আমি একজন বাংলাদেশী,আমার ইতিহাস বলে আমিও ছিলাম ভারতবরসীয়, কিন্তুু দিন বদলের সাথে সাথে ভাই ভাই বিভাজনরত হলাম,আজও যখনই সেই সুরের ঢেউ বুকে লাগে মনে হয় আমরা একসাথেই আছি, দাদা বনিয়ামিন যে সুরটা বাজালেন পরানটা ভরে গেল দাদা, হে ভারতীয় ভাইয়েরা আমাদের ভুল বুজনা,আমরা চির কৃতগগ স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সাহায্যে করার জন্য। আমি মুসলিম পরিবারের সন্তান, ধর্ম যার যার দেশ সবার। তোমরা বাংলাদেশে ঘুরতে এসো, বেড়াতে এসো, তোমাদেরকে নিমন্ত্রণ জানাই।
মিউজিকটা অসাধারণ। মনে হয় এ মিউজিকে আমি এ দ্বীপের মধ্যে হারিয়ে গিয়েছি। আর আপুর কথা কি বলবো। তাকে সহধর্মিণী হিসেবে পেয়ে আপনি সত্যিই ভাগ্যবান। তার সহজ সরল হাসিমাখা মুখ দেখে আমি শ্রদ্ধায় অবনত হয়ে যাই। আপুর প্রতি সালাম রইল।
হিন্দু হলেও তো বাংলাদেশের। দেখে খুব আপন মনে হচ্ছে। আমার এখানে যেতে ইচ্ছা করছে। কথা শুনে মনে হয় এখনো বাংলাদেশের মানুষের মতো করে কথা বলে। চোখে পানি চলে এসেছে।
বাংলাদেশের আবার কি? 🙄, বাঙালি মানেই বাংলাদেশ তার কোন মানে আছে, ভারতেও ১৩ কোটি বাঙালি রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৮ কোটি, বাকি রয়েছে ত্রিপুরা, আসাম, আন্দামান, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা। তাছাড়া অন্যান্য রাজ্যে কর্মসূত্রে অনেক বাঙালি রয়েছেন। আর অবিভাজিত বঙ্গরাজ্যের অর্ধেক কিন্তু ভারতে রয়েছে মনে রাখবেন। তাই বাঙালি ও বাংলাদেশি এক নয়।
স্যার আমি কলকাতা থেকে তোমার বিডিও দেখছি।দাদা তোমার বিডিওর মাধ্যমে Hindu বাংলাদেশীর কথা জানতে পারলাম।আমার বাড়িও বাংলাদেশের চট্রগ্রাম জেলার সন্দীপ এ ছিল। তবে এখন আমি একজন ভারতের নাগরিক। দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ ভিডিও ভাই। জীবনে প্রথম এত সুন্দর তথ্যবহুল ভিডিও দেখলাম আন্দামান দ্বীপ নিয়ে। সিংগাপুরে থাকাকালিন একজন তামিলের সাথে দেখা হয়েছিল যে আন্দামান থেকেই গিয়েছিল। বাংলায় কথা বলতে পারে। এবার ধারনটা পাকাপোক্ত হলো। আমার এক আত্মীয় ওখানে থাকে (আমার বাবার কাকাতো বোনের বড় ছেলে)..ওরা বাংলাদেশ থেকেই গিয়েছে। ছোট বেলায় অনেক খেলেছি সেই দাদার সাথে।ওরা কিন্তু রিফিউজি হিসেবে যায়নি। ওরা আনুমানিক ১৯৯৪ এর দিকে গিয়েছিল ভারতে। যাই হোক বাংলাদেশের কয়েক কোটি হিন্দু জনগোষ্ঠী ভারতে মাইগ্রেট করে দেশ বিভাগের পরে। এমন কি এখনোও সেটা বন্ধ হয়নি।
বন্ধু বনি আমিন, তোমার চোখে ২য় বার দেখলাম আর এক বাংলাদেশ। অসাধারণ সুন্দর আন্দামান দীপ পুঞ্জ। মানুষ গুলি শান্তি পেয়েছে, নিরাপদ স্থান পেয়ে। ওদের প্রতি আমার অফুরন্ত শুভ কামনা। বন্ধু বনি আমিন তোমার চোখে পৃথীবির অনেক কিছু অজানা কে দেখছি। প্লিজ বন্ধু তোমাদের অস্ট্রেলিয়ার স্টোবেরী চাষ বা বাগান দেখাও না বন্ধু। অনেক অনেক শুভ কামনা তোমার প্রতি।।
তারা বাঙালি কিন্তু বাংলাদেশি না। আমার দাদুও বাংলাদেশ থেকে এসেছিল কিন্তু আমি মনে প্রানে ভারতীয়, ঠিক তারাও। আমি গেছিলাম আন্দামান, খুব সুন্দর। নীল আইল্যান্ড এ যখন ছিলাম তখন তো মনে হচ্ছিল আমি আমার পাড়ার মোড়ে আছি
@@shikdarjahid3842 অন্য দিকে বনি আমিন ই যে দুর্গাপূজার সময় usa (may be wrong about the country name) তে দুর্গাপূজা উদযাপনে বাংলাদেশ ও কলকাতার বাঙালিরা আলাদা ভাবে নিজেদের দেশের নাম নিয়ে উদযাপন করেছিল সেটা হয়তো আপনি মিস করে গেছেন
@@NazmulHuda-fq2wi ধন্যবাদ দাদা পাশে থাকার জন্য। আপনি বাঙালি ভারতের সব প্রান্তে পাবেন আর বাংলাকে এখনো অনেক শিক্ষিত রাজ্য হিসাবে গণনা করা হয়, কারণ বাঙালির ভারতে গর্ব করার অনেক কারণ আছে
@@shikdarjahid3842 দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ১০০% হিন্দুদের ভারতের অংশ আর ভারতের ১০০% মুসলিমদের পাকিস্তানের অংশ করে নেওয়া উচিত ছিলো। ধর্মের ভিত্তিতে, মানুষের সম্পূর্ণ আদান প্রদান হলে উপমহাদেশে শান্তি থাকতো।
খুব মুগ্ধতার সাথে দেখলাম ও জানলাম আন্দামান দ্বীপ রাজ্যের কিছুটা কি অনেকটাই অনুভূতির আলোতে। অনেক অনেক প্রীতি আপনাকে স্যার। নিরন্তর ভাল থাকুন আর নতুন নতুন এমন ভিডিও দিতে থাকুন আমাদের জানার ঘর কিছুটা হলেও ভরবে
আবর দেশে গিয়ে হিন্দুরা কিভাবে থাকছে, ওখানে না থেকে নিজের দেশে ব্যবসা করুক না, আগেকার মানুষরা খারাপ ছিল তোমার মতে,তোমার দেশের হিন্দুরা মুসলমানদেরকে যুগে যুগে নির্যাতন করছে এখনো করছে,তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে হারে গেছে তেমনি ভারত থেকে হাজার হাজার মুসলমানরা পূর্ব পাকিস্থানে চলে এসেছিল, মুসলমানরাই বেশী এসেছে। সেই সেসময়কালে দু দেশের লোকজনরা জায়গাজমি বিক্রি করেছে, আবার অনেকে জমি বিনিময় করে চলে গেছে। বর্তমানে তোমরা আমার দেশও জনগণের শত্রুে পরিণত হয়েছ।বাংলাদেশের জনগণ সবই জানে তোমাদের দ্বারা আমার দেশের কি ক্ষতি হয়েছে সারা দুনিয়াময় জানে, গোপনে নানান চুক্তিনামা করে যা করেছে জনগণ খবর রাখে।বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে তোমাদের হিংসা চরম পর্যায়ে গেছে।আমার দেশের অনেক জমিন দখলে রেখে বড় বড় কথা বলে কেন কাজ হবে না।
বনি আমিন ভাইয়া, অপূর্ব সুন্দর লাগছে, এই ভাবে আমাদের মাঝে অনন্তকাল লালন করব ,আমাদের জন্য আপনা কে বচিয়ে রেখে অাপনি আছেন বলে পৃথিবীর বিভিন্ন কালচার ও সভ্যাতাকে জানা যায় । আপনাকে অশেষ ধন্যবাদ,
বন্ধু বনি আমিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। তোমার জন্যই আরেক বাংলাদেশ কে দেখার সুযোগ হলো। কতটা কস্ট হলে দেশ ছেড়ে কোন এক অজানা দ্বীপে আশ্রয় নেয়। খুব ভালো লাগলো কিন্তু কস্টও পেলাম।
খুব ভালো লেগেছে দাদাবাবু আপনার এই ভিডিওটা। শুধু আপনার কারণেই এতো সুন্দর এই ভূখণ্ডটি দেখতে পেলাম। দিদি ও আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ইতি, স্নেহের রতন বৈদ্য
বনিদা ভারতের ছত্রিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের মানাপল্লী, দণ্ডকারণ্য,পাখানজুর ও মালকানগিরিতে প্রচুর বাঙালি রিফুজি বংশপরম্পরায় বসবাস করেন, খুব সুন্দর জায়গা, ঘুরে আসতে পারেন,
বাংলা ভারতের ভাষা, সেহেতু ভারতে বাংলা ভাষার বিস্তারের কোনো প্রয়োজন মনে করি না, আর বাংলাদেশিদের ধন্যবাদ আমাদের মতো বাঙালি হিন্দুদের রিফুজি বানিয়ে তারা বাংলা ভাষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে,
@@tapashchakraborty9983 তোমরা চালাক, মুসলমানের সাথে থাকতে চাওনা বলে আস্তে করে সীমানা পারি দিয়েছো i তোমাদের লজ্জাবোধ নাই I আর কিছুদিন পর যখন বাংলাদেশ সিঙ্গাপুর বনে যাবে তখন আবার আস্তে করে বাংলাদেশে চলে আসবে I তোমরা যা খুশি করো I আমরা তোমাদের নিয়ে থাকতে চাই I দুই কোটি হিন্দু ভাই রা বাংলাদেশে ভালোই আছে I এই ভিডিও তে বাংলাদেশী হিন্দুদের কমেন্ট দেখলাম বাংলাদেশের পক্ষে, তোমার মতো স্বার্থপর চালাক হিন্দুদের চেয়ে তারা ভালো আছে বাংলাদেশে I ওখানে গিয়ে কি পেয়েছো, আন্ডা I
আমি একজন বাংলাদেশী আমি ভারতকে পছন্দ করি না কারণ ভারত বাংলাদেশের তিস্তা নদীর উপর বাঁধ দিয়ে রেখেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ক্ষতি করেছে ন্যায্য পানি দিচ্ছে না ৷ 12 তিস্তা নদীর উপর যে বাদ দিয়েছে তার নিজের ইচ্ছামত ব্যবহার করে এবং বিএসএফ বাংলাদেশের বিজিবিকে প্রায় আক্রমণ করে এটা খবর শোনা যায়৷
The video with your elaborate description is really excellent . We were in Tangail , the birthplace of my ancestors . I thank you heartily from West Bengal .
Venom 8@ ঠিক বলেছো ভাই, আমারো চোখে জল চলে আসে এই জাতীয় সংগীতের সুরে, যদিও ভারত আমার দেশ নোই, কিন্তু ওদের দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত ও উজ্জীবিত করে। একটি গোপন কথা বলি আজ প্রকাশে, "ভারতীয়দের দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতা দেখে সত্যি ঈর্ষা করি, আর ভাবি 'এমনটি কি কোনোদিন আমার জন্মভূমি কে দেখতে পাবো?" তবে বৃহত্তর জাতিগোষ্ঠী হিসেবে আমি নিজেকে ভারতীয় বংশোদ্ভূত মনে করে গর্বিত। (যারা সমাজবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস জানেন বা পড়েন শুধু তারাই আমার এই কথার মাহাত্ম বুঝবেন। প্লীজ অন্য কেউ বা কোনো মেধাহীন নাবালক আমার এই মন্তব্যের পিঠে কোনো কমেন্ট করবেন না। আমার বয়সে যদি আপনি বহু ছোটও হোন তবুও আপনার 'হাতে ধরি, পায়েও পড়ি', প্লীজ মেধাহীন কোনো কমেন্ট করবেন না। আর যার ভাষা অসুন্দর, আক্রমণাত্মক সর্বোপরি বাংলা বানান ভুল তাকে সাথে-সাথে ব্লক করে দেয়া হবে। ধন্যবাদ।
Boni Amin sir apni thik bolechen Indian ra khub patriotic hoy ...... though my parents migrated from Bangladesh in the year 1993 , when I was 2 years old.
বনি দা আমি ধন্য যে আপনি আমার কথায় এতটা আবেগি প্রত্যুত্তর দিয়েছেন। আমি অনেক বাংলাদেশের ভাইদের কমেন্ট দেখি যারা বলে ভারত তো হিন্দুদের দেশ বাংলাদেশ মুসলিম, আমাদের 'সংস্কৃতি' ভিন্ন, আমার তখন অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু ঠিক এই কারণে যে তাদের ইতিহাস ভূগোল বা 'সংস্কৃতি' বিষয়ে কোনো ধারনাই নেই, আমি চুপ হয়ে যাই। আজকে তারা আমাদের নাড়ির টান 'বাংলা ভাষা বা বাঙালির' সংস্কৃতির বিসর্জন দিয়েছে ভেবে কষ্ট হয়। তারা বোঝে না যে আমরা মাত্র 70 বছর আগে কাঁটাতারের শিকল পড়েছি, কিন্তু তার আগের 5000 বছরের যে সভ্যতা? মাঝে 70 বছরের একটা কাঁটাতার আমাদের সংস্কৃতি ও আলাদা করে দিল? ঠিক আপনার যেমন ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি একটা প্রচ্ছন্ন ভালোবাসা আছে আমারও আছে আমার দাদুর ভিটে মাটির প্রতি। দাদু ঠাকুমা বরিশালের ছিলেন। আমার বয়স 22 বছর। একমাত্র আমার বড় জেঠুই জানে ঠিক কোথায় আমাদের ভিটেমাটি ছিল। ওনার কাছ থেকে ঠিকানাটা লিখে রেখেছি। ভবিষ্যতে আমার সাতপুরুষের দেশ 'আমার বাংলাদেশে' বরিশালে যাব খুঁজতে। সর্বশেষ একজনের নাম বলি, মাস্টারদা সূর্যসেন উনি কিন্তু চট্টগ্রামের বাঙালি বিপ্লবী ছিলেন, ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন। এরকম অজস্র নাম আছে তারা ভারতীয় না বাংলাদেশি? কিভাবে বিচার করবেন? শুধু একটা কাঁটাতারের দেওয়াল আছে বলে! আশীর্বাদ করবেন বনি দা
হায় হায়, আমি আবার ভারতীয়দের অতিরিক্ত দেশপ্রেম এর নমুনা সোশ্যাল মিডিয়াতে দেখে মাঝেমধ্যে বিরক্ত হই।তবে কি জানেন, ভারতের মতো multi ethnic nation এর জন্য ভারতীয় জাতীয়তাবাদ অতটা ক্ষতিকর নয়। উগ্র জাতীয়তাবাদ খারাপ, কিন্তু জাতীয়তাবাদ মানুষকে tribal identity এর উপরে উঠতে সাহায্য করে। ভারতের মুলভূখণ্ডে জাতযতাবাদ সম্প্রীতি আনলেও উত্তর পূর্বে কিন্তু tribal ইডেন্টিটি এখনো বিদ্যমান। আজকে নর্থ ইস্ট এর প্রত্যেকটি tribe এর পরস্পরের প্রতি অহেতুক বিদ্বেষ এর জন্যও তারা এখনো পিছিয়ে আছে। তবে কি জানেন তো, এপারেও অনেকে আছে আমার মতো যাদের তিনকুলেও কেউ পূর্ববঙ্গের না থাকলেও আমার সোনার বাংলা গানটি শুনলে অজান্তেই চোখের কোনে জল চলে আসে। তখনই উপলব্ধি করি বাঙালী জাতীয়তাবোধ থেকেই তো আমার ভারতীয়ত্ববোধের সৃষ্টি। আমার কোনো tribal বা religious indentity নেই, আমার জাতীয়তাবোধের base তাই আমার বাঙালি identity, তাই আমি একজন বাঙালি ভারতীয়।
আমি ভারত থেকে বলছি ভারতীয় এবং বাংলাদেশী মানুষের মধ্য কুনো পার্থক্য নেই। আমাদের Culture এক খাওয়া থেকে শুরু করে কাপড় ভাষা অনেক কিছুর মিল আছে। আমি বাংলাদেশ কে ভালোভাসী আর আমি জানি অনেক বাংলাদেশি ভাইরা আমাদেরকে ও ভালোভাসেন
Fu__ck your history andaman nicobar belongs to tamil nadu king raja chola ruled the island 1000yeats above used as military base to invate indonesia 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️ read history fake news
বনি আমিন দেখালেন নতুন বাংলাদেশ, সুন্দর ও অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, এভাবে পাখির চোখে ঘুরে ঘুরে এক মাত্র বনি আমিনই দেখায, ভাইয়া সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ
পৃথিবীটা পন্চ পদার্থ দিয়ে তৈরী , তাই সবকিছুর মধ্যে পন্চের বৈশিষ্ট আছে, তাই পন্চগূণের একটা গূন সবাইকে ভালবাসা ভাবা তাহলে মানুষের মন জয় করা যায় , আর পাঁচটা গুন থাকলে ঈশ্বর সনতুষ্ট হন এবং বিশ্ব জয় করা যায় ।বনি আমিন তাই করছেন , এটাই উতকৃষ্ট মানবিকতা , আপনাকে অনেক ধন্যবাদ , চালিয়ে যান ভাই ।
Thanks Boni Amin for giving me the opportunity to see another of your masterpiece video. Wonderful pictures, narration and coupled with your brillinatly presentation. However, one aspect of the story you skilfully bypassed is not mentioning the reason and source of the exodus of Hindu families from erstwhile East Pakistan and present Bangladesh. As always you should have been bold enough to state that most of the refugees never came on their own but were evicted by Wazirs who usurped their properties, brought shame to the womenfolk and threatened or tortured them.
Fu__ck your history andaman nicobar belongs to tamil nadu king raja chola ruled the island 1000yeats above used as military base to invate indonesia 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
@@AsifSaifuddinAuvipybengal partition was one sided partition. Bengali Muslims rarely migrated from West Bengal to Bangladesh as there were no riots. Moreover in United bengal Muslims didn't had much to lose. East bengal hindus were rich and owned 90% of property. Hence they were targeted
@@samratvchakraborty5157 u have no idea what you are talking about. Hindu mafia zamindar persecuted muslims n low caste native people. Millions of muslims from Nadia Kolkata bangaon dinajpur murshidabad malda jalpaiguri and assam migrated to Bangladesh. But those muslim majority districts didnt lost its majority due to high birth rate. The ass lickers of british the hindu jamindars and their supporters mostly left on fear of reprisals of 200 years. Before british muslims were rich, but hindu mafia jamindars captured asets from poor peoples. So when those mafias left, the properties were returned to the original inhabitants and rightful oweners. Moreover if there Were a census in 1947 you wont get anything in North bengal and estern bihars purnia division, Murshidabad, part of nadia, bongaon. And enyire 7 sisterd would be part of Bangladesh, including arakan. Most hinduz didnt left for riots, they feared it. You didnt study the history of hinduz attacking muslims in jalpaiguri n bihar and kolkata. But in the districts like malda Murshidabad dinajpur nadia muslims were already majority thar time so the hindu goons didnt show the courage for attacking muslins
আপনার প্রতিটি ভিডিও খুবই ভাল লাগে আমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, সৃষ্টকর্তা আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুক এই কামনা করি বনি দা, আমি বাংলাদেশ থেকে, আপনার প্রতিটি ভিডিও দেখি।
আন্দামানে বোরখা-হিজাব নেই I অথচ একটা মেয়ে নিরাপদে সব স্থানে যেতে পারে I তাদের দিকে কেউ ফিরেও তাকায় না I আন্দামানের চরিত্রবান হিন্দুদের জন্য বাঙালি হিসাবে আমি গর্বিত I
Aseem ভাই কি বোরখা নিয়ে টেনশানে আছেন নাকি ? সারা ভারতের হিন্দুদের অবস্থা আমরা জানি । বর্তমান বিশ্বে ভারত ধর্ষনের দিক দিয়ে ১ নাম্বারে আছে , আর যারা ধর্ষক তাদের ৯৮% হিন্দু ভারতীয় ।
প্রিয় বনি আমিন ভাই,আপনাকে অনেক ধন্নবাদ,,এতো সুন্দর একটি video বানানোর জন্য,,,একটা কথা বলি plz উত্তর দিবেন,আপনে আন্দামান গিয়েছেন,কতো টাকা লেগেছে এবং অইখানে যে টাকা বেবহার করেছেন কোন দেশের টাকা,,, ভারতের নাকি বাংলাদেশের টাকা,,plz ভাই বলেন
সারে জাহাসে আচ্চা হিন্দুস্থান হামরা এটা একজন মুসলমান কবির লেখা Muhammad Iqbal । বনি ভাই আপনি মানবিকতার জাগিয়ে তুলছেন সোশ্যাল দুনিয়ায়ে ধন্যবাদ বনি ভাই ।।।।।
Poet Iqbal went to Pakistan but an abridged version of his song is sung and played frequently as a patriotic song in India and as a marching song of the Indian Armed Forces. Indians like this song.
পুরো কবিতাটা পড়বেন, কওমি তারানা নাম। আল্লামা ইকবাল সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক দেশের প্রয়োজনের কথা তোলেন, জিন্নাহর মাথা খাওয়ার পেছনে ইকবালের হাত সবথেকে বেশি, পাকিস্তানে এইজন্য কবি ইকবালকে রাষ্ট্রগুরু মনে করা হয়। কওমি তারানা কবিতায় অবিভক্ত ভারতের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে শুরুর দিকে, নিচের দিকে বলা হয়েছে চীন, এশিয়া, আফ্রিকা ইউরোপও মুসলমানদের অধিকার। বিশ্বকবি রবীন্দ্রনাথের নোবেল বিজয়ে সবথেকে বেশি ঝাঁট এই লোকটার জলেছিল, নোবেল কমিটিকে চিঠি লিখে জানিয়েছিল যে রবি ঠাকুরের থেকেও ওর নোবেল পাওয়ার যোগ্যতা অনেক বেশি।
বাংলাদেশ এ কক্সবাজার , সেন্ট মার্টিন , কুয়াকাটা , রাঙ্গামাটি সহ আরো অনেক জায়গা ছিল যা পর্যটকের বিনোদনের কেন্দ্র হতে পারত । কিন্তু দুর্ভাগ্য আমাদের , সব সরকারই ক্ষমতায় এসে উঠে পরে লাগে কে কত বেশি সম্পদ বিদেশে পাচার করে , তাদের ছেলে মেয়ে নাতী পুতী পর্যন্ত যেন আজীবন বসে খেয়ে যেতে পারে ।আল্লাহ্ যুদি খাদ্যদ্রব্যে পোকা ধরতে না দিত , তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা দেশ থেকে চাল , গম , সব্জিও বিদেশে পাচার করে মজুদ করে রাখত তাদের বংশধরদের জন্য ।
বাংলাদেশ থেকে বলছি, আন্দামানবাসী ভুলে যাবেন না ১৯৭১, আর ঠাই দিবেন না জিহাদীদের,মুসলিম দের জন্যই প্রিয় মাতৃভূমি ছারতে হয়েছিল,আর যেন ঠাই না হয় জিহাদীদের,ভগবান আপনাদের সুখে রাখুন,🇧🇩🇧🇩🙏🙏❤️❤️🚩🚩
@@Arpan1412 ধন্যবাদ দাদা। ভারতের যেই ৫,৬টি রাজ্যে বাংলা ভাষা ২য় বলে উল্লেখ করেছেন, সেই রাজ্যগুলোর নাম জানতে খুব ইচ্ছে করছে। প্লিজ রাজ্যগুলোর নাম বলুন।আমি বাংলাদেশী হলেও ভারতবাসীর প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা।
@@NazmulHuda-fq2wi west Bengal আর ত্রিপুরা তে বাংলা first language. আসাম, ঝাড়খণ্ড আর Andaman nicober এর নীল iland এ বাংলা second language. odisha তে বাঙালি প্রায় সবাই জানে. Dhonno baad আপনাকে দাদা 🇮🇳❤️🇧🇩
আমিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ । এই এপিসোড টা দেখানোর জন্য ।কারন এই এপিসোড এর সাথে আমার বাবা মার ও বাংলাদেশ ছেড়ে আসার কাহিনীর অনেক মিল আছে । তবে আমরা আন্দামানে নয় আসামে আছি ।।
video ti khub informative- havelock e amio giyechilam 2014-15 shaal e, amio dekhe chomke gechilam je 95 % lok banglabhashi...pore shunlam Dr. BC Roy er amole -orthat 71 er age jara refugee hisebe esechilo tader ekhane jomi 'o punorbason dewa hoyechilo. Oder okhane muloto hotel o gari business. oi sundor poribeshe , rojgar o besh hocce..... Nomoskar bondhu, bhalo laglo .
Shafy 360@আমাকে সমালোচনার ভাষায় ছুরিকাঘাত করুন, রক্তাক্ত করুন উপর্যপুরি আপত্তি নেই, ব্যাক্তিগত আক্রমন কিন্তু বরদাস্ত করবো না। 'জালিম-অশিক্ষিত-কাফের-মুসলিম'রুপী একশ্রেণীর 'বাংলাদেশী-মুসলমান'দেরকে খুশি বা তুষ্ট করার জন্যে নিজেকে 'অমানুষ' বলে স্বঘোষিত উপাধি দেয়ার পরে-ও দেখি আমার নিস্তার নেই। তবুও আক্রমণ? তবুও গালাগালি? কোথায় যাবো আমার স্বজাতি-স্বদেশী এই 'বাংলাদেশী-মুসলমানদের' যন্ত্রনায়। যার ফলে সিদ্ধান্ত নিয়েছি, যেকোনো 'বাংলাদেশি-মুসলমান' সমালোচনা বা সুন্দর তর্ক সৃষ্টি না করে যে কেউ আমাকে 'ব্যাক্তিগতভাবে' আক্রমণ করবেন, তাকে সাথে সাথেই 'ঘ্যাচাং' অর্থাৎ ব্লক। বন্ধু Shafy 420 মুসলিম তোমাকে এক্ষুনি 'বলক কইরা দিলাম'। জালিম-কাফের-বাংলাদেশী-মুসলমান, দুরহ, দূর হো। তোরা আমার চ্যানেলের ভিডিও না দেখলেই আমি খুশি। দূর হো জালিম-বাংলাদেশী-মুসলিম।
বনি দাদা, আপনার ভিডিওগুলি খুব সুন্দর হয় I কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে বলে দুঃখিত I যদি কিছু মনে না করেন , সবাইকে ঢালাওভাবে কাফের বলা উচিত নয় ভাই I কোনো মানুষ যতই পাপ করুক, আল্লাহর সাথে কোনো শরিক না করলে তাকে কোনোদিন কাফের বলা যাবে না I আল্লাহ তে বিশ্বাসী কেউ কাফের নয় , সে পাপী হতে পারে I ইহুদি ধর্মাবলম্বীরাও কাফের নয় যদি সে "১০ আদেশ" মেনে চলে I আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন I ভালো থাকুন I
এই গান টা যিনি লিখেছেন উনিও কিন্তু মুসলিম ওনার নাম ইকবাল আমার বাবাও বাংলা দেসি আমাদের বারি ছিল খুলনায় ।মানুসের মধ্যেই ভালো খারাপ দুই ই থাকে আমার বাবারা 72 তে ভারতে আসে আমার বাবার তখন 14 বছর বয়স আমার ঠাকুমা একজন বিধবা মহিলা 6 সন্তান কে নিয়ে একা একা ভারতে আসে আমাদের পাসের বারির মুসলিমরা তাদের নিরাপদে পালাতে আর লুকাতে সাহায্য খরে তারা ই আমাদের কিছু টাকা দিয়েও সাহাজ্য করে বিনিময়ে আমার ঠাকুমা তাদের কে আমাদের বারি ঘর জমি পুকুর সব দান করে
Thank u Mr Amin....fr ur neutral , secular n unbiased opinion.... guys like u didn’t fell into the prey of political Islam.... thanks fr being human once again..,.
অসাধারণ, আমি বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো--- "তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার ব্যালা" যতই ভাগ করো,আরবের পাল্লায় পড়ে, আমরা সবাই বাঙালি, আবার আমরা সবাই ভারতীয়, আস্তে আস্তে সবাই এটা বুঝতে পারবে।
If u r intelligent then think once Bhutan + Maldives + Nepal + Srilanka + Pakistan +India +Bangladesh =?. A golden land there u can live with pride and love. This proposition is for the new lovely generation. At least take this issue once in a week into your casual discussion. Think why Western countries don’t go for war with each other? Thank u all.
বনি আমিন ভাই, ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো, আরণ্যক আমি বাঙলা ভাষী ভারতীয়, আগরতলায় থাকি, নোয়াখালী রায়টের আগে দেশের বাড়ি ছিল লালমাই, কুমিল্লা থেকে নয় মাইল পশ্চিমে । আপনার ভিডিও আমি প্রায়ই দেখি, খুব পছন্দ করি আপনাকে ।অসংখ্য ধন্যবাদ ।
Onek Dhonnobad...Bangali hisebe ektai prathrona je era jeno eder bhasha, sonskriti jug jug dhore, dhore rakhte pare....Joy Bangla Joy Brihottoro Bangla
কোরান মানুষকে ভুল পথে চালিত করে এবং হিংসা ছড়ায়, মানুষকে মানুষ হতে বাধা দেয়, জানি আমার বিরুদ্বে অনেক লোক থাকবে, গালিও দবে, কিন্তুু আমি রেফারেন্স সহ প্রমান করে দেবো।
দূর দ্বীপবাসে হলে স্বশব্দ উচ্চারণ কে খোঁজে ধর্ম আর, বারবার শ্রুতিতে জাগে নিজ ধ্বণিরই অনুরণন সেই কবে কোন্ কালে কার পুড়েছিল গ্রাম থেকে-থেকে কে বা কারা আনে টেনে সে দ্বেষ হিংসা সর্বনাম ...। - কাহাসি। বনি, আপনাকে ধন্যবাদ। কাজটা ভালো করেছেন। ঢাকা, বাংলাদেশ।
দূর দ্বীপবাসে হলে স্বশব্দ উচ্চারণ কে খোঁজে ধর্ম আর, বারবার শ্রুতিতে জাগে নিজ ধ্বণিরই বন্ধন সেই কবে কোন্ কালে কার পুড়েছিল গ্রাম থেকে-থেকে কে বা কারা আনে টেনে সে দ্বেষ হিংসা সর্বনাম ...। - কাহাসি। বনি, আপনাকে ধন্যবাদ। কাজটা ভালো করেছেন। ঢাকা, বাংলাদেশ।
বনিভাই আমি আপনার ভক্ত, আপনার সোজাসাপটা বক্তব্যর জন্য,নিরপেক্ষ ভাবে ,ধর্মের উপর মনুষ্যত্বকে স্থান দেওয়ায়।ভারত ভেঙে তিন টুকরো হয়ে এই সময়ে,বতর্মান তিন দেশের অবস্থার চেয়ে, আবার তিন মিলে ধর্মের উর্ধে উঠতে পারলে মনে হয় সবার ভালো হত।জগতে মাথাউঁচু করে দাঁড়াতে পারতাম। আপনি ভালো মনে করলে,আপনার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করুন। কোন নেতাই নিজের সার্থ নষ্ট করে,এ কাজ করবেনা
ভাই Seychelles এর একটা ভিডিও বানান আমাদের দেখার জন্য seychelles কে আমরা দেকতে চাই আপনার মাদ্দমে আমরা অনেক দেশ দেকতে পেলাম আপনার মাদ্দমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জনাব বনি আমিন, আপনাকে অসংখ ধন্যবাদ যে আপনি আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জের উপর একটি সচিত্র প্রতিবেদন তৈরি করেছেন! আমি ও আমার স্ত্রী ২০১৮ সনের আগস্টে থাইল্যান্ডের ফুকেট থেকে আন্দামান সাগরে ওদের দ্বীপে জাহাজে গিয়েছিলাম ! সুন্দর পরিবেশ, তবে যাত্রায় অসমভাবে tourist হ্যান্ডেল করে! বাংলাদেশ থেকে ওই রকম নৌযাত্রার কথা জানিনা! Mediterranean সাগরে জাহাজে ত্রিপোলি থেকে মাল্টায় গিয়েছি, ১০ বার! আপনার ভ্রমণ কাহিনীর সচিত্র বিবরণ দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন!
জন্মভূমি ত্যাগ করার পর বাঙ্গালী ভাইরা অনেক অনেক কষ্টের পর এখন সুখে আছে শান্তিতে আছে দেখে শুনে খুব ভালো লাগলো। তাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
আমি বাংলাদেশি কিন্তু ভারতীয় এই গানের সুর শুনলে ভালো লাগে,খুব কস্টের 😢😢😢 সাথে আবেগময় ❤❤❤ ভালোবাসা অনুভুতি আসে ।
আমি একজন বাংলাদেশী,আমার ইতিহাস বলে আমিও ছিলাম ভারতবরসীয়, কিন্তুু দিন বদলের সাথে সাথে ভাই ভাই বিভাজনরত হলাম,আজও যখনই সেই সুরের ঢেউ বুকে লাগে মনে হয় আমরা একসাথেই আছি, দাদা বনিয়ামিন যে সুরটা বাজালেন পরানটা ভরে গেল দাদা, হে ভারতীয় ভাইয়েরা আমাদের ভুল বুজনা,আমরা চির কৃতগগ স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সাহায্যে করার জন্য। আমি মুসলিম পরিবারের সন্তান, ধর্ম যার যার দেশ সবার। তোমরা বাংলাদেশে ঘুরতে এসো, বেড়াতে এসো, তোমাদেরকে নিমন্ত্রণ জানাই।
Apnar kotha y j manasikota dekhlam Tate Bangladesh agie jasche seta bujte parchi
😍😍 Love to you, from India.
তোরা হলিই মানবজাতির শক্র?
ঠিক বলেছেন । নজরুল রবীন্দ্রনাথকে ভাগ করা অসম্ভব । যাঁরা করতে চাইবে তারা আর বাঙালি থাকবে না এবং তাদের মনুষ্যত্বও হারিয়ে যাবে ।
Bangladeshe tomar moto onek loker dorkar. Dhonnobad ❤️
মিউজিকটা অসাধারণ। মনে হয় এ মিউজিকে আমি এ দ্বীপের মধ্যে হারিয়ে গিয়েছি। আর আপুর কথা কি বলবো। তাকে সহধর্মিণী হিসেবে পেয়ে আপনি সত্যিই ভাগ্যবান। তার সহজ সরল হাসিমাখা মুখ দেখে আমি শ্রদ্ধায় অবনত হয়ে যাই। আপুর প্রতি সালাম রইল।
হিন্দু হলেও তো বাংলাদেশের। দেখে খুব আপন মনে হচ্ছে। আমার এখানে যেতে ইচ্ছা করছে। কথা শুনে মনে হয় এখনো বাংলাদেশের মানুষের মতো করে কথা বলে। চোখে পানি চলে এসেছে।
Amar purpopurush rao bangladesh er. Kintu oi desher proti kono Dorod nei amader. Andamani bangali der mone sudhu Bharat
মশলিমদের লাথি খাওয়ায় এখনোও বাকি আছে
বাংলাদেশে আমাদেরকে মরতে হয়েছিল , জিজ্ঞেস করবেন বয়স্কদের , কেমন ব্যাবহার করা হয়েছিল ।
এখন আমরা ভারতীয় হিসেবেই খুশি
বাংলাদেশের আবার কি? 🙄, বাঙালি মানেই বাংলাদেশ তার কোন মানে আছে, ভারতেও ১৩ কোটি বাঙালি রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৮ কোটি, বাকি রয়েছে ত্রিপুরা, আসাম, আন্দামান, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা। তাছাড়া অন্যান্য রাজ্যে কর্মসূত্রে অনেক বাঙালি রয়েছেন। আর অবিভাজিত বঙ্গরাজ্যের অর্ধেক কিন্তু ভারতে রয়েছে মনে রাখবেন। তাই বাঙালি ও বাংলাদেশি এক নয়।
পাছায় লাথি কে মেরেছিল, কেন মেরেছিল?
স্যার আমি কলকাতা থেকে তোমার বিডিও দেখছি।দাদা তোমার বিডিওর মাধ্যমে Hindu বাংলাদেশীর কথা জানতে পারলাম।আমার বাড়িও বাংলাদেশের চট্রগ্রাম জেলার সন্দীপ এ ছিল। তবে এখন আমি একজন ভারতের নাগরিক। দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ।
😥😥😥
My grandparents also born in chattogram/Chittagong division of Bangladesh
But I'm from Tripura and fully Indian 🇮🇳
I m muslim and i respect all religion
U are Rare Bhadrolok . Kintu aapnaa Sankhaae onek kam ...
surprise.
Bal
Loved to hear that! You are surely an exception!
@@victorverma7459 😂😂😂😂
এই দ্বীপের কথা অনেক শুনেছি । আজ
Boni Amin
আপনার কারণে অনেককিছু দেখলাম। আপনাকে অশেষ ধণ্যবাদ ।
Thanks.
Hi..
I am Indian..🇮🇳 but I am feeling proud as a anchestrial Bangladeshi..from barisal.🇧🇩😘
Tahole bangladesh chole ja
Amader deshe thakar kono dorkar nai
অসাধারণ ভিডিও ভাই।
জীবনে প্রথম এত সুন্দর তথ্যবহুল ভিডিও দেখলাম আন্দামান দ্বীপ নিয়ে।
সিংগাপুরে থাকাকালিন একজন তামিলের সাথে দেখা হয়েছিল যে আন্দামান থেকেই গিয়েছিল। বাংলায় কথা বলতে পারে।
এবার ধারনটা পাকাপোক্ত হলো।
আমার এক আত্মীয় ওখানে থাকে (আমার বাবার কাকাতো বোনের বড় ছেলে)..ওরা বাংলাদেশ থেকেই গিয়েছে। ছোট বেলায় অনেক খেলেছি সেই দাদার সাথে।ওরা কিন্তু রিফিউজি হিসেবে যায়নি। ওরা আনুমানিক ১৯৯৪ এর দিকে গিয়েছিল ভারতে।
যাই হোক বাংলাদেশের কয়েক কোটি হিন্দু জনগোষ্ঠী ভারতে মাইগ্রেট করে দেশ বিভাগের পরে। এমন কি এখনোও সেটা বন্ধ হয়নি।
বন্ধু বনি আমিন, তোমার চোখে ২য় বার দেখলাম আর এক বাংলাদেশ। অসাধারণ সুন্দর আন্দামান দীপ পুঞ্জ।
মানুষ গুলি শান্তি পেয়েছে, নিরাপদ স্থান পেয়ে। ওদের প্রতি আমার অফুরন্ত শুভ কামনা।
বন্ধু বনি আমিন তোমার চোখে পৃথীবির অনেক কিছু অজানা কে দেখছি। প্লিজ বন্ধু তোমাদের অস্ট্রেলিয়ার স্টোবেরী চাষ বা বাগান দেখাও না বন্ধু। অনেক অনেক শুভ কামনা তোমার প্রতি।।
তারা বাঙালি কিন্তু বাংলাদেশি না। আমার দাদুও বাংলাদেশ থেকে এসেছিল কিন্তু আমি মনে প্রানে ভারতীয়, ঠিক তারাও। আমি গেছিলাম আন্দামান, খুব সুন্দর। নীল আইল্যান্ড এ যখন ছিলাম তখন তো মনে হচ্ছিল আমি আমার পাড়ার মোড়ে আছি
দাদা, বাংলা ভাষা কে ভারতের অন্য সকল রাজ্যগুলোতে ছড়িয়ে দিন। আমি বাংলাদেশ থেকে বলছি।
@@NazmulHuda-fq2wi bangla vasar provab indiate prochur.kolkata holo indiar culture city
@@shikdarjahid3842 অন্য দিকে বনি আমিন ই যে দুর্গাপূজার সময় usa (may be wrong about the country name) তে দুর্গাপূজা উদযাপনে বাংলাদেশ ও কলকাতার বাঙালিরা আলাদা ভাবে নিজেদের দেশের নাম নিয়ে উদযাপন করেছিল সেটা হয়তো আপনি মিস করে গেছেন
@@NazmulHuda-fq2wi ধন্যবাদ দাদা পাশে থাকার জন্য। আপনি বাঙালি ভারতের সব প্রান্তে পাবেন আর বাংলাকে এখনো অনেক শিক্ষিত রাজ্য হিসাবে গণনা করা হয়, কারণ বাঙালির ভারতে গর্ব করার অনেক কারণ আছে
@@shikdarjahid3842 দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ১০০% হিন্দুদের ভারতের অংশ আর ভারতের ১০০% মুসলিমদের পাকিস্তানের অংশ করে নেওয়া উচিত ছিলো। ধর্মের ভিত্তিতে, মানুষের সম্পূর্ণ আদান প্রদান হলে উপমহাদেশে শান্তি থাকতো।
ভারতের জাতীয় সংগীত শুনে মন টা ভরে গেলো।আমি গর্বিত আমি ভারতীয়।জয় হিন্দ ।
Amar matribhumi, amar andaman ❤️
আপনার বাড়ি আন্দামানে?
👍👍
কোথায় বাড়ি
Normal Lok ki andaman e jomi kinte pare
Ty nki go
Great video , thanks boni
they are now proud that they are Bengali Indian not Bangladeshi. They bound to leave Bangladesh only Muslim fundamentalist.
@Gauranga Roy @
They are original bangla
তাঁরা গনতান্ত্রিক প্রজাতন্ত্র বাংলাদেশের অধিবাসী ছিলো না বরং তাঁদেরকে পূর্ব পাকিস্তানের বংশোদ্ভূত বাঙালী বলা যেতে পারে যারা এখন ভারতীয়।
ধন্যবাদ দাদা ডেস্ক্রিবশন যেটা লেখেছেন খুব সুন্দর বুদ্ধিমত্তা পরিমাপ আপনার তা বোঝা যায় আপনার কাছে অনেক কিছু শেখার আছে
খুব মুগ্ধতার সাথে দেখলাম ও জানলাম আন্দামান দ্বীপ রাজ্যের কিছুটা কি অনেকটাই অনুভূতির আলোতে। অনেক অনেক প্রীতি আপনাকে স্যার। নিরন্তর ভাল থাকুন আর নতুন নতুন এমন ভিডিও দিতে থাকুন আমাদের জানার ঘর কিছুটা হলেও ভরবে
আবর দেশে গিয়ে হিন্দুরা কিভাবে থাকছে, ওখানে না থেকে নিজের দেশে ব্যবসা করুক না,
আগেকার মানুষরা খারাপ ছিল তোমার মতে,তোমার দেশের হিন্দুরা মুসলমানদেরকে যুগে যুগে নির্যাতন করছে এখনো করছে,তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে হারে গেছে তেমনি ভারত থেকে হাজার হাজার মুসলমানরা পূর্ব পাকিস্থানে চলে এসেছিল, মুসলমানরাই বেশী এসেছে। সেই সেসময়কালে দু দেশের লোকজনরা জায়গাজমি বিক্রি করেছে, আবার অনেকে জমি বিনিময় করে চলে গেছে। বর্তমানে তোমরা আমার দেশও জনগণের শত্রুে পরিণত হয়েছ।বাংলাদেশের জনগণ সবই জানে তোমাদের দ্বারা আমার দেশের কি ক্ষতি হয়েছে সারা দুনিয়াময় জানে, গোপনে নানান চুক্তিনামা করে যা করেছে জনগণ খবর রাখে।বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে তোমাদের হিংসা চরম পর্যায়ে গেছে।আমার দেশের অনেক জমিন দখলে রেখে বড় বড় কথা বলে কেন কাজ হবে না।
বনি আমিন ভাইয়া, অপূর্ব সুন্দর লাগছে, এই ভাবে আমাদের মাঝে অনন্তকাল লালন করব ,আমাদের জন্য আপনা কে বচিয়ে রেখে অাপনি আছেন বলে পৃথিবীর বিভিন্ন কালচার ও সভ্যাতাকে জানা যায় । আপনাকে অশেষ ধন্যবাদ,
বন্ধু বনি আমিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। তোমার জন্যই আরেক বাংলাদেশ কে দেখার সুযোগ হলো। কতটা কস্ট হলে দেশ ছেড়ে কোন এক অজানা দ্বীপে আশ্রয় নেয়। খুব ভালো লাগলো কিন্তু কস্টও পেলাম।
দাদা ধন্যবাদ। আন্দামান এত ভাল করে আগে দেখা হয়নি। আর সুন্দর বর্ণনা।
খুব ভালো লেগেছে দাদাবাবু আপনার এই ভিডিওটা। শুধু আপনার কারণেই এতো সুন্দর এই ভূখণ্ডটি দেখতে পেলাম। দিদি ও আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।
ইতি,
স্নেহের রতন বৈদ্য
Boni Bhai ,apnakey dhannobad .APNI prokito bangali .bangali Hindu ,Muslim sakoler proti Saman bhalobasa apnar.erokom bangali to Amra chai.
বনিদা ভারতের ছত্রিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের মানাপল্লী, দণ্ডকারণ্য,পাখানজুর ও মালকানগিরিতে প্রচুর বাঙালি রিফুজি বংশপরম্পরায় বসবাস করেন, খুব সুন্দর জায়গা, ঘুরে আসতে পারেন,
দাদা, বাংলা ভাষা কে ভারতের অন্য সকল রাজ্যগুলোতে ছড়িয়ে দিন। আমি বাংলাদেশ থেকে বলছি।
Rudrapur,uk.pilibhit up te kom kore 100 +para a6c.
Rajasthan kota te o 10+para.
বাংলা ভারতের ভাষা, সেহেতু ভারতে বাংলা ভাষার বিস্তারের কোনো প্রয়োজন মনে করি না, আর বাংলাদেশিদের ধন্যবাদ আমাদের মতো বাঙালি হিন্দুদের রিফুজি বানিয়ে তারা বাংলা ভাষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে,
@@truebangladeshi401 thik bolechen..Assam thake bolchi Ami O Refugee Bangali
@@tapashchakraborty9983 তোমরা চালাক, মুসলমানের সাথে থাকতে চাওনা বলে আস্তে করে সীমানা পারি দিয়েছো i তোমাদের লজ্জাবোধ নাই I আর কিছুদিন পর যখন বাংলাদেশ সিঙ্গাপুর বনে যাবে তখন আবার আস্তে করে বাংলাদেশে চলে আসবে I তোমরা যা খুশি করো I আমরা তোমাদের নিয়ে থাকতে চাই I দুই কোটি হিন্দু ভাই রা বাংলাদেশে ভালোই আছে I এই ভিডিও তে বাংলাদেশী হিন্দুদের কমেন্ট দেখলাম বাংলাদেশের পক্ষে, তোমার মতো স্বার্থপর চালাক হিন্দুদের চেয়ে তারা ভালো আছে বাংলাদেশে I ওখানে গিয়ে কি পেয়েছো, আন্ডা I
আমি ভারতীয় হিসাবে গর্বিত ।
আমি একজন বাংলাদেশী আমি ভারতকে পছন্দ করি না কারণ ভারত বাংলাদেশের তিস্তা নদীর উপর বাঁধ দিয়ে রেখেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ক্ষতি করেছে ন্যায্য পানি দিচ্ছে না ৷ 12 তিস্তা নদীর উপর যে বাদ দিয়েছে তার নিজের ইচ্ছামত ব্যবহার করে এবং বিএসএফ বাংলাদেশের বিজিবিকে প্রায় আক্রমণ করে এটা খবর শোনা যায়৷
Ami MUSLIMS ☪️ hisabe gorbiro
@@mizanurrahmanfarazi9022 indian muslims are different country 1st
@@mizanurrahmanfarazi9022 ki amon mohan kaj korsos j eto gorbhito
@@ExistenceUniverse6607 we're generous people not like hindu zealots
আপনার চোখে আন্দামান দেখে আমি অভিভূত হয়ে হয়ে গেলাম। অনেক কিছু জানলাম। অসংখ্য ধন্যবাদ।
The video with your elaborate description is really excellent . We were in Tangail , the birthplace of my ancestors . I thank you heartily from West Bengal .
Venom 8@ ঠিক বলেছো ভাই, আমারো চোখে জল চলে আসে এই জাতীয় সংগীতের সুরে, যদিও ভারত আমার দেশ নোই, কিন্তু ওদের দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত ও উজ্জীবিত করে। একটি গোপন কথা বলি আজ প্রকাশে, "ভারতীয়দের দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতা দেখে সত্যি ঈর্ষা করি, আর ভাবি 'এমনটি কি কোনোদিন আমার জন্মভূমি কে দেখতে পাবো?" তবে বৃহত্তর জাতিগোষ্ঠী হিসেবে আমি নিজেকে ভারতীয় বংশোদ্ভূত মনে করে গর্বিত। (যারা সমাজবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস জানেন বা পড়েন শুধু তারাই আমার এই কথার মাহাত্ম বুঝবেন। প্লীজ অন্য কেউ বা কোনো মেধাহীন নাবালক আমার এই মন্তব্যের পিঠে কোনো কমেন্ট করবেন না। আমার বয়সে যদি আপনি বহু ছোটও হোন তবুও আপনার 'হাতে ধরি, পায়েও পড়ি', প্লীজ মেধাহীন কোনো কমেন্ট করবেন না। আর যার ভাষা অসুন্দর, আক্রমণাত্মক সর্বোপরি বাংলা বানান ভুল তাকে সাথে-সাথে ব্লক করে দেয়া হবে। ধন্যবাদ।
Boni Amin sir apni thik bolechen Indian ra khub patriotic hoy ...... though my parents migrated from Bangladesh in the year 1993 , when I was 2 years old.
বনি দা আমি ধন্য যে আপনি আমার কথায় এতটা আবেগি প্রত্যুত্তর দিয়েছেন। আমি অনেক বাংলাদেশের ভাইদের কমেন্ট দেখি যারা বলে ভারত তো হিন্দুদের দেশ বাংলাদেশ মুসলিম, আমাদের 'সংস্কৃতি' ভিন্ন, আমার তখন অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু ঠিক এই কারণে যে তাদের ইতিহাস ভূগোল বা 'সংস্কৃতি' বিষয়ে কোনো ধারনাই নেই, আমি চুপ হয়ে যাই। আজকে তারা আমাদের নাড়ির টান 'বাংলা ভাষা বা বাঙালির' সংস্কৃতির বিসর্জন দিয়েছে ভেবে কষ্ট হয়। তারা বোঝে না যে আমরা মাত্র 70 বছর আগে কাঁটাতারের শিকল পড়েছি, কিন্তু তার আগের 5000 বছরের যে সভ্যতা? মাঝে 70 বছরের একটা কাঁটাতার আমাদের সংস্কৃতি ও আলাদা করে দিল? ঠিক আপনার যেমন ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি একটা প্রচ্ছন্ন ভালোবাসা আছে আমারও আছে আমার দাদুর ভিটে মাটির প্রতি। দাদু ঠাকুমা বরিশালের ছিলেন। আমার বয়স 22 বছর। একমাত্র আমার বড় জেঠুই জানে ঠিক কোথায় আমাদের ভিটেমাটি ছিল। ওনার কাছ থেকে ঠিকানাটা লিখে রেখেছি। ভবিষ্যতে আমার সাতপুরুষের দেশ 'আমার বাংলাদেশে' বরিশালে যাব খুঁজতে।
সর্বশেষ একজনের নাম বলি, মাস্টারদা সূর্যসেন উনি কিন্তু চট্টগ্রামের বাঙালি বিপ্লবী ছিলেন, ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন। এরকম অজস্র নাম আছে তারা ভারতীয় না বাংলাদেশি? কিভাবে বিচার করবেন? শুধু একটা কাঁটাতারের দেওয়াল আছে বলে!
আশীর্বাদ করবেন বনি দা
হায় হায়, আমি আবার ভারতীয়দের অতিরিক্ত দেশপ্রেম এর নমুনা সোশ্যাল মিডিয়াতে দেখে মাঝেমধ্যে বিরক্ত হই।তবে কি জানেন, ভারতের মতো multi ethnic nation এর জন্য ভারতীয় জাতীয়তাবাদ অতটা ক্ষতিকর নয়। উগ্র জাতীয়তাবাদ খারাপ, কিন্তু জাতীয়তাবাদ মানুষকে tribal identity এর উপরে উঠতে সাহায্য করে। ভারতের মুলভূখণ্ডে জাতযতাবাদ সম্প্রীতি আনলেও উত্তর পূর্বে কিন্তু tribal ইডেন্টিটি এখনো বিদ্যমান। আজকে নর্থ ইস্ট এর প্রত্যেকটি tribe এর পরস্পরের প্রতি অহেতুক বিদ্বেষ এর জন্যও তারা এখনো পিছিয়ে আছে। তবে কি জানেন তো, এপারেও অনেকে আছে আমার মতো যাদের তিনকুলেও কেউ পূর্ববঙ্গের না থাকলেও আমার সোনার বাংলা গানটি শুনলে অজান্তেই চোখের কোনে জল চলে আসে। তখনই উপলব্ধি করি বাঙালী জাতীয়তাবোধ থেকেই তো আমার ভারতীয়ত্ববোধের সৃষ্টি। আমার কোনো tribal বা religious indentity নেই, আমার জাতীয়তাবোধের base তাই আমার বাঙালি identity, তাই আমি একজন বাঙালি ভারতীয়।
আসেন কেন এই দেশে?
রয়ে যান ভারতে রিফুজি হিসেবে।
আমি ভারত থেকে বলছি
ভারতীয় এবং বাংলাদেশী মানুষের মধ্য কুনো পার্থক্য নেই। আমাদের Culture এক খাওয়া থেকে শুরু করে কাপড় ভাষা অনেক কিছুর মিল আছে। আমি বাংলাদেশ কে ভালোভাসী আর আমি জানি অনেক বাংলাদেশি ভাইরা আমাদেরকে ও ভালোভাসেন
অনেক তথ্যসমৃদ্ধ ভিডিও।আন্দামান ও হ্যাভলক দ্বীপ সর্ম্পকে অনেককিছু জানতে পারলাম.....
Thanks for all comments| very nice andaman....
Sir, আপনার ভিডিও দেখে চোখের জল এসে যায়,ধন্যবাদ আপনাকে এ ধরনের ভিডিও করার জন্য
অসাধারণ প্রতিবেদন। ড্রোন ভিডিওগ্রাফিও দৃষ্টিনন্দন হয়েছে বনি ভাই।
আন্দামান এর পরিবেশনা টি খুবই ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
Thank U , Bonny. Khub sundor apnar vedeo . Khub sundor apnar uposthhapona . Apnar jonyo jante parlam , ar ek hindu bosotir katha .
Ar ha , apnar nijer kathao valo laglo .Eta satyi , hindur Brshmonyo dhormer utpate kichu dolito hindu musalman hoye geche .Apni naki tader ekjon .We appolise for this . Tabe etao satyi , kichu hindu musalmander dwara atyacharito hoyeo musalman hoyeche . J jaai hok , ajker prithibite sabai milemishe thakuk , etai prarthona . Don't worry .Ami anekdin thekei apnar vedeo guli like kori ebong Apnakeo .
Andaman is the holy land of Bengali revels.....Thanks a lot sir for your factual and informative discussion...May god bless you , sir....
Fu__ck your history andaman nicobar belongs to tamil nadu king raja chola ruled the island 1000yeats above used as military base to invate indonesia 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️ read history fake news
বনি আমিন দেখালেন নতুন বাংলাদেশ, সুন্দর ও অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, এভাবে পাখির চোখে ঘুরে ঘুরে এক মাত্র বনি আমিনই দেখায, ভাইয়া সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ
সবসময় শুনেছি ও পড়েছি কিন্তু আজ দেখে এত ভালো লাগল কি বলব
ধন্যবাদ আপনাকে মি আমিন
পৃথিবীটা পন্চ পদার্থ দিয়ে তৈরী , তাই সবকিছুর মধ্যে পন্চের বৈশিষ্ট আছে, তাই পন্চগূণের একটা গূন সবাইকে ভালবাসা ভাবা তাহলে মানুষের মন জয় করা যায় , আর পাঁচটা গুন থাকলে ঈশ্বর সনতুষ্ট হন এবং বিশ্ব জয় করা যায় ।বনি আমিন তাই করছেন , এটাই উতকৃষ্ট মানবিকতা , আপনাকে অনেক ধন্যবাদ , চালিয়ে যান ভাই ।
I am in Bangladesh, but I see many parts of the world because of your excellent vidio.Your commentary is really neutral about Hindu-Muslim riot.
অসাধারণ । খুব সুন্দর এডিটিং । অশেষ ধন্যবাদ এই তথ্যসমৃদ্ধ ভিডিওটি উপহার দেওয়ার জন্য । জয় হিন্দ
Another home land of Hindu Bengalees. From Kolkata, India.
Good & Rare video Boni, way to go mate! Thanks from Vancouver, Canada
Thanks Boni Amin for giving me the opportunity to see another of your masterpiece video. Wonderful pictures, narration and coupled with your brillinatly presentation. However, one aspect of the story you skilfully bypassed is not mentioning the reason and source of the exodus of Hindu families from erstwhile East Pakistan and present Bangladesh. As always you should have been bold enough to state that most of the refugees never came on their own but were evicted by Wazirs who usurped their properties, brought shame to the womenfolk and threatened or tortured them.
Fu__ck your history andaman nicobar belongs to tamil nadu king raja chola ruled the island 1000yeats above used as military base to invate indonesia 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
most of them left out of fear. like Bengali muslims fled Indian part of Bengal
@@AsifSaifuddinAuvipybengal partition was one sided partition. Bengali Muslims rarely migrated from West Bengal to Bangladesh as there were no riots.
Moreover in United bengal Muslims didn't had much to lose. East bengal hindus were rich and owned 90% of property. Hence they were targeted
@@samratvchakraborty5157 u have no idea what you are talking about. Hindu mafia zamindar persecuted muslims n low caste native people. Millions of muslims from Nadia Kolkata bangaon dinajpur murshidabad malda jalpaiguri and assam migrated to Bangladesh. But those muslim majority districts didnt lost its majority due to high birth rate. The ass lickers of british the hindu jamindars and their supporters mostly left on fear of reprisals of 200 years. Before british muslims were rich, but hindu mafia jamindars captured asets from poor peoples. So when those mafias left, the properties were returned to the original inhabitants and rightful oweners. Moreover if there Were a census in 1947 you wont get anything in North bengal and estern bihars purnia division, Murshidabad, part of nadia, bongaon. And enyire 7 sisterd would be part of Bangladesh, including arakan. Most hinduz didnt left for riots, they feared it. You didnt study the history of hinduz attacking muslims in jalpaiguri n bihar and kolkata. But in the districts like malda Murshidabad dinajpur nadia muslims were already majority thar time so the hindu goons didnt show the courage for attacking muslins
বগুড়ার কাহালু থেকে দেখছি।আমাদের মতনই কথা বলার ধরন,অনেক ভালো লাগলো।
Thanks a lot Mr. Boni Amin.
Thanks
Great production Brother and good effort..keep going...
আমি india নগোরিক
তোমার video তে আমাদের
জাতিও গীত দিএছেন আমি ভারতীয় হয়ে খুবই ভালো লাগে
Gaanti'r sur o chhndo satyi mohito koreh.
Good
Aponar mobile 📱 number ti pauwa jabe?
খুব সুন্দর লাগলো।Thank you BONY AMIN.
ভালোবাসার আর এক নাম বনি আমিন
আপনার প্রতিটি ভিডিও খুবই ভাল লাগে আমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, সৃষ্টকর্তা আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুক এই কামনা করি বনি দা, আমি বাংলাদেশ থেকে, আপনার প্রতিটি ভিডিও দেখি।
I am very proud because I am hindu.
ও দারুন উপভোগ করলাম, দারুন আপনার বাচনভঙ্গি মুগ্ধ হয়ে গেলাম।
আন্দামানে বোরখা-হিজাব নেই I অথচ একটা মেয়ে নিরাপদে সব স্থানে যেতে পারে I তাদের দিকে কেউ ফিরেও তাকায় না I আন্দামানের চরিত্রবান হিন্দুদের জন্য বাঙালি হিসাবে আমি গর্বিত I
To bo baketue
Up bmkesox
tr bal gala kat dunga salo ko
খুব ভাল লাগলো ভাই আপনার কথা শুনে
Aseem ভাই কি বোরখা নিয়ে টেনশানে আছেন নাকি ? সারা ভারতের হিন্দুদের অবস্থা আমরা জানি । বর্তমান বিশ্বে ভারত ধর্ষনের দিক দিয়ে ১ নাম্বারে আছে , আর যারা ধর্ষক তাদের ৯৮% হিন্দু ভারতীয় ।
প্রিয় বনি আমিন ভাই,আপনাকে অনেক ধন্নবাদ,,এতো সুন্দর একটি video বানানোর জন্য,,,একটা কথা বলি plz উত্তর দিবেন,আপনে আন্দামান গিয়েছেন,কতো টাকা লেগেছে এবং অইখানে যে টাকা বেবহার করেছেন কোন দেশের টাকা,,, ভারতের নাকি বাংলাদেশের টাকা,,plz ভাই বলেন
আমার চেয়ে আপনার ট্রাভেল এজেন্ট আপনাকে আরো সঠিক উত্তর দিতে পারবে এই বিষয়ে। ধন্যবাদ
সারে জাহাসে আচ্চা হিন্দুস্থান হামরা এটা একজন মুসলমান কবির লেখা Muhammad Iqbal । বনি ভাই আপনি মানবিকতার জাগিয়ে তুলছেন সোশ্যাল দুনিয়ায়ে ধন্যবাদ বনি ভাই ।।।।।
Poet Iqbal went to Pakistan but an abridged version of his song is sung and played frequently as a patriotic song in India and as a marching song of the Indian Armed Forces. Indians like this song.
পুরো কবিতাটা পড়বেন, কওমি তারানা নাম। আল্লামা ইকবাল সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক দেশের প্রয়োজনের কথা তোলেন, জিন্নাহর মাথা খাওয়ার পেছনে ইকবালের হাত সবথেকে বেশি, পাকিস্তানে এইজন্য কবি ইকবালকে রাষ্ট্রগুরু মনে করা হয়। কওমি তারানা কবিতায় অবিভক্ত ভারতের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে শুরুর দিকে, নিচের দিকে বলা হয়েছে চীন, এশিয়া, আফ্রিকা ইউরোপও মুসলমানদের অধিকার। বিশ্বকবি রবীন্দ্রনাথের নোবেল বিজয়ে সবথেকে বেশি ঝাঁট এই লোকটার জলেছিল, নোবেল কমিটিকে চিঠি লিখে জানিয়েছিল যে রবি ঠাকুরের থেকেও ওর নোবেল পাওয়ার যোগ্যতা অনেক বেশি।
@@aurkobhaumik805 Thik satya kothati likhechhen. Er theke proman hoy je anek ' aapatoh drishti-te bhalo ebong deshapremik' Musalman aamder chaaridike aachhen, kintu moner gobireh tnaara prochondo Hindu-bidwesh, ghrina poshan koren, aar Muslim Swartho-gondhi aar biswas-ghaatok hoteh paareh. Sei jonyo bortoman Bharater bhabishyot niye udbeger kaaron aachhe. Bolishtho kendrio sarkar thaka ekanto prayojon, aar sadharon naagorik-der sotorko thakte hobeh sei dushto swarthanweshi chamchika-buddhijibider uskani theke.
আপনি অর্ধেক ইতিহাস জানেন পুরোটা না জেনে কিছু বলবেন না। বাঙালীর স্বভাব হয়ে দাঁড়িয়েছে সত্য থেকে দূরে সরে যাবার।
ধন্যবাদ বনি ভাই আপনার জন্য আন্দামান দেখতে পারলাম নিজের দেশকেই অনুভব করলাম
বাংলাদেশ এ কক্সবাজার , সেন্ট মার্টিন , কুয়াকাটা , রাঙ্গামাটি সহ আরো অনেক জায়গা ছিল যা পর্যটকের বিনোদনের কেন্দ্র হতে পারত । কিন্তু দুর্ভাগ্য আমাদের , সব সরকারই ক্ষমতায় এসে উঠে পরে লাগে কে কত বেশি সম্পদ বিদেশে পাচার করে , তাদের ছেলে মেয়ে নাতী পুতী পর্যন্ত যেন আজীবন বসে খেয়ে যেতে পারে ।আল্লাহ্ যুদি খাদ্যদ্রব্যে পোকা ধরতে না দিত , তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা দেশ থেকে চাল , গম , সব্জিও বিদেশে পাচার করে মজুদ করে রাখত তাদের বংশধরদের জন্য ।
বাংলাদেশ থেকে বলছি, আন্দামানবাসী ভুলে যাবেন না ১৯৭১, আর ঠাই দিবেন না জিহাদীদের,মুসলিম দের জন্যই প্রিয় মাতৃভূমি ছারতে হয়েছিল,আর যেন ঠাই না হয় জিহাদীদের,ভগবান আপনাদের সুখে রাখুন,🇧🇩🇧🇩🙏🙏❤️❤️🚩🚩
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর থেকে দেখছি,ধন্যবাদ ।
দাদা, বাংলা ভাষা কে ভারতের অন্য সকল রাজ্যগুলোতে ছড়িয়ে দিন। আমি বাংলাদেশ থেকে বলছি।
@@NazmulHuda-fq2wi আমাদের এখানে (ভারত) 5-6 rajje বাংলা second language আর 2 to rajje প্রথম. Dhonnobad
🇮🇳❤️🇧🇩
আমিও midnapore থেকে
@@Arpan1412 ধন্যবাদ দাদা। ভারতের যেই ৫,৬টি রাজ্যে বাংলা ভাষা ২য় বলে উল্লেখ করেছেন, সেই রাজ্যগুলোর নাম জানতে খুব ইচ্ছে করছে। প্লিজ রাজ্যগুলোর নাম বলুন।আমি বাংলাদেশী হলেও ভারতবাসীর প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা।
@@NazmulHuda-fq2wi west Bengal আর ত্রিপুরা তে বাংলা first language. আসাম, ঝাড়খণ্ড আর Andaman nicober এর নীল iland এ বাংলা second language. odisha তে বাঙালি প্রায় সবাই জানে. Dhonno baad আপনাকে দাদা
🇮🇳❤️🇧🇩
আপনার পরিবেশনা বার বার দেখলেও ভালো লাগে! ধন্যবাদ!!
স্যার চট্রগ্রাম থেকে অনেক ভালবাসা।
বনিভাই, আমরা যারা যেতে পারিনা বিভিন্ন কারণে, কিন্তু যেতে পারিনা, তাদেরকে আপনি অনেক উপকার করছেন।
ধন্যবাদ আপনাকে
Boni sir i really love u..!! Also too proud as a chittagonian..
I have vacation in August,should I go to Andaman in August?or there would be risky for rainy season.
আমিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ । এই এপিসোড টা দেখানোর জন্য ।কারন এই এপিসোড এর সাথে আমার বাবা মার ও বাংলাদেশ ছেড়ে আসার কাহিনীর অনেক মিল আছে । তবে আমরা আন্দামানে নয় আসামে আছি ।।
Lecture no more but site view is necessary, thanks. Boney brother
হৃদয় ছুয়ে গেল আপনার উপস্থাপনা।অসাধারন।
video ti khub informative- havelock e amio giyechilam 2014-15 shaal e, amio dekhe chomke gechilam je 95 % lok banglabhashi...pore shunlam Dr. BC Roy er amole -orthat 71 er age jara refugee hisebe esechilo tader ekhane jomi 'o punorbason dewa hoyechilo. Oder okhane muloto hotel o gari business. oi sundor poribeshe , rojgar o besh hocce..... Nomoskar bondhu, bhalo laglo .
Shafy 360@আমাকে সমালোচনার ভাষায় ছুরিকাঘাত করুন, রক্তাক্ত করুন উপর্যপুরি আপত্তি নেই, ব্যাক্তিগত আক্রমন কিন্তু বরদাস্ত করবো না। 'জালিম-অশিক্ষিত-কাফের-মুসলিম'রুপী একশ্রেণীর 'বাংলাদেশী-মুসলমান'দেরকে খুশি বা তুষ্ট করার জন্যে নিজেকে 'অমানুষ' বলে স্বঘোষিত উপাধি দেয়ার পরে-ও দেখি আমার নিস্তার নেই। তবুও আক্রমণ? তবুও গালাগালি? কোথায় যাবো আমার স্বজাতি-স্বদেশী এই 'বাংলাদেশী-মুসলমানদের' যন্ত্রনায়। যার ফলে সিদ্ধান্ত নিয়েছি, যেকোনো 'বাংলাদেশি-মুসলমান' সমালোচনা বা সুন্দর তর্ক সৃষ্টি না করে যে কেউ আমাকে 'ব্যাক্তিগতভাবে' আক্রমণ করবেন, তাকে সাথে সাথেই 'ঘ্যাচাং' অর্থাৎ ব্লক। বন্ধু Shafy 420 মুসলিম তোমাকে এক্ষুনি 'বলক কইরা দিলাম'। জালিম-কাফের-বাংলাদেশী-মুসলমান, দুরহ, দূর হো। তোরা আমার চ্যানেলের ভিডিও না দেখলেই আমি খুশি। দূর হো জালিম-বাংলাদেশী-মুসলিম।
বনি দাদা,
আপনার ভিডিওগুলি খুব সুন্দর হয় I কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে বলে দুঃখিত I
যদি কিছু মনে না করেন , সবাইকে ঢালাওভাবে কাফের বলা উচিত নয় ভাই I কোনো মানুষ যতই পাপ করুক, আল্লাহর সাথে কোনো শরিক না করলে তাকে কোনোদিন কাফের বলা যাবে না I আল্লাহ তে বিশ্বাসী কেউ কাফের নয় , সে পাপী হতে পারে I ইহুদি ধর্মাবলম্বীরাও কাফের নয় যদি সে "১০ আদেশ" মেনে চলে I আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন I
ভালো থাকুন I
Thanks for video. I like your all videos.
এই গান টা যিনি লিখেছেন উনিও কিন্তু মুসলিম ওনার নাম ইকবাল আমার বাবাও বাংলা দেসি আমাদের বারি ছিল খুলনায় ।মানুসের মধ্যেই ভালো খারাপ দুই ই থাকে আমার বাবারা 72 তে ভারতে আসে আমার বাবার তখন 14 বছর বয়স আমার ঠাকুমা একজন বিধবা মহিলা 6 সন্তান কে নিয়ে একা একা ভারতে আসে আমাদের পাসের বারির মুসলিমরা তাদের নিরাপদে পালাতে আর লুকাতে সাহায্য খরে তারা ই আমাদের কিছু টাকা দিয়েও সাহাজ্য করে বিনিময়ে আমার ঠাকুমা তাদের কে আমাদের বারি ঘর জমি পুকুর সব দান করে
Dan kore ni ...
Muslim ra toder pechon mera nieache ...
Gandu
path @ bhai , r e bhai tomader property gulo khabe bolei tomader help korar nale bitaron korechhe..................
Dear Boni, thanks for this nice presentation. Liked and subscribed. Ever yours, "Nirmalya on wheels".
Nirmalya on wheels tomar channel ektu dekhlam ami, darun lagche, tumi egie jao bandhu.
পৃথিবীর সকল মানুষ যদি আপনার মতো চিন্তা করতো পৃথিবীটা কত না সুন্দর হতো ?
Thanks.
ভাই বনি আমিন --
ভালো থাকবেন এই কামনা --
আন্দামান দেখলাম --
Thank u Mr Amin....fr ur neutral , secular n unbiased opinion.... guys like u didn’t fell into the prey of political Islam.... thanks fr being human once again..,.
there is no political Islam. instead there is political hinduism which is the form Hindutva of facist BJP RSS terrorists.
খুবই ভালো লাগলো দেখি আপনার প্রোগ্রামটা
অসাধারণ, আমি বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো---
"তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার ব্যালা"
যতই ভাগ করো,আরবের পাল্লায় পড়ে, আমরা সবাই বাঙালি, আবার আমরা সবাই ভারতীয়, আস্তে আস্তে সবাই এটা বুঝতে পারবে।
একদম সত্যি কথা আরব ও ঊরদু র পাললায় পড়ে ওরা বাংলা ভাষাকে বিকৃত করে ফেলেছে।
If u r intelligent then think once
Bhutan + Maldives + Nepal + Srilanka + Pakistan +India +Bangladesh =?. A golden land there u can live with pride and love. This proposition is for the new lovely generation. At least take this issue once in a week into your casual discussion. Think why Western countries don’t go for war with each other?
Thank u all.
আরবরা ভারত ভাগ করতে আসেনি, করেনিও।
Sohomot kintu buro khokara shudu arobi na mero gujju ra o asr
Kintu varoter modi bangalider sathe ja suru korse ate r varotio vabteo voy lage
বনি আমিন ভাই, ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো, আরণ্যক আমি বাঙলা ভাষী ভারতীয়, আগরতলায় থাকি, নোয়াখালী রায়টের আগে দেশের বাড়ি ছিল লালমাই, কুমিল্লা থেকে নয় মাইল পশ্চিমে । আপনার ভিডিও আমি প্রায়ই দেখি, খুব পছন্দ করি আপনাকে ।অসংখ্য ধন্যবাদ ।
Onek Dhonnobad...Bangali hisebe ektai prathrona je era jeno eder bhasha, sonskriti jug jug dhore, dhore rakhte pare....Joy Bangla Joy Brihottoro Bangla
so nice,অনেক কিছু জানতে পারলাম,from Bermuda, the atlantic
মিঃ বনি, যারা দেশ ভাগের সময় এসেছে তাদের বাংলাদেশী বলছেন কেন? বাংলাদেশ তো হল ১৯৭১ এ৷
ওনার শিরোনামটা একেবারেই ভুল। বাংলাদেশের জন্মের আগেই উনি মানুষগুলোকে বাংলাদেশি ট্যাগ দিচ্ছেন।
Thank you Mr.@@nazmulhuda3998
Ki Bolbo Rendian Na Hijra Bandi
Kibolbo Rendian Na Hijra Bandian
@@AbulKalam-pv3lu ..Rape er jonmo...
Khub vlo laglo sir, again a wonderful video..Amar bapir childhood keteche ei Andaman islands a,he had done his schooling from diglipur, north Andaman.
ধন্যবাদ বনি আমিন সাহেব। আপনি বাঙ্গালিদের আবেগটাকে একবারে দুমড়ে মুচড়ে বের করে আনলেন
You are true. We resently visited Andaman & Havelock Islands. People are so simple & happy those alluring me to visit Andaman again.
মনে খুব খারাপ লাগে এমন কাহিনি শুনলে নিজের দেশ থেকে ভয়ে পালিয়ে আসে
Isalm matharchod er jonno sob problem hoi
আমি দুইবার গিয়েছি। সত্যি ই অসাধারণ অভিজ্ঞতা!
বাঙ্গালীরা বাংলাদেশী নয়। 💯💯💯
বাংলাদেশীরা বাংলাদেশী। 💯💯💯
জেনে রাখুন।
হ্যাঁরে চুতমারানি... তোরা বাঙ্গালি নোস, কারণ বাংলাভাষাটা তোরা উচ্চারণ পর্যন্ত করতে পারিসনা গাণ্ডু! তোরা আরবি কালচার আর ভাষাকে আপন করে নে বরং!
খুব ভাল লাগলো তথ্যচিত্রটি। ধন্যবাদ ভাইয়া।
I Love my India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
I from KOLKATA, I really like you @ you great person @
মানুষ সৃষ্টির সেরাজীব সেটা আপনিই প্রমান করলেন দাদাশ্রী
ভিডিওটা দারুন হয়েছে।
জাত ভেদ না করে সবাই মিলে বাস করলেই আনন্দে থাকা যায়।
ঠিক,,, তোমার মত সবাই যদি বুঝত তবে পৃথিবী টা সরগ হয়ে যেত ইমরুল হুসেন
তাহলে তো আজ হিন্দুদের জন্মভূমি ত্যাগ করতে হতো না।
Seta Muslim ra konodin parbey na Karon dhormo Tai fake
জাতভেদ, ধর্মভেদ এগুলিই মানুষে মানুষে মিলনের বাধা I
কোরান মানুষকে ভুল পথে চালিত করে এবং হিংসা ছড়ায়, মানুষকে মানুষ হতে বাধা দেয়, জানি আমার বিরুদ্বে অনেক লোক থাকবে, গালিও দবে, কিন্তুু আমি রেফারেন্স সহ প্রমান করে দেবো।
দূর দ্বীপবাসে হলে স্বশব্দ উচ্চারণ
কে খোঁজে ধর্ম আর, বারবার
শ্রুতিতে জাগে নিজ ধ্বণিরই অনুরণন
সেই কবে কোন্ কালে কার পুড়েছিল গ্রাম
থেকে-থেকে কে বা কারা
আনে টেনে সে দ্বেষ হিংসা সর্বনাম ...। - কাহাসি।
বনি, আপনাকে ধন্যবাদ। কাজটা ভালো করেছেন। ঢাকা, বাংলাদেশ।
দূর দ্বীপবাসে হলে স্বশব্দ উচ্চারণ
কে খোঁজে ধর্ম আর, বারবার
শ্রুতিতে জাগে নিজ ধ্বণিরই বন্ধন
সেই কবে কোন্ কালে কার পুড়েছিল গ্রাম
থেকে-থেকে কে বা কারা
আনে টেনে সে দ্বেষ হিংসা সর্বনাম ...। - কাহাসি।
বনি, আপনাকে ধন্যবাদ। কাজটা ভালো করেছেন। ঢাকা, বাংলাদেশ।
বনিভাই আমি আপনার ভক্ত, আপনার সোজাসাপটা বক্তব্যর জন্য,নিরপেক্ষ ভাবে ,ধর্মের উপর মনুষ্যত্বকে স্থান দেওয়ায়।ভারত ভেঙে তিন টুকরো হয়ে এই সময়ে,বতর্মান তিন দেশের অবস্থার চেয়ে, আবার তিন মিলে ধর্মের উর্ধে উঠতে পারলে মনে হয় সবার ভালো হত।জগতে মাথাউঁচু করে দাঁড়াতে পারতাম। আপনি ভালো মনে করলে,আপনার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করুন। কোন নেতাই নিজের সার্থ নষ্ট করে,এ কাজ করবেনা
ভাই Seychelles এর একটা ভিডিও বানান আমাদের দেখার জন্য seychelles কে আমরা দেকতে চাই আপনার মাদ্দমে আমরা অনেক দেশ দেকতে পেলাম আপনার মাদ্দমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জনাব বনি আমিন, আপনাকে অসংখ ধন্যবাদ যে আপনি আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জের উপর একটি সচিত্র প্রতিবেদন তৈরি করেছেন! আমি ও আমার স্ত্রী ২০১৮ সনের আগস্টে থাইল্যান্ডের ফুকেট থেকে আন্দামান সাগরে ওদের দ্বীপে জাহাজে গিয়েছিলাম ! সুন্দর পরিবেশ, তবে যাত্রায় অসমভাবে tourist হ্যান্ডেল করে! বাংলাদেশ থেকে ওই রকম নৌযাত্রার কথা জানিনা! Mediterranean সাগরে জাহাজে ত্রিপোলি থেকে মাল্টায় গিয়েছি, ১০ বার! আপনার ভ্রমণ কাহিনীর সচিত্র বিবরণ দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন!
Onek kisu janar ache, onek kisu janlam. Thanks B.Amin Bhai.
সার আপনি অমাণুষ কোন আপনি অসাধারণ একজন ব্যতিক্রম মানুষ 😍তো আপনি অনেক বড় মাপের মাণুষ 😍😍😍
অনেক কিছু জানতে পেরে খুব ভালো লাগলো। গ্রীক থেকে দেখছি..
অনেক ধন্যবাদ ভাইয়া