এত অবলীলায় সব স্পষ্ট কথা গুলি বলার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর যিনি ইন্টারভিউ টা নিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এত শিক্ষিত রুচির পরিচয় দিয়ে নিজে কে অন্যের কাছে তুলে ধরলেন সেটাও আমার চোখ এড়ায়নি।সবাই ভালো থাকুন।
ভারতীয় চলচ্চিত্রের একজন অন্যতম সেরা অভিনেতা। নিজস্ব ধারণায় এই শিল্পীর ভার্সেটাইল অভিনয় ক্ষমতাকে বাংলা চলচ্চিত্রে যথার্থ ভাবে কাজে লাগানো হয় নি। ইদানিং ভালো পরিচালক ও দর্শকের বড়ই অভাব 🌺 সবচেয়ে খুশির কথা , বেতার নাটকে এবং এক সময় সেই বোরোলিনের বিভিন্ন নাট্য নিবেদন মাননীয় বিকাশ রায় , অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ভানু চট্টোপাধ্যায়, নমিতাদেবী, রুদ্র প্রসাদ সেনগুপ্ত, দেবরাজ রায়, ঊর্মিমালা বসু, গৌতম চক্রবর্তী, সৌমিত্র বসু, অনামিকা সাহা, শুভাশিস মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, প্রমুখ শিল্পীরা ভিন্ন ভিন্ন চরিত্রে পজ্ অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং, লাউড অ্যাক্টিং-এর যেরকম অনবদ্য অভিনয়ের নিদর্শন রেখে গেছেন শুধু কথার সাতকাহন গেয়ে তার সবটুকু বলা হয় না। সেই সব নাট্য নিবেদন গুলি আজও চিরকালীন হয়ে আছে।। মাননীয় কর্নেল সাহেব ও শ্রদ্ধেয়া শ্রাবন্তী মজুমদারের সেই বোরোলিনের সংসারের কথা আজ বড্ড বেশি মনে পড়ে।। সংগ্রহশালায় সেই নাটক গুলি কোথায় কীভাবে আছে , বড় জানতে ইচ্ছে করে।। 💐 পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হল।। এবং কলাকুশলীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ছড়িয়ে দেওয়া হল ।।
আর ভারতীয় বলে নিজেকে অসম্মান করবেন না আচ্ছা ভেবে দেখুন তো কিছুদিন আগেই কলকাতা মেট্রো তে বাংলা ভাষায় কথা বলার কারণে একজন হেনস্থ হলেন😮 কোথায় কোন অ্যাকশন নেওয়া হলো না তো😮 নরেন্দ্র মোদী কোন অ্যাকশন কেন কোন কথাই বলেন নিয়ে নিয়ে! না কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়😮 আচ্ছা বলুন তো ভারতীয় সংবিধানে বাংলা ভাষার একটা স্থান আছে তো নাকি সেই প্রেক্ষিতে হলেও তাদের তো কথা বলা উচিত ছিলো 🤔 কিন্তু কিছুই হয়নি! একদম সরাসরি জনসম্মুখে এভাবে নিজের মাতৃভাষাকে অপমানিত হতে দেখবো😢 আপনারা আওয়াজ তুলছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদনমূলক ভিডিওতে কিন্তু এই আওয়াজ গুলি নিজের মাতৃভাষাকে বাঁচানোর জন্য কেন তুলছেন না বলুন তো একা মানুষ কি কিছু করতে পারে?
অসম্ভব দক্ষ একজন অভিনেতা, ভালো মানুষ। তাঁকে যথার্থ ভাবে ব্যবহার না করার আক্ষেপ আমাদের মতো দর্শকদের রয়েই গেল। ওনার সুস্থতা এবং ভালো কাজের আশা রাখলাম। গালাগাল ব্যাপারটা পুরোপুরি generalize হয়ে যাওয়াটা বড়ো বিরক্তিকর। সে রাস্তাঘাটে হোক বা সাংস্কৃতিক ক্ষেত্রে হোক। শিল্পী শুভাশীষ মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণ সহমত। তবে বাবা মায়ের সামনেও এরা গালাগাল দেয়। এমন ও শুনেছি।
আমি আবেগে আপ্লুত। অনেক ছোট থেকে ওনাকে দেখি। তার ব্যক্তিগত স্বভাব, আচার ব্যবহার, চিন্তা ভাবনা আগে দেখা হয়নি। কিন্তু এখন দিন কাল বুঝি, কে কেমন হতে পারে, কার কথার ধরন নাটকীয় কার সত্যি এটা যখন বুঝি। তখনই এই মানুষটার প্রতি শ্রদ্ধা চলে আসে। বয়স বেড়ে গেছে। চামড়া কুঁচকে গেছে, হাত কাপাকাপি করছে তার। এগুলো দেখে অনেক খারাপ লাগছে
শ্রদ্ধেয় শুভাশীষ বাবু.. খরাজ বাবু.. শাশ্বত বাবু.. স্বর্গীয় চিন্ময় রায়.. স্বর্গীয়া গীতা দত্ত.. সুপ্রিয়া দেবী.. মাধবী মুখার্জি.. স্বর্গীয় ভানু বন্দ্যোপাধ্যায়.. স্বর্গীয় অনুপ কুমার.. এনারা হতভাগ্য যে এই পোড়া দেশে জন্মগ্রহণ করে অভিনয় করেছেন.... এনারা যদি আমেরিকা বা ব্রিটেনে জন্মাতেন আর সেখানেই অভিনয় করতেন..... তাহলে এনাদের বাড়িতে কমপক্ষে ৩-৪ টে করে অস্কার পর থাকতো........প্রণাম নেবেন❤❤❤
অবক্ষয় যদি সমাজের সর্ব স্তরে ছড়ায় সেই সমাজে সুশিক্ষিত সুশীল মানুষ যে ব্রাত্য হবে সেটা আর বলার থাকে না, এখন সমাজের মাথা থেকে নেতা সব গুলোই ঐ অবক্ষয়ের জন্য দায়ী
ফিরিয়ে দিন স্মৃতিমেদুর থিয়েটারের সন্ধ্যা সেই অতি সহজ জীবনমন সব দিয়ে ভালবাসা সব মিলেমিশে থাকা , কিছু স্বপ্নের কাছে কথা রাখা পথে থাকা মানুষদের সাথে হাঁটা ... সে সব দিন পিছু ডাকে
শুভাশিস দা যেভাবে সিনেমার মধ্যে গালাগাল দেওয়ার বিরোধীতা করেছেন এবং শুটিংএর সময় কাছে মোবাইল রাখার বিরোধীতা করেছেন এটার জন্য ধন্যবাদ জানাই।
ভাল মানুষ এবং ভাল অভিনেতা একসঙ্গে পাওয়া যায় না। কিন্তু আপনি সেটাই ❤
Akdomi tai ..❤❤
❤ রাউট
উনি একজন খুবই দক্ষ অভিনেতা। খুব সাবলীল অভিনয় করেন। ইন্টারভিউ টা যথার্থ এবং শুভাশিস বাবুর বক্তব্য খুব বলিষ্ঠ। ধন্যবাদ।
অত্যন্ত বাস্তব সম্মত মত ও বিশ্লেষণ। ভালো লাগলো।
শুভাশিসদার অভিনয় ছোটোবেলা থেকেই দেখে আসছি। আমার খুব ভালো লাগে। ওনাকে অনেক ধন্যবাদ। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এত অবলীলায় সব স্পষ্ট কথা গুলি বলার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর যিনি ইন্টারভিউ টা নিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এত শিক্ষিত রুচির পরিচয় দিয়ে নিজে কে অন্যের কাছে তুলে ধরলেন সেটাও আমার চোখ এড়ায়নি।সবাই ভালো থাকুন।
ভারতীয় চলচ্চিত্রের একজন অন্যতম সেরা অভিনেতা। নিজস্ব ধারণায় এই শিল্পীর ভার্সেটাইল অভিনয় ক্ষমতাকে বাংলা চলচ্চিত্রে যথার্থ ভাবে কাজে লাগানো হয় নি। ইদানিং ভালো পরিচালক ও দর্শকের বড়ই অভাব 🌺 সবচেয়ে খুশির কথা , বেতার নাটকে এবং এক সময় সেই বোরোলিনের বিভিন্ন নাট্য নিবেদন মাননীয় বিকাশ রায় , অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ভানু চট্টোপাধ্যায়, নমিতাদেবী, রুদ্র প্রসাদ সেনগুপ্ত, দেবরাজ রায়, ঊর্মিমালা বসু, গৌতম চক্রবর্তী, সৌমিত্র বসু, অনামিকা সাহা, শুভাশিস মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, প্রমুখ শিল্পীরা ভিন্ন ভিন্ন চরিত্রে পজ্ অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং, লাউড অ্যাক্টিং-এর যেরকম অনবদ্য অভিনয়ের নিদর্শন রেখে গেছেন শুধু কথার সাতকাহন গেয়ে তার সবটুকু বলা হয় না। সেই সব নাট্য নিবেদন গুলি আজও চিরকালীন হয়ে আছে।। মাননীয় কর্নেল সাহেব ও শ্রদ্ধেয়া শ্রাবন্তী মজুমদারের সেই বোরোলিনের সংসারের কথা আজ বড্ড বেশি মনে পড়ে।। সংগ্রহশালায় সেই নাটক গুলি কোথায় কীভাবে আছে , বড় জানতে ইচ্ছে করে।। 💐 পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হল।। এবং কলাকুশলীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ছড়িয়ে দেওয়া হল ।।
ভীষণ quality আর্টিস্ট । আমার মনের মত । দুঃখ একটাই । কলকাতার দুর্ভাগ্য যে এনার উপযুক্ত সিনেমা “*গুণে বলা যায় “* !!!
দাদা কি সম্প্রতি দাঁত বাঁধিয়েছেন ? Dialogue গুলো ঠিক মত আসছেনা যেনো!
সি গ্রেড জোকার অভিনয়ের অ আ ক খ জানে না ;এত অসভ্যের মত ভারের মত অভিনয় করে
আর ভারতীয় বলে নিজেকে অসম্মান করবেন না আচ্ছা ভেবে দেখুন তো কিছুদিন আগেই কলকাতা মেট্রো তে বাংলা ভাষায় কথা বলার কারণে একজন হেনস্থ হলেন😮 কোথায় কোন অ্যাকশন নেওয়া হলো না তো😮 নরেন্দ্র মোদী কোন অ্যাকশন কেন কোন কথাই বলেন নিয়ে নিয়ে! না কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়😮 আচ্ছা বলুন তো ভারতীয় সংবিধানে বাংলা ভাষার একটা স্থান আছে তো নাকি সেই প্রেক্ষিতে হলেও তাদের তো কথা বলা উচিত ছিলো 🤔 কিন্তু কিছুই হয়নি! একদম সরাসরি জনসম্মুখে এভাবে নিজের মাতৃভাষাকে অপমানিত হতে দেখবো😢 আপনারা আওয়াজ তুলছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদনমূলক ভিডিওতে কিন্তু এই আওয়াজ গুলি নিজের মাতৃভাষাকে বাঁচানোর জন্য কেন তুলছেন না বলুন তো একা মানুষ কি কিছু করতে পারে?
অন্যতম সেরা অভিনেতা।
মহালয়ার বীরেন্দ্র ভদ্র, জাস্ট অসাধারণ।
টলিউডের অন্যতম ভালো অভিনেতা।
অসম্ভব দক্ষ একজন অভিনেতা, ভালো মানুষ। তাঁকে যথার্থ ভাবে ব্যবহার না করার আক্ষেপ আমাদের মতো দর্শকদের রয়েই গেল। ওনার সুস্থতা এবং ভালো কাজের আশা রাখলাম। গালাগাল ব্যাপারটা পুরোপুরি generalize হয়ে যাওয়াটা বড়ো বিরক্তিকর। সে রাস্তাঘাটে হোক বা সাংস্কৃতিক ক্ষেত্রে হোক। শিল্পী শুভাশীষ মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণ সহমত। তবে বাবা মায়ের সামনেও এরা গালাগাল দেয়। এমন ও শুনেছি।
বাংলাদেশ থেকে ভালবাসা রইল।আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা।
এই মানুষটা আমাদের অনেক হাসিয়েছে
প্রিয় অভিনেতা.... নমস্কার আপনাকে।।
One of the most underrated actor but what a gem 💎❤
ঠিক ❤❤❤
আমার প্রিয় অভিনেতা ফ্রম বাংলা🇧🇩
আমি আবেগে আপ্লুত। অনেক ছোট থেকে ওনাকে দেখি। তার ব্যক্তিগত স্বভাব, আচার ব্যবহার, চিন্তা ভাবনা আগে দেখা হয়নি। কিন্তু এখন দিন কাল বুঝি, কে কেমন হতে পারে, কার কথার ধরন নাটকীয় কার সত্যি এটা যখন বুঝি। তখনই এই মানুষটার প্রতি শ্রদ্ধা চলে আসে। বয়স বেড়ে গেছে। চামড়া কুঁচকে গেছে, হাত কাপাকাপি করছে তার। এগুলো দেখে অনেক খারাপ লাগছে
বিবাহ অভিযান থেকেই আপনাকে আমার খুব ভালো লাগে
অসাধারণ একজন মানুষ 👌
Darun ekta interview.... osadharon
Ami amr জন্মের পর থেকেই উনার ভক্ত ❤
সমস্ত অভিনেতা অভিনেত্রী র বয়স গুগলে দেখা যাচ্ছে'' কিন্ত শুভাশীষ দার বয়স কত চলছে দাদা একটু যদি জানাতেন ❤❤❤
বাংলাদেশে আপনি অনেক জনপ্রিয় আর ব্যক্তি হিসেবে আপনাকে খুব ভালো লাগে ধন্যবাদ ❤️❤ from 🇧🇩
❤❤ আপনাদের মত অভিনেতার কোনো অল্টারনেটিভ হয় না
বাংলাদেশ থেকে ❤️ দাদার মতো একজন চলচিত্রে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ❤
Love from Bangladesh🇧🇩
আমার প্রিয় একজন ❤❤
আমি সিনেমা প্রেমিক নয়, সিনেমা নিয়ে বিশেষ মাথা ব্যাথাও নেই। তবে বাংলা চলচিত্র এইরকম মানুষ সত্যিই খাঁটি সোনা ❤ টিভিতে কিছু অভিনয় দেখলেই বোঝা যায় ❤😊
স্মার্ট একজন মানুষ, স্মার্ট পার্সোনালিটি
দারুন সাক্ষাৎকার 🫶🏾
খুব ভাল লাগল শুভাশীষ মুখোপাধ্যায়ের অভিমত ।
সময়ের অন্যতম সেরা অভিনেতা শুভাশিস দা
Thank you subhasis da
শ্রদ্ধেয় শুভাশীষ বাবু.. খরাজ বাবু.. শাশ্বত বাবু.. স্বর্গীয় চিন্ময় রায়.. স্বর্গীয়া গীতা দত্ত.. সুপ্রিয়া দেবী.. মাধবী মুখার্জি.. স্বর্গীয় ভানু বন্দ্যোপাধ্যায়.. স্বর্গীয় অনুপ কুমার.. এনারা হতভাগ্য যে এই পোড়া দেশে জন্মগ্রহণ করে অভিনয় করেছেন....
এনারা যদি আমেরিকা বা ব্রিটেনে জন্মাতেন আর সেখানেই অভিনয় করতেন..... তাহলে এনাদের বাড়িতে কমপক্ষে ৩-৪ টে করে অস্কার পর থাকতো........প্রণাম নেবেন❤❤❤
হরিধন মুখোপাধ্যায় বিকাশ রায় তুলসী চক্রবর্তী ভারতী দেবী ছায়া দেবী রবি ঘোষ .......অগণিত নাম.
এ দেশে গুণীর কদর নেই...........
ভাল অভিনেতা শুভাশিস দা.
ওঁম শান্তি। শান্তি হোক বিশ্ববাসীর। ভবতু সর্ব্ব মঙ্গলম।
A Commoner become Exceptional
Ohetuk, bahh. Khub sundor.
সংশোধন : এক সময় সেই বোরোলিনের বিভিন্ন নাট্য নিবেদনে মাননীয় বিকাশ রায়...
অতি অভিনয়
একজন উচ্চমানের অভিনেতা। আমি ওনার অভিনয় দেখেছি।
love from Bangladesh. Such an amazing actor.
After Harbart if he stops acting cinema lovers will remember him forever like Uma Dasgupta as Durga of Pather Panchali. He is genius.
Sera r seeraaa hoisay.T2 bhai.Agartala. Tripura 🎉
Subhashis sir amar favourite actor❤ sir ,ekbar dekha Korbo❤
হুচুট দা ভালো থাকবেন, হরে কৃষ্ণ।
বাঃ চমৎকার নাম হুচুট।
Great Actor My Favourite Subhashis Sir Pronam 🙏🙏🙏🙏
যথার্থ বলেছেন দাদা।
good actor
অবক্ষয় যদি সমাজের সর্ব স্তরে ছড়ায় সেই সমাজে সুশিক্ষিত সুশীল মানুষ যে ব্রাত্য হবে সেটা আর বলার থাকে না, এখন সমাজের মাথা থেকে নেতা সব গুলোই ঐ অবক্ষয়ের জন্য দায়ী
ফিরিয়ে দিন স্মৃতিমেদুর থিয়েটারের সন্ধ্যা
সেই অতি সহজ জীবনমন সব দিয়ে ভালবাসা
সব মিলেমিশে থাকা , কিছু স্বপ্নের কাছে কথা রাখা
পথে থাকা মানুষদের সাথে হাঁটা ...
সে সব দিন পিছু ডাকে
খুব ভালো❤
Very candid. Must watch.
এই মানুষটি জাত অভিনেতা। Cinema industryr উচিৎ এনাকে আরও অনেক প্রকার চরিত্রে ব্যবহার করা
ভালো থাকুন,সুস্থ থাকুন।
Khub valo manus
আমার প্রিয় কমেডি হিরো❤❤❤
Right subhasishbabu
পাঁচ দশক, মানে উনি কি পঞ্চাশ বছর ধরে আছেন,
এটাই বাস্তব।
Sir❤
Legend ❤❤❤
❤❤❤❤❤
Dadar kache kajj nei tai dada ke keu poche na .Dada ke kajj dao tmra
Farce R Humour.
Jara apnake ashikkito bhabe tader jonyo koruna hochhe.....
Good man
Jara Herbert dekheche tara apnar avinoy khomota jane
লিজেন্ড ভদ্রলোক
🎉🎉🎉🎉😂❤
Subhasis babu jakhan avinoy korten 1994 oi samai tai takhono comedy chabi hoto na holeo varamo chilo segulo dekhechi ami, vanu utpal anup rabi ghos tulsi chakraborty chara baki ra akdom chale na
জহর রায় এর নামটা বাদ কেনো?
স্পষ্ট কথা, স্পষ্ট ভাবে
উনি যে ধরনের অভিনেতা সে রকম ভাবে ইন্ডাস্ট্রি ব্যবহার করে নি।
Ok
চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না। আপনি চালাক লোক
ota apni bola utchit chilo....ek professionally dui respect....dui er sense nei interview jini nilen
Sob shomoy over acting. Bachal!
আপনি ও তো ভাঁড়ামো করেন সিনেমায়
বোঝেন অভিনয়?? শুভাশিস দার হারবার্ট দেখেছেন?? মহালয়া দেখেছেন? ববির বন্ধুরা দেখেছেন?? ভাট বকেন কেনো??
মেঘে ঢাকা তারা দেখেছেন?
@sumanchakraborty9906 দুই একটা ছবিতে ভালো অভিনয় করেছেন, বেশিরভাগ commercial movie তে ভাঁড়ামো করেছে।
@@sumongoswami2688 ওটা পরিচালক যা বলেছে তাই করেছে
ভাড়ামো উনি নিজে থেকে করেন না। নিজের থেকে কেউ ডায়লগ বলেন না। যেমন স্ক্রিপ্ট সেরকম ই করতে হয়@@sumongoswami2688
Chee ৫৮১
এ কিন্তু ভালো অভিনেতা নয়
He is one of the most talented actor. I am a big fan of him
আপনাকে ব্যবহার করার মতো শিক্ষিত পরিচালক নেই।তাই তারা আপনাকে ব্যবহার করার যোগ্যতা নেই।
Dada ke kajj dao . Dada kintu tapos pall na . Tao dada ke kajj dao
Prosenjit er pa chete nijer career baniyeche
Servant of Prasenjit
অভিনয় বোঝেন??
@@prarthanapathak8100 apnar theke kom bujhi na etuku bolte parli. Fan howa bhalo kintu ondho fan howa bhalo noye
উনি একজন খুবই দক্ষ অভিনেতা। খুব সাবলীল অভিনয় করেন। ইন্টারভিউ টা যথার্থ এবং শুভাশিস বাবুর বক্তব্য খুব বলিষ্ঠ। ধন্যবাদ।
❤❤❤