৫১ পিঠের অন্যতম সতীপীঠ তমলুকের মা বর্গভীমা, ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে। Bargobhima maa kali ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Bargabhima Temple || Tamluk bargabhima Temple History || বর্গভীমা মন্দিরের ইতিহাস || Tamluk Bargabhima Mandir || Maa Bargabhima Kali Temple
    Created by- SV Production Kolkata (9830367262)
    ইতিহাস
    ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধসংঘ। পূর্ব ভারতের হিন্দুধর্মের পুনরুত্থানে বঙ্গদেশের শক্তির আরাধকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছে। সেই হিসাবে এই মন্দির সেন যুগ বল্লাল সেন আমলে তৈরী হয়। ব্রহ্মপুরাণ হিসাবে আগে বর্গভীমার জন্য তাম্রলিপ্ত একটি বিশিষ্ট সিদ্ধপীঠ হিসেবে প্রকীর্তিত ছিল। পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্মহত্যার ফলস্বরূপ শরীর বিশ্লিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংসৃষ্ট হয়। মহাদেব কোনোপ্রকারেই একে নিজের হাত থেকে বিচ্ছিন্ন না করতে পেরে উদ্দাম নৃত্য করতে থাকেন, তাতেও হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে পৃথিবীর বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করতে থাকেন। কিন্তু, দক্ষের মাথা তাঁর হাত থেকে কিছুতেই বিশ্লিষ্ট না হওয়ায় তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকটে উপস্থিত হলেন। তখন বিষ্ণু বললেন :
    “অহং তে কথয়িষ্যামি যত্র নশ্যতি পাতকং
    তত্র গত্বা ক্ষণামুক্তঃ পাপাদ্ধর্গো ভবিষ্যসি।।
    ”অর্থাৎ সেখানে গমন করলে জীব ক্ষণকাল মধ্যে পাপ থেকে মুক্ত হয়, এবং সকল পাপ বিনষ্ট হয়, তোমায় সে স্থানের মাহাত্ম্য বলব। এই বলে বিষ্ণু বললেন :
    “আস্তি ভারতবর্ষস্য দক্ষিণস্যাং মহাপুরী,
    তমোলিপ্তং সমাখ্যাতং গূঢ়ঃ তীর্থ বরং বসেত্।
    তত্র স্নাত্বা চিরাদেব সম্যগেষ্যসি মত্পুরীং
    জগাম তীর্থরাজস্য দর্শনার্থং মহাশয়।।
    ”অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণে তমোলিপ্ত (তাম্রলিপ্ত) নামে মহাতীর্থ আছে, তাতে গূঢ়তীর্থ বাস করে। সেখানে স্নান করলে লোকে বৈকুন্ঠে গমন করে। অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান। মহাদেব একথা ষুনেই তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু নারায়ণের মন্দির দুটির মধ্যবর্তী সরসীনীরে অবগাহন করলে দক্ষ শির তাঁর হাত থেকে মুক্ত হল।
    Photography & Edit by- Soumen Deb Roy
    Singer: Proloy Sengupta, Live (DevotionalSong)Proloy.singer@gmail.com
    #saktipith#বর্গভীমা#দেবীবর্গভীমা#joymaakali#তমলুক#৫১- পীঠ#MaaBargabhimaKaliTemple#Tamluk BargabhimaMandir#TamlukRajbari#
    E-mail. svproduction.kolkata@gmail.com

Комментарии • 16