শহরবন্দী মেঘ - মেঘদল | Shohorbondi Megh - Meghdol | Cover

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 268

  • @ChamokHasan
    @ChamokHasan 7 лет назад +485

    অসম্ভব প্রিয় গান, অসাধারণ কাভার! দুর্দান্ত গেয়েছ চয়ন, অরণ্য। বাদকদেরকে ভালো করে চিনি না, তবে ওরাও দারুণ বাজিয়েছে (পারলে Description এ ওদের নামটা দিয়ে দিও)। আর তোমাদের ব্যান্ডের জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা! ইশ, তোমাদের কোন জ্যামিং এ যদি থাকতে পারতাম!!

    • @BluePeriscope
      @BluePeriscope  7 лет назад +26

      ধন্যবাদ চমক ভাই! আপনাদের অনুপ্রেরনাই আমাদের পথ চলার শক্তি। আপনি দেশে আসলে আমরা অবশ্যই বসব একসাথে।

    • @Sudip_Debnath
      @Sudip_Debnath 7 лет назад

      অসাধারণ!!

    • @musictheatercafe9619
      @musictheatercafe9619 6 лет назад

      Kosto

    • @zebamou2901
      @zebamou2901 6 лет назад +9

      এইটা কভার ছিল? আমি তো অরিজিনাল মনে করে শুনছি বহুদিন৷ এত একিউরেট কাভার হয় কিভাবে?

    • @sajalhassan7208
      @sajalhassan7208 5 лет назад +1

      @@zebamou2901
      কাভারটা ওনাদের মতোই হয়েছে......একিউরেসি না, এক অসাধারণ বিউটি ক্রিয়েট করেছেন, অদ্ভুত।

  • @jashgen
    @jashgen 5 лет назад +21

    দেশের বাইরে গভীর রাতে বসে বসে এই গান শুনি প্রায়-ই। আবার কাজের মধ্যে মাঝে মাঝে লুপে দিয়ে রাখি এই গান। হঠাৎ করে সব কাজ বাদ দিয়ে থমকে দাঁড়ায়ে থাকি কয়েক মিনিটের জন্যে। চোখ ঘোলা হয়ে আসে, গলার কাছে একটা দলা পাকায়ে আসে৷ দেশকে, ঢাকা শহরটাকে কতোটা ভালোবাসি তখন বুঝতে পারি।
    অসম্ভব ধন্যবাদ এই অসাধারণ কাভারটার জন্যে৷

  • @nafiafarzana5909
    @nafiafarzana5909 6 лет назад +64

    শহরবন্দী মেঘ, ঘুরে ঘুরে একা আমাদের এই সুবর্ণ নগরে।
    আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
    ধূসর রাজপথের প্রান্তরে।
    শহরবন্দী মেঘ, ঘুরে ঘুরে একা
    আমাদের এই সুবর্ণ নগরে।
    আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন,
    ধূসর রাজপথের প্রান্তরে।
    চন্দ্রগ্রস্ত ভোর বলো বিদায় বিদায় (২)
    তুমি এখনো দেখো সূর্যলোকের ভোর।
    তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে,
    ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন অদরকারে।
    কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক,
    কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো।
    কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক,
    কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো।
    ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো,
    ভুলে যেতে পারো চাইলেই বারবার।
    তুমি গাইতেই পারো গান, এই সুবর্ণ নগরে
    ভুলে যেতে পারো ইতিহাস, অর্থহীন অদরকারে।
    শহরবন্দী মেঘ ঘুরে ঘুরে একা,
    আমাদের এই সুবর্ণ নগরে,
    আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দর
    ধূসর রাজপথের প্রান্তরে.... 😊

    • @AhmedJubairShishir
      @AhmedJubairShishir 4 года назад

      ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন ' অদরকারে' নাকি 'নগরকালে' ? অনেক পুরনো গান-খুব সম্ভব স্কুলের শেষ বা কলেজ থাকতে শোনা গান।
      লিরিক্স কি আমি ভুল জানতাম কি না একটু চেক করবেন ?

  • @Sawmya003
    @Sawmya003 7 лет назад +77

    এই গানটার একটা ভাল কভার সারা ইউটিউবে কোথাও খুজে পাইনি। পেয়ে গেলাম... কাছের মানুষদের কাছ থেকেই। :')

  • @satyakibanik2700
    @satyakibanik2700 7 лет назад +41

    গানটা শুনতে শুনতে স্বতঃস্ফ্রূর্তভাবে চোখ বন্ধ হয়ে আসছিল, আবার ভিডিওর অসাধারণ কিছু দৃশ্য মিস করে ফেলব ভেবে চোখ খুলে ফেলি!
    কি অদ্ভুত ডিলেমা!

  • @shourov3161
    @shourov3161 4 года назад +2

    গানটা আমি মাঝে মাঝেই শুনি। আজ মনে হলো একটা কমেন্ট করে হলেও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। গানটা আমার মধ্যদুপুরের সাথি। গানটাতে যারা গলা, সংগীত, চিত্রায়ন করেছেন তাদের মধ্যে যে অনুভব, চেষ্টা ও ভালোবাসাটা ছিলো তা স্পষ্ট বোঝা গেছে। গানটাতে প্রথম যিনি গলা দিয়েছেন তার তুলনা নেই কিন্তু দ্বিতীয় যিনি গলা দিয়েছেন তার মধ্যে অন্য একটা ব্যাপার আছে। উনি যখন "কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক" লাইনটা শুরু করেন, সেটা অসাধারণ। উনি হয়তো প্রথম জনের মতো এতো ভালো গায়ক নন কিন্তু উনার গান ও সুর বোঝা এবং অনুভবটা অসাধারণ। আপনাদের সবার প্রতি শুভকামনা।

    • @BluePeriscope
      @BluePeriscope  4 года назад

      ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথেই থাকুন। আরো ভালো কিছু আসবে সামনে।

  • @ishratjahananika4762
    @ishratjahananika4762 4 года назад +1

    একদিন মধ্যরাতে প্রচন্ড মনখারাপ নিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। র‍্যানডমলি প্লেলিস্ট চলতেসিল।হঠাৎ এই কাভারটা বেজে উঠলো। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার চোখ দিয়ে পানি পরতেসে। তারপর যে কতোবার করে শুনলাম এই গানটা। যতোবার শুনি অদ্ভুত এক বিষন্নতায় ডুবতে ডুবতে কোথায় যেন হারিয়ে যাই।। সেই থেকে মেঘদল আমার খুব প্রিয় হয়ে গেলো! ♥️
    ধন্যবাদ ব্লু পেরিস্কোপকে এতো সুন্দর একটা কাভার করার জন্য!

    • @BluePeriscope
      @BluePeriscope  4 года назад +1

      ধন্যবাদ। আর আমাদের কারনে আপনিও শরতের মেঘদলে ভিড়ে গেলেন জেনে ভালো লাগলো। আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক করে আপডেট থাকুন।

  • @bishalchakraborty9442
    @bishalchakraborty9442 3 года назад +2

    আসলেই সম্ভব!! এভাবে ও বুঝি গান গাওয়া যায়,,,,গলায় প্রতিটা সুর মিষ্টি,,,কঠিন,,,❤❤❤
    🙏❤

  • @s.m.sadikuzzamanabir3278
    @s.m.sadikuzzamanabir3278 4 года назад +1

    মেঘদল একটা ভালোবাসা, আর সেই ভালোবাসাকে ব্লু পেরিস্কোপ ধারণ করেছে অসাধারণভাবে। গান এবং মিউজিক ভিডিও, কনসেপ্ট💙💙💙

  • @masudsanwarrussell8872
    @masudsanwarrussell8872 5 лет назад +1

    আসলেই মেঘদল অসাধারণ একটি ব্যান্ড।।। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি কাভার উপহার দেয়ার জন্য।। শুভকামনা রইল।।

  • @বাকেরভাই-হ৬ফ
    @বাকেরভাই-হ৬ফ 4 года назад +3

    হাজারবার শুনলেও এই গানটার প্রতি ভালোলাগা আর দূর হবে না। ❤

  • @mahmudulhasan3808
    @mahmudulhasan3808 6 лет назад +1

    মেঘদলের ফ্লেভারটা পুরো অক্ষুণ্ণ 😍

  • @mirajul1995
    @mirajul1995 7 лет назад +10

    ইউটিউবে করা এটাই আমার প্রথম কমেন্ট।
    একটু বেশিই ভাল হইসে গানটা। কতবার শুনসি ঠিক নাই।

  • @lelouchlamperouge8093
    @lelouchlamperouge8093 3 года назад +2

    ভীষণ পছন্দের একটা গান। 💟

  • @redwanahmad9494
    @redwanahmad9494 5 лет назад +1

    দৃষ্টির শান্তি, শ্রবণ শান্তি একই সাথে ❤

  • @kaisersviews
    @kaisersviews 4 года назад +1

    আপনারা ভালো গেয়েছেন। অনেক দুর্দান্ত প্রয়াস। মেঘদল ভালোবাসার জন্য ধন্যবাদ।

  • @mahfuzarrahman6833
    @mahfuzarrahman6833 4 года назад +1

    কি গান রে ভাই,যতবার শুনি ঘোর কাটেনা। কি কাভার!! ভাবি নাই!! দিলে কি একটা অনূভূতি জাগে!! ইউনিক ঘ্রাণ! শুভকামনা

    • @BluePeriscope
      @BluePeriscope  4 года назад

      ধন্যবাদ ভাই। আমাদের সাথেই থাকেন। ঘোর আরো বাকি।

  • @sajidurrahman1307
    @sajidurrahman1307 6 лет назад

    মন খারাপের রাতে একা একা শহরের নিরব রাস্তায় হাঠছিলাম। এমন সময় গানটা পেয়ে গেলাম... খুব অদ্ভূত রকমের ভালো লাগলো...

  • @DST7058
    @DST7058 3 года назад +2

    Haven't been in Bangladesh for three years because of some personal reasons. I always listen to this cover whenever I miss Bangladesh, my Dhaka, my Buet. How emotional it makes me!!

  • @kaziantorhasan6751
    @kaziantorhasan6751 6 лет назад +32

    শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
    আমাদের এই সুবর্ন নগরে
    আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
    ধূসর রাজপথের প্রান্তরে।
    চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় (২)
    তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
    তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
    ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)
    কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
    কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো(২)
    ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার
    ভুলে যেতে পার চাইলেই বারবার
    তুমি গাইতেই পার গান এই সুবর্ন নগরে
    ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

  • @manaschakraborty5966
    @manaschakraborty5966 4 года назад

    Ai somoy meghdol akta sera brand , gan ta suna puro monta valo hoya galo .ai gan gulo sara prithibi ak kora dita para , thank u from india

  • @techhelpsoham1068
    @techhelpsoham1068 5 лет назад +4

    অপূর্ব লাগলো শুনতে,
    ভারতবর্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা রইলো ।

  • @ajantrikforing
    @ajantrikforing 2 года назад

    এই গানটার কাছে আমি কতবার কতভাবে যে ফিরে আসি!

  • @KK-dh3wq
    @KK-dh3wq 6 лет назад +5

    School life er onek prio ekta band ❤️ can't wait for the new album !

  • @plabon6060
    @plabon6060 6 лет назад +3

    the best best bestest cover💜 তিনঘণ্টা ধরে এটার উপরই আছি,,আহা চোখ আপনা আপনিই বন্ধ হয়ে যাচ্ছে😍

  • @mdmehdihassan5274
    @mdmehdihassan5274 6 лет назад +15

    এত সুন্দর কভার! ভাই, আপনারা আরো কিছু কভার করেন, অরিজিনাল বানান। আপনাদের জন্য শুভকামনা

  • @fahimhaider6373
    @fahimhaider6373 6 лет назад +1

    এক একটা শব্দে এক একটা লোম দাঁড়িয়ে গেলো ! 💘💘💘💔

  • @tofazzalhossain1413
    @tofazzalhossain1413 6 лет назад +1

    গান তো অসাধারণ হয়েছেই। চয়নের গান শুনেই অনেক বড় একটা সময় কেটেছে। অরণ্য অসাধারণ। আর যে বা যারা ভিডিওমেকিং এ ছিল, সবাইকেই টুপি খোলা অভিবাদন।

  • @rubayanahappy7070
    @rubayanahappy7070 3 года назад

    কাভার এত ভালো হতে পারে? অসাধারণ😍❤️কতবার যে শুনেছি… প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট বাজানো অসাধারণ অসাধারণ…

  • @durjoydey7910
    @durjoydey7910 2 года назад

    'ব্লু পেরিস্কোপ' অসাধারণ কাভার ❤️
    লিরিকঃ নিয়ে তো কিছু বলার মতো নেই ই!

  • @souravdas4456
    @souravdas4456 7 лет назад +10

    খুউব প্রিয় গান। ভালো হইছে খুব। সিনেমাটোগ্রাফিও ভাল হইছে :)
    ভালোবাসা :)

  • @shawmikmahmudfarabi7893
    @shawmikmahmudfarabi7893 6 лет назад +1

    অসাধারণ কাভার!ভোকাল দুজনের কোন তুলনা নাই! 👌

  • @pijushbarman3579
    @pijushbarman3579 4 года назад +1

    ভাইরে,কলিজা ছিঁড়ে যায়

  • @USPhite
    @USPhite 2 года назад

    ভিডিও ছাড়া শুনে প্রথমে মেঘদলেরই আনপ্লাগড ভার্সন ভেবেছিলাম। অসাধারণ হয়েছে। সেরা

  • @AngonPaul
    @AngonPaul 7 лет назад +6

    তোমরা ভাই অমানুষ :D

  • @JannatTumpa
    @JannatTumpa 6 лет назад +3

    অসম্ভব সুন্দর কাভার! বারবার শুনি, আরো বেশি ভালো লাগে!

  • @kamalparvez4786
    @kamalparvez4786 6 лет назад

    গান টা, আগে থেকেই পছন্দের শীর্ষে ছিল,,,আর এখন cover version...টা, শোনার পর পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম। Thanks for uploading a marvelous song.

  • @AN_IK
    @AN_IK 5 лет назад

    মেঘদল সেরা। প্রতিটা গান অসাধারন। একদম ভেতর দিয়ে যায়।

  • @mashrulislam5641
    @mashrulislam5641 6 лет назад +3

    Meghdol amader Mohiner Ghuraguli! Our asset totally.

  • @uraniumreza
    @uraniumreza 7 лет назад +1

    ভালোবাসা 'ব্লু-পেরিস্কোপের' জন্যে। এই শহরের বিষণ্ণ ধুলোয় মিশে যেতে যেতে এই গানগুলোই আমাদের প্রাণকে হয়তো জিইয়ে রাখবে!

  • @nomanalam4147
    @nomanalam4147 3 года назад

    মেঘদল প্রিয় অনুভূতি- এই কাভার তার অলংকার 💙

  • @6251vdofreak
    @6251vdofreak 6 лет назад +1

    খুব ভাল লাগসে। দেখতে আর শুনতে। আরো ভাল লাগসে চিনতে পেরে। আরো ভাল কিছু হোক।

  • @anuchanchal6931
    @anuchanchal6931 5 лет назад +1

    ভর দুপুর বেলায় শুনলে কান্না আসে

  • @shamsjerin4303
    @shamsjerin4303 6 лет назад +2

    মন ছুয়ে যাওয়া বেষ্ট কভার 😍😍

  • @anantagourab4771
    @anantagourab4771 6 лет назад +1

    এই কভারটার একটা স্টুডিও ভার্সন চাই। অদ্ভুতরকম ভালো হয়েছে!

  • @safwanhossain2665
    @safwanhossain2665 6 лет назад +2

    কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো(২) ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার ভুলে যেতে পার চাইলেই বারবার

  • @niloysundorom1051
    @niloysundorom1051 4 года назад

    অসাধারণ ... অদ্ভুদ সুন্দর। ভালোবাসা সবাইকে।

  • @operonboss5888
    @operonboss5888 7 лет назад +1

    অসাধারন কাজ অরণ্য। উপভোগ করেছি। পুরো দলের জন্য শুভকামনা।

  • @niloykarmakar1417
    @niloykarmakar1417 29 дней назад

    বেস্ট কভার এভার❤

  • @UltrapoorwomenBlogspot123456
    @UltrapoorwomenBlogspot123456 6 лет назад +2

    Speechless ! Both vocals are too good.I have no clue how much great you guys .NEED MORE COVER ! #BLUE_FANS

  • @rahulmajumder7968
    @rahulmajumder7968 4 года назад +1

    Given full respect to the original song... I was moved by this cover... ❤️.. Kudos to you guys!!!

  • @porag303
    @porag303 5 лет назад +1

    দুর্দান্ত কভার এবং সাথে অসাধারণ মিউজিক ভিডিও । সব কিছু মিলিয়ে একটা ভালোবাসা । ভালোবাসি মেঘদল, ভালোবাসি আপনাদের ♥️

  • @devjanidatta4548
    @devjanidatta4548 2 года назад

    অরিজিনাল গানটার থেকেও আমার আপনাদের কভারটাই বেশি ভালো লাগে।অসম্ভব সুন্দর❤️

  • @Shohorbondee
    @Shohorbondee 4 года назад

    আমাদের ব্যান্ডের নাম এই গান থেকে এসেছিল। গানটার এতো সুন্দর কাভার খুব ভালো লাগলো!

  • @khondokarrubab7059
    @khondokarrubab7059 6 лет назад

    অসম্ভব প্রিয় গান, অসাধারণ,ভালোবাসা রইলো

  • @chinmoychakraborty9040
    @chinmoychakraborty9040 7 лет назад

    Chayan & Aranya both are good singer.Thanks to all others. Keep it up.

  • @tawhidtias
    @tawhidtias 2 дня назад

    খুব পছন্দের একটা গান 💔🌸

  • @tofazzalhossain1413
    @tofazzalhossain1413 6 лет назад +1

    গান তো অসাধারণ হয়েছেই। যে ভিডিওমেকিং এ ছিল, তার জন্য টুপি খোলা অভিবাদন।

  • @pinkynasrin5695
    @pinkynasrin5695 6 лет назад +2

    মন ছুঁয়ে গেছে আর কিচ্ছু বলার ভাষা নেই !!! ♥♥♥

  • @Bark_Humour
    @Bark_Humour 3 года назад

    This cover song is like another version of the Meghdol original song. 'Blue Periscope' YOU awesome.

  • @saikattuku4100
    @saikattuku4100 6 лет назад

    ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার
    ভুলে যেতে পার চাইলেই বারবার 💔💔💔💔💔

  • @hasibahmed8656
    @hasibahmed8656 6 лет назад

    Never thought that meghdol cover is possible in such fantastic manner. U guys nailed it. Sobtuku suvo kamona...

  • @authenticbd5580
    @authenticbd5580 7 лет назад

    মনটা জুড়ায় গেলো, অনেক ভাল....

  • @munayezchowdhury8376
    @munayezchowdhury8376 6 лет назад +1

    গানটা শুনলে প্রিয় শহরে ফিরে যেতে ইচ্ছে করে যদিও তা সম্ভব না😔

  • @limonhossain3579
    @limonhossain3579 6 лет назад +4

    মাঝে মাঝে মনেহয় মেঘদলের চেয়েও ভালো গেয়েছেন। অনেক ভালোবাসা ❤❤

  • @wetglasses998
    @wetglasses998 4 года назад +1

    ইউটিউবে ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করছিলাম। অটো-প্লেতে গানটা শুরু হইল। একটু পর ভাল লাগায় ট্যাবটা ওপেন করে দিখি - হোয়াট ! চয়নদা, অনু, নাফি গান গাচ্ছে!
    একটা ডিপার্টমেন্টের বড় ভাই, একটা ছোটভাই, আরেকটা বন্ধু !
    নামটা দেখে চিনলাম- ব্লু পেরিস্কোপ!
    খুবই সুন্দর। রাস্তাঘাটে র‍্যান্ডমলি শুনে মানুষকে নাম জিজ্ঞেস করার মত সুন্দর- যেটা কভারের ক্ষেত্রে খুব একটা হয় না। :)
    ...
    চয়নদা, মিস ইউ ম্যান :(

    • @BluePeriscope
      @BluePeriscope  4 года назад

      তোমার চশমা কি এখনো ভেজা?

    • @wetglasses998
      @wetglasses998 4 года назад

      @@BluePeriscope শুকাচ্ছে না তো ভাই। চাইও না আসলে পুরোপুরি শুকাক :D

  • @phantomdebris
    @phantomdebris 5 лет назад +3

    Never thought such a heartfelt cover could exist. This cover is on its own merit a gem even if we put aside the origina. Discovered this a week ago and listening to this whenever I have time.

  • @abhisheksahajoy487
    @abhisheksahajoy487 6 лет назад

    অসম্ভব সুন্দর কভার!বিশেষ করে ভিডিও এর না বললেই নয়... আহা! ♥

  • @masumrahman7828
    @masumrahman7828 3 года назад

    একটা কথাই সুধু বলি
    কঠিন

  • @MrTahmid1999
    @MrTahmid1999 5 лет назад

    মেঘদলের কভার জিনিসটা মাথায় আসলে প্রথম যে ভয় হয় সেটা হলো হয় তা এক্সাক্ট মেঘদলের সুরে হবে নয়ত মেঘদলের সুন্দর সুরটা ধবংস করে দিবে। কিন্তু এইটা পার্ফেক্ট, জোশ হইছে ভাই।
    আপনারা সেরা ভাই..

    • @soharabifran3581
      @soharabifran3581 5 лет назад

      সেকেন্ড অফের ভোকাল জোস লাগসে আমার।

  • @syedalammimahad8375
    @syedalammimahad8375 5 лет назад +11

    This is BEAUTIFUL

  • @rakibdevs
    @rakibdevs 4 года назад

    দারুণ। এককথায় অসাধারণ!

  • @লুকোচুরিদর্শন

    ভালবাসা সব সময় ভাই, শুভ কামনা গান টা উপহার দেয়ার জন্য।

  • @mainuddinrizon5432
    @mainuddinrizon5432 4 года назад +1

    এই গানটার সেরা কভার ♥

  • @jobaerahmed7071
    @jobaerahmed7071 6 лет назад

    কিছু বলব না। ভালোবাসা এবং শুভকামনা রইল ♥️

  • @sy3dsaif
    @sy3dsaif 6 лет назад +4

    Best cover so far man ! joss aronno, nape, dipto, chayan bro and anu vai

  • @abhisheksahajoy487
    @abhisheksahajoy487 6 лет назад +1

    বেস্ট কভার ♥

  • @hasanshawn6182
    @hasanshawn6182 6 лет назад +1

    amar hridoy theke valobasha

  • @souravsaha5148
    @souravsaha5148 6 лет назад +1

    No word is enough to describe the charm of this cover. This is just too good. You guys are dragons indeed
    -_-

  • @mimibhattacharya8272
    @mimibhattacharya8272 7 лет назад

    Daruuuun legeche dadara.jug jug jiooo 👍

  • @rayatchowdhury8056
    @rayatchowdhury8056 4 года назад +1

    This is how a cover should be ❤️

  • @prbose
    @prbose 4 года назад

    এই কাভারটা একটা নেশা। ❤

  • @sakibrayhan9708
    @sakibrayhan9708 4 года назад

    I like the way they improvised a bit while singing.

  • @sarahselvis9284
    @sarahselvis9284 3 года назад +1

    Lyrics
    শহরবন্দি মেঘ ঘুরে ঘুরে একা
    আমাদের এই সুবর্ণ নগরে
    আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
    ধূসর রাজপথের প্রান্তরে (x2)
    চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায়, বিদায়
    চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায়, বিদায়
    তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
    তুমি গাইতেই পারো গান, এই সুবর্ণ নগরে
    ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে
    তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে
    ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে
    কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
    কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো
    কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
    কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো
    ভেজা-ভেজা চোখে কান্না লুকাতে পারো
    ভুলে যেতে পারো চাইলেই বারবার
    তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে
    ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে
    তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে
    ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে

  • @jony041
    @jony041 7 лет назад

    দিলটা জুড়ায়া গেল......অশেষ শুভকামনা রইল।

    • @BluePeriscope
      @BluePeriscope  7 лет назад

      ধন্যবাদ কাজীদা !

  • @bristykabir9126
    @bristykabir9126 6 лет назад +1

    আসাধারণ গান

  • @TomarSchool
    @TomarSchool 3 года назад

    অবশেষে, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু করা দীর্ঘ ৭ বছরের সম্পর্ক গতকাল ২০২১ সালের ডিসেম্বরের ৫ তারিখ সকালে আমার প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদ ঘটলো। কিন্তু বিচ্ছেদটা আমার কাছে আনন্দ, সম্মান এবং শ্রদ্ধার। দুইজনে একসাথে থেকে মনমালিন্য হওয়ার চেয়ে দুজন আলাদা থেকে একে অপরকে সম্মান করে বেঁচে থাকতে পারাটাই, আমার কাছে মনে হয় ভালোবাসা।
    গতকাল সকালে যখন তাকে আমি বুকে জড়িয়ে ধরলাম, তখন কোনো প্রকার ভালোবাসার অনুভুতি পেলাম না। ব্যাপারটা আমার কাছে তখনই একটু ঘোলাটে লাগছিল। ভালোভাবে বুঝতে পারিনি। তার কিছুক্ষণ পরই তার মোবাইলের ম্যাসেজগুলো পড়ে বুঝতে পারলাম যে, গত ৫/৬ মাসে সে Ahyan Kawser নামের আরেকটা সুদর্শন ছেলের সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে।
    তো, তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে Ahyan Kawser কে? সে বললো তার বান্ধবী লিজার বয়ফ্রেন্ড! আমি তখন আর আর কিছুই জিজ্ঞেস করলাম না তাকে। কিছুক্ষণ পর সে নিজে থেকেই বললো এইটা কিন্তু আমার একাউন্ট না। তখন আমি বললাম, আমি কি জিজ্ঞেস করছি কিছু? চুপ থাকেন, যখন প্রশ্ন করবো তখন উত্তর দিয়েন। তার কিছুক্ষণ পরে জোহরের আজান দিল।তখন তার মোবাইল টা তার কাছে দিয়ে আমি গোসল করতে চলে গেলাম.….
    প্রথমে খুবই খারাপ লাগতে শুরু হলো, পরে চিন্তা করে দেখলাম যে সবারই ব্যাক্তি স্বাধীনতা আছে এবং থাকা উচিতও। তাই তাকে কোনো প্রকার চাপ দিলাম না। বরং, তাকে বললাম যে, এটা স্বাভাবিক ব্যাপার, সমস্যা নেই, আমি একটুও রাগ করিনি তোমার ওপর, এত্তো প্যারা নেওয়ার কিছু নাই। তুমি আমার চেয়েও ভালো কাউকে খুঁজে নিয়েছো তার জন্য শুভকামনা রইলো। তুমি হয়তোবা আমার ভাগ্যে নাই।
    সত্যিকার অর্থে, তার নতুন সম্পর্কে আমি কোনো সমস্যা সৃষ্টি করতে চাইনি। তবে, তার একটা বদ অভ্যাস ছিল। সেটা হচ্ছে, আমি তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করলে সে সত্য কথা বলতো না। আর গতকাল অর্থাৎ ৫ ডিসেম্বর ২১ এর সন্ধায় তাকে বললাম, যা হবার হয়ে গিয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু তুমি তোমার বর্তমান প্রেমিক এর সাথে এমন করবা না প্লিজ...
    যাই হোক দোয়া করি সে ভালো থাকুক।
    এতোকিছুর পরেও তোমাকেই ভালোবাসি প্রিয় (শারমিন) ❤
    • ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী,
    তোমার আমার ঘর হইলো না আর...
    • শেকড় পোতা পথের বায়ে,
    জগৎ বাঁধা তোমার পায়ে।
    সাগর তোমার পাহাড় তোমার,
    আমার মাথায় পড়ে বাজ।
    সারা দেহে কাঁটা লইয়া,
    পিরিতি নয় আমার কাজ!
    • এই অবেলায় তোমারই আকাশে,
    নীরব আপসে ভেসে যায়।
    সেই ভীষণ শীতল ভেজা চোখ,
    কখনো দেখাইনি তোমায়।
    • আজ কবিতা অন্য কারো,
    দু'হাতে সে তার সুখকে উড়ায়।
    আমি আর আমার ফেরারি মন,
    মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।
    • কেউ কোথাও ভালো নেই যেন সেই,
    কতকাল আর হাতে হাত অবেলায়।
    কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে,
    ভেজা চোখ দেখাইনি তোমায়।
    • অভিযোগ নয়তো নয়,
    প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়।
    নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে,
    অযাচিত সংশয়।
    • কখনো অভিমান, অবাধ্য পিছুটান,
    জানি না কী কষ্টে এই অবেলায়।
    তবুও নির্বাসন বাসর সাজিয়ে
    ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
    • ঘুণে খাওয়া মেঘে,
    কালো হয়ে যায় এ হৃদয় যখন,
    একা একা শুধু,
    অকারণেই ঝরে বৃষ্টি এমন।
    আজও তাই,
    অবাক রঙে এঁকে যাই।
    সাদা কালো রঙ মাখা,
    ফানুসের মুহূর্ত রাঙাই।
    • বেশি ভালোবাসলে মানুষ,
    দুঃখ দেয় তার প্রতিদান।
    এই দুনিয়ার কিছু মানুষ,
    স্বার্থপর বেঈমান।
    • ভীষণ কালো মেঘ,
    পুড়ে ছাই আবেগে।
    আজও তাই অবাক জোছনায়,
    পোড়া চোখ তবুও সাজাই।
    • ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি,
    পুরনো সেই সে আকাশ।
    স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে,
    পরিচিত দীর্ঘশ্বাস।
    • এই সন্ধ্যায় দু'চোখ সাগরে,
    বুকের পাঁজরে ভেসে যায়।
    অবাক জোছনায় লুকিয়ে রেখেছি,
    ভেজা চোখ দেখাইনি তোমায়।
    • এতদিন পরেও প্রশ্ন জাগে,
    শুধুই কি হেরেছি আমি।
    হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায়,
    একটু কি হারোনি তুমি!
    • বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে,
    থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে।
    মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে,
    মানুষ আমি যেনো তলিয়ে গেছি আমারই ভুলে।
    • তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখ দুঃখ দিতে,
    চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে আহা।
    তুমি ভেবেছিলে, পড়বো ভেঙ্গে আমি এক কথাতেই।
    চূর্ণ হয়ে যাবো সেই থেকে হায়, এখনো আমি একা।
    Sharmin I love you. ❤
    Date: 19/12/2021
    Time: 03ঃ50 P.M.
    - মেহেদী হাসান (আমি নিজে)

  • @sadasidha08
    @sadasidha08 7 лет назад +4

    Oronno you have an amazing voice please take care of it :) Chayan you are mesmerizing as always. Great job guys carry on.

  • @mahbuburrahman1791
    @mahbuburrahman1791 6 лет назад

    ভালো লাগলো। শুভকামনা রইলো।

  • @delowerhosen6346
    @delowerhosen6346 6 лет назад +1

    Best cover of Shohorbondi, I've ever listened to. Thanks Blue Periscope.

  • @rafidjawad9202
    @rafidjawad9202 7 лет назад

    অরণ্য ভাই! চয়ন দা! নাফি ভাই! অনু ভাই! দীপ্ত ভাই!! 👌👌✌
    বেস্ট!!

  • @jahidhasanshanto5579
    @jahidhasanshanto5579 4 года назад

    Wait, how could I miss it since 3 years...
    Guys you did it so real....

  • @ontohinolip4612
    @ontohinolip4612 7 лет назад

    Amazing!! Aro koyekta meghdol er cover asha kori apnader theke.

  • @imranhossain5530
    @imranhossain5530 5 лет назад +1

    অনবদ্য অসাধারন ❤☺

  • @promasaha343
    @promasaha343 7 лет назад

    Fan হয়ে যাচ্ছি এই ব্যান্ডের :)

  • @niloybanik8741
    @niloybanik8741 6 лет назад +1

    Super se upar..

  • @nabilamin1
    @nabilamin1 6 лет назад

    দারুন, অসাধারন।

  • @ahmedmursha5877
    @ahmedmursha5877 6 лет назад

    স্নিগ্ধ!

  • @bijoy_26
    @bijoy_26 7 лет назад

    অসাধারণ কাজ!
    পুরোটা সময় স্তব্ধ হয়ে উপভোগ করেছি।

  • @badhonhridoy6849
    @badhonhridoy6849 5 лет назад

    Tnc you so much emn ekta song upohar deyar jonno❤