад +4

    আমার কাছে অসাধারণ লাগেছে আবদুর রশিদ শিল্পীর গান আপনাদের কে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একজন প্রতি বা বান শিল্পী আমাদের মাঝে তুলে ধরবার জন্য।

  • @mohammadchowdhury3781
    @mohammadchowdhury3781 5 лет назад +29

    অপু ভাইয়ের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে যা তিনি অসম্ভব কে সম্ভব করে দেখান আমাদের সকলকে এই Cplus এর মাধ্যেমে, অসংকো ধন্যবাদ অপু ভাই সহ উনার সকল কলাকুশলীদের।।

    • @Cplusctg
      @Cplusctg  3 года назад +1

      ধন্যবাদ।

  • @helaluddin3718
    @helaluddin3718 4 года назад +24

    আব্দুর রশিদ মাষ্টারের গান অনেক সুন্দর লাগল।❤❤❤

  • @muhammadnazmul8554
    @muhammadnazmul8554 5 лет назад +85

    C puls কে ধন্যবাদ, আমি অনেকদিন এই গানের লেখক আর আসল গায়কের নাম খুজতেছিলাম।আজ দুটোই পেয়ে গেলাম

  • @syedulh1
    @syedulh1 Год назад +8

    আবার ও অনুরুদ করছি Cplus tv কতৃপক্ষকে তাকে নিয়ে আরো কিছু অনুষ্ঠান করার জন্য। অসাধারন লোক সংগীত শিল্পী, আমাদের বৃহত্তর চট্রগ্রামের গর্ব।

  • @shuvobarua1944
    @shuvobarua1944 5 лет назад +72

    চিটাগাং এর অরিজিনাল ভাষায় গান শুনলাম অনেকদিন পর। অনেক শব্দ তো বুঝতেই পারতেছিনা। তার কারন একটাই, চট্টগ্রামে চট্টগ্রামের ভাষার চর্চা হয় না। " আয় তোয়ারে আদর গইরতাম যেন্ডিল্লা" এই গানটা বেশি জোস। এইসব চট্টগ্রামের নিজস্ব সম্পদ। ধন্যবাদ c plus tv কে এবং শিল্পীকেও ♥♥♥

  • @BangladeshiVloggerMom
    @BangladeshiVloggerMom 5 лет назад +26

    প্রত্যেকটি গান এত সুন্দর! রশিদ মাস্টারের আরো প্রমোশন পাওয়া উচিত। অনেক ভালো গায়।

    • @rofiqullah9430
      @rofiqullah9430 5 лет назад

      اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎كيف حالك

  • @manirulalam7010
    @manirulalam7010 4 года назад +12

    সত্যিকার অর্থে হৃদয় ছুঁয়ে গেলো।উপস্থাপনাও চমৎকার।

  • @rrohinir.r
    @rrohinir.r Год назад +8

    আবদুর রশিদ মাষ্টারের কন্ঠে গানটির মিষ্টতা অন্য শিল্পীরা গাইলেও সে মাধুর্য নেই।❤

  • @ShohagAhamad
    @ShohagAhamad 3 года назад +126

    আমি বাংলাদেশের সকল শিল্পীর কাছে অনুরোধ করছি মাষ্টার রশিদ সাহেব কে এই গানের শিল্পী হিসেবে সম্মানিত করার জন্য সকলের কাছে আকুল আবেদন করিতেছি আসল শিল্পী কে পিছনে রেখে নকল শিল্পী নিয়ে বেশি আনন্দ করা এটা অন্যায় রশিদ মাষ্টার সাহেব কে সঠিক মূল্যায়ন করা হয় বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ প্রবাসী ওমান থেকে

    • @shohanenterprise2197
      @shohanenterprise2197 11 месяцев назад

      ami cai ei silpi k onar kora hok jothesto

    • @roni6959
      @roni6959 11 месяцев назад

      Fine vai​@@shohanenterprise2197

    • @ranjitdas1303
      @ranjitdas1303 4 месяца назад

      আমি ত্রিপুরা রাজ্যের এক সাধারণ শ্রোতা। সত্যি জীবনের প্রথম ভালোবাসার মানুষটির মতো অন্য দ্বিতীয় মূল্যবান আর কিছু নেই । কিন্তু এর মূল্য কয়জন দেয় । এই মুশারফ দাদা কে ওনার সততা ও সত্যি কথা বলার সৎ সাহস কে কুর্ণিশ জানাই। সত্যি প্রেমের মৃত্যু নেই ।

  • @mohammadazizulhaque1381
    @mohammadazizulhaque1381 3 года назад +6

    C-plus Tv কে অনেক ধন্যবাদ, জনাব রশিদ মাস্টার এর এই শৈল্পিক প্রতিভা কে এত সুন্দর করে তুলে ধরার জন্য,,,,সেই সাথে অনেক ধন্যবাদ ও সম্মান শ্রদ্ধেয় শিল্পী আব্দুর রশিদ মাস্টার কে👌👌💯💯

  • @DISCOVERBANGLADES
    @DISCOVERBANGLADES 4 года назад +4

    মাসাআল্লাহ অসাধারণ মুগ্ধ হয়ে গেছি ওনার জন্যে দোয়া রইলো সিপ্যাস কে ধনবাদ আগিয়ে যাক আপনাদের পথ ছলা....

  • @পাতালপুরী-চ২ঙ

    ★আসল শীল্পী কে তুলে ধরা জন্য ধন্যবাদ।।।,,,,স্বগতম জানা C plus টিভি চ্যানেল কে।।।

    • @mdnurulazizht5211
      @mdnurulazizht5211 3 года назад

      গ্রাম-গঞ্জের প্রতিভাবান শিল্পী,গায়ক ও লেখকদর খুঁজে বের করায় আলমগীর অপু ভাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অভিনন্দন জানাই আবদুর রশিদ মাস্টার ভাইকে তার সৃজনশীল গানের জন্য।

  • @mismailbangali6162
    @mismailbangali6162 3 года назад +9

    আয়ারা চাটগাঁইয়া!
    ধন্যবাদ C-plus tv মুল লেখক এবং আসল গায়ককে তুলে ধরার জন্য ❣️

  • @mdanzarshah9357
    @mdanzarshah9357 2 года назад +12

    কন্ঠেতে যেন মধুতে ভরা🥰😍

  • @selfietv-dn4ez
    @selfietv-dn4ez 5 лет назад +11

    স্যালুট অপু দা।স্যালুট আবদুর রশীদ মাস্টার।
    লাভ সি প্লাস চ্যানেল

  • @titushiltitushil1643
    @titushiltitushil1643 5 лет назад +18

    এই গানটির আসল শিল্পিকে বাহির করার জন্য C plus কে অশেষ ধন্যবাদ

  • @saifullahalmansur7659
    @saifullahalmansur7659 4 года назад +28

    আমি চট্টগ্রামের নই। তবু, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ভালোবাসি।

  • @monirhossan1177
    @monirhossan1177 4 года назад +14

    এই শিল্পীকে যথাযথ সন্মান করার জোর দাবী জানাচ্ছি।

  • @manirulhuda1256
    @manirulhuda1256 5 лет назад +64

    আসল লেখক গায়ক সুরকার কে মূল্যায়ন করা উচিত।খুব সুন্দর ভয়েস।মধু হইহই বিষ হাবাইলা এই গানটি সারা বিশ্বে পরিচিত।ধন্যবাদ রশিদ ভাই সাথে সি প্লাস টিভি কে।

    • @khanmuhammad320
      @khanmuhammad320 4 года назад

      অরিজিনাল সুন্দর সুর

    • @ssopoq5007
      @ssopoq5007 4 года назад

      Fd

    • @ssopoq5007
      @ssopoq5007 4 года назад

      Hvviikmneyhc🇺🇸

    • @ssopoq5007
      @ssopoq5007 4 года назад

      Hgdzijjbvstgvvk
      Jcfhviytzjncs
      Pppzbxcze
      NsJgffffghuu
      01160792192

  • @MdMannan-vc5nx
    @MdMannan-vc5nx 4 года назад +12

    অসাধারণ সুন্দর কন্ঠ মাশাল্লাহ, ওনাকে একুশে পদক প্রদান করা হউক, দোয়া ও শুভকামনা রইল

  • @srmusic5778
    @srmusic5778 5 лет назад +11

    আব্দুর রশীদ ভাই আপনার গানে আমি মুগ্ধ,,, আই তোয়ারে আদর করতাম জেনদিল্লা,,আর কিয়ে নো করিবো এনদিল্লা

  • @sumankumarbiswas8018
    @sumankumarbiswas8018 4 года назад +13

    আসল শিল্পীকে তুলে আনার জন্য ধন্যবাদ। আমরা তো সবসময় গাছের গোড়া রেখে আগা নিয়াই ব্যস্ত থাকি।

  • @deendawahchannelddc9850
    @deendawahchannelddc9850 4 года назад +6

    গান যে গায়ছে তার যেমন প্রকৃতির ভূমিকা আচরণ আছে তেমনে আনে আছে অপু ভাইয়ের।।।

  • @harunchy9326
    @harunchy9326 4 года назад +10

    সারা বিশ্বে এত জনপ্রিয় গানটি স্বীকৃতি পাইনি। ককসবাজার জেলা শিল্পকলা একাডেমী সংস্কৃতি ওপর আবদুর রশিদ মাষ্টারকে স্বীকৃতি দিয়ে গানগুলি সংরক্ষন করা হোক। কোন আঞ্চলিক গান নিয়ে যারা কাজ করে তারাও পারে ..................!!

  • @mhuonemhuone6737
    @mhuonemhuone6737 3 года назад +42

    আব্দুর রশিদ ভাইয়ের লেখা গান দিয়ে যত শিল্পী যত ইনকাম করেছে তার একটা অংশ উনাকে দেওয়া হোক এবং গীতিকার হিসেবে উনার পরিস্থিতি থাকুক

  • @ismailjabiullarana3171
    @ismailjabiullarana3171 5 лет назад +39

    এই লোক কে আমি ২০০৯ সালে সেন্ট মার্টিন এ দেখেছিলাম।
    আমাদের গ্রুপ টা দারুন এন্টারটেইন করেছিলো।

  • @DidarsTechnology
    @DidarsTechnology 5 лет назад +43

    গানটার মাঝে অনেক ভাবার্থ লুকিয়ে আছে ধন্যবাদ সি-প্লাস টিভিকে,গানের শিল্পীকে হাজির করার জন্য! ধন্যবাদ আমাদের চট্রগ্রাম বাসীকে✌👌✋💚💙💜✅

  • @AbdulHamid-op3qt
    @AbdulHamid-op3qt 4 года назад +2

    সন্ধিপন বড়ুয়া কন্ঠে এই গান অনেক বার শুনেছি বিভিন্ন টি ভি লাইভে অনুষ্ঠানে, এই গানের আসল শিল্পী সুরকার কে পরিচয় করে দেওয়ার জন্য সি প্লাস কে অসংখ্য ধন্যবাদ শিল্পী আঃ রশিদ মাষ্টারের কন্ঠ খুব সুন্দর, ও ধন্যবাদ আলমগীর অপু ভাই কে,,

  • @BabuVay7155
    @BabuVay7155 4 года назад +7

    অসাধারন, ধন্যবাদ সি-প্লাসকে,,,,,,
    তাপোশ ভাইকে অনুরোধ করবো আব্দুর রশিদ ভাইকে নিয়ে তার স্টুডিওতে নিয়ে রের্কডের মাধ্যমে উনার প্রতিভাকে সারা বিশ্বের দরবারে তুলে ধরার ব্যবস্থা করতে,,,,,,,

  • @jahangiralam-uh2zh
    @jahangiralam-uh2zh 3 года назад +4

    অসাধারণ। মানিকগঞ্জের হয়েও এটি আমার খুব প্রিয় গান।

  • @baharullah5070
    @baharullah5070 2 года назад +4

    স্বশিক্ষিত প্রতিভা ই বটে।
    চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার সুরকার ও শিল্পী জনাব আবদুর রশিদ মাষ্টার এর জন্য দোয়া ও শুভকামনা সহ লাল গোলাপ শুভেচ্ছা রহিলো।

  • @tensionbanglatv7989
    @tensionbanglatv7989 4 года назад +4

    মধু কই কই আমারে বিষ খাওয়াই লা,,,এই অরজিনাল শিল্পি কেই এতো দিন খুজেছি,,দেখে খুব ভালো লাগলো

  • @olviasara4727
    @olviasara4727 5 лет назад +3

    I would like to big tnx to cplus. Actually he is the real singer in our country proud of him,allha blessed him

  • @SMusicStar
    @SMusicStar 5 лет назад +2

    *সি প্লাস টিভি কে অসংখ্য ধন্যবাদ মধু হই হই বিষ খাওয়াইলা গানটির গীতিকার কে উপস্থাপন করার জন্য*

  • @mazrah9834
    @mazrah9834 5 лет назад +34

    আমার মতে রশিদ সাহেব বর্তমান বাংলাদেশের সেরা লেখক, সেরা সুরকার । ব্যতিক্রম ,দারুন ।

  • @MOLiUR31
    @MOLiUR31 5 лет назад +2

    অনেকের মুখে এই গান শুনছি।
    তবে, যিনি নিজে এই গানের লেখক, এবং তিনি নিজে সুর দিয়েছেন। অনেক সুন্দর
    আর জাহিদের মুখে এই গানের জন্য আব্দুর রশিদ মাষ্টার আর জাহিদ এরাই হলো এই গানের জন্য হিরো।
    অন্যকেউ গাইলে তেমন সুন্দর হয়না।
    এরা হলো অরিজিনাল । তাদেরকে ধন্যবাদ

  • @mdnoyan1435
    @mdnoyan1435 4 года назад +15

    গর্বিত চিটাইংগা....💖💖💖

  • @MrManikdebnath
    @MrManikdebnath 3 года назад +1

    Asadharn. Kotodin je gaan ta sunechi hisab nei. Khub bhalo laglo with the original singer and writer. Salute to you boss. From India

  • @abutaleb9064
    @abutaleb9064 5 лет назад +38

    মধু হই হই গানটা এখনো কেও রশিদের মত করে গাইতে পারেনি রাইট....

  • @subashkantibaruanepal5913
    @subashkantibaruanepal5913 5 лет назад

    আমাদের দুই প্রয়াত শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ সহ অনেকেই গানের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি চাটগাঁর মাটি ও মানুষের কথা বিশ্বদরবারে তুলে ধরে চাটগাঁ ভুমিকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে আমাদের আব্দুর রশীদ ভাই 'মধু মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা' গানটি দিয়ে বিশ্বের বাঙ্গালী ভাষাভাষি ও ভিন্ন ভাষাভাষি মানুষের কাছে চাটগাঁবাসীকে অনন্যভাবে পরিচিতি ঘটিয়ে দিয়েছেন।
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ রশীদ ভাইকে। আপনার এ প্রক্রিয়া চলমান থাকুক-এটাই কামনা।
    ধন্যবাদ CPlus TV কেও।

  • @abirr2247
    @abirr2247 5 лет назад +6

    ম্যান্ডলিন বাজানো অসাধারণ ছিলো।♥
    আর গানের লিরিক গুলো যে এত ভালো লাগছে যা বলে বুঝাতে পারবো না।😍

  • @oanekfaisal8161
    @oanekfaisal8161 5 лет назад +19

    কুব ভালো লাখলো।আহা আশল পেম হজনে গরের...waw oasadaron...love ied...💖💖💖👍।

  • @cmp738
    @cmp738 5 лет назад +4

    অসাধারণ গান আজ মন ভরে গেলো, আমরা রশিদ ভাইকে চাই চট্টগ্রামের বিক্ষাত শিল্পী হিসাবে।

  • @bpmilon8778
    @bpmilon8778 4 года назад +10

    বড়, বড় শিল্পীরা এই গানটার ১২ টা বাজিয়েছে, আজ সঠিক আবেগ খুজে পেলাম

  • @alambd7231
    @alambd7231 5 лет назад +76

    দারুন গিটার বাজানো টা,
    সাথে গানটাও দারুণ।

    • @RafiqulIslam-rl1tg
      @RafiqulIslam-rl1tg 5 лет назад

      অামি তাহার জন্য দোওয়া করি

  • @RafikulIslam-kz7vc
    @RafikulIslam-kz7vc 3 года назад +6

    গানের আসল মালিক কে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @haquemo1971
    @haquemo1971 5 лет назад +20

    Thanks a lot to CplusTV for seeking for the root and share with viewers. This is true journalism and really appreciate it.

    • @haquemo1971
      @haquemo1971 5 лет назад

      Could you please plan a program for to 10/20 all time popular chatgaiya songs such as "Koiljar vitor bandi raikhum toyare", "samman wala", "iskul khuilache" etc... plssssssss brother

  • @folktogether4411
    @folktogether4411 4 года назад +3

    C PLUS টিভি চট্রগ্রামের বলিষ্ঠ কন্ঠস্বর !
    সি প্লাস সত্যের সন্ধানের একটি চ্যানেল !
    সি প্লাস ও সন্দীপন দাদাকে ধন্যবাদ।

  • @abanupum8125
    @abanupum8125 3 года назад +5

    খুব সুন্দর আবেগি কন্ঠ, আমাদের দক্ষিণ চট্টগ্রামের অহংকার, ধন্যবাদ সিপ্লাস টিভিকে, উনাকে সবার সামনে তুলে ধরার জন্য 🌷

  • @jamaluddin4564
    @jamaluddin4564 5 лет назад +1

    অসাধারণ একটা চিটাগাংয়ের আঞ্চলিক গান আমার অনেক ফ্যাভারিট গান আমিও চট্রগ্রামের বাসিন্ধা এই রকম অনেক প্রতিভা
    আছে আমাদের গ্রামগঞ্জে তাদেরকে
    জেন তুলে দরা হয় সেই প্রর্ত্যেশায় রইলাম রইলাম

  • @mohammedmorshedkhan7236
    @mohammedmorshedkhan7236 5 лет назад +46

    অসাধারণ গান গাইয়ি, ও র ভিতর দরদ আছে ইয়েন ফুডি উট্টি, এতোল্লায় গান গুন অপূর্ব ভাবে গাইয়ি,ওরে আবার চাই , অপু ভাই অনুরোধ গরির ধন্যবাদ চিপ্লাচ টিভি কে।

  • @aaaaaa-qg5vu
    @aaaaaa-qg5vu 4 года назад +20

    আসলে ভাই ওনাকে আমাদের চট্টগ্রামের Cplus tv চ্যানেলের পক্ষ থেকে মূল্যায়ন করা হোক । ওনার গিটার বাজানো টা খুব দারুণ হয়েছে ।

  • @Afzalhossain-eg9jd
    @Afzalhossain-eg9jd Год назад +3

    এই গানের মেইন শিল্পিকে খুজে পেলাম,ধন্যবাদ

  • @abdulal9391
    @abdulal9391 5 лет назад +19

    অসাধারণ এক গান বদ্দা ☺😍

  • @MdAlomgir-n9q
    @MdAlomgir-n9q 6 месяцев назад +1

    যত শুনি মন জুড়িয়ে যায়, সেন্ট মার্টিনের জনপ্রিয় শিল্পী মোঃ আব্দুর রশিদ মাষ্টার,,, প্রতিবা কাজে লাগানো উচিত,,,

  • @ShohagAhamad
    @ShohagAhamad 3 года назад +6

    রশীদ মাষ্টার সাহেব একজন ভাল মনের মানুষ 🌹🌹🌹🌹ধন্যবাদ আপনাকে আপনার মনে কোন লোভ লালসা নেই আপনাকে দেখে দেখে বাংলাদেশের প্রতিটি শিল্পীর শিখা ধরকার

  • @syedmohammedazad6250
    @syedmohammedazad6250 11 месяцев назад +1

    Mashaallah nice song congratulations thanks so much sir❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shirinakhter1300
    @shirinakhter1300 3 года назад +9

    শিল্পী রসিদ মাষ্টারের গানগুলো বর্তমানের সময়ের সাথে উপযোগী।

  • @imranhossainakash4005
    @imranhossainakash4005 5 лет назад

    মনেরতুন হইজ্জি.. সেরকম গাইয়ে রাশিদ হাকু.... I love it... Cplus tv আপনারা আসলেই একটা জিনিস.... যে cplus tv r make গইজ্জে তে বতদিন বাচুক... তারার কর্মচারিরা ও... Finally heart touching thanks for cplus tv.. অনেরাই চিটাংগের নক্ষত্র..

  • @princerahman1005
    @princerahman1005 5 лет назад +27

    মূল্যায়ন করা হোক,
    আমার গ্রামের শিল্পী রশিদ মাস্টার নানা... ❤❤

    • @mdazizullah6578
      @mdazizullah6578 3 года назад +1

      কোথায় আপনাদের বাড়ি?????

    • @tohinrahman2552
      @tohinrahman2552 2 года назад +1

      @@mdazizullah6578
      Saint-martin ❤️

  • @nurulhakim5381
    @nurulhakim5381 5 лет назад +55

    অনেক ভাল মানের শিল্পী। যথাযথ মূল্যায়নের অভাব।

  • @zinnahctg
    @zinnahctg 5 лет назад +13

    Dorhar ache ai singer lekok r sommanona we proud for him. Hats off rashid master

  • @abiswas7994
    @abiswas7994 5 лет назад +10

    আমি ইন্ডিয়ান;
    Kuwait থেকে;
    গানটি মোটামুটি
    বুঝতে পারলেও--
    অসাধারণ লাগলো;
    I Love You,
    আব্দুর রশিদ bhai,

  • @hirahira4574
    @hirahira4574 4 года назад +4

    We want Abdur Rashid master again this Show... Thanks cplus TV

  • @m.hrehman690
    @m.hrehman690 4 года назад +3

    অসংখ্য ভালবাসা এই মাটির আসল শিল্পিকে। পঞ্চগড় থেকে

  • @appleshahid9768
    @appleshahid9768 5 лет назад +3

    অনেক ভালো লাগল।আব্দুর রশিদ ভাইকে অনেক ধন্যবাদ।আমার যদি সামর্ত থাকত আমি পুরুষ্কিত করতাম।কারণ আমি একজন সাধারণ মানুষ।আব্দুর রশিদ ভাইয়ের প্রতিবা দেখে মুগ্ধ হলাম।শুভ কামনা রইল।

  • @mdjahedulislam3350
    @mdjahedulislam3350 4 года назад +2

    বাজানোটা ছিল অসাধারণ মনে ধরার মতো,শুভকামনা রইলো রশিদ ভাইয়ের জন্য।

  • @CTG_FUA
    @CTG_FUA 5 лет назад +36

    Hi I’m from uae. This man is awesome 👏🏻.... great singer .. great lyrics n talented man. We r proud of him. I can’t believe that he wrote that famous song( modu hoi hoi )... got a great information about this famous song. Thanks c plus ❤️...... Genius man 👨... Salute boss. Please bring him in a concert. Ctg will rock again.....👏🏻👏🏻👏🏻👏🏻

    • @epulepul7082
      @epulepul7082 3 года назад +1

      Y

    • @absarmusa6637
      @absarmusa6637 3 года назад +1

      QQ Qq🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🏁🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇶🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇶🇦🇩🏁🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇶🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

    • @absarmusa6637
      @absarmusa6637 3 года назад +1

      🇦🇩🇦🇶 QQ is a very q person and is q to the fact he has a q2 of

    • @absarmusa6637
      @absarmusa6637 3 года назад

      Q🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇧🇯🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

    • @absarmusa6637
      @absarmusa6637 3 года назад

      @@epulepul7082 qq

  • @prasantasen2491
    @prasantasen2491 3 года назад +1

    আমি তো আপনার চট্টগ্রাম ভাষা বুঝতে অসুবিধা হয় কিন্তু মধু হৈ হৈ বিস খাইয়লা গান শুনতে ভালো লাগে শিলিগুড়ি ভারত থেকে

  • @kamrulahmed4002
    @kamrulahmed4002 5 лет назад +13

    অসাধারণ গায়কি ও অনেক সুন্দর গানে কথা গুলো ভাই আপনাকে অনেক ধন্যবাদ

  • @lamia184
    @lamia184 5 лет назад +46

    ধন্যবাদ জামেস সি প্লাস টিভি কে যেহেতু এরকম একটি বিখ্যাত গানের বিখ্যাত শিল্পী কে তুলে ধরার জন্য

  • @abdullahmonir2752
    @abdullahmonir2752 5 лет назад +2

    অনেক ধন্যবাদ আসল গানের লেখক কে তুলে ধরার জন্য

  • @sajibmoni8121
    @sajibmoni8121 5 лет назад +42

    এই গানটা আমি আরো প্রায় দশ বছর আগেই সন্দীপনের কন্ঠে শুনেছিলাম তখন ততটা প্রপুলার ছিল না ধন্যবাদ সি প্লাস টিভি কে সত্যটা সামনে নিয়ে আসার জন্য

  • @parthabiswas6306
    @parthabiswas6306 4 года назад +1

    মধু কই কই বিষ খাওলা আমরা আজকে জানতে পারলাম আবদুল রশিদ লেখো এই গানটি ধন্যাবাদ কিছু না পালেও জীবনের বড় একটা গান দিলেন

  • @mdbelalchy
    @mdbelalchy 5 лет назад +121

    ধন্যবাদ সি প্লাস টিভি কে আসল শিল্পী কে সবার কাছে তুলে ধরার জন্য এই গানটির মাধ্যমে অনেকে সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু আমরা এতদিন আসল শিল্পীকে কে চিনতাম না আপনাদের মাধ্যমে চিনতে পারলাম ধন্যবাদㅣ

  • @Turky_official
    @Turky_official 3 года назад

    অসাধারণ রশিদ ভাই। আপনার মত শিল্পীর খুবই সংকট। লাভ ইউ ভাই

  • @Osman14467
    @Osman14467 5 лет назад +7

    Wow very nice we love the singer

  • @mohamedjainl7604
    @mohamedjainl7604 5 лет назад +5

    সিপ্লাস টিভি কে অনেক ধন্যবাদ আমাদের চ্রটগ্রামে ভাষা ধরে রাখার জন্ন্য

  • @JahanaraBegum-pm9oq
    @JahanaraBegum-pm9oq Год назад

    সম্মানিত মাষ্টার সাহেব কে অনেক ধন্যবাদ ও শুভকামনা। দোয়া রইল। আরো অনেক ভালো গান আশা করি। অপু ভাইকে ও ধন্যবাদ জানাই এই সাহসী যোদ্ধাদের মুল্যায়ন করার জন্য।

  • @mdabdullahibnaziz1032
    @mdabdullahibnaziz1032 5 лет назад +3

    মন ছুঁয়ে যাওয়া গান। অসাধারণ !

  • @nuruuddin7909
    @nuruuddin7909 5 лет назад +2

    রশিদ বদদার গান খুবসুনদর অইয়ে লগে ধন্যবাদ অপু ভাইয়েরে ওমানততুন আর বাডি সাতকাইননে।

  • @armanhossain1615
    @armanhossain1615 5 лет назад +42

    গানটার আসল আবেগ খুজে পেয়েছি আজকে... স্রষ্টার হহাতেই সবকিছু পূর্ণতা পাই আসলে

  • @Aminulislam-yg5ix
    @Aminulislam-yg5ix 3 года назад +1

    ধন্যবাদ অপু ভাই, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সি- প্লাস টিভিকে।

  • @deshifishbd2203
    @deshifishbd2203 5 лет назад +7

    এই অসাধারণ একটি গান শিল্পী রশিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ

  • @ahmedjamal2434
    @ahmedjamal2434 Год назад

    অনেকদিন পর এক অসাধারণ ব্যক্তির সাক্ষাৎকারও গান শুনলাম। তার লেখা তার গান তার কন্ঠ তার জীবন যাপন কর্ম সংগ্রাম। সবকিছু আমার ভালো লেগেছে আমি অনেক মুগ্ধ হয়েছি। আই স্যালুট হিম। অনেক ধন্যবাদ উপস্থাপক ভাইকে। দোয়া রইল আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সারাটি জীবন। হে আল্লাহ তোমার এই দুনিয়া আমরা সবাই মুসাফির, গোলাম। প্রতিটি মুহূর্ত আপনার সাহায্য কামনা করি। আমাদের জীবনের বিন্দুকনা আপনারই দেওয়া। আপনি আমাদের একমাত্র রব, প্রতিপালক। আল্লাহু আকবার।

  • @jrdreammusic9506
    @jrdreammusic9506 4 года назад +6

    সুন্দর অইয়ে অভাই___💗💗💗