আস সালামু আলাইককুম, ভাই আমার বাবা 1967 সালে 20 শতক জমি কিনেছে, ঐ মালিকের নামে এস এ রেকর্ড ছিল,(এস এ রেকর্ড হিসাবে দলিল হয়) বাবা জমি ক্রয় করার পরে সে আর কোন রেকর্ড করায় নি, আমরা গ্রামে ছিলাম না, যার কাছ থেকে জমি ক্রয় করা হয় তার কাছে জমি চাষ করতে দেওয়া হয়, এখন ঐ মালিক মৃত্যুর পরে তাহার ছেলেদের নামে এস এ রেকর্ড করিয়াছে 14 সালে,তার পরে বি এস করিয়াছে, আমার বাবা মারা যাওয়ার পরে কাগজ পত্র খোজা খুজি করে দেখি জমি কোন রেকর্ড সে করায় নি এখন কি করতে পারি একটু দিক নির্দেশনা দিলে উপকৃত হতাম। 2:44
জনাব, সালাম নিবেন-আরজ এই যে(১)প্রজাবিলি কি?(২)প্রজাবিলি কি এখন ও বলবৎ আছে?( ৩)অনেকে বলে প্রজাবিলি বাতিল হয়েছে আর বাতিল হয়ে থাকলে কবে বাতিল হয়েছে? জানালে উপকৃত হব।
আমার একটি জমি সি,এস মালিক এর ছেলের নামে আর ও আর রেকর্ড হয়। এবং আর ও আর মালিক 1968 সালে আমাদের দলিল দেয়। কিন্তু 1982 সালের বি আর এস রেকর্ড হয় নাই কারো নামেই হয় নাই।জমি আমাদের দখলে আছে এখন করণীয় কি?????????
সি, এস রেকর্ড ২২৯শতাংশ আর ও আর রেকর্ড ২২৯শতাংশ নকশায় ও ২২৯শতাংশ কিন্তু বর্তমানে বি, আর, এস রেকর্ড ২১৬শতাংশ রেকর্ড হয় বাকি ১৩শতাংশ জমির একটি দলিল রেকর্ড হয় নাই কারো নামেই হয় নাই অর্থাৎ এখানে কোন বিবাদী নাই
দলিল আমার বাবার নামে 10সতক আমার ফুফার নামে10সতক কিছু দিন পরে আমার ফুফার থেকে 10সতক জমিও টাকা দিয়ে দলিল করে নিয়ে নেয় তার পর বি আর এস জরিপে আমার বাবার 10সতক রেকর্ড হয় আর আমার ফুফুর নামে 10সতক রেকর্ড করে নেয় পরে আমারা ল্যান্ড সার্ভে মামলা করে এক তরফা ডিগ্রি পাই এখন দুই বছর ধরে মিউটেশন এর জন্য চেষ্টা করতেছি হচ্ছে না মিউটেশন না করলে কোন সমস্যা হবে নি ওরা উছিলা দেখায় একতরফা রায় হয়েছে এটা ওটা মানি ওদের কে মোটা অংকের টাকা দেও এখন এটাকি মিউটেশন করতেই হবে নাকি না করলেও হবে আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন প্লিজ হেল্প
@@LegalServiceBD-I-h9m স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনে যদি একটু হেল্প করতেন এখন কি প্রক্রিয়ায় কোন নিয়মে আমি এই মিউটেশন করতে পারব স্যার আমাদের আর্থিক অবস্থা কতটা ভাল না তাই আমি আপনার একটু পরামর্শ চাই প্লিজ স্যার হেল্প
জমি আমার দখলে রেকর্ড সংশোধন মামলা করতে গেলে কত টাকা খরচ হবে এবং কত দিন সময় লাগবে। একটু ভালো পরামর্শ চাচ্ছি।
সর্বনিম্ন -২ বছর সময় ও খরচ ২০,০০০/- + ১০,০০০/- আনুমানিক।
বি.আর.এস রেকর্ড সংশোধনের তারিখ কি বাড়াবে? যেটার তারিখ ৩১ অক্টোবর শেষ হয়েছে
সম্ভাবনা আছে। দেখুন কি হয়
Rs রেকড জমিন ক্রয় করেছি কিন্তু দুটি রেকড অন্যের নাম S.A. ও B.R.s এখন করনি কি
কোন সমস্যা নেই। সর্বশেষ রেকর্ড আপনার নামে থাকলেই চলবে।
আস সালামু আলাইককুম, ভাই আমার বাবা 1967 সালে 20 শতক জমি কিনেছে, ঐ মালিকের নামে এস এ রেকর্ড ছিল,(এস এ রেকর্ড হিসাবে দলিল হয়) বাবা জমি ক্রয় করার পরে সে আর কোন রেকর্ড করায় নি, আমরা গ্রামে ছিলাম না, যার কাছ থেকে জমি ক্রয় করা হয় তার কাছে জমি চাষ করতে দেওয়া হয়, এখন ঐ মালিক মৃত্যুর পরে তাহার ছেলেদের নামে এস এ রেকর্ড করিয়াছে 14 সালে,তার পরে বি এস করিয়াছে, আমার বাবা মারা যাওয়ার পরে কাগজ পত্র খোজা খুজি করে দেখি জমি কোন রেকর্ড সে করায় নি এখন কি করতে পারি একটু দিক নির্দেশনা দিলে উপকৃত হতাম। 2:44
বিস্তারিত জানতে কল করুন। ধন্যবাদ
জনাব, সালাম নিবেন-আরজ এই যে(১)প্রজাবিলি কি?(২)প্রজাবিলি কি এখন ও বলবৎ আছে?( ৩)অনেকে বলে প্রজাবিলি বাতিল হয়েছে আর বাতিল হয়ে থাকলে কবে বাতিল হয়েছে? জানালে উপকৃত হব।
প্রজাবিলি কি? কোন জমি জমিদার নিজের ব্যবহারের জন্য না রেখে প্রজার নিকট খাজনা প্রদানের শর্তে প্রদান করেন, তখন ঐ জমিকে প্রজাবিলি সম্পত্তি বলা হয়।
জ্বি! বাতিল
স্যার আমি ৫৫বৎর দখলে ২৬বৎর খাজনাদিয়াছি আদালত আমাকে মালিকানা দিবে কি
সব থাকলে দিবে!
আমার একটি জমি সি,এস মালিক এর ছেলের নামে আর ও আর রেকর্ড হয়। এবং আর ও আর মালিক 1968 সালে আমাদের দলিল দেয়। কিন্তু 1982 সালের বি আর এস রেকর্ড হয় নাই কারো নামেই হয় নাই।জমি আমাদের দখলে আছে এখন করণীয় কি?????????
ধন্যবাদ! আপনার প্রশ্নের উত্তর : যে রেকর্ড টি হয়নি তা সংশোধন করে আসেন, সে জন্য দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে হবে এবং ঘোষণা চাইতে হবে। পড়ে নামজারি করবেন।
@@LegalServiceBD-I-h9m শুনলাম এখন নাকি এ,সি ল্যান্ড অফিস থেকে রেকর্ড ঠিক করে দেয়।করণীক ভূল হলে????
সি, এস রেকর্ড ২২৯শতাংশ
আর ও আর রেকর্ড ২২৯শতাংশ
নকশায় ও ২২৯শতাংশ
কিন্তু বর্তমানে বি, আর, এস রেকর্ড ২১৬শতাংশ রেকর্ড হয় বাকি ১৩শতাংশ জমির একটি দলিল রেকর্ড হয় নাই কারো নামেই হয় নাই অর্থাৎ এখানে কোন বিবাদী নাই
জ্বি
রেকর্ড না হলে করতে হবে
দলিল আমার বাবার নামে 10সতক আমার ফুফার নামে10সতক কিছু দিন পরে আমার ফুফার থেকে 10সতক জমিও টাকা দিয়ে দলিল করে নিয়ে নেয় তার পর বি আর এস জরিপে আমার বাবার 10সতক রেকর্ড হয় আর আমার ফুফুর নামে 10সতক রেকর্ড করে নেয় পরে আমারা ল্যান্ড সার্ভে মামলা করে এক তরফা ডিগ্রি পাই এখন দুই বছর ধরে মিউটেশন এর জন্য চেষ্টা করতেছি হচ্ছে না মিউটেশন না করলে কোন সমস্যা হবে নি ওরা উছিলা দেখায় একতরফা রায় হয়েছে এটা ওটা মানি ওদের কে মোটা অংকের টাকা দেও এখন এটাকি মিউটেশন করতেই হবে নাকি না করলেও হবে আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন প্লিজ হেল্প
ধন্যবাদ। অবশ্যই নামজারি করতে হবে।
@@LegalServiceBD-I-h9m স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনে যদি একটু হেল্প করতেন এখন কি প্রক্রিয়ায় কোন নিয়মে আমি এই মিউটেশন করতে পারব স্যার আমাদের আর্থিক অবস্থা কতটা ভাল না তাই আমি আপনার একটু পরামর্শ চাই প্লিজ স্যার হেল্প
আপনার কথায় কোন ক্লিয়ার বুঝতে পারলাম না
ধন্যবাদ! যদি একবারে বুঝতে অসুবিধা হয় তাহলে ২য় বার ভিডিও টি দেখুন। আশাকরি বুঝতে পারবেন।