Hotath Dekha (হঠাৎ দেখা) - Bangla Natok বাংলা নাটক | টনি ডায়েস | ঈশীতা । Light & Shadow HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 664

  • @lightandshadowdigital
    @lightandshadowdigital  3 года назад +28

    ফুল কমেডি নাটক "নির্বাচনে গেন্দুচোরা" - ruclips.net/video/Tu0ZNriWkig/видео.html

  • @kefayetullahkefayet644
    @kefayetullahkefayet644 3 года назад +16

    এই নাটক যে কতবার দেখলাম!
    কি কাহিনী, কি সুন্দর অভিনয়, কত সুন্দর মিউজিক,কি ফিনিশিং তা বলার মতো না।
    এই নিয়ে তিনবার কমেন্ট কর লাম।

    • @sanjoydeb6087
      @sanjoydeb6087 3 месяца назад

      আগের অনেক কিছুই শেখা যেত তাইত ৯০ দশকের ছেলে পেলেরা অনেক আবেগী এবং বিবেক দিয়ে চলে।

  • @nittanandadas2453
    @nittanandadas2453 2 года назад +9

    নাটক টি অনেক ভাল লেগেছে, টনি ডায়াস ও ঈশিতা অনেক সুন্দর অভিনয় করেছেন।

  • @SalmaSultana-ig5np
    @SalmaSultana-ig5np 2 года назад +23

    কষ্ট বহন করার একটা ক্ষমতা থাকা চাই, নাটকটিতে টনি ডায়েসের কষ্ট সীমাহীন। দূর্দান্ত নাটক।

  • @mohosinmi
    @mohosinmi 3 года назад +10

    পুরোনো থেকেও নাটকের নাটকত্ব স্বাদ নেয়া যায়। তাছাড়া ঈশিতা আপুর নাটক আমার খুব ভালো লাগে। নিয়তি তাদের ভালোবাসায় বিপদ হলেও তাদের ভালোবাসায় একটুও কমতি নেই,সত্যিকারের ভালোবাসা এমনই হয়।

  • @sumayajuisumayajui2172
    @sumayajuisumayajui2172 Месяц назад +1

    টনি ডায়েস ও ঈশিতা এ জুটি আমার খুবই পছন্দ এদের নাটক আমার খুবই ভালো লাগে ধন্যবাদ।

  • @mdjahidul9013
    @mdjahidul9013 3 года назад +12

    টনি ডায়েস,লিটু আনামদের পুরনো দিনের নাটক গুলো মিস করা আমি।

  • @mohammadsorifhossain7975
    @mohammadsorifhossain7975 5 лет назад +10

    অসাধারণ সুন্দর লাগলো,,অভিনয় দেখে চোখে পানি আসে এটাই তো প্রকৃত অভিনয়

  • @বাদশাআলমগীর-প৯চ

    গল্পটা যে লিখেছে এবং যে পরিচালনা করেছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসলে গল্পটি এমনভাবে আমার মনের ভিতরে লেগেছে যা চোখের পানি ধরে রাখতে পারিনি আসলে আমার বেলায় এরকম হয়নি তবে ভবিষ্যতে যদি হয় এই ভেবে মনটা অনেক খারাপ হয়ে গেছে আর এইরকম টা যদি সত্যি হয় হয়তো আমার কোন রোগ লাগবে না আমি এমনিতেই মরে যাব আসলে চোখের সামনে দিয়ে নিজের মানুষ যদি অন্যের হয়ে যায় সেটা আসলেই মানা যায় না সেটা অনেক দুঃখজনক সেলুট জানাই নাটকের কর্মী ও সকল সহকর্মীকে

  • @sandhagunguly5959
    @sandhagunguly5959 26 дней назад +1

    নাটক টি আগে ও দেখেছি,আজ আবার দেখছি, অসাধারন একটি নাটক, দুজন ই আমার খুব প্রিয় ২১,১২,২৪

  • @MdMd-mx9bp
    @MdMd-mx9bp 3 года назад +5

    সত্যিই অসাধারণ অনেকদিন পর টনি ডায়েস এর নাটক দেখলাম খুব ভালো লাগলো

  • @kefayetullahkefayet644
    @kefayetullahkefayet644 4 года назад +20

    এই নাটক টা জীবনে কেন দেখলাম? খুবি দুঃখ পেয়েছি এবং এখনো পাচ্ছি। অসাধারণ। আসলে পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী আসল স্থায়ী জীবন হলো আখিরাত।আখিরাতেই কেবল ভালো লাগার মানুষকে পাওয়া যাবে।

  • @mdaminkhan3254
    @mdaminkhan3254 4 года назад +14

    সেই ছোট বেলার নায়ক টনি ডায়েস, অনেক মিস করি সেই ছোট বেলায় দেখা সেরা অভিনেতা গুলোর নাটক।
    অনেক দিন পরে টনি ডায়েস আর প্রিয় ঈশীতার ভালো একটা নাটক দেখে ভালই লাগলো।

  • @SohelRana-y6p9r
    @SohelRana-y6p9r 4 месяца назад +5

    অসম্ভব সুন্দর অভিনয়। ভাবছিলাম একটা বিচ্ছেদের নাটক দেখবো একটু এই রকম শেষে নিজেই কেঁদে ফেলবো ভাবতে পারিনি

  • @ajimaziz8079
    @ajimaziz8079 4 года назад +17

    জাহিদ ভাই, মাহফুজ৷,টনি ডায়েস,এরা হলো নাটকের গুরু

  • @maksudaakter7997
    @maksudaakter7997 Год назад +1

    অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ

  • @tanvirrahman4076
    @tanvirrahman4076 Год назад +1

    অসম্ভব সুন্দর রোমানা রশিদ ঈশিতা। তার কথা বলার ভঙ্গি চমৎকার।সাবলীল অভিনয়।

  • @নাঈমইসলামতনয়
    @নাঈমইসলামতনয় 2 месяца назад +1

    বহুদিন পর কোনো নাটক দেখে চোখ জল চলে আসলো।
    কি সাবলীল অভিনয়! মনে হচ্ছিল প্রতিটা চরিত্রই যেন জীবন্ত।❤️

  • @nurulakter2469
    @nurulakter2469 Год назад +5

    যাষ্ট অসাধারণ কত বছর টিভি নাটক দেখিনা মনেই নেই 😢আপনাদের চরিত্রগুলো দেখে আবার ইচ্ছে করছে আবার পুরনো নাটক গুলো দেখি ❤

  • @pranabkumarnath3295
    @pranabkumarnath3295 3 года назад +3

    OLD IS GOLD. আহা কি দারুন।

  • @aklimabegum3213
    @aklimabegum3213 3 года назад +11

    এখনকার সব নাটকের ভাষা অসুন্দর বিশ্রী
    আগের ভাষা কত সুন্দর ছিল।

  • @mujibarrahaman4069
    @mujibarrahaman4069 3 года назад +1

    Asadharan natak. Heart touching. Marvellous avhinoy. Khub valo laglo Tony Diyas o Isitar sabolil avhinoy. Galpo ta ak Sundar bastab dharmi story. Thanks

  • @yariqayamrin7014
    @yariqayamrin7014 Год назад +1

    আমার ও ভালো লাগে

  • @kalyansankarbhattacharya377
    @kalyansankarbhattacharya377 4 года назад +8

    খুব ভালো লাগল । চোখে জল এসে গেল । নাটকের অভিনেতা এবং অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন । ধন্যবাদ ।

  • @anjolygoury1766
    @anjolygoury1766 3 года назад +4

    খুব সুন্দর অভিনয়।৷ টনি ডায়েস সত্যি দারুণ অভিনয় আপনার।

  • @alamkhan8422
    @alamkhan8422 5 лет назад +119

    আহ !
    কতো সুন্দর অভিনয় টনি ডায়েস আর ঈশীতার।
    টনি ডায়েস,জাহিদ হাসান,মাহফুজ আহমেদ এরা হলো বাংলাদেশের লিজেন্ড অভিনেতা।

    • @alpanamanna8550
      @alpanamanna8550 5 лет назад +1

      খুবই সুন্দর আর স্পর্শ কাতর নাটক। দারুন অনুভুতি হচ্ছিল। অভিনয় ঈশীতা অসাধারন,দেখতে ও খুব মিষ্টি চেহারা। কাহিনী ও পরিচালনা সুন্দর। তবুও বিদেশে ছিলেন চিকিৎসা করতে পারতেন।ভারত ও বাংলাদেশের থেকে অনেক উন্নত চিকিৎসা ব্যবস্হা। অনেক দিন সুস্থ থাকা যায়। সেটা দেখাতে পারতেন।

    • @rsasifislam7539
      @rsasifislam7539 5 лет назад

      Alam khan

    • @shahadatriaz2309
      @shahadatriaz2309 4 года назад

      100%right.

    • @jewelrana8868
      @jewelrana8868 4 года назад +1

      হা।১০০%

    • @goldenbangla7374
      @goldenbangla7374 4 года назад

      হাঁ ঠিক।

  • @asishsarkar6066
    @asishsarkar6066 4 года назад +14

    যেমন কাহিনী ,তেমন অভিনয় -সব মিলিয়ে অসাধারণ একটি নাটক ।

  • @msaddamhossainarifmerchand3587
    @msaddamhossainarifmerchand3587 3 месяца назад +1

    মনের অজান্তেই চক্ষের পানি চলে আসছে😢😢 ,আজ ২০২৪ এসে পুরোনো দিনের ছবির কথা মনে পড়ে, কি অসাধারণ

  • @tandramondal9657
    @tandramondal9657 5 лет назад +7

    নাটকটি খুব সুন্দর... বাংলাদেশের অনেক নাটক দেখেছি তবে এই নাটকটির কাহিনীগাথা অসাধারণ.... এরকম নাটক নেই বললেই চলে...

  • @omarfaruqueme7915
    @omarfaruqueme7915 5 лет назад +90

    খুব সুন্দর একটি নাটক! টনি ডায়েস, ঈশিতা এদের সুন্দর অভিনয়পূর্ণ নাটক যেন সেই শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয়....যখন নাটক মানেই ছিল সুন্দর মার্জিত কাহিনীর অসাধারণ উপস্থাপনার একটি বিনোদন।

  • @rsrakib4649
    @rsrakib4649 3 года назад +9

    এই নাটক গুলো দেখে যে কান্না আসে তাতে মনটা অনেক হাল্কা লাগে। ধন্যবাদ

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 5 лет назад +29

    অসাধারণ নাটক। কোথায় হারিয়ে গেলো সেই দিনগুলো। বড্ড ইচ্ছে করে আবার ফিরে পেতে। এমন অভিনয় শিল্পীরাও আজ নেই অভিনয়ে
    হাজার লোকের ভিড়ে তাদেরকেই খুঁজিয়া ফিরি দুই নয়নে।

    • @mdsisir8068
      @mdsisir8068 5 лет назад +1

      চেস্টা করলেও আর সম্ভব না

    • @mojiburbhuiyan7365
      @mojiburbhuiyan7365 Год назад

      ভালো নাটকের দিন শেষ হয়ে গেছে। এখন নোংরা ফালতু মানহীন নাটক দেখি না। পুরানো নাটক দেখি

  • @ashishbairagi1884
    @ashishbairagi1884 Год назад +2

    অসাধারণ একটি নাটক, আমার খুব প্রিয়, এখন আর এমন নাটক তৈরি হয়না, মার্জিত, সত্যি কারের ভালবাসা এর মধ্যে বোঝা যায়,ভোগে প্রকৃত সুখ নয়,ত্যাগে প্রকৃত সুখ।

  • @tanviralfarhan2805
    @tanviralfarhan2805 2 года назад +6

    নাটক নয়তো যেন জীবনেরই পটভূমি। ভীষণ কষ্ট লেগেছে শেষ বিদায়ের কথাগুলো। অতি প্রিয় মানুষটা যখন জীবন থেকে হারিয়ে যেয়ে অন্যের সম্পদে পরিণত হয় তখন পৃথিবীটা বড়ই নিষ্ঠুরতম মনে হয়, বড়ই যন্ত্রনার সেই মুহূর্তগুলো।
    ভালো থেকো আমার শ্রাবণী ❤️

  • @kabirsk593
    @kabirsk593 3 месяца назад +1

    যাকে মন থেকে চাওয়া হয় তাকে না পাওয়ার যন্ত্রনা যে কত কঠিন সেটা একজন প্রকৃত প্রেমিক ছাড়া অনুভব করা অসম্ভব।

  • @abukayeshumayun5497
    @abukayeshumayun5497 2 года назад +1

    বাংলা নাটকের সন্ধ্যা নায়িকায় সীতা প্রকৃতি ও প্রাণচঞ্চল অভিনয় প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে রাখে আমি ধন্যবাদ জানাই তাকে।

  • @mohammadshornab7104
    @mohammadshornab7104 Год назад +4

    Ki simple তখনকার নাটক গুলো
    কোন ফাউলামি নাই
    গালাগালি নাই
    Wish, if I could get back to those days 😢

  • @monsuralam6561
    @monsuralam6561 4 года назад +4

    এগুলো হচ্ছে নাটক,,,, এককথায় অসাধারণ 🇧🇩

  • @MstFatema-cb6jb
    @MstFatema-cb6jb Месяц назад

    জীবনের সাথে মিলে গেলো নাটক টা জানতাম না পরিচালক নিখুঁত ভাবে জীবন কাহিনি তুলে ধরেছে😢😢😢😢

  • @bulbulahmed1642
    @bulbulahmed1642 2 года назад +3

    আমাদের নাটক কতটা জনপ্রিয় আর সুন্দর ছিল সেটা জানার জন্য হলেও অন্তত্য সবার এমন নাটক গুলি দেখা দরকার

  • @mohammadliton4696
    @mohammadliton4696 4 года назад +13

    ভালোবাসার রঙ যদি গোলাপ হয়
    বেদনার রং হবে নীল
    আর নীল রঙে ছেয়ে আছে আমার গোটা দেহ। সবার প্রতি শুভকামনা রইলো

  • @anowarparves6315
    @anowarparves6315 2 года назад +1

    অনেক অনেক অনেক ভাল অভিনেতা টনিডায়েস, ইশিতা চোকে পানি চলে আসলো

  • @sarwarcoxssed
    @sarwarcoxssed 4 года назад +9

    ভালো লাগলো নাটকটি। সেই 1998 সালের, ইসিতা, অপিকরিম, মৌ,কি দারুন অভিনয়।কিন্তু আজ21-04-20 আজ কালের অভিনয় আগের দেখার না।

  • @Sujanroy-t5b
    @Sujanroy-t5b Год назад +1

    সত্যি এই নাটকটি অকল্পনিয় সুন্দর, কথা অভিনয় আকেবারে নিখুত। অনেক শিক্ষনিয় কিছু আছে। তাই নাটকটি হৃদয়ে গেথে রাখলাম।

  • @dainikdesherkhbor
    @dainikdesherkhbor 2 года назад +11

    আগামী ৫০০ বছর পরেও নাকটি নতুনের মত লাগবে

  • @meccamadinatv4738
    @meccamadinatv4738 3 года назад

    ৫০১ নাম্বার কমেন্ট আমার।
    টনি ডায়েসের অসাধারণ অভিনয়
    আমার ভাললাগে।

  • @mdshuvo9506
    @mdshuvo9506 4 года назад +6

    ছোটো বেলা থেকেই ইসিতা আমার পছন্দের!! নাটক টা দেখে চোখে পানি এসে গেলো। অনেক দিন পর এমন নাটক দেখলাম।

  • @billalhossen9487
    @billalhossen9487 4 года назад +13

    ভালোবাসা.!..?কি চম্যকার ও সাবলিল অভিনয় যা আজ দেখা যায়না।।।।

  • @kktvbykrishnakantamalik5652
    @kktvbykrishnakantamalik5652 3 года назад +4

    এই গল্পটা খুব ভালো লেগেছে। হৃদয় বিদারক।

  • @sayfulislam7961
    @sayfulislam7961 5 лет назад +11

    ঈশিতার অভিনয়, লুকিং অনেক চমৎকার।

  • @rafiqalislam7563
    @rafiqalislam7563 Месяц назад +1

    অসাধারন নাটক৷❤❤❤❤❤

  • @সপ্নবালক98
    @সপ্নবালক98 5 лет назад +7

    কান্না চলে আসলো,,,, কি অভিনয়,,,ঈশীতা ইজ বেষ্ট

  • @IsmailIsmail-pf2lq
    @IsmailIsmail-pf2lq Год назад +1

    প্রথমে নাটকটা ২০০৭ সালে সিডি ক্যাসেটের মধ্যে দেখেছিলাম। আর আজকে আবার দেখলাম সত্যিই নাটকটা হৃদয় ছুঁয়ে যায়।

  • @kumu5202
    @kumu5202 3 года назад +18

    নাটকের শেষ মূহুর্তে চোখে পানি চলে আসলো। আগের নাটক গুলো সপরিবারে টিভির সামনে বসে দেখতে ভালোই লাগতো।

  • @DulalHaque-oz5rf
    @DulalHaque-oz5rf 19 дней назад +1

    Onek sundor natok with sound

  • @toufiqahona6744
    @toufiqahona6744 4 года назад +7

    আসলে অভিযোগ বা মনের ভাব প্রকাশ করার আসল জায়গা হলো ভালবাসার নাটক বা গান দেখলে পুরনো সৃতি সবার মনকে নাড়া দেই তাইতো সবাই মনের ভাব লিখে প্রকাশ করার সুযোগ পায়।সবার ভালোবাসা পরিপুণতা পেলে হয়তো এই অভিযোগ লেখা হতোনা

  • @AT-tr9tg
    @AT-tr9tg 4 года назад +3

    অনেক দিন আগে রেডিও তে শুনেছিলাম নাটকটি। আজ 7/4/20 দেখলাম । অসাধারণ অভিনয় করছেন

  • @cookingvlogbypoly2113
    @cookingvlogbypoly2113 3 года назад +2

    এ কেমন ভালোবাসা যা সব শেষ করে দেয়।যেই ভালোবাসার জন্য বাচা সেই ভালোবাসার জন্য মরা

  • @jomarothossain3166
    @jomarothossain3166 Год назад

    টনি ডায়েস আমার প্রিয় অভিনেতা ছিলেন। অনেক দিন হলো তিনি মিডিয়া থেকে অনুপস্থিত। এখন কোথায় আছেন জানি না। যেখানেই থাকুন ভালো থাকুন। আশির্বাদ রইল।

  • @jewelmahmud1383
    @jewelmahmud1383 5 лет назад +9

    আগের নাটকগুলো দেখলে বাস্তবতা চোখের সামনে ভেসে ওঠে। ফিরে যেতে ইচ্ছে করে ছাত্র জীবনে। মারপ্যচে না পড়লে আর অসহায় না হলে কেউ কাউকে মনে রাখে না। খারাপ মানুষ মানুষের মনে দাগ কাটাতে পারে মনে ও করাতে

  • @saifulalam2235
    @saifulalam2235 5 лет назад +6

    ঈশিতার আভিনয় খুবই সুন্দর!

  • @ikbalhossain7687
    @ikbalhossain7687 3 месяца назад +4

    90 doshokar natok gula onak sundor chilo

  • @mahbubsm3894
    @mahbubsm3894 4 года назад +1

    Last momente choker pani dhore rakhte parini...... Sotti osomvob vlo legeche.....

  • @NUALMASUDALAM-l4b
    @NUALMASUDALAM-l4b 3 месяца назад

    অনেক বছর পরে নাটকটা দেখার পরেও সেই প্রথম বারের মত আবেগ টা জড়িয়ে গেলো। আর এত বছর পরে এসে অনেকটা নিজের জীবনের সাথে মিলে গেলো।

  • @rajibmondal400
    @rajibmondal400 Год назад

    অসম্ভব সুন্দর একটা নাটক। রাইটার স্যার কে অনেক ধন্যবাদ। এই নাটক টা আমি আগে কয়েক বার এড়িয়ে গেছি , দেখা হয় না। এখন ভাবছি, আগে না দেখে খুব মিস করেছি।

  • @uttamhowlader5163
    @uttamhowlader5163 2 месяца назад

    খুবই ভালো লাগল। অসাধারণ নাটক

  • @shiulebagum9960
    @shiulebagum9960 5 лет назад +36

    নাটক তো এমনই হওয়া চাই । যা দেখিলে মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে ?

  • @jewelmahamud5022
    @jewelmahamud5022 2 года назад +2

    হারানোর বেদনা খুবই ভয়ংকর হোক সেটা অধিকার কিংবা ভালোবাসা। ভালোবাসার আড়ালে অনেক অজানা কথা থেকে যায়। হারিয়ে যাওয়া ভালোবাসার সীমানায় দ্বিতীয় বার যাওয়া জীবনের বড় ভুল। আগের নাটক কতোই সুন্দর ছিলো।

  • @saimakarim464
    @saimakarim464 5 лет назад +12

    সেই পুরনো নাটকগুলো এক একটা স্মৃতি আমাদের জন্য। উত্তরা হাই স্কুল, সেই পুরোনো উত্তরা ৭নং সেক্টর পার্ক অনেকদিন পর নাটকে দেখলাম।। ছোটোবেলার স্মৃতি

  • @shatilachowdhury5321
    @shatilachowdhury5321 3 года назад +1

    Ishita Apur choshmar moto ek e frame er choshma amaro chokhe. Ishita Apu Amar khub prio ❤️. Ager natok gulo o khub shundor ❤️

  • @alokmahato5427
    @alokmahato5427 Год назад +2

    নাটক গুলো সপরিবারে টিভির সামনে বসে দেখতে ভালোই লাগতো। কোথায় গেলো সেইদিনগুলি!

  • @m.h.laskar6189
    @m.h.laskar6189 3 года назад +1

    ব্যতিক্ৰমধৰ্মী অসম্ভব সুন্দর নাটক।

  • @habibmia267
    @habibmia267 3 месяца назад +1

    কেন এই নাটকটা দেখলাম আর কেন এত কান্না করলাম আমি নিজেই বুঝতে পারলাম না।।।।

  • @TafsirSarwar
    @TafsirSarwar 2 месяца назад

    বাহ্ বেশ,,,তবে আর কোন দিন এই নাটক গুলোর জন্ম হবে না।

  • @mdalamin-ew5pv
    @mdalamin-ew5pv 4 года назад +1

    গ‌ল্পের প্র‌তি‌টি মূহুর্তই হৃদ‌য়ে নাড়া দি‌য়ে‌ছে, চোখ অশ্রু দি‌য়ে‌ছে, অ‌নেক ভাল লে‌গে‌ছে ভালবাসার গভীরতা দে‌খে।

  • @momenmohammedabdul9915
    @momenmohammedabdul9915 4 года назад +2

    আসলে মানুষের জীবনটা বুঝি এমনই হয়-হায়রে অবুঝ মনের মানুষ ? মানুষের জীবনটা তো অনেক ছোট-তবুও আশা কিন্তুু আকাশচুম্বী।টনি ডায়েস ও ঈশীতার প্রানববন্ত অভিনয় ও হঠাৎ দেখা নাটকটা আমার অনেক ভালোলেগেছে।সবাইকে ধন্যবাদ।

  • @sofiul26
    @sofiul26 3 месяца назад

    অনেক দিন পরে সেই পুরানো নাটক দেখলাম খুব ভাল লাগলো, এখনকার নাটক থেকে ১০০% ভাল

  • @Rainsmk466
    @Rainsmk466 Год назад +1

    পরিস্থিতি জীবনের অনেক মুহুর্ত সময় বদলে দেয়

  • @shamimsarkar7241
    @shamimsarkar7241 4 года назад +5

    শেষাংশ তো চোঁখ ভিজিয়ে দিয়েছে । আহ জীবন,,,,কাহারো ভুল নেই,তবুও ভুল বোঝাবুঝি। ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্যে নিজের জীবনকে হারিয়ে ফেলা কতটা কষ্টের,,, ওহ জীবন তুই কেন এমন!!!!!

  • @najmulislam-ex6kd
    @najmulislam-ex6kd 2 года назад +1

    ভালোবাসার নাম কষ্ট, আর কষ্ট না পেলে ভালবাসা স্বার্থক হয় না। অন্যের ঘর বেঁধেছ ঠিক কিন্তু ভালোবাসার মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে। কেউ না

  • @khadijaakter7269
    @khadijaakter7269 2 года назад

    খুব ভালো লেগেছে খুব কষ্ট লেগেছে কান্না ও করেছি,, টনি ডায়েস ঈশিতা আমার অনেক পছন্দের

  • @mamunislam-rp4fx
    @mamunislam-rp4fx 4 месяца назад

    অনেক দিন পর টনি ডায়েস ও ঈশিতার নাটক দেখলাম। খুব সুন্দর জীবনের ছবি। বিষাদে মনটা ছেয়ে গেল। এমন ঘটনা বাস্তবেও ঘটে বোধহয়। জানিনা।

  • @babuchakma16
    @babuchakma16 2 месяца назад

    আগের নাটকগুলো অনেক সুন্দর,,,,,,,,জোশ একটা,,,,,,টনি + ঈশিতা🤎🤎🤎🤎🤎

  • @mostranikhatunboss5021
    @mostranikhatunboss5021 2 года назад

    অসাধারণ গল্প।। অসাধারণ টনি ডায়েসের অভিনয়।।।

  • @A.U.Maishan
    @A.U.Maishan 5 лет назад +1

    ভালো লাগুক বা খারাপ লাগুক সত্য চিরন্তন। ইচ্ছাকৃত হউক বা অনিচ্ছাকৃত কোন কারনেই হউক সত্য সামনে চলে আসেই।হঠাৎ সত্য সামনে আসলে বুলবুলের তান্ডবের পর যে কোনও কোনও এলাকার বিদ্ধস্হ চেহারাটা যেমন হয় ঠিক তেমনিভাবে কোন কোন মানুষের জীবনের অবস্থাটা তেমন হয়।সুন্দর উপস্থাপনা।

  • @mdshawkotali8868
    @mdshawkotali8868 4 года назад +4

    কিছু বলার নাই শুধু বলবো অসাধারন অভিনয় ।না।।।।।।।।।

  • @rysulislam9958
    @rysulislam9958 5 лет назад +8

    অনেকদিন পর টনি ডায়েসকে দেখে ভাল লাগল ।।

  • @Հուսեյ
    @Հուսեյ 3 месяца назад +1

    অসাধারণ নাটক 😮

  • @mdimdadul7281
    @mdimdadul7281 5 лет назад +2

    Nothing to say কিছু বলার নাই। হয়তো বা আমি একদিন এই পৃথিবীতে থাকবো না তবে এই নাটকটি থেকে যাবে। এই টাই জগতের নিয়ম। হায়রে পৃথিবীর অবুঝ ভালবাসা........!

  • @sheretaz3477
    @sheretaz3477 4 года назад +4

    Love you Tony sir . and ishita mam.

  • @HasanAbdulKader.02
    @HasanAbdulKader.02 5 месяцев назад +5

    নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না
    আল্লাহ এই সমস্ত মরণব্যাধি রোগ কাউকে যেন না দেয় 😢😢

  • @AsifImtiaz-r8d
    @AsifImtiaz-r8d 2 месяца назад

    মন ছুঁয়ে গেল।❤❤

  • @fahmidasami3083
    @fahmidasami3083 3 года назад +29

    আমার দেখা বাংলা নাটকের শ্রেষ্ঠ নায়িকা ঈশিতা আপু। তার অভিনয়ে কোন কৃত্রিমতা নেই।আমি অনেক আগে থেকে ঈশিতা আপুকে পছন্দ করি। তিনি যে চরিত্রেগুলো করেন তাতে কোন নোংরামি নাই।

  • @akmshamsuzzamanashrafy8368
    @akmshamsuzzamanashrafy8368 Год назад +1

    বেশ সুন্দর কিছুক্ষণ কেটেছে এই সাত সকালে

  • @mdsumonmia7039
    @mdsumonmia7039 3 года назад

    খুব ভালো লেগেছে নাটকটা বিশেষ করে অভিনয় টনি ডায়েস ও

  • @santimajumdar1178
    @santimajumdar1178 3 года назад +1

    গল্প এবং অভিনয় খুব ভাল হয়েছে, very painful and heart touching story.

  • @altafhossainelkom2285
    @altafhossainelkom2285 3 месяца назад

    কষ্ট 😢😢😢 সেইটা তো বিধাতার দেয়া এক নিদারুণ উপহার।

  • @ParodiaTechBD
    @ParodiaTechBD 4 года назад +3

    সত্যিই অসাধারণ অভিনয়! এমন অভিনয় এখন পাওয়া মুশকিল 👌

  • @ikbalhasan2698
    @ikbalhasan2698 3 месяца назад

    অসাধারণ একটা নাটক দেখার জন্য আমন্ত্রণ রইলো

  • @bulbulahmed1642
    @bulbulahmed1642 4 года назад +3

    এত সুন্দর প্লট । এত সুন্দর উচ্চারন ।