নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব পর্ব | গৌরাঙ্গের দুটি পদ | Narottam Tirobhab | Video Song | Dibakar Das

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • শ্রীল নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথিতে তারই পদকীর্তনে Bhaktivinod Samachar-এর শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
    #bhaktivinodsamachar
    #kartikbrata
    #narottam_tirobhab
    #dibakar_sarkar
    গৌরাঙ্গের দুটি পদ
    ১)
    গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ,
    সে জানে ভকতি-রস-সার।
    গৌরাঙ্গের মধুর-লীলা, যার কর্ণে প্রবেশিলা,
    হৃদয় নির্মল ভেল তার।।
    (২)
    যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমদয়,
    তারে মুঞি জাই বলিহারি।
    গৌরাঙ্গ-গুণেতে ঝুরে, নিত্য-লীলা তারে স্ফুরে,
    সে জন ভকতি-অধিকারী।।
    (৩)
    গৌরাঙ্গের সঙ্গি-গণে, নিত্য-সিদ্ধ করি’ মানে,
    সে যায় ব্রজেন্দ্র-সুত-পাশ।
    শ্রী-গৌড-মণ্ডল-ভূমি, যেবা জানে চিন্তামণি,
    তার হয় ব্রজ-ভূমে বাস।।
    (৪)
    গৌর-প্রেম-রসার্ণ্ণবে, সে তরঙ্গে যেবা ডুবে,
    সে রাধা-মাধব-অন্তরঙ্গ।
    গৃহে বা বনে তে থাকে, ’হা গৌরাঙ্গ’ ব’লে ডাকে,
    নরোত্তম মাগে তার সঙ্গ।।
    আমাদের fb page:
    ভক্তিবিনোদ সমাচার
    দর্শন করুন।

Комментарии • 2