ইদ্রাকপুর কেল্লা | কাচারি ঘাট - মুন্সিগঞ্জ -এক ঐতিহাসিক নিদর্শন | Idrakpur Fort Munsiganj

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • ইদ্রাকপুর কেল্লা -কাচারি ঘাট | Idrakpur Fort| Munshiganj - Kacharipara
    বাংলার সুবেদার মীর জুমলার আমলে নির্মিত এটি মোঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সুবে-বাংলার রাজধানী ঢাকাকে সুরক্ষা ও প্রধান নদীগুলোতে মগ, পর্তুগীজ হার্মাদ জলদস্যুদের দমন ও গতিবিধি লক্ষ্য রাখতেই এটি নির্মাণ করা হয়। কিন্তু অযত্ন আর অবহেলায় ক্ষতি হয়েছে নান্দনিক এই প্রাচীন নিদর্শনটির।
    নদীবেষ্টিত রাজধানী ঢাকা। মগ ও পর্তুগিজ জলদস্যুদের কবল থেকে নগরটিকে সুরক্ষিত রাখতে মোগল আমলে ইছামতী নদীর তীরে নির্মাণ করা হয় ইদ্রাকপুর কেল্লা ( Idrakpur Kella) বা দুর্গ। ইছামতী ও মেঘনার সঙ্গমস্থলে দুর্গটি তখন সামরিক কারণে গুরুত্বপূর্ণ ছিল। ধারণা করা হয়, এটির নির্মাণকাল বাংলার মোগল সুবাদার মীর জুমলার শাসনকালে (১৬৬০ খ্রিষ্টাব্দ)।
    এরই ধারাবাহিকতায় পরবর্তি ১০০ বছরে তিনটি দূর্গ গড়ে ওঠে যার একটি হলো ইদ্রাকপুর দূর্গ (অন্য দু'টি হাজিগঞ্জ দূর্গ ও সোনাকান্দা দূর্গ)
    ৩৫০ বছরের বেশি পুরোনো স্থাপনাটির অবস্থান বর্তমান মুন্সিগঞ্জ জেলা সদরে। কালের পরিক্রমায় সেই ইছামতীর গতিপথ পাল্টে গেছে। তবে দুর্গটির এক থেকে তিন কিলোমিটারের মধ্যে ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষ্যা নদী এখনো বহমান। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সম্প্রতি ইদ্রাকপুর কেল্লা সংস্কারের উদ্যোগ নিয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী, দুর্গের ভেতরে জাদুঘর ও সংস্কৃতিকেন্দ্র স্থাপন করা হবে। প্রথম ধাপের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় ধাপের কাজ শুরুর প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত।
    #IdrakpurKella
    #ইদ্রাকপুর কেল্লা
    #IdrakpurFort

Комментарии • 2