NIJHUM SHONDHAY PANTHO PAKHIRA II SOROLIPI II SEYLON MUSIC LOUNGE
HTML-код
- Опубликовано: 11 ноя 2024
- নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
মূল শিল্পী - লতা মঙ্গেশকর
কাভার - তানজিনা করিম স্বরলিপি
কথাঃ পুলক ব্যানার্জী
সুর ও সঙ্গীতঃ হেমন্ত মুখার্জী
ছায়াছবিঃ মণিহার (১৯৬৫)
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
এজেন্সিঃ ক্রিয়েটো
DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
#seylontea
#seylonmusiclounge
Sylon কে অনেক ধন্যবাদ। চির নূতন এই বাংলা গানগুলো আপনারা স্বরলিপি, part music, একেবারে অবিকৃত রেখে আশ্চর্য প্রতিভার গায়নে গেয়েছেন। সেখানেই আসল ভাললাগার স্ফূরণ। তাঁর সঙ্গে প্রত্যেকটি টিম মেম্বারের আশ্চর্য মিষ্টি হাসির প্রাণময় শরীরী ভাষা। সব মিলিয়ে বারবার শোনার নেশা জাগাবেই। আপনারা চালিয়ে যাবেন। আমার শুভেচ্ছা রইল।
সম্পূর্ণ সহমত।
Qqqqqqqq1
111111111
11
সত্যি ভাবতে অবাক লাগে আমাদের দেশে এত সুন্দর প্রতিভাবান শিল্পী রয়েছে। ধন্যবাদ সিলন টি।
মন ভরে গেল অসাধারণ গেয়েছ স্বরলিপি, যন্ত্রশিল্পীরাও চমৎকার বাজিয়েছেন। সিলন এর ব্যানারে স্বরলিপির কন্ঠে আরো গান শুনতে চাই।
"সিলন মিউজিক লাউঞ্জ" এর মতো অনন্যসাধারণ আয়োজনের জন্য "সিলন টি" কে অনেক অনেক কৃতজ্ঞতা। সেই সাথে দুটো অনুরোধ- (১) আমাদের বাংলাদেশের শিল্পীদের গাওয়া কালজয়ী গানগুলোও পরিবেশন করা হোক। (২) প্রত্যেকটা গানের ডিসক্রিপশন বক্সে ওই গানের সম্পূর্ণ বাণী সংযোজন করা হোক। ধন্যবাদ।
Seylon tea কে অনেক অনেক ধন্যবাদ আধুনিক গান গুলাকে আবারো নতুন করে শুনানোর জন্য। এবং পার্থ দাদাকে এই রকম আয়োজন করার জন্য । কবে যেন এমন করে আরেকটি গান নতুন করে শুনবো সেই অপেক্ষায় থাকি এবং পরবর্তী গানের আশায় থাকলাম। 🎧🎤🎶📯🎷🎸🎻🎺
নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।
ধন্যবাদ ভাই লিখার জন্য।
tnks
পার্থ দাদা,তানজিনা করিম স্বরলিপি আপুকে এবং অন্য সব কলাকুশলীদের জানাই অন্তরেরঅন্তস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমাদের এভাবে আরো উপহার দিয়ে যাবেন এই প্রত্যাশা রইল
কালজয়ী গানগুলি ওপার বাংলা থেকে তুলে ধরার জন্য ধন্যবাদ। যদিও সুরের কোন সীমানা হয় না, প্রচেষ্ঠাকে কুর্নিশ।🙏🙏🇮🇳🇮🇳
একদম ঠিক ।
একদম ঠিক কথা বলেছো দাদা,,,,,
একেবারে ঠিক দাদা।
কেন দাদা আমাদের দেশের শিল্পীরা বেশ ভালো গাইছে।🙏🙏🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমি ভারতের West bengal থেকে বলছি। দারুন দারুন। কিছু বলার ভাষা নেই.... এইবার আশা ভোসলে জির গাওয়া গান চাই।
Superb and heart-touching.
ভাই আমিও ভারতের লোক,কিন্তু বাংলাদেশের ও লোক,অভয় দেশ আমার।সত্যি মনোমুগ্ধকর গান।
@@sblitu9472 l
এই সমস্ত গানেও যারা ডিসলাইক দেয় তারা যে কতোটা সুন্দর মনের মানুষ তা আর বলার অপেক্ষা রাখে না।মন বলছে এরা গানের গ ও বুঝেনা।
1st comment.
ছোটবেলা থেকেই গানটাকে ভালোবাসি। গানটা শুনলে যেন মনে হয় দুর্গাপুজো এসে গেল।
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this song and beautiful presentation.
Immense gratitude to your father for gifting us with this memorable piece. 🙏
@@md.nazmussakib7363 Thank you for your comments.
Respect for pulak bandhapadhay sir
গায়িকা স্বরলিপিকে ধন্যবাদ l SEYLON Music এর ষ্টুডিও , সাউন্ড সিস্টেম , ওভারঅল বাব্স্থাপনা , ভালো লাগা ভালো গানের নতুন talented দের দিয়ে পরিবেশনা এবং কি বলব মিউজিক পরিচালনা আলাদা মাত্রা এনে দিয়েছে l সর্বপরি আমি বাক্তিগত ভাবে SEYLON Music এর প্রেমে পরে গিয়েছি l
অসংখ্য ধন্যবাদ সেলন টি প্ল্যাটফর্ম কে। দারুন দারুন গান উপস্থাপনা করার জন্য 💝
মনকে ছুঁয়ে গেল। চিরকালীন বাঙলা গানের সঙ্গে নতুন প্রজন্ম কে সুন্দর ভাবে পরিচয় করিয়ে দেবার জন্য তোমাদের সব শিল্পী দের ধন্যবাদ। চালিয়ে যাও
Seylon tea মানেই পুরানো দিনের গান গুলি নতুন ভাবে কাছে পাওয়া।।
আমার সাথে কে কে একমত সাড়া দিন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমারও খুব ভালো লাগছে
🥰🥰🥰🥰🥰
Ki
@@mainakvlogs8351 😑😑
Are bhai typing mistake
ঢাকায় আজকের সন্ধ্যাটা ছিল খুব বিষণ্ণ।এইমাত্র গানটি পেয়ে মনটা ভাল হয়ে গেল। ধন্যবাদ, শুভরাত্রি।
Darun laglo satti 👍
What a performance, what a voice, great job, all the best.
Bjjijuii
মেদিনীপুর থেকে, কি লিখব? ভাষা হারিয়ে গেছে। আনন্দে চোখে জল এসে গেছে।
এ-ই সুর চিরকাল থাকবে ই চিরচেনা সুনলে মনের অজান্তেই কখন জেন হারিয়ে জাই জানি না। নতুন করে কিছু বলার নাই। অপূর্ব।
Seylon tea মানেই পুরানো দিনের কালজয়ী শৈশব-কৈশোর নতুন ভাবে কাছে পাওয়া .ধন্যবাদ Seylon tea।
কি যে সুন্দর কী তা বলবো।একটা শূন্যতা চলে আসে বুকের ভিতরে কি যেনো খালি মনেহয়।অতীত তুমি যতোটাই নির্মম হও তুমিই আমার কাছে সেরা।আর একবার ফিরে পেতে চাই
Seylon tea মানে পুরনো কে নতুন ভাবে চমৎকার মন দোলানো উপস্থাপন । যা কখনও মিস করতে চাই না ধারাবাহিক চলুক এই প্রচেষ্টা । ধন্যবাদ শিল্পী কলাকুশলী সকল কে।
Sylon team কে অশেষ ধন্যবাদ। আমি একজন ভারতীয়। এই গানগুলি শুনে খুব ভালো লাগছে আরো গান চাই নতুন নতুন লতা দিদির।
গ্রামের শৈশব-কৈশোর মনে পড়ে গেলো। ইসস কি দুশ্চিন্তামুক্ত দিন ছিল তখন!!!!!
অপূর্ব। সমস্ত শিল্পী অসাধারণ।
Nice
কলকাতায় Seylon ব্র্যান্ডে অনুষ্ঠান করার ব্যবস্থা করুন।
একমত আমিও BD থেকে 🇧🇩
#AH singer
অসাধারণ, অনেক অভিনন্দন দরদী আপনাকে অবিরাম অন্তহীন।
Apurba geyechen .Dhanyabad puro teamke.
সব শিল্পী র গান না শুনলে বোঝা যায় না যে আরো সব কতটা ভালো গান টা গায়। খুব ভালো লাগলো আপনার গান।।।
Sylon Music এর কাছে কৃতজ্ঞ,এত সুন্দর করে গান গুলো উপস্থাপনা করার জন্য।
Parabéns ao grupo musical do Brasil! Congratulations to the musical group!!! My heart keeps singing when listening the singer's beautiful Voice with a pleasant timbre!!!
দেখার আগেই লাইক দিলাম। সিলনের উপর আস্থা আছে বলে।
আমিও তাই করি,,,,
Excellent . Mon ta poritipto gan ta shune.
Salute apnader ke. Sotti eto sundar kore present korchen ei gaan guloke. Vabai jai na.
তোমার খোঁজে হাজার বর্ষা হেঁটে এসে শুনি, এ- পথে আসোনি তুমি।
মায়াবিনী... 💝💝
দারুন। কিছুক্ষণ এর জন্য প্রাণ এ প্রাণ এলো। মিউজিক টিম ও দারুন।
সত্যি আপনাদের পরিবেশন ও দারুন প্রতিটা গান আহা নতুন প্রজয়ন্মের মুখে... সত্যি বলার ভাষা রাখে না ....পুরো গুলো তো গোল্ড ...আপনারা ও পেরিয়ে গেলেন আপনাদের প্রচেষ্টা ও অসাধারণ ।ধন্যবাদ
স্বরলিপিতে লিখে রাখার মত অসাধারণ হয়েছে কাভারটা!🥰
কলকাতা থেকে বলছি খুব ভালো উপস্থাপনা।
Asadharan...... . Khub Bhalo Laglo Aapnar Gan . Dhonyobad O Subhechha Roilo A apnar Jonyo .
Ei meye tomar gaan ami ei prothom shunlam! Eto shundor kore geyecho Lota ji r gaan! Thanks again to Sylon Music for their outstanding presentation!
আমার প্রছন্দের একটি ♬ ♬। অনেক অনেক ধন্যবাদ Seylon music launch
খুবই ভালো লাগার একটি গান 😍
সুন্দর কভার 😍
ছোটবেলায় গানগুলি শুনে বড়ো হয়েছি কিন্তু একটা সময় হারিয়েই গেল খুব ভালো লাগল নিঝুম সন্ধ্যায়।ধন্যবাদ অনেক
you sang it perfectly !! sharalipi apu was in zee bangla saregamapa top 15 on season2012
সেলোন টী আপনাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আর পার্থবাবু আপনার এরেঞ্জমেন্ট খুবই সুন্দর। আমি আপনাদের ওখানকার ''তাপস'' এরও এরেঞ্জমেন্ট শুনেছি। যদিও তাপস মুলতঃ ফোক সং নিয়েই কাজ করতে ভালবাসে। তবে পার্থবাবু আপনি সত্যিই বাহবাযোগ্য কাজ করছেন।
অসাধারণ গেয়েছেন স্বরলিপি। শুভ কামনা...
Asadharan silpi k Thank you. Thank You seylontea er Partha babu k. w,B Howrah.❤
Khub Sundar sound quality osam
গানের শব্দ গুলো ও সুর অপূর্ব তাঁর সঙ্গে জড়িয়ে আছে অংগ ভংগিমা মনে হয় জেন ভালো বাসার চাদরে মোড়ানো একটুকরো ভালো বাসা অসাধারণ।
What a performance by the beautiful voice and melody of the song by Sorolipi!!! It reminds me the old days when we were coming from Chittagong on the way to Comilla Victoria College. They used to play these kinds of music in the bus all the time. Thanks for uploading this beautiful song.
Brilliant talented artist singing a beautiful class song
Seylon Music Lounge is one of the most talented-it is better than Calcutta's talent. Please note that I am from Calcutta .My only complaint is that we need more songs- we are getting addicted.
Well said bro...I appreciate your time...
Love form bd...
Tone
Amar ei gan onek valo legeche 😍😍🥰🥰Wow☺☺
মনিহার সিনেমার এই গানটা বড়ই মধুর। অনেকদিনের হারানো সুর ফিরিয়ে দিল।
সিলন মিউজিক এর সেরা অন্যতন একটা গান
Ami sr. Citizen. Ei singer gan sune Ami Amar young age Chole gachi Mone Hoi. God bless this young lady.
Khob misty kontho go.. 😍😍
fabulous. very authentic melody. very mind boggling.
আপনাদের গান আমার ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়িয়ে দেয়.... পব সময়ের মতো এই গানটাও সুখশ্রাব্য, মন জুড়ানো.....
ওই ঝুঁটি বাঁধা বাঁশি বাদকের প্রশংসা না করে পারলাম না। বলতে গেলে সব বাজনা বাদক খুবই চমৎকার বাজিয়েছেন। আমার সেলাম সবাইকে।
খুব খুব সুন্দর গান শুনিলে ঘুম আসে আরও শনতে ইচ্ছে করে
Heart touching.So heartfelt thanks to Sarolipi.
beautiful bhadramahila geyechen beautiful gaan. amar onek onek shubhechha roilo. ~ sanjoy Mukherjee from calcutta india.
খুব সুন্দর পুরানো দিনের কথা মনে পরে যায় আমি বাঙালি চিরদিন এই গান গুলো মন ভরিয়ে দেয় ,আমাদের পরবর্তী প্রজন্ম এতো ভালো গাইছে ভালো লাগলো,
From West bengal. Khub sundar tomader aayojon . Akta request rakchi jodi paro " MADHU MALATI DAKE AAI " .🙏🙏🙏
গানের সুর ,কথা সব মিলিয়ে fascinating
Love form India ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Medinipur West Bengal
আপনাদের গান খুব ভালো লাগলো ধন্যবাদ। ,,,,,, ছোট লোকই অ্যাডর ঘিন্না লাগলো ভালো থাকবেন,,,,,,,,
গানটা আমার প্রাণ ছুঁয়ে যায়........
Excellent songs writer presenters wonderful stage, excellent musicians on flute,
Thanks Seylon organiser thanks to Partho sir
Apnadar song gulo khub valo laga ami sob somoy apnadar song suni
I love your videos your my favourite
RUclipsr
💙💜💙💜💙💜💙💜💙💜💙💜
অতৃপ্ত হৃদয়ে সুর
Bah vari mishti gwala 👌👌👌👌👌👌👍👍👍👍
খুবই খুবই অসাধারণ গান❤️❤️
So beautiful...💘💘💘
💘💘💘
Osadharon arrangement r osadharon production,,,,, love from WB
ওপার বাংলার মাটিতে এমন সব শিল্পীরা ছিলেন জানা ছিল না দারুন পুরানো গান গুলি লিজা নন্দিতার কন্ঠে আরো বেশী করে শুনতে চাই
কতটুকুই বা জনেন আমাদের দেশের সম্পর্কে??
Jene labh sob haramkhor @@lamisachirpy9473
Misti gayokite misti nostalgia....bishon bhalo laglo abar abar abar. Ageo dekhechi, abar dekhchi abar dekhbo. Onbaddo.
Very nice and charming,
Partho da . tanjina Karim sarolipi and others kolakusale all sector many thanks
বাহ্। দারুণ।
আহ প্রাণ জুড়ে যায়
Beautiful voice and beautifully sang an old classic.
এই শিল্পীর কন্ঠে গানটা সত্যি অসাধারণ সুন্দর লাগছে। মনকে ছিড়ে নিতে চায়। 🌺✴️🌺সাব্বির খান
সব সময় অপেক্ষায় থাকি, সিলনের এই মনো মুগ্ধকর পরিবেশনার জন্য।
Khub khub sundor 👌👌👌👌👌👌✌✌✌👍👍👍👍👍🙏🙏🙏👏👏👏👏👏👏
এক কথায় অপূর্ব ----
Excellent. Every singer is superb. The music arrangements, music is mind blowing.
অসাধারণ হয়েছে।
Mayer kache prothom shona gan egulo❤
You are raising the bar..........the level and quantum of expectations. Please carry on with the good work
আমার মোস্ট ফেভারিট একটা গান♥
Etto sundor gaan Amar prio gaan .Khub valo laglo.
I am soooo happy by finding that BD people also love Bengali song from WB. This singer has a sweet voice.
Etto sundor gaan bar bar sunte mon cha
Heavenly rendition by the lady. Lataji would hv been proud👏👏👏🌹🌹🌹
সত্যি অসাধারণ
অমার অনেক প্রিয় গান। নাইচ
বহুদিন পর এই গান টা শুনে সেই ছোটবেলার দিকটা ফিরে পেলাম