তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা নাটক দেখা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম ☺️☺️। যুগ যুগ ধরে মানুষ যখন এই নাটক টা দেকতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো দেখতে আসবো প্রিয় নাটক টা।
সবাই এখানে ইরা আর রাহাতের গল্পটাকে দেখছে। কিন্তু আমি দেখছি একজন মানুষ কিভাবে একজন মৃত্যু পথচারীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে সেটা। একটু শ্রদ্ধা আর প্রেম থাকলে বেঁচে যাবে হাজারো প্রান। ধন্যবাদ নাটকের পরিচালক কে। এত আবেগ ভালোবাসা ও বর্তমান বাংলাদেশের চিত্র ফুটিয়ে তোলার জন্য।
এই এই নাটকটি দেখে বর্তমান প্রজন্মের অভিভাবকরা তাদের ছেলেমেয়েকে এভাবে একা একা ছেড়ে রাখা ভালো নয়। আর ছেলেমেয়েদের মধ্যেও এত গভীর সম্পর্কটা উচিত নয়। মেয়েদের চিন্তা করতে হবে তার একটি ভবিষ্যৎ আছে তার বিবাহ হবে বিবাহ না করে তাহলে সে অন্য একজন পুরুষের কাছে কিভাবে যাবে। এইজন্য বলি এই ধরনের রিলেশনে যাওয়ার আগে হাজার বার চিন্তা করার প্রত্যেকটি ছেলে মেয়ের উচিত। আমি এই পরিচালক কে ধন্যবাদ জানাচ্ছি তিনি এই ধরনের একজন বাস্তবমুখী অভিনয় এর মাধ্যমে সকলের জন্য বিবেককে নাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।
রাহাত character টা আমার মন ছুঁয়ে গেছে। ওর মন টা খুবই বড়, যদিও pregnancy report এর negative Result জানার আগেই রাহাত ইরাকে ভালোবাসার কথা জানায়, যে কিনা মেয়েটার অতীত জেনেও তাকে আপন করে নিতে চায়। সবার উচিত এরকম অসামান্য হৃদয়ের ছেলেদেরকে মন থেকে ভালোবসতে এবং সম্মান করার। এই নাটক থেকে Lesson হিসেবে আমি রাহাতের উদার মন টা কেই দেখি। নাটকের প্রত্যেক নতুন অভিনয়শিল্পীই জোস effort দিয়েছে। Director কে অসংখ্য ধন্যবাদ।
অসাধারন অভিনয় করেছেন তটিনী এবং শ্বাশত। জীবন প্রয়োজন একজন ভাল বন্ধুর, কিন্তু এই ভাল বন্ধু আমরা নির্ণয় করতে পারি না। অভিনন্দন তটিনীকে মেরিল আলো কর্তৃক সম্মানিত করার জন্য।
নিঃসন্দেহে একটি শিক্ষণীয় গল্প! মেয়েদের বোঝা উচিৎ, জীবন সঙ্গী হিসেবে সঠিক মানুষকে বেছে নিতে হয়! আর ভুল মানেই, জীবন শেষ নয়। দুঃসময়ে যে পাশে থাকবে, তাকে বেছে নিলেই মানসিক প্রশান্তি পাওয়া যায়❤️
যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার পাক তাদের জন্য যন্ত্রণা দায়ক শাস্তি অপেক্ষা করছে দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন তোমরা জান না। যারা মুমিন তারা যেন শইতানের পায়ের ছাপে না হাটে। অবশ্যই সে অশ্লীলতা আর খারাপের তাগিদ দেয়। সে তোমাদের আর তোমাদের বউ এর শত্রু। ব্যাভিচার পশুদের কাজ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন তাদের উপর আর মানুষের জন্য আল্লাহ বানাইছেন বিয়ে আর রক্তের সম্পর্ক। দয়াময়ের দাস তারাই ব্যাভিচার করে না। যারা করবে তদের শাস্তি দিগুণ করা হবে। মুমিনদের উচিত ব্যাভিচারী নারী ও পুরুষদের ১০০ চাবুক মারা এবং মুমিনদের এক দল সেটা দেখুক। এবং তাদের বিন্দু মাত্র সহানুভূতি পাওয়া উচিত নয় যদি তারা আল্লাহ ও শেষ বিচারে বিশ্বাস রাখে।
রক্তের সম্পর্ক না, বীপদের সময় যে মানুষটাকে পাশে পাওয়াযায় সে ই প্রকৃত বন্ধু। খারাপ সময়ে যে মানুষরা ছায়ার মতন পাসে থাকে, সু সময়ে ও সে মানুষটা পাসে থাকার দাবীদার।
৪০ মিনিটের নাটকটা মুগ্ধ হয়ে দেখেছি, খুব সুন্দর একটা গল্প, অভিনয়ের স্কিল অসাধারণ, ইনভারমেন্ট এবং সুটিং লোকেশন পারফেক্ট ছিলো।কেনো যে এই শর্ট ফিল্ম বা নাটক টা এতদিন আমার চোখে পরনি যানি না। এই নাটক দেখে বা কমেন্টে পরে আমার এই ছুটো মাথার আল্প মস্তিষ্কে যা বুঝলাম তা একটুকু তুলে ধরলাম আদিল এবং ইরা দুজন দুজনকে ভালোবাসে। তাদের অসতর্কতা বসত একটু ভুলের কারনে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায, আর একটি সুন্দর জীবন পরিনয়ের দিকে যায়। এরি মধ্যে আবির এসেছে ধুত হিসেবে। একজন অসহায় নারীকে মানসিক ভাবে সাহায্য করে এবং নিশ্চিত মৃত্যু হরে রক্ষা করে। এইটা অনেক বড় মহত গুন। আমি আর একটা জিনিস শিক্ষা নিলাম যা আমাদের এই তথাকথিত শিক্ষিত সমাজের অবক্ষয় । সামাজিক অবক্ষয়ের কারনে এই সমস্যা। আর এই নাটকের মাধ্যমে ছেলে মেয়ের মধ্যে অনৈতিক কর্মকান্ডের লাইসেন্স দিছে। দ্বিতীয়টা অনেকের কাছে ভালো নাই লাগতে পরে। এটাই সত্য এবং চিরন্তন সত্য। এই কথা গুলোর বলার কারন আমি এই দেশের এক সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে আমার শৈশব কৈশোর কাটিয়েছি। আমি এইগুলো অনেক দেখেছি শুনেছি। লাস্ট এই টুকো বলবো আবাসিক বিশ্ববিদ্যালয় গুলোর আশে পাশে থাকা সরকারি বা বেসরকারি হাসপাতাল গুলোর গার্বেজে গিয়ে দেখবেন প্রতিনিয়ত কত সত নিথার দেহ পরে আছে। কোনটার হাত নই,পা নেই, চোখ নেই, দেহের কোন আকৃতি নাই অথবা সব কিছু পরিপূর্ণ হয়েছে😢😢😢। তাদের কি দোষ ছিলো???
শুরু যেমন সুন্দর হয়েসে তার থেকে ফিনিস টা অসাধারণ সুন্দর হয়েসে বলে বুজাতে পারবো না, এতো সুন্দর অভিনয় মনে হয় যেনো বাস্তব দেখতেসি থ্যাংকস এতো ভালো স্টোরি উপহার দেওয়ার জন্য, মনে থাকবে নাটক টা সারাজীবন সত্যি কারের কাছের মানুষ কখনো দূরে সরে যায় না ❤❤❤
সবার এতো এতো কমেন্ট 😮 কি আর বলবো। সবাই অনেক সুন্দর উওি দিয়েছে কমেন্ট করছে। আমি একটা কথাই বলবো অসাধারণ। আসলে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কারন অনেক মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থাকেনা।বা থাকতে পারে না। সত্যি অসম্ভব সুন্দর গল্পটা।
কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, প্রথমত মনে হচ্ছে নাটকটি শেষ হয়ও শেষ হয়নি 🥺 রাহাত চরিত্রটা অসাধারণ ছিলো, দুইজনই নতুন কিন্তু অভিনয় অসাধারণ, চরিত্রে ঢুকে গেছে ❤️🥰 নাটকটা এখনকাল বর্তমান সময়ের জন্য একটা সুন্দর মেসেজ 😚
ভালো বন্ধু সবাই হয় না ছেলে আর মেয়ে কখনো বন্ধু হয় না কোনো এক সময় তাদের মধ্যে রিলেশন হয়ে যায় হয় ছেলে মেয়েটার প্রেমে পরে না হলে মেয়েটা ছেলেটার প্রেমে পরে এটা হলো প্রকতির নিয়ম
এই নাটকটি অনেক কিছু শিক্ষা দেই,, এটা যে একটা মেয়ের জীবনে হাজারো সমস্যা থাকলেও ও একটা প্রকৃত বন্ধু ও ভালবাসার মানুষ পেলে, সে তার জীবনকে সুন্দর করতে পারতে💙💙💙
নাটক টা অসাধারণ বিষেশ করে রাহাত এর চরিত্র টা সত্যি প্রশংসনীয় বন্ধু ছেলে হোক কিংবা মেয়ে,, ভালো সময় যেমন তার পাশে থাকা হয় খারাপ সময় এ ও তার পাশে দাড়ানো উচিত,, রাহাত এর পারিবারিক শিক্ষা টাও অসাধারণ,, সব মিলিয়ে বর্তমান সময়ের সাথে মিল রেখে নাটক এর চরিত্র গুলো সাজানো হয়েছে নতুন অভিনেতা হিসাবে রাহাত এর অভিনয় অসাধারণ
এক কথায় অসাধারণ। একজন সত্যিকারের বন্ধুই পারে এরকম একটা সময়ে বন্ধুর পাশে থেকে তার সকল সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের পথ বের করে দিতে। এই রকম বন্ধুর অভাবে কতো প্রাণ অযথাই ঝরে পড়ে। এই রকম রাহাত সবার জীবনে আসুক❤️❤️❤️
বিপদ না আসলে আপন মানুষকে চেনা যায় না,রিলেশন সবাই করতে পারে কিন্তু এর সঠিক মর্যাদা সবাই দিতে পারে না😭 মন খারাপ থাকলেই নাটকটা দেখি একটুখানি হলেও মনটা ভালো হয়❤️🥰
নাটকটাই অসম্ভব সুন্দর,এমন একজন রাহাত প্রতিটা মেয়ের জীবনে আসুক।আল্লাহর কাছে একটাই চাওয়া এরকম রাহাত যেন আমাদের জীবনে আসে।এটাই প্রার্থনা। ❤❤❤নাটকটা জাস্ট অসাধারণ।
অনেক দেরীতে হলেও নাটক টা দেখলাম । পরিচালক কে ধন্যবাদ এতো সুন্দর ভাবে বাস্তবতা কে তুলে ধরার জন্য । বর্তমান প্রজন্মের ক্ষেত্রে এই নাটক থেকে সচেতনতা ও শিক্ষা গ্রহণ করার অনেক বিষয় আছে..! এই নাটক টা মেয়েদের জীবনে যে খারাপ সময় আসে, সেই সময়টা তে কিভাবে নিজের সাথে সংগ্রাম করে বাচতে হয় সেই শিক্ষাটাই দিয়েছে। বিপদের সময় যে ব্যক্তি ভরসা হিসেবে পাশে থাকে সেই-ই প্রকৃত বন্ধু । তবে এটাও ঠিক, ভাল বন্ধু চেনার জন্য বা পাওয়ার জন্য ইচ্ছে করে অন্যায় করে জ্ঞানপাপী হওয়াটাও ন্যায়সঙ্গত নয়। সে মূহূর্তটায় একধরনের করুনাই পাওয়া হয়। প্রকৃত বন্ধুর কাছে নিজেকে আজীবন ছোট করে রাখাটাও কোন বুদ্ধিমানের বিষয় নয়।
নাটকটা আগে দেখছি, সমালোচনা লিখেছি। কিন্তু পুরস্কার পাওয়ার পর আবার দেখলাম.........সত্যি পুরস্কার পাওয়ার মতো নাটক ছিল। কাহিনীটা সমসাময়িক, বন্ধুদের মধ্যে এমন ঘটনা ঘটতেই পারে, তাই বলে সাধু সাজার কিছু নেই ?? এইসব ব্যাপারে সহযোগিতা খুব দরকার কাছের মানুষের কাছে থেকে, আর মেয়েরা এই ঘটনাটা আবেগ দিয়ে ঘটিয়ে ফেলে, পরে ভয় পেয়ে উল্টা পাল্টা কিছু করে ফেলে, যা পরিবার ও নিজের জন্য খুবই কষ্টকর হয়। এতে ছেলেরা বরাবরই এরিয়ে যায়, যেনো দোস শুধু মেয়েটার ?? আসলে এই ব্যাপারে দুজনেই দোষী। সুপার অভিনয় ছিল তটিনী ও শ্বাসত এর।
এক কথায় অসম্ভব সুন্দর একটা নাটক❤️❤️❤️ এই নাটকটি অনেক কিছু শিক্ষা দেই,, এটা যে একটা মেয়ের জীবনে হাজারো সমস্যা থাকলেও একটা প্রকৃত বন্ধু ও ভালবাসার মানুষ পেলে, সে তার জীবনকে সুন্দর করতে পারে,,।
অর্থ বহ একটা নাটক। এটা আরো কয়েক বছর পর যখন মানুষ দেখতে আসব এ আশা করি শিখবে। ভালবাসা বিশ্বাস এ। কাউকে ভুলতে না পারা টা ভালবাসা। এমন কেউ যার সান্নিধ্য কিছু সময় না পেলে অস্থির হয়ে উঠে মন এটাই ভালবাসা। হে এটাই ভালবাসা।
ইরা রাহাত চরিত্রে থাকা দুজনের অভিনয় খুবই ন্যাচারাল লেগেছে 😊 খুব শিক্ষনীয় বিষয়, যা বর্তমান সময়ের প্রায় প্রতিটা ভুল প্রেমের চিত্র, তবে এসব থেকে সাবধান হতে হবে, ভালোবাসা মানে সব কিছু উজাড় করে দিয়ে বিশ্বাস করানো নই, ভালোবাসা মানে আস্তা ভরষার প্রতীক, কোনো কিছুতে বিনিময় করে ভালোবাসা কখনো প্রমাণ হয়না, এমন সামাজিক নাটক আবারও দেখবো😊 আবার কিছু শিখবো অপেক্ষায় রইলাম❤❤ ধন্যবাদ 😊❤
প্রমান রেখে গেলাম ১৫-১২-২৩ অসাধারণ লেগেছে পরিচালক কে অসংখ্য ধন্যবাদ এরকম শিক্ষনীয় নাটক নির্মান করার জন্য। কাল্পনিক হলেও বাস্তবে অনেকের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা।
এটা শুধু একটা নাটক না,,,,,! একটা আবেগের নাম হয়ে থাকবে,,,সময় সব জানে,,। নাটকটা দেখলাম আর ভাবলাম যদি শেষ না হতো,,শেষ হবে তো, তাহলে নাটকটা ১ ঘন্টা ৩০ মিনিটের হতো। যদি সম্ভব হয় তাহলে নাটকটার ২য় পাঠ চাই ❤️❤️
একটা মেয়ের জীবনে রাহাতের মতো ফ্রেন্ড থাকলে আর কোনো কিছু প্রয়োজন নেই সত্যি সবাই এক না পৃথিবীতে ভালো খারাপ মিলে ওই দুনিয়া নাটক টা মন ছুঁয়ে গেছে অসাধারণ নাটক
সত্যি এমন পরিস্থিতিতে একজন মেয়ের জন্য নিজের মানসিকতার সাহস যোগানো একজন কাছের বন্ধু যথেষ্ট .. ❤💛 অনেক সুন্দর ছিল ....👌👌💗💞 ১বছরের অবসান ঘটিয়ে অসাধারণ একটি গল্প উপহার দেওয়ার জন্য অসঙ্খ ধন্যবাদ close up টিমকে.!😊🥰
৪১.০২ সেকেন্ড এর নাটক টা সম্পুর্ন ভিন্ন, ভালো মন্দ সব বিষয় রয়েছে, যা বতমান সময়ের বিশেষ প্রয়োজন, শিক্ষার মত বুঝার মত অনেক কিছু রয়েছে, বতমান যুব সমাজের জন্য,, ধন্যবাদ পরিচালক সহ সকল কে ❤️❤️
তোমাকে পেয়ে গেলে বা এখন পর্যন্ত তোমার সাথে থাকলে হয়তো এই নাটক টা এতটা ভেতর থেকে অনুভব করতে পারতাম না । 2023 সালের 13 ই মে শনিবার 11:25 বাজে আমি এই কমেন্ট এ স্মৃতি রেখে গেলাম । যতবার এটাই লাইক পরবে আমার কাছে নোটিফিকেশান আসবে । আমি আবারো আসবো নাটকটি দেখে অনুপ্রাণিত হবো। ইনশাল্লাহ আগামী তে আমি আমার আমি হয়ে ভালো থাকবো ।
নাটকটা খুব ভালো লেগেছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য যেটা শিক্ষনীয় রিলেশনশিপে থাকা কোন খারাপ কিছু নয় কিন্তু তার মানে এই নয় যে তার সীমা অতিক্রম করতে হবে যেটা বিশেষ করে একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে তাই সকলের চিন্তাভাবনা করে সবকিছু করা উচিত তাই বলা হয় যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর একটা কথা না বললেই নয় অনেক অনেক ধন্যবাদ রাহাত❤❤
এক কথায় অসম্ভব সুন্দর ছিলো নাটকটা🖤🔥 রাহাতের চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে! যে সবকিছু জানার পরেও কিভাবে সাপোর্ট দিয়ে গেছে..আসলে বাস্তব জীবনে রাহাতের মতো কেউ থাকলে আমাদের সবার জীবনই সুন্দর হতো... সেরা একটা নাটক ছিলো! অনেক শিক্ষনীয়.. 💯🌼
Khub Khub Sundor Hoyeche Natak Ta. Real Life er Sotti Ke Tule Dhora Hoyeche. Tar Sange ''Adil'' er Moto Characterless Cheleder Asol Character Gulo Tule Dhora Hoyeche ... Jibone Sotti "Rahat" Er Moto Bondhu Onek Dami And Onek Proyojon...... Thank To All The Team Members Of This Drama..... Love From India......❤️❤️
যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার পাক তাদের জন্য যন্ত্রণা দায়ক শাস্তি অপেক্ষা করছে দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন তোমরা জান না। যারা মুমিন তারা যেন শইতানের পায়ের ছাপে না হাটে। অবশ্যই সে অশ্লীলতা আর খারাপের তাগিদ দেয়। সে তোমাদের আর তোমাদের বউ এর শত্রু। ব্যাভিচার পশুদের কাজ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন তাদের উপর আর মানুষের জন্য আল্লাহ বানাইছেন বিয়ে আর রক্তের সম্পর্ক। দয়াময়ের দাস তারাই ব্যাভিচার করে না। যারা করবে তদের শাস্তি দিগুণ করা হবে। মুমিনদের উচিত ব্যাভিচারী নারী ও পুরুষদের ১০০ চাবুক মারা এবং মুমিনদের এক দল সেটা দেখুক। এবং তাদের বিন্দু মাত্র সহানুভূতি পাওয়া উচিত নয় যদি তারা আল্লাহ ও শেষ বিচারে বিশ্বাস রাখে।
@@CloseUpBangladesh can we get a part 2 of this one? This one is a masterpiece. I have watched it several times. Onekdin por erokom ekta natok pelam jeta barbar dekhte iccha korbe. ❤️
আমি নাদিয়া। ইন্টার ২য় বর্ষে পড়ি এই আমি কোনো রিলেশন করি নাই আজ অবদি কিন্তু সবসময় একটা ভয় কাজ করে রিলেশন করে তাদের সবার সাথেই মনে হয় এমন হয় এজন্য রিলেশনে যাওয়া হয়নি। প্রায়ই রিলেশনশিপ টপিক নিয়ে ভিডিও দেখি কিন্তু হঠাৎ ফেসবুক এ শর্ট ভিডিওটি সামনে পড়ল চার্জ দিলাম ইউটিউব এ দেখলাম অনেক অনেক অনেক অনেক ভালো লাগলো নাটকটা যা বলে বোঝানোর মতো না । নাটকের পরিচালক কে অসংখ্য ধন্যবাদ । বর্তমান জেনারেশনের সাথে মিলিয়ে সুন্দর একটা ভিডিও আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। আসলেই রাহাতের ক্যারেক্টারের টপিক নিয়ে এমন সমস্যায় ঐ মেয়েদের মেন্টালিটির সাপোর্ট হয়ে ছেলেরা এগিয়ে আসুক 🥰🙂
ভালো সময় সবাই পাশে থাকে খারাপ সময়টা নিজেকেই ফেস করতে হয় ✊ এখন একজন বন্ধু থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠা বাস্তব জীবনে খুব কম হয় 👩❤️👨 ভবিষ্যতে নতুন প্রজন্ম কিছু'টা হলেও শিখবে এই নাটক থেকে আশা করি৷ ধন্যবাদ দিয়ে ছোট করবো না পরিচালক ও Close up পরিবার'কে 🫂 এমন ভালো কিছুই আশা আপনাদের কাছে সব সময় ❤️
সব মেয়ের জীবনে এমন রাহাত আসবেনা! আর আসলেও সেটা এমন নাটক সিনেমাতে!!! So be careful সব মেয়েরা,,! শুধু মেয়েদের বললাম এজন্য যে, আমাদের সমাজে মেয়েরাই শেষ মেষ দোষী হয়!!! সুতরাং এই সব পাপ কাজ থেকে দূরে থাকা উচিৎ!!! ধন্যবাদ সব্বাইকে!❤❤❤
এই নাটক টা মেয়েদের জীবনে যে খারাপ সময় আসে, সেই সময়টা তে কিভাবে নিজের সাথে সংগ্রাম করে বাচতে হয় সেই শিক্ষাটাই দিয়েছে। আর মেয়েদের কে যে সব ছেলেরা ভালবাসবে তা নয়, সব পরিস্থিতিতে যে পাশে থাকে সেটাই ভালবাসা। নাটকটা শিক্ষনীয় 👍👍
@@hrshoukat2870 অথচ আমার পাশে এমন মেন্টালি সাপোর্ট দেওয়ার কেউ নেই,,প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি,,ডিপ্রেশনে ডুবে যাচ্ছি দিন দিন,,যদিও এমন সিচুয়েশন আমার না।অন্য এক সিচুয়েশনে আছি ভিষণ খারাপ ভাবে😔
Comments from CALCUTTA-INDIA D.Roychowdhury Sr.Citizen Practicing Corporate Trainer and Consultant I remain thankful to the Director of this film for an Excellent movie- with a very bold story with contemporary issues of students social lfe and premarrige relationships. Storytelling had very different twists with several layers till end. Lead Actor Rahat and RIA both have performed their Characters so natural and realistic which is at par Excellence. All other characters specially senior actors have played with perfection to justify their Characters. I convey my Greetings for all Cast & Crew's of the production Team and Distribution company for the film. I remain Thankful for the entire Team. D..Roychowdhury Allah Hafeez may God Bless you 💐🙏
খুব খুব সুন্দর একটা নাটক।শাশ্বত এবং তটিনীর খুবই ন্যাচারাল অ্যাক্টিং। অপূর্ব,নিশো , মেহজাবিন দের পরবর্তী সময়ে এদের দুজনে দর্শকের কাছে নিশ্চিত ভালোবাসার জায়গা তৈরী করতে পারবেন।❤❤❤❤❤ কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক🎉
সত্যিকারের ভালোবাসা মানেই শারীরিক সম্পর্ক না ।। সত্যিকারের ভালোবাসা মানে ভালোবাসার মানুষের প্রতি দায়িত্ববোধ , বিপদে তাকে দূরে ঠেলে দেওয়া না । ধন্যবাদ Close-up Bangladesh কে , এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য ।
Natok ti dekhechilm er ageo..ajk you tube e samone dekhe r lov samlate parlm na ...jdi eiti natok kintu tabuo mone hocche ora dui jone khub vlo thakuk..jai hok abr dekhte asbo jdi keu like dey notification dekhe ...natoker parichalk k asonkhyo dahnnobad amrdr eto sundor akti natoke dekhanor jonno..❤️😊
অমি অনেক নাটক দেখেছি কিন্তু কখনো কমেন্ট করেনি এই প্রথম করলাম। এক কথায় মন ছুয়ে গেছে নাটকটা দেখে। সত্যিটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাহাতে মত ছেলে এমন মন মানুষিকতা তুলনা হয়না। রাহাতে মত জিবনসঈী থাকলে আর কি চায়🥰 ❤❤❤❤
হে নাটকটা বানানো কিন্তু যোগউপযোগী. দেখে অনেক ভালো লেগেছে, সেখান থেকে অনেকটা বিষয় শিক্ষা নেয়ার আছে আমাদের। প্রতিটা মেয়ে বা ছেলে একদিন মা -বাবা হবে, তোমার আচরণ তোমার সন্তানরা পাবে। ইসলাম কখনো ছেলে মেয়ের বন্ধুত্ত সাপুট করেনা, কারন এই নাটক টি প্রমান। আশাকরি আমরা সবাই নিজে থেমে দায়িত্বশীল হয়ে যাবো। ধন্যবাদ লেখক ভাইকে।
এরকম একটা গল্পের সাথে এনায়েত ভাই জড়িত এই ব্যাপারটাতে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমাদের দেশের সংস্কৃতি কত দ্রুত বদলে যাচ্ছে ভেবেই কষ্ট লাগছে।এমন একটা কাহিনী তে অনেকেই ভালো ম্যাসেজ খুঁজে পাচ্ছেন।বিপদে বন্ধু পাশে থাকে।কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা ভুলকে এখানে প্রমোট করা হয়েছে। "তুমি জীবনে কিছু ভুল করো তাহলে ভালো সঙ্গী পাবে।" অথচ ঘটনা পুরো বিপরীত ঘটে। ভুলের সাথে সাথে জীবন কতটা বেদনাদায়ক হয় সেটা দেখানো বেশি জরুরি ছিলো।আপনি অনেক মানুষের আইডল, আপনার জীবন আইডল হিসেবে রাখার মতই।কিন্তু এধরনের নাটক প্রি ম্যারাইটাল সেক্স এবং এক্সট্রা ম্যারাইটাল এ্যাফেয়ার কে বাহবা দেয়।যা আপনার ফলোয়ারদের জন্য মঙ্গলের নয়।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা নাটক দেখা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম ☺️☺️। যুগ যুগ ধরে মানুষ যখন এই নাটক টা দেকতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো দেখতে আসবো প্রিয় নাটক টা।
কি মধুর🙄🙄🙄
Amon Kichu kichu manus life theke Cole jawatay bettar👍
❤
@@jannatulnayema3880!❤
@@jannatulnayema3880 shothik Manus ta toh aste hobe🙃
সবাই এখানে ইরা আর রাহাতের গল্পটাকে দেখছে। কিন্তু আমি দেখছি একজন মানুষ কিভাবে একজন মৃত্যু পথচারীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে সেটা। একটু শ্রদ্ধা আর প্রেম থাকলে বেঁচে যাবে হাজারো প্রান। ধন্যবাদ নাটকের পরিচালক কে। এত আবেগ ভালোবাসা ও বর্তমান বাংলাদেশের চিত্র ফুটিয়ে তোলার জন্য।
Right
Right 👍👍👍
hmm
🖤😊
কলক্ল্
লককককল্্্্ক্
লক্্লল্লকককল্।্ল্ল্্কক্ললল্ক
্ক্্্ক্ক্লল্ক
্ক্
্ক্্কক্লকল ্ককললক্লললক্ক্্ললক্লললকককলকল্লক
্ল্ল্কলককককলকককল্ক ্কলককলল্ল্ল।কল
্ললক্্লল্ক্কলক্ক্লক
্ললক্ক্্কক্লল্্্কক্লক্লককলকল্কক্্্ৃ্ ক্ক্্ককক্কক্ল
্্্ক্কক্লক্্্কল্্
্ ্্্্্ক্্্লৃ্ক্কৃক্্ক্লক্্্ককল্কলৃ্কলককককলল্্ক্্ক্
ক্ক ল।ক্্ক্্কক্ল্ক্্কক্্্ক্ল্্্্ককক্লক্কক ্ক্্ল্্্্্্্্্ক্্্্্ককলকলক্্্্ল্ললল্ক্ৃক্কক্ক্্্কলকক্্্ললক্লক্্ল্্্্ক্ক
কৃ্কক ্কককককৃ্ককল্ল্্কলক্কৃ্কক্ল্ল
্্
ক্্্্্ক্্ক্্লক্ক্্ললৃ্ক্লক্ককৃ্্্ক্্ল্্্্কলক্ল ললক্্্্্ল্্ল্্্্্্্্্্্ক্ৃল্্্ল্্্লক্কলল্্্্্্্্ল্ক্্ক্কলক্ক্্্্্্্লকলল্কল্ক ্ক্্্্্লক্ৃল্্্্ক
নাটক টা মন ছুয়ে গেল এমন একজন রাহাত প্রতিটি মেয়ের খারাপ সময়ে আসুক mentally support hoye❣❣❣
আমার লাইফ এ এসছে তো🖤🖤🖤
কিছু কমেন্ট দেখে মন ভরে গেলো ❤❤
নাটক টা মন ছুয়ে গেল এমন একজন রাহাত প্রতিটি মেয়ের খারাপ সময়ে আসুক mentally support hoye
আমার আছে তবে রাহাত নয় মিলন
এই এই নাটকটি দেখে বর্তমান প্রজন্মের অভিভাবকরা তাদের ছেলেমেয়েকে এভাবে একা একা ছেড়ে রাখা ভালো নয়। আর ছেলেমেয়েদের মধ্যেও এত গভীর সম্পর্কটা উচিত নয়। মেয়েদের চিন্তা করতে হবে তার একটি ভবিষ্যৎ আছে তার বিবাহ হবে বিবাহ না করে তাহলে সে অন্য একজন পুরুষের কাছে কিভাবে যাবে। এইজন্য বলি এই ধরনের রিলেশনে যাওয়ার আগে হাজার বার চিন্তা করার প্রত্যেকটি ছেলে মেয়ের উচিত। আমি এই পরিচালক কে ধন্যবাদ জানাচ্ছি তিনি এই ধরনের একজন বাস্তবমুখী অভিনয় এর মাধ্যমে সকলের জন্য বিবেককে নাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।
রাইট😢
যেগুলো খারাপ হাজার পাহারার মধ্যেই খারাপ
রাহাত character টা আমার মন ছুঁয়ে গেছে। ওর মন টা খুবই বড়, যদিও pregnancy report এর negative Result জানার আগেই রাহাত ইরাকে ভালোবাসার কথা জানায়, যে কিনা মেয়েটার অতীত জেনেও তাকে আপন করে নিতে চায়। সবার উচিত এরকম অসামান্য হৃদয়ের ছেলেদেরকে মন থেকে ভালোবসতে এবং সম্মান করার। এই নাটক থেকে Lesson হিসেবে আমি রাহাতের উদার মন টা কেই দেখি।
নাটকের প্রত্যেক নতুন অভিনয়শিল্পীই জোস effort দিয়েছে। Director কে অসংখ্য ধন্যবাদ।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
আরও ভালো মানের নাটক চাই যেন আপনাদের মাধ্যমে নতুন প্রজন্মের সবাই এবং বাবা মায়েরাও ভালো কিছু শিখতে পারে
Hmm❤❤ak dom sotti
৪০ মিনিটের একটা গল্প, যা আমাদের জীবনের ভুল অধ্যায় থেকে ফিরে আসার জন্য সক্ষম ❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
ভুল তো হয়েই গেছে,, এখন ফিরে আসার পালা
এজন্য বিয়ের আগে নিজেকে বিলিয়ে দিতে হয়না। খুবই কষ্টদায়ক নাটকটা।হইত এর থেকে শিক্ষা নিতে পারবে হাজারো প্রেমিক-প্রেমিকারা।
@@pabnarking3813 g na.kono shikkha e hobe na (Muslim) ekhonkar premik premika namer kulangar busterd der
@@CloseUpBangladesh😮😮😊
অনেক সুন্দর নাটক টা যানিনা আবার কখনও দেখা হবে কি। প্লিজ কেউ লাইক দিয়ে জানিয়ে দিয়ো নোটিফিকেশনের মাধ্যমে আবারও যদি দেখার সুযোগ হয়। ধন্যবাদ সবাই কে🙂
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
@@CloseUpBangladesh nayoker nam ki
😢
Hmm
🥰
অসাধারন অভিনয় করেছেন তটিনী এবং শ্বাশত। জীবন প্রয়োজন একজন ভাল বন্ধুর, কিন্তু এই ভাল বন্ধু আমরা নির্ণয় করতে পারি না। অভিনন্দন তটিনীকে মেরিল আলো কর্তৃক সম্মানিত করার জন্য।
সত্যিই পুরো নাটকটাই অসম্ভব সুন্দর, শেষের প্রত্যেকটা কথা জাস্ট মন ছুয়ে গেছে। এমন একজন রাহাত প্রতিটা মেয়ের জীবনে আসুক,এটাই প্রার্থনা।🙂🥰
প্রতিটা মেয়ের কাছে এমন একটা ছেলে গেলেও
প্রত্যেকটা মেয়ে সে সব ছেলেদেরকে শুধু ছুঁড়ে পেলে দেই😊
3rd class
থাকে না এমন ভাবে পাশে কিন্তু কথা দিতে পারে সবাই
সব কিছু কপাল
Pratiti chhelei ekjon kore Rahat hoke
নিঃসন্দেহে একটি শিক্ষণীয় গল্প!
মেয়েদের বোঝা উচিৎ, জীবন সঙ্গী হিসেবে সঠিক মানুষকে বেছে নিতে হয়! আর ভুল মানেই, জীবন শেষ নয়। দুঃসময়ে যে পাশে থাকবে, তাকে বেছে নিলেই মানসিক প্রশান্তি পাওয়া যায়❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
Kintu ami to tao hara gasi😓😂
You Are right bro❤️
যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার পাক তাদের জন্য যন্ত্রণা দায়ক শাস্তি অপেক্ষা করছে দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন তোমরা জান না।
যারা মুমিন তারা যেন শইতানের পায়ের ছাপে না হাটে। অবশ্যই সে অশ্লীলতা আর খারাপের তাগিদ দেয়। সে তোমাদের আর তোমাদের বউ এর শত্রু।
ব্যাভিচার পশুদের কাজ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন তাদের উপর আর মানুষের জন্য আল্লাহ বানাইছেন বিয়ে আর রক্তের সম্পর্ক। দয়াময়ের দাস তারাই ব্যাভিচার করে না। যারা করবে তদের শাস্তি দিগুণ করা হবে।
মুমিনদের উচিত ব্যাভিচারী নারী ও পুরুষদের ১০০ চাবুক মারা এবং মুমিনদের এক দল সেটা দেখুক। এবং তাদের বিন্দু মাত্র সহানুভূতি পাওয়া উচিত নয় যদি তারা আল্লাহ ও শেষ বিচারে বিশ্বাস রাখে।
রাইট
রক্তের সম্পর্ক না,
বীপদের সময় যে মানুষটাকে পাশে পাওয়াযায় সে ই প্রকৃত বন্ধু।
খারাপ সময়ে যে মানুষরা ছায়ার মতন পাসে থাকে, সু সময়ে ও সে মানুষটা পাসে থাকার দাবীদার।
৪০ মিনিটের নাটকটা মুগ্ধ হয়ে দেখেছি, খুব সুন্দর একটা গল্প, অভিনয়ের স্কিল অসাধারণ, ইনভারমেন্ট এবং সুটিং লোকেশন পারফেক্ট ছিলো।কেনো যে এই শর্ট ফিল্ম বা নাটক টা এতদিন আমার চোখে পরনি যানি না। এই নাটক দেখে বা কমেন্টে পরে আমার এই ছুটো মাথার আল্প মস্তিষ্কে যা বুঝলাম তা একটুকু তুলে ধরলাম আদিল এবং ইরা দুজন দুজনকে ভালোবাসে। তাদের অসতর্কতা বসত একটু ভুলের কারনে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায, আর একটি সুন্দর জীবন পরিনয়ের দিকে যায়। এরি মধ্যে আবির এসেছে ধুত হিসেবে। একজন অসহায় নারীকে মানসিক ভাবে সাহায্য করে এবং নিশ্চিত মৃত্যু হরে রক্ষা করে। এইটা অনেক বড় মহত গুন।
আমি আর একটা জিনিস শিক্ষা নিলাম যা আমাদের এই তথাকথিত শিক্ষিত সমাজের অবক্ষয় । সামাজিক অবক্ষয়ের কারনে এই সমস্যা। আর এই নাটকের মাধ্যমে ছেলে মেয়ের মধ্যে অনৈতিক কর্মকান্ডের লাইসেন্স দিছে।
দ্বিতীয়টা অনেকের কাছে ভালো নাই লাগতে পরে। এটাই সত্য এবং চিরন্তন সত্য।
এই কথা গুলোর বলার কারন আমি এই দেশের এক সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে আমার শৈশব কৈশোর কাটিয়েছি। আমি এইগুলো অনেক দেখেছি শুনেছি।
লাস্ট এই টুকো বলবো আবাসিক বিশ্ববিদ্যালয় গুলোর আশে পাশে থাকা সরকারি বা বেসরকারি হাসপাতাল গুলোর গার্বেজে গিয়ে দেখবেন প্রতিনিয়ত কত সত নিথার দেহ পরে আছে। কোনটার হাত নই,পা নেই, চোখ নেই, দেহের কোন আকৃতি নাই অথবা সব কিছু পরিপূর্ণ হয়েছে😢😢😢। তাদের কি দোষ ছিলো???
রাহাত চরিত্রটা এত দারুণ!
শুধু মুগ্ধ হয়ে দেখেছি।
কতটা উদার মানসিকতা ও সুন্দর ব্যক্তিত্ব।
আর যে ছেলেটা এই চরিত্রে অভিনয় করেছে ওর অভিনয়টাও জোস।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
Amr kacheo joss lagche☺️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
@@CloseUpBangladesh sd
Bastobe eirokom udar moner manus pawa jabe na..
শুরু যেমন সুন্দর হয়েসে তার থেকে ফিনিস টা অসাধারণ সুন্দর হয়েসে বলে বুজাতে পারবো না, এতো সুন্দর অভিনয় মনে হয় যেনো বাস্তব দেখতেসি থ্যাংকস এতো ভালো স্টোরি উপহার দেওয়ার জন্য, মনে থাকবে নাটক টা সারাজীবন সত্যি কারের কাছের মানুষ কখনো দূরে সরে যায় না ❤❤❤
এদের অভিনয় দেখে মনেই হচ্ছে না এরা নতুন আসছে💕
বর্তমান ফালতু নাটকের থেকে এইসব নাটকগুলো একটু বেশি-ই দরকার।
অনেক শিক্ষনীয় নাটক💞
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ভাই এক দম সত্যি বলছেন বতমান এত বাজে অভিনয় হয় বিষেশ করে নিলয় আলমগীর তারপর অনেক এ
@@CloseUpBangladesh ei nayok tar naam ki? ektu bolben🐸
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
@@yourbrowngirl7110 শাশ্বত দত্ত
সবার এতো এতো কমেন্ট 😮 কি আর বলবো। সবাই অনেক সুন্দর উওি দিয়েছে কমেন্ট করছে। আমি একটা কথাই বলবো অসাধারণ। আসলে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কারন অনেক মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থাকেনা।বা থাকতে পারে না। সত্যি অসম্ভব সুন্দর গল্পটা।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না,
প্রথমত মনে হচ্ছে নাটকটি শেষ হয়ও শেষ হয়নি 🥺
রাহাত চরিত্রটা অসাধারণ ছিলো,
দুইজনই নতুন কিন্তু অভিনয় অসাধারণ, চরিত্রে ঢুকে গেছে ❤️🥰
নাটকটা এখনকাল বর্তমান সময়ের জন্য একটা সুন্দর মেসেজ 😚
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
meyer avinoyta super khub taratari se safollo pabe...
প্রকৃত বন্ধু তো সেই যে বিপদে পাশে থাকে কাছে থাকে❤😊
প্রকৃত বন্ধুরা সারাজীবন পাশে থাকে। এ জন্যই ধরণী এতটা সুন্দর।
কিছু বলার ভাষা নাই সত্যি অসাধারণ একটি নাটক।
ছন্দনামে অভিনয় করা নায়ক রাহাত নামের ছেলেটার অভিনয়ে ৮০% মেয়েরা মুগ্ধ হয়ে যাবে।🖤🌺
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
Thank you 🥰😍
সবকিছু জেনে শুনে ও মেনে নেওয়া যায় ভালোবাসা আসলেই সত্যি 😊 যদি মানুষটা সঠিক হয় 👍
সত্যিকারের বন্ধুত্ব গুলো এমনই হয় ❤️। রাহাতের মতো এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার ❤️অসাধারণ একটা নাটক ❤️
Hmm
Right ❤
ভালো বন্ধু সবাই হয় না
ছেলে আর মেয়ে কখনো বন্ধু হয় না
কোনো এক সময় তাদের মধ্যে রিলেশন হয়ে যায় হয় ছেলে মেয়েটার প্রেমে পরে না হলে মেয়েটা ছেলেটার প্রেমে পরে এটা হলো প্রকতির নিয়ম
বন্ধু হবেন আমার ফেসবুক আইডি হলো
তোমাকে চাই আমি
আমি আপনার বন্ধু হতে চাই
Thank you 🥰😍
এই নাটকটি অনেক কিছু শিক্ষা দেই,, এটা যে একটা মেয়ের জীবনে হাজারো সমস্যা থাকলেও ও একটা প্রকৃত বন্ধু ও ভালবাসার মানুষ পেলে, সে তার জীবনকে সুন্দর করতে পারতে💙💙💙
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
এমন বন্ধু নাটক সিনেমায় পাওয়া যায় বাস্তবে পাওয়া না
@@Mahin-dt6clঠিক
এক কথায় অসাধারণ একটা নাটক 🥰🥰 শুধু বয়ফ্রেন্ড হলে হয় না দিন শেষে প্রিয় মানুষটার কাছে থাকতে হয় যেকোন অবস্থায় ❤️❤️
👍
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
😮😮
নাটকটা অসাধারন লেগেছিলো আমার। আবারো দেখা হবে, যদি কেউ একজন এই কমেন্টে লাইক করে।
চলে আসেন দেখেন
নাটক টা অসাধারণ বিষেশ করে রাহাত এর চরিত্র টা সত্যি প্রশংসনীয় বন্ধু ছেলে হোক কিংবা মেয়ে,, ভালো সময় যেমন তার পাশে থাকা হয় খারাপ সময় এ ও তার পাশে দাড়ানো উচিত,, রাহাত এর পারিবারিক শিক্ষা টাও অসাধারণ,, সব মিলিয়ে বর্তমান সময়ের সাথে মিল রেখে নাটক এর চরিত্র গুলো সাজানো হয়েছে নতুন অভিনেতা হিসাবে রাহাত এর অভিনয় অসাধারণ
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
এক কথায় অসাধারণ। একজন সত্যিকারের বন্ধুই পারে এরকম একটা সময়ে বন্ধুর পাশে থেকে তার সকল সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের পথ বের করে দিতে। এই রকম বন্ধুর অভাবে কতো প্রাণ অযথাই ঝরে পড়ে। এই রকম রাহাত সবার জীবনে আসুক❤️❤️❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
বিপদ না আসলে আপন মানুষকে চেনা যায় না,রিলেশন সবাই করতে পারে কিন্তু এর সঠিক মর্যাদা সবাই দিতে পারে না😭
মন খারাপ থাকলেই নাটকটা দেখি একটুখানি হলেও মনটা ভালো হয়❤️🥰
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
Jena korle avabei life hell hoi😢😢
নাটকটাই অসম্ভব সুন্দর,এমন একজন রাহাত প্রতিটা মেয়ের জীবনে আসুক।আল্লাহর কাছে একটাই চাওয়া এরকম রাহাত যেন আমাদের জীবনে আসে।এটাই প্রার্থনা। ❤❤❤নাটকটা জাস্ট অসাধারণ।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
আসলে যতই দেখি ততই অবাক হই..!
নাটকটা শেষে এত সুন্দর হবে বুঝতে পারিনা।
নাটকের ফাস্ট দৃশ্য ছিল বাস্তবতা কে ঘিরে। জাস্ট ওয়াও। ☺🌸
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
@@CloseUpBangladesh ইনশাল্লাহ কাছে আসার গল্পে থাকবো আমি আপনাদের পাশে।😍
অনেক দেরীতে হলেও নাটক টা দেখলাম । পরিচালক কে ধন্যবাদ এতো সুন্দর ভাবে বাস্তবতা কে তুলে ধরার জন্য । বর্তমান প্রজন্মের ক্ষেত্রে এই নাটক থেকে সচেতনতা ও শিক্ষা গ্রহণ করার অনেক বিষয় আছে..! এই নাটক টা মেয়েদের জীবনে যে খারাপ সময় আসে, সেই সময়টা তে কিভাবে নিজের সাথে সংগ্রাম করে বাচতে হয় সেই শিক্ষাটাই দিয়েছে। বিপদের সময় যে ব্যক্তি ভরসা হিসেবে পাশে থাকে সেই-ই প্রকৃত বন্ধু । তবে এটাও ঠিক, ভাল বন্ধু চেনার জন্য বা পাওয়ার জন্য ইচ্ছে করে অন্যায় করে জ্ঞানপাপী হওয়াটাও ন্যায়সঙ্গত নয়। সে মূহূর্তটায় একধরনের করুনাই পাওয়া হয়। প্রকৃত বন্ধুর কাছে নিজেকে আজীবন ছোট করে রাখাটাও কোন বুদ্ধিমানের বিষয় নয়।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
Natok ta onk sundor
বর্তমান সময়ের সেরা নাটক ♥️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
নাটকটা আগে দেখছি, সমালোচনা লিখেছি। কিন্তু পুরস্কার পাওয়ার পর আবার দেখলাম.........সত্যি পুরস্কার পাওয়ার মতো নাটক ছিল। কাহিনীটা সমসাময়িক, বন্ধুদের মধ্যে এমন ঘটনা ঘটতেই পারে, তাই বলে সাধু সাজার কিছু নেই ?? এইসব ব্যাপারে সহযোগিতা খুব দরকার কাছের মানুষের কাছে থেকে, আর মেয়েরা এই ঘটনাটা আবেগ দিয়ে ঘটিয়ে ফেলে, পরে ভয় পেয়ে উল্টা পাল্টা কিছু করে ফেলে, যা পরিবার ও নিজের জন্য খুবই কষ্টকর হয়। এতে ছেলেরা বরাবরই এরিয়ে যায়, যেনো দোস শুধু মেয়েটার ?? আসলে এই ব্যাপারে দুজনেই দোষী। সুপার অভিনয় ছিল তটিনী ও শ্বাসত এর।
ei joghonno ghotona ghottei pare na, eta khubi kharap kaj...
এক কথায় অসম্ভব সুন্দর একটা নাটক❤️❤️❤️
এই নাটকটি অনেক কিছু শিক্ষা দেই,, এটা যে একটা মেয়ের জীবনে হাজারো সমস্যা থাকলেও একটা প্রকৃত বন্ধু ও ভালবাসার মানুষ পেলে, সে তার জীবনকে সুন্দর করতে পারে,,।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
অর্থ বহ একটা নাটক। এটা আরো কয়েক বছর পর যখন মানুষ দেখতে আসব এ আশা করি শিখবে। ভালবাসা বিশ্বাস এ। কাউকে ভুলতে না পারা টা ভালবাসা। এমন কেউ যার সান্নিধ্য কিছু সময় না পেলে অস্থির হয়ে উঠে মন এটাই ভালবাসা। হে এটাই ভালবাসা।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
ইরা রাহাত চরিত্রে থাকা দুজনের অভিনয় খুবই ন্যাচারাল লেগেছে 😊
খুব শিক্ষনীয় বিষয়, যা বর্তমান সময়ের প্রায় প্রতিটা ভুল প্রেমের চিত্র,
তবে এসব থেকে সাবধান হতে হবে, ভালোবাসা মানে সব কিছু উজাড় করে দিয়ে বিশ্বাস করানো নই,
ভালোবাসা মানে আস্তা ভরষার প্রতীক,
কোনো কিছুতে বিনিময় করে ভালোবাসা কখনো প্রমাণ হয়না,
এমন সামাজিক নাটক আবারও দেখবো😊 আবার কিছু শিখবো অপেক্ষায় রইলাম❤❤
ধন্যবাদ 😊❤
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
Dktor sotti tai bolec
প্রমান রেখে গেলাম ১৫-১২-২৩
অসাধারণ লেগেছে পরিচালক কে অসংখ্য ধন্যবাদ এরকম শিক্ষনীয় নাটক নির্মান করার জন্য।
কাল্পনিক হলেও বাস্তবে অনেকের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
এটা শুধু একটা নাটক না,,,,,!
একটা আবেগের নাম হয়ে থাকবে,,,সময় সব জানে,,। নাটকটা দেখলাম আর ভাবলাম যদি শেষ না হতো,,শেষ হবে তো, তাহলে নাটকটা ১ ঘন্টা ৩০ মিনিটের হতো।
যদি সম্ভব হয় তাহলে নাটকটার ২য় পাঠ চাই ❤️❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
হুম ২য় পাট প্লিজ ❤
@@CloseUpBangladesh 2 part plz 🙏
কি অদ্ভুত ব্যাপার, যাকে আমি মনে প্রাণে চায় তাকে অন্য কেউ এমনিতে ই পেয়ে যায় 💖💖💖
Atai to niyom boss ...
Tik tai
নাটক টা দেখে, খারাপ পথে না যেয়ে, শিক্ষা নেওয়া উচিৎ। শু সময়ে অনেকেই বন্ধু হয়, অ সময়ে কেউ কারো নয়।
একটা মেয়ের জীবনে রাহাতের মতো ফ্রেন্ড থাকলে আর কোনো কিছু প্রয়োজন নেই সত্যি সবাই এক না পৃথিবীতে ভালো খারাপ মিলে ওই দুনিয়া নাটক টা মন ছুঁয়ে গেছে অসাধারণ নাটক
এই সব নাটকে সম্ভব। বাস্তবে নয়।
কম করে না হোক ৫বার দেখেছি। এখন আবার দেখলাম। তাও পুরোনো মনেই হচ্ছে না।❤️
Love from West Bengal (India)
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
স্বাগতম
Big respect bro👏
সত্যি এমন পরিস্থিতিতে একজন মেয়ের জন্য নিজের মানসিকতার সাহস যোগানো একজন কাছের বন্ধু যথেষ্ট .. ❤💛
অনেক সুন্দর ছিল ....👌👌💗💞
১বছরের অবসান ঘটিয়ে অসাধারণ একটি গল্প উপহার দেওয়ার জন্য অসঙ্খ ধন্যবাদ close up টিমকে.!😊🥰
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
Rahat seleta k raghab er moto lage
৪১.০২ সেকেন্ড এর নাটক টা সম্পুর্ন ভিন্ন, ভালো মন্দ সব বিষয় রয়েছে, যা বতমান সময়ের বিশেষ প্রয়োজন, শিক্ষার মত বুঝার মত অনেক কিছু রয়েছে, বতমান যুব সমাজের জন্য,, ধন্যবাদ পরিচালক সহ সকল কে ❤️❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
ইনশাআল্লাহ সব সময় আছি, ক্লোজআপ এর সাথে 👍
জীবনে চলার পথে এ রকম বন্ধু না থাকার কারণে কত জীবন মূহুর্তে শেষ হয়ে যাচ্ছে তা বর্ণনাতীত!
তোমাকে পেয়ে গেলে বা এখন পর্যন্ত তোমার সাথে থাকলে হয়তো এই নাটক টা এতটা ভেতর থেকে অনুভব করতে পারতাম না । 2023 সালের 13 ই মে শনিবার 11:25 বাজে আমি এই কমেন্ট এ স্মৃতি রেখে গেলাম । যতবার এটাই লাইক পরবে আমার কাছে নোটিফিকেশান আসবে । আমি আবারো আসবো নাটকটি দেখে অনুপ্রাণিত হবো। ইনশাল্লাহ আগামী তে আমি আমার আমি হয়ে ভালো থাকবো ।
আপনি বেঁচে আছেন এটাই আলহামদুলিল্লাহ, আচ্ছা আপনি কি সেই সময় কোন সাপোর্ট পেয়েছিলেন..?
Come back
মানুষ বাঁচে আশায় আর ভালোবাসায়!
Beyman ra khub sarthopor.beymaner sey bisakto solona ajo kolija kapiye diye jay.
আজকে 13মে 2024সাল অনেক মিল কিন্তু
সত্যি বলতে সিঙ্গেলরাই এই নাটকগুলো দেখার জন্য অপেক্ষায় থাকে 😊
True
Ho vai
Asole
ভাই তুমি একদম মনের কথা বলেছো
😂😂😂😂
মন খারাপের মূহুর্তে কাছে আসার গল্পের নাটকগুলো দেখে মন ভালো করে নেই🙂🙂
প্রতি বছর নতুন নাটকের জন্য অপেক্ষায় থাকি😊😊
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
সত্যিই এক কথায় অসাধারণ নাটকটা।প্রতিটা মেয়ের জীবনে এমন একটা রাহাত থাকলে হয়তো কোন মেয়েরই জীবনে অপূর্ণ কিছু থাকবে না।🖤❤️
😂😮😂
যদি শেষ না হতো, বারবার নাটকের সময়ের দিকে তাকাচ্ছিলাম ❤
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
Amio
সেরা টু ইউ
Just wow
Kisu bolar vasha nai
Amun mon manosikotar manus jodi sobay hoto life kotoi na sundor hoto
অতীত টুকু জেনেও যে পাশে থাকবে-সেই তো ভালোবাসা পাবার যোগ্যতা রাখে।❣️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
অতীত থাকা মেয়েদের বিয়ে করা বোকামি ছাড়া আর কিছু না।
Yes
নাটকটি এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতে পারলাম না.... মনে হচ্ছিল নাটকটা যেন শেষ না হয়(অসাধারণ 💖💯)
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
 🤣🤲🤣🤣🤣🥹🥹
same
তটিনী আপুকে ইয়াস ভাইয়া ছাড়া অন্য কারো সাথে নাটক করতে ভালো লাগে না,আই লাভ ইউ তটিনী ।।।
মানুষ সব সময় ভুল মানুষের প্রেমে পরে 💔 এই নাটকে তাই তুলে দরা হয়েছে ❤️
অনেক ভালো লাগলো নাটক টা 👌
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
এমন বিপদে এমন একটা বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার 🙂😊
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
Hi Torsha chowdhuri 😎😍😘😘reply
No promise no commitment দিন শেষে সব কথা গুলো মন খুলে বলতে দাও...
পরের টা পরে দেখা যাবে।।
অসাধারণ ছিল🙂
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
নাটকটা খুব ভালো লেগেছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য যেটা শিক্ষনীয় রিলেশনশিপে থাকা কোন খারাপ কিছু নয় কিন্তু তার মানে এই নয় যে তার সীমা অতিক্রম করতে হবে যেটা বিশেষ করে একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে তাই সকলের চিন্তাভাবনা করে সবকিছু করা উচিত তাই বলা হয় যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর একটা কথা না বললেই নয় অনেক অনেক ধন্যবাদ রাহাত❤❤
এক কথায় অসম্ভব সুন্দর ছিলো নাটকটা🖤🔥 রাহাতের চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে! যে সবকিছু জানার পরেও কিভাবে সাপোর্ট দিয়ে গেছে..আসলে বাস্তব জীবনে রাহাতের মতো কেউ থাকলে আমাদের সবার জীবনই সুন্দর হতো...
সেরা একটা নাটক ছিলো! অনেক শিক্ষনীয়.. 💯🌼
দুনিয়া অনেক দূর এগিয়ে গেছে। নাটকের সাথে যুক্ত সবাই অসাধারণ অভিনয় করেছেন। এত সুন্দর বাস্তবতার সাথে মিলে গেল! বলতেই হবে জাস্ট ওয়াউ।
শিক্ষণীয় বিষয়।
নাটকটা জীবনের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে 🙂 ভালো লাগল ❤
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
@@CloseUpBangladesh নাটকটা সত্যি ভালো হইছে
আপনাদের ও ধন্যবাদ সুন্দর অভিনয় জন্য
Khub Khub Sundor Hoyeche Natak Ta.
Real Life er Sotti Ke Tule Dhora Hoyeche.
Tar Sange ''Adil'' er Moto Characterless Cheleder Asol Character Gulo Tule Dhora Hoyeche ...
Jibone Sotti "Rahat" Er Moto Bondhu Onek Dami And Onek Proyojon......
Thank To All The Team Members Of This Drama.....
Love From India......❤️❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
Welcome.....
And Thanks to your all team members.....
শুধু রাহাত না রাহাতের পরিবারের শিক্ষাটা ও অসাধারণ 🥰
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
@@CloseUpBangladesh সময় থাকতে ভালো হও। একদিন মরতে হবে ক্লোজাপ! তখন টের পাবা
যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার পাক তাদের জন্য যন্ত্রণা দায়ক শাস্তি অপেক্ষা করছে দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন তোমরা জান না।
যারা মুমিন তারা যেন শইতানের পায়ের ছাপে না হাটে। অবশ্যই সে অশ্লীলতা আর খারাপের তাগিদ দেয়। সে তোমাদের আর তোমাদের বউ এর শত্রু।
ব্যাভিচার পশুদের কাজ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন তাদের উপর আর মানুষের জন্য আল্লাহ বানাইছেন বিয়ে আর রক্তের সম্পর্ক। দয়াময়ের দাস তারাই ব্যাভিচার করে না। যারা করবে তদের শাস্তি দিগুণ করা হবে।
মুমিনদের উচিত ব্যাভিচারী নারী ও পুরুষদের ১০০ চাবুক মারা এবং মুমিনদের এক দল সেটা দেখুক। এবং তাদের বিন্দু মাত্র সহানুভূতি পাওয়া উচিত নয় যদি তারা আল্লাহ ও শেষ বিচারে বিশ্বাস রাখে।
@@CloseUpBangladesh can we get a part 2 of this one? This one is a masterpiece. I have watched it several times. Onekdin por erokom ekta natok pelam jeta barbar dekhte iccha korbe. ❤️
Hmm😌
রাহাতের মতো বন্ধু পাওয়া টা সত্যিই ভাগ্যের ব্যাপার...!💖
সত্যি অসম্ভব সুন্দর নাটক টা।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
এই নাটক টা মন ছুঁয়েছে,, কিভাবে পাশে থাকতে হয় , ভালোবাসতে হয় তা ফুটিয়ে তুলেছে,এক কথায় অসাধারণ ছিল ❤️❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
টাকা
গাড়ি
ব্রাইট ফিউচার নিয়ে আপনিও থাকুন এমন গল্প প্রতিদিন আপনিও তৈরি করতে পারবেন।
আমি নাদিয়া। ইন্টার ২য় বর্ষে পড়ি এই আমি কোনো রিলেশন করি নাই আজ অবদি কিন্তু সবসময় একটা ভয় কাজ করে রিলেশন করে তাদের সবার সাথেই মনে হয় এমন হয় এজন্য রিলেশনে যাওয়া হয়নি। প্রায়ই রিলেশনশিপ টপিক নিয়ে ভিডিও দেখি কিন্তু হঠাৎ ফেসবুক এ শর্ট ভিডিওটি সামনে পড়ল চার্জ দিলাম ইউটিউব এ দেখলাম অনেক অনেক অনেক অনেক ভালো লাগলো নাটকটা যা বলে বোঝানোর মতো না । নাটকের পরিচালক কে অসংখ্য ধন্যবাদ । বর্তমান জেনারেশনের সাথে মিলিয়ে সুন্দর একটা ভিডিও আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। আসলেই রাহাতের ক্যারেক্টারের টপিক নিয়ে এমন সমস্যায় ঐ মেয়েদের মেন্টালিটির সাপোর্ট হয়ে ছেলেরা এগিয়ে আসুক 🥰🙂
কথা দেয় অনেকেই, কথা রাখে আর কয়জন।
নিজের প্রয়োজন মিটলে, বদলে যায় প্রিয়জন।💔😔
ভাবছিলাম নাটকটা টেনে দেখবো,, কিন্তু নাটকের এত সুন্দর অভিনয়,,আর এত সুন্দর গল্প,,,
মনে হচ্ছে এত তারাতারি শেষ হলো কেন??
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
ভালো সময় সবাই পাশে থাকে খারাপ সময়টা নিজেকেই ফেস করতে হয় ✊ এখন একজন বন্ধু থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠা বাস্তব জীবনে খুব কম হয় 👩❤️👨 ভবিষ্যতে নতুন প্রজন্ম কিছু'টা হলেও শিখবে এই নাটক থেকে আশা করি৷ ধন্যবাদ দিয়ে ছোট করবো না পরিচালক ও Close up পরিবার'কে 🫂 এমন ভালো কিছুই আশা আপনাদের কাছে সব সময় ❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
সব মেয়ের জীবনে এমন রাহাত আসবেনা! আর আসলেও সেটা এমন নাটক সিনেমাতে!!! So be careful সব মেয়েরা,,! শুধু মেয়েদের বললাম এজন্য যে, আমাদের সমাজে মেয়েরাই শেষ মেষ দোষী হয়!!! সুতরাং এই সব পাপ কাজ থেকে দূরে থাকা উচিৎ!!! ধন্যবাদ সব্বাইকে!❤❤❤
রাইট
২০১৫ থেকে দেখা শুরু করেছি, ক্লোসআপের নাটকগুলো আমার কাছে শীত আর বসন্তের মিশ্র অনুভূতি 🌸
আমি Addicted 😍
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে
এই নাটক টা মেয়েদের জীবনে যে খারাপ সময় আসে, সেই সময়টা তে কিভাবে নিজের সাথে সংগ্রাম করে বাচতে হয় সেই শিক্ষাটাই দিয়েছে। আর মেয়েদের কে যে সব ছেলেরা ভালবাসবে তা নয়, সব পরিস্থিতিতে যে পাশে থাকে সেটাই ভালবাসা। নাটকটা শিক্ষনীয় 👍👍
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
একদম ❤
.
❤❤❤
অসাধারণ একটা নাটক
বার বার মনে হচ্ছিলো নাটকটা যদি শেষ না হতো!
Just অসাধারণ 🖤
Exactly
Yes.
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
নাটক দেখি আর নাটকের সময় দেখি শেষ হইয়া যাইবো নাকি
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
খুব সুন্দর নাটক। মন ভালো করার মতন
Love From Kolkata, INDIA ❤️
দিনশেষে এমন একজন মানুষ পাশে থাকলে আর কি লাগে❤অথচ এখন সবাই সুযোগ খোঁজে,স্বার্থের টানে পাশে থাকার অভিনয় করে,স্বার্থ ফুরালে ছেড়ে যাওয়ার অযুহাত খুঁজে 🙂
@@hrshoukat2870 অথচ আমার পাশে এমন মেন্টালি সাপোর্ট দেওয়ার কেউ নেই,,প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি,,ডিপ্রেশনে ডুবে যাচ্ছি দিন দিন,,যদিও এমন সিচুয়েশন আমার না।অন্য এক সিচুয়েশনে আছি ভিষণ খারাপ ভাবে😔
আসলেই ভাষা হারিয়ে ফেলেছি🥺
এতো সাপোর্টিভ মানুষ ও হয় রাহাতের মতো💓আমরা আসলেই ভুল মানুষকে ভালোবেসে ফেলি💔
আর রাহাতের মানুষ ই প্রয়োজন দিনশেষে ✨
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
Comments from CALCUTTA-INDIA
D.Roychowdhury Sr.Citizen
Practicing Corporate Trainer and Consultant
I remain thankful to the Director of this film for an Excellent movie- with a very bold story with contemporary issues of students social lfe and premarrige relationships. Storytelling had very different twists with several layers till end.
Lead Actor Rahat and RIA both have performed their Characters so natural and realistic which is at par Excellence.
All other characters specially senior actors have played with perfection to justify their Characters.
I convey my Greetings for all Cast & Crew's of the production Team and Distribution company for the film.
I remain Thankful for the entire Team.
D..Roychowdhury
Allah Hafeez may God Bless you 💐🙏
খুব খুব সুন্দর একটা নাটক।শাশ্বত এবং তটিনীর খুবই ন্যাচারাল অ্যাক্টিং। অপূর্ব,নিশো , মেহজাবিন দের পরবর্তী সময়ে এদের দুজনে দর্শকের কাছে নিশ্চিত ভালোবাসার জায়গা তৈরী করতে পারবেন।❤❤❤❤❤
কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক🎉
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
সত্যিকারের ভালোবাসা মানেই শারীরিক সম্পর্ক না ।। সত্যিকারের ভালোবাসা মানে ভালোবাসার মানুষের প্রতি দায়িত্ববোধ , বিপদে তাকে দূরে ঠেলে দেওয়া না । ধন্যবাদ Close-up Bangladesh কে , এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য ।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
এবারের সেরা নাটক হয়তো এটাই হবে🖤 সম্মানের ভালোবাসার জয় হোক💥
একদম
ভূল থেকেও শিক্ষা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা পাওয়া যায় ।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
একদম সত্য
eKdOm 💜
নাটকটা দেখে মনে হচ্ছে,, জীবনের একদম বাস্তব রূপ ছিল।।
অসাধারণ ছিল প্রতিটা মুহুর্ত💝💝
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন।
এবছরের কাছে আছে আর গল্প কোথায়??@@CloseUpBangladesh
Natok ti dekhechilm er ageo..ajk you tube e samone dekhe r lov samlate parlm na ...jdi eiti natok kintu tabuo mone hocche ora dui jone khub vlo thakuk..jai hok abr dekhte asbo jdi keu like dey notification dekhe ...natoker parichalk k asonkhyo dahnnobad amrdr eto sundor akti natoke dekhanor jonno..❤️😊
same
কোনো একটা ভুল মানুষকে পরিবর্তন করা শিখায় এবং সঠিক পথে নিয়ে যায়, এই নাটকই তার বাস্তব চরিত্র ....।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
Hmmm
Absolutely right
Right
- এই সিজনের সবচেয়ে সুন্দর নাটক এটি ❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
@@abdullahalarafat6291
- ভালোবাসা সব দিক দিয়েই সুন্দর ভাইয়া ☺️
রাইট
সবাইকে পেতে হয় না , জীবনে কিছু মানুষকে পেয়ে গেলে দুঃখটাকে এত কাছ থেকে দেখা হতো না 🙂 সবকিছুর পরেও জীবন সুন্দর 😊
অমি অনেক নাটক দেখেছি কিন্তু কখনো কমেন্ট করেনি এই প্রথম করলাম। এক কথায় মন ছুয়ে গেছে নাটকটা দেখে। সত্যিটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাহাতে মত ছেলে এমন মন মানুষিকতা তুলনা হয়না। রাহাতে মত জিবনসঈী থাকলে আর কি চায়🥰 ❤❤❤❤
close up মানেই ভিন্ন কিছু 😊 সত্যি বলতে আমি এই নাটক গুলোর অপেক্ষায় থাকি❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
প্রেম তো সেখানে প্রাপ্তি পায়''
প্রেমিকা প্রেগন্যান্ট হওয়ার পর ও সব হাসি খুশিতে মেনে নেওয়া প্রতিশ্রুতি দেওয়া। ❤
❤️
এতো সুন্দর নাটক মনে হচ্ছে আগে কখনো দেখা হয়নি ❤
আমার লাইপে বেস্ট একটা নাটক
হে নাটকটা বানানো কিন্তু যোগউপযোগী. দেখে অনেক ভালো লেগেছে,
সেখান থেকে অনেকটা বিষয় শিক্ষা নেয়ার আছে আমাদের।
প্রতিটা মেয়ে বা ছেলে একদিন মা -বাবা হবে, তোমার আচরণ তোমার সন্তানরা পাবে। ইসলাম কখনো ছেলে মেয়ের বন্ধুত্ত সাপুট করেনা, কারন এই নাটক টি প্রমান।
আশাকরি আমরা সবাই নিজে থেমে দায়িত্বশীল হয়ে যাবো।
ধন্যবাদ লেখক ভাইকে।
অনেক দিন পর চোখে লেগে থাকার মতো একটা নাটক দেখলাম। এমন প্রাণবন্ত অভিনয় অনেক দিন দেখিনি। প্রিয় জুটি হয়ে থাকবে তোমরা💜
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
নতুন হিসেবে দুজনের এক্টিং অন্য লেভেলের ছিলো🖤
Just Nailed It🤍
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
Totini new nah ageh o natok korse kowk ta.
১বছরের অবসান ঘটিয়ে অসাধারণ একটি গল্প উপহার দেওয়ার জন্য অসঙ্খ ধন্যবাদ close up টিমকে.!😊🥰
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
প্রকৃত ভালোবাসা তো সেটাই যে সুখে দুখে সব সময় তার পাশে থাকবে 💔❤️❤️
নাটকটা অনেকটা বাস্তব জীবনের সাথে মিলে গেছে,,অনেক ভালো হইছে বলে বোঝানোর ভাষা নেই 🙂
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
এই গল্প টি সম্পুর্ণ বাস্তব জীবনের,, ঘটন
Yes
Right
@@CloseUpBangladesh এই নাটক টার ব্যাকগ্রাউন্ড মিউজিক টির নাম জানাবেন প্লিজ ভাই? খুবই ভালো লেগেছে
তোমাকে পেতেই হবে। তোমায় ছাড়া বাঁচব না... এমন ভালোবাসার চেয়ে শুধু পাশে থাকতে চাই....এইটা বেশি সুন্দর ☺️💙
অসাধারণ ছিল বাস্তবতা তুলে ধরা হয়েছে নাতকটিতে...মেন্টালী সাপোর্ট দেওয়ার জন্য সব মেয়ের এই রকম ভালো বন্ধু থাকাটা খুবই প্রয়োজন☺
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
Ami 3 times dekhlam natak ta. Abaro dekhbo. Khub valo laglo.
অসাধারণ অভিনয়❤️ সব কিছু নিখুঁত, পরিপাটি ছিল।রাহাত এবং রাহাতের পরিবারের শিক্ষাটাও অসাধারণ । বর্তমান অন্য পাচটা নাটকের চেয়ে অনেকটাই আলাদা❤️❤️
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
আমার কাছে রাহাত ও রাহাতের মার চরিত্রটা অনেক ভালো লাগছে । 🥰
এই নাটকটা যুগের সাথে মিলিয়ে অনেক শিক্ষণীয় ছিল । ☺️❤️
এরকম একটা গল্পের সাথে এনায়েত ভাই জড়িত এই ব্যাপারটাতে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি।
আমাদের দেশের সংস্কৃতি কত দ্রুত বদলে যাচ্ছে ভেবেই কষ্ট লাগছে।এমন একটা কাহিনী তে অনেকেই ভালো ম্যাসেজ খুঁজে পাচ্ছেন।বিপদে বন্ধু পাশে থাকে।কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা ভুলকে এখানে প্রমোট করা হয়েছে। "তুমি জীবনে কিছু ভুল করো তাহলে ভালো সঙ্গী পাবে।" অথচ ঘটনা পুরো বিপরীত ঘটে। ভুলের সাথে সাথে জীবন কতটা বেদনাদায়ক হয় সেটা দেখানো বেশি জরুরি ছিলো।আপনি অনেক মানুষের আইডল, আপনার জীবন আইডল হিসেবে রাখার মতই।কিন্তু এধরনের নাটক প্রি ম্যারাইটাল সেক্স এবং এক্সট্রা ম্যারাইটাল এ্যাফেয়ার কে বাহবা দেয়।যা আপনার ফলোয়ারদের জন্য মঙ্গলের নয়।
এটাতো কাছে আসার গল্প নয়, এটাতো ভরে দেয়ার গল্প। এই ২০২৩ সালে কে কাকে কিভাবে ভরে দিচ্ছে তারই উদাহরণ
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
সময়ের ব্যবধানে মানুষ এমন একটা কিছুর প্রাপ্য-ই হয়ে ওঠে, যা তার প্রত্যাশার চেয়েও অধিকতর উত্তম 🙂
নাট্যকটা অনেক সুন্দর
@@tanjinaakter605 নাটকটা আসলেই অনেক সুন্দর, কিন্তু আমার মতে ক্লোজ আপ কাছে আশার গল্প না হয়ে, যদি পাশে থাকার গল্প হতো তাহলে বেপারটা আরো সুন্দর হতো 😁😚
আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ওয়াও কে কে নাটকটা আমার মত টিকটক থেকে দেখে ইউটুবে আসছ
Ami
Ami😊😊
Me
Ami
আমি