Ostitter Ety ( অস্তিত্বের ইতি ) || Own Track ( 2016 ) || Bishorgo Kollol

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 329

  • @tanveershahriar1507
    @tanveershahriar1507 Год назад +11

    কেউ যদি এতো সুন্দর লিরিক্স কে poor লিরিক্স বলে, theen sorry to say তার টেস্ট অনেক খারাপ।
    কুয়াশায় আচ্ছন্ন দের রাত্রি তে টং এ বসে গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে গানটি লুপে শুনছি প্রতিবারই goosebumps হচ্ছে। মনে হয় গানের প্রতিটি লাইন আমার প্রিয় মানুষ টার জন্যই লেখা🙂

  • @sanatansarddar7552
    @sanatansarddar7552 25 дней назад +2

    ভুলে গেলে হবে না ---- এটা যতটা প্রেমিক প্রেমিকার গান আবার যতটা ব্যার্থ মানুষের ঘুরে দাঁড়ানোর গান ঠিক ততটাই আগুন জ্বালানো বিপ্লবের গান ❤❤
    অসাধারণ লিরিক্স, সুর, মিউজিক, গায়কী ধরন পুরো আগুন জ্বালানো 🔥🔥

  • @jihadfarukhossenjihad1336
    @jihadfarukhossenjihad1336 Год назад +98

    এগুলা সবার জন্য না। এগুলার মর্ম সবাই বুজবে না। যারা বুজবে তারা খুজবে। তাই এই গান গুলো আন্ডারেটেড থাকাই শ্রেয়।❤

    • @ihtisham69
      @ihtisham69 Год назад +3

      😂😂😂

    • @rahatahmed6759
      @rahatahmed6759 Год назад +1

      ​@@ihtisham69hasar ki acheeee bhaiiii?????

    • @sumaiyasumu456
      @sumaiyasumu456 Год назад +4

      আমি চাই এ গানের অর্থ সবাই না বুঝুক
      কারন যারা এ গান গুলোর অর্থ বুজবে তার রাতের ঘুম আর দিনের শান্তি শেষ 💔🥀
      যেমনটা আমার হলো💔

    • @tohuraislam3941
      @tohuraislam3941 Год назад

      U r right

    • @ihtisham69
      @ihtisham69 Год назад +1

      Ore alga abeg re🤣

  • @MR-B779
    @MR-B779 Год назад +23

    এ লিরিক্স কোনোভাবেই poor হতে পারেনা। শীতের সকালে কুয়াশায় তাকে খুঁজে পাওয়া, বসন্তের শেষে তাকিয়ে হারিয়ে ফেলা,,ঠিক যেমনটা রয়ে গেলাম ঝরে যাওয়া পাতার মতো৷ জীবনের প্রথমবার গান গাওয়া তারপরও এই গানটা ওই প্রিয়মানুষটার সামনে গাওয়াটা আমার প্রেমের সার্থকতা৷

    • @zabinjannat6516
      @zabinjannat6516 8 месяцев назад

      ❤❤❤

    • @j4guar937
      @j4guar937 5 месяцев назад

      lyrics are pretty lame and this is his personal love life related song so yeah

  • @rafiulhasnat6805
    @rafiulhasnat6805 Год назад +42

    জীবনটা ধোঁয়াশায় কেটে যাচ্ছে, স্মৃতির পাতায় গানগুলো ভীর করে যাচ্ছে 🖤

  • @mdontor864
    @mdontor864 Год назад +33

    রাতের কুয়াশার, অনুভবে গেছো কি
    আমি যে সেই রাতে, তাকে ভালোবেসেছি
    ঐ যে সেই রাতে, তুমি ভুলে গেছো কি?
    রিক্সায় পান্থপথে, মনে করতে পারছো কি?
    আমি সেই তরঙ্গ, তোমার ছদ্মনামে
    ঢেউয়ের কোনো অর্থে, তুমি ডাকতে আমাকে
    তুমি দীর্ঘ ক'বছর, ছিলে আমারই নিঃশ্বাস
    জানো আজও আমি করি, শুধু তোমাকে বিশ্বাস
    তবুও এই বলে আমি, নিজেকে দিই আশ্বাস।
    আমি তার গন্ধে মাতবো না
    আমি তাকে মনেই করবো না
    আমি তার চোখে তাকাবো না
    আমি তাকে ছুঁয়েও দেখবো না
    আমি তাকে ঘৃনাও করবো না
    শুধু তাকে ভালোবেসে যাবো
    আজও কুয়াশায়, আমি হাতড়ে ফিরি
    মরীচিকায় শুধু তোমাকে দেখি
    চোখের জল সে তো বড় অভিনেতা
    এই আছে এই তো নেই অসহ্য ব্যাথা
    ভেতরাটা পাথর করে দেওয়ার জন্যে
    তোমাকে দিচ্ছি ধন্যবাদ প্রিয়তমা
    রোজ এই বলে আমি নিজেকে দিই আশ্বাস
    ভুল সে তো ভাঙবে কোনো একদিন
    তুমি ফিরে আসবে কুয়াশার দিন
    এসে তুমি খুঁজবে খুব সেদিন
    আমি ঘুমবো চিরদিন
    তবু আমি আসবো তোমার কাছে
    এসে আমি বলবো ভালোবাসি
    হয়তো তোমাকে নিয়ে গাওয়া এই গানে
    আমার অস্তিত্বের ইতি হয়ে যাবে।

  • @altuniaarfin
    @altuniaarfin 3 месяца назад +2

    কোন এক শীতল মাসে আপনাকে ভালোবাসে ফেলেছিলাম , চারিদিকে কুয়াশার আবছা ঘোর আর আপনি আমার মন মস্তিস্কজুড়ে ছিলেন।
    কি অসম্ভব ভালোবাসে ফেলেছিলাম আপনাকে 😅
    কে জানতো এ শুধুই একপাক্ষিক, বছর চলে যাচ্ছে,সময় গড়াচ্ছে আমি কেন এতসব আমার একান্ত ম্মৃতিগুলো ঝেড়ে ফেলতে পারছি না !

  • @faimaakter7329
    @faimaakter7329 6 месяцев назад +9

    টানা দুই ঘন্টা ধরে এই একই গান শুনছি। আমার অনেক পছন্দের গান এটা❤

    • @al-aminborkotulla3121
      @al-aminborkotulla3121 2 месяца назад

      পুরো একটা সপ্তাহ শেষ করে ফেলেছি

  • @rkrezaul5329
    @rkrezaul5329 Год назад +6

    যতবার গানটা শোনতে আসি,প্রতিবার নতুন করে মুগ্ধ হই!
    কি আশ্চর্য সুন্দর প্রেমনুভূতি,না পাওয়া প্রেম কি বিশ্রী সুন্দর!

  • @sayemahmed5578
    @sayemahmed5578 Год назад +8

    এই গানটা আমার মনের অনেক কথা বলে। মন ছুয়ে যাওয়ার মত একটি গান। যেমন গানের লিরিক্স তেমনি গানের টাইটেল 🖤💚

  • @DipPodder-pe7mo
    @DipPodder-pe7mo Год назад +3

    কত মানুষ আসে গান শোনে না গান গুলো গিলে খায় গান হচ্ছে অনুভব করার এবং বোঝার জিনিস আর কতজন গান রে গিলে খায় But it is too good There is reality alive🤧

  • @aarvishovon8184
    @aarvishovon8184 Год назад +4

    সেই স্মৃতিগুলো আজও বেদনা দিয়ে যাচ্ছে প্রতিরাতে নির্ঘুম আমাকে।

  • @asifahmed9265
    @asifahmed9265 Год назад +8

    গানটা একান্ত ব্যাক্তিগত হয়ে মনের গভীরে থাকুক 🖤

  • @Grmarufkhan
    @Grmarufkhan 7 месяцев назад +2

    এই গান এর লিরিক্স তে তে কতোটা মায়া জড়িয়ে আছে ভাই,,
    যখন ই শুনা হয় শরীলের লোম দাঁড়িয়ে যায় ,,,,,,
    এতোটাই ভালোবাসার আবেগ ঢেলে দেওয়া এই লিরিক্স গুলো তে।।।।

  • @CheerfulClover-hk6jj
    @CheerfulClover-hk6jj 11 месяцев назад +2

    প্রতিটা শব্দে যেনও তাকেই খুজে পাচ্ছি।
    তার অনবদ্ধ মায়ায় আজো যেন বদ্ধ হয়ে আছি ,
    তাকে পেয়ে গেলে হয়ত আর কিছুই চাওয়া থাকতো না,
    মনের অজান্তে আজো তাকেই খুজে বেঢ়াই।
    মনের গহিনে চিরকাল রয়ে যাবে তার সাথে প্রতিটা মুহূর্ত, সৃতি হয়ে রয়ে যাবে আমার অস্তিত্তে
    অসাধারন গান উপহার করায় চির কৃতজ্ঞ

  • @nargissultanashimu3875
    @nargissultanashimu3875 Год назад +7

    আমি তাকে ঘৃনা ও করবো নাহ
    শুধু তাকে ভালোবেসে যাবো...🙂
    এতো সুন্দর কেন গান টা

  • @MdSaifulIslam-vb4ez
    @MdSaifulIslam-vb4ez Год назад +6

    কার্তিকের কুয়াশা দুপুরে গান টা এসেছিলো কন্ঠে অগ্রাহ্য আবেদন নিয়ে, ভগ্ন হৃদয়ে গানটা স্পর্শ করেছে আমার কোনো ফেলে আসা শীতের স্মৃতি কে। ভালোবাসা নিবেন গায়ক। 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @sezanahmedpranto
    @sezanahmedpranto 9 месяцев назад

    এই গানটাতে তাকে না বুঝাতে পারা তার প্রতি আমার অনুভূতিগুলোকে খুব সুন্দর ভাবে প্রকাশ করেছে।
    এই নিয়ে অনেকবার শুনেছি
    এজন্য এই গানের স্রষ্টাকে ধন্যবাদ দিতেই হয়।

  • @sinister_duke
    @sinister_duke 10 месяцев назад +1

    গান টা শুনে মনে হচ্ছে আমার জন্যই লিখা হয়েছে। একদম মনের মতো হয়ে গেলো।❤

  • @tathagataseal4168
    @tathagataseal4168 7 месяцев назад +2

    প্রেমিকের প্রেম ব্যার্থ না হলে ব্যার্থ সব কাব্য।।। যাই হোক তাকে পাইনি বলেই হয়তো আজ এই গানটির মর্ম বুঝতে পারলাম 🤌🤍

  • @somaiyaaktar9867
    @somaiyaaktar9867 Год назад +1

    আজও তাকে ভালোবাসি এবং সারাজীবন ভালোবেসে যাবো!...হয়তো পাওয়া হবে না!তবে তোমাকে নিয়ে গাওয়া এই গান আমি মনে গেঁথে নিলাম
    ভালোবাসি প্রিয়

  • @najmulshah7877
    @najmulshah7877 Год назад +2

    গানটা সাথে আমার অনেক মিল আছে,প্রতিদিন নাহ শুনলেও প্রায় কয়দিন পর পর শুনি

  • @khairulbashar8532
    @khairulbashar8532 Год назад +6

    আহ্! একদম মনের গভীরে গিয়ে লাগছে❤️‍🩹❤️‍🩹

  • @umorhossain
    @umorhossain 3 месяца назад

    ভুলে গেছিলাম তাকে,, কিন্তু হঠাৎ আপনার গানটি সামনে এলো আর শুনে ফেললাম,,,,,তাকে আবার মনে করে ভালোবেসে ফেললাম,,,,,জানি না সে এখন কোথায় আছে কেমন আছে,,,দোয়া করি যেখানে থাকুক ভালো থাক..
    তার জন্য এক লাইন,,,
    তুমি দীর্ঘ ৪'বছর,,
    ছিলে আমারই প্রাণভোমরা,,,
    জানো আজও আমি করি তোমার অপেক্ষা,,,🌺💔

  • @rakibhasanrahi6532
    @rakibhasanrahi6532 8 месяцев назад +3

    সাধারণ Lyrix এ অসাধারণ টিউন!! সুন্দর!

  • @SuMoNa-7
    @SuMoNa-7 7 месяцев назад +1

    সেরা একটা গান..!
    যেইটার মর্ম সবাই কি আর বুঝে...!🙂
    Best song in the world ❤️‍🩹😊

  • @XayanKawsar
    @XayanKawsar 11 месяцев назад +2

    তাকে পেয়ে গেলে এই গানটার কথাগুলো হয়তো অনুভবই করতে পারতাম না।🖤

  • @imrulquyesaqib3926
    @imrulquyesaqib3926 Год назад +5

    গানটা যেন কেউ খুজে না পায়, শুধু আমারই থাক 😊

  • @reverb69
    @reverb69 Год назад +3

    কত বছরের চাপা কথা থেকে এমন গান আসে! এমন সুর আসে! ❤

  • @ZorosLeftEye-1
    @ZorosLeftEye-1 Год назад +2

    Take love;apnr shob gaan guloi masterpiece

  • @Thomas_shelby4043
    @Thomas_shelby4043 11 месяцев назад +1

    ২০১৭ তে থেমে আছে সময়। ক্রমশ দূরে সরে যাচ্ছি সময় থেকে।
    "শুধু তাকে ভালোবেসে যাবো"- জীবন তার শপথে অটল।

  • @al-aminborkotulla3121
    @al-aminborkotulla3121 Год назад

    ব্র দিস ইজ এ মাস্টারপিস ব্র। আউটস্ট্যান্ডিং। জীবনের সংগে এক হয়ে গেছে তোমার গান টা। একটা বার যদি তোমার সামনে বসে শুনতে পারতাম ধন্য হয়ে যেতাম ভাই।

  • @tauhidhossain8563
    @tauhidhossain8563 Год назад +1

    এই গানগুলা সবার বুঝার নয়।এই ভাইয়াটাও একদিন অনেক বড় হবে, বড় হবে এই চ্যানেল টাও। এই গান গুলোর ভিও ও অনেক হবে, শুধু এটাই বলতে পারবো ভাইয়ার গান টা তখন থেকেই শুনি যখন ভাইয়ার ইউটিউব এর এক হাজারও সাবস্ক্রাইবার ছিলো না। এক একটা মাস্টারপিস গান💖

  • @MdSabbir-l3d
    @MdSabbir-l3d 6 месяцев назад

    কি বলবো
    কথা বলার শক্তি হারিয়ে গেছে🙂
    অসাধারণ প্রতিটা কথা🖤

  • @ahasunhabibudoy383
    @ahasunhabibudoy383 Год назад

    ওস্তাদ আপনার সবগুলো গানের মধ্যে এইটা সর্বোত্তম❤❤❤.....best forever।

  • @mmnayeem9
    @mmnayeem9 Год назад +5

    শুধু তাকে ভালোবেসে যাবো🖤🫀

  • @Justfor_me066
    @Justfor_me066 Год назад +1

    এমন গান গুলো জীবন্ত থাকবে কোটি বছর

  • @farzanabasharritu1444
    @farzanabasharritu1444 9 месяцев назад

    গান ত এমনিই হবে যা শুনে হৃদয় শীতল হয়,❤️

  • @mdbelayedhossenbadhan
    @mdbelayedhossenbadhan Год назад +1

    হয়তো তোমাকে নিয়ে গাওয়া এ গানে আমার অস্তিত্বের ইতি হয়ে যাবে...!❤❤

  • @mdsaklainibnasaif
    @mdsaklainibnasaif 10 месяцев назад

    গান টা যেন কোন ভাবেই সবার কাছে না যাক।। গান টা আমাদের মাঝেই থাকুক 💔💔💔

  • @ZinxX409
    @ZinxX409 2 месяца назад

    ওওও ভাই।
    কি গান গা শিউরে দেওয়ার মতো গান💥

  • @tanvirmahtab7048
    @tanvirmahtab7048 10 месяцев назад +13

    এইসব গান ওভাররেটেড না হয়ে আন্ডাররেটেড থাকাই ভালো। এসব গান সবার জন্য না, সবাই বুঝবে না।

  • @ahasunhabibudoy383
    @ahasunhabibudoy383 Год назад

    মনটা খারাপ ছিল প্রাক্তনকে নিয়ে চিন্তায় যদিও তাকে আমি প্রাক্তন মনে করি না সে অসীমকালের জন্য আমার ভলোবাসা কিন্তু সব সম্পর্কের একটা পরিচয় থেকে বলতে হয় প্রাক্তন। তো Randomly RUclips এ গান শুনতেছিলাম বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন গায়কের কিন্তু হটাৎ আপনার ভাইরাল গান " তবু তুমি আসো না" সামনে আসলো প্রথমবারের মতো শুনলাম তারপর কৌতূহল নিয়ে আপনার চ্যানেলে ডুকে সব গুলি গান শুনলাম বিরাট বড় ভক্ত হয়ে গেলাম ভাই। আপনার OWN track গুলো underrated masterpiece. প্রত্যেকটার lyrics এর একটা মানে আছে.. যেইটা গানগুলি বার বার শুনতে বাধ্য করে । Own track সবগুলো ডাউনলোড করছি যেন অফলাইনে শুনতে পারি। ধন্যবাদ তাকে যার জন্য মন খারাপ হলো আর ঐজন্যই আপনার গানগুলোর সন্ধান পেলাম। আর আপনাকে আমি এখন থেকে "ওস্তাদ" বলে ডাকবো। ধন্যবাদ ওস্তাদ মন ভালো করে দেওয়ার জন্য ❤️❤️❤️❤️।

  • @Truefied.
    @Truefied. Год назад +3

    Those who wants guitar chords I think you can play by giving capo on first fret and play Em-D-C-D maybe...but you can play like this.

  • @azizulhakimabir01
    @azizulhakimabir01 4 месяца назад +1

    What a masterpiece
    What could be More beautiful then this simple confession of love
    I'm in love with this song. Thanks man for giving this masterpiece

  • @rAnavAii
    @rAnavAii Год назад

    এইটা কোনো গান না..এইটা আমার অস্তিত্বের স্মৃতি. যইবারেই গানটা শুনি ততবারই আমার অস্তিত্বের স্মৃতিকে খুঁজে পাই🖤

  • @jayashreemaji3549
    @jayashreemaji3549 3 месяца назад

    Dhanyawad apnake eto sundar gan upohar deoyar jonno ❤

  • @mehedishanto6658
    @mehedishanto6658 Год назад +1

    মনের মধ্যে নতুন করে শক্তি সৃষ্টি করে দিয়েছেন, ভাই

  • @techzonemihad7822
    @techzonemihad7822 Год назад +2

    মস্তক আমার যেথায় চিন্তা তোমার
    এইযে তোমার চিন্তা, তোমার ভাবনা
    আমার মাথা থেকে সরে না,এর থেকে বেশী ভালোবাসা আদেও কি হয়?

  • @rocknrollbd7190
    @rocknrollbd7190 Год назад +2

    শুনতে-শুনতে আপনার চ্যানেলের সবগুলো গান শুনে ফেললাম ‌ । বাকি গুলোর মত এটাও খুবই ভালো লেগেছে ❤

  • @rkrezaul5329
    @rkrezaul5329 Год назад +1

    কি আকুতি!
    চমৎকার ❤

  • @MdShishirkhan7212
    @MdShishirkhan7212 8 месяцев назад

    এই ৪টি গানের লাইনে আমি তোমাকে খুঁজে পাই, আবার তোমাকে আমি হারায়,
    *তুমি দীর্ঘ ক’বছর
    *ছিলে আমারই নিঃশ্বাস
    *জানো আজও আমি করি
    *শুধু তোমাকে বিশ্বাস
    আমার কাছে তোমার শুধু ভাঙ্গা স্মৃতি পড়ে রই 🥀

  • @Mai_Nu
    @Mai_Nu Год назад

    প্রতিটি লাইন এ ভালোবাসার রং ছড়ানো

  • @hideseek6079
    @hideseek6079 Год назад +3

    দাদা আর আমাদের মুভ অন করতে দিবে না, আর আমরা তাকে নিয়ে ভাবা বাদ দিব না, কিছু করব না শূধু ভালোবেসে যাব, আমরা শুধু কল্পনায় বাচবো, সে আমার না হলো তো কি হলো আমি তো শুধুমাত্র তার, তার কিছু ভুল ছিল না শুধু পরিস্থিতি আমাদের সাথে ছিল না 🙂 শেষে এইটুকুই বলব, হ্যাঁ আমি ভালোবেসেছি😌❤আর আমি তোমার প্রেমেই থাকব চিরকাল 😌❤

  • @Dreamwithohi08
    @Dreamwithohi08 11 месяцев назад

    তোমার কণ্ঠে যে কি নেশা
    তোমার দেওয়া সুরের যে কি ঘোর
    কাটতে চায় না যে_______

  • @amitrana1301
    @amitrana1301 8 месяцев назад

    Ki sundor ak akta line ....🌻

  • @jvvillain-gb2gc
    @jvvillain-gb2gc Год назад +1

    ভাষা হারিয়ে ফেলার মতো গান❤

  • @ImRanALhasaN
    @ImRanALhasaN Год назад +1

    ব্যক্তিগত কথামালা❤️🌸
    চমৎকার 🔥

  • @tasniyajahin7694
    @tasniyajahin7694 6 месяцев назад

    Ato bhalo lage ei lyrics ta just mind blowing 😭

  • @shahrearplaabon7999
    @shahrearplaabon7999 Год назад +2

    গানটা আমার একান্ত ব্যক্তিগত হয়ে থাকুক....

  • @astrologicvibe
    @astrologicvibe Год назад +2

    Writer valobasha niben. Literally you creat a masterpiece 💯

  • @SaymaKhan-im3oe
    @SaymaKhan-im3oe 5 месяцев назад

    bhaiya gan ta onek sundor ar apnar voice tao..masha'allah

  • @shhhahil
    @shhhahil Год назад

    যে কুয়াশার ইতি হয়েছে তোমার জানালায়, তার ছদ্মবেশে আমার অস্তিত্ব থেকে গেছে...

  • @enchantressavengers4199
    @enchantressavengers4199 Год назад +1

    45k ভিউজ এ রেখে গেলাম

  • @sumondas7507
    @sumondas7507 Год назад

    গান গুলার জন্য, আজাও, ভালোবাসা বেচে আছে💞

  • @shohidulsohan8164
    @shohidulsohan8164 7 месяцев назад

    Jotobar suni totobar sunteh mon chai
    Always favorite hoiaa thkbe
    Take love vai❤❤

  • @Raja-ds1dq
    @Raja-ds1dq Год назад

    Tomar sob gan guloi moner moddhe gethe jai etao ar akta masterpiece❤❤

  • @TasdikJishad-bf7ed
    @TasdikJishad-bf7ed Год назад +1

    One of the greatest artist i ever heard to... Shera vai shera

  • @ramenmarjit1418
    @ramenmarjit1418 Год назад

    Tomar fan hoye gelam dada....tomar sob gaan gulo sune🥹❤️

  • @Biharini_13
    @Biharini_13 Год назад +1

    শান্তি আছে গানে.....

  • @_Alom
    @_Alom Год назад +1

    অসাধারণ ভাই, গভীরে স্পর্শ করেছেন অস্বীকার করতে পারছি নাহ।।।keep writing boss

  • @mst.rubinanasrinmst.rubina9886

    তাকে বিশ্বাস করেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। জানি না কি হবে শেষ বেলায় তবে এটা সত্যি যে তাকে আমি হারাইনি আর হারাতে চাইও না। দোয়া করবেন যেন আমার এই কষ্টের স্বীকার হতে না হয়। আজ ও হারাইনি তারপরও যখন ভাবি যে আমার সাথে তার মিলন হবে না বা তাকে হারিয়ে ফেলব তখন এত কষ্ট হয়। আমি আমার ভবিষ্যৎ যেন ওই মুহুর্তে সম্পুর্ন এই গানেই খুজে পাই।

  • @farhanaemranema8624
    @farhanaemranema8624 9 месяцев назад

    ৩ মিনিটের একটা গানে হাজারো গল্প লুকানো😅🖤

  • @IbrahimKhan-xs4cf
    @IbrahimKhan-xs4cf 10 месяцев назад +1

    This lyrics was outstanding vai,🖤

  • @AlAmin-r7v8c
    @AlAmin-r7v8c Год назад

    Ato Sundar hoise vaia.mon kere nai..

  • @ZisanKaziNibir
    @ZisanKaziNibir Год назад +1

    The whole song is a masterpiece. But (হয়তো তোমাকে নিয়ে গাওয়া এই গানে, আমার অস্তিত্বের ইতি হয়ে যাবে) better than drugs. 🖤

  • @Tourwithbony
    @Tourwithbony 7 месяцев назад

    অনেকদিন পর ভালো মানের গান বলতে যা বোঝায় সেটা 💕✌️

  • @randomsafi7444
    @randomsafi7444 8 месяцев назад

    প্রথম শুনলাম,,, ভালো লাগলো 🥰

  • @AlAnamUtsa-w6w
    @AlAnamUtsa-w6w Год назад

    Great ভাই এগিয়ে যান। share দিয়েছি।

  • @farhanahmed4731
    @farhanahmed4731 Год назад

    অসাধারণ একটি গান

  • @sampurnagoswami3595
    @sampurnagoswami3595 7 месяцев назад

    Tomarr voice taaa just darun.. I can't stop appreciating ❤

  • @Sara20192
    @Sara20192 Год назад

    Underated song onubhob er ato shundor gaan proshongsar dabidar🖤

  • @RafiunJannatFatima
    @RafiunJannatFatima 10 месяцев назад

    ঝালমুড়ি ওয়ালা ভাইয়া আপনার কন্ঠে কি যেন আছে!

  • @johahasan2333
    @johahasan2333 Год назад +1

    অনেক ভালোবাসা কল্লোল ভাই❤

  • @sorufasoru1122
    @sorufasoru1122 Год назад +1

    মনে হচ্ছে কেউ একজন গান গেয়ে বার্তা রেখে যাচ্ছে কারো জন্য!

  • @parthaboroa5597
    @parthaboroa5597 Год назад +1

    অনেক সুন্দর ❤

  • @Jerinjerry910-qc1qb
    @Jerinjerry910-qc1qb 7 месяцев назад

    সেরা ভাই সেরা

  • @tambirarahman4124
    @tambirarahman4124 Год назад +1

    আহা লিরিক্স❤

  • @mdakash-cc4wc
    @mdakash-cc4wc 3 месяца назад +4

    যদি কখনো এই কমেন্ট টা চোখের সামনে আসে তাহলে কষ্ট করে পড়ে নিও, তোমাকে পাওয়ার জন্য আমি কথই না পাগলামি করেছিলাম এমন কি আমাকে ছেড়ে যেওনা বলে প্রতিদিন কান্না করতাম কিন্তু তুমি তোমার পরিবারের বাধ্য কন্যা পরিবারকে আমার জন্য ছাড়তে পারবে না তাই আমাকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে ভালোবাসা পবিত্র হলেও পাওয়ার যোগ্যতা সবার থাকেনা, তাই শুধু তোমাকে বলবো বলে বলা হয় নি ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা না কতটা অসহ্যকর তা তুমি কখনো বোঝবে না কারণ তোমার এখন নতুন ভুবন পরিপূর্ণ ভালোবাসায় তার অভাব তোমাকে স্পর্শ করতে পারবেনা, এই কমেন্ট টা যে বা যারা পড়বে তাদেরকে বলছি ভালোবাসলে মন থেকে বাসো সে তুমি ছেলে হও আর মেয়ে পরিবারের চাপে পড়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে তুমি সুখে থাকবে ঠিকই কিন্তু যাকে ছেড়ে চলে যাবে সে কখনোই ভালো থাকবে না মোটেও না,,, ভালোবাসার নাম নিয়ে খেলা করো না সাজিয়ে রাখতে পারলে বেসো আর নয়তো কারো জীবনে স্পর্শ করার প্রয়োজন নেই 💔😭🥹🥹

  • @mdrajibulhasan9334
    @mdrajibulhasan9334 Год назад +1

    শুধু তাকে ভালবেসে যাবো🖤

  • @MR4V-eu1pl
    @MR4V-eu1pl Год назад +1

    Aro Ekta Masterpiece ❤🥰

  • @MalihaBanu-e4g
    @MalihaBanu-e4g 3 месяца назад

    অসাধারণ একটা গান ❤❤❤❤❤

  • @AhmedSifat-g1g
    @AhmedSifat-g1g Год назад

    Best🖤
    Hats of to you bhaiya,just superb
    Apnar ei gaan ta samne theke shunar khub iccha bhai🖤

  • @hiderrimu4015
    @hiderrimu4015 9 месяцев назад

    damnnn bro thats an amazing creation
    you should not underestimate yourself
    you were too good . glad to hear you man

  • @sonjoymondol9769
    @sonjoymondol9769 Год назад

    Masterpiece vai
    Valobasa obiram❤❤

  • @saadsaif657
    @saadsaif657 Год назад +11

    ভাইয়া,আপনি discription এ লিখেছেন কোনো এক কুয়াশায় আপনি তাকে ভালোবেসেছিলেন,আমিও ঠিক কোনো এক কুয়াশায় একজনকে ভালোবেসেছিলাম। অনেক সুন্দর ছিল সেই সম্পর্ক,তার মা আমাদের নিয়ে রাজি ছিল। কিন্তু হঠাৎ একদিন সেই একই কুয়াশার রাতে আমি তাকে হারিয়ে ফেলেছি।সে বিশ্বাসঘাকতা করেছিল আমার সাথে।সে আমার Loyalty টার গলা টিপে আমার ইমোশন নিয়ে খেলেছিলো। অথচ আমাদের কখন আলাদা হওয়ার কথা ই ছিল না। আপনি এত দরদ দিয়ে এই গানের লাইন লিখেছেন, বলেছেন ভুলত্রুটির কথা,কিন্তু এইসব গানে ভুল ধরা বেমানান। সবসময় একটাই জিনিস চাই,যেনো সে একদিন তার এই ভুল বুঝুক,আর সে নিজেকে মাফ না করুক যে সে কাকে হারিয়েছে যে তাকে তার সবটা দিয়ে ভালোবেসেছে তাকে এভাবে কষ্ট দিয়ে চলে যাওয়া ঠিক হয় নাই।
    অনেক দোয়া আপনার জন্য। এভাবে লিখে যান।🖤

  • @shiamtalukdar8504
    @shiamtalukdar8504 5 месяцев назад

    Big fan vaiya gan ta mone hoi Amar life ke mean kore

  • @jesanjubayer-po7xr
    @jesanjubayer-po7xr Год назад +1

    Legend is coming!!!
    Need time to be settle!!

  • @FaisalAlamblog
    @FaisalAlamblog 7 месяцев назад

    গান টা শুনে মনে হচ্ছে একান্তই আমার জন্য লেখা😊

  • @SBBOSS-e7x
    @SBBOSS-e7x 2 месяца назад

    I'm also Addicted this song,,