AKASH MEGHE DHAKA II LUIPA II SEYLON MUSIC LOUNGE

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 605

  • @AnupamDas
    @AnupamDas 3 года назад +21

    চিত্রা সিং এর প্রতি সম্পুর্ন শ্রদ্ধা রেখেই বলছি, এই গানে লুইপার কন্ঠ আমার স্মৃতিতে চিত্রা সিং এর গানের অনুভূতি কে ছাড়িয়ে গেছে। লুইপার অদ্ভুত মিষ্টি কন্ঠ আর এত নিখুত সুরে এই গানটাকে আমাদের সামনে নিয়ে আসার জন্য পার্থদার প্রতি কৃতজ্ঞতা।

  • @swapanbhattacharya4155
    @swapanbhattacharya4155 4 года назад +54

    গানের চয়ন অতি উৎকৃষ্ট। যারা সঙ্গত করছেন অত্যন্ত প্রতিভাবান। সর্বোপরি কন্ঠ দিচ্ছেন যারা, অসাধারণ। মূল গানটির বিকৃতি না ঘটিয়েও পুরোনো গানগুলি যে যথাযথ উপস্থাপনা করা যায় তার আদর্শ উদাহরণ সিলন মিউজিক। চলতে থাকুক।

    • @kalyankumarsarkar2431
      @kalyankumarsarkar2431 Год назад

      What a fantastic voice god bless you ,our damand this tipe songs by your artice continues process, pl try.

    • @bongshrikanta
      @bongshrikanta Год назад

      😊

  • @riajulislammamun9529
    @riajulislammamun9529 4 года назад +25

    সিলনের এ্যারেঞ্জমেণ্টের আগে অন্তত একশত বার শুনেছি গানটা। কিন্তু আশ্চর্য হলাম লুইপার কণ্ঠে শুনে। একটিবার ও মনে হয়নি লুইপা গাইছেন। যেন চিত্রা সিংয়ের সেই দরদী কণ্ঠের মাঝেই হারিয়ে গিয়েছিলাম। পারফেক্ট সিংগিং। অনেক অনেক ভালোবাসা লুইপা😍

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +1

      অনেক ধন্যবাদ ❤️

    • @asitdutta5295
      @asitdutta5295 2 года назад

      Sushobhit jeno kantho jug jugantare hridoyer athi priyo somriddheyi sera gane Asim kurunaiy sreshto apurbo.

    • @brbcables330
      @brbcables330 2 года назад +1

      @@asitdutta5295 অভ্র কীবোর্ড ব্যবহার করেন ব্রাদার। আমার দাঁত নড়ে গেছে।

  • @biplabpandit8376
    @biplabpandit8376 4 года назад +62

    গান তো অনেকেই গায়। কিন্তু যার কন্ঠ হৃদয় ছুঁয়ে গেল তার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
    ধন্যবাদ লুইপা।🙏❤️

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +1

      অনেক অনেক ধন্যবাদ। 🙏❤️

    • @indranilsarkar3236
      @indranilsarkar3236 3 года назад

      @@LUIPAOFFICIAL darun
      Apni ki bangladesh e thaken ??

  • @mosharrafsarder7201
    @mosharrafsarder7201 4 года назад +46

    Syelon এ সবার গান এতো সুন্দর লাগে কেন বুঝতে পারিনা। এখানকার মিউজিশিয়ানরা সত্যিই খুব কোয়ালিটি সম্পন্ন।
    আমি বড়ই ভক্ত হয়ে গেছি।
    সিলনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

  • @giasudin
    @giasudin 4 года назад +13

    আমার বাবা শুনতো, আমি শুনছি, আমার সন্তানও শুনছে। কি বলে বুঝাব, খুবই ভালো লাগলো। শিল্পী ও সকল কলাকৌশলিদের অনেক ধন্যবাদ।

  • @gmzulfiquerhaider8014
    @gmzulfiquerhaider8014 4 года назад +5

    লুইপা তোমায় ঈশ্বর বোধহয় নিজের হাতে মিস্টি কন্ঠি বানিয়েছেন, যেথায় গাও, যে গানই গাও মনপ্রান জুড়িয়ে যায়। অনেক অনেক আশির্বাদ করি যেন এভাবেই দুখি বাংলার মানুষের মন ভোলান গান অনেক অনেক দিন গেয়ে যেতে পার

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +1

      অনেক অনেক ধন্যবাদ। এটাই বড় পাওয়া 🙏❤️

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 11 месяцев назад

      Ganty valo lasey. Apu. Amer adonik gangolo koob valo) lage

  • @russellkhan8784
    @russellkhan8784 4 года назад +6

    কিচ্ছু বলার নেই, এক কথায় অসাধারণ। তবুও আমি শুধু লুইপাকে বলবো-" আপনি এগিয়ে যান "।
    পার্থ দা, আমি শুধু আপনাকে বলছি, "আপনি আবারও পুরনো দিনের কথা নতুন করে ভাবতে বাধ্য করলেন"।
    আপনাকে আবারও ধন্যবাদ।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ 🙂

  • @rash3dulhasan
    @rash3dulhasan 4 года назад +59

    পার্থ দা, অসাধারণ আপনার ক্রিয়েশন!
    লুইপা দারুণ গেয়েছে, দারুণ।
    কালজয়ী গানগুলো বেঁচে থাকুক এভাবে🥰

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +4

      অনেক ধন্যবাদ 🙂

    • @kakalibiswjit9521
      @kakalibiswjit9521 4 года назад

      Pran bore jay

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 8 месяцев назад

      Ata. Manlam. Na. Zadin. Pase. Takbe. Sadini. Kali. Mone. Porbye. Ta. To. Hoy. Na. Apu.. Akon. O. Son. Te. Hobye.... Mager. Teke. Ber. Hoye. Aso. Kota boli... Soneso. ...

  • @hktrrazu
    @hktrrazu 3 года назад +113

    শ্রেয়া ঘোষালের গান শুনতাম আর ভাবতাম এমন একজন যদি আমাদেরও থাকতো। লুইপা সেই আফসোস টুকু দূর করে দিয়েছে। আর পার্থ বড়ুয়া গান শুনিয়ে আমাদের কৈশর আনন্দময় করেছেন, আর এখন কালজয়ী এসব গানকে নতুন প্রজন্মের সুরেলা কন্ঠে ডিজিটাল ফরম্যাটে ধারণ করে সংরক্ষণের চমৎকার আয়োজন করেছেন। সকলের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা 💜

    • @skylark304
      @skylark304 3 года назад +1

      INTELLIGENCE , BEAUTY AND HEALTH ARE NOT THE MONOPOLY OF ANY NATION , ANY COUNTRY OR ANY RACE ; IT'S UNIVERSALLY DISTRIBUTED ! TODAY , YOU THINK BANGLADESH THAT DIDNOT HAVE ANY EXISTENCE BEFORE 1971, THE MAN WHO DID WAS ASSACINATED MERCILESSLY . WE NEVER KNOW TOMORROW WHAT WILL HAPPEN

    • @bibhashchandrabasu9260
      @bibhashchandrabasu9260 3 года назад

      @@skylark304 q

    • @mahmudarasheuly9704
      @mahmudarasheuly9704 2 года назад +2

      Akdom thik bolechen. Ami vabtam amii shudhu asob vabi

    • @shuvosharma9654
      @shuvosharma9654 2 года назад +5

      সঠিক মূল্যয়ন পায় না আমাদের শিল্পিরা তাই কখনো শ্রেয়া হতে পারে না

    • @souravchakraborty6022
      @souravchakraborty6022 2 года назад +1

      নাম যাই হোক এতো ভারতেরই অংশ তাই প্রতিভা থাকবেই।তার উপর বাংলার মাইয়া।নাম যার লুইপা ।

  • @nkksiddique9065
    @nkksiddique9065 4 года назад +3

    গানটা অনেক সুন্দর। লুইপা গেয়েছেও চমৎকার। সর্বোপরি পার্থের নির্দেশনা। দারুন হয়েছে!

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ ❤️

  • @mrinmoyrana9883
    @mrinmoyrana9883 4 года назад +72

    কী করে জানিনা আমি এই ধরনের গানগুলোর প্রেমে❤️ পড়ে গেলাম। কোনোদিন এই ধরনের গান আমি শুনতাম ই না । কিন্তু এখন আমি সেই আমি আর নই। ধন্যবাদ আপনাদের, আমাকে এই ধরনের গানের সাথে পরিচয় করানোর জন্য।

    • @husnejahan110
      @husnejahan110 4 года назад +3

      Jj

    • @mampighosh8846
      @mampighosh8846 3 года назад +2

      আমার ও তাই।

    • @md.osmangani5572
      @md.osmangani5572 3 года назад +2

      আমারও একই অবস্থা

    • @vishon30
      @vishon30 3 года назад +2

      মনের কথাই বলেছেন

    • @MRHBKJK
      @MRHBKJK 3 года назад +1

      আমি পুরাতন গানের প্রতি অনুরক্ত। আশা করি পুরাতন ইংলিশ গান ও শুনবেন

  • @babulgomes6550
    @babulgomes6550 4 года назад +49

    দারুণ গেয়েছ লুইপা , একেবারে চিত্রা সিং এর মতো । অসাধারন। কেউ যদি এই গানের অডিওটা শোনে , বলবে চিত্রা সিং গাইছে।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +5

      অনেক ধন্যবাদ। দোয়া করবেন ❤️

    • @shinewithshimu5524
      @shinewithshimu5524 4 года назад

      Hmm

    • @anindyabakshi2010
      @anindyabakshi2010 4 года назад +1

      @@LUIPAOFFICIAL খুবই ভালো গেয়েছেন.... আপনার সাফল্য কামনা করি...

    • @md.jihadsikder552
      @md.jihadsikder552 3 года назад

      W

  • @kotha.Priyo-1995
    @kotha.Priyo-1995 4 года назад +2

    লুইপা অাপুকে প্রথম চিনেছি এস ডি রুবেল দাদার একটি লাইভ শো-তে উপস্থাপিকা হিসেবে..
    এরপর খুঁজে খুঁজে অাপনার অনেক গান শুনেছি। সিলনে গাওয়া অামার চোখের জলের মাঝে গানটা শুনি, ওটা অামার মনে পড়লেই শুনি। এতোটা মিষ্টি কন্ঠ....

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ

  • @ruksanaruksana9059
    @ruksanaruksana9059 3 года назад +5

    অবিকল চিত্রা দির মতোই অসম্ভব সুন্দর এবং মন ভরে গেলো❣️

  • @gmzulfiquerhaider8014
    @gmzulfiquerhaider8014 4 года назад +1

    এমনিতেই চিত্রা সিং এ-র অনবদ্য একটি গান,কালজয়ী। তারওপরে লুইপা গেয়েছে, সোনায় সোহাগা একেই বলে।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক অনেক ধন্যবাদ। 🙏

  • @mehedifayez2722
    @mehedifayez2722 4 года назад +21

    কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কন্ঠে নতুনভাবে উপস্থাপন করবার জন‍্য Seylon Music Lounge এর প্রতি কৃতজ্ঞতা!

  • @gmhelaluddin3882
    @gmhelaluddin3882 3 года назад

    এককথায় অসাধারণ , মুগ্ধ, ব্যাবস্থাপনা,রুচিসম্মত গান, উপস্থাপনা, কলাকুশলীদের বাদ্য-বাজনা, বিশেষ করে বংশীবাদক ম্যাডামের প্রেমে পড়ে গেলাম,শিল্পীর ব্যাক্তিত্বের নমুনা পাওয়া যায়, ধন্যবাদ সিলং কমিটি কে এ রকমের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য,

  • @emadkhan1857
    @emadkhan1857 4 года назад +2

    লুইপা আমার একমাত্র ক্রাশ। ইউটিউবে আসি একমাত্র লুইপাকে দেখার জন্য। আমার ফোনে সব লুইপার গান।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      ধন্যবাদ। দোয়া করবেন 🙏

  • @ramaprasadmitra8356
    @ramaprasadmitra8356 Месяц назад +1

    Jamon Misti meya, tamon misti gaan, Khub sundor geyache- vlo hoak, aei singer er Jibon-ke bolte para sreya ghosal ke cross kora jaba na? Aei kamona kori anek vlo hoak Luipar

  • @aninditasinha1992
    @aninditasinha1992 4 года назад +4

    আকাশ মেঘে ঢাকা শাওন
    ধারা ঝরে
    যেদিন পাশে ছিলে সেদিন
    মনে পড়ে ।।
    আকাশ মেঘে ঢাকা শাওন
    ধারা ঝরে
    সেদিনও এই ক্ষনে সজলও
    ছিলো হাওয়া
    কেয়ার বনে তারো ছিলো যে
    আশা যাওয়া ।।
    যুঁথির সুরভিতে
    আঙ্গিনা ছিলো ভরে
    আকাশ মেঘে ঢাকা শাওন
    ধারা ঝরে
    যেদিন পাশে ছিলে সেদিন
    মনে পড়ে ।
    আকাশ মেঘে ঢাকা শাওন
    ধারা ঝরে
    এখনো সেই স্মৃতি বুকেতে
    বয়ে চলি
    নিজেরো সাথে আমি নিজেই
    কথা বলি
    স্মৃতির মনিমালা সবার
    চেয়ে দামি
    আজও তা পড়ে আছি
    ভুলিনিতো কিছু আমি ।।
    এখনো বসে আছি হারানো
    খেলা ঘরে
    আকাশ মেঘে ঢাকা শাওন
    ধারা ঝরে
    যেদিন পাশে ছিলে সেদিন
    মনে পড়ে
    আকাশ মেঘে ঢাকা শাওন
    ধারা ঝরে

  • @shikhachoudhury9522
    @shikhachoudhury9522 4 года назад +1

    কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না মিউজিক ও গান শুনে আমি অবশ হয়ে গেছি ।ধন্যবাদ শিলোন টি ।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      ধন্যবাদ আপনাকেও

  • @raazprotapsaha2981
    @raazprotapsaha2981 4 года назад +1

    চোখ বুঝে শোনে গানটা শোনলাম মনে হল চিত্রা সিং এর কন্ঠে শুনছিলাম।। অনেক অনেক ভাল লাগলো আপু।।।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ 🙂

  • @anselmraksam9756
    @anselmraksam9756 3 года назад +2

    এই গানটি আমার অনেক ভাল লাগে।। বিশেষত লুইপা আপার কণ্ঠে।। 💕💕 সিলন মিউজিক এর সবগুলো গানই অসাধারণ।।

  • @asefgaming8977
    @asefgaming8977 24 дня назад

    এত সুন্দর একটা গান এত সুন্দর সুর আর কন্ঠ! সত্যি বিমোহিত হয়ে পরি ।

  • @nipanjanmaity1714
    @nipanjanmaity1714 4 года назад +7

    Onek onek dhonnbad seylon music 🎶 k purono gaan gulo k nutun kore young generation er ka6e tule dhorar jonno 👌 form epar bangla (West Bengal🤗

  • @a.k.m.oasiunhalim211
    @a.k.m.oasiunhalim211 4 года назад

    সিলন মিউজিক লাউঞ্জের মিউজিক কম্পোজিটর পার্থ বড়ুয়া ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে।

  • @piyalbanerjee9557
    @piyalbanerjee9557 4 года назад +37

    I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this song and beautiful presentation.

    • @tornedoayela4899
      @tornedoayela4899 3 года назад

      সব জায়গায় একি কথা লেখেন কেনো? আপনি নিজেতো কিছু করতে পারেন নি। একি কমান্ট সব জায়গায় করে নিজের সন্মান খারাপ করবেন না।

    • @satchatful
      @satchatful 3 года назад +13

      @@tornedoayela4899 আপনি নিজে কি করেছেন যে অন্য কাউকে উদ্দেশ্য করে লিখলেন ?
      উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি যিনি তাঁর পরিচ়য় দিয়েছেন অত্যন্ত বিনীত ভাবে।
      এতে তো অসুবিধার কিছু নেই ।যে কোনো মানুষ ই এইরকম বরেণ্য মানুষের পুত্র বা কন্যা হলে সেটা প্রকাশ করবেন,সেটাই স্বাভাবিক।
      তাতে অসুবিধার কি আছে ?
      আমরা যারা সঙ্গীত নিয়ে অবসর যাপন করি প্রত্যেকেই পিয়াল বাবুর সান্নিধ্যে এসে অনেক অজানা গল্প বা ঘটনা জানতে চাই তাঁর স্বর্গত পিতা শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে।
      আপনি এইরকম ব্যক্তি আক্রমণ করে নিজের অসুস্থ মানসিকতার পরিচয় দিলেন ।

    • @adnanabdullah3082
      @adnanabdullah3082 3 года назад +1

      Your Father is a Legend.

    • @kowshikbarua6680
      @kowshikbarua6680 3 года назад

      @@tornedoayela4899 উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আর এমন কিছু না বললে ভালো হয়। আর এরকম করে আমাদের দেশের নাম নষ্ট হবে। তাই অনুরোধ করছি এভাবে কথা না বলার।

    • @kowshikbarua6680
      @kowshikbarua6680 3 года назад +2

      অসংখ্য ধন্যবাদ
      গোটা বাংলা আপনার পিতার এই অনবদ্য সৃষ্টি গানের মাধ্যমে স্মরণ রাখবে।
      আর নিয়মিত কমেন্ট করবেন।

  • @toffazzulislaam8622
    @toffazzulislaam8622 4 года назад +4

    সিলন মিউজিক " এর তুলনা হয় না" আমি এই সব সুন্দর গান গুলির সাথে পরিচয় ছিলাম না" আপনাদের অনুষ্ঠানে মাধ্যমে শুনা 🥰

  • @aditimreeofficial
    @aditimreeofficial 3 года назад +4

    অহ লুইপা দিদি❤
    তোমার কন্ঠের প্রেমে অনেক আগেই পড়েছি। এই গানগুলো শুনে বারবার গানের প্রেমের পড়ছি😍
    মানুষটাও কত মিষ্টি 🥺❤

  • @anjonkumardas282
    @anjonkumardas282 4 года назад +1

    অদ্ভুত এক মাদকতা আছে লুইপার গানে.....একবার শুনি, আবার শুনি, বারবার শুনেও মন ভরে না ❤️
    কবে সামনে বসে শোনবার সৌভাগ্য হবে সেই অপেক্ষায় রইলাম।

  • @azgartube
    @azgartube 4 года назад +1

    লুইপার কন্ঠ এবং সংগীতের বৈচিত্রে গানটি নতুন মাত্রা পেয়েছে।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ

  • @sabina2127
    @sabina2127 3 года назад

    হৃদয় নিড়ানো প্রেমময় সৃতি মুহূর্তে হারিয়ে যাওয়ার গান বাংলা গান,,,এখনো বসে আছি হারানো খেলা ঘরে,,,যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে,,,এক অসাধারণ গায়েকী।

  • @bapidas3474
    @bapidas3474 4 года назад +1

    প্রত্যেকটা গান অসম্ভব সুন্দর হচ্ছে।মিউজিক arangment খুব সুন্দর।💖💖💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖💎💖

  • @shakilmahmudkhansabuj3482
    @shakilmahmudkhansabuj3482 4 года назад +1

    লুইপার কণ্ঠে কালজয়ী এ গানটি অনন্য মাত্রা লাভ করে, এক বাক্যে অসাধারণ।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ

  • @kousikkonar6698
    @kousikkonar6698 4 года назад +2

    স্বর্গীয় পুলক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ এই অসাধারন গান লেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য সেই পুলক বাবু হাওড়া ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। আপনাকে প্রনাম পুলক বাবু

    • @pdhar80
      @pdhar80 4 года назад +1

      দাদা, হাওড়া ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে নয় । ৭ সেপ্টেম্বর, ১৯৯৯ তারিখে হুগলী নদীতে লঞ্চ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

    • @CricHours
      @CricHours 4 года назад +1

      So sad!! But why ...? So beautiful song he wrote..

    • @soohasaahaa3621
      @soohasaahaa3621 4 года назад

      😪

  • @fahmidarahman5848
    @fahmidarahman5848 4 года назад

    অসাধারন আদুরে গলায় আর মিস্টি গাইল লুইপা।শক্তিমান গায়িকা সে।অনেক পছন্দের আর মার্জিত প্রেজেন্টেশনের জন্য লুইয়া আমার ভালবাসার শিল্পী

  • @mh99555
    @mh99555 3 года назад

    সিলং মিউজিক কে অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। আর এই প্লাটফর্মের প্রত্যেকটা শিল্পী ই আমার ভাল লাগে তবে বিশেষ করে লুইপা আপু এবং পিয়াংকা আপু আমার সবথেকে প্রিয়। যেমন দেখতে মিষ্টি কন্ঠও তেমন মিষ্টি।শুভ কামনা রইল।

  • @anikbarua1350
    @anikbarua1350 3 года назад

    এতো ভালো লাগে সিলন মিউজিক এর গান গুলু।।
    এগিয়ে যাও সিলন পরিবার।।
    শুভকামনা

  • @Hostseoit
    @Hostseoit 4 года назад +18

    মূর্ত হয়ে ওঠে হারানো প্রেমের স্মৃতি ......বাংলা গানের সেরা ঠিকানা! ❤️

  • @abhimanyudas1081
    @abhimanyudas1081 3 года назад

    Epar banglar gaan opar banglar golai !! keya baat. Darun gayecho Luipa. Seylon Music Lounge ke onek dhonnobad ei sab kaljoyi gaan gulo ke notun roope poribeson korar prochetsr jonno. Beautiful rendition. Khub bhalo lagche.

  • @faridlimon2365
    @faridlimon2365 2 года назад

    আহ!!!!মন ভরে গেল।।। লুইপা ও সিলন মিউজিক কে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর উপস্থাপনার জন্য। ❣️❣️

  • @shayonboi239
    @shayonboi239 3 года назад

    চিত্রা সিং এর অনবদ্য এই গান লুই পা অবিকল রপ্ত করতে পেরেছে👌

  • @shirsendusaha3882
    @shirsendusaha3882 4 года назад +5

    Excellent presentation....A sweet gift as Sweets after SUBHO BIJOYA...God bless you..keep it up...

  • @deepaktopno909
    @deepaktopno909 3 года назад +5

    Fall in love with Selyon Music, it's all songs are very melodious n heart touching. Listening from Assam.

  • @dilipkroy6316
    @dilipkroy6316 4 года назад +20

    Excellent, Luipa sang beautifully , Thank u Seylon music for uploading the song , With love from Chennai, South India.

  • @sukhamaydas5754
    @sukhamaydas5754 3 года назад

    লুইপাতোমাদের সকলেরই গান শুনে আমি খুবই খুশি ।তোমরা সকলেই আমার খুব প্রিয় ।তবে সিলনেরমিউজিকাল ইন্স্টুমেন্ট এ যারা আছে তারাও অনবদ্য ।তাই গানগুলো বিশেষ আকর্ষণ করেছে ।
    গান যেমন নায়ক নায়িকা দের Public
    Public attractions তৈরি করে ।সিলনোতোমাদের গান অতিসুন্দর ও মধুরতা দিয়েছে
    Thanks to all.

  • @sanjoykumar5765
    @sanjoykumar5765 Год назад

    লুইপা! কোন কথা হবেনা বস।সত্যি অসাধারণ।

  • @kamalchakraborty9888
    @kamalchakraborty9888 Год назад

    নন্দিতা খুবই অসাধারন ,সিলন টির পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনটির জন্য ❤😊

  • @questionscuriosity9169
    @questionscuriosity9169 4 года назад +1

    লুইপা সব সময়ই অসাধারণ। শুভকামনা রইল সব সময়ের জন্য।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ। দোয়া করবেন 🙂

  • @satyabratabhattacherjee8468
    @satyabratabhattacherjee8468 4 года назад +1

    আপনাদের উপস্হাপনা সবসময়ই চিত্তাকর্ষক। আমি অভিভূত হয়ে গেছি।

  • @gmzulfiquerhaider8014
    @gmzulfiquerhaider8014 4 года назад +3

    তোমার তুলনা শুধুই তুমি লুইপা, ঈশ্বর পরম যত্নে তোমার কন্ঠে সুর সাজিয়ে দিয়েছেন, যেটাই গাও, সেটাই শ্রুতিমধুর তা র চুড়ান্ত পর্যায়ে চলে যায়। তোমায় প্রাণভরে আশীর্বাদ

  • @SajibTripura-hh8ez
    @SajibTripura-hh8ez Год назад

    সিলন টি কে ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤❤❤❤

  • @MdHossain-eu9ti
    @MdHossain-eu9ti 4 года назад +2

    Super super super musicians which insisted to sing properly. Of course she is very good singer but musicians are extraordinary. I can’t believe how they play extraordinary quality music.. unbelievable. Thanks. Md Hossain New York.

  • @ashimchakrabarty5163
    @ashimchakrabarty5163 3 года назад +2

    Excellent presentation. Superb Luipa Madam.

  • @akashscreatives7173
    @akashscreatives7173 4 года назад +2

    দারুণ লাগে আপনাদের সংগীত আয়োজন গুলো। লুইপা আমার খুবই প্রিয় একজন গায়িকা। চায়ের আড্ডায় বসে গানগুলো শুনি Ceylon Tea music Lounge এর

  • @joychowdhury6613
    @joychowdhury6613 3 года назад +1

    লুইপা আপু আমার সেই ছোট বেলাকার ক্রাশ,আপুর গান গুলা আমার অনেক সুইটি লাগে,আহা কত সুন্দর গান আকাশ মেঘে ঢাকা,আপুর কন্ঠটা না অনেক সুইটি,

  • @zahangirkhan2676
    @zahangirkhan2676 4 года назад

    সিলোন মিউজিক এর প্রতিটি গানই অসাধারণ। তাই প্রিয় শিল্পীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার জন্য ভালবাসা।

  • @saccidanandapaulsmran757
    @saccidanandapaulsmran757 3 года назад

    অসাধারণ গেয়েছেন আপু। মন ভরে যায় পুরনো দিনের এই কালজয়ী গানগুলো আপনাদের কণ্ঠে শুনলে।
    পার্থ দা কেও অনেক ধন্যবাদ এই arrangement এর জন্য।

  • @md.abdurrahim3465
    @md.abdurrahim3465 Год назад

    আমি অনেক আগে থেকেই এরকম গানের ভক্ত। ধন্যবাদ সিলন টি কোম্পানি কে

  • @gmbanglahd
    @gmbanglahd 2 года назад +1

    চির অমর গান গুলো,
    বার বার শুনলেও ভালো না লাগা কাজ করেনা।
    লুইপা আপুর কণ্ঠে অনেক ভালো লেগেছে 🎧🎧

  • @asadzrasel6409
    @asadzrasel6409 3 года назад

    বাংলাদেশের বর্তমান প্রজন্মের কোয়ালিটি একমাত্র সম্পন্ন গায়িকা লুইপা

  • @enamulhoquebakul7963
    @enamulhoquebakul7963 4 года назад +2

    Seylon Music Lounge এর প্রতি কৃতজ্ঞতা!

  • @pampakundu1305
    @pampakundu1305 2 года назад +1

    অনবদ্য গায়কী, শ্রুতি মধুর।। ধন্যবাদ🙏💕

  • @rifatraj3799
    @rifatraj3799 4 года назад

    ভালো লাগার মতো সব গান।ধন্যবাদ সিলন মিউজিক এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।

  • @sudiptaadasofficial1639
    @sudiptaadasofficial1639 4 года назад +37

    Extraordinary presentation.. Song selection is just awesome.. & the lady's voice is extremely sweet ❤️

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +1

      thanks a lot for inapiring like this ❤️

    • @salimaldin6753
      @salimaldin6753 4 года назад

      I will like ghis song.

    • @gmzulfiquerhaider8014
      @gmzulfiquerhaider8014 4 года назад +1

      Luipa is our best asset in this generation of melodious singers

  • @arpitachanda9679
    @arpitachanda9679 5 месяцев назад

    Khub sundor gaan purono din ktha mone pore jai very soothing voice Luipa Maam

  • @bangladesh52
    @bangladesh52 4 года назад +4

    High standard voice. excellent music thanks Luipa and PARTHO BORUA dada.

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      thanks. Keep us in your prayers ❤️

  • @kushalbhaskar4401
    @kushalbhaskar4401 4 года назад +3

    খুব একটা প্রচলিত, জনপ্রিয় গান নয়, কিন্তু ভাল গান.... লুইপা বরাবরের মত ভাল.... আর সহযন্ত্রীদের নিয়ে কোন কথা হবে না....

  • @profdrmahannan2977
    @profdrmahannan2977 3 года назад +14

    Excellent, Extraordinary, Exquisite rendition,Luipa..Thank you so much.Uploading of such famous, wonderful melodies by Seylon music lounge will undoubtedly divert our young derailed generation from turbulent music to a significant extent.

  • @pinkykisku8399
    @pinkykisku8399 2 года назад

    এই গানটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয়,,,,,তাই বেশিরভাগ কোন অনুষ্ঠানে এই গানটা গাই,,,,,খুব ভাল লাগলো

  • @sq.ahmeedshafik6118
    @sq.ahmeedshafik6118 3 года назад +1

    বাহ.. অতুলনীয় কন্ঠ..মন ছুয়ে যায় 🌷👍

  • @md.rakibulhasanrawnak8426
    @md.rakibulhasanrawnak8426 3 года назад

    মনে হলো চিত্রা সিং কেই আবার শুনছি❤️🥰। লুইপা এমনিতেই অনেক প্রতিভাবান। শুভকামনা।

  • @PB200708
    @PB200708 3 года назад +11

    Used to love this song in Chitra Singh's voice. You sang it equally breathtaking! lots of love!

  • @pujabhattacharjee5103
    @pujabhattacharjee5103 3 года назад

    অনেক সুন্দর গেয়েছে গানটা লুইপা,মন ছুঁয়ে গিয়েছে,অনেক শুভ কামনা রইলো শিল্পীর জন্য

  • @farhanaakter3582
    @farhanaakter3582 3 года назад

    হুম গানত অনেকে গায়। জার কন্ঠে এ-ই সুর ছুয়ে যায় তার সুর ও অংগ ভংগিমা মনে পড়ে। সব কিছু মিলিয়ে অসাধারণ।

  • @goodjob4993
    @goodjob4993 2 года назад +1

    গানটা শুনে মনটা স্নিগ্ধতায় ভরে গেলো অনেক ভালো গেয়েছে আমাদের প্রিয় শিল্পি 😍

  • @Junior-rm9nw
    @Junior-rm9nw 4 года назад +1

    Sokale sokal ghum theke uthe gaan to shune onk vlo laglo...This song make my day..Voice is next level

  • @sujitkayal2372
    @sujitkayal2372 3 года назад

    ভাষাহীন শ্রোতা আমি ৷ সত্যি অসাধারণ👌👌👌👌

  • @স্বপ্নসৃজন-ন৯ঙ

    অসাধারণ! ভালো লাগে যখন এ অমর গানগুলো নতুনভাবে গাওয়া হয়।

  • @tusharsubhramallik3929
    @tusharsubhramallik3929 4 года назад +1

    Seylon Music ar vocalist der moddhe সবথেকে মিষ্টি voice ar অধিকারিণী... prottek bar e রাজকন্যার moto lage...

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +2

      অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য ❤️

    • @tusharsubhramallik3929
      @tusharsubhramallik3929 4 года назад

      @@LUIPAOFFICIAL yes didi... "আমার চোখের জলের মাঝে..." অসাধারণ গেয়েছো... best wishes... Howrah,West Bengal...

  • @russoahmed1700
    @russoahmed1700 Год назад

    সেদিনও এইখানে ..সজল ছিল হাওয়া..কেয়ার বনে কারো..ছিল যে আসা যাওয়া !..একটুকজানি ফুসফুসানি অন্তরায়..আহা!.. এ বিরহ না থাকলে তো এক মানবজীবন জীবন বৃথা !.. স্মৃতিরও মনিমালা সবার চেয়ে দামি, আজো তা পরে আছি..ভুলিনি তো কিছু আমি..কিন্তু..সবাই তো যার যার নির্দিষ্ট খেলাঘরে চলেই যায়..

  • @vincentchisim9717
    @vincentchisim9717 5 месяцев назад

    অপূর্ব অসাধারণ পরিবেশনা অভিনন্দন আপনাকে 🎉❤

  • @timirnandi9767
    @timirnandi9767 Год назад

    অনবদ্য। নিখুঁত সুরে গাওয়া লুইপার গান শুনে বুঝতে পারছিলামনা কে গাইছে, চিত্রা সিং নাকি অন্য কেউ। তাকে অশেয ধন্যবাদ ।

  • @learnwithsusanta9735
    @learnwithsusanta9735 4 года назад +5

    Awesome voice,ami 1-2to gaan sunechilam,segulo o osadharan chilo, tomar kichu albam RUclips thakle bolo,thanks

  • @manabdeka10
    @manabdeka10 4 года назад +7

    Oh ! Excellent singing. Thanks to the singer as well as to the musicians.

  • @DHAKASTORY
    @DHAKASTORY Год назад

    পার্থ দাদা একটা জিনিস। কি দারুণ আয়োজন।

  • @animeshbaroi7736
    @animeshbaroi7736 6 месяцев назад

    যেদিন পাশে ছিলে, সেদিন মনে পড়ে।
    আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝড়ে।
    আজ আষাঢ়ের এমনি এক মেঘে ঢাকা দিন❤️

  • @syedasohanabakht5144
    @syedasohanabakht5144 4 года назад +1

    আহা কি গানের গলা!!!মন ভাল হয়ে গেল গানটি শুনে😍😍

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад

      অনেক ধন্যবাদ ❤️

  • @timirnandi9767
    @timirnandi9767 Год назад

    এইভাবে কালজয়ী গান লুইপার মতো শিল্পীদের মাধ্যমে বেঁচে থাকুক।

  • @MDHemal-by1tt
    @MDHemal-by1tt 3 года назад +3

    এরকম ক্লাসিক গান আরো চাই। ভালোবাসা রইল সকলের প্রতি ❤️

  • @three_brothers877
    @three_brothers877 4 года назад +7

    Ai sokol Gan guli onektai doudro topto dupure akposla bristir moto..
    Mon juriye gelo

  • @samirchakrabarti2376
    @samirchakrabarti2376 3 года назад

    চমৎকার পরিবেশনা! শুভ কামনা নিরন্তর...

  • @nasimasharmin6680
    @nasimasharmin6680 4 года назад +1

    ওয়াও!
    লুই পা !!!
    my favourite !!!
    i have been waiting for many days for luipa and sylon mix presentation.....
    thank you sulon

  • @shafiqulislamkhan7121
    @shafiqulislamkhan7121 3 года назад

    লুইপা আপুর গান মানেই আমি মুগ্ধ
    খুব সুন্দর গেয়েছে এক কথায় অসাধারণ।

  • @biddutbarua3040
    @biddutbarua3040 2 года назад

    অসাধারণ, মনে হচ্ছে চিত্রা সিং

  • @Parag.Biswas
    @Parag.Biswas 4 года назад +6

    outstanding..thanks Seylon for remembering our childhood....

  • @amarbanglaentertainment459
    @amarbanglaentertainment459 4 года назад +2

    অসাধারণ গায়কী। খুব ভালো লাগলো।।

  • @nirobpothik9991
    @nirobpothik9991 2 месяца назад

    󰟝
    আকাশ মেঘে ঢাকা
    শাওন ধারা ঝরে,
    যেদিন পাশে ছিলে
    সেদিন মনে পড়ে।
    সেদিনও এই ক্ষণে
    সজলও ছিলো হাওয়া;
    কেয়ার বনে তারো
    ছিলো যে আশা যাওয়া।
    যুঁথির সুরভিতে
    আঙ্গিনা ছিলো ভরে।।ঐ
    এখনো সেই স্মৃতি
    বুকেতে বয়ে চলি
    নিজেরো সাথে আমি
    নিজেই কথা বলি।
    স্মৃতির মনিমালা
    সবার চেয়ে দামি;
    আজও তা পড়ে আছি
    ভুলিনিতো কিছু আমি।
    এখনো বসে আছি
    হারানো খেলা ঘরে।

  • @farhanaaktertonni2919
    @farhanaaktertonni2919 4 года назад +2

    কিছু বলার নাই😍😍
    অনেক সুন্দর হয়েছে লুইপা😊

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 4 года назад +1

      অনেক ধন্যবাদ 🙂