সারাদিনের ব্যাস্ততার পরে রাত্রি বেলায় যখন আপনার ব্লগ দেখলাম, নিজের মন কে এক অপূর্ব শান্তির জগতে প্রতিষ্ঠা করলাম। অসাধারণ উপস্থাপনা আপনার। ধন্যবাদ আপনাকে। Lucknow এর ব্লগ এর অপেক্ষায় থাকলাম।
এই ছবিতে আকাশের দৃশ্যগুলো অসাধারণ, পুরো ছবি জুড়ে রঙের বুনন ও বিন্যাস মুগ্ধ করে দিলো, আর তার সাথে প্রকৃতির সাথে সঙ্গীত এর ব্যবহার তো মিলে মিশে এক হয়ে যায় বাকি ছবিদের মতো 🍂
অনেক বছর আগে দেখে আসা কৌসানীকে আবার নতুন করে দেখলাম। অনাসক্তি আশ্রমটি সময়ের অভাবে ঘুরে দেখা হয়নি। মনটা আকুল হলো আবার দেখার জন্য। বাঁদরের উৎপাতের কথা আমরা ও শুনেছি। যাদের চশমা পরতে হয় তাদের বিশেষভাবে সাবধান হতে বলা হয়েছিল। অনেক কথা মনে পরছে। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা জানাই।
Osadharon Kaushani..ami giyechilam 1984 te..takhon eto hotel ba tourist dekha jeto na..aar chilam ekjon ex military man er barite, aar puro mountain range ta dekhechilam purnimar r raat e, se ek opurbo drishyo...onek choto belar kotha kintu ajeeban mone thakbe..aaj ke bhai apnar vlog ta dekhe abaro smriti romanthan hoye gelo..
সপ্তাহের ছয়দিন অপেক্ষা করে থাকি কখন রবিবার আসবে তোমার ভিডিও দেখতে পাওয়া যাবে। সারা সপ্তাহের চলার উৎসাহ যেন এই রবিবার থেকেই সংগ্রহ করি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করে রইলাম।
স্কুলবেলা পত্রপত্রিকার ভ্রমণ সংক্রান্ত কলামে যে সব ছবি দেখে বা লেখা পড়ে কিশোরী মন উতলা হয়ে উঠত, সে সব ছবিকে জীবন্ত দেখি আপনার ভ্লগে। কাজের চাপ/সময়-সুযোগের অভাবে সে সব জায়গায় সশরীরে যেতে পারছি না কিন্তু দিব্যি মানসভ্রমণ করে নিচ্ছি। 💙💙💙
Khub Bhalo laglo, apnar chokhe notun kore kausani ke dekhlam,1978 sale ranikhet theke kausani giye chhilam, anasakti asram a chhilam, puro asrome Amra 5 bondhu. Duti matro hotel chhilo ekti hotel peasant r ekti hotel Alka. Ekhon to onek change hoye gechhe. Somejit Babur kolakham vlog a apnader du jonke eksonge dekhe khub Bhalo laglo
কৌশানী।আমার ফেলে আসা দিন আবার ফিরে পেলাম আপনার কাছে।পর পর পর্বত শৃঙ্গ... অসাধারণ নীল আকাশে মেঘের ভেসে যাওয়া।এজায়গা গুলো ছোটবেলায় মা বাবা,কখনো একা মায়ের সাথে যাওয়া।সারিবদ্ধ পাইনের দলকে পেরিয়ে যাওয়া।তবু স্পষ্ট মনে আছে। আমাদের পৌচ্ছাতে বিকেল।ড্রাইভার ভাইয়া একটা পাহাড়ির ঢালে হোটেল ঠিক করেছিলেন।সেখানে লাগেজ নামিয়ে নিয়ে গেলেন গান্ধী আশ্রম। সেদিন ওখান থেকে দারুন দেখেছিলাম সূর্যাস্ত।পরদিন ছোট্ট পাহাড়ি হোটেল থেকে সূর্যোদ্বয়।ঠিক আপনি যেভাবে সিকিম,নর্থবেঙ্গল ঘোরেন,এরকম ঘুড়েছি এই জায়গা।আমি চাইবো আপনি আবার যান উত্তরাখন্ড।ট্রেক করুন। আপনি ঠিক খুঁটিনাটি সৌন্দর্য নিয়ে আসবেন। অদ্ভুত লাগলো,ও পথে যানজট শুনে। আপনার নর্থবেঙ্গল যদি হয়, তন্বী কন্যা,তবে উত্তরাখন্ড পরিণত যোগিনী। ননিতালে যেতে দেরি ।আমি বলবো খুব ভালো।তাই তো জলের ওপর ওমন আলোর ভেসে যাওয়া দেখলাম।,কাশির চোটে প্রায় 20দিন কাহিল।তাই কাল লিখে উঠতে পারিনি।🙏
Ohhhhhh!!!!!what a beauty!! absolutely amazing... it's not only a vlog it's a fairy tale and you are the narrator.. mind-blowing..no word is enough to describe such mesmerizing beauty..the forest,the slanting rays of setting sun the starry moonlit view and the various shades of the peak are marvelous.. thank you once again.. best wishes..
Thanks Kacha Bong 😂👍 for covering Kumaon region...I'll always ve' soft corner 4 tem. Simple yet beautiful, humble people n don't worry inspite of tat electric pole 🤣 te nite still look breath taking..
আপনি যেভাবে পাহাড়ের বর্ণনা দেন সেটা সিকিম হোক বা উত্তরাখণ্ড, আমি অবশ্যই বলব দিনে দিনে আপনার ব্লগগুলি এতটাই অকল্পনীয় হয়ে উঠছে৷ আপনি একটি দুর্দান্ত কাজ করেছেন শান্তনু দা৷
Following you for a long time from Bangladesh, Sir. Came to know about many off beat places of Darjeeling and Sikkim from your videos.. We will try to visit those places.. Also, it will be pleasure for us if we can meet you once.. Thanks. Please keep sharing videos like this and let us see the places from the eyes of your camera.
I am one of your old subscriber and also a fan of yours. I follow all your butifull video and njoy like eything. You don't show your face in your videos, but finally you came out in Somjit's video 🙄🙄🙄
Lucknow niye khub excited achi Soddo nepal kore esechi next tour lucknow r haridwar korar iccha ache.. Tai tomar theke valo guide r k ache Opekkhay roilam
শুধু আপনার ভ্রমনে মন্তব্য রাখতে আমার ইউ টিউবে আসা। বাড়িতে যে হেতু দুটোই টিভি স্মার্ট টিভি তাই ঐখানে ডিটেইলস টা দেখে আবার ফোনের ইউ টিউবে আসি আপনাকে উৎসাহিত করতে। দারুন লাগলো আপনার উত্তরাখণ্ড টুর। একটা অনুরোধ আপনার বর্ণনা আপনার ছবি ভীষণ সুন্দর। চলুন না বাকি সকল টুর ব্লগারদের মত কিছু মানুষকে নিয়ে আপনার দেখা সেরা জায়গা গুলিতে। সবাই যেখানে হৈ হৈ করে টুর কন্ডাক্ট করাচ্ছেন আমরা কেন পাবো না আপনার সঙ্গ????? ভেবে দেখবেন আমার প্রস্তাব টা।
@@Viral_Scope অপেক্ষায় রইলাম আপনার ডাকের। কোনো এক পাহাড়ি উপতাক্যায়,এক হিমশীতল ভোরে এক নিস্তব্ধ জঙ্গলের টুপটাপ জল পড়ার আওয়াজ শুনতে শুনতে মুখোমুখি আমি আর আপনি ও সাথে এককাপ দার্জিলিং চা
Which is your best home stay with hospitality.. Make few documents only for home stay---- It will be new idea..Then make few videos on different monasteries...with love for your family...Supra das bombay
শান্তনু, কিছু মনে কোরো না। এই এপিসোড কেমন যেন একটু ক্যাজুয়াল লাগলো। অনেক সময় বড়ো গ্রুপে বেড়ালে এটা সমস্যা হয়।নিজের কাজের জন্য সময় বের করা মুশকিল হয়,চিন্তা করার অবকাশ কমে যায়। জানি না আমি ঠিক কি না। আমি অনেকদিন ধরেই তোমার শুভাকাঙ্ক্ষী, খারাপ ভাবে নিও না।
বলতে বাধ্য হলাম এই tour plan ভালো নয়। এটা নিশ্চয়ই আপনার plan নয়। আরেকবার বেরিয়ে পড়ুন নিজে ....নিজের মতো plan করে। প্রচুর সুন্দর জায়গা আছে। আমি সেভাবেই আপনাকে উত্তরাখণ্ড এ চাই যেভাবে আপনি Darjeeling ba Sikkim কে আমাদের কাছে তুলে ধরেন...মানুষ প্রকৃতি সব নতুন করে দেখি আমরা। সেটা এখানে missing। পাতি sight seeing blog নয়, চাই আপনার নিজস্ব touch
Amazing ❤️
তোমার ভিডিও মন ছুঁয়ে যায় ❤️
Thank u bro 🥰🥰🥰
সারাদিনের ব্যাস্ততার পরে রাত্রি বেলায় যখন আপনার ব্লগ দেখলাম, নিজের মন কে এক অপূর্ব শান্তির জগতে প্রতিষ্ঠা করলাম। অসাধারণ উপস্থাপনা আপনার। ধন্যবাদ আপনাকে। Lucknow এর ব্লগ এর অপেক্ষায় থাকলাম।
অনেক ধন্যবাদ আপনাকে
অপূর্ব লাগলো কৌশানিকে
অপূর্ব 👌 সত্যিই ওই ছাদ টা যেনো পৃথিবীর ছাদ। কোনো বাধা নেই।
লখনৌ এর অপেক্ষায় রইলাম ।
ধন্যবাদ দাদা।
এই ছবিতে আকাশের দৃশ্যগুলো অসাধারণ, পুরো ছবি জুড়ে রঙের বুনন ও বিন্যাস মুগ্ধ করে দিলো, আর তার সাথে প্রকৃতির সাথে সঙ্গীত এর ব্যবহার তো মিলে মিশে এক হয়ে যায় বাকি ছবিদের মতো 🍂
অনেক ধন্যবাদ আপনাকে 🥰🥰
আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি। ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
তানভীর আহমেদ
জয়দেবপুর, গাজীপুর বাংলাদেশ থেকে ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤️ দারুন লাগলো 👍🥰
অনেক ধন্যবাদ দাদা 🥰😊
অনেক বছর আগে দেখে আসা কৌসানীকে আবার নতুন করে দেখলাম। অনাসক্তি আশ্রমটি সময়ের অভাবে ঘুরে দেখা হয়নি। মনটা আকুল হলো আবার দেখার জন্য। বাঁদরের উৎপাতের কথা আমরা ও শুনেছি। যাদের চশমা পরতে হয় তাদের বিশেষভাবে সাবধান হতে বলা হয়েছিল। অনেক কথা মনে পরছে। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা জানাই।
💐💐🙏🏼
ভীষণই ভালো লাগলো। কৌশানি আমি গেছি। এ বছরও কৌশানি সহ কুমায়ূনের অনেকগুলো জায়গা ঘোরার ইচ্ছে রয়েছে। আপনার ক্যামেরায় কৌশানিকে দেখে যাওয়ার ইচ্ছে আরও বেড়ে গেল। 👌👌
হ্যাঁ ঘুরে আসুন, ভালো লাগবে।
কি অপূর্ব সুন্দর!! আপনি সত্যিই ভাগ্যবান, সঙ্গে আমরাও..
😊😊😊
Khub bhalo hoyechee vlog ta...
Osadharon Kaushani..ami giyechilam 1984 te..takhon eto hotel ba tourist dekha jeto na..aar chilam ekjon ex military man er barite, aar puro mountain range ta dekhechilam purnimar r raat e, se ek opurbo drishyo...onek choto belar kotha kintu ajeeban mone thakbe..aaj ke bhai apnar vlog ta dekhe abaro smriti romanthan hoye gelo..
আহা... সুন্দর অভিজ্ঞতা
January bolei haito atota sundor view pawa gache.
হ্যাঁ হতে পারে
I think so
May 2022 tay ghuray asaychi. Sob monay koriye dilo tomar post. valo thayko. ❤️
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন
অনেক ধন্যবাদ দাদা 🥰😊
Simple but darun...
অসাধারণ লাগল আজকের vlog সমজিৎ দার vlog এ আপনাকে দেখে খুব ভালো লাগল আপনি নিজের vlog এও একটু নিজেকে দেখবেন আরো ভাল লাগবে পরের পর্বের অপেক্ষাতে রইলাম
অনেক ধন্যবাদ দাদা 🥰😊
বেশ লাগলো👌👌 মনটা ভালো হয়ে গেল।
অনেক ধন্যবাদ
এত সুন্দর দৃশ্য এবং সুন্দরভাবে চিত্রায়িত
Thank you so much
সপ্তাহের ছয়দিন অপেক্ষা করে থাকি কখন রবিবার আসবে তোমার ভিডিও দেখতে পাওয়া যাবে। সারা সপ্তাহের চলার উৎসাহ যেন এই রবিবার থেকেই সংগ্রহ করি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করে রইলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
Durdanto..
স্কুলবেলা পত্রপত্রিকার ভ্রমণ সংক্রান্ত কলামে যে সব ছবি দেখে বা লেখা পড়ে কিশোরী মন উতলা হয়ে উঠত, সে সব ছবিকে জীবন্ত দেখি আপনার ভ্লগে। কাজের চাপ/সময়-সুযোগের অভাবে সে সব জায়গায় সশরীরে যেতে পারছি না কিন্তু দিব্যি মানসভ্রমণ করে নিচ্ছি। 💙💙💙
💖💖 আমারও তাই অবস্থা
দাদা রবি বার সকালে আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি।অপেক্ষার অবসান হলো।অনেক শুভ কামনা ঢাকা থেকে।
অনেক ধন্যবাদ দাদা 🥰😊
Khub Bhalo laglo, apnar chokhe notun kore kausani ke dekhlam,1978 sale ranikhet theke kausani giye chhilam, anasakti asram a chhilam, puro asrome Amra 5 bondhu. Duti matro hotel chhilo ekti hotel peasant r ekti hotel Alka. Ekhon to onek change hoye gechhe. Somejit Babur kolakham vlog a apnader du jonke eksonge dekhe khub Bhalo laglo
বাহ খুব ভালো লাগলো জেনে। আশ্রমের ওখানেও কি ফাঁকা ছিল?
Dekha place, apnar vlog tai abar dekhchhi, satti beautiful
Thank you so much
কৌশানী।আমার ফেলে আসা দিন আবার ফিরে পেলাম আপনার কাছে।পর পর পর্বত শৃঙ্গ... অসাধারণ নীল আকাশে মেঘের ভেসে যাওয়া।এজায়গা গুলো ছোটবেলায় মা বাবা,কখনো একা মায়ের সাথে যাওয়া।সারিবদ্ধ পাইনের দলকে পেরিয়ে যাওয়া।তবু স্পষ্ট মনে আছে। আমাদের পৌচ্ছাতে বিকেল।ড্রাইভার ভাইয়া একটা পাহাড়ির ঢালে হোটেল ঠিক করেছিলেন।সেখানে লাগেজ নামিয়ে নিয়ে গেলেন গান্ধী আশ্রম। সেদিন ওখান থেকে দারুন দেখেছিলাম সূর্যাস্ত।পরদিন ছোট্ট পাহাড়ি হোটেল থেকে সূর্যোদ্বয়।ঠিক আপনি যেভাবে সিকিম,নর্থবেঙ্গল ঘোরেন,এরকম ঘুড়েছি এই জায়গা।আমি চাইবো আপনি আবার যান উত্তরাখন্ড।ট্রেক করুন। আপনি ঠিক খুঁটিনাটি সৌন্দর্য নিয়ে আসবেন। অদ্ভুত লাগলো,ও পথে যানজট শুনে। আপনার নর্থবেঙ্গল যদি হয়, তন্বী কন্যা,তবে উত্তরাখন্ড পরিণত যোগিনী। ননিতালে যেতে দেরি ।আমি বলবো খুব ভালো।তাই তো জলের ওপর ওমন আলোর ভেসে যাওয়া দেখলাম।,কাশির চোটে প্রায় 20দিন কাহিল।তাই কাল লিখে উঠতে পারিনি।🙏
বাহ বাহ খুব ভালো অভিজ্ঞতা
Osadharon. 👍👍
Thanks a lot 😊🙂
রবি বারের সকালের অপেক্ষায় থাকি।। মন ভালো করে দেওয়া সৌন্দর্য সঙ্গে আপনার এতো সুন্দর বর্ণনা, অসাধারণ ❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে
besh bhalo laglo
Thank u 😊
Oohhh darun 👍🙏
অনেক ধন্যবাদ দাদা 🥰😊
একে কৌশানির সৌন্দর্য তারপর শান্তনুর ক্যামেরা !!! উফ্ অপার্থিব!!!!!!
অনেক অনেক ধন্যবাদ 💐
খুবই সুন্দর হয়েছে ব্লগটা👌👌
অনেক অনেক ধন্যবাদ 💐
A panoramic view of Himalayan peaks along with vast tea gardens portrayed beautifully in the blog.
Thank u 😊
Khub sundor 👌
Thank you 😊
Darun ....Jamon akash tamon tar sathe poribesh
Hya
Great
অনেক অনেক ধন্যবাদ 💐
Ohhhhhh!!!!!what a beauty!! absolutely amazing... it's not only a vlog it's a fairy tale and you are the narrator.. mind-blowing..no word is enough to describe such mesmerizing beauty..the forest,the slanting rays of setting sun the starry moonlit view and the various shades of the peak are marvelous.. thank you once again.. best wishes..
Thank u so much...
WONDERFUL 👍
Thank you so much
Dada darun video with lovely music 🎶
Thank you so much 😀
Thanks Kacha Bong 😂👍 for covering Kumaon region...I'll always ve' soft corner 4 tem. Simple yet beautiful, humble people n don't worry inspite of tat electric pole 🤣 te nite still look breath taking..
😄😄😄🥰
আহা অপূর্ব লাগলো😊❤️❤️
😊😊
Lovely❤️❤️❤️
Thank you ji ☺️
Nice presentation, perfect vlog
Many many thanks 🥰
Darun dada
অনেক ধন্যবাদ দাদা 🥰😊
আপনি যেভাবে পাহাড়ের বর্ণনা দেন সেটা সিকিম হোক বা উত্তরাখণ্ড, আমি অবশ্যই বলব দিনে দিনে আপনার ব্লগগুলি এতটাই অকল্পনীয় হয়ে উঠছে৷ আপনি একটি দুর্দান্ত কাজ করেছেন শান্তনু দা৷
আপনাকে অনেক ধন্যবাদ জানাই দাদা
Following you for a long time from Bangladesh, Sir.
Came to know about many off beat places of Darjeeling and Sikkim from your videos.. We will try to visit those places.. Also, it will be pleasure for us if we can meet you once.. Thanks. Please keep sharing videos like this and let us see the places from the eyes of your camera.
Thank you so much 🥰
I am one of your old subscriber and also a fan of yours. I follow all your butifull video and njoy like eything. You don't show your face in your videos, but finally you came out in Somjit's video 🙄🙄🙄
😄😄😄
এই বার কিন্তু তেমন আনন্দ পেলাম না ভিডিও টা দেখে।
আসলে এই জায়গা গুলোতে ঠিক serenity ব্যাপার টা নেই ....
আচ্ছা......
Ki bolbo vasa pacchi na tai 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍🥰🥰🙋
Many many thanks
আমি আপনার blog দেখি, আমি নিজেও বেড়াতে যাই, ভালো লাগছে এই দেখে যে আপনি উত্তর বঙ্গ, সিকিম ছেড়ে ভারতের অন্য পাহাড়ি রাজ্যে যাচ্চেন
অনেক ধন্যবাদ দাদা 🥰😊
fabulous
Thank you
Again masterpiece
অনেক ধন্যবাদ 🥰😊
আপনার ভিউ পয়েন্ট গুলো সুন্দর
Nice to see you in front of camera. Suggest you to make it a signature of your vlogg by facing the camera for atleast few seconds at the end 👍👍👍
Ha ha ha. Thank you ☺️
I had my lunch at this particular hotel/ restaurant in 2015. It was still under construction then
Apni kon month e giyechilen dada?? Eto sundar view dekhe chokh sarthok hoye gelo❤
January te giyechilam . Thank you 😌
Aapni Nainital ghurlen na keno ???
Debotatma Himalaya bakrudhdha kore dilen, tar tushar mukut, megher palok, surjaster raktim bedona, surjodayer shornavo uttaran, akash, batash, aronyo, shohor, tomader soudorjo anadi anonto kaal emoni bishal bishmoye amader achchonno kore rakhuk. Apnar haat dhore tader kache amader prakritir madhukari eai jobone cholte thakbe 🙏🏽✍️
অনেক ধন্যবাদ 🥰😊
Lucknow niye khub excited achi
Soddo nepal kore esechi next tour lucknow r haridwar korar iccha ache..
Tai tomar theke valo guide r k ache
Opekkhay roilam
Achha....
Kolkata tekhe direct kausani ki bhabe jabo?
Apni exactly kon somoy giechilen?
Amar March 1st week er trip e sky etota clear chilo na!
Apni o 1ta tour gr khule felun amra sobai jai
শুধু আপনার ভ্রমনে মন্তব্য রাখতে আমার ইউ টিউবে আসা।
বাড়িতে যে হেতু দুটোই টিভি স্মার্ট টিভি তাই ঐখানে ডিটেইলস টা দেখে আবার ফোনের ইউ টিউবে আসি আপনাকে উৎসাহিত করতে।
দারুন লাগলো আপনার উত্তরাখণ্ড টুর।
একটা অনুরোধ আপনার বর্ণনা আপনার ছবি ভীষণ সুন্দর।
চলুন না বাকি সকল টুর ব্লগারদের মত কিছু মানুষকে নিয়ে আপনার দেখা সেরা জায়গা গুলিতে।
সবাই যেখানে হৈ হৈ করে টুর কন্ডাক্ট করাচ্ছেন আমরা কেন পাবো না আপনার সঙ্গ?????
ভেবে দেখবেন আমার প্রস্তাব টা।
অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই ভেবে দেখবো আপনার পরামর্শ। ভালো থাকবেন। 🙏🏼
@@Viral_Scope অপেক্ষায় রইলাম আপনার ডাকের।
কোনো এক পাহাড়ি উপতাক্যায়,এক হিমশীতল ভোরে এক নিস্তব্ধ জঙ্গলের টুপটাপ জল পড়ার আওয়াজ শুনতে শুনতে মুখোমুখি আমি আর আপনি ও সাথে এককাপ দার্জিলিং চা
Shantanuda , apni koushanite je Eco Lodge r katha bolechen seta Chevron Eco Lodge ki ?? Oi jayga naki K.M.V.N kon jayga theke himalayer view beshi sundor.
Hya chevron. Kmvn aktu upore but amar eco lodge er view beshi valo mone holo
Anek dhonnobad shantanuda.jokhon e apnar kache kono proshno korechi apni uttor diye sahajjo korechen.etai paoa apnar kache.apnar notun barir jonnyo anek suvechcha.aboshyoi jabo.bhalo thakben.
Which is your best home stay with hospitality.. Make few documents only for home stay---- It will be new idea..Then make few videos on different monasteries...with love for your family...Supra das bombay
💓
💐💐
Khub bhalo laglo! Rampur er hotel er details ta pele bhalo hoi
Video te deoa thake
@@Viral_Scope Description box e nei!
Description box a thake na, video te deoa thake
@@Viral_Scope ok
Sada borofe dhaka pahar porbot gulor ki naam ?
Trishul, Nanda Devi, Nanda ghunti, pancha chulli etc
Jotoi sundor hok na kano, no hill town can be compared to our Darjeeling and sikkim ❤️❤️
☺️☺️
Hotel vara koto
which month was this shot please??? i was goin in may can i expect same climate??
December. Best time November to march
দাদা ফেইজবুক গ্রুপের লিংকটা দিয়েন। ধন্যবাদ
শান্তনু, কিছু মনে কোরো না। এই এপিসোড কেমন যেন একটু ক্যাজুয়াল লাগলো। অনেক সময় বড়ো গ্রুপে বেড়ালে এটা সমস্যা হয়।নিজের কাজের জন্য সময় বের করা মুশকিল হয়,চিন্তা করার অবকাশ কমে যায়। জানি না আমি ঠিক কি না। আমি অনেকদিন ধরেই তোমার শুভাকাঙ্ক্ষী, খারাপ ভাবে নিও না।
আসলে এই জায়গা গুলোতে ঠিক serenity ব্যাপার টা নেই ....
না না খারাপ ভাবে নেব কেন ? আমি আপনার সমালোচনা সব সময়ই গুরুত্ব দিয়ে ভেবে দেখি।
বাংলাদেশে আমন্ত্রণ রইল ভাই। সেন্ট মার্টিন ঘুরে যাবেন। 🙂
অনেক ধন্যবাদ দাদা
আমরা তিনজন পেলিঅং রাবংলা, টেমি টি, ছায়া তাল পুজোর সময়েই যাব,কোনো দল পেলে ভালো হয
বলতে বাধ্য হলাম এই tour plan ভালো নয়। এটা নিশ্চয়ই আপনার plan নয়। আরেকবার বেরিয়ে পড়ুন নিজে ....নিজের মতো plan করে। প্রচুর সুন্দর জায়গা আছে। আমি সেভাবেই আপনাকে উত্তরাখণ্ড এ চাই যেভাবে আপনি Darjeeling ba Sikkim কে আমাদের কাছে তুলে ধরেন...মানুষ প্রকৃতি সব নতুন করে দেখি আমরা। সেটা এখানে missing। পাতি sight seeing blog নয়, চাই আপনার নিজস্ব touch
আচ্ছা...
অনেক ধন্যবাদ আপনাকে
Apni o 1ta tour gr khule felun amra sobai jai