পরিচালককে ধন্যবাদ না দিয়ে পারছিনা এত সুন্দর একটা গল্প..! কোন উস্কানিমূলক কিছু নেই কোন ধর্মকে হেয় করার কিছু নেই ভালোবাসা আছে কিন্তু সমাজ কে ছোট করে নি..! ভালোবাসা থাকা উচিত তবে সমাজকে ছোট করে নয়..! পথভ্রষ্ট হওয়া যাবে না পরিচালক সেটা ও বুঝিয়ে দিলেন..! আহ্ দারুন গল্প❤🙏🙏
নাটকটা দেখে খুব ভালো লাগলো, দেখতে দেখতে ভাবলাম, ভিন্ন ধর্মের মানুষ হলেও ভালো বন্ধু হওয়া যাই,ধর্মান্তরিত হওয়া ভালো নয়, কারণ বাবা মার চাইতে আপন দুনিয়াতে কেউ হয়না, তাদের মনে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখি হয়না, এই নাটকের মাধ্যমে এটাই বুঝাইছে,এমন নাটক উপহার দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ ❤❤❤
আমি একজন ভারতীয়,, গতকাল রাতে ফেসবুকে এই নাটকের একটু ভিডিও দেখে আজকে সকালে আমি ইউটিউবে দেখতে আসলাম,, আসলেই আমাদের বাংলা সিরিয়াল গুলো সাথে আপনাদের নাটকের কোনো তুলনা হয় না, আপনাদের নাটক গুলি খুব সুন্দর... 😌♥
কিছু ভালবাসা ক্যাম্পাসের মধ্যেই রয়ে যায়। স্মৃতির পাতাতে পাতাতে। কিছু ভালবাসা আজীবন অপেক্ষা করে যায়। অনেক সুন্দর একটি নাটক যা আমাদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। বাস্তবে কিন্তু সব ভালবাসার হ্যাপি এন্ডিং হয়না।কিছু কিছু ভালবাসা আজীবন রয়ে যায় বুকের বা পাশে। সময়ের সাথে মানিয়ে নিতে শিখে যায় কিন্তু কোথাও না কোথাও তার ভালবাসা ডাকে। আবির আর অর্পার মত এমন হাজারো ভালবাসা ক্যাম্পাসে বন্ধি আছে এখনো। স্মৃতির পাতায়। তাই তো তোমাকে না পেতে পেতে অভ্যাস হয়ে গেছে 🙂🙂🙂 সত্যি একসময় হয়ে যায়। বেঁচে থাকুক হাজারো ভালবাসা ❤️ ঈদের বেস্ট নাটক। বেস্ট কাস্ট।মেহেজাবিন মানেই সেই নাটক এর প্রাণ ফিরে পাওয়া।জোবান আর মেহেজাবিন বেস্ট জুটি।
অনেকে বলছে মেহজাবিন হিন্দুর চরিত্রে অভিনয় করে ঠিক করেনি।সেইসব মানুষেদের বলছি অভিনয় মানেই যে কোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা।আর যারা এত ধর্মপ্রান মানুষ তাদেরতো কোনো নাটকই দেখা উচিত না কারন ইসলাম ধর্মে কোনো নাটক দেখাই জায়েজ না🙂
আমি জানিনা আমার এই কমেন্ট পড়া হবে কিনা,, বাংলা নাটক অনেক আগে থেকেই দেখি,ক্লাস ১০ থেকে...সবচেয়ে পছন্দের পরিচালক মিজানুর রহমান আরিয়ান ভাইয়া,,প্রতি ঈদ/ভ্যালেন্টাইন্স বা অন্য সময় আরিয়ান ভাইয়ার নাটক বের হওয়ার সাথে সাথে আমি দেখি,, কিন্তু এবার কুরবানির ঈদে যেসব নাটক বের হয়েছে সেগুলো রাজশাহী ইউনিভার্সিটির এডমিশন পরীক্ষা থাকায় পড়াশোনার চাপে আর নাটক দেখা হয়নি,,এডমিশনে এটা হয়তো আমার জীবনের বড় একটা স্যাক্রিফাইস ছিল,,এই নাটকটির ট্রেলার দেখেই এতো বেশি ভাল্লাগছিল যে বার বার দেখতে মন চাচ্ছিল,,,আজ পরীক্ষা শেষ করেই রাতে নাটকটা দেখলাম,,, অনেকদিন পর বাংলা নাটকে আবার একটা সুন্দর গান উপহার পেলাম আরিয়ান ভাইয়ার কাছ থেকে,,সত্যিই আরিয়ান ভাই তার এই নাটকের মাধ্যমে আবারো প্রমাণ করলো যে বাংলা নাটকে তিনিই সেরা♥️♥️♥️ দোয়া রইলো ভাই♥️ আমার জন্যেও দোয়া করবেন আমি যেন চান্স পেয়ে যাই 🙂♥️ সময় হলে কমেন্ট টা পড়বেন 🙏 ♥️♥️♥️ভালোবাসার গল্পকথক♥️♥️♥️
আমার জীবনের সাথে নাটকের সম্পুর্ন গল্পটা মিল আছে। আমিও একটা হিন্দু মেয়েকে অনেক ভালোবেসে ছিলাম এখনো বাসি আর সারা জীবন ভালোবেসে যাবো। সে সব সময় ভালো থাক এই তাই চাই 😢
ভালোবাসা গুলো ঠিক এমনি হওয়া উচিত। কারো সাথে বিচ্ছেদ হয়ে গেলেও যেনো সারাজীবন তার প্রতি সম্মান, ভালোবাসা অটুট থাকে। বর্তমানে আমরা বিচ্ছেদের পর একজন অন্যজনের প্রতি কাঁদা ছোড়াছুঁড়িতে ব্যস্ত থাকি।
পৃথিবীতে সব ধর্ম, সব ধর্মগ্রন্থে একে অন্য ধর্মের প্রতি উদারতা ভালোবাসা মানবিকতার কথা লেখা আছে।। ধর্মগ্রন্থে মনুষ্যত্ব যে আসল ধর্ম সেটাই লেখা আছে।।। মানুষ শুধু নিজেদের স্বার্থে নিজের প্রয়োজনে সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্য ধর্মের নামে আশ্রয় নিয়ে বিভেদ তৈরি করে । "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই " এই কথাটা সমাজের প্রতিটি স্তরের মানুষ যেদিন বুঝতে পারবে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে।
সত্যি অসাধারণ একটি নাটক। বাস্তব জীবনের কাহিনী থেকে তুলে ধরা হয়েছে নাটকটি। ঠিক এমনটাই ঘটে বাস্তব জীবনে। এভাবেই একটি মানুষ তার ভালোবাসার মানুষের থেকে আলাদা হয়ে যায়। 🇮🇳 Indian🇮🇳
ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য। আসলে নাটক দেখে অনেক বাস্তব জীবনের গল্পের সঙ্গে মিলে যাবে সত্যি কারে এইরকম হাজারো ভালোবাসা এই ভাবে বলি হচ্ছে আসলে একদিন থেকে দেখতে গেলে দুইজনেরই খুব উপকার হয় দুইজনই খুব সুন্দর ভাবে জীবনটাকে গড়ে তুলে কেউ আবার নষ্ট করে। নাটক আসলেই ভিন্নতা লক্ষণীয় খুবই ভালো লেগেছে। হিন্দু মুসলিম কোনো ধর্ম কে ভেদাভেদ করা উচিত নয় সবাই সমান। যার যার জায়গা থেকে সে তার ধর্ম কে পালন কারুন। বহু বছর ধরে সকল ধর্মের মানুষ এই সুন্দর মিল বন্ধনে এত সুন্দর একটা সমাজ।সমাজ থেকে রাষ্ট্র কেউ বাহিরে দেশকে অনুসরণ করে নিজের দেশের ক্ষতি করবেন না। ভুল হলে অবশ্যই প্রতিবাদ করবো কিন্তু কোনো মানুষের প্রাণ নেওয়া এটা আমাদের কোনো ধর্মেই লেখা নেই। তাই সবাই আমরা একযুগে একসাথে মিলেমিশে চলি। এই ধর্ম নিয়ে ভেদাভেদ না করে মিলেমিশে থাকি। ধন্যবাদ আরিয়ান ভাইয়াকে ❤️❤️
যার জন্য আমি ৫ টা বছর ভালোবেসে অপেক্ষা করেছি, সে আজকে আমায় বললো তার পরিবার নাকি আমাদের সম্পর্ক টা মেনে নিবে না। সে আরো বললো সে নাকি তার পরিবারের কথা অমান্য করতে পারবে না। আমি বললাম তুমি কি একবার চেষ্টা করে দেখতে পারো না যে তাদের মানাতে পারো কিনা? সে বললো আমি কখনো তাদের সাথে জোর গলায় কথা বলিনি আর কোনোদিন বলতে ও পারবো না। বলতে গেলে আজকে আমার বুকটা ফাঁকা করে দিয়ে সে চলে গেলো। কান্না করে মন খারাপ করে বসে ছিলাম কিছুক্ষন পরে ইউটুবে এ ঢুকলাম আর এই নাটকটা সামনে আসতে ই দেখতে নিলাম। কেমন যেন আমার জীবনের সাথে অনেক মিল পাচ্ছি। চোখের জল যেন থামছেই না। কথাগুলো কাকে বলবো এমন একটা মানুষ ও নেই আমার জীবনে। তাই এই কমেন্ট বাক্স এ লিখলাম। জানিনা এখানে মেহেজাবিন এর যেমন অন্যকারো সাথে বিয়ে হলো হয়তো আমরা পরিস্থিতি তা এমন ই হবে। ভালো থাকুক সব পৃথিবীর ভালোবাসা।
কি যে বলব আমার দেখা সেরা নাটক নাটকটা দেখে খুব খুব খুব ভালো লাগলো রেখে গেলাম স্মৃতি হিসাবে ২৪-১০-২০২৪ রাত ২-৩২ এম আমার মত এই নাটকটি যদি আর কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক প্লিজ লাইক টা দেখে হয়তো বা মনে হবে নাটকটির কথা ধন্যবাদ
এজন্য বুঝেশুনে প্রেমে পড়তে হয়! অন্ধ হলে হয় না! যারা এখনো ভুল সসম্পর্কে আছেন বের হয়ে আসুন। ভালো থাকুন। মুভ অন করুন ❤️ বাবা মা কে সমাজের কাছে নিচু করবেন না কেউই
ভালোবাসার মানুষের কাছে না পাওয়ার পরেও গল্পটা এক অন্য রূপে হৃদয়ের মাঝে রয়ে গেলো....."আগামী বছর আর অপেক্ষা করো না, আমি আর আসবো না "... চোখের জল গড়িয়ে গেলো 😔....সত্যিই আর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না 💔
অসাধারণ! সব সম্পর্কের মিল হতে হবে এমন ত লিখা নেই, কিছু সমপর্ক এভাবেই সমাপ্ত হয় এটায় সুন্দর হয়.. প্রচন্ড ভালবাসা থাকলে কখনও ভুলে থাকা যায়না...হয়ত বছরে ১ দিন না হয় ১ মি না হয় ১ সেকেন্ডের জন্য হলেও তার নামে চোখ দিয়ে একফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে.. ভালবাসা এভাবেই সুন্দর ♥️💔 এখনো মনে পড়ে.. পড়বে.....
২০১৯ এর ২৮ শে জানুয়ারি, শুধু ধর্মীয় ব্যবধানের কারণে আমরা একে অপরকে হারিয়েছিলাম। আমার জন্য সে তার পরিবারের উপর রীতিমত লড়াই করেছিলো, আত্যহত্যা, হাত কাটা আরো কত কি যে সে করেছিলো কিন্তু শুধু ধর্মের কারণে আমরা একে অপরকে পাইনি। আমার প্রশ্ন হলো, ধর্ম কি আসলেই অনেক বড় ব্যাপার,,,??? আমরা কে কোন ধর্মের তার আগে আমাদের পরিচয় আমরা মানুষ এটা ঠিক নয় কি ,,,??? যাইহোক আল্লাহ হয়তো ভালোর জন্যই আমাদের কে আলাদা করে দিয়েছেন। আজ খুব দেখতে ইচ্ছে করে ওকে, আমি আজও তোমায় ভালোবাসি প্রিয়াঙ্কা❤️🥲।
@@rakibhossen5751 ভাই কেমনে সব মিলে গেল। আমি কাল তাকে হারাইয়া ফেললাম। তার নাম ও প্রিয়াঙ্কা। ১২ বছরের প্রেম।আমার জন্য সে ও অনেক কিছুই করেছিল কিন্তু ওই যে ধর্ম। হাত কাটছে,ঘুম এর ট্যাবলেট খেয়ে হাসপাতাল ছিল,গলায় ফাঁস ও দিতে গেসিলো অনেক বার।তাকে পেলাম না। কাল ৩১ জুলাই ২০২৪ তার বিয়ে হয়ে গেল
মেহজাবিন চৌধুরী শুধু একজন অসাধারণ অভিনেত্রীই নন একজন সত্যিকারের মানুষও। তিনি সকল ধর্মকে সম্মান করেন এর থেকে আমরা সবাই অনেককিছু শিখতে পারি। অনেক ভালোবাসা এই মিষ্টি বোনটির জন্য🥺🥺💞💞💞💞 শুধু ধর্মীয় কারণে দুটি ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়েছে এর থেকে বেশী কষ্টের আর কিছুই নেই 😔
আমি অয়ন, আমি নাটক দেখিনা। দুপুরে সে এমন ভাবে আবদার করলো যে আবদার উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমারও একটা দোলন চাঁপা আছে, আদর করে পাগলী ডাকি। ও মুসলিম , আমি হিন্দু । ২০১৮ থেকে গল্পটা শুরু, এখনো লিখছি, লিখে যাচ্ছি। দু'বছর পর ২০২০ একবার পারিবারিক ভাবে জানাজানি হয়ে যায় বিষয়টা, বাধ্য হয়েই একজন আরেকজনকে ছাড়ি । এমন একটা মানসিক শখ খেয়েছিলাম যে সুইসাইড এটেম্প করতেও পিছপা হয়নি। কিন্তু সুইসাইড এটেম্প করেও যখন মারলাম নাহ্ , তখন বুক ভরা ভালোবাসা আর বিশ্বাস নিয়ে অপেক্ষা করা শুরু করলাম ও ফিরবে , ওকে ফিরতেই হবে। তাই হলো, ও ফিরে এলো আর ভালোবাসাটা বেড়ে সীমাহীন হয়ে গেল। আমরা বুঝি আমার কখনো আমাদের পরিবারকে কষ্ট দিয়ে , তাদের ভালোবাসাকে উপেক্ষা করে এক হতে পারব নাহ্ , পারবো নাহ্ কখনো দু'জনে মিলে নতুন একটা জীবন শুরু করতে। তবুও দু'জনে মিলে একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখি। জানেন, রাস্তায় যখনি বোরখা পড়া কোন মেয়ের হাত ধরে তার হাসবেন্ডকে হাঁটতে দেখি, বুকের মধ্যে কেঁপে উঠে ভাবি, একদিন আমার জায়গায় অন্য কেউ কোন এক রাস্তা দিয়ে এমন ভাবে ওর হাত ধরে হাঁটবে। নিয়তির কী নিষ্ঠুর পরিহাস। আমরা কখনো দু'জন দু'জনের হতে পারবো না তার পরও বিশ্বাস রাখি অলৌকিক ভাবে হয়তো, আল্লাহ্ আদেশে কোন একদিন পৃথিবীর সকল কিতাবে এ হঠাৎ করেই লেখা হয়ে যাবে পৃথিবীর সকল মুসলিম মেয়ে / ছেলে ভালোবেসে যেকোন ধর্মের ছেলে/মেয়েকে বিয়ে করতে পারবে, এতে কোন পাপ হবে না। আর একই ভাবে আমার ধর্ম গ্ৰহন্ত গুলো তে ও ভগবানের আদেশে এমন টাই লেখা হবে। আর আমরা এক হবো। আগের বারও আমি আমার বিশ্বাস আর ভালোবাসার জোরে ওকে আবার ফিরে পেয়েছিলাম। এবারও হয়তো এমন টাই হবে , আমি ওকে জীবন সঙ্গী করে পাবো। বিশ্বাস রাখতে সমস্যা কোথায় ? সৃষ্টি কর্তার কাছে অসম্ভব তো কিছুই না, সে চাইলেই পারে। পরিশেষে ভালোবাসার কখনো মৃত্যু হয় নাহ্ । ওকে ভালবাসতাম, ভালোবাসি , ভালোবাসবো। আমার হলেও বাসি , না হলেও বাসি।
সবাই যখন ঈদের আনন্দে আত্মহারা❤️তখন হাজারো প্রবাসীদের মা-বাবা ভাই-বোন নিরবে তাদের চোখের অশ্রু ঝরাচ্ছে😥 কারণ পরিবারের আদরের ছোট্ট ছেলেটি এখন নিজের স্বপ্ন ত্যাগ করে পরিবারের স্বপ্ন পূরণ করতে দুরদেশ প্রবাসে😥 এসকল খেটে খাওয়া সংগ্রামী প্রাবাসি ভাইদের জানাই হাজারো সালাম🤚
প্রথমত বলছি কাহিনী ভালো ছিল, তুলে ধরা হয়েছে এখন যেসমস্ত যুগটা পড়েছে তার মধ্যে এগুলো অন্যতম মুসলিম ছেলেরা সবসময় হিন্দু মেয়েদের উপর অনেকটাই খারাপ দৃষ্টি ভঙ্গি দিয়ে থাকে প্রথমে ভালোবাসা দেখালেও পরবর্তীতে ধর্ম নিয়ে পরিবর্তন কথা চলে তারপর বাচ্চা হবার পর শেষ ভালোবাসা । দ্বিতীয়ত, হিন্দু মেয়েদের বলছি যদি কোনদিন কমেন্ট দেখো আর যাই করো মুসলিম ছেলেদের সাথে প্রেম করো না এবার ছেলের যাই থাকুক বা গরীর থাকুক , বন্ধুত্ব করা যেতে পারে তবে বেশী গভীরে যেও না , তৃতীয় , নাকটাই বুঝানো হয়েছে প্রেম যতই হোক না কেন যার যার ধর্ম অনুযায়ী তা পালন করা উচিত । বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় তবে ধর্ম পালন করা প্রত্যকের উচিত। কারো ধর্ম নিয়ে বিরোধি না করা মিলেমিশে থাকা । ❤
নাটকে অর্পা আর বাস্তবে আমার প্রিয়া, প্রায় একই প্রেক্ষাপট। শেষটা এখনও দেখা হয় নাই, আবেগ দিয়েই চিন্তা করছি এখনও স্বার্থপরের মত 💗 আমার চোখের জল থামছে না কেনো জানি না। আমি আমার অর্পাকে হারাতে চাই না। দুজন মানুষ একে অপরকে কঠিন ভাবে ভালোবাসার পরও এক হতে পারে না , শুধু মাত্র ব্যাবধানের কারণে। সত্যি মেনে নেয়ার মত না :')
শেষের দিকে অজান্তেই চোখের জল চলে এসেছিলো আমার ! আটকে রাখতে পারলাম না ! এই প্রীথিবিতে হয়তো জাতি বিভাজন না থাকলে বেঁচে যেতো অনেক সত্যিকারের ভালোবাসা, আর পূর্ণতা পেতো দুটি হৃদয়ের মিলন !আমি ভারতীয় ! বাংলাদেশের এই নাটকগুলোর নেশায় এতটাই আসক্ত হয়েগেছি যে দিন শেষে অফিস থেকে ফিরে সব কাজ সারার পর , রাতে শোবার আগে প্রতিদিন বাংলাদেশের এই নাটকগুলো একটা করে দেখি খুব ভালো লাগে ! শুধুমাত্র দু এক ঘন্টার নাটকের মধ্যেই মিলে যায় অনেকের জীবনের গল্প!
@Emam Mahadi প্রেমটা কখনো ধর্ম দেখে হয়না। মনের অজান্তেই সেই প্রিয় মানুষের প্রতি এক অদ্ভুত অনুভুতি কাজ করা শুরু করে, মানুষ দুটি হয়তোবা জানে অবশেষে ব্যাবধান লিখা আছে তবুও তারা আপ্রাণ চেষ্টা টুকু করে যায় প্রিয় মানুষটিকে সারা জীবনের মতো আপন করে নেওয়ার। কিন্তু এই সমাজের কাছে তাদের হার মেনে নিতে হয়। ❤😌
সাড়ে ৩ বছরেরও বেশি সময়ের সম্পর্ক ছিলো। তার সাথেও আমার এমন চুক্তি বছরে মাত্র একটা দিন তার সাথে কথা বলতে পারি।তার জন্মদিনের দিন।১৫ই নভেম্বর। তবে আমি নাটকের মতো একটা দিন পাইনা এইতো ১৫-২০ মিনিট আর খুব বেশি হলে ৩০ মিনিট।আর আমি সারাটা বছর এই ৩০ টা মিনিটের জন্য চাতকপাখির মতো অপেক্ষা করি।এইতো গত বছর নভেম্বর এর ১৫ তারিখ কথা হলো।কতো কথাই না বললো সে।তার সংসার নাকি ভালোই যাচ্ছে হয়ত সে তার বরকে ভালোও বাসতে শুরু করছে। সেই যে বিয়ের দিন রাত্রে ভিডিও কল দিয়ে শেষবার কি কান্না টাই না করলো।তবে আমি সেদিন তার সামনে কাঁদতে পারিনি শুধু শান্তনা দিয়েছিলাম তাকে।কারণ আমি যদি কাঁদি তার সামনে সে তো আরো ভেঙে পড়বে।কিন্তু সেই যে কল টা কেঁটে রাখলাম।আর কান্না শুরু করলাম।এখনও কাঁদি প্রতি রাতে কাঁদি।যাইহোক এবারও তার জন্মদিনে আবার কথা হবে।ভাবছি এবার তোমাকে একটা নীল শাঁড়ি গিফট করবো আর বলবো “তুমি এসো!! শরতের নীল আকাশের ন্যায় নীল শাড়ি পরে আমার দুয়ারে। নব নতুনে আবারো সাজাবো তোমায় আমার কবিতার ছন্দে।” ভালো থেকো আর বেশি দিন নেই। মাত্র ৩মাস ২৭ দিন। আবার আমাদের কথা হবে।আবার তুমি কাঁদবে আমি শুনবো চুপচাপ।আর কলটা রেখে আমিও কাঁদবো কিন্তু তুমি জানবেই না।কারণ আমিতো তোমার সামনে কাঁদতেই পারবো না।কেনোনা আমারতো এক আকাশ সমান মন খারাপ ঐ ১০-১৫ মিনিট কেঁদেতো আমার মন ভালো হবে না।আমার মন ভালে করতেতো তোমাকে লাগবে।
শেষের কথাটা খুব লাগলো যে "আগামী বছর থেকে অপেক্ষার দরকার নেই,কারণ আমি আর আসবো না।" কথাটা কষ্টের হলেও এটাই বাস্তব এবং এটা একদিন হতো আর সেটা হটাৎ করেই হতো। এক অসমাপ্ত প্রেম কাহিনী ,যার মুখ্য কারণ ধর্ম।আমিও হিন্দু এবং মুসলিম মেয়ে ভালোবাসি।পরিবারের কথা ভেবে আমরা আলাদা জীবন নির্বাহ করছি কিন্তু পালিয়ে গেলে স্বার্থপরতা এবং আমরা কোনোদিন ভালো ও সুখী থাকতে পারতাম না।👍🏻
এই নাটকটা উদাহরণ হয়ে থাকুক বিচ্ছেদের পর এক ' উচ্চতর বন্ধুত্বের ' প্রতীক হিসেবে।। মনুষ্য জীবন কি অদ্ভুত না! মরণ কপালে আছে জেনেও, আমরা প্রত্যেক দিন বাঁচার চেষ্টা করি।..... ভালো থাকতে চেষ্টা করি....... ভালোবাসতে চেষ্টা করি।। শেষ করার আগে খুব প্রিয় কটি লাইন দিয়ে শেষ করব, " উড়ে যাওয়ার কষ্ট জানে শিকল কাঁটা খাঁচা তবুও সবাই বলে মুক্তি দেওয়াই ভালো; আমার ভীষণ ইচ্ছে ছিল তোমার সঙ্গে বাঁচার স্মৃতি যেন পড়ে থাকা কবুতরের পালক।। "
আমার নামও অর্পা গল্পটা সম্পূর্ণ আমার আমার জীবন কাহিনীর সাথে মিলে গেছো গত ৮ মাস হলো তার সাথে এখন আর কোনো কথা হয় না। কমেন্টটা রেখে গেলাম যদি সে কখনো নাটকটা দেখে।।।
@Bitan Sana আমি মুসলিম হিসেবে মনে করি হিন্দু-মুসলিম দুটি আলাদা সংস্কৃতি,এরা এক হতে পারে না।আমারও অনেক সুন্দরী হিন্দু মেয়ে বন্ধু আছে,আমি তাদেরকে বোনের মত দেখি।
❥ব্যবধান বেড়ে গেলেও স্মৃতিগুলো পুরোপুরি মুছে যায় না কখনওই ।❤😊🥀 অসাধারণ একটি কাহিনী...অসম্ভব সুন্দর অভিনয়...মন ছুঁয়ে যাওয়া একটা নাটক!❤ দয়া করে এটির দ্বিতীয় পর্ব তৈরি করবেন ।😊 Eagerly waiting for the 2nd part of this drama...✨
আমি জীবনে কোনো নাটকে কমেন্ট করেনি।আজ "ব্যবধান" নাটকে প্রথম কমেন্ট করছি। নাটকটি অসাধারণ হয়েছে।নাটকের সব কথাই রহস্য আছে।অনেক কিছু বুঝার আছে নাটকটি থেকে।জোবান ভাই এবং মেহজাবিন আপু অসাধারণ অভিনয় করেছে।তাদের জন্য শুভকামনা রইল।
"ক্যাম্পাসের সেই কৃষ্ণচূড়ার পাশে এখন জারুলও ফোটে, দেখতে অনেক সুন্দর লাগে! তুমি আমি পাশাপাশি থাকি, অথচ পাশাপাশি থাকি না! কেমন অদ্ভূত না ব্যাপারটা?" এক একটা সংলাপ অসাধারণ 🖤🖤🖤🖤
একটা সময় মানুষ সবকিছু মেনে নিতে শিখে যায় প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু থাকে কেউ সব ভুলে ভালো থাকতে শিখে যায় কেউ বা ভালো থাকার নাটকে ব্যস্ত থাকে তবে সব ভুলের পরেও যদি জীবনে একটা ভালো মানুষকে পাশে পাওয়া যায় তাহলে সত্যি সব ভুলে সুন্দর ভাবে বেঁচে থাকা যায়😊
নাটকের সাথে আমার লাইফে সেম,, ঘটনা হয়ে গেছে ,, বাট এতো দিন যেটা ভেবে যা কষ্ট পেয়ে যেতাম,, কেন যেন মনে হচ্ছে, আজ এবং থেকে,,, কষ্ট গুলো কমে গিয়েছে,,, এক জনের উপর থেকে প্রতি সমস্ত রাগ অভিমান, চলে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকুক সুখে থাকুক আমাদের প্রিয় ভালোবাসার মানুষ গুলো ধন্যবাদ সবাই কে...!!!!
আমাদের দেশের নাটক গুলো নাটকীয় বলতে গেলে। একটি জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকে উপলব্ধি করেই তৈরি হয় এই নাটক। তাই মানুষের এতটা আগ্ৰহ থাকে দেখার। আরিয়ান ভাইয়াকে ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেবার জন্য।
এই নাটকের সঙ্গে আমার বাস্তব জীবনে মিল আছে। ব্যবধান এখানেই মেয়েটা হিন্দু আর আমি মুসলিম। আসলে বাস্তবতার কাছে ভালোবাসা হেরে যায়। তার সৃতি গুলো সারা জীবন মনে থাকবে। ❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞
একটু অল্প পরিচয় তারপর ভালোলাগা, তারপর সামনে পিছনে না তাকিয়ে আকাশ সমান আবেগ নিয়ে ভালোবাসা সৃস্টি হয়। সেটা হোক না অন্ন ধর্মের সাথে, ভালোবাসাই তো। মামুষ তো আমরা এক সৃষ্টিকর্তার এই তো সৃষ্টি । সমাজ, কাল,বিবর্তনে না হয় আমরা আলাদা হয়েছি। তারপরও এতো এতো বাধা। ১২ সেন্টিমিটার রিদয়ে দুনিয়ার সব বেথা জেনো একটা সময় আপন করে নেয়। তুমি আমাকে ঠকাও নি পরিস্থিতি আমাদের ঠকিয়েছে। আমি এখনো তোমায় ভালোবাসি সেই আগের চশমা পরা কানা মেয়েটাকেই। ভালোবাসা ভালো থেকো❤️।
এটা আমার জীবনের ঘটে যাওয়া ঘটনার পরিপূরক নাটকটা দেখার পরে শুধু নিজের জীবনের ঘটনার কথা মনে পড়ছে আজ একমাস হয়ে গেল শুধুমাত্র ফ্যামিলির জন্য পাঁচ বছরের সম্পর্ক শেষ করে দিলাম
অনেক সুন্দর এক বার্তা। ধন্যবাদ পরিচালককে!❤️ এই নাটক দেখে "লাভ জিহাদ" থেকে অন্তত কিছু মেয়ে বেঁচে যাবে। দুনিয়াতে মা-বাবাই একমাত্র আপনজন।❤️ আর বাকিসব আবেগ, ক্ষণস্থায়ী। আর আবেগের বশবর্তী হয়ে কেউ সুখি হতে পারে নি, পারবেও না। আমি নিজের চোখে দেখেছি। এরকম অনেক উদাহরণ আছে। ধর্মান্তরিত কোনো মেয়েই সুখে নেই। এটা মা-বাবার কষ্ট আর অভিশাপ। সনাতন মেয়েদের বোধোদয় হোক।👍🏾
আজ দু'জনার পথ দুই দিকে। দু'জনই হয়েছি সংসারী। ১৫ বছর পার করেছি দু'জনের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবুও আজো স্মৃতিকে লালন করে চলেছি মনের গভীরে।যে সত্যটা শুধুমাত্র আমি জানি। মাঝে মাঝে কি চাপা কষ্ট অনুভব করি সে শুধু আমি আর আমার বিধাতা জানে। অথচ তুমি,,,,,,,? তবুও ভালো থেকো,,,,,,,, আশা রাখি কোন একদিন দেখা হবে কিন্তু কথা হবে না!! এটাই বাস্তবতা!!
আমি কখনোই এমন টা পারবো না.তার বিয়ে হয়ে যাওয়ার পর তার সাথে দেখা করা। এটা আমার হৃদয়ের জন্য হুমকি স্বরূপ। সহ্য করতে পারবো না। আমি তো চাই যেন আমাদের বিয়ে না হলে সারাজীবন দেখা না হয়। দূরদূরান্ত থেকে দেখবো মনের কল্পনার আকাশে তোমায়
সুন্দর নাটকটি🥰 তবে পরিবারের কথা ভেবে সম্পর্কে যাওয়া উচিত।সম্পর্কের আগে ভেবে রাখা উচিত যদি পরিবার না মেনে নেয় কিভাবে ভালোবাসাকে পূর্নতা দান করবে। কারন সম্পর্কে গিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একসময় পরিবারের কথা ভেবে,নীতি কথা শুনিয়ে অজুহাত দিয়ে ছেড়ে যাওয়া এটা ভালোবাসা না। কেননা পরিবার একটা সময় মেনে নিবেই।কিন্তু প্রিয় মানুষটাকে পরিবারের কথা ভেবে ত্যাগ করলে, সারাজীবন আফসোস করতে হবে এই ভেবে যে,প্রিয় মানুষটির সাথে থাকলে আরো ভালো থাকতাম। আর এইভাবে পরিবারের অজুহাত দিয়ে প্রিয় মানুষকে ছেড়ে দিয়ে বিয়ের পর তার সাথে কোন প্রকার সম্পর্ক রাখা কেন যেনো পরকীয়া হিসেবে বিবেচিত হয়,ঘৃণ্য লাগে সম্পর্কটা।আর এতে বর্তমান জামাই ও কখনো সুখি হতে পারে না,লোকটিকে ঠকানো হয় এতে।
এই গল্পটি দেখে প্রায় ৮ বছর আগের কথা মনে পড়ে গেলো! জোভান আর মেহজাবীন এর চরিত্রের উল্টো, ধর্মের বৈচিত্র্যের কারণে দু'জন দুই পথের পথিক যাক গিয়ে, ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।☺️
আচ্ছা তাই তার মানে তোমার ও নষ্ট মেয়েদের মতো অবস্থা ছিলো। নিজের ধর্মকে ছোট করার জন্য।কেনো রে মা গি র মেয়েরা।সনাতনী ধর্মেয় হিন্দু ছেলের অভাব ছিলো নাকি প্রেম করার জন্য 🤬
নাটকটা খুবই বাস্তবধর্মী। আবির অর্পার মতো অনেক প্রেমিক প্রেমিকাকে নিজের ভালোবাসার জলাঞ্জলি দিতে হয় শুধু পরিবারের কথা চিন্তা করে। খুব খারাপ লাগে যখন অর্পা আবিরকে বলে, “আগামী বছর এইদিন অপেক্ষা করো না। আমি আসবো না।” নাটকের একদম শেষের দিকে দেখা যায় পরের বছর সেই নির্দিষ্ট দিনে আবির অর্পার জন্য অপেক্ষা করে কিন্তু অর্পা আর আসে না। বাস্তবে ও এরকমই হয়। বিয়ের পর প্রথম প্রথম পুরোনো প্রেম মনে থাকলেও সন্তান পেটে আসলেই মেয়েরা সব পিছুটান ঝেড়ে ফেলে দেয়। ছেলেরা তা পারে না, তারা কষ্টের পাথর বয়ে নিয়ে চলে সারা জীবন। তাছাড়া ‘তোমাকে না পেতে পেতে’ গানটা আর গানের কথাও অসাধারণ। ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। ❤
এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত ১:৪৫ ..নাটক টা দেখছি আর অঝোরে কাঁদছি☺️ মনে পড়ে গেল সাড়ে তিন বছর আগের কথা.. এরকম একটা গল্প আমারও আছে..😅 সত্যিই ধর্ম কখনও দুটো ভালোবাসার মানুষকে এক হতে দেয় না.. তাই এই সমাজের কঠোর নিয়মের কথা ভেবেই সেও সবটা শেষ করে দিয়েছিল..😅🖤 আজও কখনো রাস্তায় দেখা হলে এক ঝলকে চোখের সামনে সেই দিনগুলো ভেসে ওঠে..☺️ যাই হোক সবসময় চাই ভালো থাকুক সে..🖤☺️
Ekdm e thik bolechen. Keo bujhe na je dhormo ta sudhu ekta palon korar jinis. Sudhu ekta word. Baki to sob manush e soman. Tar o ja aache amr o tai. Eyes , heart , lungs , blood , brain amr o tai aache , sob to eki. Dhorno ta sudhu ekta sanketik word chara r ki. Jani na sei din kobe asbe. Film tar suru thekei andaaz krte parchilam je ki hote choleche tai suru thekei chok diye jol beriye jachilo... Golpo ta khub khub bastob. 🥺😑😌
যাকে ভালোবেসেছিলেন সে আপনার চেয়ে তার ধর্মকে বেশি ভালোবাসে। সে তার পরিবারকে কখনো ঠকিয়ে আপনাকে ভালোবাসতে চায়নি,আপনি চেয়েছিলেন। 😅 সত্যিই একটি বিশেষ ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সত্যিকারের ভালোবাসে না। ভালোবাসে নিজ স্বার্থে, জান্নাত পাওয়ার লালসায়। উহু আপনি তার জান্নাত নয় আপনি কর্ণভার্ট হইলে তার জান্নাত। ☺️
হাইরে ভালবাসা, আগামী বছর এই দিনে অপেক্ষা করো না আমি আসব না , কথাটা শুনে মনের মধ্যে কি যেন একটা হয়েছে পুরু নাটকের মধ্যে এই কথাই আমাকে কাঁদিয়েছে😓 জিবনটা অনেক রহস্যময়, যখন চাই তখন পাইনা, আর যখন পাই তখন ধরে রাখার শক্তি থাকে না।😭পূর্ণতা পাক সবার ভালবাসা 🖤
আমার সেই প্রিয় মানুষ ঠির কথায় নাটক টা দেখতে আসলাম.! আসলে নাটকের মত জীবন টা হলেই বদয় কষ্ট টা কম হতো নাটকে যেভাবে কষ্ট টা সহ্য করে ভালোবেসে গিয়েছে.! প্রকৃত পক্ষে নিজের প্রিয় মানুষ কে হারানোর কষ্ট টা অনেক বড়, বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না তাও অনেক মানুষ এটা ভেবে বেঁচে থাকে যে যদি আমি মরে যাই প্রিয় মানুষ টা একা হয়ে যাবে না তো সেই আমার মত.! আসলে যে প্রকৃত ভালোবাসে সে কখনো সহজে ভালোবাসার মানুষ কে হারাতে চাই না.!আর যায় হোক আমার অবস্তা যায় হোক আমার প্রিয় মানুষ টা যেনো সারা জীবন সুখে থাকে আল্লাহর কাছে একটাই চাওয়া.! পৃথিবীর সকল কষ্ট আমাকে দেক তবু আমার প্রিয় মানুষ টাকে অনেক সুখে রাখুক.! আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ থাকবে না যদি আমার প্রিয় মানুষ টা ভালো থাকে.!এমনিও আমার প্রিয় মানুষ টাই আমার জীবনের সব কিছু তার সুখ মানেই আমার সুখ.! প্রতিটি ভালোবাসা পূর্নতা পাক.একাকীত্ব যে কতটা ভয়াবহ যে একাকীত্বতা ভুগে সেই বুঝে.!বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা গুলো.🥀🖤🙂
হুম কথা গুলো সত্য,,,,ভালো লাগলো bro,,,, বাস্তব কথা গুলো তুলে দরার জন্য,,,but প্রিয় মানুষ গুলো আমাদের বুঝতে চাই,,,না,,,,,,যাকে নিয়ে স্বপ্ন দেখা হয় সারা টা জীবন একসাথে থাকবো,,,,,সে যদি না থাকে মরন টাই আপন হয় তখন,,,,,,,,,প্রিয় মানুষ গুলো যদি বুঝত হয়ত বা আত্মাহত্যা আর অসমাপ্ত ভালোবাসা কমে যেত,,,,😔😟🙂💔
Rajon Ahamed Babu. Right vaiya... যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না কারন যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসতে পারে না.! যে মানুষ টা কথা দেয় যে সে সারাজীবন থাকবো সে যদি থাকতো তাহলে কখনো কষ্ট থাকতো হুম বেশি গেলে ২/৩ বছর মনে রাখবে.! কিছু দিন পরে ঠিকি ভুলে যাবে.! তার নিজের সংসার নিয়ে আর কত কিছু হয় তখন আর ভালোবাসা থাকে না তখন যে ভালোবাসে সে কখনো সমাজের কথা ভাবে না.কারন সমাজের কাজ টাই হলো অন্যের খারাপ কিছু বলে বেড়ানো.! আর ফ্যামিলি কথা.! হুম ফ্যামিলি তো বিয়ে দিবেই.! আর ফ্যামিলি কষ্ট পাইলেও ভুলে যায়.! কিন্তু যে সত্যি কারের ভালোবাসে সে কখনো ভুলতে পারে না অল্প অল্প করে সেই মানুষ টাকে শেষ করে দেয়.! হুম কি ajob ভালোবাসা !.!💔🥀
আমি মুসলিম মেয়ে আর সে হিন্দু। সে আমাকে আমার থেকেও আরও অনেক বেশি ভালোবাসে। তাকে ৫ বছর ধরে তিনি। সমস্ত ভুলে সে আমাকে বারবার ঠিক পথে নিয়ে এসেছে কখনো ছেড়ে চলে যায়নি। আমাকে বারবার বুঝিয়েছে। আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। কিন্তু এই মানুষটা ছাড়া আমি কখনোই ভালো থাকবো না। জানিনা আমাদের ভালবাসার শেষ পরিণতি কি হবে। আমার চলাফের আগে অনেক খারাপ ছিল একজন মুসলিম মেয়ে হয়েও। সে আমাকে সবসময় নামাজ পড়তে বলত। আর কেয়ারিং,, সে আমাকে প্রচুর কেয়ার করে। কথায় আছে না যারা বেশি সন্দেহ করে তারাই বেশি ভালোবাসে। সে আমার জীবনের ভালো-মন্দ নিয়ে ভাবে। সবসময় বলে নিজের জীবনে নিজের একটা পরিচয় তৈরি করতে হবে তোমাকে। সে কখনো আমাকে তার ধর্মের গ্রহণ কর বা এমন কিছু তো কখনো বলেনি উল্টো আমার ধর্মে আমি যেগুলো পালন করতাম না সেগুলো বুঝিয়েছে এবং চেষ্টা করি পালন করার।আচ্ছা আপনারাই বলুন তো একজন মুসলিম ছেলেকে বিয়ে করলাম তার সাথে যদি আমার মনের মিলই না হয় তাকে আমি বিয়ে করে কি করবো। বিয়ে মানে কি শুধু শারীরিক সম্পর্ক আর বাচ্চা লালন করা। এখন বলবেন এটা তো হারাম। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো হারাম কাজের সাথে কিন্তু লিপ্ত আছে সেটা আমরা সবাই জানি। ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছি, মানুষকে নিয়ে হিংসা করছি,গীবত করছি, ঠিক মতন নামাজ আদায় করছি না এমন হাজারো পাপ প্রতিনিয়তই আমরা করছি। সংসার সবার সাথে করা গেল সবাইকে কিন্তু ভালোবাসা যায় না। ভাই ভালোবাসা যে জিনিসটা না একদম অন্যরকম। প্রেম করলাম পার্কে গেলাম ঘুরতে গেলাম এটা ভালোবাসা না ভালোবাসাটা না হৃদয় থেকে আসে। আমার পরিবার সমাজ কেউ কখনোই মানবে না। তবে এই সমাজের মানুষ কি আপনার পাশে সারাজীবন থাকবে। আপনি যতই ভালো কাজ করেন তবুও দেখবেন আপনার পিছে তারা ঠিকই আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করছে।ভাই মানুষের মন্তব্য আপনি কখনো আটকাতে পারবেন না তারা সবসময় খারাপ মন্তব্যই করবে।আপনাদের মতামত জানতে চাই এখানে দশজন দশ রকম কমেন্ট করবে আমি জানি সবার মতামত এক হবে না।আমি তাকে অনেক ভালবাসি এবং শেষ পর্যন্ত জীবনের তাকেই পেতে চাই। যদি তাকে না পাই তাহলে যেন আমার জীবনে দ্বিতীয় কেউ আর না আসে।
প্রেম মানে না ধর্ম, প্রেম মানে না জাত।। যদি কেউ সত্যিই ভালোবাসে, তাহলে একসাথে থাকা সম্ভব। পূর্ণতা পাক সব ভালোবাসা, উঠে যাক বিভেদ, আসুন না,আমরাই গড়ে তুলি নতুন সমাজ আমাদের ভালোবাসার জন্য ❤
বাস্তবতা আমরা অনেকে মানতে চাই না । এখানে বাস্তবতাকে দেখানো হয়েছে । কিন্তু একটা কথা নিজ নিজ ধর্মের ব্যক্তিদেরকে ভালোবাসা উচিত । ভিন্ন ভিন্ন ধর্মের ভালবাসা অনেকে ভালো চোখে দেখে আবার অনেকে খারাপ । কিন্তু বর্তমান সময় খারাপ চোখেই দেখে বেশি । নিজ নিজ ধর্মের ব্যক্তিকে ভালবাসলে পরিবারের মান সম্মান নষ্ট হয় না ।
চোখের জল পড়ছে তাও বলি এই কাহিনিটা যেন আমার পুরো মিল।সবাই দোয়া করবেন আমি যেন তাকে পাই। সে হিন্দু আমি মুসলিম কিন্তু দুইজন চাই আমরা এক হই, কিন্তু পরিবার চায় না। সে রাজি আমিও রাজি। ভয় হয় যদি হেরে যাই 🥺। প্রিয় মানুষকে হারাতে যে কস্ট তার অভিজ্ঞতা নিতে চাই না 😔 নি**** তোকে ভালবাসি অনেক
কৃষ্ণচুড়া ফুল আর বৃষ্টি আমার খুব প্রিয় 😍 জোভান মেহেজাবিন বেষ্ট জুটি 👩❤️💋👨 এককথায় অসাধারণ ভিন্ন এক গল্প,,, বব্যধান এর কাছে হাজারো ভালোবাসা এইভাবে হেরে যায়,,, নাটকটি বাস্তব জীবনের কাহিনী তুলে ধরেছে,, পুরো টিম কে ধন্যবাদ
মানুষের জীবনের সাথে অনেক সময় এই নাটক গুলা মিলে যায়! ব্যবধান নাটকটির সাথে আমার বাস্তব জীবনে এতো মিল যে আমার ও জীবনে এইরকম একটা পরিনতি ঘটবে সেটা বুঝতে পারছি! আর এতোটাই কষ্ট হচ্ছে যেটা সহ্য করতে পারছিনা!!
@@shuvo1027 জিহাদ কে টেনে আনলে কেন ভাই। মুসলিমরা কখনো আগে অন্য ধর্মে আঘাত করে না, যখন অন্য ধর্ম আঘাত করে মুসলিমদের তখন তারা প্রতিবাদ করে। বাট কারো বাড়ি ঘর পুড়ানোর পক্ষে আমরা নই। যে অপরাধ করবে শুধু তার বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ করা যেতে পারে।
@@naimulhasan3949 মুসলিম অন্য ধর্ম কে আঘাত করে না? শালা, জ্ঞান দিচ্ছ। ইতিহাস পড়েছিস কখনো? বখতিয়ার খলজি কেনো মন্দির ও নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেছিল। কে তখন তোদের ধর্মের উপর আঘাত করেছিল। সোমনাথ টেম্পল 17 বার কে ভেঙেছিল? সম্প্রতি বাংলাদেশে হিন্দু দের উপর অত্যাচার করে তাদের খুন আর বাড়িঘর পুড়িয়ে দিলি, মূর্তি ভাংলি, কে তোদের ধর্মের আঘাত করেছিল? বাহানা দেখাও , তাই না? ভাবিস , বাহানা কেউ বোঝে না।
আমি তো জানি ভালোবাসা মানে, নিজেকে একটা সম্পর্কে জড়ানো মায়ার টানে.... আমি তো জানি ভালোবাসা মানে, দুটি হৃদয়কে কাছাকাছি আনে.... আমি তো জানি ভালোবাসা মানে, একসাথে থাকার প্রতিজ্ঞা কৃষ্ণচূড়া আর জারুল ফুলের ঘ্রাণে.... আমি তো জানি ভালোবাসা মানে, বিশ্বাস অটুট মনেপ্রাণে.... কিন্তু আমি তো পারবোনা ধর্ম বদলাতে, আমি তো পারবোনা চিটারি করতে বাবা-মার সাথে.... আমি তো পারবোনা জেনেশুনে পরিবারের আপনজনগুলোর মনে কষ্ট দিতে, আমি তো পারবোনা দীপককে মেনে না নিতে.... আমি তো পারবোনা চাইলেও আবিরকে নিজের করে পেতে, আমি তো পারবোনা এভাবে পালিয়ে যেতে.... আমি তো পারবোনা প্রতি বছর দেখা করতে একবার, আমি তো পারবোনা চেষ্টা করলেও না পাওয়ার কষ্টটা ভুলে থাকার.... তাহলে কেন এই মায়া বাড়িয়ে, প্রেম,ভালোবাসায় নিজেকে জড়িয়ে.... রাত-দিন কষ্ট পেতে হয়, মনে জাগে না পাওয়ার সংশয়.... অথচ তারপরও আমরা কি করি..? ভালোবাসার মায়ার জালে জড়িয়ে পড়ি.... ভাবিনা একটিবার তবুও, এমন সম্পর্ক পূর্ণতা পায়না কবুও.... কারণ ধর্ম থেকে নিশ্চয়, ভালোবাসা বড় নয়.... 'ব্যবধান' তো এখানে, অপেক্ষার প্রহর যতই গুনি সেখানে.... গল্পটাও অনেক ভালো ছিলো, প্রত্যেকের অভিনয়ও চমৎকার ছিলো.... 'ফারনাজ আলম' ও 'রেহান রাসুল'র 'তোমাকে না পেতে পেতে' গানটাও বেশ ভালো ছিলো, 'সোহাইল রহমান' আর 'আরিয়ান' ভাইয়ের গল্প ভাবনাও সুন্দর ছিলো, 'নাসির খান'র সাথে 'আরিয়ান' ভাইয়ের চিত্রনাট্য লেখাও অনেক সুন্দর ছিলো.... অসংখ্য ধন্যবাদ পরিচালক "মিজানুর রহমান আরিয়ান" সত্যি অসাধারণ সুন্দর আপনার প্রতিটি কাজের মান.... এই গল্পের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে যারা, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যও তারা....
প্রথম দেখায় আমিও একটা মেয়ে কে ভালোবেসে ফেলেছিলাম,, দেখা টা হয়েছিলো মানিকগঞ্জ সরকারি হাসপাতালে.. সেদিন তার সাথে অনেক কথা বলেছিলাম কিন্ত ফোন নাম্বার টা চাইতে সাহস পায়নিই.. কিছুদিন পর অন্য দুইটা মেয়ের সাহায্যে ফোন নাম্বার টা পেয়েছিলাম আমি.. তারপর আসতে আসতে একটু একটু করে আমাদের দুজনের মধ্যে প্রেম টা হয়ে যায়.. শুধু ব্যবধান টা ছিলো সে হিন্দু ধর্মের আর আমি মুসলিম ধর্মের.. সে আমাকে বলেছিলো আপনি যদি আমাদের হিন্দু ধর্মের যেকোনো জাতেরও যদি হতেন তারপরে আপনাকে আমি বিয়ে করতাম.. কিন্ত আমাদের ধর্ম টায় ভিন্ন আমি চাইনা আমার মা-বাবা কে কষ্ট দিতে.. আসতে আসতে আমরা একে অপরের থেকে দুরে সরে যাই আজ ২ বছরের বেশি সময় হয়ে যায়...
আমাদের সম্পর্কের শুরু থেকেই মনে প্রাণে বিশ্বাস করতাম তোকে আমি জীবনে কখনো আমার করে পাবো না , কারণ আমাদের ২ জনের ধর্ম আলাদা, নিজের মনকে মানাতে পারেনি, তারপরও তোকে পাগলের মতো প্রচন্ড বেশি ভালোবেসেছি, তোর জন্য অনেক অনেক অনেক পাগলামি করেছি তোকে পাবো না জেনে ও, চেয়েছিলাম তোর কোন একটা জায়গায় বিয়ে হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালোবেসে আমরা একে অপরের পাশে থাকি সবসময়, কিন্তু আমরা থাকতে পারিনি , ভ্যাগের কি নির্মম পরিহাস প্রায় ৩ বছর পর আজ আমাদের ২ জনের পথ জাত ধর্মের কারণে আলাদা হয়ে গেলো🙂😅, তবে তোকে আমি সবসময় দূর থেকে ভালোবেসে যাব🥰, তুই আমার প্রথম ভালোবাসা, তোর জায়গায় অন্য কেউ বসতে পারবে না। মনের কোণে তোর জন্য আলাদা একটা জায়গা সবসময় থাকবে 💝,দূর থেকে ভালোবাসা নাকি সুন্দর, তোকে দূর থেকেই ভালোবেসে যাব সারাজীবন, যেখানেই থাকিস সবসময় ভালো থাকিস আমার লক্ষীটা 🥰 ( রায়া US ♥️) 11/07/2023 রাত ১:১০
যদি পৃথিবীতে শুধু মানবতা নামে একটাই ধর্ম থাকতো🙂
তাহলে কত ভালোবাসা যে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেতো
পরিচালককে ধন্যবাদ না দিয়ে পারছিনা এত সুন্দর একটা গল্প..! কোন উস্কানিমূলক কিছু নেই কোন ধর্মকে হেয় করার কিছু নেই ভালোবাসা আছে কিন্তু সমাজ কে ছোট করে নি..! ভালোবাসা থাকা উচিত তবে সমাজকে ছোট করে নয়..! পথভ্রষ্ট হওয়া যাবে না পরিচালক সেটা ও বুঝিয়ে দিলেন..! আহ্ দারুন গল্প❤🙏🙏
নাটকটা দেখে খুব ভালো লাগলো, দেখতে দেখতে ভাবলাম, ভিন্ন ধর্মের মানুষ হলেও ভালো বন্ধু হওয়া যাই,ধর্মান্তরিত হওয়া ভালো নয়, কারণ বাবা মার চাইতে আপন দুনিয়াতে কেউ হয়না, তাদের মনে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখি হয়না, এই নাটকের মাধ্যমে এটাই বুঝাইছে,এমন নাটক উপহার দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ ❤❤❤
আমি একজন ভারতীয়,, গতকাল রাতে ফেসবুকে এই নাটকের একটু ভিডিও দেখে আজকে সকালে আমি ইউটিউবে দেখতে আসলাম,, আসলেই আমাদের বাংলা সিরিয়াল গুলো সাথে আপনাদের নাটকের কোনো তুলনা হয় না, আপনাদের নাটক গুলি খুব সুন্দর... 😌♥
কিছু ভালবাসা ক্যাম্পাসের মধ্যেই রয়ে যায়। স্মৃতির পাতাতে পাতাতে। কিছু ভালবাসা আজীবন অপেক্ষা করে যায়। অনেক সুন্দর একটি নাটক যা আমাদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। বাস্তবে কিন্তু সব ভালবাসার হ্যাপি এন্ডিং হয়না।কিছু কিছু ভালবাসা আজীবন রয়ে যায় বুকের বা পাশে। সময়ের সাথে মানিয়ে নিতে শিখে যায় কিন্তু কোথাও না কোথাও তার ভালবাসা ডাকে। আবির আর অর্পার মত এমন হাজারো ভালবাসা ক্যাম্পাসে বন্ধি আছে এখনো। স্মৃতির পাতায়।
তাই তো তোমাকে না পেতে পেতে অভ্যাস হয়ে গেছে 🙂🙂🙂 সত্যি একসময় হয়ে যায়। বেঁচে থাকুক হাজারো ভালবাসা ❤️ ঈদের বেস্ট নাটক। বেস্ট কাস্ট।মেহেজাবিন মানেই সেই নাটক এর প্রাণ ফিরে পাওয়া।জোবান আর মেহেজাবিন বেস্ট জুটি।
ধর্ম তো অনেক বড় বিষয়।
বর্তমানে ধনী-গরিবের ব্যবধানে ভালবাসা, বন্ধন ভেঙে যায়।
অপূর্ণ থেকে যায় ভালবাসা।
নাটক টা এককথায় অসাধারণ 💗💗
আগামী বছর এইদিনে অপেক্ষা করনা, আমি আসবো না, সংলাপটি শুনে কেন জানি নিজের অজান্তেই বুকটা ফেটে যাচ্ছিল😥
ফেসবুকে সর্ট ক্লিপ দেখে কে কে নাটক দেখতে এসেছেন?🙃
আমি
Me
আমি🖐️
আমি
Me 🤚
অপূর্ব নাটক। আমি ইন্ডিয়াতে থাকি। আপনাদের বাংলাদেশী নাটক গুলো এত মধুর। আমাদের সিরিয়াল গুলো তার পাশে কোন জায়গা পায়না।
Aro sob nayok ar nato dheken valo lagbe
Akdom
Ami akjon moddhobitto bolchi somoy pele natok ti dekhe nibn asha kori apnr khob valo lagbe🖤
Hmm
U r absolutely correct.
নির্দ্বিধায় আপনি ঠিক বলেছেন। আমারও বাংলাদেশের নাটক গুলি দারুণ লাগে কিন্তু নিজ দেশের জিনিস গুলো কে অপমান করার খুব দরকার?বাইরের মানুষ দের কাছে?
ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় ।। কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়ে থেকে যায় ..যা কনোদিন ভোলার নয় 😔😔
একদম।এই নাপাওয়া টা যে কতটা কষ্টের সেটা সম্পূর্ণ অনুভব তারাই করতে পারছে যাদের এই তিক্ত অভিজ্ঞতা টা আছে।
Hm
অনেকে বলছে মেহজাবিন হিন্দুর চরিত্রে অভিনয় করে ঠিক করেনি।সেইসব মানুষেদের বলছি অভিনয় মানেই যে কোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা।আর যারা এত ধর্মপ্রান মানুষ তাদেরতো কোনো নাটকই দেখা উচিত না কারন ইসলাম ধর্মে কোনো নাটক দেখাই জায়েজ না🙂
❤ from 🇮🇳
Thik bolechen..esob public nijerau ese natok tai mere jai
😆 🤣 😂
Jaigai haat diyechen didi... oita abr bojhe je niom shob faltu ..tai mane na.
Vondami r shesh nai eder.. 😆
ঠিক
Thik bolchen👍
অপূর্ণতাও কি সুন্দর! অপেক্ষা করা শেখায়, ভাবতে শেখায়।
একদম মনের মতো একটা থিম। অসাধারণ সব অ্যাকটিং, সব মিলিয়ে পরিপূর্ণ। অসম্ভব ভালো লেগেছে।
আমি জানিনা আমার এই কমেন্ট পড়া হবে কিনা,,
বাংলা নাটক অনেক আগে থেকেই দেখি,ক্লাস ১০ থেকে...সবচেয়ে পছন্দের পরিচালক মিজানুর রহমান আরিয়ান ভাইয়া,,প্রতি ঈদ/ভ্যালেন্টাইন্স বা অন্য সময় আরিয়ান ভাইয়ার নাটক বের হওয়ার সাথে সাথে আমি দেখি,, কিন্তু এবার কুরবানির ঈদে যেসব নাটক বের হয়েছে সেগুলো রাজশাহী ইউনিভার্সিটির এডমিশন পরীক্ষা থাকায় পড়াশোনার চাপে আর নাটক দেখা হয়নি,,এডমিশনে এটা হয়তো আমার জীবনের বড় একটা স্যাক্রিফাইস ছিল,,এই নাটকটির ট্রেলার দেখেই এতো বেশি ভাল্লাগছিল যে বার বার দেখতে মন চাচ্ছিল,,,আজ পরীক্ষা শেষ করেই রাতে নাটকটা দেখলাম,,,
অনেকদিন পর বাংলা নাটকে আবার একটা সুন্দর গান উপহার পেলাম আরিয়ান ভাইয়ার কাছ থেকে,,সত্যিই আরিয়ান ভাই তার এই নাটকের মাধ্যমে আবারো প্রমাণ করলো যে বাংলা নাটকে তিনিই সেরা♥️♥️♥️
দোয়া রইলো ভাই♥️
আমার জন্যেও দোয়া করবেন আমি যেন চান্স পেয়ে যাই 🙂♥️
সময় হলে কমেন্ট টা পড়বেন 🙏
♥️♥️♥️ভালোবাসার গল্পকথক♥️♥️♥️
"আগামী বছর এই দিন অপেক্ষা করো না ,আমি আসবো না " কথাটা শুনেই বুকের ভেতর টা চকমে উঠল ❤️
Sotti tai💔
Sotti💔
💔
💔🥺
আবেগ দিয়ে বিবেচনা করলে আমরা এখন একসাথে বান্দরবান থাকার কথা।
আর বাস্তবতা দিয়ে বিবেচনা করলে আমাদের আলাদা হওয়া উচিত🖤
আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নাটক। আজ আমি স্মৃতি রেখে গেলাম যতবার কমেন্ট আসবে ততবার নাটকটা দেখতে আসবো ❤️
সময়ের ব্যবধানে যদিও ভালবাসার মানুষটা দূরে চলে যায়, প্রকৃতপক্ষে ভালবাসার সেই প্রিয় মানুষ টা হৃদয়েই থেকে যায়। ❤️❤️❤️❤️
যদিও সময়ের ব্যবধানে ভালোবাসার মানুষটা দূরে চলে যায়,প্রকৃতপক্ষে ভালোবাসার সেই প্রিয় মানুষটা হৃদয়ে থেকে যায় 💞
Ha kosto o theke jai mone sarajibon
ভালোবাসা প্রথমে হাসতে শিখায়
তারপর কাঁদতে শিখায়।
সবশেষ বাস্তবতা সাথে লড়তে শিখায় 😥
জোভান + মেহেজাবীন❤❤
আমার জীবনের সাথে নাটকের সম্পুর্ন গল্পটা মিল আছে। আমিও একটা হিন্দু মেয়েকে অনেক ভালোবেসে ছিলাম এখনো বাসি আর সারা জীবন ভালোবেসে যাবো। সে সব সময় ভালো থাক এই তাই চাই 😢
Us Vai, onuvuti ta onyk koster ,na kisu bola jay na kisu kora jay.
সত্য কথা বলতে পৃথিবীতে এমন অনেক ভালোবাসা আছে। যা বাস্তবতার কাছে হেরে যায়। হোক সেটা পরিবার বা অন্য কোন কারনে...ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।
ভালোবাসা গুলো ঠিক এমনি হওয়া উচিত। কারো সাথে বিচ্ছেদ হয়ে গেলেও যেনো সারাজীবন তার প্রতি সম্মান, ভালোবাসা অটুট থাকে। বর্তমানে আমরা বিচ্ছেদের পর একজন অন্যজনের প্রতি কাঁদা ছোড়াছুঁড়িতে ব্যস্ত থাকি।
ভালোবাসা জ্বালানা দিয়ে পালাবে যখন মুসলিম জিহাদী তার আসল রূপ দেখাবে।
তখন ফেরার আর পথ ও থাকবে না।
আত্মহত্যা ছাড়া।
সবই ধোকার জন্য ভাই
বড় ছেলে,, বুকের বা পাশে,, আর এখন ব্যবধান,, এই নাটক গুলো কাঁদিয়েছে হাজারো হৃদয়কে,, ছুঁয়েছে জন সাধারণের অবুঝ মন কে,,,
বাহ,...সুন্দর লিখেছেন।
এর পাশে যোগ হবে মোশারফ করিমের অমানুষ এটাও একটা এই হৃদয় কাঁপানো অসাধারণ নাটক ছিলো.
পৃথিবীতে সব ধর্ম, সব ধর্মগ্রন্থে একে অন্য ধর্মের প্রতি উদারতা ভালোবাসা মানবিকতার কথা লেখা আছে।। ধর্মগ্রন্থে মনুষ্যত্ব যে আসল ধর্ম সেটাই লেখা আছে।।। মানুষ শুধু নিজেদের স্বার্থে নিজের প্রয়োজনে সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্য ধর্মের নামে আশ্রয় নিয়ে বিভেদ তৈরি করে ।
"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই " এই কথাটা সমাজের প্রতিটি স্তরের মানুষ যেদিন বুঝতে পারবে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে।
সত্যি অসাধারণ একটি নাটক। বাস্তব জীবনের কাহিনী থেকে তুলে ধরা হয়েছে নাটকটি। ঠিক এমনটাই ঘটে বাস্তব জীবনে। এভাবেই একটি মানুষ তার ভালোবাসার মানুষের থেকে আলাদা হয়ে যায়। 🇮🇳 Indian🇮🇳
ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য। আসলে নাটক দেখে অনেক বাস্তব জীবনের গল্পের সঙ্গে মিলে যাবে সত্যি কারে এইরকম হাজারো ভালোবাসা এই ভাবে বলি হচ্ছে আসলে একদিন থেকে দেখতে গেলে দুইজনেরই খুব উপকার হয় দুইজনই খুব সুন্দর ভাবে জীবনটাকে গড়ে তুলে কেউ আবার নষ্ট করে। নাটক আসলেই ভিন্নতা লক্ষণীয় খুবই ভালো লেগেছে। হিন্দু মুসলিম কোনো ধর্ম কে ভেদাভেদ করা উচিত নয় সবাই সমান। যার যার জায়গা থেকে সে তার ধর্ম কে পালন কারুন। বহু বছর ধরে সকল ধর্মের মানুষ এই সুন্দর মিল বন্ধনে এত সুন্দর একটা সমাজ।সমাজ থেকে রাষ্ট্র কেউ বাহিরে দেশকে অনুসরণ করে নিজের দেশের ক্ষতি করবেন না। ভুল হলে অবশ্যই প্রতিবাদ করবো কিন্তু কোনো মানুষের প্রাণ নেওয়া এটা আমাদের কোনো ধর্মেই লেখা নেই। তাই সবাই আমরা একযুগে একসাথে মিলেমিশে চলি। এই ধর্ম নিয়ে ভেদাভেদ না করে মিলেমিশে থাকি। ধন্যবাদ আরিয়ান ভাইয়াকে ❤️❤️
যার জন্য আমি ৫ টা বছর ভালোবেসে অপেক্ষা করেছি, সে আজকে আমায় বললো তার পরিবার নাকি আমাদের সম্পর্ক টা মেনে নিবে না। সে আরো বললো সে নাকি তার পরিবারের কথা অমান্য করতে পারবে না। আমি বললাম তুমি কি একবার চেষ্টা করে দেখতে পারো না যে তাদের মানাতে পারো কিনা? সে বললো আমি কখনো তাদের সাথে জোর গলায় কথা বলিনি আর কোনোদিন বলতে ও পারবো না।
বলতে গেলে আজকে আমার বুকটা ফাঁকা করে দিয়ে সে চলে গেলো। কান্না করে মন খারাপ করে বসে ছিলাম কিছুক্ষন পরে ইউটুবে এ ঢুকলাম আর এই নাটকটা সামনে আসতে ই দেখতে নিলাম। কেমন যেন আমার জীবনের সাথে অনেক মিল পাচ্ছি। চোখের জল যেন থামছেই না। কথাগুলো কাকে বলবো এমন একটা মানুষ ও নেই আমার জীবনে। তাই এই কমেন্ট বাক্স এ লিখলাম।
জানিনা এখানে মেহেজাবিন এর যেমন অন্যকারো সাথে বিয়ে হলো হয়তো আমরা পরিস্থিতি তা এমন ই হবে।
ভালো থাকুক সব পৃথিবীর ভালোবাসা।
আবেগ 😋
আমি আপনার অনুভূতিকে অনুভব করি। এরকম রিলেশনএর কথা না যায় শেয়ার করা, আবার নিরবে নিভৃতে না যায় চোখের জল আটকানো।
কি যে বলব আমার দেখা সেরা নাটক নাটকটা দেখে খুব খুব খুব ভালো লাগলো রেখে গেলাম স্মৃতি হিসাবে ২৪-১০-২০২৪ রাত ২-৩২ এম আমার মত এই নাটকটি যদি আর কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক প্লিজ লাইক টা দেখে হয়তো বা মনে হবে নাটকটির কথা ধন্যবাদ
Amio apnar moto same time a dekhlam...khub valo laglo
এজন্য বুঝেশুনে প্রেমে পড়তে হয়! অন্ধ হলে হয় না! যারা এখনো ভুল সসম্পর্কে আছেন বের হয়ে আসুন। ভালো থাকুন। মুভ অন করুন ❤️
বাবা মা কে সমাজের কাছে নিচু করবেন না কেউই
ভালোবাসার মানুষের কাছে না পাওয়ার পরেও গল্পটা এক অন্য রূপে হৃদয়ের মাঝে রয়ে গেলো....."আগামী বছর আর অপেক্ষা করো না, আমি আর আসবো না "... চোখের জল গড়িয়ে গেলো 😔....সত্যিই আর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না 💔
অসাধারণ! সব সম্পর্কের মিল হতে হবে এমন ত লিখা নেই, কিছু সমপর্ক এভাবেই সমাপ্ত হয় এটায় সুন্দর হয়.. প্রচন্ড ভালবাসা থাকলে কখনও ভুলে থাকা যায়না...হয়ত বছরে ১ দিন না হয় ১ মি না হয় ১ সেকেন্ডের জন্য হলেও তার নামে চোখ দিয়ে একফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে.. ভালবাসা এভাবেই সুন্দর ♥️💔
এখনো মনে পড়ে..
পড়বে.....
২০১৯ এর ২৮ শে জানুয়ারি, শুধু ধর্মীয় ব্যবধানের কারণে আমরা একে অপরকে হারিয়েছিলাম। আমার জন্য সে তার পরিবারের উপর রীতিমত লড়াই করেছিলো, আত্যহত্যা, হাত কাটা আরো কত কি যে সে করেছিলো কিন্তু শুধু ধর্মের কারণে আমরা একে অপরকে পাইনি। আমার প্রশ্ন হলো, ধর্ম কি আসলেই অনেক বড় ব্যাপার,,,??? আমরা কে কোন ধর্মের তার আগে আমাদের পরিচয় আমরা মানুষ এটা ঠিক নয় কি ,,,??? যাইহোক আল্লাহ হয়তো ভালোর জন্যই আমাদের কে আলাদা করে দিয়েছেন। আজ খুব দেখতে ইচ্ছে করে ওকে, আমি আজও তোমায় ভালোবাসি প্রিয়াঙ্কা❤️🥲।
Tahole apni amar dhormo take paltiye biye kore niten
Dhormo oneker kachhei boro bepar. Ar oneke kachhei tuchho. Apni jodi onake etoi valobashten, Dhormo change korte parten. Othoba uni korten. Jai hok, Comment pore mone holo uni ar nei. Onar jonno dowa roilo. Apnio jaate jibone shustho shanti te thakte paren, tar jonno dowa roilo. Valo thakben.
@@rakibhossen5751 ভাই কেমনে সব মিলে গেল।
আমি কাল তাকে হারাইয়া ফেললাম।
তার নাম ও প্রিয়াঙ্কা।
১২ বছরের প্রেম।আমার জন্য সে ও অনেক কিছুই করেছিল কিন্তু ওই যে ধর্ম।
হাত কাটছে,ঘুম এর ট্যাবলেট খেয়ে হাসপাতাল ছিল,গলায় ফাঁস ও দিতে গেসিলো অনেক বার।তাকে পেলাম না।
কাল ৩১ জুলাই ২০২৪ তার বিয়ে হয়ে গেল
@@rakibhossen5751 😢😢
অবাক হয়ে গেলাম নাটক টা দেখে প্রায় ১০ বছরের সম্পর্ক ছিলো ২৩ সের ডিসেম্বরে সেই একই কারনে আমাদের ছাড়া ছাড়ি হয়ে যায়। 😢
মেহজাবিন চৌধুরী শুধু একজন অসাধারণ অভিনেত্রীই নন একজন সত্যিকারের মানুষও। তিনি সকল ধর্মকে সম্মান করেন এর থেকে আমরা সবাই অনেককিছু শিখতে পারি। অনেক ভালোবাসা এই মিষ্টি বোনটির জন্য🥺🥺💞💞💞💞
শুধু ধর্মীয় কারণে দুটি ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়েছে এর থেকে বেশী কষ্টের আর কিছুই নেই 😔
নাটকের শব্দ চয়ন গুলো ছিল অসাধারণ। আর, হবেই বা না কেন? মিজানুর রহমান আরিয়ান মানেই তো ভিন্ন কিছু। ব্যবধান ২ দেখতে চাই 😊😊
আমি অয়ন,
আমি নাটক দেখিনা। দুপুরে সে এমন ভাবে আবদার করলো যে আবদার উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমারও একটা দোলন চাঁপা আছে, আদর করে পাগলী ডাকি। ও মুসলিম , আমি হিন্দু । ২০১৮ থেকে গল্পটা শুরু, এখনো লিখছি, লিখে যাচ্ছি। দু'বছর পর ২০২০ একবার পারিবারিক ভাবে জানাজানি হয়ে যায় বিষয়টা, বাধ্য হয়েই একজন আরেকজনকে ছাড়ি । এমন একটা মানসিক শখ খেয়েছিলাম যে সুইসাইড এটেম্প করতেও পিছপা হয়নি। কিন্তু সুইসাইড এটেম্প করেও যখন মারলাম নাহ্ , তখন বুক ভরা ভালোবাসা আর বিশ্বাস নিয়ে অপেক্ষা করা শুরু করলাম ও ফিরবে , ওকে ফিরতেই হবে। তাই হলো, ও ফিরে এলো আর ভালোবাসাটা বেড়ে সীমাহীন হয়ে গেল। আমরা বুঝি আমার কখনো আমাদের পরিবারকে কষ্ট দিয়ে , তাদের ভালোবাসাকে উপেক্ষা করে এক হতে পারব নাহ্ , পারবো নাহ্ কখনো দু'জনে মিলে নতুন একটা জীবন শুরু করতে। তবুও দু'জনে মিলে একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখি। জানেন, রাস্তায় যখনি বোরখা পড়া কোন মেয়ের হাত ধরে তার হাসবেন্ডকে হাঁটতে দেখি, বুকের মধ্যে কেঁপে উঠে ভাবি, একদিন আমার জায়গায় অন্য কেউ কোন এক রাস্তা দিয়ে এমন ভাবে ওর হাত ধরে হাঁটবে। নিয়তির কী নিষ্ঠুর পরিহাস। আমরা কখনো দু'জন দু'জনের হতে পারবো না তার পরও বিশ্বাস রাখি অলৌকিক ভাবে হয়তো, আল্লাহ্ আদেশে কোন একদিন পৃথিবীর সকল কিতাবে এ হঠাৎ করেই লেখা হয়ে যাবে পৃথিবীর সকল মুসলিম মেয়ে / ছেলে ভালোবেসে যেকোন ধর্মের ছেলে/মেয়েকে বিয়ে করতে পারবে, এতে কোন পাপ হবে না। আর একই ভাবে আমার ধর্ম গ্ৰহন্ত গুলো তে ও ভগবানের আদেশে এমন টাই লেখা হবে। আর আমরা এক হবো। আগের বারও আমি আমার বিশ্বাস আর ভালোবাসার জোরে ওকে আবার ফিরে পেয়েছিলাম। এবারও হয়তো এমন টাই হবে , আমি ওকে জীবন সঙ্গী করে পাবো। বিশ্বাস রাখতে সমস্যা কোথায় ? সৃষ্টি কর্তার কাছে অসম্ভব তো কিছুই না, সে চাইলেই পারে।
পরিশেষে ভালোবাসার কখনো মৃত্যু হয় নাহ্ । ওকে ভালবাসতাম, ভালোবাসি , ভালোবাসবো। আমার হলেও বাসি , না হলেও বাসি।
হিন্দু মেয়ের অভাব নাকি?
Apnar kotha sune kosto laglo vai🙂dowa kori Allah meyetake apnar kache firiye dik❤❤
কি অদ্ভুত তাই না.?
তীব্র ভালোবাসার পরেও আমি তোমাকে পেলাম না। অথচ কেউ একজন বিনা সাধনা ছাড়াই তোমাকে পেয়ে গেল!💔
💙💙💙💙
সবাই যখন ঈদের আনন্দে আত্মহারা❤️তখন হাজারো প্রবাসীদের মা-বাবা ভাই-বোন নিরবে তাদের চোখের অশ্রু ঝরাচ্ছে😥 কারণ পরিবারের আদরের ছোট্ট ছেলেটি এখন নিজের স্বপ্ন ত্যাগ করে পরিবারের স্বপ্ন পূরণ করতে দুরদেশ প্রবাসে😥 এসকল খেটে খাওয়া সংগ্রামী প্রাবাসি ভাইদের জানাই হাজারো সালাম🤚
Right 😥😢😥😥😢
Right 👍👍
Right
এক জন প্রবাসী বোঝে প্রবাসীদের কষ্ট
Amio ekjon probasir wife
প্রথমত বলছি কাহিনী ভালো ছিল, তুলে ধরা হয়েছে এখন যেসমস্ত যুগটা পড়েছে তার মধ্যে এগুলো অন্যতম মুসলিম ছেলেরা সবসময় হিন্দু মেয়েদের উপর অনেকটাই খারাপ দৃষ্টি ভঙ্গি দিয়ে থাকে প্রথমে ভালোবাসা দেখালেও পরবর্তীতে ধর্ম নিয়ে পরিবর্তন কথা চলে তারপর বাচ্চা হবার পর শেষ ভালোবাসা ।
দ্বিতীয়ত, হিন্দু মেয়েদের বলছি যদি কোনদিন কমেন্ট দেখো আর যাই করো মুসলিম ছেলেদের সাথে প্রেম করো না এবার ছেলের যাই থাকুক বা গরীর থাকুক , বন্ধুত্ব করা যেতে পারে তবে বেশী গভীরে যেও না , তৃতীয় , নাকটাই বুঝানো হয়েছে প্রেম যতই হোক না কেন যার যার ধর্ম অনুযায়ী তা পালন করা উচিত । বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় তবে ধর্ম পালন করা প্রত্যকের উচিত। কারো ধর্ম নিয়ে বিরোধি না করা মিলেমিশে থাকা । ❤
সহমত
নাটকে অর্পা আর বাস্তবে আমার প্রিয়া, প্রায় একই প্রেক্ষাপট। শেষটা এখনও দেখা হয় নাই, আবেগ দিয়েই চিন্তা করছি এখনও স্বার্থপরের মত 💗 আমার চোখের জল থামছে না কেনো জানি না। আমি আমার অর্পাকে হারাতে চাই না। দুজন মানুষ একে অপরকে কঠিন ভাবে ভালোবাসার পরও এক হতে পারে না , শুধু মাত্র ব্যাবধানের কারণে। সত্যি মেনে নেয়ার মত না :')
😥
গল্পটা অসাধারণ লাগলো। ভালবাসা আবেগ দিয়ে নয় বাস্তবতা মেনে নিতে হয়।
শেষের দিকে অজান্তেই চোখের জল চলে এসেছিলো আমার ! আটকে রাখতে পারলাম না ! এই প্রীথিবিতে হয়তো জাতি বিভাজন না থাকলে বেঁচে যেতো অনেক সত্যিকারের ভালোবাসা, আর পূর্ণতা পেতো দুটি হৃদয়ের মিলন !আমি ভারতীয় ! বাংলাদেশের এই নাটকগুলোর নেশায় এতটাই আসক্ত হয়েগেছি যে দিন শেষে অফিস থেকে ফিরে সব কাজ সারার পর , রাতে শোবার আগে প্রতিদিন বাংলাদেশের এই নাটকগুলো একটা করে দেখি খুব ভালো লাগে ! শুধুমাত্র দু এক ঘন্টার নাটকের মধ্যেই মিলে যায় অনেকের জীবনের গল্প!
Same vai
জীবনে প্রথম ভালবাসা টা আসলে ভুল মানুষের সাথে হয়।
সেই ভালবাসা এত টা কষ্টদায়ক হয় যা সারাটা জীবন বয়ে বেড়াতে হয়।
বড় ছেলে
বুকের বা পাশে
ব্যবধান💝
প্রিয় নাটকগুলোর লিস্টে তিনটা ।।
মিজানুর রহমান আরিয়ানের নাটক মানেই অন্যরকম ভালোলাগা 🥰🥰
Keno moddhobitto natok take rakhbe na list e
ভালোবাসা জ্বালানা দিয়ে পালাবে যখন মুসলিম জিহাদী তার আসল রূপ দেখাবে।
তখন ফেরার আর পথ ও থাকবে না।
আত্মহত্যা ছাড়া।
পেয়ে হারানোর চেয়ে না পাওয়ার কষ্ট কম 🍂 শুধুমাত্র এই ধর্মের কারণেই পৃথিবীর বুকে হাজার হাজার ভালোবাসা অসম্পূর্ন থেকে যায়ে ❤️
@Emam Mahadi প্রেমটা কখনো ধর্ম দেখে হয়না। মনের অজান্তেই সেই প্রিয় মানুষের প্রতি এক অদ্ভুত অনুভুতি কাজ করা শুরু করে, মানুষ দুটি হয়তোবা জানে অবশেষে ব্যাবধান লিখা আছে তবুও তারা আপ্রাণ চেষ্টা টুকু করে যায় প্রিয় মানুষটিকে সারা জীবনের মতো আপন করে নেওয়ার। কিন্তু এই সমাজের কাছে তাদের হার মেনে নিতে হয়। ❤😌
😢😢😢😢😢😢😢😢
সাড়ে ৩ বছরেরও বেশি সময়ের সম্পর্ক ছিলো।
তার সাথেও আমার এমন চুক্তি বছরে মাত্র একটা দিন তার সাথে কথা বলতে পারি।তার জন্মদিনের দিন।১৫ই নভেম্বর। তবে আমি নাটকের মতো একটা দিন পাইনা এইতো ১৫-২০ মিনিট আর খুব বেশি হলে ৩০ মিনিট।আর আমি সারাটা বছর এই ৩০ টা মিনিটের জন্য চাতকপাখির মতো অপেক্ষা করি।এইতো গত বছর নভেম্বর এর ১৫ তারিখ কথা হলো।কতো কথাই না বললো সে।তার সংসার নাকি ভালোই যাচ্ছে হয়ত সে তার বরকে ভালোও বাসতে শুরু করছে। সেই যে বিয়ের দিন রাত্রে ভিডিও কল দিয়ে শেষবার কি কান্না টাই না করলো।তবে আমি সেদিন তার সামনে কাঁদতে পারিনি শুধু শান্তনা দিয়েছিলাম তাকে।কারণ আমি যদি কাঁদি তার সামনে সে তো আরো ভেঙে পড়বে।কিন্তু সেই যে কল টা কেঁটে রাখলাম।আর কান্না শুরু করলাম।এখনও কাঁদি প্রতি রাতে কাঁদি।যাইহোক এবারও তার জন্মদিনে আবার কথা হবে।ভাবছি এবার তোমাকে একটা নীল শাঁড়ি গিফট করবো আর বলবো
“তুমি এসো!!
শরতের নীল আকাশের ন্যায় নীল শাড়ি পরে আমার দুয়ারে।
নব নতুনে আবারো সাজাবো তোমায় আমার কবিতার ছন্দে।”
ভালো থেকো আর বেশি দিন নেই। মাত্র ৩মাস ২৭ দিন। আবার আমাদের কথা হবে।আবার তুমি কাঁদবে আমি শুনবো চুপচাপ।আর কলটা রেখে আমিও কাঁদবো কিন্তু তুমি জানবেই না।কারণ আমিতো তোমার সামনে কাঁদতেই পারবো না।কেনোনা আমারতো এক আকাশ সমান মন খারাপ ঐ ১০-১৫ মিনিট কেঁদেতো আমার মন ভালো হবে না।আমার মন ভালে করতেতো তোমাকে লাগবে।
ভালোবাসা সুন্দর, তবে কেনো এতো অপ্রাপ্তি🥀
বড়ছেলে, ব্যাচ 27 এর পরে এই প্রথম এই নাটকটি দেখে এত্ত কাঁদলাম। 😔😔
এমন নাটক কয়েকবছর পরপর আসে৷ অপেক্ষায় রইলাম এমন ভয়ংকর আরো কিছু নাটকের। 😭😭
শেষের কথাটা খুব লাগলো যে "আগামী বছর থেকে অপেক্ষার দরকার নেই,কারণ আমি আর আসবো না।" কথাটা কষ্টের হলেও এটাই বাস্তব এবং এটা একদিন হতো আর সেটা হটাৎ করেই হতো।
এক অসমাপ্ত প্রেম কাহিনী ,যার মুখ্য কারণ ধর্ম।আমিও হিন্দু এবং মুসলিম মেয়ে ভালোবাসি।পরিবারের কথা ভেবে আমরা আলাদা জীবন নির্বাহ করছি কিন্তু পালিয়ে গেলে স্বার্থপরতা এবং আমরা কোনোদিন ভালো ও সুখী থাকতে পারতাম না।👍🏻
তুমি আমার জীবনের রামধনুর মতো।💖
তোমার জায়গাটা তোমারই থাকবে সারাজীবন। নাটকটা যতবার দেখেছি ততবারই কেঁদেছি। আমাদের দুজনকে অনুভব করেছি ।আমাদের ফেলে আসা দিন গুলোকে জীবন্ত করে পেয়েছি।
নাটকটা আমার জীবনের অংশ বিশেষ। ৩ বছর সম্পর্ক থাকার পরে ও ধর্মের কারণে অবশেষে বিচ্ছেদ 💔
🥺
Vai Ami sub korci apni o Kore den plz
এই নাটকটা উদাহরণ হয়ে থাকুক বিচ্ছেদের পর এক ' উচ্চতর বন্ধুত্বের ' প্রতীক হিসেবে।।
মনুষ্য জীবন কি অদ্ভুত না!
মরণ কপালে আছে জেনেও, আমরা প্রত্যেক দিন বাঁচার চেষ্টা করি।..... ভালো থাকতে চেষ্টা করি....... ভালোবাসতে চেষ্টা করি।।
শেষ করার আগে খুব প্রিয় কটি লাইন দিয়ে শেষ করব,
" উড়ে যাওয়ার কষ্ট জানে শিকল কাঁটা খাঁচা
তবুও সবাই বলে মুক্তি দেওয়াই ভালো;
আমার ভীষণ ইচ্ছে ছিল তোমার সঙ্গে বাঁচার
স্মৃতি যেন পড়ে থাকা কবুতরের পালক।। "
Akdom.. 🙂
জোবানের শেষ পর্যন্ত অপেক্ষা করা আর ওর কষ্টটা বুঝতে পেরেছি। এই অপেক্ষার কষ্টটা কাউকে বুঝানো যায় না
তাই🤔
ঠিক তাই 😢😔
Hmm tai go mis
I can feel this pain api
Right....
অসাধারণ একটি নাটক দেখলাম। ভোগে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ।
আমার নামও অর্পা
গল্পটা সম্পূর্ণ আমার আমার জীবন কাহিনীর সাথে মিলে গেছো গত ৮ মাস হলো তার সাথে এখন আর কোনো কথা হয় না। কমেন্টটা রেখে গেলাম যদি সে কখনো নাটকটা দেখে।।।
Uni ki Muslim?
Hmmmmmm
So sad
@Bitan Sana আমি মুসলিম হিসেবে মনে করি হিন্দু-মুসলিম দুটি আলাদা সংস্কৃতি,এরা এক হতে পারে না।আমারও অনেক সুন্দরী হিন্দু মেয়ে বন্ধু আছে,আমি তাদেরকে বোনের মত দেখি।
ভালোবাসা সব সময়ই সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।
❥ব্যবধান বেড়ে গেলেও স্মৃতিগুলো পুরোপুরি মুছে যায় না কখনওই ।❤😊🥀 অসাধারণ একটি কাহিনী...অসম্ভব সুন্দর অভিনয়...মন ছুঁয়ে যাওয়া একটা নাটক!❤ দয়া করে এটির দ্বিতীয় পর্ব তৈরি করবেন ।😊 Eagerly waiting for the 2nd part of this drama...✨
ভালোবাসা জ্বালানা দিয়ে পালাবে যখন মুসলিম জিহাদী তার আসল রূপ দেখাবে।
তখন ফেরার আর পথ ও থাকবে না।
আত্মহত্যা ছাড়া।
আমি জীবনে কোনো নাটকে কমেন্ট করেনি।আজ "ব্যবধান" নাটকে প্রথম কমেন্ট করছি। নাটকটি অসাধারণ হয়েছে।নাটকের সব কথাই রহস্য আছে।অনেক কিছু বুঝার আছে নাটকটি থেকে।জোবান ভাই এবং মেহজাবিন আপু অসাধারণ অভিনয় করেছে।তাদের জন্য শুভকামনা রইল।
"ক্যাম্পাসের সেই কৃষ্ণচূড়ার পাশে এখন জারুলও ফোটে, দেখতে অনেক সুন্দর লাগে!
তুমি আমি পাশাপাশি থাকি, অথচ পাশাপাশি থাকি না! কেমন অদ্ভূত না ব্যাপারটা?"
এক একটা সংলাপ অসাধারণ 🖤🖤🖤🖤
একটা সময় মানুষ সবকিছু মেনে নিতে শিখে যায়
প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু থাকে কেউ সব ভুলে ভালো থাকতে শিখে যায় কেউ বা ভালো থাকার নাটকে ব্যস্ত থাকে
তবে সব ভুলের পরেও যদি জীবনে একটা ভালো মানুষকে পাশে পাওয়া যায় তাহলে সত্যি সব ভুলে সুন্দর ভাবে বেঁচে থাকা যায়😊
মেহজাবিনের নাটক সবসময়ই ভালো হয়,কিন্তু এবার ভিন্ন চরিত্রে পেয়ে একটু অন্য রকমই লাগলো। বাস্তবতার জন্য নিজের ভালোবাসা ত্যাগ, সত্যি অসাধারণ ছিল।
অনেক চেষ্টার পরেও কিছুতেই কান্না আটকিয়ে রাখতে পারলামনা😥😥😰😰জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হওয়াটাই হয়তো ভালো হতো🌸
নাটকের সাথে আমার লাইফে সেম,, ঘটনা হয়ে গেছে ,, বাট এতো দিন যেটা ভেবে যা কষ্ট পেয়ে যেতাম,, কেন যেন মনে হচ্ছে, আজ এবং থেকে,,, কষ্ট গুলো কমে গিয়েছে,,, এক জনের উপর থেকে প্রতি সমস্ত রাগ অভিমান, চলে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকুক সুখে থাকুক আমাদের প্রিয় ভালোবাসার মানুষ গুলো
ধন্যবাদ সবাই কে...!!!!
আমাদের দেশের নাটক গুলো নাটকীয় বলতে গেলে। একটি জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকে উপলব্ধি করেই তৈরি হয় এই নাটক। তাই মানুষের এতটা আগ্ৰহ থাকে দেখার। আরিয়ান ভাইয়াকে ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেবার জন্য।
সব ভালোবাসা পূর্ণতা পায় না আর এটা মেনে নিতে নিতে জীবন পার হয়ে যায়।সবার জীবনেই অপূর্ণতার গল্প আছে। ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষ টা😕🥺😕
এই নাটকের সঙ্গে আমার বাস্তব জীবনে মিল আছে। ব্যবধান এখানেই মেয়েটা হিন্দু আর আমি মুসলিম। আসলে বাস্তবতার কাছে ভালোবাসা হেরে যায়। তার সৃতি গুলো সারা জীবন মনে থাকবে। ❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞
একটু অল্প পরিচয় তারপর ভালোলাগা, তারপর সামনে পিছনে না তাকিয়ে আকাশ সমান আবেগ নিয়ে ভালোবাসা সৃস্টি হয়। সেটা হোক না অন্ন ধর্মের সাথে, ভালোবাসাই তো। মামুষ তো আমরা এক সৃষ্টিকর্তার এই তো সৃষ্টি । সমাজ, কাল,বিবর্তনে না হয় আমরা আলাদা হয়েছি। তারপরও এতো এতো বাধা। ১২ সেন্টিমিটার রিদয়ে দুনিয়ার সব বেথা জেনো একটা সময় আপন করে নেয়। তুমি আমাকে ঠকাও নি পরিস্থিতি আমাদের ঠকিয়েছে। আমি এখনো তোমায় ভালোবাসি সেই আগের চশমা পরা কানা মেয়েটাকেই। ভালোবাসা ভালো থেকো❤️।
আপুকে শাখা সিঁদুর পরে সুন্দর লাগছিল❤️🤩একটা ভালোবাসার গল্প দারুন লাগলো❤️💝
কলিজা ফেটে যাচ্ছে,, এটা এমনই ব্যবধান- যে ব্যবধান আমৃত্যু পর্যন্ত গোছানো সম্ভব না।😶
Hmmmm.. 🙂
সৃষ্টি কর্তা কেন এমন মানুষ কে পাঠান জীবনে 🥺😞 যাদের কোনো দিন সাথে থাকা কপালে থাকবে না।। 😭 কী হতো যদি ভালোবাসার মানুষ টাকেই জীবনে পেতাম
এটা আমার জীবনের ঘটে যাওয়া ঘটনার পরিপূরক নাটকটা দেখার পরে শুধু নিজের জীবনের ঘটনার কথা মনে পড়ছে আজ একমাস হয়ে গেল শুধুমাত্র ফ্যামিলির জন্য পাঁচ বছরের সম্পর্ক শেষ করে দিলাম
অনেক সুন্দর এক বার্তা। ধন্যবাদ পরিচালককে!❤️ এই নাটক দেখে "লাভ জিহাদ" থেকে অন্তত কিছু মেয়ে বেঁচে যাবে।
দুনিয়াতে মা-বাবাই একমাত্র আপনজন।❤️ আর বাকিসব আবেগ, ক্ষণস্থায়ী। আর আবেগের বশবর্তী হয়ে কেউ সুখি হতে পারে নি, পারবেও না। আমি নিজের চোখে দেখেছি। এরকম অনেক উদাহরণ আছে। ধর্মান্তরিত কোনো মেয়েই সুখে নেই। এটা মা-বাবার কষ্ট আর অভিশাপ।
সনাতন মেয়েদের বোধোদয় হোক।👍🏾
Correct
আমরা একি ধর্মের হয়েও এক হতে পারিনি। ৩ টি বছর চলেগেছে, একি আকাশের নিচে, এমনকি একি শহরে আমরা থাকি তারপরও দেখা নেই।
যেখানে থাকো ভালো থাকো প্রিয় 🖤
আজ দু'জনার পথ দুই দিকে। দু'জনই হয়েছি সংসারী। ১৫ বছর পার করেছি দু'জনের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবুও আজো স্মৃতিকে লালন করে চলেছি মনের গভীরে।যে সত্যটা শুধুমাত্র আমি জানি। মাঝে মাঝে কি চাপা কষ্ট অনুভব করি সে শুধু আমি আর আমার বিধাতা জানে। অথচ তুমি,,,,,,,? তবুও ভালো থেকো,,,,,,,, আশা রাখি কোন একদিন দেখা হবে কিন্তু কথা হবে না!! এটাই বাস্তবতা!!
- ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো।🌸
আমি কখনোই এমন টা পারবো না.তার বিয়ে হয়ে যাওয়ার পর তার সাথে দেখা করা। এটা আমার হৃদয়ের জন্য হুমকি স্বরূপ। সহ্য করতে পারবো না। আমি তো চাই যেন আমাদের বিয়ে না হলে সারাজীবন দেখা না হয়। দূরদূরান্ত থেকে দেখবো মনের কল্পনার আকাশে তোমায়
Akhono ato kobo manush achen prithibite bujhi...
Duniya e keu ki aar bhlobaste jane!
সুন্দর নাটকটি🥰
তবে পরিবারের কথা ভেবে সম্পর্কে যাওয়া উচিত।সম্পর্কের আগে ভেবে রাখা উচিত যদি পরিবার না মেনে নেয় কিভাবে ভালোবাসাকে পূর্নতা দান করবে।
কারন সম্পর্কে গিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একসময় পরিবারের কথা ভেবে,নীতি কথা শুনিয়ে অজুহাত দিয়ে ছেড়ে যাওয়া এটা ভালোবাসা না।
কেননা পরিবার একটা সময় মেনে নিবেই।কিন্তু প্রিয় মানুষটাকে পরিবারের কথা ভেবে ত্যাগ করলে, সারাজীবন আফসোস করতে হবে এই ভেবে যে,প্রিয় মানুষটির সাথে থাকলে আরো ভালো থাকতাম।
আর এইভাবে পরিবারের অজুহাত দিয়ে প্রিয় মানুষকে ছেড়ে দিয়ে বিয়ের পর তার সাথে কোন প্রকার সম্পর্ক রাখা কেন যেনো পরকীয়া হিসেবে বিবেচিত হয়,ঘৃণ্য লাগে সম্পর্কটা।আর এতে বর্তমান জামাই ও কখনো সুখি হতে পারে না,লোকটিকে ঠকানো হয় এতে।
এই গল্পটি দেখে প্রায় ৮ বছর আগের কথা মনে পড়ে গেলো! জোভান আর মেহজাবীন এর চরিত্রের উল্টো, ধর্মের বৈচিত্র্যের কারণে দু'জন দুই পথের পথিক যাক গিয়ে, ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।☺️
অনেক দিন পর নিজের জীবনের সাথে একটা নাটকের মিল পেলাম।নাটকটি দেখে চোখে জল এসে গেল পুরানো দিনের কথা মনে পড়ে গেল
আচ্ছা তাই তার মানে তোমার ও নষ্ট মেয়েদের মতো অবস্থা ছিলো। নিজের ধর্মকে ছোট করার জন্য।কেনো রে মা গি র মেয়েরা।সনাতনী ধর্মেয় হিন্দু ছেলের অভাব ছিলো নাকি প্রেম করার জন্য 🤬
Why?? Did you do it?????
আহারে🤣
Tumi ki muslim ke pochondo korte nki?
@@diproy8127হুম সেই ও একজন নষ্ট মেয়ে ছিলো। নিজের ধর্মের সংস্কৃতি বদনাম করার জন্য
নাটকটা খুবই বাস্তবধর্মী। আবির অর্পার মতো অনেক প্রেমিক প্রেমিকাকে নিজের ভালোবাসার জলাঞ্জলি দিতে হয় শুধু পরিবারের কথা চিন্তা করে। খুব খারাপ লাগে যখন অর্পা আবিরকে বলে, “আগামী বছর এইদিন অপেক্ষা করো না। আমি আসবো না।” নাটকের একদম শেষের দিকে দেখা যায় পরের বছর সেই নির্দিষ্ট দিনে আবির অর্পার জন্য অপেক্ষা করে কিন্তু অর্পা আর আসে না। বাস্তবে ও এরকমই হয়। বিয়ের পর প্রথম প্রথম পুরোনো প্রেম মনে থাকলেও সন্তান পেটে আসলেই মেয়েরা সব পিছুটান ঝেড়ে ফেলে দেয়। ছেলেরা তা পারে না, তারা কষ্টের পাথর বয়ে নিয়ে চলে সারা জীবন।
তাছাড়া ‘তোমাকে না পেতে পেতে’ গানটা আর গানের কথাও অসাধারণ। ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। ❤
সত্যি অতুলনীয় ছিল ভালবাসার গল্প টা,
এটাই মানবতা আর এক দৃশ্য, ভালো থাক অনন্তকাল ধরে 🥀♥️🥀
এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত ১:৪৫ ..নাটক টা দেখছি আর অঝোরে কাঁদছি☺️
মনে পড়ে গেল সাড়ে তিন বছর আগের কথা.. এরকম একটা গল্প আমারও আছে..😅
সত্যিই ধর্ম কখনও দুটো ভালোবাসার মানুষকে এক হতে দেয় না.. তাই এই সমাজের কঠোর নিয়মের কথা ভেবেই সেও সবটা শেষ করে দিয়েছিল..😅🖤
আজও কখনো রাস্তায় দেখা হলে এক ঝলকে চোখের সামনে সেই দিনগুলো ভেসে ওঠে..☺️
যাই হোক সবসময় চাই ভালো থাকুক সে..🖤☺️
Ekdm e thik bolechen. Keo bujhe na je dhormo ta sudhu ekta palon korar jinis. Sudhu ekta word. Baki to sob manush e soman.
Tar o ja aache amr o tai. Eyes , heart , lungs , blood , brain amr o tai aache , sob to eki. Dhorno ta sudhu ekta sanketik word chara r ki.
Jani na sei din kobe asbe. Film tar suru thekei andaaz krte parchilam je ki hote choleche tai suru thekei chok diye jol beriye jachilo... Golpo ta khub khub bastob. 🥺😑😌
যাকে ভালোবেসেছিলেন সে আপনার চেয়ে তার ধর্মকে বেশি ভালোবাসে। সে তার পরিবারকে কখনো ঠকিয়ে আপনাকে ভালোবাসতে চায়নি,আপনি চেয়েছিলেন। 😅
সত্যিই একটি বিশেষ ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সত্যিকারের ভালোবাসে না। ভালোবাসে নিজ স্বার্থে, জান্নাত পাওয়ার লালসায়। উহু আপনি তার জান্নাত নয় আপনি কর্ণভার্ট হইলে তার জান্নাত। ☺️
@@nishanchakraborty186 হয়ত তাই...☺️😅
@@eloradas7742 হয়তো তাই নয়, সত্যি সত্যিই তাই☺️
@@nishanchakraborty186 হম ☺️😅
হাইরে ভালবাসা, আগামী বছর এই দিনে অপেক্ষা করো না আমি আসব না , কথাটা শুনে মনের মধ্যে কি যেন একটা হয়েছে পুরু নাটকের মধ্যে এই কথাই আমাকে কাঁদিয়েছে😓 জিবনটা অনেক রহস্যময়, যখন চাই তখন পাইনা, আর যখন পাই তখন ধরে রাখার শক্তি থাকে না।😭পূর্ণতা পাক সবার ভালবাসা 🖤
হুম ভাই,,এই কথাটা ভীষণ কষ্ট দিলো
তোমার কথা সত্যি হোক,,,পূর্ণতা পাক পৃথিবীর সকল পবিত্র ভালোবাসা❤️
জীবন এমনই,প্রিয়জনের মৃত্যু হলে যেমন মেনে নিই, ঠিক তেমনই💔
This line is so true..💔
বাস্তবতা এমনই প্রিয়জনের মৃত্যু হলে যেমন মেনে নেই ঠিক তেমন। 😥💔
আমার সেই প্রিয় মানুষ ঠির কথায় নাটক টা দেখতে আসলাম.! আসলে নাটকের মত জীবন টা হলেই বদয় কষ্ট টা কম হতো নাটকে যেভাবে কষ্ট টা সহ্য করে ভালোবেসে গিয়েছে.! প্রকৃত পক্ষে নিজের প্রিয় মানুষ কে হারানোর কষ্ট টা অনেক বড়, বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না তাও অনেক মানুষ এটা ভেবে বেঁচে থাকে যে যদি আমি মরে যাই প্রিয় মানুষ টা একা হয়ে যাবে না তো সেই আমার মত.! আসলে যে প্রকৃত ভালোবাসে সে কখনো সহজে ভালোবাসার মানুষ কে হারাতে চাই না.!আর যায় হোক আমার অবস্তা যায় হোক আমার প্রিয় মানুষ টা যেনো সারা জীবন সুখে থাকে আল্লাহর কাছে একটাই চাওয়া.! পৃথিবীর সকল কষ্ট আমাকে দেক তবু আমার প্রিয় মানুষ টাকে অনেক সুখে রাখুক.! আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ থাকবে না যদি আমার প্রিয় মানুষ টা ভালো থাকে.!এমনিও আমার প্রিয় মানুষ টাই আমার জীবনের সব কিছু তার সুখ মানেই আমার সুখ.! প্রতিটি ভালোবাসা পূর্নতা পাক.একাকীত্ব যে কতটা ভয়াবহ যে একাকীত্বতা ভুগে সেই বুঝে.!বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা গুলো.🥀🖤🙂
হুম কথা গুলো সত্য,,,,ভালো লাগলো bro,,,, বাস্তব কথা গুলো তুলে দরার জন্য,,,but প্রিয় মানুষ গুলো আমাদের বুঝতে চাই,,,না,,,,,,যাকে নিয়ে স্বপ্ন দেখা হয় সারা টা জীবন একসাথে থাকবো,,,,,সে যদি না থাকে মরন টাই আপন হয় তখন,,,,,,,,,প্রিয় মানুষ গুলো যদি বুঝত হয়ত বা আত্মাহত্যা আর অসমাপ্ত ভালোবাসা কমে যেত,,,,😔😟🙂💔
Rajon Ahamed Babu. Right vaiya... যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না কারন যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসতে পারে না.! যে মানুষ টা কথা দেয় যে সে সারাজীবন থাকবো সে যদি থাকতো তাহলে কখনো কষ্ট থাকতো হুম বেশি গেলে ২/৩ বছর মনে রাখবে.! কিছু দিন পরে ঠিকি ভুলে যাবে.! তার নিজের সংসার নিয়ে আর কত কিছু হয় তখন আর ভালোবাসা থাকে না তখন যে ভালোবাসে সে কখনো সমাজের কথা ভাবে না.কারন সমাজের কাজ টাই হলো অন্যের খারাপ কিছু বলে বেড়ানো.! আর ফ্যামিলি কথা.! হুম ফ্যামিলি তো বিয়ে দিবেই.! আর ফ্যামিলি কষ্ট পাইলেও ভুলে যায়.! কিন্তু যে সত্যি কারের ভালোবাসে সে কখনো ভুলতে পারে না অল্প অল্প করে সেই মানুষ টাকে শেষ করে দেয়.! হুম কি ajob ভালোবাসা !.!💔🥀
আগামী বছর এই দিনের অপেক্ষা করো না,,আমি আর আসবো না,কথাটা শুনে চোখ ছলছল হয়ে গেলো 😢❤😢
সময় হলে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়ে যায়। ভালোবাসাও হারিয়ে যায়। ভালোবাসার মানুষ হারিয়ে যায়। সব কিছু এলোমেলো হয়ে যায়।
আমি মুসলিম মেয়ে আর সে হিন্দু। সে আমাকে আমার থেকেও আরও অনেক বেশি ভালোবাসে।
তাকে ৫ বছর ধরে তিনি। সমস্ত ভুলে সে আমাকে বারবার ঠিক পথে নিয়ে এসেছে কখনো ছেড়ে চলে যায়নি। আমাকে বারবার বুঝিয়েছে।
আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি।
কিন্তু এই মানুষটা ছাড়া আমি কখনোই ভালো থাকবো না। জানিনা আমাদের ভালবাসার শেষ পরিণতি কি হবে। আমার চলাফের আগে অনেক খারাপ ছিল একজন মুসলিম মেয়ে হয়েও। সে আমাকে সবসময় নামাজ পড়তে বলত। আর কেয়ারিং,, সে আমাকে প্রচুর কেয়ার করে। কথায় আছে না যারা বেশি সন্দেহ করে তারাই বেশি ভালোবাসে। সে আমার জীবনের ভালো-মন্দ নিয়ে ভাবে। সবসময় বলে নিজের জীবনে নিজের একটা পরিচয় তৈরি করতে হবে তোমাকে। সে কখনো আমাকে তার ধর্মের গ্রহণ কর বা এমন কিছু তো কখনো বলেনি উল্টো আমার ধর্মে আমি যেগুলো পালন করতাম না সেগুলো বুঝিয়েছে এবং চেষ্টা করি পালন করার।আচ্ছা আপনারাই বলুন তো একজন মুসলিম ছেলেকে বিয়ে করলাম তার সাথে যদি আমার মনের মিলই না হয় তাকে আমি বিয়ে করে কি করবো। বিয়ে মানে কি শুধু শারীরিক সম্পর্ক আর বাচ্চা লালন করা।
এখন বলবেন এটা তো হারাম। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো হারাম কাজের সাথে কিন্তু লিপ্ত আছে সেটা আমরা সবাই জানি। ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছি, মানুষকে নিয়ে হিংসা করছি,গীবত করছি, ঠিক মতন নামাজ আদায় করছি না এমন হাজারো পাপ প্রতিনিয়তই আমরা করছি। সংসার সবার সাথে করা গেল সবাইকে কিন্তু ভালোবাসা যায় না। ভাই ভালোবাসা যে জিনিসটা না একদম অন্যরকম।
প্রেম করলাম পার্কে গেলাম ঘুরতে গেলাম এটা ভালোবাসা না ভালোবাসাটা না হৃদয় থেকে আসে। আমার পরিবার সমাজ কেউ কখনোই মানবে না।
তবে এই সমাজের মানুষ কি আপনার পাশে সারাজীবন থাকবে। আপনি যতই ভালো কাজ করেন তবুও দেখবেন আপনার পিছে তারা ঠিকই আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করছে।ভাই মানুষের মন্তব্য আপনি কখনো আটকাতে পারবেন না তারা সবসময় খারাপ মন্তব্যই করবে।আপনাদের মতামত জানতে চাই এখানে দশজন দশ রকম কমেন্ট করবে আমি জানি সবার মতামত এক হবে না।আমি তাকে অনেক ভালবাসি এবং শেষ পর্যন্ত জীবনের তাকেই পেতে চাই। যদি তাকে না পাই তাহলে যেন আমার জীবনে দ্বিতীয় কেউ আর না আসে।
Tumi okei biye koro pls.tomra khub sukhi hobe.ami anek anek anek ashirbad korlam.tomra kakhono eke apor k 6ero na.seta khoti kor hobe.pls tomra sobaik bujhiye sob thik korar chestha koro.
@@supriyabhattacharjee9230 apur proti Onk doya and valobasha roilo...❤️❤️❤️
In Sha Allah akono akshtei achi
আমার গল্পটাও তোমার মত আমি হিন্দু আর সে মুসলিম আমিও তাকে পেতে চাই খুব ভালোবাসে সে আমায় জানিনা কি হবে ।
প্রেম মানে না ধর্ম,
প্রেম মানে না জাত।।
যদি কেউ সত্যিই ভালোবাসে, তাহলে একসাথে থাকা সম্ভব। পূর্ণতা পাক সব ভালোবাসা, উঠে যাক বিভেদ,
আসুন না,আমরাই গড়ে তুলি নতুন সমাজ আমাদের ভালোবাসার জন্য ❤
বাস্তবতা আমরা অনেকে মানতে চাই না । এখানে বাস্তবতাকে দেখানো হয়েছে । কিন্তু একটা কথা নিজ নিজ ধর্মের ব্যক্তিদেরকে ভালোবাসা উচিত । ভিন্ন ভিন্ন ধর্মের ভালবাসা অনেকে ভালো চোখে দেখে আবার অনেকে খারাপ । কিন্তু বর্তমান সময় খারাপ চোখেই দেখে বেশি । নিজ নিজ ধর্মের ব্যক্তিকে ভালবাসলে পরিবারের মান সম্মান নষ্ট হয় না ।
Yes
ভাই আমিও একমত।
চোখের জল পড়ছে তাও বলি এই কাহিনিটা যেন আমার পুরো মিল।সবাই দোয়া করবেন আমি যেন তাকে পাই। সে হিন্দু আমি মুসলিম কিন্তু দুইজন চাই আমরা এক হই, কিন্তু পরিবার চায় না। সে রাজি আমিও রাজি। ভয় হয় যদি হেরে যাই 🥺। প্রিয় মানুষকে হারাতে যে কস্ট তার অভিজ্ঞতা নিতে চাই না 😔 নি**** তোকে ভালবাসি অনেক
কৃষ্ণচুড়া ফুল আর বৃষ্টি আমার খুব প্রিয় 😍
জোভান মেহেজাবিন বেষ্ট জুটি 👩❤️💋👨 এককথায় অসাধারণ ভিন্ন এক গল্প,,, বব্যধান এর কাছে হাজারো ভালোবাসা এইভাবে হেরে যায়,,, নাটকটি বাস্তব জীবনের কাহিনী তুলে ধরেছে,,
পুরো টিম কে ধন্যবাদ
আমি নাটক টা দেখতে এসেছি
কেবল মেহজাবিন divai কে দেখার জন্য
খুব প্রিয় আমার
লাল সিদুর এ রাঙা মুখটা কি অপরূপ লাগছে...... 😊
Sidure na.. Nari hijabe pori 🥰
মানুষের জীবনের সাথে অনেক সময় এই নাটক গুলা মিলে যায়!
ব্যবধান নাটকটির সাথে আমার বাস্তব জীবনে এতো মিল যে আমার ও জীবনে এইরকম একটা পরিনতি ঘটবে সেটা বুঝতে পারছি!
আর এতোটাই কষ্ট হচ্ছে যেটা সহ্য করতে পারছিনা!!
so sad
ভালোবাসা জ্বালানা দিয়ে পালাবে যখন মুসলিম জিহাদী তার আসল রূপ দেখাবে।
তখন ফেরার আর পথ ও থাকবে না।
আত্মহত্যা ছাড়া।
@@shuvo1027 জিহাদ কে টেনে আনলে কেন ভাই। মুসলিমরা কখনো আগে অন্য ধর্মে আঘাত করে না, যখন অন্য ধর্ম আঘাত করে মুসলিমদের তখন তারা প্রতিবাদ করে। বাট কারো বাড়ি ঘর পুড়ানোর পক্ষে আমরা নই। যে অপরাধ করবে শুধু তার বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ করা যেতে পারে।
@@naimulhasan3949
মুসলিম অন্য ধর্ম কে আঘাত করে না?
শালা, জ্ঞান দিচ্ছ।
ইতিহাস পড়েছিস কখনো?
বখতিয়ার খলজি কেনো মন্দির ও নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেছিল।
কে তখন তোদের ধর্মের উপর আঘাত করেছিল।
সোমনাথ টেম্পল 17 বার কে ভেঙেছিল?
সম্প্রতি বাংলাদেশে হিন্দু দের উপর অত্যাচার করে তাদের খুন আর বাড়িঘর পুড়িয়ে দিলি, মূর্তি ভাংলি, কে তোদের ধর্মের আঘাত করেছিল?
বাহানা দেখাও , তাই না?
ভাবিস , বাহানা কেউ বোঝে না।
চাইলেই, দূর থেকেই ও পাশে থাকা যায়। গল্প গুলো এভাবেই চিরসবুজ হয়ে থাকুক👣🌸
Hmm😔😔😔😔😔
জীবনটা এমন ই, সময়ের সাথে সব কিছুকে মানিয়ে নিতে হয়।
আমি তো জানি ভালোবাসা মানে,
নিজেকে একটা সম্পর্কে জড়ানো মায়ার টানে....
আমি তো জানি ভালোবাসা মানে,
দুটি হৃদয়কে কাছাকাছি আনে....
আমি তো জানি ভালোবাসা মানে,
একসাথে থাকার প্রতিজ্ঞা কৃষ্ণচূড়া আর জারুল ফুলের ঘ্রাণে....
আমি তো জানি ভালোবাসা মানে,
বিশ্বাস অটুট মনেপ্রাণে....
কিন্তু আমি তো পারবোনা ধর্ম বদলাতে,
আমি তো পারবোনা চিটারি করতে বাবা-মার সাথে....
আমি তো পারবোনা জেনেশুনে পরিবারের আপনজনগুলোর মনে কষ্ট দিতে,
আমি তো পারবোনা দীপককে মেনে না নিতে....
আমি তো পারবোনা চাইলেও আবিরকে নিজের করে পেতে,
আমি তো পারবোনা এভাবে পালিয়ে যেতে....
আমি তো পারবোনা প্রতি বছর দেখা করতে একবার,
আমি তো পারবোনা চেষ্টা করলেও না পাওয়ার কষ্টটা ভুলে থাকার....
তাহলে কেন এই মায়া বাড়িয়ে,
প্রেম,ভালোবাসায় নিজেকে জড়িয়ে....
রাত-দিন কষ্ট পেতে হয়,
মনে জাগে না পাওয়ার সংশয়....
অথচ তারপরও আমরা কি করি..?
ভালোবাসার মায়ার জালে জড়িয়ে পড়ি....
ভাবিনা একটিবার তবুও,
এমন সম্পর্ক পূর্ণতা পায়না কবুও....
কারণ ধর্ম থেকে নিশ্চয়,
ভালোবাসা বড় নয়....
'ব্যবধান' তো এখানে,
অপেক্ষার প্রহর যতই গুনি সেখানে....
গল্পটাও অনেক ভালো ছিলো,
প্রত্যেকের অভিনয়ও চমৎকার ছিলো....
'ফারনাজ আলম' ও 'রেহান রাসুল'র 'তোমাকে না পেতে পেতে' গানটাও বেশ ভালো ছিলো,
'সোহাইল রহমান' আর 'আরিয়ান' ভাইয়ের গল্প ভাবনাও সুন্দর ছিলো,
'নাসির খান'র সাথে 'আরিয়ান' ভাইয়ের চিত্রনাট্য লেখাও অনেক সুন্দর ছিলো....
অসংখ্য ধন্যবাদ পরিচালক "মিজানুর রহমান আরিয়ান"
সত্যি অসাধারণ সুন্দর আপনার প্রতিটি কাজের মান....
এই গল্পের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে যারা,
অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যও তারা....
মেয়েরা আসলেই খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতে পারে,পরিচালককে শেষের সত্যিটা দেখানোর জন্য বিশেষ ধন্যবাদ।
প্রথম দেখায় আমিও একটা মেয়ে কে ভালোবেসে ফেলেছিলাম,, দেখা টা হয়েছিলো মানিকগঞ্জ সরকারি হাসপাতালে..
সেদিন তার সাথে অনেক কথা বলেছিলাম কিন্ত ফোন নাম্বার টা চাইতে সাহস পায়নিই..
কিছুদিন পর অন্য দুইটা মেয়ের সাহায্যে ফোন নাম্বার টা পেয়েছিলাম আমি..
তারপর আসতে আসতে একটু একটু করে আমাদের দুজনের মধ্যে প্রেম টা হয়ে যায়..
শুধু ব্যবধান টা ছিলো সে হিন্দু ধর্মের আর আমি মুসলিম ধর্মের..
সে আমাকে বলেছিলো আপনি যদি আমাদের হিন্দু ধর্মের যেকোনো জাতেরও যদি হতেন তারপরে আপনাকে আমি বিয়ে করতাম..
কিন্ত আমাদের ধর্ম টায় ভিন্ন আমি চাইনা আমার মা-বাবা কে কষ্ট দিতে..
আসতে আসতে আমরা একে অপরের থেকে দুরে সরে যাই আজ ২ বছরের বেশি সময় হয়ে যায়...
আহারে জীবন,,,, জলে ভাসা পদ্ম যেমন☘️☘️☘️,,,ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ গুলো।
আমাদের সম্পর্কের শুরু থেকেই মনে প্রাণে বিশ্বাস করতাম তোকে আমি জীবনে কখনো আমার করে পাবো না , কারণ আমাদের ২ জনের ধর্ম আলাদা, নিজের মনকে মানাতে পারেনি, তারপরও তোকে পাগলের মতো প্রচন্ড বেশি ভালোবেসেছি, তোর জন্য অনেক অনেক অনেক পাগলামি করেছি তোকে পাবো না জেনে ও, চেয়েছিলাম তোর কোন একটা জায়গায় বিয়ে হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালোবেসে আমরা একে অপরের পাশে থাকি সবসময়, কিন্তু আমরা থাকতে পারিনি , ভ্যাগের কি নির্মম পরিহাস প্রায় ৩ বছর পর আজ আমাদের ২ জনের পথ জাত ধর্মের কারণে আলাদা হয়ে গেলো🙂😅, তবে তোকে আমি সবসময় দূর থেকে ভালোবেসে যাব🥰, তুই আমার প্রথম ভালোবাসা, তোর জায়গায় অন্য কেউ বসতে পারবে না। মনের কোণে তোর জন্য আলাদা একটা জায়গা সবসময় থাকবে 💝,দূর থেকে ভালোবাসা নাকি সুন্দর, তোকে দূর থেকেই ভালোবেসে যাব সারাজীবন, যেখানেই থাকিস সবসময় ভালো থাকিস আমার লক্ষীটা 🥰 ( রায়া US ♥️)
11/07/2023
রাত ১:১০