Это видео недоступно.
Сожалеем об этом.

Rishikesh Vanprastha Ashram ঋষিকেশ গঙ্গা তীরে সবুজ মাঝে থাকার ঠিকানা Baba kali Kamli Ashram History

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2023
  • Rishikesh Vanprastha Ashram ঋষিকেশ গঙ্গা তীরে সবুজ মাঝে থাকার ঠিকানা Baba kali Kamli Ashram History

Комментарии • 101

  • @debashisdas8134
    @debashisdas8134 5 месяцев назад

    Excellent presentation. Thank you 🙏🙏

  • @tarakdas1033
    @tarakdas1033 10 месяцев назад +2

    Many many thanks goes to you for beautiful full information of Baba Kali Kamli Dharamshala.

  • @anjankab
    @anjankab 10 месяцев назад

    Excellent deliberations and hopefully good information

  • @kuntal2418
    @kuntal2418 Месяц назад

    If I stay at Parmarth Niketan, where can I get an auto for sightseeing?

  • @sheulibasu4194
    @sheulibasu4194 Год назад +2

    Khb bhalo, ami thekechi, darun jayga

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      রুমের ভাড়া টা কত একটু যদি জানান অনেকেই জানতে চাইছে আমি সঠিকটা বলতে পারছিলাম না।

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      আপনার অভিজ্ঞতা সুন্দর শুনে ভালো লাগলো।

  • @anilkumardas9081
    @anilkumardas9081 Год назад +1

    ধন্যবাদ ও শুভেচ্ছা।

  • @subratabanerjee1468
    @subratabanerjee1468 Год назад

    Khub sundor laglo apnar bornona.

  • @barunsadhukhan5913
    @barunsadhukhan5913 11 месяцев назад

    Khub bhalo laglo

  • @sujoybhattacharya4445
    @sujoybhattacharya4445 6 месяцев назад +1

    Fantastic brother 🎉🎉🎉

  • @subhashbasu1884
    @subhashbasu1884 Год назад +1

    Thanks Khub valo laglo

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      অনেক ধন্যবাদ জানাই।

  • @biswajtmasanta4344
    @biswajtmasanta4344 3 месяца назад

    আশ্রমে গিয়ে সরাসরি রুম বুক যায় কিনা জানালে খুব উপকৃত হই। ধন্যবাদ সুন্দর এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য

  • @debashisdas8134
    @debashisdas8134 5 месяцев назад

    Thanks!

  • @jyotirmoysen6417
    @jyotirmoysen6417 Год назад +1

    ঋষিকেশে বেশ ভালো একটা থাকার জায়গার খোঁজ দিলেন।

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  11 месяцев назад +1

      অনেক অনেক ধন্যবাদ

  • @jayantanath6467
    @jayantanath6467 Год назад +1

    এখানকার ক্যান্টিনে খাওয়ার খরচ কেমন? জানাবেন।
    রুমের ভাড়া জানাবেন।

  • @PapiyaGhosh-vf4ik
    @PapiyaGhosh-vf4ik Месяц назад +1

    Apnader booking mobile no din

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Месяц назад

      কলকাতার ডালহৌসি তে অবস্থিত স্টিফেন হাউসে গিয়ে বুকিং করতে হবে।

  • @shikhachakraborty6467
    @shikhachakraborty6467 Год назад +1

    Amra Badri Narayan giye 6 year age Kali komli Ashram achilem. Matro 200/- room rent chilo. Room oshadharon Mandirer opposite a.

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      আচ্ছা দারুণ ব্যাপার। দেখা যাক কবে যেতে পারি kedar badri dham

  • @subhamoysengupta3498
    @subhamoysengupta3498 Год назад +1

    Dada Stephen house kolkata theke bollo besidin na thakle vanprasth (rishikesh) e booking paoa muskil . ETA ki sotti? Amader 3 days plan.

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      এত বিস্তারিত তো জানা নেই, আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারছিনা বলে দুঃখিত।

    • @debanjanhalder9582
      @debanjanhalder9582 Год назад

      amakeo tai boleche amake todi dhamashala te booking korte holo vanarprashta te dilo na

  • @EduC23087
    @EduC23087 Год назад +1

    Apni ki kre krln booking?
    Form submission r পরের steps
    Kivbe payment krbo?

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      আমি নিজে বুকিং করিনি, ফর্ম submission পরে কি হয় দেখা হয়নি। তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। কলকাতা অফিস একবার ফোন করে জানাবেন যে , এরপরে কি হয়।

    • @EduC23087
      @EduC23087 11 месяцев назад

      ​@@PINTUCHITRAKAR1st choice for rishikesh
      Status: Queue after online Application

  • @sangitosangot7176
    @sangitosangot7176 5 месяцев назад

    Dada akhane ghor book korte ki advance payment korte hoy ?

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  5 месяцев назад

      উনাদেরকে ইমেইল করুন তারপরে ওনারা কি উত্তর দেন দেখুন এছাড়া কলকাতাতে অফিসেও অ্যাডভান্স বুক করতে হয় কলকাতা অফিস এড্রেসটা স্টিফেন হাউস

  • @user-du8je1in7v
    @user-du8je1in7v Год назад +1

    Kali komli asrom theka musorri jaber ki paoa jabe aktu janaben

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад +1

      আশ্রম থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড চলে আসুন। বাস স্ট্যান্ড থেকে দেরাদুন। দেরাদুন থেকে মুসৌরি যাবার বাস পাবেন।

    • @user-du8je1in7v
      @user-du8je1in7v Год назад +1

      Direct mussori jaoa r kichu nei?

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад +1

      @@user-du8je1in7v যতদূর সম্ভব নেই আর যদি থেকেও থাকে সেটার FREQUENCY অনেক কম।
      তাই আমার পরামর্শ সরাসরি তাড়াতাড়ি চলে আসুন দেরাদুন ISBT , দেরাদুন থেকে ঘন ঘন অজস্র বাস পাবেন মুসৌরি।

    • @user-du8je1in7v
      @user-du8je1in7v Год назад

      Thanks

  • @user-rw3pl6vy1b
    @user-rw3pl6vy1b Год назад +4

    আপনি কি কনফার্ম যে একা গেলে থাকতে দেবে না। আমি তো একাই যাবো। তাহলে কি করবো?

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      অন্য জায়গায় থাকার ভিডিও চ্যানেলে আসবে।
      হ্যা confirm

    • @sekharghosal7466
      @sekharghosal7466 Год назад

      আমিও একা যেতে চাই, আমিও সঙ্গী পেলে ভালো হয়।

    • @user-rw3pl6vy1b
      @user-rw3pl6vy1b Год назад

      ​@@sekharghosal7466 আপনি কে বিস্তারিতভাবে সবকিছু জানান।

    • @jyotimajumder1850
      @jyotimajumder1850 Год назад

      ​@@sekharghosal7466আপনি কি program কোরে ফেলেছেন।আমিও সঙ্গী খুজছিলাম।

  • @jyotimajumder1850
    @jyotimajumder1850 Год назад +1

    Bathroom a W.C.টা দেখালেন না,ওটা কি commod না কি বাঙলা pattern.

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      কমোড

    • @khochchore
      @khochchore 11 месяцев назад +1

      বাথরুমের পুরো শট নেবেন যেখানেই যান না কেন। এতে আমাদের মত বয়স্ক লোকদের খুব সুবিধা হয়। আমাদের কমোড ছাড়া চলবেই না 😊

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  11 месяцев назад

      Ok

  • @mkr2109
    @mkr2109 3 месяца назад

    Dada, solo traveller hole single person ki allowed ekhane?

    • @chandanghosh5793
      @chandanghosh5793 3 месяца назад

      Ami jatodur jani ekhane solo traveller der thakar permission nei..

  • @anitghosh6799
    @anitghosh6799 Год назад

    আমরা আটজনের জন্য (২+৩+৩) তিনটি , অথবা (৪+৪) দুটি ঘর নেব ভাবছি।
    মোটামুটিভাবে কত খরচ,এ ক্ষেত্রে কোনো পরামর্শ পেলে ভালো লাগবে।
    আপনার পোস্ট খুবই কাজের এবং আমি , আমার সহযাত্রী দের পাঠিয়েছি।

    • @EduC23087
      @EduC23087 Год назад

      Form submit করেছেন? Reply এসেছে?
      Amr এখনও aseni june15 e krecilm for অক্টোবর end days

  • @chandralekharay7609
    @chandralekharay7609 Год назад +1

    ম্যাপ একটু আস্তে আস্তে দেখালে ভালো হয়, নয়তো বোঝা যায় না।

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      Ok আগামী সময়ে খেয়াল রাখবো।

  • @runubanerjee7032
    @runubanerjee7032 4 месяца назад

    Rent ta kothay?

  • @jkararmondal5016
    @jkararmondal5016 11 месяцев назад +1

    Room rate koto
    3 bed er?

  • @sudiptaaddy6856
    @sudiptaaddy6856 Год назад +2

    1. একা গেলে থাকতে দেবে ?
    2. থাকার ভাড়া কত হতে পারে ?
    3. সাত দিন থাকতে দেবে ?
    4. দুপুর কিম্বা রাতে খাওয়া খরচ কেমন ?
    5. আশ্রমের বাইরে আশেপাশে খাবারের দোকান আছে কি ?

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад +4

      1. একা থাকতে দেওয়া হয় না। একটা double bed room রুমে সর্বোচ্চ তিনজন থাকা যায়।
      2. ডবল বেড রুমের ভাড়া NON AC APPROX 700 RS
      Double Bed AC 1500 RS
      3. 7 দিন থাকতে দেওয়া হবে।
      4. উনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে বিভিন্ন খাবার মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে হয়ে যাবে এক বেলা।
      5. আশ্রমের বাইরে পাশেই একটি দোকান আছে ওখানে আমি ভেজ ফ্রাইড রাইস খেয়েছিলাম।

    • @sudiptaaddy6856
      @sudiptaaddy6856 Год назад +1

      @@PINTUCHITRAKAR ধন্যবাদ, শুভ রাত্রি ।

  • @malayranjankumar1486
    @malayranjankumar1486 4 месяца назад

    Cottage, a c room and doubele bed room rent koto

  • @subhamsarkar7025
    @subhamsarkar7025 Год назад +1

    Dada tumi kedarnath Badrinath tour kobe krchoo???

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад +1

      এখন আপাতত plan নেই, দেখা যাক। কবে বাবার দর্শন পাই।

    • @subhamsarkar7025
      @subhamsarkar7025 Год назад +1

      @@PINTUCHITRAKAR tmr vedio dekheii purii gachii November ye kedarnath Badrinath jachii taii bollam

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      @@subhamsarkar7025 আচ্ছা যাত্রা শুভ হোক শুভেচ্ছা রইল। জয় বাবা কেদারনাথ।
      দুগ্গা দুগ্গা

    • @subhamsarkar7025
      @subhamsarkar7025 Год назад +1

      @@PINTUCHITRAKAR tmr guide pele subida holo but kedarnath Badrinath ses kore biswanath darsan kore firbo tokhon tmr guide kaje lagabo biswanath darsan niye joto vedio tmr ache ato vlo kore jeta ar Karo neii thanxx

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад +1

      @@subhamsarkar7025 আমার উপর ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ। তুমি আমার বেনারস ভিডিওগুলো দেখেছো জেনে খুব খুশি হলাম। অবশ্যই আগামী দিনে কেদারনাথ বদ্রিনাথ এর ভিডিও বানানোর চেষ্টা করবো।
      তোমার যাত্রার চূড়ান্ত সফলতা প্রার্থনা করি। বাবা বিশ্বনাথ ঠিক পথ দেখবেন।

  • @amitmajumdar8156
    @amitmajumdar8156 Год назад +1

    Khub bhalo laglo. সুন্দর উপস্থাপনা।

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।

  • @user-wx3wx7vg7k
    @user-wx3wx7vg7k 8 месяцев назад +2

    এখানে সাধকরা থাকতে কি পে তে থাকতে হবে না, ফ্রিতে থাকতে পারবে। পারলে যানাবেন।

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  8 месяцев назад

      বলতে পারছি না জানা নেই, মার্জনা করবেন|

  • @apaul8012
    @apaul8012 Год назад +1

    হরিদ্বার ঋষিকেশ এইসব জায়গায় এই একটাই সমস্যা যে একা allow করে না কোনো হোটেল বা ধর্মশালায়। হাতে গোনা দুই একটা হোটেল প্রচুর costly সেগুলোতে থাকতে দিলেও দিতে পারে। সেক্ষেত্রে ওরা বাড়িতে ফোন করে confirm করে তবেই থাকতে দেয়। কিন্তু ধর্মশালাগুলোতে থাকতে তো দেয়ই না, বরং সোজা মুখে ভদ্রভাবে কথাই বলে না। এমনকি হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ থেকেও আমি বিশ্রী ব্যবহার পেয়েছি ওখানকার মহারাজের কাছ থেকে ঘর পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করায়। এরা নিজেদের কি মনে করে কে জানে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এর কারণ জিজ্ঞেস করেছি অনেককে। উত্তর পাইনি। বলেছে এখানে ওটাই নিয়ম। আমি যে হোটেলে ছিলাম সেখানে একজন সুইপারকে জিজ্ঞেস করায় বলেছিলেন যে ওখানে একা গিয়ে অনেকে suicid.. করে যদিও সেই কারণটা আমার অযৌক্তক মনে হয়েছে। অথচ নর্থ বেঙ্গল, অ্যাসাম, সাউথ ইন্ডিয়া এসব জায়গাতেও আমি একাই ট্রাভেল করেছি কোন অসুবিধা হয় নি। আমার ব্যক্তিগত বুদ্ধিতে যতোটা বুঝেছি যে পাহাড়ি দুর্গম এলাকায় একা কোনো বিপদ ঘটলে সেটার দায় এইসব সংস্থাগুলো এড়িয়ে চলতে চায় বলেই হয়তো এই নিয়ম।

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад +1

      আপনার দুঃখজনক অভিজ্ঞতার কথা শুনে সত্যি খারাপ লাগলো। কেউই কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করুক প্রার্থনা করব।
      কথাটা ঠিক আসলে অনেকেই আত্মহত্যা করেছেন এরকম রেকর্ড আছে, সেই জন্য উনারা দিতে চান না।
      এছাড়া আমাদের সমাজে একটা বদ্ধমূল ধারণা আছে, solo ট্রাভেলার বা একাকী ভ্রমণ সম্ভব নয় এই পুরনো আমলের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে হোটেল মালিকদের এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানদের।
      দক্ষিণ ভারতের মতো সারা ভারতবর্ষের নিয়ম হলে ভালো হয়।
      অন্যান্য জায়গাগুলোতে আপনার যাত্রা শুভ হোক দুগ্গা দুগ্গা।

    • @apaul8012
      @apaul8012 Год назад

      ​@@PINTUCHITRAKAR আত্মহত্যার কথা যদি মেনেও নি সেটা আমাদের দেশের অনেক জায়গাতেই হয়ছে। Particular ওই জায়গাতেই হয় বা হয়েছে এমন নয়। উত্তরাখণ্ড সাধারণত তীর্থভূমি হিসাবেই খ্যাত। ঈশ্বর দর্শন বা তীর্থদর্শন দল বেঁধে বা সপরিবারেই করতে হবে এর কি মানে বলুন তো। আর তাই যদি বলেন ঐখানে বিদেশী মহিলাদের কিন্তু একা হোটেলে allow করে এটা জানেন কি? একজন রাশিয়ান ডিভোর্সি মহিলা এবং একজন আমেরিকান মহিলার সাথে আমার আলাপ হয়েছিল হরিদ্বারে। এটা কিরকম নিয়ম তাহলে। এগুলোকে ভন্ডামি ছাড়া আর কিই বা বলবো। ভারতীয় কোনো মহিলা এমনকি কিছু ক্ষেত্রে পুরুষও একা ট্রাভেল করছে এটা এখনো সবাই সোজাভাবে মেনে নিতে পারে না। শিক্ষার আলো এখনো বেশ কিছু মধ্যযুগীয় মানসিকতার মানুষের চিন্তাধারাকে আলোকিত বা উন্নত করতে পারেনি।
      যাইহোক, সমব্যাথী হওয়ার জন্যে অনেক ধন্যবাদ। আপনার কাছে একটা অনুরোধ যে এবার থেকে দয়া করে যদি solo travelers allow আছে কিনা সে সম্বন্ধে information দেন তাহলে অনেক solo travelers রা উপকৃত হবেন আশা করি। কারণ পুরুষ নারী নির্বিশেষে এখন অনেকই একা বেড়াতে পছন্দ করেন। আপনার ও আপনার চ্যানেলের জন্যে অনেক শুভকামনা রইলো!

  • @rajnandini788
    @rajnandini788 11 месяцев назад

    কি ভাবে বুকিং করবো জানাবেন প্লিস

  • @sudipbanerjee6454
    @sudipbanerjee6454 Год назад +1

    দাদা হরিদার থেকে সোজা আশ্রম পযর্ন্ত গাড়ি পাব।

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      না পাবেন না

    • @user-du8je1in7v
      @user-du8je1in7v Год назад +1

      Haridwar theka ai asrom ki vabe jabo?

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад +1

      @@user-du8je1in7v হরিদ্বারের রেল স্টেশন
      থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড by bus
      অথবা হরিদ্বার থেকে share auto করে ঋষিকেশ ।
      Rishikesh bus stand থেকে অটো ধরে জানকী ঝুলা
      বা
      শেয়ার অটো তে গেলে , অটো ওয়ালা কে বলবেন , জানকী ঝুলার কাছাকাছি নামাতে।
      Janki jhula bridge cross korlei ashram

    • @user-du8je1in7v
      @user-du8je1in7v Год назад +1

      Thanks

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      @@user-du8je1in7v আপনার যাত্রা শুভ হোক দুগ্গা দুগ্গা।

  • @susantakumarpal3484
    @susantakumarpal3484 Год назад +1

    রুম ভাড়া কত?

  • @jayantamukherjee5539
    @jayantamukherjee5539 6 месяцев назад

    Room rent koto?

  • @robinghosh3945
    @robinghosh3945 Год назад +1

    Room rent koto

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      ডবল বেড রুমের ভাড়া NON AC APPROX 700 RS
      Double Bed AC 1500 RS

  • @tapaschatterjee1199
    @tapaschatterjee1199 Год назад +1

    Rent koto tomer kaka bolbe.

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      😁😁 না ভাইপো ই বলবে wait

    • @jyotirmoysen6417
      @jyotirmoysen6417 Год назад

      তোমার দাদুর কাছে জানতে চাও, বলে দেবে।

  • @SHIBOTOSH
    @SHIBOTOSH 11 месяцев назад

    আপনি এখন অনেক পরিণত হয়েছেন। আগের মতন আর ভিডিও তে অপ্রয়োজনীয় কথা বলেন না। গ্রামের ছেলে মানুষ হয়েছে দেখলে ভালো লাগে।

  • @anilkumardas9081
    @anilkumardas9081 Год назад +1

    বানপরসথ জীবনটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা আছে কি? জানাবেন। ধন্যবাদ।

  • @basantadey1748
    @basantadey1748 Год назад +1

    Room rent koto

    • @PINTUCHITRAKAR
      @PINTUCHITRAKAR  Год назад

      Ac approx 1500 RS
      Non AC approximately 800RS to 1000 Rs

    • @EduC23087
      @EduC23087 11 месяцев назад

      ​@@PINTUCHITRAKAReta ki per room koto bed?
      Per head?