Birbhum News: RG কর কাণ্ডের রায় নিয়ে তোলপাড়ের আবহে সিউড়িতে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • ABP Ananda Live: আর জি কর কাণ্ডের রায় নিয়ে তোলপাড়ের আবহে সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত ব্যবসায়ী পলাতক, তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে দোকানে চকোলেট কিনতে যায় নাবালিকা। অভিযোগ, মুদিখানার মালিক তাকে দোকানে ঢুকিয়ে ধর্ষণ করে। স্থানীয় সূত্রে খবর, দোকান থেকে বেরিয়ে নাবালিকাকে কাঁদতে দেখেন প্রতিবেশীরা। বাড়ি ফিরে নাবালিকা তার পরিবারকে বিষয়টি জানায়। ঘটনার পর অভিযুক্তর দোকানে ভাঙচুর চালান স্থানীয়রা। গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
    #birbhumnews #siuri #westbengal #RGkarhospital #medicalcollege #westbengal #Kolkatanews #deathnews #mamatabanerjee

Комментарии • 14