Nazrul Sangeet | Nirupoma Rahman | Bengal Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 55

  • @SyedRezaulKarim-t9s
    @SyedRezaulKarim-t9s 5 месяцев назад +2

    I can distinctly feel the touch of Dipika Nag in Nirupoma’s singing. Greatly enjoyed.wish her a long and happy life.Syed Rezaul Karim

  • @AshKhondkar
    @AshKhondkar 5 месяцев назад +1

    আহা, কানে ও প্রাণে এক শান্তির পরশ। গুণমুগ্ধ শ্রোতা। নজরুলের গানের এমন পরিবেশনা, সাথে সুন্দর যন্ত্রানুসংগ - একেবারে সোনায় সোহাগা।

  • @MCR0709
    @MCR0709 5 месяцев назад +1

    প্রথম শুনলাম ওনাকে আজ। ভালো লেগেছে।

  • @jakirhossainchowdhury8850
    @jakirhossainchowdhury8850 12 дней назад

    মানুষের কবি সাম্যের কাজি নজরল এর প্রতি রইলো শত শহশ্র বিনম্র শ্রদ্ধা ও ভালো বাসা । শিল্পির প্রতি অভিনন্দন ও কৃকজ্ঞতা।

  • @mainulhassan268
    @mainulhassan268 5 месяцев назад +1

    তন্ময় হয়ে শুনলাম। খুব ভালো লেগেছে।

  • @ramprasaddas3523
    @ramprasaddas3523 5 месяцев назад +1

    গজল আঙ্গিকের তৈরী কন্ঠ, ক্লাসিক্যাল বেস অপূর্ব,মেজাজি ঢং, বৈঠকী স্টাইল কম সংগতে এমন অপূর্ব নজরুল গীতি প্রথম শুনলাম। এত সব রাগনির্ভর কবির গান কখনো শুনিনি।তাই মুগ্ধ হলাম।

  • @sarbanihome1620
    @sarbanihome1620 8 месяцев назад +3

    Khub sundar gayoki. Khub bhalo laglo

  • @shahojmanush5689
    @shahojmanush5689 8 месяцев назад +3

    নিরুপমা রহমানে অ্যালবাম মুক্ত হল আজ। আমরা আনন্দিত। নজরুল সংগীতে
    ফিরে এল যেন বিশ শতকের ত্রিশের দশক। সে কাল আর একালের নতুন সাঁকো
    তৈরি করল নিরুপমা।

  • @badrealam5397
    @badrealam5397 8 месяцев назад +3

    অনেক ধন্যবাদ ।ভাল গাওয়ার জন্য।❤

  • @tanmoysil3981
    @tanmoysil3981 8 месяцев назад +2

    Osadharon sangit, monke nara diea jai

  • @karmokarparimal3940
    @karmokarparimal3940 8 месяцев назад +3

    অসাধারণ পরিবেশনা

  • @জাগোপথিক
    @জাগোপথিক 8 месяцев назад +3

    প্রতিটা গানই মন ছুঁয়ে গেছে।❤

  • @jhumurbanik2505
    @jhumurbanik2505 7 месяцев назад +1

    Apuuuurboooo 👌👌👌

  • @abusarwar7840
    @abusarwar7840 8 месяцев назад +2

    @Nira. Your enchanting voice, the seductive lyrics of Nazrul, and the captivating orchestra have mystifying and magical power. I am soaring with the mythical birds in the eternal forest of stars. You rendered extraordinarily well. Thanks to Bengal Foundation for presenting this sumptuous album. Proud of you, Nira, and heartfelt thanks for sharing this splendid performance. Endless congratulations to you, the singer, writer, and Australian Professor Dr. Nirupoma Rahman, from New Orleans. ভালো থেকো। দেখা হবে।--- Sarwar Badal Bhai

  • @LearningSiteGuy
    @LearningSiteGuy 8 месяцев назад +3

    *Excellent performance*

  • @AmitChandra_YouTube
    @AmitChandra_YouTube 8 месяцев назад +7

    প্রিয় শিল্পী নিরুপমা রহমানের অসাধারণ কণ্ঠ মুূর্ছনায় ও গায়কীিতে কাজী নজরুল ইসলামের অপূর্ব গানগুলি যেন মূর্তি ধারণ করেছে । বেঙ্গল ফাউন্দেসন কে জানাই অকুণ্ঠ সাধুবাদ ।

  • @dulalkhandaker5545
    @dulalkhandaker5545 6 месяцев назад +1

    উনি খুবই ভালো নজরুলের গান পরিবেশন করেন।
    উনাকে অভিনন্দন।

  • @sunzidasultana8837
    @sunzidasultana8837 8 месяцев назад +2

    খুব ভালো লাগে নিরুপমা আপা'র নজরুলের গান শুনতে, হৃদয়ে শান্তির পরশ দিয়ে যাচ্ছ!
    ইদানিং অনেককেই অহেতুক অনেক বেশি ক্লাসিকেল করে, অতিরিক্ত কাজ দিয়ে, গমক দিয়ে, ভারিয়েশন দিয়ে গাইতে শুনি। যাতে তাঁর হয়ত: মুন্সিয়ানা বোঝানো যায়, কিন্তু শ্রোতা হিসেবে আমি সেসব বেশিক্ষণ নিতে পারি না।
    অথচ নিরুপমা আপার পুরো অ্যালবাম আমার আজকের এই সকালটাকে সুরের আবেশে বেধে রাখলো!

    • @AshKhondkar
      @AshKhondkar 5 месяцев назад

      আপনার সাথে একমত হতে পারছি না। নীরা রহমানের গানের মাধুর্য অনন্য, কিন্তু তার প্রশংসা করতে গিয়ে অন্য স্টাইল বা গায়কীর সমালোচনা করবার প্রয়োজন আছে কি? মনোময় বা পিউ মুখার্জী বা ইয়াকুব আলী খানের গায়কী ও পরিবেশনা আলাদা, এবং শ্রোতারা সে সব গ্রহণও করছেন। সবার পছন্দ এক হয় না অবশ্য। ধন্যবাদ।

  • @swapanmajhi5946
    @swapanmajhi5946 8 месяцев назад +2

    কেবল কণ্ঠের খেলা নয়, বাণীর মর্ম্মমূলে প্রবেশ করা হয়ে গেলে - সুরসঙ্গমে ওঠে প্রাণ আকুল করা ঢেউ। শ্রোতা তখন বিমোহিত। এক কথায় মুগ্ধকর, নিরুপমা!

  • @হাসানমাহমুদ-ষ২য
    @হাসানমাহমুদ-ষ২য 8 месяцев назад +2

    Watched in one go. Spotless, mesmerizing and intoxicating. It can be an educational material in classical music institutions. Congratulations; thanks for gifting such a gem to our nation.

  • @pijushkantimandal4814
    @pijushkantimandal4814 16 дней назад

    Wonderful,mind going&touched heart

  • @tusharroy2362
    @tusharroy2362 3 месяца назад

    এ কী ঘোর লাগে প্রাণে!
    ও-কন্ঠের অমৃতসুধা পানে।
    সুরলহরীতে ডুবি তন্ময়তায়
    বয় যেন সুরধুনি সুরের অমরায়।
    সার্থক নামটি তোমার নিরুপমা
    এমন সঙ্গীত-ঐশ্বর্যে তুমি অনুপমা।
    শুভেচ্ছা ও ভালোবাসা।

  • @Charukantha
    @Charukantha 7 месяцев назад +1

    আমার শীতল সকালটা গীতল হয়ে উঠেছিল সেদিন নিরুপমা রহমান এর নতুন এলবাম এর গান শুনে। আমি ওনার গানের মরিয়া ভক্ত। গান শুনতে শুনতে মনে হল সেই একেবারে শুরুর দিকে নজরুলের গানে যে আবহ বা আবেদন ফুটে উঠতো আজ ঠিক সেই আদি আবহটিই যেন আরও নতুন বাদ্যকলার মুর্ছনয়ায়, শিল্পীর নিমগ্ন সাধনায় সমৃদ্ধ হয়ে একেবারে হালনাগাদ হয়ে ফুটে উঠল । বলতে চাইছি সেই সময়কার বৈঠকি গানে কাননবালা, ইন্দুবালা, আখতারি বেগমদের সকলের গায়কীর এক সর্বসমন্বিত আধুনিক সংস্করণ আমাদের নীরা রহমান।

  • @nazmaakhter806
    @nazmaakhter806 8 месяцев назад +3

    ❤Excellent

  • @gautambasudhar6736
    @gautambasudhar6736 8 месяцев назад +3

    অসাধারণ।

  • @asokebhaduri6723
    @asokebhaduri6723 8 месяцев назад +1

    Maturity and perfection both achieved and transcended .superb

  • @a.k.msaifuddinahamed5800
    @a.k.msaifuddinahamed5800 8 месяцев назад +1

    অনেকদিন পর এমন বৈঠকি গান মুগ্ধ হয়ে শুনলাম । অনেক শুভ কামনা নিরুপমার জন্য

    • @nasreenanwar2663
      @nasreenanwar2663 8 месяцев назад

      Simply beautiful rendition.. Very well sang. Love & blessings .

  • @MomoInnMarketing
    @MomoInnMarketing 8 месяцев назад +1

    I never listened to her before. Have listened just now. Lover her style.

  • @lamakmia
    @lamakmia 8 месяцев назад

    মধুক্ষরা কন্ঠে নজরুল অন্যরকম উন্মাদনা আনে মনে। তন্ময় হয়ে শুনলাম ধন্য হলাম, পবিত্র হলাম; কৃতজ্ঞতা তোমার প্রতি পরম প্রিয় শিল্পী।

  • @nusratkamal9884
    @nusratkamal9884 6 месяцев назад +1

    অসাধারণ !!!

  • @dinuny
    @dinuny 8 месяцев назад +1

    সময় হয়ে উঠেনি গান গুলো শোনার নিরা যখন পাঠায়। আজ ভ্যাকেশন এর প্রায় শেষ প্রান্তে যখন তখন খুব নিরিবিলী বসে নীরার গান গুলো শুনছি। একটার পর একটা কখন যে শেষ হলো বুঝতেই পারিনি। কী যেন এক ঘোরের মাঝে এখনও ডুব খাচ্ছি । কী যে অসাধারণ গায়কি আর কী যে মাধুর্য মেশানো কণ্ঠ! কি অবলীলায় গেয়েছেন মনের মাধুরী ঢেলে !! আশা করি সাক্ষাতে আবারো নীরার গান শোনার সুযোগ হবে গেলোবারের মতো। ভাকো থাকো নিরা। বাংলার কবি নজরুল এর গান আর সৃষ্টি সকল তোমার কণ্ঠে ছড়িয়ে দাও , আশীর্বাদ করি❤️❤️

  • @russellsadventures3092
    @russellsadventures3092 6 месяцев назад +1

    Excellent!

  • @dcpomwest-mh1cp
    @dcpomwest-mh1cp 4 месяца назад

    Awesome.

  • @DebabrataDutta-u6r
    @DebabrataDutta-u6r 8 месяцев назад

    Excellent performance

  • @shipradasgupta5235
    @shipradasgupta5235 8 месяцев назад +1

    কতদিন পর নীরার গান শুনলাম। খুব ভালো লাগলো।

  • @ArtCultreInitiative
    @ArtCultreInitiative 8 месяцев назад +1

    বেঙ্গলকে অসংখ্য ধন্যবাদ ওনার গান লোড দেওয়ার জন্য।

  • @malabikasen7014
    @malabikasen7014 8 месяцев назад +1

    অসাধারণ গেয়েছেন।

  • @KedarNarayan-ii5gy
    @KedarNarayan-ii5gy 2 месяца назад

    Vary nice presentation giyki tal loy rag proyag kabi k shilpi k dhanaybad

  • @priyabratapaul9516
    @priyabratapaul9516 8 месяцев назад +1

    Mind blowing voice .

  • @surtalarchive
    @surtalarchive 8 месяцев назад +1

    এক কথায় অসাধারণ, ধন্যবাদ ।

    • @SalinasTravelandLifestyle
      @SalinasTravelandLifestyle 8 месяцев назад

      আহা নীরাদি কি অসাধারণ পরিবেশনা। ডাউনলোড করে নিলাম।

  • @bengaltiger-kj7mq
    @bengaltiger-kj7mq 8 месяцев назад +1

    খুব সুন্দর গেয়েছেন।

  • @sanjoyghoshsound
    @sanjoyghoshsound 8 месяцев назад +2

    খুবই সুন্দর হয়েছে l পুরো কাজটায় সহযোগী এবং কারিগরি শিল্পীদের নাম দিলে আরো ভালো লাগতো। কারণ এত সুন্দর শুনতে লাগার পেছনে তাদেরও অক্লান্ত পরিশ্রম থাকে। আশা করি আপনারা ভবিষ্যতে এটা মনে রাখবেন।

    • @AshKhondkar
      @AshKhondkar 5 месяцев назад

      নাম দেওয়া আছে দেখছি।

  • @mohammedroshid7922
    @mohammedroshid7922 8 месяцев назад

    বরাবরের মতো অপূর্ব !

  • @sarbanihaldar7795
    @sarbanihaldar7795 8 месяцев назад +1

    Ashadharon gayki

  • @user_kH9bw3ns1
    @user_kH9bw3ns1 8 месяцев назад

    top shelf

  • @banamalikarmakar9644
    @banamalikarmakar9644 8 месяцев назад

    Springs Of Nectar Gifted...

  • @রাঙামাটিরপথে
    @রাঙামাটিরপথে 8 месяцев назад

    হরিমতী, কাননবালা, ইন্দুবালা দেবি। গানগুলো শুনতে যেয়ে বারবারই মনের মধ্যে এই নামগুলোই ঘুরেফিরে আসছিল। কাজী নজরুল ইসলাম স্বয়ং নিজে উপস্থিত থেকে সুর দিয়ে সমাজের নিম্নবর্গের এই মানুষগুলোকে দিয়ে নজরুল সংগীত গাইয়েছিলেন। আসলে নজরুল তো শুধুমাত্র একজন তাত্ত্বিক মানবতাবাদী ছিলেন না। তিনি লেখায় এবং মুখে যা বলতেন কাজে কর্মে সেটা করেও দেখাতেন। এইসব মানুষদের দিয়ে গাইয়ে তিনি সমাজের উচ্চস্তরে নিম্নবর্গের মানুষদের প্রবেশ ঘটিয়েছিলেন। যাইহোক আজকের লেখার প্রসঙ্গ সেটা না। নিরুপমা রহমানের কন্ঠের নজরুল সংগীত আমাকে মনেকরিয়ে দিল উনাদের কন্ঠে গাওয়া আদি এবং অকৃত্রিম নজরুল সংগীতের কথা। খুবই উপভোগ করলাম। উনার কণ্ঠের মাধুর্যতায় অপ্রচলিত এই গানগুলোও পরম আপন মনেহলো। চোখ বন্ধ করে শুনলে মনেহয় যেন সরাসরি আসরে বসে গানগুলো শুনছি। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। অনেক অনেক শুভ কামনা নিরুপমা রহমানের জন্য। এমন আরও অনেক সৃষ্টির দাবী জানিয়ে গেলাম। ধন্যবাদ।

  • @subhenduc
    @subhenduc 8 месяцев назад +2

    Devine voice. Cannot be sung any better. Already listened more than 5 times. Please keep singing. Requesting the channel owners to promote her music as much as possible. If you don't good Bangla music will be replaced with junk.

    • @MCR0709
      @MCR0709 5 месяцев назад

      টেনশন নিয়েন না ভাই

  • @SubrataMoitra-oj2gn
    @SubrataMoitra-oj2gn 8 месяцев назад

    Bet
    Ll 7:14

  • @kamalkabirbd1
    @kamalkabirbd1 8 месяцев назад

    অসাধারণ 🙏