মহানগর এক্সপ্রেস এ গেলে কুমিরা স্টেশনে নামতে পারেন, কুমিরা স্টেশন থেকে সীতাকুণ্ড ১৩/১৪ কিলোমিটার। আর চট্টগ্রাম স্টেশন থেকে ৪০ কিলোমিটার। আর হ্যা মহানগর এক্সপ্রেস কুমিরা স্টেশন পৌঁছার সময় রাত ২ঃ৫৫ মিনিট, আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছার সময় ভোর ৩:৩০ মিনিট।
এইটা মূলত গ্রুপ ট্যুরের জন্য পারফেক্ট ট্রেন। যেমন ফ্রেন্ডস রা। আপনি যেহেতু আপনার ওয়াইফ সহ যাবেন তাহলে এই ট্রেন স্কিপ করে রাতে মহানগর এক্সপ্রেস এ করে যেতে পারেন। মহানগর এক্সপ্রেস ট্রেনে গেলে কুমিরা স্টেশনে নামতে পারবেন। কুমিরা স্টেশন থেকে সীতাকুণ্ড ১৪ কিলোমিটার। কুমিরা স্টেশন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এর পাশে। ২৪ ঘন্টা সীতাকুন্ড আসার জন্য বাস পাবেন। জনপতি ৩০ টাকা ভাড়া নেবে।
দুঃখের কথা কি বলবো ভাই, শোভন চেয়ার ও কেবিনগুলো কাউন্টারে টিকিট বিক্রি করে না, কাউন্টারের টিকিট বিক্রি না করে সেই টিকিটগুলো রেলওয়ের স্টাফদের দিয়ে কালোবাজারি মাধ্যমে বিক্রি করে। তাই ওই টিকিট পাওয়ার কোন নিশ্চয়তা নেই।
ভাই এই ট্রেন টাকি ঢাকা থেকে প্রতিদিন ছেড়ে যায় এটার কোন বন্ধ নেই! কিন্তু চট্টগ্রাম থেকে প্রতিদিন ছেড়ে যায় ঢাকয় কিন্তু আমি বুঝবো কিভাবে এই ট্রেন টি ঢাকায় আছে নাকি চট্টগ্রামে
প্রতিদিন রাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। এরা রেক শেয়ার করে অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে ২ সময় এইটার নাম মেইল হবে। ঢাকা থেকে ছাড়লে চট্টগ্রাম মেইল আর চট্টগ্রাম থেকে ছাড়লে ঢাকা মেইল। এই ট্রেন চেনার বড় উপায় হলো ট্রেনের অনেক বগি থাকবে এবং এই বগি গুলোর মধ্যে একটা লাল কালার ডাক বিভাগের বগি থাকবে।
ভাই যেমন ধরেন এখন তো মনে হয় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন টি ছেড়ে দিয়েছে! কিন্তু ঢাকা থেকে কি এখন এই টেন টি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে
সত্যি কথা বলতে আমি আজকে প্রায় ৫থেকে ৬ বছর হবে যানতাম না এখন আপনার থেকে জানলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন থেকে ধোয়া রয়লো আপনার জন্য আরো এগিয়ে যান ভালো থাকেন বাই,👋
🎉🎉❤❤❤
😊
vhi vlog a amra utchi 😊🥰
গত পরশুদিন আমি ওখানে ভ্লগ করতে গেছিলাম।
Ohh beta, sei hoiche 🥰🥰🥰
❤️
❤❤❤
❤️
কবে গিয়েছিলেন
ভাই মহানগর এক্সপেস দিয়া গেলে কি চট্টগ্রাম স্টেশন এ নামলে ভালো হবে নাকি
মহানগর এক্সপ্রেস এ গেলে কুমিরা স্টেশনে নামতে পারেন, কুমিরা স্টেশন থেকে সীতাকুণ্ড ১৩/১৪ কিলোমিটার।
আর চট্টগ্রাম স্টেশন থেকে ৪০ কিলোমিটার।
আর হ্যা মহানগর এক্সপ্রেস কুমিরা স্টেশন পৌঁছার সময় রাত ২ঃ৫৫ মিনিট, আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছার সময় ভোর ৩:৩০ মিনিট।
ট্রেন টিকেট কি আগে থেকে কাটতে হয় নাকি যেদিন যাবো সেদিনই কমলাপুর যেয়ে টিকেট কাটা যাবে?
যাত্রার এক ঘন্টা আগে টিকিট দেওয়া হয়,
টিকিটে কোন সিট নাম্বার থাকে না,
টেন প্লাটফর্মে দেবার সঙ্গে সঙ্গে আপনি যে সিটে বসবেন সেটাই আপনার।
@ShantoOnTheGoBD thnxx a lot vai
Bor bije naki
hoi 😁
ভাই ফ্যামেলি নিয়ে এই ট্রেনে যাওয়া কি ঠিক হবে?? আমি আর আমার ওয়াইফ যেতে চাই
এইটা মূলত গ্রুপ ট্যুরের জন্য পারফেক্ট ট্রেন।
যেমন ফ্রেন্ডস রা। আপনি যেহেতু আপনার ওয়াইফ সহ যাবেন তাহলে এই ট্রেন স্কিপ করে রাতে মহানগর এক্সপ্রেস এ করে যেতে পারেন। মহানগর এক্সপ্রেস ট্রেনে গেলে কুমিরা স্টেশনে নামতে পারবেন।
কুমিরা স্টেশন থেকে সীতাকুণ্ড ১৪ কিলোমিটার।
কুমিরা স্টেশন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এর পাশে।
২৪ ঘন্টা সীতাকুন্ড আসার জন্য বাস পাবেন। জনপতি ৩০ টাকা ভাড়া নেবে।
ভাই এই ট্রেনের টিকিট কি রেল স্টেশন এ গিয়ে কাটা যায় ?
আর এই ট্রেন আবার কয়টায় সিতাকুন্ড থেকে ছেড়ে আসে...
জ্বি ট্রেন ছাড়ার ১-১.৩০ ঘণ্টা আগে কাউন্টার এ টিকেট দেই ।
অনলাইনে হয় না এই ট্রেনের টিকেট
Bor age😂
ভাই চট্টগ্রাম মেইল ট্রেনে কি শুধু ১২০ টাকার সীট আর কেবিন ছাড়া অন্য সীট নেই?
যেমন শোভন চেয়ার স্নিগ্ধা চেয়ার?
প্লিজ রিপ্লাই করবেন।
অগ্রিম ধন্যবাদ ভাইয়া
দুঃখের কথা কি বলবো ভাই,
শোভন চেয়ার ও কেবিনগুলো কাউন্টারে টিকিট বিক্রি করে না,
কাউন্টারের টিকিট বিক্রি না করে সেই টিকিটগুলো রেলওয়ের স্টাফদের দিয়ে কালোবাজারি মাধ্যমে বিক্রি করে।
তাই ওই টিকিট পাওয়ার কোন নিশ্চয়তা নেই।
ভাই এই ট্রেন টাকি ঢাকা থেকে প্রতিদিন ছেড়ে যায় এটার কোন বন্ধ নেই! কিন্তু চট্টগ্রাম থেকে প্রতিদিন ছেড়ে যায় ঢাকয় কিন্তু আমি বুঝবো কিভাবে এই ট্রেন টি ঢাকায় আছে নাকি চট্টগ্রামে
প্রতিদিন রাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসে।
এরা রেক শেয়ার করে অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে ২ সময় এইটার নাম মেইল হবে।
ঢাকা থেকে ছাড়লে চট্টগ্রাম মেইল আর চট্টগ্রাম থেকে ছাড়লে ঢাকা মেইল।
এই ট্রেন চেনার বড় উপায় হলো ট্রেনের অনেক বগি থাকবে এবং এই বগি গুলোর মধ্যে একটা লাল কালার ডাক বিভাগের বগি থাকবে।
ভাই যেমন ধরেন এখন তো মনে হয় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন টি ছেড়ে দিয়েছে! কিন্তু ঢাকা থেকে কি এখন এই টেন টি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে
জ্বি একই সময়ে ঢাকা থেকেও ছাড়ে আবার চট্টগ্রাম থেকেও ছাড়ে এই ২ টা ট্রেনের ক্রসিং হয় বেশিরভাগ সময় আখাউড়া জংশনে।
সত্যি কথা বলতে আমি আজকে প্রায় ৫থেকে ৬ বছর হবে যানতাম না এখন আপনার থেকে জানলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন থেকে ধোয়া রয়লো আপনার জন্য আরো এগিয়ে যান ভালো থাকেন বাই,👋
আচ্ছা ভাইয়া মনে করেন আমার থেকে চট্টগ্রাম মেইলের টিকিট আছে আমার সিটে তো অন্য কেউ বসতে পারবে না! অর্থাৎ আমার সিটে তো আমিই বসতে পারবো