TEESTA BARRAGE | Tista Barrage Tour Plan & Tista Barrage Tour Budget | Teesta Barrage Travel Guide

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #তিস্তা ব্যারেজ
    #ডালিয়া
    Teesta Barrage
    Tista Barrage দেশের সর্ববৃহৎ ব্যারেজ। তিস্তা ব্যারেজ ডালিয়া নামেও পরিচিত।Teesta river, তিস্তা নদী পাড়ি দিয়েছে দীর্ঘ ৩১৫ কি.মি.। এর মধ্যে ২০০ কিমি ভারতে ও বাকি ১১৫ কিমি বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা নদীকে ঘিরে চিনের ৮৪৭২ কোটি টাকার মহাপরিকল্পনার প্ল্যান গ্রহন করা হয়েছে যা তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা বা ডেল্টা প্ল্যান ২১০০, ক্লাইমেট অ্যাডাপটেশন সেন্টার প্রতিষ্ঠা এবং তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট এন্ড রেস্টোরেশন প্রজেক্টবলে পরিচিত।
    তিস্তা সেচ প্রকল্প
    তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এ প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে।সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
    তিস্তা ব্যারেজের অতুলনীয় সৌন্দর্য্য এবং ইহার চতুর্দিকের সবুজ বেস্টনী, ফুল, বাগান, নদীর পুরাতন গতিপথ, সিল্ট ট্রাপ ইত্যাদি পর্যটক ও ভ্রমন পিপাসু মানুষকে আকৃষ্ট করে থাকে। ব্যারেজের সম্মুখের বিশাল জলরাশি সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চল হতে আগত অতিথি পাখিদের অবাধ বিচরণ ক্ষেত্রের সৃষ্টি করেছে। এখান থেকেই শরৎ- হেমন্তে বরফাচ্ছন্ন কাঞ্চনজংঘার পর্বত শৃঙ্গ দৃশ্যমান হয়।
    দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ পরিদর্শনসহ প্রকৃতির এহেন সৌন্দর্য্য উপভোগের জন্য প্রতিদিন এখানে অসংখ্য দেশী-বিদেশী পর্যটকের আগমন ঘটে।
    Subscribe to my channel and press the bell button to stay notified about my new videos!
    #তিস্তা ব্যারেজ - রংপুর বিভাগ
    #তিস্তা সেচ প্রকল্প
    #তিস্তা ব্যারেজ ও অবসর রেস্ট হাউজ
    #দেশের সর্ববৃহৎ ব্যারেজ
    #ডালিয়া
    #নীলফামারী
    #লালমনিরহাট
    #Tista Barrage
    #তিস্তা ব্যারেজ অপরূপ দৃশ্য

Комментарии • 565