রেকর্ডে নাম আছে কিন্তু দলিল নাই রেকর্ড কি টিকবে? রেকর্ড।। খতিয়ান।। দলিল।। সহজ আইন।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • প্রিয় দর্শক,
    এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি রেকর্ডে নাম আছে কিন্তু দলিল নাই রেকর্ড কি টিকবে?
    একটি জমি কেনার আগে যদি ক্রেতা জানতে পারে যে, ঐ জমির দলিল সূত্রে মালিক হচ্ছে একজন, আর রেকর্ড সূত্রে মালিক হচ্ছে আরেকজন। সেই ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতার কি উচিত হবে উক্ত জমি ক্রয় করা?- আজকের আর্টিকেল জুড়ে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো।
    প্রথমে জেনে নেই, একটি জমির দুইটি ভিন্ন সূত্রে দুই জন বৈধ মালিক কীভাবে থাকে। একটি জমির একই সময়ে একাধিক মালিক থাকতে পারে, যদি উক্ত জমির জাল দলিল থেকে থাকে। কিন্তু, জাল দলিলের মাধ্যমে যে মালিকানা দাবি করা হয় সেটা সম্পূর্ণ আইনত অবৈধ। এখানে জেনে রাখা ভালো, একটি জমি যদি একই বিক্রেতা কর্তৃক একাধিক বার বিক্রয় করা হয়, তাহলে প্রথম যে দলিলটি সম্পাদিত এবং রেজিস্ট্রিকৃত হবে, সেটি ব্যতীত বাকী সকল দলিল জাল দলিল হিসেবে চিহ্নিত হবে। তাহলে এখানে স্পষ্ট যে, দলিল সূত্রে একই সময়ে কেবলমাত্র একজন বৈধ মালিক থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন, একটি জমির দুই জন বৈধ মালিক কীভাবে থাকে?
    দলিল সূত্রে যেমন জমির মালিক হওয়া যায়, রেকর্ড সূত্রেও জমির মালিক হওয়া যায়। আমরা যে, সিএস, আরএস, বিএস ইত্যাদি রেকর্ডের নাম শুনে থাকি, সেইসব রেকর্ডের মাধ্যমেও জমির মালিক হওয়া যায়। আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম রেকর্ড করা হয়, সিএস রেকর্ড। তখন যাকে যে জমির দখলে পেয়েছে, তাকে সেই জমির দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তখন জমির দখল সত্ত্বের উপর ভিত্তি করে রেকর্ড করায় সিংহভাগ মানুষই রেকর্ড সূত্রে বা খতিয়ান সূত্রে জমির মালিক হয়েছে। তারপর আসলো আরএস রেকর্ড, এরপর বিএস। পরবর্তী রেকর্ডগুলোর সময় জমির দখল সত্ত্বের পাশাপাশি দলিল দস্তাবেজও দেখেছেন সার্ভেয়াররা। তখন, জমির মালিকদেরকে নিজ নিজ নামে খতিয়ান বা কয়েকজনকে একটি খতিয়ানে জমির পরিমাণ, হিস্যা উল্লেখ করে মালিক ঘোষণা করা হয়েছে। এই রেকর্ডের ভিত্তিতেও একজন ব্যক্তি একটি জমির বৈধ মালিক হতে পারেন।
    এবার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি যদি একটি জমির দলিল সূত্রে এবং রেকর্ড সূত্রে মালিক হয়, তাহলে তো কোন সমস্যা নেই; কিন্তু যদি একই জমির একজন মালিক দলিল সূত্রে হয় আর আরেকজন রেকর্ড সূত্রে মালিক হয়, তাহলে জমির প্রকৃত মালিক কে? -এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া গেলেও সেটা বিশাল জটিলতা তৈরি করবে এবং পরিস্থিতি ভেদে উত্তরটি ভুল হয়ে সম্পূর্ণ পাল্টেও যেতে পারে। তাই, সিএস রেকর্ডের মতো খণ্ড খণ্ড করে ভেঙ্গে ভেঙ্গে এগিয়ে যাওয়াই ভালো; বুঝতে সহজ হবে।
    জমির মালিকানা নির্ধারণ করতেই মূলত সরকার নিজ উদ্যোগে নিজ খরচে রেকর্ড করিয়ে থাকে। সরকারি ভাবে যেহেতু এই রেকর্ড কার্য হয়ে থাকে, সেহেতু সরকারি হিসেবে জমির মালিক হচ্ছেন যার নামে জমিটি রেকর্ড করানো আছে। এখন কোন রেকর্ড সূত্রে মালিক যদি তার মালিকানাধীন জমি অন্য কারো কাছে বিক্রি করতে হয়, তখন তাকে সাব- রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে হয় যাতে বিক্রেতা ক্রেতার নিকট জমি হস্তান্তর করে এই বাবদ লিখিত দলিল সম্পাদন করছে এটা পরবর্তীতে অস্বীকার করতে না পারে। তারপর ক্রেতার দায়িত্ব হচ্ছে, সরকারি খাতায় তথা ভূমি অফিসে যেহেতু পূর্বের মালিকের নাম এখনো অন্তর্ভুক্ত রয়েছে, তার নাম বাতিল বা খারিজ করিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করা, যাকে বলে নামজারি। এই যে প্রক্রিয়াটি, এটি নিয়ে সময়ের কোন তামাদি নেই বলে অনেকেই জমি ক্রয় করার পরও জমি নামজারি করায় না, তথা রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে না তথা নিজ নামে খতিয়ান প্রস্তুত করে না বিধায় এই জটিলতা গুলো তৈরি হয়।
    ধরুন, ‘ক’ জমির বিক্রেতা, ‘খ’ জমির ক্রেতা। ‘ক’ দলিল এবং রেকর্ড সূত্রে একটি জমির মালিক। ‘ক’ তার জমিটি বিক্রয় করার ইচ্ছা পোষণ করায় ‘খ’ উক্ত জমি কিন্তু আগ্রহ প্রকাশ করে। তথাপি, ‘খ’ সাব- রেজিস্ট্রি অফিস গিয়ে ‘ক’ এর কাছ থেকে দলিল রেজিস্ট্রির মাধ্যমে উক্ত জমির মালিকানা পেয়ে যায়। এরপর ‘খ’ এর আর কোন খবর নাই, অর্থাৎ নামজারি/ খারিজ করায়নি। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর ‘খ’ যেকোনো প্রয়োজনে ঐ জমিটি আবার বিক্রি করার ইচ্ছে পোষণ করল। এমতাবস্থায় আপনি ঐ জমি ক্রয় করতে গেলেন এবং জমির দলিল এবং রেকর্ড সমূহ তল্লাশি দিয়ে দেখলেন যে, জমির মালিক তো দুইজন। দলিল সূত্রে ‘খ’ আর রেকর্ড সূত্রে ‘ক’। এমতাবস্থায়, আপনি কি জমিটি ক্রয় করবেন?
    কাগজে কোন ঝামেলা থাকলে জমি কিনবেন না, এটা হচ্ছে ফরয। কিন্তু, কখনো কখনো এমন কিছু জমি থাকে যেগুলো একেবারে আপনার জন্য জরুরী। যেমন, আপনার পাশের জমিটি, আপনি চাইবেন বাহির থেকে কেউ একজন এসে ঐ জমিটি কিনে নিক এবং ভবিষ্যতে আপনার সাথে সীমানা নিয়ে ঠেলাঠেলি করুক। আবার, একটা জমি ভবিষ্যতে খুব মূল্য হবে বা আপনার ওয়ারিশ বেশি, তাদের জন্য জমির প্রয়োজন, তখন কিন্তু আমরা ঝামেলা থাকা সত্ত্বেও জমি কিনতে আগ্রহ প্রকাশ করি। অন্যান্য ঝামেলাযুক্ত জমি অতীব প্রয়োজনে কীভাবে কি সচেতনতা মেনে ক্রয় করা যায়, সে বিষয়ে অন্য একদিন আলাপ করবো; আজ শুধু এই জটিলতা নিয়ে আলাপ করবো।
    দলিল সূত্রে ‘খ’ আর রেকর্ড সূত্রে ‘ক’, এমতাবস্থায় যেহেতু ‘খ’ ক্রয় করেছে ‘ক’ এর কাছ থেকে সেহেতু আপনি ‘খ’ কে বলুন, আগে সে নিজের নামে জমিটি খারিজ/ নামজারি করিয়ে নিতে। তাহলে ‘খ’ দলিল এবং রেকর্ড উভয় সূত্রেই মালিক হয়ে যাবে। তখন আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই জমিটি ক্রয় করতে পারবেন। কিন্তু, কখনো কখনো সময় স্বল্পতার কারণে যদি ‘খ’ নিজ নামে খারিজ করাতে না পারে বা ভূমি অফিসেও আলাপ করে ভায়া দলিল দেখিয়ে খারিজ/ নামজারির আবেদন করতে পারেন, তবে সেটা খারিজ/ নামজারি হবে কিনা তা অনিশ্চিত। তাই, কাগজপত্র যাচাই বাছাই করে তারপরই কেবল জমি ক্রয় বা বায়না করা উচিত।
    #খতিয়ান #রেকর্ড #দলিল
    Contact Information
    Phone- 01671-043256
    E-mail- lemon.law14@gmail.com
    Facebook Page- / advocateamirhamza.lemon
    Instagarm- / advocatelemon
    Twitter- / advocatelemon

Комментарии • 404

  • @RubelKhan-mj9ku
    @RubelKhan-mj9ku 5 дней назад

    আসসালামুয়ালাইকুম ভাই আপনার কথা শুনে অনুপ্রাণিত হলাম

  • @moynalislam6630
    @moynalislam6630 7 месяцев назад +1

    wow Very good ha ha ha ha ga ha ha ❤❤❤❤

  • @Ronjanvlog25
    @Ronjanvlog25 11 месяцев назад +3

    আসসালামুয়ালাইকুম ভাই।
    কমেন্টের উত্তর দেয়াতেআপনাকে অসংখ্য ধন্যবাদ।❤❤❤❤

  • @hossain6948
    @hossain6948 9 месяцев назад +3

    অনেক ধন্যবাদ স্যার

  • @md.imdadulislam8436
    @md.imdadulislam8436 9 месяцев назад +1

    অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ

  • @yeasin7734
    @yeasin7734 11 месяцев назад +3

    ভাই আপনার ভিডিও আমি অনেকদিন ধরে দেখি বায়না দলিল কিভাবে রেজিস্ট্রি করতে হয় এ বিষয়ে একটি ভিডিও বানান

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад +1

      চেষ্টা করব

  • @EarningRimon
    @EarningRimon 5 месяцев назад

    খুব সুন্দর উপস্থাপনা ❤❤❤

  • @Sopnerdishari444
    @Sopnerdishari444 8 месяцев назад

    ভাইয়া আমি একটি প্রশ্ন করি আমার এই প্রশ্নটা নিয়ে একটি ভিডিও বানাবেন।
    আগের দিনে মানুষ মুখে মুখে জমিন দিয়েছে।
    দলিল দেয় না এবং রেকর্ডে আছে।
    আগের মালিকে কি সেটা ভোগ করতে পারবে কিনা।
    এখন যে খাইতাছে তার থেকে

  • @basarAhmed-c6r
    @basarAhmed-c6r 10 месяцев назад

    ধন্যবাদ স্যার

  • @ourislam1352
    @ourislam1352 4 месяца назад +1

    স্যার আমরা ওয়ারিশ সূত্রে জমির মালিক কিন্তু সে জমি অন্য মানুষ দখল করে রেখেছে এখন সে সম্পত্তি কিভাবে আমরা দখল করবো এই সম্পত্তির কোন দলিল আমাদের কাছে নেই জানালে খুব উপকৃত হতাম

  • @MdHoque-z8d
    @MdHoque-z8d 7 месяцев назад

    জমির দলিল খারিজ সব ই আছে কিন্তু মাঠ পর্চা নাই এখন এটি রেজিস্ট্রি করা যাবে কিনা বা ক্রয় করা যাবে কিনা ? দয়া করে জানাবেন

  • @PopluBD
    @PopluBD 4 месяца назад +1

    ভাই জমি আছে বাবার নামে, কিন্তু রেকর্ড করা হয়নি বা দলিল নাই বা খতিয়ান নাই আমাদের কাছে, আমরা দখলে আছি তাহলে দলিল বের করতে কোনো সমস্যা হবে কি?

  • @riponweddingcircel2438
    @riponweddingcircel2438 21 день назад +1

    স্যার জমির দলিল ছিলো কিন্তু হারায় গেছে আর এখন ভলিয়ম খাতাতেও খুজে পাওয়া যাচ্ছে নাহ। রেকর্ড হয়েছে আমাদের নামে কিন্তু দলিল পাওয়া যাচ্ছে নাহ। আবার ঐ জমি ৩ বার বেচাকেনা হয়েছে। এখন আমরা যার কাছ থেকে জমিটা কিনেছিলাম উনারা ব্রিটিশ রেকর্ড দেখিয়ে ওয়ারিশ সূত্রে জমি দখল করতে আসতেছে।এখন আমাদের করণীয় কি?

  • @mdshahadat9181
    @mdshahadat9181 8 месяцев назад +1

    আসসালামু আলাইকুম, খতিয়ানে ২ জনের নাম আছে কিন্তু দলিল আছে ১জনের কাছে সে অন্য জনকে দলিল দিচ্ছে না এখন কীভাবে দলিল আমি পেতে পারি দয়া করে জানাবেন

  • @flower-pc1gr
    @flower-pc1gr 8 месяцев назад +1

    please share process for RS record correction and time limit.

  • @mdjehadhassan3053
    @mdjehadhassan3053 8 месяцев назад

    Tnq❤

  • @mdmayhedihassan5159
    @mdmayhedihassan5159 4 месяца назад

    ধন্যবাদ

  • @qatarprobashimosharofmosharof
    @qatarprobashimosharofmosharof 5 месяцев назад

    Kub shundor

  • @SR-oc4kk
    @SR-oc4kk 10 дней назад

    এক ব্যাক্তি জমির মালিক থেকে ১২.৫০ শতাংশ জমি ক্রয় ছিল। সেই সুবাদে রের্কটে ক্রেতার নাম উঠে আসে এখন দেখাগেছে বিক্রার বাবার সম্পত্তি ক্রেতাই বেশী পায়। এই রের্কট কাটানো যাবে কি না

  • @md.rejaulislam2976
    @md.rejaulislam2976 8 месяцев назад +5

    স্যার আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল দয়া করে যদি উত্তরদেন তাহলে খুব উপকৃত হতাম। প্রশ্নটি হলো আমার দাদা একজনের কাছ থেকে জমি কিনছে কিন্তু দলিল রেজিস্ট্রি হয় সম্পাদন দলিল আছে এবং ১৯৪০, ১৯৬২ সালের রেকর্ডে আমার দাদার নাম উল্লেখ করে জমি রয়েছে এবং আমরা ভোগ দখল করে আসছি বর্তমানে জমির মালিকের সন্তানেরা সেটা মানতে চাচ্ছে না এ ক্ষেতে জমির প্রকৃত মালিক কে হতে পারে স্যার দয়া করে উত্তর দিবেন স্যার।

    • @MdName-cc3pn
      @MdName-cc3pn 6 месяцев назад

      A

    • @bappachow4305
      @bappachow4305 5 месяцев назад

      ল্যান্ড বা সিভিল মামলা দেয়া লাগবে

  • @mdmotiarrahman9897
    @mdmotiarrahman9897 11 месяцев назад

    ওয়ারিশ সুএে রেকর্ড ও খতিয়ান আছে কিন্তু দলিল ওজমি আমার কাছে নেই,,ওই জমি আমার চাচার কাছে আছে,,ওই জমি এখন আমরা পাবো কিনা,,এর একটা সহজ সলিউশন দিলে অনেক উপকার হতো স্যার,,,

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад +2

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @mdeasin-hz7yd
    @mdeasin-hz7yd 7 месяцев назад +1

    স্যার ভোলা জিলায় আমার দুইটি মামলা আছে একটি আমি করেছি আরকটি অন্যো একজন করছে তবে তাদের রেকড আছে কিনতু তাদের কোন দলিল নাই এবং আমাদের সিয়েস খতিয়ানের মালিক আমরা তাদের কে আমাদের কেহ দলিল দেয় নায় তারা কি কোন জমি পাবে

  • @shamsulalam-rc7ns
    @shamsulalam-rc7ns 21 день назад

    আমার আর এস আছে, বি এস জরিপে জ জমি কম উঠে, অন্য লোক নতুন করে কিছু জমি নিয়ে রেকর্ড করেছে,ওর এস রেকর্ড নাই।সেই রেকর্ড টি টিকবে?

  • @Landknowledge-z4p
    @Landknowledge-z4p 27 дней назад

    Best video

  • @RAFIQRUBEL
    @RAFIQRUBEL Месяц назад

    স্যার আমার একটা এরকম ঝামেলা আছে আমার বাবার নাম বাটোয়াড়া দলিলে জমির দাগ আছে কিন্তু ভুল ক্রোমে আমার চাচার নামে রেকর্ড হয়ে যায় এখন কি আমার চাচার নামে রেকর্ড কাটতে পারবো?

  • @rokonakond
    @rokonakond 7 месяцев назад

    পারস্পারিক সম্মতিতে দলিল ছাড়া এওয়াজের এর মাধ্যমে বিএস রেকর্ড হলে কি হবে

  • @AbdurRahmanRefrigeration
    @AbdurRahmanRefrigeration 11 месяцев назад

    জমির দলিল মুলে দখলে আছি,নামজারি করা নেই,,নতুন রেকর্ড এর সময় নিজের নামে রেকর্ড করা যাবেকি স্যার

  • @ShamsulHuq-g3y
    @ShamsulHuq-g3y 9 месяцев назад +1

    স্যার আমার দলিল আছে কিন্তু রেকর্ডে অংশ / সমপওি কম উঠছে আমি কি সমপওি পাবো?

    • @ShohozAin
      @ShohozAin  9 месяцев назад

      অবশ্যই পাবেন সংশোধন করুন

  • @masumbillah2308
    @masumbillah2308 5 месяцев назад +3

    স্যার জমির মালিক জমি বিক্রি করে মাত্র ৬ করা জমি রেখে যায়, কিন্তু এর কোন দলিল নাই।তার ওয়ারিশ আছে। এখন এই ৬ করা জমি তার ভাইয়ের ছেলেরা নিজেদের নামে রেকর্ড করে নেয় গোপনে। এখন কি করা যায়??? প্লিজ জানাবেন। আপনার ফোন নাম্বার কিংবা ঠিকানা দিন আমি দেখা করব প্লিজ।

  • @SirajulIslam-mn8pw
    @SirajulIslam-mn8pw 6 месяцев назад

    একটু দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা দিয়েন স্যার

  • @MomotaKhatun-se9xv
    @MomotaKhatun-se9xv 7 месяцев назад

    Assalamualaikum sir
    আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো। যোগাযোগ করা খুব জরুরী।

  • @mdjoynals.k5830
    @mdjoynals.k5830 7 месяцев назад

    আমার ইস্টাপ দলিল আছে কিন্তু সুধু ম্যাজেটর এর সই নাই এখন আমি কি বি ডি এস এ নাম ওঠাতে পারবো। দয়া করে জানাবেন

  • @mdmasud-d1z3f
    @mdmasud-d1z3f 10 месяцев назад

    স্যার সি এস রেকর্ড থেকে শুরু করে এস এ রেকর্ড এবং আর এস রেকর্ড একজনের নামে । এখন আমার প্রশ্ন হলো শুধু মাএ আর এস রেকর্ড খতিয়ান দিয়ে কি সি এস খতিয়ান তোলা যাবে ।

  • @productvoice
    @productvoice 6 месяцев назад

    আস-সালামু আলাইকুম স্যার,
    আমার একটি প্রশ্ন আছে, আর এস রেকর্ড এ নাম আছে। কিন্তু কোন দলিল পত্র নেই, দখল ও নেই। এটা আমার নানীর জমি, নানী মারা গেছে 1971 সালে। এখন এই জমির কি কি কাগজপত্র লাগবে এবং কাগজ পত্র কোথায় গেলে পাওয়া যাবে।

  • @alomgerphoto405
    @alomgerphoto405 28 дней назад

    আচ্ছালামুয়ালাইকুম, স্যার আমার দাদা ১৯৫২ সালে জমি সাব কবলা করেন।কিন্তু জমির রেকর্ড হয়নি কে বা কারা ভোগ করেছে এখন জমিটি কিভাবে পাবো। জানালে উপকৃত হবো

    • @ShohozAin
      @ShohozAin  28 дней назад

      ডকুমেন্টস না দেখে মতামত দেওয়া যাবে না

  • @MdanwarHossain-d9y
    @MdanwarHossain-d9y 6 месяцев назад

    স্যার শুধু আর এস দিয়ে কি জমি পাওয়া যায়

  • @bappachow4305
    @bappachow4305 5 месяцев назад

    আমাক দয়া করে একটা বিষয় জানিয়ে দিবেন,,, আমার সি এস আর এস এ খতিয়ান আছে কিন্তু আর এস অন্য কারও নামে হয়েছে সেখানে আমার করনিও কি??

    • @ShohozAin
      @ShohozAin  5 месяцев назад

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @Shahinur-y6i
    @Shahinur-y6i 7 месяцев назад

    আসসালামুয়ালাইকুম স্যার
    আমি এক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করতে চাচ্ছি ,সেটা তার পৈতৃক সম্পত্তি কিন্তু তার কাছে বিএস রেকর্ড ছাড়া কিছুই নাই । এখন আমি এই জমি ক্রয় করতে পারব কি?? কোন অসুবিধা হবে কি??

    • @ShohozAin
      @ShohozAin  7 месяцев назад

      অবশ্যই মালিকানা সকল ডকুমেন্টস দেখে জমি কেনা উচিত

  • @MDMannan-gr5uc
    @MDMannan-gr5uc 11 месяцев назад

    অনেক ধন্যবাদ

  • @oliarmolla-j8g
    @oliarmolla-j8g 11 месяцев назад

    দলিল হয়েছে ৬ মাষ আগে আমি নুটিষ পেয়েছি।আমি পিয়নসন করতে পারব কতদিন পরজন্ত।একটু জানাবেন।

  • @aireenmizan6610
    @aireenmizan6610 11 месяцев назад +1

    আসসালামু আলাইকুম। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় জমি কেনার জন্য টাকা পাঠিয়েছিল, সে টাকা দিয়ে আমার শ্বশুর ওনার নামে জমি কিনে নিয়েছে। 😢( জমিগুলো এখনো নাম জারি হয় নাই ) আমরা এখন কি করলে আমার স্বামীর নামে জমিগুলো ফেরত পেতে পারি ? দয়া করে আমাদেরকে জানাবেন, আপনার কাছে অনুরোধ রইলো। এ ব্যাপারে আপনি আমাদেরকে পরামর্শ দেন। আমরা দেশের বাইরে থাকি। এ বিষয় নিয়ে ভিডিও বানালে, যারা বিদেশে থাকে ওনারা অনেকে উপকৃত হবে।

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад +1

      আপনার শশুরের কাছ থেকে আবার লিখে নেন

    • @aireenmizan6610
      @aireenmizan6610 11 месяцев назад +1

      শশুর থেকে লিখে নেওয়ার আগে কি নামজারি করে নিতে হবে নাকি ডাইরেক্ট লিখে নেওয়া যাবে। (জমিগুলোর আগে নামজারি করা হয় নাই।) স্যার আমাদেরকে একটু পরামর্শ দেন।

  • @ArifulIslam5773
    @ArifulIslam5773 11 месяцев назад +1

    আসসালামুয়ালাইকুম, আমার দাদা জন্মের আগে আমার দাদার পিতা মৃত্য বরণ করে। অথাৎ আমার দাদার বাবা মৃত্যুর সময় আমার দাদা গর্ভে ছিল। পরবর্তীতে আমার দাদা নানীর বাড়িতে বড় হতে থাকে। সেক্ষেত্রে কি আমার দাদা তার পিতা/দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হবে।এই বিষয়টি নিয়ে একটি ভিডিও দেন।
    আমার দাদার বর্তমান বয়স ১০০ বছর।

  • @shaienrak5884
    @shaienrak5884 8 месяцев назад +1

    অনেক অনেক ভালো লাগলো

  • @msttamanna5953
    @msttamanna5953 11 месяцев назад +1

    Thanks

  • @bappidas142
    @bappidas142 4 месяца назад

    স্যার আমার একটা প্রশ্ন বাবা নামে রেকর্ড আছে কিন্তু ছেলে নামে রেকর্ড নাই দলিল নাই দখল ও নাই কিন্তু তারা আবার অন্য ডিস্ট্রিক্ট থাকে,,,এখন তারা যদি দাবি করে তারা কি পাবে,,অন্য মানুষ দখলে,,,,এটা নিয়ে কেস হয়েছে,,,এখন জমি মালিক কে হবে,,,প্লিজ জানাবেন,,,,আর আপনার অনেক ভিডিও দেখেছি।

  • @MusharofHosen-ny3gc
    @MusharofHosen-ny3gc 11 месяцев назад

    3rt comment

  • @srsohagtv1586
    @srsohagtv1586 11 месяцев назад

    ধন্যবাদ,,,

  • @MDaminulmia-s6s
    @MDaminulmia-s6s 8 месяцев назад

    আমার বাবা জমি কিনছে দলিল আছে আবার রেকটও আছে কিন্তু অনলাইনে এস এ পায়নি কি করতে জানাবেন ভাই প্লিজ

  • @pharmapractice
    @pharmapractice 6 месяцев назад

    কাটবো কি করে এই রেকর্ড। আর যার নামে রেকর্ড হইসে তার দলিল আছে নাহ কি জানবো কি করে ? দোয়া করে জানাবেন।

  • @Mr.FactInfo
    @Mr.FactInfo 9 месяцев назад

    স্যার আমি আপনার একজন নিয়মিত ভিউয়ার্স। আমার প্রশ্ন হলো- স্যার আমার নানার কোনো ছেলে নাই, তাই আমরা আমার নানার জমি ভোগ করি, কিন্তু আমার নানার একটা জমি তার ভাইয়ের ছেলেরা রেকর্ড করে ভোগ করে, জিজ্ঞেস করলে বলে চাচা আমাদের খুশি হয়ে এই জমি দিয়ে গেছে। অথচ তাদের সাথে আমাদের কোনো চলমিল নেই, তারা অনেক দিক দিয়ে আমাদের নির্যাতন করেছে, এখন আমার নানার এই জমি কি আমরা ফেরত পাবো? বা পেতে হলে আমাদের কি কি করতে হবে? দয়া করে জানাবেন

    • @ShohozAin
      @ShohozAin  9 месяцев назад

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

    • @snsumonahmed220
      @snsumonahmed220 9 месяцев назад

      আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। স্যার আমার একটা প্রশ্ন ঃ- আমার একটি জমি ক্রয় করেছি।জমির আর,এস,খতিয়ান ও দলিল সব ঠিক আছে। কিন্তু জমি অন্যজনের দখলে। তাদের বক্তব্য হলো এম,আর,আর নাকি তাদের নামে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি জমি দখল নিতে পারব

  • @hassinfuhad4575
    @hassinfuhad4575 11 месяцев назад +1

    দলিল আছে এবং এস এ খতিয়ান আছে আমাদের। কিন্তু ডিপি খতিয়ান এবং মাঠ পঁচা অন্যর নামে । তাহলে কি দলিল এবং এস এ খতিয়ান টিকবে কি না আমমাদের জানাবেন স্যার

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      ডকুমেন্টস না দেখেই বিষয় মতামত দেওয়া যাবে না

  • @asrafrajib2225
    @asrafrajib2225 10 месяцев назад

    ধন্যবাদ স্যার। আমার বাবা মারা গেছে মাও মারা গেছে। কিন্তু জমির খতিয়ানে আমার বাবার নাম আছে। কিন্তু আমার কাছে জলিল নাই।অরিসনামা সাটিফিকেট আছে।জমি দখলে নাই।এখন আমি কি করব জলিল পাওয়ার জন্য

  • @borsha.skincare
    @borsha.skincare Месяц назад

    Viya apnar sathe amar kichu kotha chilo khub dorkar but kew to call y rcv kore na

  • @mr_h_gamer_30k
    @mr_h_gamer_30k 3 месяца назад

    স্যার আমার দাদার ৬ শতক জমি আছে এখান থেকে আমার দাদা ৩ শতক বিক্রি করে দেয় এখন বাকি ৩ শতক জমি আমার দাদা কে দিচ্ছে না এখন অনেক দিন পরে আমারা দেখতে পাই রেকর্ড আমার দাদার নামে নাই এখন কি আমরা রেকর্ড সংশোধন করতে পারবো

  • @FarukAhmed-v6x
    @FarukAhmed-v6x 11 месяцев назад +2

    ভাই আমার ৮৪ ডিসিম কেনা জায়গা আমার দাদার নামে দলিল করা আছে,জমি কেনার পরে আর এস রেকর্ড হয় সে রেকর্ডে জারা জমি বিক্রি করছে তাদের ছেলের নাম আছে আমার দাদার নামো আছে রেকর্ড অনুজাই জমি হয় ৪৪ ডিসিম,জমি কেনার পর থেকেই জমি আমরা ৮৪ ডিসিম জায়গা ভোগ করে আসছি,এখন আমাদের জমি কি রেকর্ড অনুজাই টিকবে নাকি দলিল অনুযায়ী টিকবে??

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад +1

      ডকুমেন্টস না দেখেই মতামত দেওয়া যাবে না আপনি আপনার এলাকার একজন আইনজীবীর সাথে কথা বলুন

    • @Alamgirhossainvlog654
      @Alamgirhossainvlog654 11 месяцев назад

      দলিল অনুযায়ী

  • @mdrajiur4437
    @mdrajiur4437 29 дней назад

    স্যার আমার দাদার নামে এস এ খতিয়ান আসে কিন্তু দলিল নাই জমি কি আমরা পাবো

  • @HumayunKobir-y9m
    @HumayunKobir-y9m 7 месяцев назад

    আমার দাদারা দুই ভাই ছিল জমি কিনচ্ছে কিন্তু্ু একজনের নামে দলিল কিন্তু্ু সমান সমান বন্টন দিয়েছে মাঠ রেকর্ড হয়েছে সমান সমান দখলে আছি ৮০ বছর ধরে এখন জমির দাবি ধার কত খানি দয়া করে উওর টা দিবেন

  • @HanifChowdhury-u4j
    @HanifChowdhury-u4j 11 месяцев назад

    Many thanks

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      You are welcome

  • @abirkhan4314
    @abirkhan4314 24 дня назад

    স্যার আমার বাবা চাচা তারা ৯ ভাইয়ের নামে রেকর্ড আছে বি এস খতিয়ানে কিন্তু কোনো দলিল ছিলো না ।পরে আমার বাবা এসে খতিয়ানের মালিকের কাছ থেকে জমি ক্রয় করে দলিল করে আমার বাবার নামে এখন আমার চাচাদেরও নামে রেকর্ড রয়ে গেছে আমার বাবারও নাম আছে রেকর্ডে এখন কথা হচ্চে আমার চাচাদের নামের রেকর্ড কি বাতিল করা যাবে

  • @mdrafiqulislamtalukder1037
    @mdrafiqulislamtalukder1037 11 месяцев назад

    আসসালামুয়ালাইকুম
    জনাব
    কোর্ট অফ ওয়ার্ডস এর জমি ক্রয় করা যাবে?
    সি এস থেকে বর্তমান সময় পর্যন্ত চেন অফ টাইটেল ঠিক আছে কিন্তু সি এস রেকর্ডে জমিদারের মালিকানার নিচে লেখা আছে কোর্ট অফ ওয়ার্ডস। খাজনা খারিজ আপডেট আছে।
    এরকম জমি ক্রয় করা যাবে কি না পরামর্শ দিলে উপকৃত হব।

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      কোড অফ ওয়ার্ডস থেকে ওরা সম্পত্তি পেয়েছে কিভাবে সেটি দেখতে হবে

  • @mdabulkhair2454
    @mdabulkhair2454 7 месяцев назад

    ভাই আমার দাদার সম্মপতি আমরা পিত্র সূত্রে মালিক কিন্তু আমাদের কোন দলিল নেই আমাদের জায়গা অন্যের খতিয়ানে উঠে গেছে এই ক্ষেত্রে কি করা যায় ভাই

  • @SR-oc4kk
    @SR-oc4kk 10 дней назад

    বাবার সম্পত্তি তার চেয়েও বেশী পায় ক্রেতা এই রের্কট

  • @সময়েরপথচলা-ঝ৮জ
    @সময়েরপথচলা-ঝ৮জ 9 месяцев назад

    স্যার আমি 2015 সালের জমি কিনে 2018 সালে নামজারি করি কিন্তু তামিল করি নাই। এখন তামিল করতে গেলে আমাকে নতুন করে নামজারি করতে বলছে ।এটার কারণ কি? আমার কাছে সকল কাগজের মুল কপি আছে। তবে কেন পুনরায় নামজারি করতে হবে? দয়া করে জানাবেন।

    • @ShohozAin
      @ShohozAin  9 месяцев назад

      তামিল বলতে কি বুঝাচ্ছেন আপনি একটু স্পষ্ট করে লিখুন

  • @kalio5756
    @kalio5756 11 месяцев назад

    দাদু নামে ভূমি অফিসে রেকর্ড আছে। কিন্তু আমাদের দলিল নেই। জমি ও অন্যের দখলে এখন আমরা কি জমি পাবো?

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      ডকুমেন্টস না দেখেই মতামত দেওয়া যাবে না

  • @RaselMiya-f9c
    @RaselMiya-f9c 6 месяцев назад

    Vai jodi thaka ta hola

  • @MDSajuddinahmed
    @MDSajuddinahmed Месяц назад

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন সার আমার একটা প্রশ্ন আমার পুর্ব পুরুষ রেকর্ডের মালিক অন্ন জনে বর্তমান রেকর্ড করছে আমি পুরান রেকর্ডের মালিক এটা এখন কিভাবে পিরত পাব

    • @ShohozAin
      @ShohozAin  Месяц назад

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @Jr.White444jr
    @Jr.White444jr 11 месяцев назад

    ভাই জমির মালিকের নাম দিয়ে তার নামে মোট কয়টি দাগ আছে সেটা বাহির করতে পারবেন ।

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      তল্লাশি দিয়ে দেখলে পাওয়া যায় তবে সব সময় পাওয়া যায় না

  • @suraisuria4146
    @suraisuria4146 4 месяца назад

    আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের জমি আমার চাচা বিক্রি করে দিছে তার সাথে মেন দলিল টাও দিয়ে দিছে তারা এখন মেন দলিল আমাদের কে দেয় না এখন কি করবো আমার আব্বুর জমি আছে দাদিপুপুর সবার জমি আছে শুদু আমার তিন চাচার জমি বিক্রি করেছে এখন তারা আমাদের কে জমি পেরত দেয় না আর ঘর ও করতে দেয় না আমরা অন্যের ঘড়ে থাকি আমি জদি আপনি সঠিক উত্তর দিতেন তাহলে খুব ভালো হতো

  • @ruhulkhan5896
    @ruhulkhan5896 8 месяцев назад +4

    জমি নিলামে নিয়ে রেকর্ড করেছে কিন্তু দলিল দেখাতে পারে না সেই রেকর্ড কি টিকবে না দয়া করে জানাবেন প্লিজ।

  • @Mizan-v6q
    @Mizan-v6q 11 месяцев назад

    স্যার, প্রতি কত বছর পর পর জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়?

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      দীর্ঘ 20 বছর 30 বছর পর পর

  • @ZummanMunsi
    @ZummanMunsi 9 месяцев назад

    Amar akta jomi Amar purbopurush ayoz bodol Kore vog korse akhon oi jomir rekod Amar name ase but dolil nei ei khetre ki koronio aktu sajest korle Khushi hotam

    • @ShohozAin
      @ShohozAin  9 месяцев назад

      প্রশ্নটি বাংলা অথবা ইংলিশে লিখুন

  • @NaimIslam-t6e
    @NaimIslam-t6e 8 месяцев назад

    Apnar satay jagaja kartay cai ami saudi arob thake amar jamir samosa

  • @SALIMREZASundor
    @SALIMREZASundor 5 месяцев назад

    স্যার আসসালামু আলাইকুম, বিষয়টা হচ্ছে আমার দাদা বেঁচে থাকাকালীন অবস্থায় আমাদের তিন ভাই বোনের নামে ১৬ শতাক জমি রেকর্ড করে দেয় পরবর্তীতে আবার ১৬ শতক জমি আমার বাবার নামে দলিল করিয়ে দেয় বাবা পরবর্তীতেও অন্যত্র ১৬ শতক জমি বিক্রয় করে দেয় অনেকদিন পরে জানতে পারলাম জমির ক্রেতা নাম কর্তন বা জমা খারিজ করতে পারে নাই এখন কি করনীয়৷?

    • @ShohozAin
      @ShohozAin  5 месяцев назад

      ডকুমেন্ট না দেখে বিশ্বের মতামত দেওয়া যাবে না আপনি আপনার এলাকার একজন আইনজীবীর সাথে কথা বলুন

  • @ManikSorder-h7b
    @ManikSorder-h7b Месяц назад

    স্যার আমার 17 শতাংশ জমি আমার নামে এবং জমির দলিল আমার নামে এই জমি 50 বছর যাবত বুক দখল করিতেছি কিছুদিন যাবত আমার চাচাতো ভাই ওই জমির 8 শতাংশ দাবি করে এবং 8 শতাংশ খারিজ করে খারিজ খতিয়ান বাহির করে এবং জমে দাবি করে এ বিষয়ে স্যার আপনার সহযোগিতা চাই

  • @MdMonir-ub1db
    @MdMonir-ub1db 8 месяцев назад +1

    আমার দাদার নামে ৫ সতাংশ জমি আছে। এখর ১৯৪৪ সালে আমার দাদা ৩ সতাংশ জমি বিক্রি করছে। কিন্তু আমরা জানি না। আবার আমার দাদার নামে ৫ সতাংশ জমি এছে ও আরএস দুই টাতেই ৫ সতাংশ জমি আছে। এখন কি আমারা জমি চলে জাবে নাকি আমার দাদার জমি থাকবে

  • @lakshmanbardhan8457
    @lakshmanbardhan8457 11 месяцев назад

    ভারতের ভূমি আইন

  • @JamilKhan-hv1bb
    @JamilKhan-hv1bb 2 месяца назад

    ১৩/০৮/২০২৪
    সময় সন্ধ্যা ৬ টা
    সি এস পেটি খতিয়ান পর্চায়
    জমিদার ঘরে লিখা আছে
    নবাব ছলিমউল্যা
    কোর্ট অব এওয়ার্ড
    এই জমিতে কি সরকারের কোন সার্থ আছে
    দয়া করে জানাবেন

  • @nimulhasan6146
    @nimulhasan6146 5 месяцев назад

    সার দলিল আমার কিন্তু আরেক জনের নামে ২ টা রেকড চলছে তাহলে জমি কে পাবে প্লিজ জানাবেন

  • @mdabubokorsiddik5288
    @mdabubokorsiddik5288 5 месяцев назад

    দলিল আছে এবং দখল আছে কিন্তু রেকর্ড নেই আর মামলা দু বছর জাবত চলমান এখন জমি পাব কি না....? দয়া করে জানাবেন

  • @sharifulislamrony0
    @sharifulislamrony0 11 месяцев назад +1

    শুধু BRS খতিয়ান আছে/রেকর্ড আছে। বাকি কাগজ গুলা কিভাবে বের করব স্যার??

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад +2

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @MdJahanggiralom-f9w
    @MdJahanggiralom-f9w 8 месяцев назад

    ❤❤❤

  • @mdbelalpatoary7232
    @mdbelalpatoary7232 11 месяцев назад

    আসসালামুআলাইকুম কেমন আছেন,আমার একটা প্রশ্ন, আমার বাবা প্রায় ৪০বছর আগে একজনের কাছ থেকে জমি কিনেছিলো, পাঁচ জন সদস্যের মদ্ধে তিন জন রেজিট্রি করে দিয়েছিলো,আর দুই জন নাবাল্লক ছিলো ওই দুই জন রেজিস্ট্রি করে দিতে পারে নাই । সেই জমি আমার বাবার নামে রেকর্ড হইছে,সেই নালক এখন মুরব্বি হয়ে গেছে,গত চার/পাচ বছর আগে একবার এসেছিলো, এবিষয়ে কোন কথা বলেনাই।আমার বাবা মারা গেছে২৫ বছর আগে।এখন কোন সমস্যা হবে কি?

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      জি ভাই সমস্যা হতে পারে

  • @golamsaklain2248
    @golamsaklain2248 3 месяца назад

    সহজ সরলভাবে এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা করলে ভালো হয়। পুরো আলোচনা জমাজমির কাগজ পত্রের জটিল মনে হলো...

    • @ShohozAin
      @ShohozAin  3 месяца назад

      ধন্যবাদ

  • @juwelmondol8403
    @juwelmondol8403 11 месяцев назад

    আচ্ছালামু আলাইকুম
    কোন ব্যক্তি যদি অন্য কোন জেলায়, বা উপজেলায় জমি ক্রয় করেন,
    পরে উক্ত জমি কি অন্য কোন জেলায় বা অন্য উপজেলায় বিক্রয় করতে বা রেজি: করতে পারবে,,,,,???

  • @hassinfuhad4575
    @hassinfuhad4575 11 месяцев назад

    স্যার আমাদের জেলা গাইবান্ধা। আমাদের এস এ খতিয়ান আছে। কিন্তু আমাদের আর এস খতিয়ান বের করতে হবেব।কিন্তু আমাদের আর এস খতিয়ান নম্বর নেই দাগ নম্বর নেই এখন কি ভাবে আর এস খতিয়ান বের করতে পারব স্যার জানাবেন।

  • @mousumiakter8760
    @mousumiakter8760 11 месяцев назад

    আমাদের দলিল আছে কিন্তু দখল যারা আছে তাদের নামে রেকর্ড কি করা যায় জানাবেন প্লিজ মালিক ছিল অন্য মানুষ আমি এখন কি করলে রেকর্ড নাম থাকবে এবং Rs Bs কাগজ গুলো পাওয়া যায় জানাবেন প্লিজএবং জমিতে কোস চলছে জমি কি বিঞয় করা যাবে জানাবেন

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      আপনি তো অনেক প্রশ্ন একসঙ্গে করেছেন আপনি সম্ভব বলে আমার চেম্বারে আসুন
      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @SumiAkterনিশাদ
    @SumiAkterনিশাদ 8 месяцев назад +1

    জমিটা আমার কাকার কাছে থেকে নেয়া হয়েছে এিশ বছর কিন্তু রেকট করা হয়েছে৷ কিন্তু আমার বাবা বিদেশথাকার কারনে দলিল করা হয়নাই বতমানে কাকা মারা গেছে তার ওয়ারিশেরা তারা বলে জমি আর দিবেনা জমিটা কিনার পরে ঐ সময় রেকট করা হয়েছে

    • @SumiAkterনিশাদ
      @SumiAkterনিশাদ 8 месяцев назад

      জমিটা আমার দাদা জমি আমি নোয়াখালী বলেছি

    • @ShohozAin
      @ShohozAin  8 месяцев назад

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @mosarofhossain6049
    @mosarofhossain6049 8 месяцев назад

    স্যার আসসালামু আলাইকুম আমার বাড়ি চট্টগ্রাম, মিরসরাই আমার বাবা বাড়ি করেছে ২৫ বচর এর আগে এজমিটা আমাদের দখলে আরও ৩০ বচর। এ জমি আমার দাদির নামে নিলাম আরছে। দলিল এবং RS খতিয়ান আমার দাদির নামে। জমি হচ্ছে ১১ শতক। আবার BS, রেকোড়ে আমার দাদির নামে ৫ শতক আমার আরেক দাদির নামে ৬ শতক।এখন আপনার কাছে আমার জানতে হবে আমার আরেক দাদির নামে ৬ শতক BS রেকর্ড ওনার নামে ৬ শতকের কোন দলিল নাই তাহলে এই ৬ শতকে জমির মালিক কে হবে। এখন এই ৬ শতক জমি রেকডের জন্য মামলা করলে কি সংশোধন হবে। কি করতে হবে আমাতে একটু বলেন।

  • @S.M.khalidujjamanSurjo
    @S.M.khalidujjamanSurjo 7 месяцев назад

    স্যার
    একটা জমির ৪ জন ওয়ারিশ। কিন্তু ১ জন ওয়ারিশ বাকি ৩ জন ওয়ারিশদের সাথে official বাটোয়ারা না করে উক্ত জমির Better area তার ১ বছর বাচ্চার নামে দলিল করে দিছে এবং নামজারি করে করেছেন। এখন আবার উক্ত জমি বিক্রি করার চেষ্টা করছেন। কি করনিও আমাদের।

    • @ShohozAin
      @ShohozAin  7 месяцев назад

      বন্টন মামলা করে ইনজাকশন নেন

  • @Hafizurrahman-uq3xl
    @Hafizurrahman-uq3xl 11 месяцев назад

    আমার নামে দান দলিল পত্র আছে কিন্তু রেকর্ড করা হয় নাই, এখন কি ঐ দলিলে কোন কাজ হবে।আমি কি ঐ জমির মালিক হতে পরবো?

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      দখলে কি আছে, এক্ষেত্রে আপনাকে এতো রেকর্ড সংশোধন মামলা করতে হবে

  • @LizaTasin-cn3em
    @LizaTasin-cn3em 5 месяцев назад

    আসসালামু আলায়কুম স্যার আমি আপনার কাছে একটা কথা জানতে চাই আমার কাছে 62 খতিয়ান আছে কিন্তু এই জায়গা আমাদের দোখলে নেই অন্যজনেরা খাচ্ছে তাদের কাছে 20সালের দলিল আছে আপনার কাছে জানতে চাই আমরা কি কোনো স্টেটমেন্ট নিতে পারি আমার দাদার নামে এই খতিয়ান আছে কিন্তু এই জায়গা আমার দাদার ভাইয়ের ছেলেরা দোখল করে খাচ্ছে

  • @omorahmed8887
    @omorahmed8887 11 месяцев назад

    রক্তের সম্পর্ক না থাকলে .. তাকে কি হেবা করা যাবে ? যেমন .. ধরেন ২ ভাই.. বড় ভাই ও ছোট ভাই .. তাদের কোন সন্তান নেই .. কিন্তু বড় ভাইয়ের একটি পালক সন্তান আছে .. এখন ছোট ভাইয়ের বউ কি ওই পালক সন্তান কে তার কোন জমি হেবা করে দিতে পারবে ?? বিষয়টা একটু জানালে খুবই উপকৃত হতাম

  • @Yeasinx20
    @Yeasinx20 8 месяцев назад

    স্যার ২৪ সালের আইননুসারে জমির দলিল আমাদের খতিয়ান অন্যজনের নামে জমি টিকবে কিনা জানাবেন প্লিজ

    • @ShohozAin
      @ShohozAin  8 месяцев назад

      সকল কাগজপত্র না দেখে এই বিষয়ে মতামত দেওয়া যাবে না

  • @shifad12
    @shifad12 11 месяцев назад

    স্যার দখলে জমিন আছে দলিল আছে রেকডে নাই । জমিনটা টিকবে কিনা । আর একটা ওয়াজ বদর জমি টিকবে কিনা । প্লিজ উত্তরটা দেন স্যার 😢

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад +1

      ডকুমেন্টস না দেখে এই বিষয়ে মতামত দেওয়া যাবে না

    • @shifad12
      @shifad12 11 месяцев назад

      @@ShohozAin স্যার আপনার সাথে এটু ফোনে কথা বলা যাবে কি ... //🥹

  • @kawsarahmed5631
    @kawsarahmed5631 Месяц назад

    খতিয়ানে বাপ দাদার নাম আছে কিন্তু বর্তমানে জমি অন্য লোকেরা দখল করে খাচ্ছে। আমি এখন কি আমার নামে জমির দলিল করতে পারব।

  • @BelalHosen-vx9yy
    @BelalHosen-vx9yy 5 месяцев назад

    Vai,Jodi RS kotiane nam take,sa kotiane nilam hoy.kinto nilam porsa nai tahole koronio ki?

  • @m.a.shuvaart6797
    @m.a.shuvaart6797 11 месяцев назад

    আসসালামু আলাইকুম আমার বাবার সমপতি কিন্তু দলিল অনেক দিন আগে পুরে গিয়েছে আমরাকি খারিজ করিতে পারব?

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      সার্টিফেট কপি তুলে খারিজের জন্য আবেদন করুন

  • @aminKhan-zt9tq
    @aminKhan-zt9tq 11 месяцев назад

    ধন্যবাদ বস,
    আস্সালামু আলাইকুম,
    আমার পিতা সিএস, এস এ দেখে একখন্ড জমি১৯৭৬সালে ক্রয় করে (তখন আরএস হয়ে গেছে)অদ্যাবধি বসবাস করছে, পরবর্তীকালে দেখা গেল (২০২১সালে) রেকর্ডটি আমাদের পুর্ববর্তী জমিদারের নামে না হয়ে অন্য জনের নামে।আামদের দলিল, খাজনা খারিজ, দখল সব আছে। রেকর্ড সংসোধনী মামলা আাদালতে চলমান, রেকর্ডটি কি সংসোধন হবে? দয়াকরে জানালে উপকৃত হবো।
    আমিন খান

    • @ShohozAin
      @ShohozAin  11 месяцев назад

      সবকিছু ঠিক থাকলে তো হওয়ার কথা ভাইয়া

    • @aminKhan-zt9tq
      @aminKhan-zt9tq 11 месяцев назад

      @@ShohozAin ধন্যবাদ ভাই।

  • @BdArifHossain
    @BdArifHossain 10 месяцев назад

    Record name & dolil name dose not match , when make heba dolil which name will be followed? plz advice

  • @arohishikdar-gh2vr
    @arohishikdar-gh2vr 8 месяцев назад +1

    রেকর্ডের জোর করে খাচ্ছে কিছু করা যাবে আমাদের হাতে দলিল আছে রেকর্ডে তাদের নামে তাদের কোন দলিল নেই জোর করে রেকর্ডে খাচ্ছি দীর্ঘদিন আমরা অসহায় তারা উকিল উকিল এ কারণে জমির জোর করে খাচ্ছে আর আমাদের দলিল থাকা শর্তে হ খাইতে পারতেছি না জমির দফল দিতে পারছি না 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏আমাদেরকে সাহায্য করুন

    • @ShohozAin
      @ShohozAin  8 месяцев назад

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।