Patuartek and Inani Beach 🏖, Cox's Bazar.
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- পাটুয়ারটেক সমুদ্র সৈকতঃ
--------------------------------------
এই সমুদ্র সৈকত-টি কক্সবাজার থেকে টেকনাফ এর দিকে মাত্র ২৭ কি মি দূরে অবস্থিত একটি নির্জন সি বীচ। পাটুয়ারটেক একটি পাথুরে বীচ, চারপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশ, বিস্তৃর্ন ঝাউবন আর সৈকত জুড়ে লাল কাকড়ার ছুটোছুটি সত্যিই মনটা ভরিয়ে দিবে।
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ১৫০০ টাকায় সি এন জি বা অটোরিক্সায় বা খোলা জিপে মেরিন ড্রাইভ দিয়ে ডানপাশে উত্তাল সমুদ্রের গর্জন বামপাশে পাহাড় দেখতে দেখতে পৌঁছে যাবেন স্বপ্নিল এক জগতে(এক টিকেটে তিন ছবি, হিমছড়িঝর্ণা, ইনানী বীচ ওপাটুয়ারটেকবীচ মাত্র ১৫০০ টাকায় কক্সবাজারথেকেআসাযাওয়া)। এখানে আছে বীচ বাইক, দোল খাওয়ার জন্য দোলনা আর পাথরের বুকে আচড়ে পড়ছে উত্তাল সমুদ্রের ঢেউ।
ইনানী সমুদ্র সৈকতঃ
----------------------------
কক্সবাজার শহর থেকে প্রায় ২৭ কি মি দক্ষিনে ও হিমছড়ি থেকে ১৫ কি মি দূরে অবস্থিত ইনানী প্রবাল গঠিত সমুদ্র সৈকত। পশ্চিমে সমূহ আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গা। এখানে কক্সবাজারের মতো সাগর এতো উত্তাল থাকে না, এই শান্ত সাগরই পর্যটকদের বেশী বিমোহিত করে। এখানে আছে সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবন, সূর্যাস্তের সুন্দর দৃশ্য।
আমি মোঃ সাইদুল ইসলাম কিরন। প্রিয় মুহূর্ত ছাদকৃষি ও কবুতরের সাথে কাটানো, অবসর কাটে সুন্দর সুন্দর দর্শনীয় স্হান ঘুরে। সখ রান্না করা।