Apnar vloger onyotomo Boishishtyo holo..Informative..Mainly for Good Hotels n Restaurant..Thank you for Sharing 'The Retreat '..It's really very Helpful for me..
দার্জিলিং তৃতীয় পর্ব ভি ডি ও টা দেখলাম খুব ভালো লাগলো তোমার ভি ডি ও গুলো তোমারই মতন এত সুন্দর করে সব বলো তাতে ভালো লাগতে বাধ্য সূর্যোদয় জিমখানা ইত্যাদি দেখে তার উপর উপস্থ্যাপনা দারুন কাকু বারাসাত ।
Apnar presentation khub sundor...r apnar kotha bola o golar swor o osadharon... Sob miliye video ta dekhte dekhte ekta odbhut obhigota hochche...ei niye tritiyo bar dekhchi....😊
দার্জিলিং য়ের সমস্ত সাইট সিন আমার দেখা তবু শিবাজী বাবু আপনার দার্জিলিং তৃতীয় পর্ব টা আমার অসাধারণ লাগলো ফিরে দেখলাম নুতন করে দার্জিলিং এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কারিগরি দক্ষতা আর শৈল্পিক দৃষ্টি দুয়ে মিলে এ এক অপূর্ব সৃষ্টি , কতটা আত্মস্থ করলে তথ্যগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তাই ভাবি , ভালো থাকবেন দাদা নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম ।
আপনার পরিবেশনা, উপস্থাপনা, খুঁজে খুঁজে নতুন জায়গা বের করা, মানুষের সাথে আন্তরিক ভাবে মেশা, এইসব কিছু ভীষণ ভাবে মন ছুঁয়ে যায়। বাংলায় এত যত্ন করে এত সুন্দর সুন্দর শব্দ সহযোগে ব্লগ আমি এখনো খুঁজে পায়নি। খাবারের যেমন একটা Comfort Food থাকে, আপনার ভিডিও যেনো আমার কাছে ওই "Comfort Food". অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ভালো করে ঘোরানোর জন্য। 👍❤️❤️
Ami akhono obdhi darjeeling jaini. Jabar ichheo konodin chilo na. Asole pelling theke ato sundor kanchanjangha dekhechi tai atodin mone hoto pelling ei bar bar jai...gechio akadhikbar sudhu kanchanjangha dekhtei...ei prothom apnar jnye ami sottii feel korlam ei jaiga kano sobar ato priyo...tai ebar jabar ichhe ta tibrotoro hochhe dhire dhire...thank you dada...thank you so very much...valo thakben.
নমস্কার। এই ভিডিওটি ও যথারীতি আকর্ষণীয়। দার্জিলিং গিয়েছি কয়েকবার। কিন্তু কোনোবার ই টাইগার হিল দেখা হয়নি। আপনার কল্যানে কিছুটা আভাস হলেও পেলাম। ধন্যবাদ। সব মিলিয়ে খুব ঝকঝকে, খুব প্রাণবন্ত একটি উপস্থাপনা।
ঠিক এইরকমই একটা expectation ছিল । প্রত্যেকটা লোকেশনের ফুটেজ দুর্দান্ত, অসাধারণ point-to-point মিউজিক চেঞ্জ, আর তার সাথে সেই অনবদ্য ডেসক্রিপশন । এই হল অরিজিনাল "The" এক্সপ্লোরার শিবাজী ।
অত্যন্ত ভালো ভিডিও গ্রাফি , এ ভাবে বুঝিয়ে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে কেউই ভিডিও করে না। এর আগে যে কয়টা ভিডিও দেখলাম পোষায় নেই । আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমি তো ভক্ত হয়ে গেলাম আপনার শিবাজী দা 🙏
Nice video on Darjeeling after a long time. Simplicity of the host made it more relatable. It was nice to see him resorting to his hands after struggling with the knife.
Apner video dekhle mon bhore jai..sober video ektu ektu kore skip kore but apner video etotai interesting skip kora jai na…sobai sundor kore golpo bolte pare na…apni khub sundor golpo kore bolen tai sunte khub bhalo lage..👍👍👍👍
শিবাজী দা তোমার দার্জিলিংয়ের টাইগার হিলের ভিডিও টা অনবদ্য অসাধারণ হয়েছে , আমি পেলিঙ গিয়েছিলাম অক্টোবর 2018 কিন্তু কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখার সাধ মেটেনি। কিন্তু আপনার টাইগার হিলের ভিডিও সেই স্বাদ (ডিজিটাল ভাবে) পরিপূরন হলো
Nice amazing spectacular exotic view. November is most of the tme cloudy in DJ. Only little bit time is clear sky. December and April extended period. the weather is clear. Hence i guess this is the correct information. Thanks much.
Oshadharan dada.excellent informative video 👍puri ghure elam nije drive kore but oi norom kakra ta khaoya hayni. Missed it. thanks for the inspiration. Sotti drive kore puri jaoya kono bepar na. You are the best.
SHIBAJI, what makes your channel different from others is the spontaneity in your expression. Your smile - another magnet. You are really arousing our WANDERLUST. THANK YOU SO MUCH!!!
Ami apnar Darjeeling er video gulo pray somoy dekhi....mon ta ektu off thakle apnar Darjeeling series er vdo dkhle mon e alada ekta energy eshe jay...tar sathe classical piano background tune ti alada matra ene de...dhonnobad apnake❤
The most striking feature: After several attempts to use the fork you at last started using your hands to eat the tasty chicken. I was also feeling hungry...haaaa.... I think this is the most lovely scene in this video. I have never visited this place. Started with your part 3 I will go next part 2 and then 1. Awesome video capturing, Very good music. Your simple yet very professional way of doing vlog really very much convincing.
স্বমহিমায় শিবাজী 👍 খুব খুব খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘা তো অপরূপা বটেই, কিন্তু আপনি আকাশটা কি দারুন পেয়েছেন দাদা .... তবে আপনার এই দার্জিলিং vlog আমার গৃহযুদ্ধ বাধাতে পারে। আবার দার্জিলিং যাবো না কি যাবো না এই নিয়ে। ভিডিওর দৌলতে দার্জিলিঙে জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি । খুব সুন্দর vlog, এক্কেবারে মনের মতন।
অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, ভালো যেমন আছে, মন্দও তেমন থাকবে। সব মিলিয়ে মিশিয়ে যেমন জীবন তেমনি সব মিলিয়ে মিশিয়েই আমার ভিডিও গুলোও হবে। সব ভিডিও একই রকম উৎকৃষ্ট করা অসম্ভব।
@@explorershibaji অনেক ধন্যবাদ আমার আগের কমেন্ট মনে রাখার জন্য। ভালো খারাপ আছে যেমন সেটা শুনতেও হবে দাদা। বিশেষত যখন আপনি মতামত চাইছেন বা আমাদের দেওয়ার সুযোগ আছে। ভালো, খারাপ, উৎকৃষ্ট ইত্যাদি শব্দগুলো আপনি include করেছেন। আমি কিন্তু একবারও করিনি। আপনার যেরকম content এ আমরা অভ্যস্থ ও যার জন্য আপনার চ্যানেল আমার ভীষন পছন্দ, সেটা আগের ভিডিও তে মিস হয়েছিল বলে আমার মনে হয়েছিল এবং সেটা জানিয়েছিলাম। আপনার খারাপ লেগে থাকলে দুঃখিত। চেষ্টা করবো, আর ভালো করার চেষ্টায় খারাপ না বলার।
@@TS-TTP প্রথমেই বলি, আমার একেবারেই খারাপ লাগে নি, বরং আমি খুব প্রাক্টিক্যাল। আপনাদের মন্তব্য খুব মন দিয়ে পড়ি আমি আর নিজেকে অনবরত করেক্ট করতে থাকি, আজাইল মেথড। আমি আপনাকে যেটা রিপ্লাই এ বললাম সেটা হলো আমার সুচিন্তিত উত্তর, আমি অনেক ভেবেছি, তারপর দেখলাম কোনও ক্রিয়েটিভ জিনিস এর মান একই রকম রাখা অসম্ভব ব্যাপার, তাতে এক্সপেরিমেন্ট এর স্কোপ কমে যায়, তাই কিছু ভালো হবে কিছু মন্দ কারণ এক্সপেরিমেন্ট অনবরত করে যাব, যেমনি আমার ভালো টাকে গ্রহণ করছেন মন্দের ক্ষেত্রেও আপনারা সাথে থাকবেন, মিলিয়ে মিশিয়ে, এটাই বলতে চেয়েছিলাম।
@@explorershibaji আপনি quality (মান) নিয়ে বলছেন... আমি বলছি content নিয়ে। পারলে আরেকবার পড়ে দেখবেন, আমি কিন্তু একবারও আপনার মান নিয়ে কথা বলিনি । আমি বলেছি, যেরকম কন্টেন্ট দেখে আমরা অভ্যস্থ বা যে কারণে আমার আপনার চ্যানেল পছন্দ সেটা হয়তো মিস ছিল। সৌরভ গাঙ্গুলি ডান হাতে ব্যাট করতেই পারেন, এবং হয়ত সেঞ্চুরিও করতে পারেন। সেখানে মান বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হলেও আমরা কি বলবো না যে দাদা, বাঁহাত টাই ভালো ছিল? আর কিছু না। যাই হোক, ভালো থাকবেন। শুভরাত্রি 🙏
Dear Sivaji, your videography is very neat & clean. Your presentation & style of speaking is very attractive. I think best video vloger. As a Bengali feel proud of you. Awaiting for next vlog. Best wishes to you.
আপনার ব্লগ গুলি আসলে ডকুমেন্টারি। আপনি বর্তমান ধরে রাখছেন ভবিষ্যতের জন্য।
Exactly
Ashadharon jaja bolechen protita jinish kheyechi & ghurechi... khub bhalo .
Age o ae bhabe video pele khub upokrito hobo..ato punkhnupukho details j mone ae holo na je.1st time gelum.
Apni kintu really helpful ekjon Manus.. really respectable, knowledgeable..you helped me lots off..Thanks Dada!
Amazing Dada..sotti apbi eto sohoj bhabe sob kichu dekhalen..share korlen..khub bhalo laglo..
Have been in Hotel Retreat.. The complimentary breakfast is yummy.. Keep this standard.. Great travel blogging
Wanted to know more about The Retreat and Heritage Resort comparison.any idea?
Apnar vloger onyotomo Boishishtyo holo..Informative..Mainly for Good Hotels n Restaurant..Thank you for Sharing 'The Retreat '..It's really very Helpful for me..
দার্জিলিং তৃতীয় পর্ব ভি ডি ও টা দেখলাম খুব ভালো লাগলো তোমার ভি ডি ও গুলো তোমারই মতন এত সুন্দর করে সব বলো তাতে ভালো লাগতে বাধ্য সূর্যোদয় জিমখানা ইত্যাদি দেখে তার উপর উপস্থ্যাপনা দারুন কাকু বারাসাত ।
খুব সুন্দর আপনার উপস্থাপনা, দার্জিলিং আমার সপ্নের জায়গা, নভেম্বর একবার যেতেই হবে বেচে থাকলে সত্যি। ভাল থাকবেন। আরো চাই।ধন্যবাদ
অনবদ্য। Explorer Shibaji কে আবার স্বমহিমায় দেখে ভীষণ ভালো লাগছে। ভাললাগাটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। 👌👌👌
Darun darun... Mon khush ho gaya apnar video dekhe... Darjeeling amar ghura.. 2 bar... Apnar video te sei jayga gulo abar dekhe khub bhalo laglo
Khubb bhalo laglo. Amaro khubb onnotomo priyo jaiga Darjeeling.. .Mugdho hoe dekhlam.
ঘরে বসে ভ্রমণের স্বাদ পাচ্ছি.....
দারুণ..........
❤️❤️❤️❤️From 🇧🇩🇧🇩🇧🇩
দারর্জিলিং এর অনেক ভিডিও RUclips এ দেখেছি।কিন্তু আপনার ভিডিও এক কথায় অসাধারণ ও অনবদ্য,যা কিনা ভাষায় প্রকাশ করা না। 🌺🌺
আমার সব থেকে প্রিয় ইউ টিউব চ্যানেল এক্সপ্লোরার শিবাজী. দারুন কাজ করছেন স্যার ❤️💛
Apnar presentation khub sundor...r apnar kotha bola o golar swor o osadharon...
Sob miliye video ta dekhte dekhte ekta odbhut obhigota hochche...ei niye tritiyo bar dekhchi....😊
এক কথায় অনবদ্য উপস্থাপনা এবং অনবদ্য ক্যামেরার কাজ।
Yeyi surjo udoy dekha first surjo alo jokhon kanchon jangha opor pore just ekta boro gold rock... Just awesome sorgo dada sorgo...
খুবই সুন্দর লাগলো ভিডিও টি. Wonderful place. Very beautiful video. Thank you sir.
Most welcome!!😊
দার্জিলিং য়ের সমস্ত সাইট সিন আমার দেখা তবু শিবাজী বাবু আপনার দার্জিলিং তৃতীয় পর্ব টা আমার অসাধারণ লাগলো ফিরে দেখলাম নুতন করে দার্জিলিং এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
❤️❤️❤️
Oshadharon....apni je video te taken seta emni tei awesome hoe....Darjeeling fantabulous
Khub valo laglo ei parbotao...anek kichu notun information o pelam...anek dhonyobad apnake dada....👍👍👍👍👍🙏🙏🙏
দেখে খুব ভালো লাগল। দার্জিলিং এর তিনটি Episode খুব ভালো হয়েছে।
ধন্যবাদ, সঙ্গে থাকুন!
কারিগরি দক্ষতা আর শৈল্পিক দৃষ্টি দুয়ে মিলে এ এক অপূর্ব সৃষ্টি , কতটা আত্মস্থ করলে তথ্যগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তাই ভাবি , ভালো থাকবেন দাদা নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম ।
অসংখ্য ধন্যবাদ
Amnar ei osadharon presentation er jonne bar bar aki video dekhte ichha kore, jeno kono movie dekhchhi ❤️❤️❤️
আবারো এক বার অসাধারন, অসাধারণ, অসাধারণ। My favorite you tube channel and Shibaji Da. অপেক্ষায় রইলাম আর ও একটা ধামাকার জন্য। Thanks Shibaji Da.
আপনার পরিবেশনা, উপস্থাপনা, খুঁজে খুঁজে নতুন জায়গা বের করা, মানুষের সাথে আন্তরিক ভাবে মেশা, এইসব কিছু ভীষণ ভাবে মন ছুঁয়ে যায়। বাংলায় এত যত্ন করে এত সুন্দর সুন্দর শব্দ সহযোগে ব্লগ আমি এখনো খুঁজে পায়নি। খাবারের যেমন একটা Comfort Food থাকে, আপনার ভিডিও যেনো আমার কাছে ওই "Comfort Food". অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ভালো করে ঘোরানোর জন্য। 👍❤️❤️
😍😍😍
❤️❤️❤️
Darun laglo travel to food sobkichur review ar detailed information, vabar agei peye gelam. Darun helpful!
Tiger hill ta darun chilo dada, khub bhalo laglo video ta.. next surprise ar janno apekhay thaklam..
Ami akhono obdhi darjeeling jaini. Jabar ichheo konodin chilo na. Asole pelling theke ato sundor kanchanjangha dekhechi tai atodin mone hoto pelling ei bar bar jai...gechio akadhikbar sudhu kanchanjangha dekhtei...ei prothom apnar jnye ami sottii feel korlam ei jaiga kano sobar ato priyo...tai ebar jabar ichhe ta tibrotoro hochhe dhire dhire...thank you dada...thank you so very much...valo thakben.
নমস্কার। এই ভিডিওটি ও যথারীতি আকর্ষণীয়। দার্জিলিং গিয়েছি কয়েকবার। কিন্তু কোনোবার ই টাইগার হিল দেখা হয়নি। আপনার কল্যানে কিছুটা আভাস হলেও পেলাম। ধন্যবাদ। সব মিলিয়ে খুব ঝকঝকে, খুব প্রাণবন্ত একটি উপস্থাপনা।
দারুন লেগেছে, তোমার সাথে ঘুরে বেড়ানোর মজা একেবারে আলাদা, destination tour as well as food tour, কোনো কথা হবে না।
Thank you so much!! Stay tuned!!
Thank you once again Dada... Anek natun information gathering holo... Darun laglo video ta
অসামান্য দুর্দান্ত অপূর্ব অসাধারণ... আরো অনেক অনেক কিছু... অনেক ট্যুর এন্ড ট্রাভেল ব্লগ দেখতে চাই আপনার ।
ঠিক এইরকমই একটা expectation ছিল । প্রত্যেকটা লোকেশনের ফুটেজ দুর্দান্ত, অসাধারণ point-to-point মিউজিক চেঞ্জ, আর তার সাথে সেই অনবদ্য ডেসক্রিপশন । এই হল অরিজিনাল "The" এক্সপ্লোরার শিবাজী ।
অনেক অনেক ধন্যবাদ অনিন্দ্য।
অত্যন্ত ভালো ভিডিও গ্রাফি , এ ভাবে বুঝিয়ে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে কেউই ভিডিও করে না। এর আগে যে কয়টা ভিডিও দেখলাম পোষায় নেই । আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমি তো ভক্ত হয়ে গেলাম আপনার শিবাজী দা 🙏
Dada apner ei chhoto bon ti apner video er apekhaye thake R apni kokhono nirash koren ni, darun video
OSADHARON VIDEO APNAR .....APNAR MUNSHIANA, NIPUNOTA, BOLAR DHORON ONOBODDO.
I ❤Darjiling darun ekta Blog deklem 👍❤👍
Ei to... Shibaji da abar so mohimay... Part 3 is fatafati... just jome geche... Dada tumii paro....
❤️❤️❤️
Nice video on Darjeeling after a long time. Simplicity of the host made it more relatable. It was nice to see him resorting to his hands after struggling with the knife.
আপনার Video গুলো দেখে আবার দার্জিলিং এর প্রেমে পড়ে গেলাম
Sera....apnar vdo dekhe Darjeeling jete ichha korche
Apner video dekhle mon bhore jai..sober video ektu ektu kore skip kore but apner video etotai interesting skip kora jai na…sobai sundor kore golpo bolte pare na…apni khub sundor golpo kore bolen tai sunte khub bhalo lage..👍👍👍👍
ধন্যবাদ আপনাকে!! ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন।
শিবাজী দা তোমার দার্জিলিংয়ের টাইগার হিলের ভিডিও টা অনবদ্য অসাধারণ হয়েছে , আমি পেলিঙ গিয়েছিলাম অক্টোবর 2018 কিন্তু কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখার সাধ মেটেনি। কিন্তু আপনার টাইগার হিলের ভিডিও সেই স্বাদ (ডিজিটাল ভাবে) পরিপূরন হলো
😊😊😊❤️❤️❤️
Sibaji Da Dorjeling Homestay te ebare uthechilam khub sundor view
খুব সুন্দর ভিডিও।এক কথায় অসাধারণ🎉🎉
Osadharon.. Sanglap oti sundor
The best you tube channel I have ever seen.Eagerly waiting for your vedio.
Ghore bose dekha hoye galo anek dur.
ধারাভাষ্য খুব সুন্দর। সব মিলিয়ে অসাধারণ।।
Sas hoa galai mon ta kharap hoa jai .....mona hoi choltai thakuk r choltai thakuk..... asadharon....
Kichu boler nei .....In one word “Excellent “
বাংলায় এও ভালো travel blog আর নেই । সত্যি আপনার প্রতি টা video র জন্য অপেক্ষা করে থাকি। খুব informative
Asadharon....ananyatar shiropa apnar prapyo..
Dada khub sundar chilo part123
Joto bar dekhi, khubiii valo lage, dada u rock..
অনেক অনেক ধন্যবাদ শিবাজীবাবু। এমন সুন্দর অভিজ্ঞতাকে ভাগ করে নেওয়ার জন্য।
Most welcome!!😊
দাদার চোখে দেখাই। আমাদের দেখা খুব ভালো লাগলো।
Recently apnar pratyek ta episode follow korchi. Apnar katha bolar dharon eto pranbonto dekhe mone hoi ami nijei ghurchi jayga gulo. 😊
osadharon sir joto ta osadharon bolbo ei video tar jonyo jothesto noy.......👍🤟♥️
দাদা সুস্থ থাকুন,,,ভালো থাকুন,,, সব সময় সঙ্গে আছি,,,,দারুণ ঘোরা,,,ততোধিক ভালো representation,,,,Excellent 👍👍👍👍👍👍
খুব সুন্দর, অসাধারণ আপনার সঙ্গে আছি, আপনার বলার ভঙ্গি টা আরো ঘুরতে যাওয়ার মজাটা বাড়িয়ে দেয়
Wonderful presentation Just loved it Keep it up Sir !
Khub khub valo laglo dada.. onek onek shuvechha thaklo apnar jnya..
অসংখ্য ধন্যবাদ
আরো একটা প্রশ্ন, আপনি যেখানেই গেছেন জায়গাগুলি বেশ ফাকাঁ.. ভিড় কি একদমই নেই এখন?
@@swarnalibasak1911 দার্জিলিং ফাঁকাই ছিল। সেভাবে ভিড় ছিল না।
Excellent description of travel & food.I like it very much. Thanks.
Nice amazing spectacular exotic view. November is most of the tme cloudy in DJ. Only little bit time is clear sky. December and April extended period. the weather is clear. Hence i guess this is the correct information. Thanks much.
Oshadharan dada.excellent informative video 👍puri ghure elam nije drive kore but oi norom kakra ta khaoya hayni. Missed it. thanks for the inspiration. Sotti drive kore puri jaoya kono bepar na. You are the best.
নতুন করে আবার টাইগার হিল কে দেখলাম খুব ভালো লাগলো ধন্যবাদ।
ধন্যবাদ!!😊
😊😊Darjeeling darshan apnar vdo te👌👏
Vision sundor laglo, ১০০/১০০, Darun laglo ❤❤❤❤❤
Asadaron aponar video
All the best👍💯
Apnar vdo gulo just enjoy kori. Just daarun 👏👏👏
Amazing presentation.. Very useful and informative video
Awesome let's c the sunrise still watching, now it's Awesome no fogg
Such a fresh content of a common & beautiful place like Darjeeling. Keep exploring Shibaji da ❤️❤️❤️
Darjeeling niye onek travel vlog dekhechi. Ami nijeo gechi 4 bar but ato bhalo informative blog, you just did a splendid job Shibaji Da.Keep it up
খুব ভালো লাগলো 😍😍
মনটা refresh হয়ে গেল😇😇
All the best for your future endeavors 👍👍
😍😍😍
SHIBAJI, what makes your channel different from others is the spontaneity in your expression. Your smile - another magnet. You are really arousing our WANDERLUST. THANK YOU SO MUCH!!!
Ekdom sob kichu sopner moto !!! Thank you for everything Shibaji da ..for reigniting my old passion for driving and travelling !!!
তাহলে আর দেরি কেন? বেরিয়ে পড়ুন।
Ami apnar Darjeeling er video gulo pray somoy dekhi....mon ta ektu off thakle apnar Darjeeling series er vdo dkhle mon e alada ekta energy eshe jay...tar sathe classical piano background tune ti alada matra ene de...dhonnobad apnake❤
The most striking feature: After several attempts to use the fork you at last started using your hands to eat the tasty chicken. I was also feeling hungry...haaaa.... I think this is the most lovely scene in this video. I have never visited this place. Started with your part 3 I will go next part 2 and then 1. Awesome video capturing, Very good music. Your simple yet very professional way of doing vlog really very much convincing.
Apnar video joto dekhi toto mugdho hoye jai. Just onoboddo. Amar porasona korar jaega, kurseong darjeeling, apnar chokhe abar dekhe daruun lagche.
অনেক অনেক ধন্যবাদ
দাদা এই ব্লগটা একদম " ঠিকঠাক " ...... " পুরো জমে গেছে "।
Tmi koto sundor weather peyecho ami giye toh puro megh r megh
Part 2 theke ata anek valo hoyeche sir apni Abar purano Shivaji te fhire alen
স্বমহিমায় শিবাজী 👍
খুব খুব খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘা তো অপরূপা বটেই, কিন্তু আপনি আকাশটা কি দারুন পেয়েছেন দাদা ....
তবে আপনার এই দার্জিলিং vlog আমার গৃহযুদ্ধ বাধাতে পারে। আবার দার্জিলিং যাবো না কি যাবো না এই নিয়ে। ভিডিওর দৌলতে দার্জিলিঙে জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি ।
খুব সুন্দর vlog, এক্কেবারে মনের মতন।
অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, ভালো যেমন আছে, মন্দও তেমন থাকবে। সব মিলিয়ে মিশিয়ে যেমন জীবন তেমনি সব মিলিয়ে মিশিয়েই আমার ভিডিও গুলোও হবে।
সব ভিডিও একই রকম উৎকৃষ্ট করা অসম্ভব।
@@explorershibaji অনেক ধন্যবাদ আমার আগের কমেন্ট মনে রাখার জন্য। ভালো খারাপ আছে যেমন সেটা শুনতেও হবে দাদা। বিশেষত যখন আপনি মতামত চাইছেন বা আমাদের দেওয়ার সুযোগ আছে। ভালো, খারাপ, উৎকৃষ্ট ইত্যাদি শব্দগুলো আপনি include করেছেন। আমি কিন্তু একবারও করিনি। আপনার যেরকম content এ আমরা অভ্যস্থ ও যার জন্য আপনার চ্যানেল আমার ভীষন পছন্দ, সেটা আগের ভিডিও তে মিস হয়েছিল বলে আমার মনে হয়েছিল এবং সেটা জানিয়েছিলাম। আপনার খারাপ লেগে থাকলে দুঃখিত। চেষ্টা করবো, আর ভালো করার চেষ্টায় খারাপ না বলার।
@@TS-TTP প্রথমেই বলি, আমার একেবারেই খারাপ লাগে নি, বরং আমি খুব প্রাক্টিক্যাল।
আপনাদের মন্তব্য খুব মন দিয়ে পড়ি আমি আর নিজেকে অনবরত করেক্ট করতে থাকি, আজাইল মেথড।
আমি আপনাকে যেটা রিপ্লাই এ বললাম সেটা হলো আমার সুচিন্তিত উত্তর, আমি অনেক ভেবেছি, তারপর দেখলাম কোনও ক্রিয়েটিভ জিনিস এর মান একই রকম রাখা অসম্ভব ব্যাপার, তাতে এক্সপেরিমেন্ট এর স্কোপ কমে যায়, তাই কিছু ভালো হবে কিছু মন্দ কারণ এক্সপেরিমেন্ট অনবরত করে যাব, যেমনি আমার ভালো টাকে গ্রহণ করছেন মন্দের ক্ষেত্রেও আপনারা সাথে থাকবেন, মিলিয়ে মিশিয়ে, এটাই বলতে চেয়েছিলাম।
@@explorershibaji আপনি quality (মান) নিয়ে বলছেন... আমি বলছি content নিয়ে। পারলে আরেকবার পড়ে দেখবেন, আমি কিন্তু একবারও আপনার মান নিয়ে কথা বলিনি । আমি বলেছি, যেরকম কন্টেন্ট দেখে আমরা অভ্যস্থ বা যে কারণে আমার আপনার চ্যানেল পছন্দ সেটা হয়তো মিস ছিল। সৌরভ গাঙ্গুলি ডান হাতে ব্যাট করতেই পারেন, এবং হয়ত সেঞ্চুরিও করতে পারেন। সেখানে মান বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হলেও আমরা কি বলবো না যে দাদা, বাঁহাত টাই ভালো ছিল? আর কিছু না। যাই হোক, ভালো থাকবেন। শুভরাত্রি 🙏
আচ্ছা বুঝলাম, ঠিক!!😊
শুভরাত্রি।
দাদা ভিডিওটা দেখতে একটু দেরি হয়ে গেল কাজে ব্যস্ত ছিলাম তাই তবে আজকে দেখলাম খুব খুব ভাল লাগল ধন্যবাদ এই রকম একটা সুন্দর ভিডিও র জন্য 🙏🏻
Dada dhonnobad erom travel vlog channel bananor jnno, sara soptaah wait kori tomar video r jnno
Khub khub bhalo hoyeche ei episode tah...awesome 😊😊👍👍
Ami jantam ae video ta darun hobe .... Darun laglo video ta dada ... 👍
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
Dear Sivaji, your videography is very neat & clean. Your presentation & style of speaking is very attractive. I think best video vloger. As a Bengali feel proud of you. Awaiting for next vlog. Best wishes to you.
Daruun.. odbhut shundor weather peyechho.. sobar prio kanchon daa amader kaukeii nirash korenni tomar videoy.. chaliye jao guru.. :) 🤘🏻
❤️❤️❤️
নতুন করে নতুন রূপে চেনা মানেই শিবাজী দা ❤️❤️❤️ দাদা এই বার কিন্তু আমরা ড্রোন শট দেখতে চাই...❤️❤️❤️❤️
আবদার রইলো ছোট ভাই এর ❤️🙂❤️
ড্রোন হলে তো ড্রোন ই শট নেবে, তাতে আমার কেরামতি আর কি থাকবে?
আমি ভাই মান্ধাতা আমলের, হাতে আর চোখে ক্যামেরা নিয়ে কেরামতি দেখাতে বেশী স্যাটি লাগে।
@@explorershibaji আচ্ছা দাদা তুমি যেটা তে সুখী আমি ঠিক ততো টা সেটাতেই সুখী ❤️❤️❤️❤️❤️❤️
একদম অন্যরকম লাগলো যেনো এই blog টা । Just amazing 😍
❤️❤️❤️
Dada hebbi sundor! Khub valo laglo!
Darun !khub bhalo laglo
As usual, another great one. Keep up the great work! Cheers!
Good guidline and photography. Miss your friends.
Just Fata fati lagchhe kono kotha Habena you are so sweet dada bhai
Lovely picturesque of the mighty kachenjunga.. Awesome narration..Apnar video dekha is the only source of oxygen to the soul in this pandemic 🙏❤
TheRetreat ke khub bhalo laglo. Thakar ichhe achhe. 👌👍
অবশ্যই