কখন যে চোখে জল এসেছে টেরও পাইনি, মুছতেও চাই না, এখনও তো আমার দেশের পাশে বা তারও পাশে দেশ জ্বলছে, বোমা পড়ছে, গুলি চলছে বাজি ফাটানোর উল্লাসে, আমার নিজের দেশে কতো মানুষ আপন দেশের মানুষের রক্ত ঝরাতে অস্ত্রে শান দিচ্ছে!!!! এতো সুন্দর সাহিত্য আজও কি ভীষণ প্রাসঙ্গিক! এমন লেখক তার সৃষ্টি বিস্ময় জাগায়, আর মীর আপনি অনন্য!!! মূর্তির মধ্যে যেমন প্রাণ প্রতিষ্ঠা করা হয় ,আপনি তেমন সাহিত্যকে চলচ্চিত্রের রূপ দেন!!! অনেক অনেক শুভেচ্ছা পুরো টিমকে ❤❤
ভাগ্যিস মীর এই চ্যানেলটা বানিয়েছিল!! Thanks to him for creating this channel!! আমাদের মত যারা গল্প শুনতে ভালবাসি মীরের গলায় তাদের কাছে এই চ্যানেল টা সত্যিই খুব special!❤️
এই গল্পটা শুনছি আর আমার চোখের সামনে যেন সেই যুদ্ধের প্রেক্ষাপট ভেসে উঠছে....আর আমার অজান্তেই আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছে... কোনভাবেই তাকে আমি বাঁধ মানাতে পারছি না... অসাধারণ উপস্থাপনা, অসাধারণ পরিবেশনা আর অসাধারণ পরিচালনা.... অনেক অনেক অভিনন্দন তোমাদের... টিম "মরণের ডঙ্কা বাজে"... আর আরো একবার প্রণাম জানাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে... খুব খুব খুব সুন্দর
গল্পটা এখনও পড়া হয়নি কিন্তু এখন মনে হচ্ছে না পড়া হলেও কোনো ক্ষতি হয়নি এতটাই সুন্দর লাগলো এই উপস্থাপনা, চোখের জল তো হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারলাম না, ক্যাপ্টেন তোমার কাছে আবদার করার শেষ নেই, তোমার কাছে চাওয়ার কোনো শেষ নেই, তোমার রেকর্ড তুমিই ভাঙো আবারও নতুন করে গড়ে তোলো সবকিছু, অপেক্ষায় থাকলাম এমন সুন্দর আরও আরো কালজয়ী উপন্যাস এবং গল্পের জন্যে। কাদিয়ে মন টা হালকা করে দিলে তুমি ক্যাপ্টেন ,ভালোবাসা নিও সবসময় সুস্থ থেকো ❤❤❤❤।
Fascinating story. Lived in Singapore for more than a decade and knowing the background of Japanese atrocities in 2nd world war wonder how Bibhutibhusan Bandhapadhaya provided such vivid descriptions of the war as if he saw the war. Amazing!
কি অপূর্ব পরিবেশনা, মোহিত হয়ে শুনলাম, মনে হচ্ছিল যেন চোখের সামনে ঘটছে, এতটাই প্রাণবন্ত লাগছিল, অনেক অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি গল্প বাছার আর পরিবেশন করার জন্য ❤
বাঙালি হয়ে জন্মে খুবই গর্বিত, পেয়েছি বাংলা সাহিত্যের নানা অভূতপূর্ব সৃষ্টি, যেগুলোর স্বাদ পাওয়ার থেকে অনেকেই বঞ্চিত . Sunday Suspense এবং গপ্পো মীরের ঠেক আমাদের জীবনের দুটি অবিচ্ছিন্ন অঙ্গ . প্রচুর ভালোবাসা.
গল্প টা এতো সুন্দর করে প্রতিস্থাপন করলেন যেনো মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত আমি সামনে থেকে দেখছি ... শুনতে শুনতে কল্পনার সাগরে ভেসে গেছিলাম .....love you mir da ❤
অসাধারণ! পরপর দুটো পর্ব শুনে চোখের সামনে প্রতিটা চরিত্র কে দেখতে পেলাম। মীরদার বর্ণনার সাথে সাথে পেজের ডিজাইন যিনি করেছেন তাকেও অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। এরূপ গল্পের প্রত্যাশায় থাকলাম।
গল্পটা আমি পড়িনি কিন্তু যখন শুনছিলাম তখন মনেহচ্ছে সবকিছুই আমার চোখের সামনে ঘটছে। ধন্যবাদ মীরদা ভাগ্যিস তুমি এই চ্যানেলটা বানিয়েছিলে ।আমরা যারা গল্প শুনতে ভালবাসি এই চ্যানেলটা তাদের কাছে খুবই special ❤❤❤❤ love you মীরদা
যুদ্ধ কি ভয়াবহ!!! শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল! উপন্যাস টা পড়া নেই। কিন্তু এতো সুন্দর উপস্থাপনা! যেনো চোখের সামনে দেখলাম পুরোটা! অনবদ্য!। গপ্পো মীরের ঠেক কে কুর্নিশ ❤
যুদ্ধের কথা চিরকাল গল্পেই পরে এসছি,এই গল্পের মাধ্যমে যেনো চোখের সামনে বাস্তবের মতো অনুভব করলাম সাউন্ড ইফেক্ট মীর দার জাদু কণ্ঠ আর সম্পূর্ণ টীম নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছে❤❤ ধন্যবাদ মীর দা ধন্যবাদ গপ্পো মির এর ঠেক এর পুরো টিমকে।
লালগোলা থেকে সিয়ালদাহ যাবার পথে শুনছি ।আর বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি।আর তার সাথে একটা ভয়। গল্প শুনে মজা লাগলো না ভয় কিছুই বুঝতে পারলাম না ❤।দুটোই পার্ট শুনলাম । Love you Mir Sir
এটা খুবই সত্যি যে মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস বাঙালি হয়ে জন্মে ছিলাম। এই গল্পটার কথা বললে বলতেই হয় এত দুর্দান্ত ভাবে গল্প পরিবেশন খুব কম সময়ই পেয়েছি। এরকম ভাবে নিজের অজান্তে নিজেকে গল্পের ভিতর ঢুকে যেতে খুব কমই দেখেছি। আমি গল্পের পোকা , প্রতিটা গল্পের ছোট ছোট জায়গা judge করে থাকি। কিন্তু এই গল্প বিচার করার ইচ্ছে বা সাধ্য আমার নেই। অপূর্ব ভয়েস,অপূর্ব টাইমিং, এবং সর্বোপরি অপূর্ব background music গল্পে যেনো প্রাণ ঢেলে দিয়েছে।
All that matters is combo!!!! Bibhutibhushan Bandyopadhyay's writing + Mir Afsar Ali's Story telling ... Can't have a better combo than this!!!!!! Daruuuuuuunnnnn!!!!!!
বিভূতভূষণ এর এই অনবদ্য সৃষ্টি এবং এই ঠেক এর কুশীলবরা তাদের কণ্ঠস্বরের এর দ্বারা যে অভিনয় করেছেন,তাতে নাটক টি শ্রোতাদের কাছে দৃশ্যমান হয়ে উঠেছে।বলাই বাহুল্য,অন্য মাত্রা পেয়েছে। এটাই হলো স্বাধীনভাবে ও সানন্দে করা কাজের সুপ্রতিফলন। Captain "awesome sala"❤❤❤❤❤👍👍👍👍👍
the first atom bomb গল্পটা পড়েছিলাম, এই গল্প পড়া ছিল না, কিন্তু দুই গল্পের কত মিল, শুধু মন দিয়ে শুনলাম আর যুদ্ধের বর্বরতা অনুভব করলাম, জানি না আর কত রক্ত ঝরবে এই পৃথিবীতে, যুদ্ধ নয় শান্তি চাই
গল্পটা দারুন বিশেষ করে প্রথম পর্ব টা সেই দুই যুবক চাকরির খোঁজে বিদেশ পারি দিলো তারপর আবার সেই দেশ দিয়ে অন্য দেশে গেলো মানে অল্প বয়সে যে রক্ত গরম থাকে সেটা ওই যুবক দুই জনের পাঠ থেকে জানতে পারলাম মীর দা খুব সুন্দর হয়েছে ❤️
What a writing. Now I know why people are so emotional with Bengali literature. But I think this is because of Mir's magical voice and presentation. You made my day sir.
Ektu boro request chilo Mir da... Sherlock Holmes er 'A Study in Scarlet', Taranath Tantrik er 'Madhusundari Debir Abirbhab' Othoba Saradindu Bandopadhay er lekha ekta Oitihasik Uponyas pele boro valo hoto ♥️
যুদ্ধবিগ্রহ যে জীবনের শেষ কথা নয়, এই গল্প আরো একবার তা বুঝিয়ে গেল। কিছু স্বার্থলোভী পিশাচদের ক্ষুদ্র মনতাস্তিক মতাদর্শের উর্ধ্বে যে মনুষ্য প্রাণ, যা যুদ্ধের দামামাকে উপেক্ষা করে মানুষকে মানুষ বানায়, এই গল্প তারই প্রতিমূর্তি।
কিছু ক্ষনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম ,যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর তার রূপ যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম লেখকের অসামান্য লেখনিতে আর গল্প বলিয়ের অসামান্য বাচক ভঙ্গিমায়। ধন্যবাদ উভয় কেই,
Anek din agee pora golpo ajke jeno arokbar sune monta bismito o agrohe mon ta vore gelo....Apurbo golar abedon e nibedon. Chokher samne jeno sposto....Khub valo laglo....Thanks goppo mir er thek💝💝💝
🙏বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়🙏 এর এমন একটা গল্প, সেই গল্পকে মীর আফসার আলীর জীবন্ত রূপে বর্ননা করা, বিভিন্ন চরিত্রে চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য পেশ করা.. সব মিলিয়ে দারুণ গল্পের বিকাশ.. 😮😮 চীন~জাপানের এমন ভয়াবহ যুদ্ধের পর, আবার অ্যালিস বিমল মিনি সুরেশ্বর ও দয়ালু প্রফেসর লি.. একসাথের আলাপ আলোচনা, মনকে আবেগের বৃষ্টিতে ভিজিয়ে দিলো.. সমস্ত অভিনেতা অভিনেত্রী দের নমস্য নমস্য নমস্য.. 🙏 🎉🙏 🎉🙏 ❤❤
❤খুব সুন্দর গল্প। উপস্থাপনা দারুণ। কিন্তু গল্পটার শেষটা যদি এমন হতো যে -- এমন সময় খবর এলো জাপানে মার্কিন বোমা পড়েছে দুটো শহর ধ্বংস হয়েছে। জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। যুদ্ধ শেষ হয়েছে। তাহলে আমার মনটা আর একটু বেশি তৃপ্ত হতো।
গল্পটা সত্যিই ভীষণ ভালো লাগলো চিনা vs জাপান কিন্ত গল্পঃ তো শেষ হলো না । চীন দের শেষ পরিণতি কি হলো জাপানিরা শেষ পযন্ত পরাজয় হলো নাকি ফিরে গেলো। বিমল ,আলেশ বা কি হলো একে অপরকে মনের কথা বলতে কি পারলো ওরা। বা সুরেশ মিনির বা কি হলো ওদের ভালো বাসা জানতে পারলো । নাকি তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ।।।। আপনারা বলুন। গল্পঃ 3rd part চাই।।। না শুনতে পেলে রাতে ঠিক করে ঘুম হবে না।।।।। আমি জানি এই গল্পঃ টা অনেক বড়ো কিন্তু অসম্পূর্ণ রয়ে রয়ে গেলো।।।।।।।❤❤❤❤😢😢😢 3 maskitiar টা খুবই সুন্দর খুবই জনপ্রিয়ত হয়েছে ।।। আশাকরি এটাও হবে।। 3rd part না শুনলে। মজা লাগবে না প্লিজ মীর দা next week 3rd part অতি অবশ্যই চাই । পরে শনি বার অপেক্ষায় থাকবো দয়া করে দেবে তোমার কাছে Riquest রইলো।। অনকে অনেক ধন্যাবাদ । সবাই কে এত সুন্দর গল্পঃ উপহার দেয়ার জন্য এরকম বিদেশ গল্পঃ শুনতে আমার বেশি ভালো লাগে।।💕🌹🌹🌹🌹💞💕💕🙏
Hats off... jemon lekha temon uposthapona... ami jodio chinese army r bhokto noi ... kintu prottekta muhurto jeno ek ekta suspense and Mirer gola jeno recreating the scenes... jemon gola temon expression... chotobelai oneke abritti class korechen... Mirdar ekta abritti class khola uchit... Best of luck.
মীর স্যার তুমি আমাদের বাঙালি দের সাহিত্য যে এতটা বৈচিত্র্যময় ও সুন্দর সেটা আজকের ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দিচ্ছো hats soft মীর স্যার. গল্প নিয়ে কিছু বলার মতো ভাষা নেই. কিন্তু একটা কোথা অবশ্যই বলব তুমি please এই কাজ টা চালিয়ে যাও 💖💖💖💝💝
মীরদা আমি আপনার খুব বড় fan, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এত সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করার জন্য। আপনার কাছে আমার অনুরোধ দয়া করে আপনি যদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "বিপ্রদাস" উপন্যাসটি উপস্থাপন করেন তাহলে খুব খুশি হব।😊😊
বাংলা সাহিত্যের ইতিহাসে একজন মহান লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি নোবেল পুরস্কার পাওয়ার প্রকৃত যোগ্য।❤ আর মীরদার গল্প বলার দক্ষতার জন্য গল্পগুলো এক জীবন্ত রূপ পায়। ❤❤ মীরদাকে সশ্রদ্ধ প্রনাম আর ভালোবাসা জানাই। ❤❤❤
🎉 বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত চ্যানেল ও অডিও স্টোরি জগতের বিখ্যাত মুখ "মীর ভাইজানের ঠেকে" শুনবো গল্প মরনের ডঙ্কা বাজে🎉🎉🎉 সবাই ভালো তো???? সবাই কে অনেক শুভকামনা 🎉🎉🎉 জানাই আমি (গল্প পাগলা ) সেই সুদূর ওপার বাংলা থেকে 🎉🎉🎉
কখন যে চোখে জল এসেছে টেরও পাইনি, মুছতেও চাই না, এখনও তো আমার দেশের পাশে বা তারও পাশে দেশ জ্বলছে, বোমা পড়ছে, গুলি চলছে বাজি ফাটানোর উল্লাসে, আমার নিজের দেশে কতো মানুষ আপন দেশের মানুষের রক্ত ঝরাতে অস্ত্রে শান দিচ্ছে!!!! এতো সুন্দর সাহিত্য আজও কি ভীষণ প্রাসঙ্গিক! এমন লেখক তার সৃষ্টি বিস্ময় জাগায়, আর মীর আপনি অনন্য!!! মূর্তির মধ্যে যেমন প্রাণ প্রতিষ্ঠা করা হয় ,আপনি তেমন সাহিত্যকে চলচ্চিত্রের রূপ দেন!!! অনেক অনেক শুভেচ্ছা পুরো টিমকে ❤❤
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি লেখা যেন এক একটি রত্ন। 🙏❤️
good
Ekdom... 🤟🤟🤟🤘
গল্পটা পড়িনি কিন্তু শোনার সময় মনে হচ্ছে যেন সবটাই চোখের সামনে দেখতে পাচ্ছি। কারো জাদুকরী কণ্ঠের প্রভাব এতটাই হয়....❤️
really😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
glpo naa eta uponyaas
Ek dom thik kotha
Ami tomr konthe sunte chi .. miss 🤐🙊
L...m
ভাগ্যিস মীর এই চ্যানেলটা বানিয়েছিল!! Thanks to him for creating this channel!! আমাদের মত যারা গল্প শুনতে ভালবাসি মীরের গলায় তাদের কাছে এই চ্যানেল টা সত্যিই খুব special!❤️
Shotyi awesome
অপূর্ব ❤❤❤❤❤❤❤❤❤
Romanche vora ❤
uu
😅11u6au
'বহু শতাব্দীর জড়তা দূর করে পুরুষের পাশে এসে দাঁড়িয়েছে নারী '- বড়ো ভালো লাগে এই উক্তিটি।
"আগুন লাগাবে ওরা, আর কে নেভাবে সে আগুন".. এই কথাটা দারুণ মর্মান্তিক মর্মস্পর্শী, আর রক্তাক্ত আর্তনাদ বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ কী জিনিস......!!!? 😑😑😑
মাঝে মাঝে ভাবি, ভাগ্যিস বাঙালি হয়ে জন্ম নিয়েছিলাম, না হলে বাংলা সাহিত্যের আসল মজা থেকে বঞ্চিত হতাম. we love you mir da ❤️
Taadon ki idiot box শুনতে পারেন ভালো লাগবে
😊😊
😊
Thik kotha
😊😊
এই গল্পটা শুনছি আর আমার চোখের সামনে যেন সেই যুদ্ধের প্রেক্ষাপট ভেসে উঠছে....আর আমার অজান্তেই আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছে... কোনভাবেই তাকে আমি বাঁধ মানাতে পারছি না... অসাধারণ উপস্থাপনা, অসাধারণ পরিবেশনা আর অসাধারণ পরিচালনা.... অনেক অনেক অভিনন্দন তোমাদের... টিম "মরণের ডঙ্কা বাজে"... আর আরো একবার প্রণাম জানাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে... খুব খুব খুব সুন্দর
গল্পটা এখনও পড়া হয়নি কিন্তু এখন মনে হচ্ছে না পড়া হলেও কোনো ক্ষতি হয়নি এতটাই সুন্দর লাগলো এই উপস্থাপনা, চোখের জল তো হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারলাম না, ক্যাপ্টেন তোমার কাছে আবদার করার শেষ নেই, তোমার কাছে চাওয়ার কোনো শেষ নেই, তোমার রেকর্ড তুমিই ভাঙো আবারও নতুন করে গড়ে তোলো সবকিছু, অপেক্ষায় থাকলাম এমন সুন্দর আরও আরো কালজয়ী উপন্যাস এবং গল্পের জন্যে। কাদিয়ে মন টা হালকা করে দিলে তুমি ক্যাপ্টেন ,ভালোবাসা নিও সবসময় সুস্থ থেকো ❤❤❤❤।
মীর ভাই তোমার গল্পের অপেক্ষায় থাকি কখন তোমার গলা শুনতে পাব তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মন ভালো হয়ে গেল ভালো থেকো
Fascinating story. Lived in Singapore for more than a decade and knowing the background of Japanese atrocities in 2nd world war wonder how Bibhutibhusan Bandhapadhaya provided such vivid descriptions of the war as if he saw the war. Amazing!
কি অপূর্ব পরিবেশনা, মোহিত হয়ে শুনলাম, মনে হচ্ছিল যেন চোখের সামনে ঘটছে, এতটাই প্রাণবন্ত লাগছিল, অনেক অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি গল্প বাছার আর পরিবেশন করার জন্য ❤
বাঙালি হয়ে জন্মে খুবই গর্বিত, পেয়েছি বাংলা সাহিত্যের নানা অভূতপূর্ব সৃষ্টি, যেগুলোর স্বাদ পাওয়ার থেকে অনেকেই বঞ্চিত . Sunday Suspense এবং গপ্পো মীরের ঠেক আমাদের জীবনের দুটি অবিচ্ছিন্ন অঙ্গ . প্রচুর ভালোবাসা.
গল্প টা এতো সুন্দর করে প্রতিস্থাপন করলেন যেনো মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত আমি সামনে থেকে দেখছি ... শুনতে শুনতে কল্পনার সাগরে ভেসে গেছিলাম .....love you mir da ❤
গপ্পো মীরের ঠেকের প্রত্যেক শিল্পী এবং কলাকুশলিকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রদুত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীদের অসংখ্য অভিনন্দন। রেকর্ডিং স্টুডিওর সবাইকে জানাই অভিনন্দন।
গায়ে কাঁটা দিলো, মনে হলো যেন যুদ্ধের মধ্যে পৌঁছে গেছি। মীর দা কে অসংখ্য ধন্যবাদ, এই আড্ডা এই ভাবেই যমুক।
অসাধারণ! পরপর দুটো পর্ব শুনে চোখের সামনে প্রতিটা চরিত্র কে দেখতে পেলাম। মীরদার বর্ণনার সাথে সাথে পেজের ডিজাইন যিনি করেছেন তাকেও অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। এরূপ গল্পের প্রত্যাশায় থাকলাম।
সত্যিই বাংলা সাহিত্যের এমন কাহিনী তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ । গর্বিত যে আমি বাঙালি । যেখানে এমন সাহিত্যের রত্নভান্ডার আছে ।❤❤
গল্পটা আমি পড়িনি কিন্তু যখন শুনছিলাম তখন মনেহচ্ছে সবকিছুই আমার চোখের সামনে ঘটছে। ধন্যবাদ মীরদা ভাগ্যিস তুমি এই চ্যানেলটা বানিয়েছিলে ।আমরা যারা গল্প শুনতে ভালবাসি এই চ্যানেলটা তাদের কাছে খুবই special ❤❤❤❤ love you মীরদা
খুব সুন্দর ❤️এটা শুনে শঙ্খ ঘোষের লেখা কবিতা মনে পড়ে গেল "আয় আরো বেঁধে বেঁধে থাকি"💫
বাংলা সাহিত্য বাঙালির হৃদয়কে উদ্বেলিত করে ...... মীরদা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের হৃদয়কে নতুন করে নাড়া দেয়ার জন্য...❤
Hi❤
যুদ্ধ কি ভয়াবহ!!! শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল!
উপন্যাস টা পড়া নেই। কিন্তু এতো সুন্দর উপস্থাপনা! যেনো চোখের সামনে দেখলাম পুরোটা! অনবদ্য!।
গপ্পো মীরের ঠেক কে কুর্নিশ ❤
যুদ্ধের কথা চিরকাল গল্পেই পরে এসছি,এই গল্পের মাধ্যমে যেনো চোখের সামনে বাস্তবের মতো অনুভব করলাম সাউন্ড ইফেক্ট মীর দার জাদু কণ্ঠ আর সম্পূর্ণ টীম নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছে❤❤ ধন্যবাদ মীর দা ধন্যবাদ গপ্পো মির এর ঠেক এর পুরো টিমকে।
লালগোলা থেকে সিয়ালদাহ যাবার পথে শুনছি ।আর বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি।আর তার সাথে একটা ভয়। গল্প শুনে মজা লাগলো না ভয় কিছুই বুঝতে পারলাম না ❤।দুটোই পার্ট শুনলাম । Love you Mir Sir
অপেক্ষার দামামা বাদ্য বীভৎস উত্তেজনা মীর আফসার আলী.. আর সাথে সাথেই তোমার ভয়ংকর দরাজ ভয়েস.. 🤗 শুরুতেই এমন কলনাদ শুনে শরীর কেঁপে উঠলো.. 😮🙏 এবার বাকীটা শুনি তারপর বলবো যুদ্ধের আর্তনাদ কেমন লাগলো.. 🤗🤗💚
এটা খুবই সত্যি যে মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস বাঙালি হয়ে জন্মে ছিলাম।
এই গল্পটার কথা বললে বলতেই হয় এত দুর্দান্ত ভাবে গল্প পরিবেশন খুব কম সময়ই পেয়েছি। এরকম ভাবে নিজের অজান্তে নিজেকে গল্পের ভিতর ঢুকে যেতে খুব কমই দেখেছি।
আমি গল্পের পোকা , প্রতিটা গল্পের ছোট ছোট জায়গা judge করে থাকি। কিন্তু এই গল্প বিচার করার ইচ্ছে বা সাধ্য আমার নেই।
অপূর্ব ভয়েস,অপূর্ব টাইমিং, এবং সর্বোপরি অপূর্ব background music গল্পে যেনো প্রাণ ঢেলে দিয়েছে।
All that matters is combo!!!! Bibhutibhushan Bandyopadhyay's writing + Mir Afsar Ali's Story telling ... Can't have a better combo than this!!!!!! Daruuuuuuunnnnn!!!!!!
বিভূতভূষণ এর এই অনবদ্য সৃষ্টি এবং এই ঠেক এর কুশীলবরা তাদের কণ্ঠস্বরের এর দ্বারা যে অভিনয় করেছেন,তাতে নাটক টি শ্রোতাদের কাছে দৃশ্যমান হয়ে উঠেছে।বলাই বাহুল্য,অন্য মাত্রা পেয়েছে। এটাই হলো স্বাধীনভাবে ও সানন্দে করা কাজের সুপ্রতিফলন। Captain "awesome sala"❤❤❤❤❤👍👍👍👍👍
গল্পের শেষ কিছু মিনিট মন টা কেমন শান্ত করে দিলো ❤️... Thanku Mir da 💐
চোখে জল এসে গেল, পুরো গল্পটায় মনে হল চোখের সামনে ভাসছে 😢😢।।। মীর দা তুমি সত্যিই অসাধারণ ❤
the first atom bomb গল্পটা পড়েছিলাম, এই গল্প পড়া ছিল না, কিন্তু দুই গল্পের কত মিল, শুধু মন দিয়ে শুনলাম আর যুদ্ধের বর্বরতা অনুভব করলাম, জানি না আর কত রক্ত ঝরবে এই পৃথিবীতে, যুদ্ধ নয় শান্তি চাই
গল্পটা শুনে মনেপ্রাণে একেবারে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ডুবে গিয়েছিলাম ৷ ধন্যবাদ মির দাকে৷❤
গল্পটা দারুন বিশেষ করে প্রথম পর্ব টা সেই দুই যুবক চাকরির খোঁজে বিদেশ পারি দিলো তারপর আবার সেই দেশ দিয়ে অন্য দেশে গেলো মানে অল্প বয়সে যে রক্ত গরম থাকে সেটা ওই যুবক দুই জনের পাঠ থেকে জানতে পারলাম মীর দা খুব সুন্দর হয়েছে ❤️
এখন শুনছি চোখ বন্ধ করে,আর শিউরে উঠছি যুদ্ধের বীভৎসতায়।যেন একটা মুভি চলছে।দেখতে পাচ্ছি সব।
Imaginations Power of Bibhutibhusan Bandhyopadhyay 🙏☮️
What a writing. Now I know why people are so emotional with Bengali literature. But I think this is because of Mir's magical voice and presentation. You made my day sir.
Ektu boro request chilo Mir da...
Sherlock Holmes er 'A Study in Scarlet',
Taranath Tantrik er 'Madhusundari Debir Abirbhab'
Othoba Saradindu Bandopadhay er lekha ekta Oitihasik Uponyas pele boro valo hoto ♥️
First er duto chai e chai... Please dio Mir da
গল্পটা পড়া হয়নি... কিন্তু শুনতে শুনতে মনে হচ্ছিল সবটাই যেন চোখের সামনে দেখতে পেলাম... 💖💖🙏🙏 অসাধারণ 👌👌👌❤❤❤
অসাধারণ উপস্থাপনা। গল্প টা শুনতে শুনতে যেন চোখের সামনে পুরো ঘটনা টা দেখতে পেলাম। মীর দার গলা শোনা টা যেন একটা নেশায় পরিণত হয়েছে।
যুদ্ধবিগ্রহ যে জীবনের শেষ কথা নয়, এই গল্প আরো একবার তা বুঝিয়ে গেল। কিছু স্বার্থলোভী পিশাচদের ক্ষুদ্র মনতাস্তিক মতাদর্শের উর্ধ্বে যে মনুষ্য প্রাণ, যা যুদ্ধের দামামাকে উপেক্ষা করে মানুষকে মানুষ বানায়, এই গল্প তারই প্রতিমূর্তি।
বিভূতিভূষণের গল্পগুলো অসাধারণ। অভিনয় তো দারুণ হয়েছে। ধন্যবাদ গপ্পো মির এতো সুন্দর কাজের জন্য।
The sound designing of this story was just Awesome. It took the story to a different level. What a presentation Mir da. ❤.
গল্প শুনতেও ভয় লাগছে। অসাধারণ অসাধারণ অসাধারণ উপস্থাপনা। মীর দা ও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্যই অনেক অনেক শুভ কামনা। সবাই ভাল থাকবেন ❤❤❤❤
গল্পটা শুনে মন ছুঁয়ে গেলো , Alice আর Bimal এর মধ্যে Chemistry টা দারুন লেগেছে ❤️
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর মীরের সংমিশ্রণ যেন অন্য মাত্রা এনেছে বাংলা সাহিত্যে Love you Mir ❤️❤️
মীরদা সত্যিই লেজেন্ড। ❤❤❤
তুমি অমর হও❤❤❤
গল্পটা পড়ে যতোটা ভালো লেগেছিলো শুনে তার চেয়ে বেশি ভালো লাগলো.. অসাধারণ হয়েছে.. আরো ভালো ভালো গল্পের অপেক্ষায় রইলাম.. ❤️❤️
কিছু ক্ষনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম ,যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর তার রূপ যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম লেখকের অসামান্য লেখনিতে আর গল্প বলিয়ের অসামান্য বাচক ভঙ্গিমায়। ধন্যবাদ উভয় কেই,
বিভূতিভূষণ বঙ্গোবধয়ায়কে কেন যে সাহিত্যে নোবেল পুরষ্কার দেওয়া হয়নি।
Bangla greatest novelist
শুরুটাই এত সুন্দর করে হয় যে, যেনো মনোমুগ্ধ ❤.
Sound effect আর মীর দার voice এর অদম্য পরিশ্রম,,, just অসাধারণ
Anek din agee pora golpo ajke jeno arokbar sune monta bismito o agrohe mon ta vore gelo....Apurbo golar abedon e nibedon. Chokher samne jeno sposto....Khub valo laglo....Thanks goppo mir er thek💝💝💝
মনের কোণে গভীর দাগ কেটে যাওয়ার মতো দুর্ধর্ষ এক আমরণ কাহিনী ❤।
স্মৃতিতে গেঁথে রইলো
অপেক্ষাই আছি দ্বিতীয় পর্ব শোনার জন্য।
🙏বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়🙏 এর এমন একটা গল্প, সেই গল্পকে মীর আফসার আলীর জীবন্ত রূপে বর্ননা করা, বিভিন্ন চরিত্রে চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য পেশ করা.. সব মিলিয়ে দারুণ গল্পের বিকাশ.. 😮😮 চীন~জাপানের এমন ভয়াবহ যুদ্ধের পর, আবার অ্যালিস বিমল মিনি সুরেশ্বর ও দয়ালু প্রফেসর লি.. একসাথের আলাপ আলোচনা, মনকে আবেগের বৃষ্টিতে ভিজিয়ে দিলো.. সমস্ত অভিনেতা অভিনেত্রী দের নমস্য নমস্য নমস্য.. 🙏 🎉🙏 🎉🙏 ❤❤
ভাষা নেই এই অনুভূতি বোঝানোর....
শুধু বলতে চাই ধন্যবাদ 🙏
❤খুব সুন্দর গল্প।
উপস্থাপনা দারুণ।
কিন্তু গল্পটার শেষটা যদি এমন হতো যে --
এমন সময় খবর এলো জাপানে মার্কিন বোমা পড়েছে দুটো শহর ধ্বংস হয়েছে।
জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।
যুদ্ধ শেষ হয়েছে।
তাহলে আমার মনটা আর একটু বেশি তৃপ্ত হতো।
শেষের কয়েকটা কথা মীরের গলায়... আহা অনবদ্য ❤️❤️
খুবই সুন্দর লাগছে গল্পটি সত্যিই অসাধারণ মিরদার গল্প গল্পের ভয়েসটা খুব সুন্দর লাভ ইউ মীর দা❤❤❤
যত দিন যাচ্ছে গপ্প মীরের ঠেকে তত আসক্ত হচ্ছি। টেক লাভ গুরুদেব। ❤ আসানসোল থেকে প্রতি সপ্তাহে ঠিক সময়ে চ্যানেলে অন হই।
একটা অনুরোধ - কর্নেলের গল্প চাই।
Thanks!
অপেক্ষার প্রহর কাটলো, লাভ ইউ মীর দা ❤
গল্পটা সত্যিই ভীষণ ভালো লাগলো চিনা vs জাপান কিন্ত গল্পঃ তো শেষ হলো না । চীন দের শেষ পরিণতি কি হলো জাপানিরা শেষ পযন্ত পরাজয় হলো নাকি ফিরে গেলো। বিমল ,আলেশ বা কি হলো একে অপরকে মনের কথা বলতে কি পারলো ওরা। বা সুরেশ মিনির বা কি হলো ওদের ভালো বাসা জানতে পারলো । নাকি তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ।।।। আপনারা বলুন। গল্পঃ 3rd part চাই।।। না শুনতে পেলে রাতে ঠিক করে ঘুম হবে না।।।।। আমি জানি এই গল্পঃ টা অনেক বড়ো কিন্তু অসম্পূর্ণ রয়ে রয়ে গেলো।।।।।।।❤❤❤❤😢😢😢
3 maskitiar টা খুবই সুন্দর খুবই জনপ্রিয়ত হয়েছে ।।। আশাকরি এটাও হবে।। 3rd part না শুনলে। মজা লাগবে না
প্লিজ মীর দা next week 3rd part অতি অবশ্যই চাই । পরে শনি বার অপেক্ষায় থাকবো দয়া করে দেবে তোমার কাছে Riquest রইলো।। অনকে অনেক ধন্যাবাদ । সবাই কে এত সুন্দর গল্পঃ উপহার দেয়ার জন্য এরকম বিদেশ গল্পঃ শুনতে আমার বেশি ভালো লাগে।।💕🌹🌹🌹🌹💞💕💕🙏
আসলে যখন গল্প টা লেখা হয়, তখনো যুদ্ধ শেষ হয়নি।
R ooo ekta golpe rwitabrata k chaiiii🥺🥺♥😍😍
অসাধারণ জাস্ট অসাধারণ... সত্যি ই যেনো মৃত্যুর মাঝে নবজীবন দেখতে পাচ্ছিলাম, আশা জেগে উঠেছিল যেনো সত্যের ই জিৎ হবে.. গল্প টা পড়িনি, তবে ভীষণ ভাবে উপভোগ করলাম, দারুন মিরদা ❤
যুদ্ধ এতোটাই নির্মম!
গল্পটা শুনতে শুনতে চোখে জল চলে আসছে!
Golpo bolar dharon ta sune Mone hochche chokher samne sabta dekhte pachchi, khub excited lagchilo ,darun bolar vongima❤
গল্পটা শেষ হয়ে ও যেনো হলো না।মিরদা তারাদাস বন্ধোপাধ্যায় এর কাজল গল্পটা শুনতে চাই
মীর দা এরপর ১টা ভূতের গল্পো চাই 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍plz
Betal
J kolom diye Pather Panchali beroy, sei kolom diyei emon thriller! Legend❤🎉
মিসির আলীর গল্পটা শুনার ইচ্ছে মীরদার কন্ঠে ❤
Hats off... jemon lekha temon uposthapona... ami jodio chinese army r bhokto noi ... kintu prottekta muhurto jeno ek ekta suspense and Mirer gola jeno recreating the scenes... jemon gola temon expression... chotobelai oneke abritti class korechen... Mirdar ekta abritti class khola uchit... Best of luck.
মীর স্যার তুমি আমাদের বাঙালি দের সাহিত্য যে এতটা বৈচিত্র্যময় ও সুন্দর সেটা আজকের ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দিচ্ছো hats soft মীর স্যার. গল্প নিয়ে কিছু বলার মতো ভাষা নেই. কিন্তু একটা কোথা অবশ্যই বলব তুমি please এই কাজ টা চালিয়ে যাও 💖💖💖💝💝
ওঃ অপেক্ষার অবসান। এবার মন দিয়ে শুনতে থাকি।
খুব সুন্দর উপস্থাপনা একদম টান টান উওেজনা দমবন্ধ করে শুনছি মীরের কন্ঠ তো তুলনা নেই 💞💞
Others are LITERATURE but বাংলা হলো সাহিত্য।।।।।বাংলা is emotion....
সত্যিই মীর জ্যাঠা। কি আর বলি বলোতো। জাস্ট অসাম।।❤
অসংখ্য ধন্যবাদ।।।
অপূর্ব উপস্থাপনা!
শেষ হয়েও হইলো না শেষ! ❤❤
মীরদা আমি আপনার খুব বড় fan, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এত সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করার জন্য। আপনার কাছে আমার অনুরোধ দয়া করে আপনি যদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "বিপ্রদাস" উপন্যাসটি উপস্থাপন করেন তাহলে খুব খুশি হব।😊😊
Bhison sundor ses arom dukkher golpe ❤ r Mir dar golay pran peyeche. Thank you team Goppo Mir er thek. Thank you Mir da 🦋
আহা গো ,, মীর দা কি দারুন গল্পঃ সো নালে সত্যি আমরা যারা গল্পের সোতা তোমায় পেয়ে আর তোমার ওই মিষ্টি কণ্ঠ সর পেয়ে আমরা খুব খুশি ,,,,,❤U Mir da ❤u
বাংলা সাহিত্যের ইতিহাসে একজন মহান লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি নোবেল পুরস্কার পাওয়ার প্রকৃত যোগ্য।❤
আর মীরদার গল্প বলার দক্ষতার জন্য গল্পগুলো এক জীবন্ত রূপ পায়। ❤❤
মীরদাকে সশ্রদ্ধ প্রনাম আর ভালোবাসা জানাই। ❤❤❤
সত্য অর্থেই উনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য
Mir daar voice ta miss korchilam
R mugdho hoa gelam last part ta sune
Thank you mir da ❤
Mir da tomake abar golpe fire peye khub happy... Sunday suspense theke Beria jawar por khub mon kharap hoia gachilo.... Anake Subho kamona tomar jenno
অসাধারণ একটা গল্প ❤❤❤❤❤❤❤ মনে হচ্ছে আমি ওই সব ঘটনার সাক্ষী 😢😢😢
অসাধারণ ধন্যবাদ মীর দা ও উনার টিম কে।
মীর স্যার..❤❤ বেতাল পার্ট মিস করছি... কবে আসবে আরো 24 টা? বেতাল পার্ট 😊
❤osadharon. Golpo, poribeson.. sesh onsho ta nie kichu blr nei. ❤Mir supremacy
অসামান্য পরিবেশন! ভীষণ ভীষণ আনন্দিত! আপ্লুত হলাম।
জাপানী অফিসার ওরফে মীর আফসার আলী.. তোমায় সেলাম 🙏💚🙏💚🙏 এমন নিখুঁত অভিনয় করেছ একই কন্ঠে পাঠক পরিচালক নায়ক.. excellent 👌 👌🙏👌👌তোমার রিয়াল চরিত্র.. 🤗🎉🤗🎉🤗
অসাধারন উপস্থাপনা, মীর তোমার এই সুন্দর ভাবনাটা বাঙালির সাহিত্য চর্চা আরো বাড়িয়ে দিলো।
এই গল্প টা আমার মনে নতুন স্মৃতি তৈরী করলো।❤
শুধু একটা কথা বলবো---- অসাধারণ
প্রথম বার একটা গল্প শুনে এতো কেঁদেছি...😢😢❤❤❤
Such a wonderfully made and performed production. The war environment so nicely created.
গল্পঃ বলার জন্য নোবেল হয় না? মীর স্যার আপনকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আপনাকে অনেক অনেক ভালোবাসি স্যার ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
গল্পটা শুনে মনে হচ্ছে আমিও ওখান এ উপস্থিত। আর দেশের প্রতি ভক্তি আরো বেরে গেল
বাংলা সাহিতের পতিটি লেখা যেন আমাদের কাছে একটা আলাদা অনু বুতি এবং সেই সাথে অনেকদিন ধরে ......................... 😭😭😭😭😭😭😭🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🇧🇩
🎉 বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত চ্যানেল ও অডিও স্টোরি জগতের বিখ্যাত মুখ "মীর ভাইজানের ঠেকে" শুনবো গল্প মরনের ডঙ্কা বাজে🎉🎉🎉
সবাই ভালো তো???? সবাই কে অনেক শুভকামনা 🎉🎉🎉 জানাই আমি (গল্প পাগলা )
সেই সুদূর ওপার বাংলা থেকে 🎉🎉🎉
বেশ আছি 🎉
এত সুন্দর গল্প পাঠ ভাষায় প্রকাশ করা যায় না। মীর বাবু র সাথে দেখ করার একটু ইচ্ছে ছিলো জানি না দেখা হবে কি না।
অসাধারণ উপস্থাপনা, অসাধারণ অভিনয় সক্কলের।❤❤