দুনিয়ায় কত ধরনের বাঁশ আছে না দেখলে বিশ্বাস হবে না।লামা বান্দরবান।how many types of bamboo

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 36

  • @abdusshakur8454
    @abdusshakur8454 Год назад +3

    কোন বাঁশ কি কাজে লাগে এবং কি কি গুনাগুণ তা যদি জানান খুব ভালো হয়।

  • @joynalshah8005
    @joynalshah8005 Год назад +3

    "কোনাক কঞ্চি" হবে সম্ভবত বাঁশটার নাম।

  • @ZiaulIslam-w1d
    @ZiaulIslam-w1d Год назад +3

    কাঠা না কাঁটা?

  • @HossainHossain-l8i
    @HossainHossain-l8i Месяц назад

    ভাই এটা কোন জায়গা

  • @mmbmasud
    @mmbmasud  5 лет назад +3

    বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামে ৩৩ প্রজাতির বাঁশের সংগ্রহশালা
    এম এম মাসুদ, লামা, বান্দরবান থেকে ফিরে: ঝোপঝাড়ে থাকলেও বাঁশের আছে অনেক গুণ। নিত্যপ্রয়োজনীয় বিভিম্ন পণ্য উৎপাদনে ব্যবহূত হয় বাঁশ। আবার এটির ফলনও করা যায় যত্রতত্র। গবেষকরা বলছেন, দেশের দ্রুত বর্ধনশীল উদ্ভিদের অন্যতম হচ্ছে বাঁশ। প্রতি ২৪ ঘণ্টায় এক থেকে দেড় ফুট বাড়ে বাঁশ। প্রয়োজনীয় এ উদ্ভিদ নিয়ে তাই গবেষণা হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই)। তারা গবেষণা করে ৩৩ প্রজাতির বাঁশের সন্ধান পেয়েছেন। প্রসঙ্গত, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জ্ঞ্নোবাল ব্যাম্বো রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতি বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম।
    বিএফআরআইয়ের সিলভি কালচার (বন সংরক্ষণবিদ্যা) জেনেটিকস বিভাগের অধীনে পাঁচ একর জায়গায় বাঁশ উদ্যান বা 'ব্যাম্বো সেটাম' গড়ে তোলা হয় ১৯৭৩ সালে। মূলত গবেষণা, বীজ উৎপাদন, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীদের জন্যই এই উদ্যান গড়ে তোলা হয়। চট্টগ্রামের এই বাঁশ উদ্যানের প্রধান কাজ বিলুপ্তির হাত থেকে দেশি বাঁশ প্রজাতিগুলোকে রক্ষা করা, এগুলোর বৈচিত্র্য সংরক্ষণ করা। প্রতি বছর প্রায় ১০ হাজার বীজ সরবরাহ করা হয় এ সংগ্রহশালা থেকে।
    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জ্ঞ্নোবাল ব্যাম্বো রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতি বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম। চীনে আছে ৫০০ প্রজাতির বাঁশ। দ্বিতীয় অবস্থানে ব্রাজিলে আছে ২৩২ প্রজাতি। বাংলাদেশে ৩৩ প্রজাতির বাঁশ আছে। এখানে আছে দুই ধরনের বাঁশ। গ্রামীণ বাঁশ এবং পাহাড়ি বাঁশ। ৩৩ প্রজাতির মধ্যে ২৬ প্রজাতির গ্রামীণ এবং ৭ প্রজাতির পাহাড়ি বাঁশ। বাঁশের প্রজাতিগুলো হলো- বরাক, কাঁটা, বিষকাঁটা, মিরতিঙ্গা, বেথুয়া, কনক কাইচ, তেঁতুয়া, চৈই, মাকলা বা মিতিঙ্গা, ফারুয়া, করজবা, মিরতিঙ্গা, বাইজ্জ্যা, স্বর্ণ, ঘটি, হেজ, ব্রান্ডিসি, ভুদুম, পেঁচা, ওরা, মেমব্রা, লাঠি, কালি, টেন্ডু, কালা, লতা, মুলি, ডলু, থাই, রেঙ্গুন, তল্লা প্রজাতি, ওয়াপ্পি এবং চায়না প্রজাতি।
    সিলভি কালচার জেনেটিকস বিভাগের প্রধান ড. মো. মাহবুবুর রহমান বলেন, প্রজাতি সংরক্ষণের পাশাপাশি বাঁশঝাড় ব্যবস্থাপনা, চারা উৎপাদন, বীজ সংরক্ষণ ও প্রশিক্ষণকেন্দ্র হিসেবেও কাজ করছে এ বাঁশ উদ্যান। এখানে বাঁশের জিন বৈচিত্র্য সংরক্ষণ করা হয়। কারণ বাঁশের চারা সহজে পাওয়া যায় না। তাই কঞ্চি কলম এবং টিস্যু কালচারের মাধ্যমে বাঁশের চারা উৎপাদন করা হয়। এখান থেকে কীভাবে বাঁশের বাগান এবং চারা উৎপাদন করা যায় সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। তা ছাড়া বাঁশ চাষ অনেক লাভজনক। সর্বোপরি পরিবেশের ভারসাম্য, পাহাড় ধস এবং নদীভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'
    সরেজমিন গিয়ে দেখা যায়, বাঁশ সংগ্রহশালার খাড়া পথ বেয়ে ওপরে ওঠার সময় হাতের বাঁ পাশে লাগানো হয়েছে শোভাবর্ধনকারী হেজ বা বেড়া বাঁশ। আরেকটু সামনে গেলে দেখা যাবে ১০ থেকে ১২ ফুটের ঘটি বাঁশ। তার পাশেই দেখা যাবে ছোট আকৃতির চায়না বাঁশ। প্রতিটি বাঁশঝাড়ের সামনে রাখা হয়েছে নামফলক। সংগ্রহশালার ভেতরে গেলেই দেখা যাবে কাঁটা বাঁশ, ওরা বাঁশ, ছোট ছোট আকৃতির মিতিঙ্গা বাঁশ ও মিথিয়া বাঁশ। পাঁচ একরের এ বাগানের কোনো কোনো বাঁশ মোটা, আবার কোনোটা গিরাযুক্ত, কোনোটি লতানো, কোনোটির রঙ সোনালি, কোনোটি আবার ছাতার মতো ঘন আচ্ছাদন তৈরি করে ছায়া দিচ্ছে মাথার ওপর। বাঁশের বনের পাতার শন শন শব্দ। সঙ্গে আছে বিভিম্ন পাখির কিচিরমিচির। বাইজ্যা বাঁশের বড় বড় আকার চোখ জুড়াবে দর্শনার্থীদের।

  • @itbylord
    @itbylord 2 года назад +2

    বাশের চারা বিক্রি করা হবে?

  • @Kashfiya000
    @Kashfiya000 3 месяца назад

    শিপ বাঁশের চারা দরকার

  • @nindhaloyhomoeohall4676
    @nindhaloyhomoeohall4676 2 года назад +1

    এইটা কোন জায়গায় অবস্থিত

  • @lumen5699
    @lumen5699 7 месяцев назад

    Rengun bass koi

  • @mmbmasud
    @mmbmasud  5 лет назад +1

    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জ্ঞ্নোবাল ব্যাম্বো রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতি বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম। চীনে আছে ৫০০ প্রজাতির বাঁশ। দ্বিতীয় অবস্থানে ব্রাজিলে আছে ২৩২ প্রজাতি। বাংলাদেশে ৩৩ প্রজাতির বাঁশ আছে। এখানে আছে দুই ধরনের বাঁশ। গ্রামীণ বাঁশ এবং পাহাড়ি বাঁশ। ৩৩ প্রজাতির মধ্যে ২৬ প্রজাতির গ্রামীণ এবং ৭ প্রজাতির পাহাড়ি বাঁশ। বাঁশের প্রজাতিগুলো হলো- বরাক, কাঁটা, বিষকাঁটা, মিরতিঙ্গা, বেথুয়া, কনক কাইচ, তেঁতুয়া, চৈই, মাকলা বা মিতিঙ্গা, ফারুয়া, করজবা, মিরতিঙ্গা, বাইজ্জ্যা, স্বর্ণ, ঘটি, হেজ, ব্রান্ডিসি, ভুদুম, পেঁচা, ওরা, মেমব্রা, লাঠি, কালি, টেন্ডু, কালা, লতা, মুলি, ডলু, থাই, রেঙ্গুন, তল্লা প্রজাতি, ওয়াপ্পি এবং চায়না প্রজাতি।

  • @mohammadsaifulislam7569
    @mohammadsaifulislam7569 4 года назад +1

    ভাই এই জাইগা টা কোথায় জানাবেন

    • @mmbmasud
      @mmbmasud  4 года назад +1

      বান্দরবান লামা

    • @mmbmasud
      @mmbmasud  4 года назад +1

      বান্দরবান জেলার লামা উপজেলা।

  • @mohammadabdulalim8054
    @mohammadabdulalim8054 Год назад +1

    এত হাত কাঁপছে কেন?

  • @zahidhassan8322
    @zahidhassan8322 3 года назад

    বাংলাদেশের সবচেয়ে মোটা বাঁশ কোনটি এবং এর চারা কোথায় পাওয়া যায়, বিস্তারিত জানালে উপকৃত হব

    • @mmbmasud
      @mmbmasud  3 года назад

      এগুলো বান্দরবান জেলার কোময়ান্টম মেথড এর একটা স্কুল আছে, সেখানে পাওয়া যায়.

    • @zahidhassan8322
      @zahidhassan8322 3 года назад

      @@mmbmasud বাঁশের নাম

    • @topcommenter9235
      @topcommenter9235 Год назад

      বরাক বাঁশ

  • @alimma310
    @alimma310 4 года назад +1

    ভুদুম বাঁশের চারা পাওয়া উপায় কি?

    • @mmbmasud
      @mmbmasud  4 года назад +3

      বান্দরবান জেলার লামায় কোয়ান্টম-এ যোগাযোগ করতে পারেন। ওয়েব সাইটে খুজলেই যোগাযোগের ঠিকানা ও নাম্বার পেতে পারেন। এছাড়া এখানে বন বিভাগের কাছেও থাকতে পারে। ধন্যবাদ। শেয়ার করে অন্য কেউও জানান।

  • @mohammedshahin2057
    @mohammedshahin2057 2 года назад +1

    নামবার টা দিবেন কিছু বাশের চারাগাছ লাগবে ধন্যবাদ

    • @mmbmasud
      @mmbmasud  2 года назад +1

      ধন্যবাদ, ওখানে আমরা বেড়াতে গেছিলাম। তাই নাম্বার দিতে পারছি না ভাই।

  • @দোকানঘরdokangor
    @দোকানঘরdokangor 4 года назад +1

    ভাইয়া লোকেশনটা দিলে ভালো হতো

    • @mmbmasud
      @mmbmasud  4 года назад

      বান্দরবান জেলার লামা উপজেলা।

    • @afzal233
      @afzal233 4 года назад

      @@mmbmasud i want to visit আমি কিভাবে ঢাকা থেকে আসতে পারি?লোকেশন দিবেন?

    • @mmbmasud
      @mmbmasud  4 года назад

      @@afzal233 বান্দরবান জেলার লামা উপজেলা। কোয়ান্টাম ফাউন্ডেশন বললেই হবে।

  • @দোকানঘরdokangor
    @দোকানঘরdokangor 4 года назад

    জায়গার নাম কি🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @mmbmasud
      @mmbmasud  4 года назад +1

      বান্দরবান জেলার লামা উপজেলা।

  • @আরণ্যক-ণ৮ঢ
    @আরণ্যক-ণ৮ঢ 2 года назад +1

    প্রচুর ভুল আছে

  • @masummasum3994
    @masummasum3994 3 года назад +1

    আপনার নাম্বার দিয়ে ভাই

  • @khokandas1306
    @khokandas1306 4 года назад +2

    ভাই আপনার ফোন নাম্বারটি দেবেন।

  • @taherulla557
    @taherulla557 3 года назад +2

    Phone number ta den