সুখী কে? || WHO CAN BE JOYOUS? || জয়দীপ মহারাজ || Joydeep Maharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • আধ্যাত্মিক আলোচনা শুধু ব্যয়বীয় দর্শনচর্চা নয়। এ এক জীবনমুখী অভিজ্ঞতা। স্থান-কাল-পাত্রের পর্দা সরিয়ে এক গভীরতর সত্যকে খোঁজা। রবিবারে জয়দীপ মহারাজ দর্শক ও শ্রোতার হাত ধরে সেই ভূমিকাটুকুই পালন করেন।
    ঠিক রাত ৮’টায় সকলের জিজ্ঞাসা নিয়ে মীমাংসায় বসবেন তিনি।
    সবাইকে স্বাগত।
    🙏🏻
    ◦•●◉ আলোচনার তালিকা ◉●•◦
    7:38 রবীন্দ্র জয়ন্তী পালন।
    13:19 মহারাজ, পূর্বে যে পত্র পাঠিয়েছি, মনে হয়েছে তা গুছিয়ে বলতে পারি নি, সে প্রেক্ষিতে এই সংযোজন পত্র। আর এই পত্রেও সব কিছু গুছিয়ে বলতে পারবো কিনা, সেটা জানিনা। তবে জানবেন, সেই জন্য আমার লেখার অক্ষমতাই দায়ী। কারন মনের উথাল পাথাল অবস্থাকে লেখায় ধরে রাখার অক্ষমতা। ঠাকুর পূজোর প্রসাদে খুঁত ধরা, সন্দেহ করা, অশ্রদ্ধা করার যে কি মারাত্মক পরিণতি হতে পারে তা দেখলাম। সেই সময় পরিবারের কাউকেই গুছিয়ে বোঝাতে পারিনি। কেউ যেন আমার মুখ বন্ধ করে দিয়েছিলো। কোনো এক শক্তি যেন আমায় স্রেফ দর্শক করে রেখে দিয়েছিলো। যা হবার হলো। এও কি প্রারদ্ধ? পূর্ব নির্দিষ্ট? তবে আমার ভালোবাসার মানুষটি, দাদু, চলে যাওয়ার আগে আমাকে ইংগিত দিয়েছিলেন। আমার মনে হয়েছিল এমন ঘটনা ঘটবে তা তিনি সম্পূর্ণ জানতেন।তবে সামান্য টুকুই বলেছিলেন। আমি একটি চরম ঘটনার মুখোমুখি হতে চলেছি। মেনে নিতে পারছি না, খুব রাগ হচ্ছে। এই রাগ কি আমায় নতুন প্রারদ্ধর দিকে নিয়ে যাবে? এর থেকে মুক্তির উপায় কি?
    27:11 রোজ সূর্য ওঠে, আমরা পথ চলি৷ বিপ্লব চিরদিনই চরৈবেতি, জীবনের অঞ্জলী৷ আমার মনে হয় নারায়ণ থেকে আজ অবধি বিপ্লব নতুন নতুন সূর্য ওঠা দেখায়৷ তা সত্ত্বেও বিপ্লব অসম্পূর্ণ হয় কি করে?
    50:03 মহারাজ, নমস্কার, অনেক অনেক নিজেকে সুন্দর একটা চরিত্র গঠন হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, সুখী বলতে কি বুঝি?
    1:15:29 প্রচুর সম্পত্তি-অর্থ থাকা সত্ত্বেও আরও চাওয়ার সুখতা যে অসুখ সেটা জানবে কি করে?
    1:18:44 মহারাজ সৃষ্টি ও ধ্বংস বারবার কেন ঘটছে মানে এক থেকে বহু আবার বহু থেকে এক আবার এক থেকে বহু কেন এই খেলা নিরন্তর ঘটে চলেছে দয়া করে আলোকপাত করুন৷

Комментарии • 33

  • @shipradutta4964
    @shipradutta4964 4 месяца назад +1

    Maharaj উত্তর পেয়ে গেলাম apner prabachane Pranam janai

  • @arijitsaha8984
    @arijitsaha8984 4 месяца назад +1

    Pranam🙏

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 4 месяца назад

    প্রণাম মহারাজ

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 4 месяца назад +4

    মহারাজের সৎসঙ্গে বিভিন্ন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উঠে আসে।এই যুদ্ধের প্রেক্ষাপট ,ফলাফল, ভারতের ওপর এর প্রভাব এবং সেই সূত্রে নেতাজীর ভাবনা নিয়ে যদি আলোচনা হয় তাহলে খুব খুশী হব। 🙏🙏🙏

  • @truthexplorer5577
    @truthexplorer5577 4 месяца назад +1

    প্রণাম। কৃতজ্ঞতা ❤❤

  • @প্রদীপবিশ্বাস-খ২ঘ

    Panam maharaj Apnar alochana suntra suntra ami aman ak manus ar shandan palam jeni Aswar k nejar madra bod karachen abon metro k janachen aro jantra parachi kum saktri praketra Gran Alo abog shei Gran takan pakas pabe jaken saktir gotir muk oda muki kara jabe anek kitraga janai Maharaj

  • @shipradutta4964
    @shipradutta4964 4 месяца назад

    চিন্তাধারার কি করে perfection anbo Maharaj

  • @krishnasarkar6723
    @krishnasarkar6723 4 месяца назад

    প্রণাম মহারাজ। ফেসবুকের আইডিটা কিভাবে পাব মহারাজ আপনাদের।

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 Месяц назад

    Beautiful . Pronam Maharaj Ji

  • @arghabanerjee252
    @arghabanerjee252 4 месяца назад

    জগতের সমুদয় শক্তি যাহার বিভিন্ন বিকাশমাত্র, সেই সর্বব্যাপী প্রানতত্ত্ব ।
    সকল জীবনীশক্তির অভিব্যাক্তি যা ।
    জ্ঞানযোগ.
    এখানে আমার একটা জিজ্ঞাসা আছে । এটার মাধ্যমে কি বোঝালো সেটি যদি বিস্তারিত বলেন মহারাজ অনেক উপকৃত হবো । 🙏

  • @kakali1351
    @kakali1351 3 месяца назад

    প্রণাম মহারাজ

  • @arghabanerjee252
    @arghabanerjee252 4 месяца назад +1

    আমার জিজ্ঞাসা হোলো। সমুদয় শক্তি যার বিকাশ সেই প্রাণতত্ত্ব বলতে কি বোঝাচ্ছে। তা কিভাবে সমস্ত শক্তি বিকাশ করছে?
    সেই প্রাণতত্ত্ব সর্বব্যাপী কিভাবে?ঈশ্বরের সাথে এর যোগ আছে?
    আর জীবনীশক্তির অভিবাক্তি কিভাবে?🙏🙏প্রণাম মহারাজ

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 4 месяца назад +1

    মহারাজের কথা শুনতে শুনতে যুধিষ্ঠরের সেই উত্তরের কথা মনে পড়ছে--- তিনি বলেছিলেন (যতদূর মনে পড়ে)--- অঋণী ও অপ্রবাসী হয়ে যিনি দিনের শেষে নিজের ঘরে বসে শাকান্ন ভক্ষণ করেন তিনিই সুখী।🙏🙏🙏🙏

  • @arupbanerjee6790
    @arupbanerjee6790 4 месяца назад +1

    মহারাজ জী আমার প্রনাম নেবেন। আপনার কথা শ্রবণ করে আমি সমৃদ্ধ হই। আমার খুব আনন্দ হয় এটা ভেবে যে ভারতবর্ষ মড়ে যায়নি । সময় টা সত্যিই খুব কঠিন তবুও আপনার মতো সাধু দর্শন করতে পেরে গর্ব হচ্ছে। আপনারাই আলোর দিশা মহারাজ জী। আশীর্বাদ করুন যেন ঠাকুরের অহৈতুকি কৃপা লাভ করতে পারি।

  • @sumitaraychaudhuri6950
    @sumitaraychaudhuri6950 4 месяца назад +1

    অসাধারণ আলোচনা ! কত প্রাঞ্জল করে মহারাজ বোঝালেন -- আমরা ঋদ্ধ হলাম ।

  • @archanabagchi5118
    @archanabagchi5118 3 месяца назад

    🙏🙏

  • @susmitbandyopadhyay5337
    @susmitbandyopadhyay5337 4 месяца назад +1

    Anek anek Pranam Maharaj 🙏🙏🙏

  • @niladrichakraborty2438
    @niladrichakraborty2438 4 месяца назад +1

    Xlnt and sharp discussion. Congratulations to maharaj.

  • @indraniganguly727
    @indraniganguly727 4 месяца назад +1

    MAHARAJ AMAR ANTORIC NAMASKAR R PRONAM JANAI

  • @poppypramanik300
    @poppypramanik300 4 месяца назад +1

    Pronam Maharaj ❤️🙏❤️

  • @sreekamolsaha772
    @sreekamolsaha772 4 месяца назад

    গুরুদেব
    শ্রীচরণে সশ্রদ্ধ ও বিনম্র প্রণাম নিবেদন রইল।
    🙏🙏🙏

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 4 месяца назад

    অপূর্ব অসাধারণ অনবদ্য আলোচনা

  • @jayashreemmishra1395
    @jayashreemmishra1395 4 месяца назад

    আপনার চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ

  • @kobitakunja
    @kobitakunja 4 месяца назад +1

    🙏

  • @shayamali1362
    @shayamali1362 4 месяца назад

    প্রণাম মাহারাজ। 🙏🙏🙏🙏🙏

  • @gourkumar8992
    @gourkumar8992 4 месяца назад

    প্রণাম মহারাজ 🙏🙏🙏

  • @baishakhimajumdar8781
    @baishakhimajumdar8781 4 месяца назад

    Pranam maharaj, apner ajker alochoner bisay chilo "shukhi ka" _ amar bibachona anujayee shukhi tini hota parben jini tar antar atma ka paritripto korta parben ami ja payachi prampitar doyata seta ank ank r porom pitar santan hiseba jadi jap o dhyan korer samay nao ba thaka sab samy mona korer chesta korta hoba ami guru ka bhalobasi tini jarakom bhalobasan nijeka sei bhava charnor cheta korla antato antar atma pritipto hoi r tokhuni ananda thakta para jay. Apner alocho kub kub practical. Ami sri sri anukul thakurer dikhito. Amar realisation ta express korlam. Bhalo thakben, p

  • @sumana6121
    @sumana6121 4 месяца назад

    Amar jiggasa aktai..apni bolen manush mara jaoar por tar atta bole kichu theke na...kintu amar nijer chokhe ami amar thakumar atta onno ak joner sorir e aste dekhechi....ei niy kichu bolben moharaj ...ami kritoggo hobo jene.🙏

    • @sridipchowdhury8246
      @sridipchowdhury8246 4 месяца назад

      Ota Atta noi, ota apnar thakumaar
      Sukho deho
      Atta nirakar, nirbikaar
      Maharaj ei niye ageo ekta video te boleche
      Deher moddhe Atta thake eta bole jete paare
      Kintu Atta kono manush noi
      Maharaj bolechilen je atma jodi jol hoy tahole amra holam sobai ek ekta glass
      Shobar moddhye ek e jol

    • @sridipchowdhury8246
      @sridipchowdhury8246 4 месяца назад

      Amader deher moddhye aro duto deho thake
      Sukkho deho and Karon deho
      Ei niye apni moharaaj er onno video dekhle aro jante parben

  • @krishnadayalpandey7653
    @krishnadayalpandey7653 4 месяца назад

    মহারাজ প্রণাম নেবেন