সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হুগলি জেলার পান্ডুয়া তে উনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে উনার বয়স কত 61 বছর উনার মত ভিলেন অসাধারণ গান করতে পারতেন এত তাড়াতাড়ি চলে যাবেন কেউ ভাবতে পারেননি উনি এখন যদি থাকতেন বাংলা ছবির শ্রেষ্ঠ ভিলেন তকমাটা উনি পেতেন😢🎉😢😢❤❤❤❤
বহ বছর আগে সেই 1974/ নাগাদ আর আমি তখন খুব ছোটো মানে আমার বয়স হবে 14/15 আর সেই সময় আমাদের একটা চায়ের দোকান ছিলো ভবানীপুরে স্টেট ব্যাঙ্কের সামনে। আমাদের যেখানে দোকান তার কাছেই মহানয়ক উত্তমকুমারের বাড়ী। যাইহোক ভানু বন্দোপাধ্যায়ে আমাদের দোকানে প্রায় চা পান কোরতেন। উনি মাঝে মাঝে আমাদের চায়ের প্রশংসা কোরতেন।তখন কিন্তু ওনাকে চিনতাম কিন্তু বুঝতাম না উনি কত মহান একজন মানুষ আর অভিনেতা। সম্মানীয় ভানু বন্দোপাধ্যায়ের বাড়ী হল চারু চন্দ্র আ্যভিনিইতে। দু এক বছর আগে জানলাম। আমি একজন ছাত্র আর ছাত্র ছাত্রীকে ওখানে পড়াতে গিয়ে নিজের চোখে দেখলাম। এখন অবশ্য সে বাড়ী নেই। ফ্লাট হোয়ে গেছে। ঐ বাড়ীর নাম ভানুশ্রী। এই বাড়ী দেখে আমার সেই 47/48 বছর আগের কথা মনে পরে গেল। ভানু জেঠু ছিলেন বেশ লম্বা আর গায়ের রং ছিলো দুধেআলতা। সুদর্শন মানুষ। উনি কোনোদিন আমাদের দোকানে বসেন নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বোলতেন অন্য লোকদের সাথে আর দু কাপ চা নিজে খেতেন এবং আরো সবাইকে খাওয়াতেন। তখনকার দিনে এক কাপ চায়ের দাম ছিলো মাত্র 20 পয়সা। মাত্র 20 পয়সা। তখন আমাদের কোনো ক্যামেরা ছিলো না তাই সেই সব সোনালী স্মৃতির কোনো চাক্ষুষ প্রমাণ নেই। 1981 সালে আমাদের চায়ের দোকান বন্ধ হোয়ে যায় লোকের অভাবে। এরপর 1981 সালেই আবার আমরা মুড়ি মুড়কি চিড়া বাতাসার দোকান দিলাম যদু বাবুর বাজারে। এখানে আমার প্রিয় খরিদ্দার হোলেন মাননীয় কমল মিত্র। বিখ্যাত অভিনেতা। উনি আমাকে প্রথম দিন সব্মধন কোরলেন উত্তমকুমারের ছেলে। কার দোকান, কে আছে? দোকানে কে আছে? আমি তো ছুটে এলাম, টিফিন খাওয়া বন্ধ করে। আচ্ছা, তোমার দোকান। তুমি তো দেখছি উত্তমকুমারের ছেলে! আমি বল্লাম ধন্যবাদ স্যর। এক কিলো মোটা মুড়ি দাও আর পাঁচশো বাতাসা। সে যুগে এক কিলো মোটা মড়ির দাম ছিলো মাত্র তিন টাকা। তিন টাকা। সম্মানিত কমল মিত্র মহাশয় বাজারে আসতেন লুংগি আর পানজাবী পোরে। হাতে এক থকলে। আমার সাথে প্রায় প্রতিদিন কথা বোলে যেতেন।বাস্তবে আর ছবিতে অবিকল এক দেখতে।। মাঝে মাঝে আমার বড় দাদাকে জিজ্ঞাসা কোরতেন কি ভাই আজ আসে নি। আমার দাদা উত্তর দিতেন, না, কলেজে গেছে। সে এক লম্বা স্মৃতি। উভয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। 18/4/24/
নমস্কার আমি ভক্ত ভানু অনুপম সরকার.... সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 আপনার দীর্ঘ পরিসরের এই লেখা দিদি ভাইয়ের কাছে অবশ্যই আমি পৌঁছে দেব... আপনার লেখা পড়ছিলাম আমার গায়ে কাটা দিচ্ছিল... সত্যিই শিহরিত হওয়ার মতো স্মৃতি... আপামোর দর্শক এবং ভানু বাবুর পরিবারের অনুপ্রেরণায় ভানু বাবুর কণ্ঠস্বর অনুকরণ করে মূলত নতুন সংলাপে কৌতুক নকশা পরিবেশন করে থাকি.... সম্ভব হলে এই চ্যানেলে ভক্ত ভানুর কৌতুক নকশা গুলি শুনবেন এবং অবশ্যই মূল্যায়ন মূলক মন্তব্য প্রকাশ করবেন... আপনার মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান🥰🙏
দিদি আপনাকে ভালো না বেসে ভালো না লেগে কি পারা যায় ! ওইরকম একজন মহান মানুষের কন্যা তার উপর আপনি নিজেও যে ভারী মিষ্টি । কি চমৎকার কথা বলেন । খুব খুব ভালো থাকুন দিদি 🙏🙏
আপনাকে দেখা তো একটা সৌভাগ্য যে আমাদের প্রিয় ভানু বাবুরই একটা অংশ আপনাকে দেখছি আর আপনার মুখের মধ্যেই ভানুবাবুর অবয়বের অনুভূতির অনুভব করার চেষ্টা করছিলাম আর হ্যাঁ এই চ্যানেল কেও অনেক ধন্যবাদ
আমার বয়স পঁচাত্তর বছর। আমি কাঞ্চন মূল্য সিনেমা দেখেছি,এখনও মাঝে মাঝে দেখি। গৌতম বনদোপাধাএ আপনার কোন দাদা?আর আপনি নিজেতো তপন সিংহর অতিথি সিনেমায় অভিনয় করেছেন। দুজনেই অসাধারণ অভিনয় করেছিলেন,জবাব নেই।আপনাদের দুজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আর আপনার কিংবদন্তী পিতার শ্রীচরনে শত শত কোটি প্রনাম।🍁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ভানু বন্দ্যোপাধ্যায় শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। মীরাক্কেলের একটি অনুষ্ঠানে আপনাকে দেখেছিলাম। অনেক চমৎকার কথা বলেন আপনি। যোগ্য পিতার যোগ্য কন্যা। আপনার প্রতি শ্রদ্ধা।
সমর্পণের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ... আপনার মন্তব্য দিদি ভাইয়ের কাছে আমরা অবশ্যই পৌঁছে দেব... আমরা চেষ্টা করব আপনাদের মনের মত বিষয়গুলো নিয়ে ভিডিও করতে 🥰🙏
@@Samarpan1অবশ্যই পাশে আছি, থাকবও । কারণ ভানুবাবু আমার অত্যন্ত প্রিয় অভিনেতা। আমি ৭৩ বছরের প্রবীণ মানুষ, তাই ভানুবাবুকে নিয়ে আলোচনায হলে আমি নস্টালজিয়ায় আক্রান্ত হই ।
Bashabi di !!As a child ,as a neighbour , have seen her during 1972=73 her iconic father Sri Bhanu Bandopadhyay is very much in my memory , specially when he use to stand in the veranda on first floor of Sangeet Sri and communicate with people. Gautam da ,her elder brother later on became our sought after person to discuss western music and the performing stars .Another brother who lives in Chicago is now little in my mind , but in one word , even today whenever I pass that corridor, 😅 I always look up to visualise my old memory !!!
Every Human being is Genetically Unique and not comparable to others. So is our "Bhanuda". His talking style, body languages & expression of emotions with accent of "Bangal" are so amusing that helped our many Bengali Films acclaim superbly mesmerizing. First time I saw you as younger Sister of Bhanuda. Your Voices are more polished with no signs of Bangal Tonal expressions. May be Genetically programmed from same Blood Connection, your way of explaining your personal credentials as requested by Anchor equally very sophisticated. Wish You Best of Luck. At the end, My Pronam to our Loving Departed Soul of Bhanuda to Immortality. Thanks to Author to let us meet Bashaba Di. The interface is mind blowing.
আমিও একই ভূল ধারণা নিয়ে ছিলাম এত দিন... আর কি সুন্দর করে কথা বলেন ভানু ব্যানার্জির কন্যা, খুব ভাল লাগলো❤সঠিক তথ্য পেয়ে সমৃদ্ধ হোলাম❤সঠিক তথ্য পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলকে❤চ্যানেল টি সাবস্ক্রাইব করলাম❤
So who really are Soumitra Bannerjee's parents and siblings? I would like to know because I thought he played a great villain, too. His half open drunken eyes. His swagger. His swollen face and slurry speech and other related 4:53 enunciations made him look like the perfect villain. Incomparable with today's cartoon villains mostly.
নমস্কার দিদি ! আপনার কথা অনেক শুনেছি আমার সহকর্মীদের থেকে [আমি ও বিদ্যাভারতী (মোমিনপুর)স্কুলে বহু বছর শিক্ষকতা করেছি]।আপনাকে আজ প্রথম দেখলাম। আমার বাড়ী আপনার বাবার বাড়ীর কাছেই…. চারু মার্কেটের পিছন দিকে । আমার কাকী শাশুড়ীর বাবার বাড়ীর সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে বলে শুনেছি । খুব ভাল থাকবেন ।
আমরা সত্যি মিথ্যা মিলিয়ে অনেক কথা বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে সংষ্কৃত জগতের বিশেষ করে চলচ্চিত্র জগতের মানুষ সম্পর্কে জানতে পারি। কিন্তু সেই সব মানুষদের বাড়ির লোকের মুখ থেকে কিছু শুনতে পাই তখনই আমরা সেই মানুষটির পূর্ণঙ্গ রূপ জানতে পারি। দিদি এটুকুতে মন ভরলো না। ওঁনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইচ্ছা করে। কারন পূর্ব বঙ্গের লোক বলেই কোথাও যেন একটা একাত্ম বোধ হয়।
Shrodhy ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা ভালো লাগবে না এমন কোন প্রশ্নই আসতে পারে না একজন অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মহান মহান ব্যক্তি ছিলেন ভগবান তার কল্যান করুন
টাইটেল বা থামলেইনে বিভ্রান্ত সৃষ্টি করে এমন কিছু লেখা হয়নি.... লেখাটা ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন.... এবং সঠিক তথ্য দিয়েই কনটেন্টটি তৈরি করা হয়েছে... আমার মনে হয় আপনি ভিডিওটি না দেখেই মন্তব্য প্রকাশ করেছেন.... 🙏
আপনাদের এবং ভানু বাবুর পরিবারের অনুপ্রেরণায় নতুন কিছু করার চেষ্টা করি... মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভক্ত ভানুর পক্ষ থেকে 🥰🙏
এই সকশাটকার না শুনলে আমি আজও জানতাম প্রয়াত সৌমিত্র ব্যানার্জি প্রয়াত শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে।এই ভুলটা বহন করেই চলতাম,কিংবা অনেকে করেন।কিন্তু কেন এটা হল কে জানে ?সাধ্যমত শেয়ার করে পরিচিত মহলে ভুল ভাঙ্গাবার চেষ্টা করব।🙏
Omg tai naki.. Bangla media keno thik bhabe prachar kore na... 😢 onar mane Basabi debir naam ka din aage janlam fb theke je ini Bhanu Banerjee'r meye.. Aaj onake RUclips dekhchhi first time... Chhotobela thekei jantam Soumitra r onar bon Ishani Banerjee Bhanu Banerjee's chelemeye 😢😂😢😂
Soumitra Banerjee doesn’t carry a father’s tag with him,but he carved a niche on his own,as a brilliant actor starting off with Mithun Chakraborty in Troyii,he hailed from a zamindar family of Damdama village of Pandua,so no street urchin.
Khub valo laglo karon Nanuda ra (Soumitra Banerjee) ak somoy Amader next-door-neighbour chhilo.Amra duto family khub ghonishtho chhilam.Amra thaktam South Kolkata ay Ballygunj First Lane ay. Oti dukkher bishoy holo akmatro Nanuda-Indranidir Konya chhara, ora sabai shantir paraparay chole gachhen. Oder Atmar Shanti kamona kori.🙏
I grew up in 33b old Ballygunj 1st lane Cal 19. Right next door to Nanu da. We were actually family. All his professional phone calls were from our phone. No Bhanu Banerjee not his relative
ভানুবন্দ্যপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম।আমাদের কাছে তিনি চিরকাল জীবিত থাকবেন।তাঁর পরিবারের সকলের প্রতি আমাদের অশেষ ভালবাসা ও শুভেচ্ছা।
🥰🙏
সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হুগলি জেলার পান্ডুয়া তে উনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে উনার বয়স কত 61 বছর উনার মত ভিলেন অসাধারণ গান করতে পারতেন এত তাড়াতাড়ি চলে যাবেন কেউ ভাবতে পারেননি উনি এখন যদি থাকতেন বাংলা ছবির শ্রেষ্ঠ ভিলেন তকমাটা উনি পেতেন😢🎉😢😢❤❤❤❤
৭১ বছর বয়স হতো
তথ্য জানিয়ে মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ.... যথার্থ বলেছেন আপনি... সৌমিত্র বাবু অসাধারণ অভিনেতা ছিলেন 🥰👌🙏
Mod kheyei gelo.
Jondis a okalei chole gechen😢
সত্যি, উনার জায়গা কেউ নিতে পারবেনা
বহ বছর আগে সেই 1974/ নাগাদ আর আমি তখন খুব ছোটো মানে আমার বয়স হবে 14/15 আর সেই সময় আমাদের একটা চায়ের দোকান ছিলো ভবানীপুরে স্টেট ব্যাঙ্কের সামনে। আমাদের যেখানে দোকান তার কাছেই মহানয়ক উত্তমকুমারের বাড়ী। যাইহোক ভানু বন্দোপাধ্যায়ে আমাদের দোকানে প্রায় চা পান কোরতেন। উনি মাঝে মাঝে আমাদের চায়ের প্রশংসা কোরতেন।তখন কিন্তু ওনাকে চিনতাম কিন্তু বুঝতাম না উনি কত মহান একজন মানুষ আর অভিনেতা। সম্মানীয় ভানু বন্দোপাধ্যায়ের বাড়ী হল চারু চন্দ্র আ্যভিনিইতে। দু এক বছর আগে জানলাম। আমি একজন ছাত্র আর ছাত্র ছাত্রীকে ওখানে পড়াতে গিয়ে নিজের চোখে দেখলাম। এখন অবশ্য সে বাড়ী নেই। ফ্লাট হোয়ে গেছে। ঐ বাড়ীর নাম ভানুশ্রী। এই বাড়ী দেখে আমার সেই 47/48 বছর আগের কথা মনে পরে গেল। ভানু জেঠু ছিলেন বেশ লম্বা আর গায়ের রং ছিলো দুধেআলতা। সুদর্শন মানুষ। উনি কোনোদিন আমাদের দোকানে বসেন নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বোলতেন অন্য লোকদের সাথে আর দু কাপ চা নিজে খেতেন এবং আরো সবাইকে খাওয়াতেন। তখনকার দিনে এক কাপ চায়ের দাম ছিলো মাত্র 20 পয়সা। মাত্র 20 পয়সা।
তখন আমাদের কোনো ক্যামেরা ছিলো না তাই সেই সব সোনালী স্মৃতির কোনো চাক্ষুষ প্রমাণ নেই। 1981 সালে আমাদের চায়ের দোকান বন্ধ হোয়ে যায় লোকের অভাবে। এরপর 1981 সালেই আবার আমরা মুড়ি মুড়কি চিড়া বাতাসার দোকান দিলাম যদু বাবুর বাজারে। এখানে আমার প্রিয় খরিদ্দার হোলেন মাননীয় কমল মিত্র। বিখ্যাত অভিনেতা। উনি আমাকে প্রথম দিন সব্মধন কোরলেন উত্তমকুমারের ছেলে। কার দোকান, কে আছে? দোকানে কে আছে? আমি তো ছুটে এলাম, টিফিন খাওয়া বন্ধ করে। আচ্ছা, তোমার দোকান। তুমি তো দেখছি উত্তমকুমারের ছেলে! আমি বল্লাম ধন্যবাদ স্যর। এক কিলো মোটা মুড়ি দাও আর পাঁচশো বাতাসা। সে যুগে এক কিলো মোটা মড়ির দাম ছিলো মাত্র তিন টাকা। তিন টাকা। সম্মানিত কমল মিত্র মহাশয় বাজারে আসতেন লুংগি আর পানজাবী পোরে। হাতে এক থকলে। আমার সাথে প্রায় প্রতিদিন কথা বোলে যেতেন।বাস্তবে আর ছবিতে অবিকল এক দেখতে।। মাঝে মাঝে আমার বড় দাদাকে জিজ্ঞাসা কোরতেন কি ভাই আজ আসে নি। আমার দাদা উত্তর দিতেন, না, কলেজে গেছে।
সে এক লম্বা স্মৃতি। উভয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। 18/4/24/
নমস্কার আমি ভক্ত ভানু অনুপম সরকার.... সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 আপনার দীর্ঘ পরিসরের এই লেখা দিদি ভাইয়ের কাছে অবশ্যই আমি পৌঁছে দেব... আপনার লেখা পড়ছিলাম আমার গায়ে কাটা দিচ্ছিল... সত্যিই শিহরিত হওয়ার মতো স্মৃতি... আপামোর দর্শক এবং ভানু বাবুর পরিবারের অনুপ্রেরণায় ভানু বাবুর কণ্ঠস্বর অনুকরণ করে মূলত নতুন সংলাপে কৌতুক নকশা পরিবেশন করে থাকি.... সম্ভব হলে এই চ্যানেলে ভক্ত ভানুর কৌতুক নকশা গুলি শুনবেন এবং অবশ্যই মূল্যায়ন মূলক মন্তব্য প্রকাশ করবেন... আপনার মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান🥰🙏
খুব ভালো লাগলো আপনার এই সাবলীল আলাপচারিতা 😊
সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি 🙏
ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় যাঁরা দেখেছেন তাঁরা কেউই ওনাকে ভুলতে পারবেন না। উনি বাঙালীদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।
দিদি আপনাকে ভালো না বেসে ভালো না লেগে কি পারা যায় ! ওইরকম একজন মহান মানুষের কন্যা তার উপর আপনি নিজেও যে ভারী মিষ্টি । কি চমৎকার কথা বলেন । খুব খুব ভালো থাকুন দিদি 🙏🙏
সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🙏 আপনি যথার্থই বলেছেন 👌 আপনার মন্তব্য দিদি ভাইয়ের কাছে আমি ভক্ত ভানু অনুপম পৌঁছে দেবো অবশ্যই... 🙏👍
সাক্ষাৎকারটি ভালো লেগেছে। ভানু বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় একজন অভিনেতা ছিলেন।
🇧🇩
আপনি বাংলাদেশ থেকে দেখছেন ...জানতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে... 🥰🙏
খুব ভালো লাগলো দিদি... খুব উচ্চ মানসিকতার মানুষ। দিদির কথা বলার style তার আভিজাত্যের পরিচয় দেয়।❤
খুব ভালো লাগলো। আপনার কথায় বেশ একটা sofistication/ পরিশীলীত আধুনিকতা আছে। প্রতিটি শব্দোচ্চারণে। যা আমাকে মুগ্ধ করলো।ভালো থাকবেন।
হবে না কেন একজন শিক্ষিকা।
আপনাকে দেখা তো একটা সৌভাগ্য যে আমাদের প্রিয় ভানু বাবুরই একটা অংশ আপনাকে দেখছি আর আপনার মুখের মধ্যেই ভানুবাবুর অবয়বের অনুভূতির অনুভব করার চেষ্টা করছিলাম আর হ্যাঁ এই চ্যানেল কেও অনেক ধন্যবাদ
দিদি আপনার বাচনভঙ্গি এত ভালো লাগলো.... সত্যি আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য কন্যা আপনি ৷ ভালো থাকবেন ৷
আপনার কথা , আমার মনের কথা এক
আপনার সঙ্গে আমিও আছি ❤❤❤
ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, তুলসী চক্রবর্তী র মত অভিনেতা বিরল । আমাদের দুর্ভাগ্য এঁদের যথাযোগ্য মর্যাদা আমরা দিতে পারিনি। ❤❤
যাক একটা ভ্রান্তির নিরসন হল। ভালো লাগলো video টা আপনার ব্যক্তিত্বময় presence এর জন্য।
আমার বয়স পঁচাত্তর বছর। আমি কাঞ্চন মূল্য সিনেমা দেখেছি,এখনও মাঝে মাঝে দেখি। গৌতম বনদোপাধাএ আপনার কোন দাদা?আর আপনি নিজেতো তপন সিংহর অতিথি সিনেমায় অভিনয় করেছেন। দুজনেই অসাধারণ অভিনয় করেছিলেন,জবাব নেই।আপনাদের দুজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আর আপনার কিংবদন্তী পিতার শ্রীচরনে শত শত কোটি প্রনাম।🍁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ভানু বন্দ্যোপাধ্যায়ের খুব একজন প্রিয় চরিত্র আমার কাছে❤❤❤❤❤❤
ভানু বন্দ্যোপধ্যায় নমস্য ব্যাক্তি, সশ্রদ্ধ প্রনাম।
প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় কে আমার প্রণাম।আপনাদের পরিবার সম্বন্ধে জানতে পেরে ভালো লাগলো।
সমর্পণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ পাশে থাকার জন্য 🥰🙏
ভানু বন্দ্যোপাধ্যায় শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান।
মীরাক্কেলের একটি অনুষ্ঠানে আপনাকে দেখেছিলাম। অনেক চমৎকার কথা বলেন আপনি। যোগ্য পিতার যোগ্য কন্যা।
আপনার প্রতি শ্রদ্ধা।
আমার কাছে একজন নমস্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়
আপনি একজন মহান গুনি শিল্পীর কন্যা। আপনাকে দেখেই সেই মহান শিল্পীকে যেন আজও দেখতে পাই এবং তৃপ্তি পাই।
আপনি অবশ্যই মহান শিল্পীর স্মৃতিচারণ করবেন আমারা শুনে আনন্দিত হবো। ধন্যবাদ দিদিভাই।
সমর্পণের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ... আপনার মন্তব্য দিদি ভাইয়ের কাছে আমরা অবশ্যই পৌঁছে দেব... আমরা চেষ্টা করব আপনাদের মনের মত বিষয়গুলো নিয়ে ভিডিও করতে 🥰🙏
আমার সশ্রদ্ধ প্রণাম জানাই কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য🥰🙏
@@Samarpan1অবশ্যই পাশে আছি, থাকবও । কারণ ভানুবাবু আমার অত্যন্ত প্রিয় অভিনেতা। আমি ৭৩ বছরের প্রবীণ মানুষ, তাই ভানুবাবুকে নিয়ে আলোচনায হলে আমি নস্টালজিয়ায় আক্রান্ত হই ।
Bashabi di !!As a child ,as a neighbour , have seen her during 1972=73 her iconic father Sri Bhanu Bandopadhyay is very much in my memory , specially when he use to stand in the veranda on first floor of Sangeet Sri and communicate with people. Gautam da ,her elder brother later on became our sought after person to discuss western music and the performing stars .Another brother who lives in Chicago is now little in my mind , but in one word , even today whenever I pass that corridor, 😅 I always look up to visualise my old memory !!!
Every Human being is Genetically Unique and not comparable to others. So is our "Bhanuda". His talking style, body languages & expression of emotions with accent of "Bangal" are so amusing that helped our many Bengali Films acclaim superbly mesmerizing. First time I saw you as younger Sister of Bhanuda. Your Voices are more polished with no signs of Bangal Tonal expressions. May be Genetically programmed from same Blood Connection, your way of explaining your personal credentials as requested by Anchor equally very sophisticated. Wish You Best of Luck. At the end, My Pronam to our Loving Departed Soul of Bhanuda to Immortality.
Thanks to Author to let us meet Bashaba Di. The interface is mind blowing.
যথার্থ মন্তব্য প্রকাশ করেছেন.... পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🥰🙏
Thanks a lot 🥰🙏
আমিও একই ভূল ধারণা নিয়ে ছিলাম এত দিন... আর কি সুন্দর করে কথা বলেন ভানু ব্যানার্জির কন্যা, খুব ভাল লাগলো❤সঠিক তথ্য পেয়ে সমৃদ্ধ হোলাম❤সঠিক তথ্য পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলকে❤চ্যানেল টি সাবস্ক্রাইব করলাম❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে... আপনাদের মন্তব্য আমাদের কে অনুপ্রাণিত করে... পরিবারের সদস্য হওয়ার জন্য কৃতজ্ঞ। 🥰🙏
দিদি শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের আমি অন্ধ ভক্ত
অনেকদিন ধরেই বাস্তব জীবনের চারুশশীর পরিচয় জানার ইচ্ছা ছিল। আমার শ্রদ্ধা জানাই। 🙏🙏🙏
So who really are Soumitra Bannerjee's parents and siblings? I would like to know because I thought he played a great villain, too. His half open drunken eyes. His swagger. His swollen face and slurry speech and other related 4:53 enunciations made him look like the perfect villain. Incomparable with today's cartoon villains mostly.
খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, ভানু বন্দ্যোপাধ্যায় 🙏🏻 এর কথা 🌹🙏🏻
এমন এক স্বনামধন্য মানুষের কন্যআ ,,, অথচ কতো বিনয়ী ,,,, ভীষণ ভালো লাগলো।চ্যানেল কে অনেক ধন্যবাদ,,এই প্রয়াস কে স্বাগত জানাই।
অসংখ্য ধন্যবাদ সমর্পণের পক্ষ থেকে আপনাকে পাশে থাকার জন্য 🥰🙏
ভানু বন্দোপাধ্যায়এর স্মৃতির প্রতি সশ্রদ্ধ সালাম। ওনার মৃত্যু নেই। উনার পরিবারের সবার প্রতি ভালোবাসা। প্লিজ বেশী করে, বার বার আপনার বাবার কথা বলুন।
মন্তব্য প্রকাশের জন্য সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ.... আপনারা আমাদের পাশে রয়েছেন... তাই অবশ্যই আমরা চেষ্টা করব 🥰🙏
সাক্ষাৎকারটা খুবই ভালো লাগলো!
এই ম্যাডামকে খুব ভালো লাগে! ❤❤
আহা দিদি ভাইয়ের গলাটা কি সুন্দর মিষ্টি সুন্দর বাচন ভঙ্গি
খুব ভাল লাগল। অনেক কিছু জানতে পারলাম ❤❤
খুব ভালো লাগলো।ভানু বাবুকে নিয়ে আরো অনেক কিছু জানার ইচ্ছে থাকলো।কোন মজার ঘটনা থাকলে জানাবেন। ভালো লাগবে। ধন্যবাদ।
আপনাদের মন্তব্য পেয়ে আমাদের আগ্রহ সত্যিই বাড়ছে... সঙ্গে থাকুন...আমরা চেষ্টা করব সব সময় আপনাদেরকে নতুন কিছু জানাবার.. 🥰🙏
বাসবী আমি চারু এভিনিউতে তোমাদের প্রতিবেশী ছিলাম। আমার বাবা ডাক্তার ছিলেন, মাঝেমাঝে তোমার বাবা আর বড় ভাই বাবার কাছে আসতেন। আমার নাম নন্দিতা
ধন্য আপনি ❤❤❤❤
বেশ ভাল লাগলো , প্রসঙ্গত , বিখ্যাত পরিচালক তপন সিংহ মহাশয়-এর 'অতিথি' ছবিতে শিশু শিল্পী হিসেবে আপনার সাবলীল অভিনয় খুব ভাল লেগেছিল - ভাল থাকবেন ।
মন্তব্য প্রবেশের জন্য অসংখ্য ধন্যবাদ🥰🙏 আপনার মূল্যবান মন্তব্য সমর্পণ অবশ্যই দিদি ভাইয়ের কাছে পৌঁছে দেবে 🙂👍
খুব ভালো
🎉
ঢাকা’র ভানু বন্দোপাধ্যায় এর কন্যার কথা শুনে ভালো লাগলো।ভালো থাকবেন,আশীর্বাদ রইলো।।।।।
ভাই বাঙালিদের মধ্যে নামকরা লোক সব বাংলাদেশে জন্ম।
🥰🙏 আপনার মন্তব্য এবং শুভকামনা অবশ্যই সমর্পণ দিদিভাইয়ের কাছে পৌঁছে দেবে...
আপনার কথা শুনে মুগ্ধ হলাম.
আমার প্রণাম নেবেন.
আপনার মন্তব্য দিদি ভাইয়ের কাছে সমর্পণ অবশ্যই পৌঁছে দেবে. 🥰🙏
এতদিন আমরা কি ভ্রান্ত ধারণা তেই মে ছিলাম।আজ আপনার সাক্ষাৎকারে সব কিছু পরিস্কার হয়ে গেল। জানলাম আপনার সম্পর্কে ও
কিছু জ্ঞাতব্য বিষয়।❤
মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ.... আপনাদের ভালোলাগা আমাদের কে অনুপ্রাণিত করে... 🥰🙏
ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিরাট মাপের অভিনেতা। শুধু একজন কমেডিয়ান অভিনেতা বললে ওনার অভিনয় প্রতিভাকে ছোট করে দেখা হবে
নমস্কার দিদি ! আপনার কথা অনেক শুনেছি আমার সহকর্মীদের থেকে [আমি ও বিদ্যাভারতী (মোমিনপুর)স্কুলে বহু বছর শিক্ষকতা করেছি]।আপনাকে আজ প্রথম দেখলাম। আমার বাড়ী আপনার বাবার বাড়ীর কাছেই…. চারু মার্কেটের পিছন দিকে ।
আমার কাকী শাশুড়ীর বাবার বাড়ীর সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে বলে শুনেছি ।
খুব ভাল থাকবেন ।
ভালো থাকবেন দিদি 🙏🙏
আমরা সত্যি মিথ্যা মিলিয়ে অনেক কথা বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে সংষ্কৃত জগতের বিশেষ করে চলচ্চিত্র জগতের মানুষ সম্পর্কে জানতে পারি। কিন্তু সেই সব মানুষদের বাড়ির লোকের মুখ থেকে কিছু শুনতে পাই তখনই আমরা সেই মানুষটির পূর্ণঙ্গ রূপ জানতে পারি। দিদি এটুকুতে মন ভরলো না। ওঁনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইচ্ছা করে। কারন পূর্ব বঙ্গের লোক বলেই কোথাও যেন একটা একাত্ম বোধ হয়।
Shrodhy ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা ভালো লাগবে না এমন কোন প্রশ্নই আসতে পারে না একজন অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মহান মহান ব্যক্তি ছিলেন ভগবান তার কল্যান করুন
ঠিক বলেছেন ❤❤❤❤
I think this is the most UNDERRATED composition... subsequently becomes obsolete ..how tragic ...
❤ khoob bhalo laglo apnar katha ...❤
যাকে আমি হাসির সম্রাট বলে ভালবাসি এবং ভীষন শ্রদ্ধা করি।তিনি হলেন ভানু বন্দোপাধ্যায়।
Darun laglo Vedio ta. The greatest actor Bhanu Banerjee and his family so far unknown now known to all..
মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ ... আপনাদের ভালো লাগা আমাদেরকে অনুপ্রাণিত করে 🥰🙏
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤
Bhalo laglo ei simple conversation.
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ🥰🙏
নমস্কার দিদি।
কি যে ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আপনার স্বর্গত বাবা আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ। প্রণাম তাঁকে।
আমি বাংলাদশ সিলেট থেকে দেখছি।
পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সমর্পণের পক্ষ থেকে 🥰🙏
কাকতোলিও ভাবে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ও ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুখের অদ্ভুত একটা মিল আছে আর টাইটেলটা একই, তাই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 😊😊😊😊
টাইটেল বা থামলেইনে বিভ্রান্ত সৃষ্টি করে এমন কিছু লেখা হয়নি.... লেখাটা ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন.... এবং সঠিক তথ্য দিয়েই কনটেন্টটি তৈরি করা হয়েছে... আমার মনে হয় আপনি ভিডিওটি না দেখেই মন্তব্য প্রকাশ করেছেন.... 🙏
@@Samarpan1 😄😄😄 আমি এখনে টাইটেল বলতে ভানু বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এর 'পদবি ' কে বলতে চেয়েছি, আপনার ইউটুবের কনটেন্ট টাইটেল নয়। 👈👈
ভানুবাবুর মুখের সঙ্গে সৌমিত্রর মুখের কোন মিল নেই।
@@apurbanag777 আমরা দুঃখিত আপনার মন্তব্য প্রথমে বুঝতে না পারার জন্য... পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂🙏
খুব ভালো লাগল দিদি আপনার কথা শুনতে ।
অসংখ্য ধন্যবাদ সমর্পণের পক্ষ থেকে 🥰🙏
দারুণ তথ্য পেলাম
আপনাদের মন্তব্যে আমরা সত্যিই সমৃদ্ধ হই...ধন্যবাদ পাশে থাকার জন্য... 🥰🙏
খুব ভালো লাগলো 🙏🙏🙏
Thank you 🥰🙏
আজ প্রথম দেখলাম। প্রথমে খুব কম ভলিউম ছিল শুনতে অসুবিধা হচ্ছিল। আশা করি পরের বার ভলিউম একটু জোড়ে শোনা যাবে।
শুনতে সমস্যা হওয়ার জন্য দুঃখিত... বিষয়টি নিশ্চয়ই সমর্পণ আগামীতে গুরুত্ব দেবে🙂🙏
আমার দেখা সব চেয়ে ভাল কমেডিয়ান।
খুব ভাল লাগল ❤
ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য🥰🙏
খুব ভাল ভাল থাকবেন আপনার কথা খুব ভাল লাগলো আপনার বাবার অভিনয় খুব ভাল
শুধু ভালো লাগা নয়, অত্যন্ত ভালো লাগলো!
অসংখ্য ধন্যবাদ আপনাকে সমর্পণের পক্ষ থেকে 🥰🙏 এখানেই আমাদের সার্থকতা 🙂
এতো দিনে একটা ভুল ধারণা ঠিক হলো❤❤❤
আপনাকে ভালো লাগবে না কার???
এত ব্যক্তিত্বময়ী, সুন্দর বাচন ভঙ্গি । মানুষকে মুগ্ধ করার পক্ষে যথেষ্ট।
খুব ভালো লাগলো দিদি। অনেক কিছু জানলাম। ❤❤❤
ধন্যবাদ পাশে থাকার জন্য🥰🙏
ভীষণ ভালো লাগলো ❤❤
সমর্পণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🙏
অসাধারণ।
Unar student howar soubhagya hoeche amar ..basabi aunty khub bhlo thakben😃😃😃😃 pranam neben
Bhalo prayas
Khub bhalo laglo shune apnar kotha, besh moja laglo....
সমর্পণের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ... আপনাদের মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে 🥰🙏
Apnar kathabarta khub valo laglo.
Darun laglo
"অতিথি" সিনেমায় "চারু"-র ভূমিকায় বাসবী ম্যাডাম-এর অভিনয় অসামান্য....🙏
ধন্যবাদ মন্তব্য প্রকাশের জন্য 🥰🙏
সত্যি ভালো লেগেছে অসাধারণ বিউটিফুল ভিডিও বন্ধু খুব সুন্দর ভিডিও ধন্যবাদ ভাই 👍👍❤❤🎉🎉
আপনাদের এবং ভানু বাবুর পরিবারের অনুপ্রেরণায় নতুন কিছু করার চেষ্টা করি... মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভক্ত ভানুর পক্ষ থেকে 🥰🙏
Khub bhalo laglo. Aponi bhalo thakben. Ami Bandana Neogi Asansol theke
ধন্যবাদ সমর্পণ এর পক্ষ থেকে 🥰🙏
Apnar babar avinoi sab bangalir moto amaro khub priyo , tnake pronam janai .
Sotti kotha khub bhalo laglo ❤❤❤❤
ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন 🙏🥰
এই সকশাটকার না শুনলে আমি আজও জানতাম প্রয়াত সৌমিত্র ব্যানার্জি প্রয়াত শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে।এই ভুলটা বহন করেই চলতাম,কিংবা অনেকে করেন।কিন্তু কেন এটা হল কে জানে ?সাধ্যমত শেয়ার করে পরিচিত মহলে ভুল ভাঙ্গাবার চেষ্টা করব।🙏
অসংখ্য ধন্যবাদ সমর্পণের পক্ষ থেকে🥰🙏 এখানেই আমাদের সার্থকতা👍🙂
Omg tai naki.. Bangla media keno thik bhabe prachar kore na... 😢 onar mane Basabi debir naam ka din aage janlam fb theke je ini Bhanu Banerjee'r meye.. Aaj onake RUclips dekhchhi first time... Chhotobela thekei jantam Soumitra r onar bon Ishani Banerjee Bhanu Banerjee's chelemeye 😢😂😢😂
খুবভালো লাগলো
ধন্যবাদ 🥰🙏
Soumitra Banerjee doesn’t carry a father’s tag with him,but he carved a niche on his own,as a brilliant actor starting off with Mithun Chakraborty in Troyii,he hailed from a zamindar family of Damdama village of Pandua,so no street urchin.
Ati sundar👍👍👍👍👍
Thank you 🙂🙏
সৌমিত্র বন্দোপাধ্যায় যে ভানু বন্দোপাধ্যায়ের ছেলে নন এটা আগে থেকেই জানতাম 🙏🙏
মন্তব্য প্রকাশ করে সমর্পণের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🥰🙏
Khub bhalo laglo,❤❤
Thank you 🥰🙏
অসাধারণ ❤🙏
Khub valo laglo karon Nanuda ra (Soumitra Banerjee) ak somoy Amader next-door-neighbour chhilo.Amra duto family khub ghonishtho chhilam.Amra thaktam South Kolkata ay Ballygunj First Lane ay. Oti dukkher bishoy holo akmatro Nanuda-Indranidir Konya chhara, ora sabai shantir paraparay chole gachhen. Oder Atmar Shanti kamona kori.🙏
Soumitra babu r konya ekhn ki koren?
Kothai thaken?
আপনার মন্তব্য অত্যন্ত মূল্যবান... পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ... 🥰🙏
এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া গেলে... সত্যি আমরা ভীষণভাবে উপকৃত হব.. আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🙏
Ma'am onar meyer ki naam kothay thaken
খুব ভালো লাগলো দিদিভাই ❤️
Thank you 🙂🙏
Anek ajana kotha jante parlam.tai anek dhanyavad.
Khub sundor madam,🙏🙏🙏,apnar kotha love u
Didi darun lage apnak ar apnar kotha sunte....apnar mukhe mojar golpo sunte darun lage..kub valo thakben didi
Thank you 🥰🙏
কমেডিয়ান ভানু বনদোপাধায় নয় উনি আলাদা ধরনের অভিনেতা
Khub valo laglo 🙏🙏🙏
ধন্যবাদ আপনার ভালো লাগা প্রকাশ করার জন্য 🥰🙏
খুব ভালো লাগলো
এখানে আমাদের সার্থকতা 🥰🙏
Khub bhalo laglo didi apnake
Khoob valo laglo
Thank you 🥰🙏
সুন্দর ,
Mam apner kathagulo sunte bhalo lagchilo.thank you
ধন্যবাদ পাশে থাকার জন্য🥰🙏
Khuuub vodro poribaar kothgulo ki sundor bolchen enari original bangali❤❤❤
যথার্থ মন্তব্য প্রকাশ করেছেন আপনি...অসংখ্য ধন্যবাদ আপনাকে... 🥰🙏
Khob valo laglo didibhai
I grew up in 33b old Ballygunj 1st lane Cal 19. Right next door to Nanu da. We were actually family. All his professional phone calls were from our phone. No Bhanu Banerjee not his relative
U r rt .Nanu was nt Bhanu Banerjee ' son bt public misundetstood him.
ওনাকে আমার প্রনাম জানাই। ওনার আরো গল্প শুনতে চাই।
নিশ্চয়ই আমরা চেষ্টা করব আরো অনেক তথ্য নিয়ে আপনাদের সম্মুখে আসার 🥰🙏
Khub Valo laglo 😊
ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য 🥰🙏