দাদা আমার বাড়ি বরিশাল গৌরনদী বর্তমানে আমি ঢাক থাকি, আপনারা বাংলাদেশে বারবার আসবেন, আমি হিন্দু,মুসলিম, বুদ্ধ, খৃষ্টান বুঝিনা, সুধু বুঝি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাংলাদেশে আসলে আমার সাথে যোগাযোগ করবেন।
আপনাদের গৌরনদীর অগৈলঝাড়া নামে কোন এক জায়গাতে গিয়েছিলাম দাদা।। আপনাদের ওখানের মিষ্টিও বেশ ভালো খেতে। আপনি ফেসবুক পেজে যোগাযোগ রাখলে অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে ❤️
আপনাদের গৌরনদীর অগৈলঝাড়া নামে কোন এক জায়গাতে গিয়েছিলাম দাদা।। আপনাদের ওখানের মিষ্টিও বেশ ভালো খেতে। আপনি ফেসবুক পেজে যোগাযোগ রাখলে অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে ❤️
উনাকে আমার অন্তরের অন্তঃস্থল হতে আমার শ্রদ্ধা। আমার গ্রামে বা এলাকায় অনেক হিন্দু ছিল যাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো কিন্তু আজকে তারা ভারতে চলে গেছে , তাদের কথা মনে হতেই আমি কষ্ট পাই। কিন্তু খুবই দুঃখজনক যে মাত্র দুই একজন কুচক্রী শয়তানদের কারনে আমি আমার ভালো প্রতিবেশীদের হারিয়েছি। দাদা ধন্যবাদ এ ধরনের সুন্দর উপস্থাপনের জন্য।
আমাদের দেশ ছিল ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে। বাবা আর নেই। ওখানে গিয়ে এক রাত থেকে একমুঠো মাটি নিয়ে ওখানে একটা প্রণাম সেরে আসতে চাই। আমার বয়স ৭২ বছর।
চোখে পানি চলে আসলো দাদা। আপনার চাচার জন্মভূমির প্রতি ভালোবাসা দেখে একবার তাকে নিয়ে আসেন তার জন্মভূমিতে।শ্রদ্ধা ও ভালোবাসা রইল ❤❤। বাংলাদেশ থেকে বলছি🇧🇩❤
আমার বাবা 1963/64 য়ে পূর্ব পাকিস্তান থেকে ভরতে আসে। ভারতে এসে আর্মিতে join করেন। 1971 য়ে Eastern সেক্টরে (বাংলাদেশ) যুদ্ধের দায়ীত্ব পালন করেন। ২০১৬ তে বাবার মৃত্যু হয়।
"সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য! ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি।" - রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলাদেশ থেকে বলছি আপনাদের সালাম, নিজ মাতৃভূমি ছেড়ে দূরে থাকা সত্যি কস্টের। আপনারা বাংলাদেশের শিকর। হিন্দু মুসলিম রাজনৈতিক নেতাদের বলির স্বীকার সাধারণ মানুষ। আপনারা সময় করে দেশে আসবেন।
Vai চিরটাকাল রাজনৈতিক নেতা নেত্রী রা নিজেদের স্বার্থে, amader মতো সাধারণ মানুষের সর্বনাশ kore এসেছে, akhon o করে চলেছে। আমরা তাঁদের প্ররোচনায় pa diye নিজেরা মারামারি কাটাকাটি kore মরি।
ভাই, তোমার জেঠুর কথা শুনে আমার মনটা কেঁদে উঠিলো, চোখে জল ধরে রাখতে পারলামনা , উনার চোখে মুখে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য কত ভালো বাসা। আমি একজন বাংলাদেশের মুসলিম হয়ে তোমাদের জন্য দোয়া করছি সৃষ্টি কর্তা যেন তোমাদেরকে ভালো রাখেন। তোমাদের এই প্রিয় মাতৃ ভূমি বাংলাদেশে আবার ও বেড়াতে আসবে এই প্রতাশায় রইলাম। ভালো থেকো। ধন্যবাদ।
আমার বংশধর দের বড় অংশ ভারতের আছে । আমার বাবার দুই দাদুর পরিবার বর্তমানে সাতক্ষীরা ও খুলনা জেলাতে বসবাস করি । বাবার অন্য দাদুদের পরিবার পশ্চিমবঙ্গের ও আন্দামান-নিকাবরে বসবাস করে । কিন্তু , এই কাঁটাতারের বেড়া ও নানা বিধিনিষেধ কারণে, তাদের সাথে আমাদের কোন যোগাযোগ গড়ে ওঠেনি। আমার বাবা-কাকুরা যাওয়ার জন্য একবার চেষ্টা করে ছিল ,কিন্তু নানা জটিলতার সেটি সম্ভব হয়নি । ইনশাল্লাহ আমিও সময় করে একদিন তাদের সাথে দেখা করতে যাবো ।
এই নিদারুণ অভিজ্ঞতা আমার ও আছে । আমাদের বারি নারায়ণগঞ্জ, ছিলাম নরসিংদী । চলেআসাটা ছিল হৃদয়বিদারক । 1913 সালে গিয়ে আমাদের বারি নারায়ণ গন্ঞজ গোদনাইল দেখে আসি। বারিটা সরকারি অফিস ও আবাসন হয়েছে । শুধু চোখের জল ফেলে এলাম । তবে ওখানে যারা ছিলেন , খুবই সুন্দর ব্যাবহার করেছেন । বাবা র এক বন্ধুর সঙ্গে দেখা হল ।তখন ওনার একশত বছর পার হয়েছে । সুন্দর কথা বললেন ।
তাদেরকে সেটা জানানো হয় না।তাদের জানানো হয়, সোহরাওয়ার্দী, একে ফজলুল হক ভিলেন ছিলো।অথচ এ দুজন বাঙলাকে একত্রে রাখার সবচেয়ে বেশি চেষ্টা করেছে।শেষাবধি তারা মুসলিমদের রক্ষা করতে, বাঙলা ভাগে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছিলো।অন্যদিকে শ্যামাপ্রসাদের ক্ষমতার লোভকে, জিন্নাহ সুবিধা নেয়।
উনি ছিলেন বলে আজও আমরা বাংলায় বাস করতে পারছি নতুবা আমাদের পশ্চিমবঙ্গের 13 কোটি বাংগালীকে বিহার উড়িষ্যায় উদ্বাস্তু হয়ে রাস্তার ভিখারীর জীবন যাপন করতে হ'ত।
আমাদের এলাকার বড় ভাই ৭০ সালে মেট্রিক পাশ করে কলকাতায় গেছে আর আসেনি। বছর দুই আগে এসে নিজ পাড়া দেখে গেছে আমার এক পাড়াত মামা তার বন্ধু ছিল সেই একমাত্র তাকে চিনতে পেরেছিল। অনেক কান্নাকাটি করছে এলাকা দেখে।
পারিবারিক কলহ অনেক সময় দায়ী। কেউ রইলো কেউ চুপ করে চলে গেল। এর দায় অনেক সময় না বুঝে মুসলিমদের ঘারে চাপিয়ে নিজেদের দোষমুক্ত করে। এছাড়াও একটা সময় নিজেদের ভাগ্য পরিবর্তনে কেউ কেউ আগ্রহী ছিল। এখনও তাদের পুরাতন ভূসম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই পারে থেকে কোর্টকাছারি করছে।
ছোট ভাই আমি বাংলাদেশী, তোমার মাঝে দেশপ্রেম আছে, আমি ঢাকা থাকি আমার অনুরোধ তুমি ঢাকা এসে আমার এখানে থেকে, বাংলাদেশ গুড়ে এড়াও তোমাকে আপপায়ন করতে পারলে আমার ভালো লাগবে
Hearing& seeing your message I tear tear came out.I am also a man as you are .Thank you from my core of my heart. I still emotional .I am failled to control my emotion.My grand daughter asked me "dadu why you are crying".More and tears came.....I took her to my chest ....unable to write.....same thing happened to my grandfather.....Great.Dear friend,keep your mission up.May god bless you.
বাংলাদেশ থেকে, চোখের কোনে জল চলে আসলো, কি ভীষণ টান নিজের জন্মভূমির প্রতি পৃথিবীর প্রত্যেটি জাতি, ধর্ম, বর্ণের মানুষ খুব গভীর ভাবে অনুভব করে যার পরিমাণ ভাষায় বা লেখায় প্রকাশ করা যায়না।
দাদা আমি নিয়মিত আপনার ভিডিও দেখি, আপনার এই দেশের প্রতি মায়া বা টান দেখে সত্তি অনেক আবেগাপ্লুত আমরা, আপনার পূর্ব পুরুষরা একসময় ছিলেন এইখানে হয়তো রাজনৈতিক বিভাজন না হলে হয়তো আমরা একই ভূখন্ড থাকতাম একটি দেশই থাকতো। আমার গ্রামে ও এমন প্রচুর হিন্দু জায়গা জমি বাড়ি, ঘর এলাকা, মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যেখানে একসময় অনেক লোকজন থাকতো কালক্রমে তারা ভারতে পাড়ি জমিয়েছে, এমন স্থান প্রচুর অহরহ আছে যারা আর এখানে আসে না বা চলে গেছেন বাংলাদেশ পৃথক হওয়ার পর। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের কাছাকাছি এলাকায় থাকি আপনি যদি আসেন ব্লগ বা ট্রাভেল যাই হোক বা যেখানেই যেতে চান আমি সাথে থেকে আপনাকে সহযোগিতা করবো আমি ঢাকায় থাকি, আসলে অবশ্যই নক দিবা।
১৯৪৭ সালের অন্যায্য বাংলাভাগ বাংলা্দেশের হিন্দুদের আর্থিক ও মানসিকভাবে সর্বস্বান্ত করেছে।প্রিয় জন্মভুমির জন্য পশ্চিমবাংলার অনেক হিন্দু আজও চোখের জল ফেলে।
আপনি শুধু একপাশ দেখালেন,অনুরূপ ঘটনা মুসলমানদের খেত্রেও ঘটেছিল।যারা ভারত থেকে বাংলাদেশে(পাকিস্তান) এসেছিল। আমি এমনই একটি পরিবারের সদস্য।করিমপুর আমাদের বাড়ি ছিল। আমাদের সবকিছু তারা কেড়ে নিয়েছিল।এমন কারো কি সাক্ষাতকার নিতে পারেন? আার নাখাল কীষানের গাদ্দার বইটি পড়তে পারেন। তাহলে বঝবেন সবাই ভুক্তভোগী ও সবাই দায়ী। ধন্যবাদ।
ভাই, আপনি ঠিকই বলেছেন।এদেশ থেকেও অনেক মুসলিম বিতাড়িত হয়েছিলেন।সংখ্যা টা অনেক কম হতে পারেবাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের থেকে। কিন্তু যা হয়েছে মোটেই ভালো হয়নি। কারা এজন্যে দায়ী তার বিশ্লেষণ দরকার। নাহলে এধরনের ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে।
আমি এরকম কাউকে আজ পেলাম। হিন্দুরা নিজের স্বার্থের লোভে ভারতে চলে গেছে এটা স্বীকার করেইনা। যা বলে, তা হলো মুসলমানদের দোষারোপ। তবে, ৭১ পালিয়েছিল তখনের সময় আলাদা। হাজার রিফিউজি ভারতে স্থায়ী হয়ে থেকে গেছে। অথচ, ওপারের বহু মুসলিমরা বাংলাদেশে চলে আসছে অত্যাচারিত হয়ে সেসব নিউজ, সাক্ষাৎকার আজও দেখলাম না। যেসব মুসলমানদের বসত ছিল ওই দেশে, তারাও একই যাতনা ভোগ করে।
ভাই বনগা থেকে কলকাতা পর্যন্ত হাজার হাজার মুসলিম পরিবার একিভাবে বাংলাদেশে আসছে কেও বিনিমই করে কেও খালি হাতে অই সময় দুই দেশে অনেক অনাচার হইছে জার কারনে দুই পাশের মানুষ দেশ ছারতে বারধ হইছে
আমার বয়স এখন ৭০ বৎসর! আমার বাবা ১৯৫০সালে তৎকালীন ইস্ট-পাকিস্তান থেকে দৌলতপুর কলেজের পড়াশোনা শেষ না করেই ভারতে আসতে বাধ্য হন একমাত্র আরবের বর্বর দুর্ধর্ষ দস্যুদ্বারা প্রচারিত এবং প্রসারিত মতবাদের বিশ্বাসীগণের জন্য!
আমি বাংলাদেশ থেকে বলছি ভিডিও দেখে মনে খুব কষ্ট লাগছে, এর জন্য তখনকার স্বার্থনেশি রাজনীতিবীদরাই দায়ী এরা যোগ্যতা দিয়ে যখন কিছু করতে পারেনা তখন ধর্মে ধর্মে দন্ধ লাগিয়ে তাদের স্বার্থ হাসিল করে আর এভাবেই অনেকগুলো পরিবারের সুখ কেড়ে নেয়।
আপনার কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই । আমার পাশের বাড়িরই দুইজন হিন্দু চাচা আছে তাদের মুক্তিযুদ্ধ কার্ড আছে এবং প্রতিমাসেই টাকা পায় । এমন আরও অসংখ্য মানুষ আছে , এখন তো অনলাইনে দেয় আগে যখন ব্যাংকে টাকা দিত তখন অসংখ্য হিন্দু মুক্তিযুদ্ধাদের দেখেছি আমি । ❤❤
@@abdullah69463আমাদের এখানে ও একজন হিন্দু মুক্তিযোদ্ধা আছেন,তিনি একটা বীর নিবাস মানে একটা বাড়ি পাইসেন,হিন্দু,মুসলিম,বৌদ্ব,খ্রিস্টান,সবাই দেশ মিলেই স্বধীন করসে,যেটা বর্তমানে অনেক মুসলিমই বিশ্বাস করে না,এক হুজুর বলসিল"কোন হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই,এই বাংলাদেশ ৩০ লক্ষ মুসলমানের রক্তে স্বাধীন হইসে"এই কথা বলার সাথে সাথে সব গুলা চিৎকার করে উটসে,অথচ আমি গুগলে দেখসি যে ৩০ লক্ষ শহীদের মধ্যে ২২ লক্ষই হিন্দু ছিল,এই কথাটার একটা লজিক আছে কারণ রাজাকার আর পাকিস্তানিরা হিন্দুদের ই মেইন টারগেট করসিল,আর ওই হুজুরের ব্যাকগ্রাউন্ড চেক করলে পাওয়া যাবে যে ওর বাপ দাদারাই বোধ হয় রাজাকার ছিল😂😂😂
@@abdullah69463 আমি একজন মুক্তিযোদ্ধাকে জানি এবং সামনাসামনি প্রতিটা মুহূর্ত ফিল করেছি তার সাথে থেকে তাই আমি কথাটা লিখলাম? এমনকি মুক্তিযোদ্ধার যেই লিস্ট বেরিয়েছে সেই লিস্টে পর্যন্ত তার নাম নেই এরকম অসংখ্য মানুষ আছে যাদের নাম পর্যন্ত জানি গ্রাম জানি জেলা জানি থানা জানি আপনি পাশের বাড়ির কাকুর কথা বললে হবে না সে দুই একজন থাকতেই পারে??
You're most welcome to Bangladesh. Dada tome obossoi jathuka neya Bangladesh a asba.Ami Qatar a aache, tomra Bangladesh a asla amaka janeo ami chola asta chasta corbo. Valo thako, onak onak valobasa ❤❤❤❤ tomadar jonoo.🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
দাদা কেমন আছো আশা করি ভালো আছো। তোমার জেঠুর কথা শুনে আমার চোখে জল এসে গেল। সত্যি কথাগুলো হৃদয়বিদারক। ভালো থেকো দাদা। জেঠুকে আমার আদাব। ভালো থেকো জেঠু, সুস্থ থেকো। সম্ভব হলে বাংলাদেশে এসে ঘুরে যেও। আমিও তোমার পূর্বপুরুষদের এলাকার লোক। যদি সম্ভব হয় আমিও একবার ইন্ডিয়া এসে ঘুরে যাব। দেখা করবো তোমাদের সাথে। ভালো থেকো সবাই। ❤❤
আনদামান ও দণ্ড কারন্যে অনেক বাংগালী উদ্বাস্তুদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল।আনদামানে যারা গিয়েছিল তারি মোটামুটি বেঁচে গেছে।পশ্চিমবঙ্গের কমূনিসটরা এতে বাধা দিয়েছিল।
দাদা শ্রী নমস্কার সমস্ত জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই আজ আজ আমরা হিন্দুরা কেন নিজের জন্মভূমি ত্যাগ করে পালিয়ে যায় এর কারণ কি কারা আমাদের এই জীবনের সুখ শান্তি কেড়ে নিল তাদেরকে আমরা ভয় করি আজকে আপনি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের পালিয়ে গেছেন পশ্চিমবঙ্গে কি আপনারা ভালো আছেন পশ্চিমবঙ্গের তো হিন্দুদের অবস্থা ভালো না এখন আপনারা কোথায় যাবেন 10 বছর পর পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে একটু ভাবুন জন্য আপনারা পোস্ট পূর্ববঙ্গ থেকে পালিয়ে গেছেন তাদের কথা একটু ভাবুন তাদের যদি পূজা করেন তাহলে সারা জীবন ডিভোর্সের ঘানি টানতে হবে
@@shohagibn1642 আপনার কি মনে হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ভাই। আমি স্বভাবতই একটু আবেগি। আর এটাও বিশ্বাস করি যে তার জন্মভূমিকে ভালোবাসতে পারে না তাকে মানুষ হিসেবে চিহ্নিত করতে কষ্ট হলেও অমানুষের কাতারে সহজেই খুঁজে বের করা যাবে
Oboshshoi niye jaan.... Mrittur age ekbar holeo niye jaan... Allah apnader valo rakhukh. Amar dadu Tripura te ashe 1952 shale... Amra India te onek happy achi...... British rai main shoitan,, erai divide kore amader dongsho kore diye che.
Video ta dekhe ami khuvi bishonno,,,, chuke jol ashar moto obosta... Video ta dekhar por sudhu babtei achi.... Apnar jetur kanna amar ridoye laglo.... apnader family history amar family bolechi... Aj apnar video ta dekhe r Jetur kanna dekhe ami bara-krantho. Jetu ke Bangladesh niye nij jonmo bhumi ekbar holeo dekiye anbe, shei video pawar jonno opekka roilo. Jetu ke bolbe unar jonno ami duwa korbo, Allah unake dirgo jibi r shushto rakhok .
আপনার ভিডিও টা খুব ই ভাল লেগেছে আমার মনে হয় এর জন্য শুধু মুসলিম রা দায়ী নয়।। আমরা বাংগালী এই পরিচয়েও আমরা একসাথে থাকতে পারতাম।। কিন্তু কিছু মানুষের জন্য সম্ভব হয়নি।। আপনাকে প্রমাণ স্বরুপ নকুল মল্লিককে একটা ফাইল পাঠালাম
দাদা আমার বাড়ি বরিশাল গৌরনদী বর্তমানে আমি ঢাক থাকি, আপনারা বাংলাদেশে বারবার আসবেন, আমি হিন্দু,মুসলিম, বুদ্ধ, খৃষ্টান বুঝিনা, সুধু বুঝি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাংলাদেশে আসলে আমার সাথে যোগাযোগ করবেন।
আপনাদের গৌরনদীর অগৈলঝাড়া নামে কোন এক জায়গাতে গিয়েছিলাম দাদা।। আপনাদের ওখানের মিষ্টিও বেশ ভালো খেতে। আপনি ফেসবুক পেজে যোগাযোগ রাখলে অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে ❤️
আপনাদের গৌরনদীর অগৈলঝাড়া নামে কোন এক জায়গাতে গিয়েছিলাম দাদা।। আপনাদের ওখানের মিষ্টিও বেশ ভালো খেতে। আপনি ফেসবুক পেজে যোগাযোগ রাখলে অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে ❤️
এবার আসলে শচীন ঘোষের মিষ্টির দাওয়াত রইলো দাদা।
তুমি বরিশ্যাইল্যার রক্ত! 😂😂😂❤😂
Sabar spare manus Satya Bangladesher muslimra Ata mane namaste Ora Chara baking sabai kafer.
উনার জন্যে অনেক অনেক সালাম রইল। উনি বাংলাদেশের মাটিতে পা দিলে, আমরা অনেক বেশি খুশি হব। উনার প্রতি অফুরন্ত শ্রদ্ধা। উনি সবসময় ভালো থাকুক।
❤️❤️❤️ ধন্যবাদ দাদা ❤️❤️❤️
সালাম দেন কেন,ওনি হিন্দু
সালাম দিয়ে কি করবে
উনাকে আমার অন্তরের অন্তঃস্থল হতে আমার শ্রদ্ধা। আমার গ্রামে বা এলাকায় অনেক হিন্দু ছিল যাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো কিন্তু আজকে তারা ভারতে চলে গেছে , তাদের কথা মনে হতেই আমি কষ্ট পাই। কিন্তু খুবই দুঃখজনক যে মাত্র দুই একজন কুচক্রী শয়তানদের কারনে আমি আমার ভালো প্রতিবেশীদের হারিয়েছি। দাদা ধন্যবাদ এ ধরনের সুন্দর উপস্থাপনের জন্য।
Tui kankir chele@@andentairtantment9477
@@nurulislamsarker8391দু একজন কুচক্রীকে আপনারা ঠেকাতে পারলাম না। আপনিও তো হিন্দু তাড়াতা সহায়তা করেছেন। এখন কমেন্টে ভাল মানুষ সাজছেন??? বাহ নেঁড়ে বাহ
আমাদের দেশ ছিল ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে। বাবা আর নেই। ওখানে গিয়ে এক রাত থেকে একমুঠো মাটি নিয়ে ওখানে একটা প্রণাম সেরে আসতে চাই। আমার বয়স ৭২ বছর।
কেনো? নিজের দেশের মাটিকে প্রনাম করুন।আপনারা লজ্জার কারন
আসেন কুনো সমস্যা নাই
আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে ধরখার আমাদের বাড়ি আছে চাইলে যোগাযোগ করে আসতে পারেন
Ai bari gulo ki r pire pabe sob gulo lute niyecho giye ki korbe
আমার বাড়ী সুলতানপুরের পাশে আসলে জানাবেন আমি আপনাকে সাহায্য করবো
আপনার জেঠুর জন্মভূমির প্রতি আবেগ দেখে নিজের অজান্তেই চোখের দুকোন ভিজে গেল... আসলেই জন্মভূমির টান কখনো ছেড়া যায় না...
চোখে পানি চলে আসলো দাদা। আপনার চাচার জন্মভূমির প্রতি ভালোবাসা দেখে একবার তাকে নিয়ে আসেন তার জন্মভূমিতে।শ্রদ্ধা ও ভালোবাসা রইল ❤❤। বাংলাদেশ থেকে বলছি🇧🇩❤
আমার বাবা 1963/64 য়ে পূর্ব পাকিস্তান থেকে ভরতে আসে। ভারতে এসে আর্মিতে join করেন। 1971 য়ে Eastern সেক্টরে (বাংলাদেশ) যুদ্ধের দায়ীত্ব পালন করেন। ২০১৬ তে বাবার মৃত্যু হয়।
তোমাদের জন্য শুভকামনা রইল সবসময় বাংলাদেশে থেকে পশ্চিম বাংলার মানুষ কে বাংলাদেশের মানুষ ভালোবাসে
"সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য
কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য!
ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি
তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি।" - রবীন্দ্রনাথ ঠাকুর
❤❤❤❤❤❤❤
Ei lekha dekhe Kato manusher maner bedona jege galo
বাংলাদেশ থেকে বলছি আপনাদের সালাম, নিজ মাতৃভূমি ছেড়ে দূরে থাকা সত্যি কস্টের। আপনারা বাংলাদেশের শিকর। হিন্দু মুসলিম রাজনৈতিক নেতাদের বলির স্বীকার সাধারণ মানুষ। আপনারা সময় করে দেশে আসবেন।
Vai চিরটাকাল রাজনৈতিক নেতা নেত্রী রা নিজেদের স্বার্থে, amader মতো সাধারণ মানুষের সর্বনাশ kore এসেছে, akhon o করে চলেছে। আমরা তাঁদের প্ররোচনায় pa diye নিজেরা মারামারি কাটাকাটি kore মরি।
5j8
সব সময় শুভকামনা দুই বাংলার বাস্তব খুঁটিনাটি বিষয় তুলে ধরার জন্য
Dhonnobad dada
@@hellochandanদাদা, আমাদের দেশের খুলনা তে ও কিছুদিন আগে পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছিলো, আর নিউজ ও হয়েছিল।
আমার পূর্বপুরুষেরা 1965 সালে পূর্ব পাকিস্তান (সিলেট) থেকে এিপুরায় আসে। এখন এিপুরায় আছি এবং caa এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ । Joy hind joy bharat🇮🇳
Just Read The Rules of CAA Carefully
সিলেট কোন জায়গা ছিল? আমি সিলেট থেকে বলছি
ভাই, তোমার জেঠুর কথা শুনে আমার মনটা কেঁদে উঠিলো, চোখে জল ধরে রাখতে পারলামনা , উনার চোখে মুখে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য কত ভালো বাসা। আমি একজন বাংলাদেশের মুসলিম হয়ে তোমাদের জন্য দোয়া করছি সৃষ্টি কর্তা যেন তোমাদেরকে ভালো রাখেন। তোমাদের এই প্রিয় মাতৃ ভূমি বাংলাদেশে আবার ও বেড়াতে আসবে এই প্রতাশায় রইলাম। ভালো থেকো। ধন্যবাদ।
আমার মনে হচ্ছে, আমাদের মানুষ, আমরা আমাদের দেশে নিয়ে আসি। আপনারা চলে আসেন বাংলাদেশে। ধর্মের কারনে এতো বিভেদ কেনোরে ভাই। তোমরা আমাদের ই লোক। ❤❤❤
ভাই আমরা 70 লক্ষ মানুষ এক কালে উদ্বাস্তু হয়েছিলাম কিন্তু আজ এতো বছর পরে আমরা 5 কোটি হয়ে গেছি।
কেনো যে বাংলা ভাগ হলো। এটা আমার বড় দুঃখ। কেউ কি পারে তার মাকে দুই টুকরো করতে। ধর্ম যার যার মনে। ধর্মের জন্য নিজ দেশ দুই টুকরো করতে হবে?
Je kojon ache taderke jatna korun bhalo basun tobei bujhbo tumar bhalobasha
সত্যিই ব্যাথা ভরা ঘটনা । তবু বলছি চন্দন ভাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি এমন ঘটনার প্রতিবেদন তুলে ধরার জন্য ।
আমার বংশধর দের বড় অংশ ভারতের আছে । আমার বাবার দুই দাদুর পরিবার বর্তমানে সাতক্ষীরা ও খুলনা জেলাতে বসবাস করি । বাবার অন্য দাদুদের পরিবার পশ্চিমবঙ্গের ও আন্দামান-নিকাবরে বসবাস করে । কিন্তু , এই কাঁটাতারের বেড়া ও নানা বিধিনিষেধ কারণে, তাদের সাথে আমাদের কোন যোগাযোগ গড়ে ওঠেনি। আমার বাবা-কাকুরা যাওয়ার জন্য একবার চেষ্টা করে ছিল ,কিন্তু নানা জটিলতার সেটি সম্ভব হয়নি । ইনশাল্লাহ আমিও সময় করে একদিন তাদের সাথে দেখা করতে যাবো ।
যদি আপনার মনে তাদের সঙ্গে দেখা করার সত্যই ইচ্ছে থাকে, তাহলে একদিন দেখা হবেই। ❤️
পূর্বের কথা তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরাও জানতে পারলাম
❤️❤️
আপনার দাদার সব সন্তান দের দেখাবেন আশা করি। ভালবাস রইল। আমরা সবাই বাঙ্গালী❤ চোখে পানি এসে গেল।
অবশ্যই দেখাবো ❤️ ধন্যবাদ
আপনার জেঠোর জন্মভুমির জন্য কান্না দেখে আমার চোখেও জল চলে আসলো। ভালো থাকুক এসব মানুষগুলো। যারা দেশভাগের সময় জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছিল।
এই নিদারুণ অভিজ্ঞতা আমার ও আছে । আমাদের বারি নারায়ণগঞ্জ, ছিলাম নরসিংদী । চলেআসাটা ছিল হৃদয়বিদারক । 1913 সালে গিয়ে আমাদের বারি নারায়ণ গন্ঞজ গোদনাইল দেখে আসি। বারিটা সরকারি অফিস ও আবাসন হয়েছে । শুধু চোখের জল ফেলে এলাম । তবে ওখানে যারা ছিলেন , খুবই সুন্দর ব্যাবহার করেছেন । বাবা র এক বন্ধুর সঙ্গে দেখা হল ।তখন ওনার একশত বছর পার হয়েছে । সুন্দর কথা বললেন ।
আমার বাসাও গোদনাইল নারায়ণগঞ্জ এর ছবি লাগলে বলবেন
বাহ্ খুব সুন্দর একটি ভিডিও দেখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️🙏❤️ জয় শ্রী রাম 🚩
পূর্ব পুরুষের জন্মস্থান কখনো বলা যায় না
বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো আপনাদের পরিবারের জন্য ❤❤❤
যে বাড়ী ছেড়ে চলে গেছে এক মাত্র সেই বুঝে তার ব্যথা ।
জেঠুকে নিয়ে একবার বাংলাদেশে আসা উচিৎ বলে মনে করি। মৃত্যুর পূর্বে একবার হলেও তার জন্মভূমিকে দেখতে পারলে তার অনেক ভালো লাগবে!
ঠিক।
চেষ্টা করবো দাদা, কিন্তু ওনার বয়সটা হয়ত ওনাকে সাহস জোগাচ্ছে না। 🥺
ভাই ইন্ডিয়া থেকে তো অনেক মুসলিম পাকিস্তান ঢোকছে ওই সময় এই অবস্তা হিন্দু মুসলিম সবার ছিলো
ধর্মের ভিত্তিতে দেশভাগ এই সত্য মুছবে না।
❤❤❤❤❤❤❤❤❤❤জন্মভূমিকেকেউ ভুলতে পারেনা। এতো বছরে ভুলতে পারেন নাই মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। সবই অতীত এখন শুধু স্মৃতি।
বরিশাল থেকে দেখছি,,,কষ্ট লাগলো দাদা।
❤️❤️
দেশ ভাগের ইতিহাস বড় নির্মম নিষ্টুর। কিন্তু ভাগের সময় অনেক অঘটন ঘটেছিল। কিন্ত এখন আগের মত নায়।আমি মনে করি ব্রিটিশ দায়ী এই সব ঘটনার জন্য
হুম, পাশের বাড়ির আরবরা ব্রিটিশ দের চেয়ে ভয়ংকর হয়ে উঠেছিল।
❤️❤️ দাদা
বৃটিশরা এই উপমহাদেশ কে এমন ভাবে ভাগ করে দিয়েছিল যাতে আমাদের ভিতর যুদ্ধবিগ্রহ লেগেই থাকে।
নানা ভারতীয় কিছু রাজনৈতিক ব্যক্তি।
দেশভাগের জন্য মুসলিমরা দায়ী
I liked your video. During partition what had happened, really painful and unfortunate for both parts of Bengal .
ভিডিও অনেক ভালো লাগলো ভাই
আপনাদের মত দেশপ্রেমিক কে সালাম, সুখে থাকুন আপনারা
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত বাণী জানেন নিশ্চয় - ‘ভারত ভাগ হোক বা না হোক বাংলাকে ভাগ করতেই হবে।’
তাদেরকে সেটা জানানো হয় না।তাদের জানানো হয়, সোহরাওয়ার্দী, একে ফজলুল হক ভিলেন ছিলো।অথচ এ দুজন বাঙলাকে একত্রে রাখার সবচেয়ে বেশি চেষ্টা করেছে।শেষাবধি তারা মুসলিমদের রক্ষা করতে, বাঙলা ভাগে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছিলো।অন্যদিকে শ্যামাপ্রসাদের ক্ষমতার লোভকে, জিন্নাহ সুবিধা নেয়।
উনি ছিলেন বলেই বাঙালি হিন্দুদের এক টুকরো জমি রয়েছে,নইলে পুরোটাই পূর্ব পাকিস্তান হলে, কি হতো!😢😢😢
উনার কারনে পশ্চিম বঙ্গের জনগন স্বর্গে আছে।। 🙏
উনি ছিলেন বলে আজও আমরা বাংলায় বাস করতে পারছি নতুবা আমাদের পশ্চিমবঙ্গের 13 কোটি বাংগালীকে বিহার উড়িষ্যায় উদ্বাস্তু হয়ে রাস্তার ভিখারীর জীবন যাপন করতে হ'ত।
@@prabalparkrasi9585ভবিষ্যতে তাই হবে ।
আমাদের এলাকার বড় ভাই ৭০ সালে মেট্রিক পাশ করে কলকাতায় গেছে আর আসেনি। বছর দুই আগে এসে নিজ পাড়া দেখে গেছে আমার এক পাড়াত মামা তার বন্ধু ছিল সেই একমাত্র তাকে চিনতে পেরেছিল। অনেক কান্নাকাটি করছে এলাকা দেখে।
খুব কষ্ট লাগল, বাংলাদেশে ঘুরে যান ভালো লাগবে,
Mind blowing!! ❤ from Sylhet. Stay fine.
আমার মাকে মুসলিম দের ভয়ে।দেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ মা মারা গেছে! তিন বছর, দেশের কথা মনে করে চোখের জল ফেলতে দেখেছি।😢
কিছু দুষ্ট লোকের জন্য সব মুসলমানরা দায়ী নয়।আমরা এখনও এক সাথেই থাকি।চন্দন দা দেশ (বাংলা)তোমার আমার আমাদের সবার।
পারিবারিক কলহ অনেক সময় দায়ী। কেউ রইলো কেউ চুপ করে চলে গেল। এর দায় অনেক সময় না বুঝে মুসলিমদের ঘারে চাপিয়ে নিজেদের দোষমুক্ত করে। এছাড়াও একটা সময় নিজেদের ভাগ্য পরিবর্তনে কেউ কেউ আগ্রহী ছিল। এখনও তাদের পুরাতন ভূসম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই পারে থেকে কোর্টকাছারি করছে।
মিথ্যা কথা বলা বন্ধ কর। যারা বাবার মায়ের হয় না। তাহারা কখনো অন্য জাতির হতে পারে না।
বিধর্মীকে আক্রমন এবং হত্যা করাই ইসলাম।বিধর্মী হত্যার নাম জেহাদ ।বিশ্বের সবাই বুঝেছে ।লুকানোর চেষ্টাকরে লাভ নেই ।
বাংলাদেশ 99% মুসলমান খারাপ এক পার্সেন্ট মুসলমান ভালা তাই নাটক কম করো
Dada ekhono to tomra india birodhi
দাদা উনাকে নিয়ে বাংলাদেশে আসবেন উনার মনের আসা পুরন করবেন এতে আমাদের ভালো লাগবে
আমি ঝালকাঠি থেকে শুনছি। তোমরা ভালো থাকুন সব সময়।
এক বুক ভালোবাসা রইলো জেঠুর জন্যে।😢
ছোট ভাই আমি বাংলাদেশী, তোমার মাঝে দেশপ্রেম আছে, আমি ঢাকা থাকি আমার অনুরোধ তুমি ঢাকা এসে আমার এখানে থেকে, বাংলাদেশ গুড়ে এড়াও তোমাকে আপপায়ন করতে পারলে আমার ভালো লাগবে
Hearing& seeing your message I tear tear came out.I am also a man as you are .Thank you from my core of my heart. I still emotional .I am failled to control my emotion.My grand daughter asked me "dadu why you are crying".More and tears came.....I took her to my chest ....unable to write.....same thing happened to my grandfather.....Great.Dear friend,keep your mission up.May god bless you.
তোমার বাঙলাদেশ নিয়ে প্রতিটা কাজ আমার খুব ভালো লাগে ।
দেশ ভাগ করার জন্য যেই সকল মানুষ জড়িত তাদের জন্য মনে ঘৃণা ছাড়া আর কিছু নাই।
বাংলাদেশ থেকে, চোখের কোনে জল চলে আসলো, কি ভীষণ টান নিজের জন্মভূমির প্রতি পৃথিবীর প্রত্যেটি জাতি, ধর্ম, বর্ণের মানুষ খুব গভীর ভাবে অনুভব করে যার পরিমাণ ভাষায় বা লেখায় প্রকাশ করা যায়না।
So sad its made me cry also
Humanity kindness and love above everything
❤️❤️
ভাই আমি বাংলাদেশের লালমনিরহাট থেকে দেখছি আপনার ভিডিওটা আপনাকে ধন্যবাদ আমি একজন মুসলিম ভাই দেশভাগের জন্য কে দায়ী বলেন তো
শেকড়ের টান কেউ ভুলতে পারেনা
Excellent.Keep it up.
আমার বাড়ী বরিশাল আমি কল্যানিতে আছি,আমার বয়স এখন ৬৫বছর,আমি ঐ দেশের অত্যাচারের ঘটনা দেখেছি,
আমার মায়ের বাক্স ওই ভাবেই কুপিয়েছিল বেনাপোল বর্ডারে।1949 সালে হিন্দুমুসলিম রাইট এর আগে, মা বাবা ঠাকুমার কাছে শুনেছি, বাক্স টা এখনও আছে।
একটি মুক্তিযুদ্ধের সিনেমার গান মনে পরে যায় বার বার, ঘুরে এলাম কতো দেখে এলাম আমার মায়ের মতো কভু দেখিনি
সে যে আমার জন্মভূমি।
বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা 🇧🇩🇧🇩🇧🇩❤🇮🇳
🇮🇳❤️🇧🇩
Valobasha roilo. ❤️
Bangladesh Bangladeshi manushder jonno oprotul. 😢🤔🥰❤️🇧🇩
apner video gula valo lage bangladesh theke.
দাদা আমি নিয়মিত আপনার ভিডিও দেখি, আপনার এই দেশের প্রতি মায়া বা টান দেখে সত্তি অনেক আবেগাপ্লুত আমরা, আপনার পূর্ব পুরুষরা একসময় ছিলেন এইখানে হয়তো রাজনৈতিক বিভাজন না হলে হয়তো আমরা একই ভূখন্ড থাকতাম একটি দেশই থাকতো। আমার গ্রামে ও এমন প্রচুর হিন্দু জায়গা জমি বাড়ি, ঘর এলাকা, মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যেখানে একসময় অনেক লোকজন থাকতো কালক্রমে তারা ভারতে পাড়ি জমিয়েছে, এমন স্থান প্রচুর অহরহ আছে যারা আর এখানে আসে না বা চলে গেছেন বাংলাদেশ পৃথক হওয়ার পর। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের কাছাকাছি এলাকায় থাকি আপনি যদি আসেন ব্লগ বা ট্রাভেল যাই হোক বা যেখানেই যেতে চান আমি সাথে থেকে আপনাকে সহযোগিতা করবো আমি ঢাকায় থাকি, আসলে অবশ্যই নক দিবা।
নিরপেক্ষ ভিডিও করার জন্য, আপনার প্রতি শ্রদ্ধা বেরে গেলো….
CTG theke dekchi !! Jethumoni k nea ashun tanr jonmovumite.... khub khub valo laglo
সত্যি অসাধারণ
চোখের পানি ধরে রাখতে পারলাম না,
❤️🥺
You guys are always welcome to Bangladesh.
কান্না করবেন না বাংলা দেশে আসবেন আমরা আছি কাকু অনেক কষ্ট হলো❤❤ঢাকাতে
১৯৪৭ সালের অন্যায্য বাংলাভাগ বাংলা্দেশের হিন্দুদের আর্থিক ও মানসিকভাবে সর্বস্বান্ত করেছে।প্রিয় জন্মভুমির জন্য পশ্চিমবাংলার অনেক হিন্দু আজও চোখের জল ফেলে।
আমার দাদুর বাড়ি ছিল Magura জেলায় (তখনকার যশোর) হাজরাহাঁটি গ্রামে শালিকা উপজেলা 1946 সালে দাঙ্গার সময় চলে এসেছিলো
আমার বাড়ি বরিশাল, আমি হিন্দু,মুসলিম, বুদ্ধ, খৃষ্টান বুঝিনা, চোখে জল এসে পড়েছে
🥺🥺🥺❤️
ভাই আপনার যেটুর কথা শুনে কান্না চলে আসছে আমার
কাকু তোমার জন্য সালাম ভালো থাকবেন সবসময় বাংলাদেশে পখ থেকে অবিরাম ভালবাসা
❤️❤️🙏🏻❤️❤️
আপনি শুধু একপাশ দেখালেন,অনুরূপ ঘটনা মুসলমানদের খেত্রেও ঘটেছিল।যারা ভারত থেকে বাংলাদেশে(পাকিস্তান) এসেছিল। আমি এমনই একটি পরিবারের সদস্য।করিমপুর আমাদের বাড়ি ছিল। আমাদের সবকিছু তারা কেড়ে নিয়েছিল।এমন কারো কি সাক্ষাতকার নিতে পারেন? আার নাখাল কীষানের গাদ্দার বইটি পড়তে পারেন। তাহলে বঝবেন সবাই ভুক্তভোগী ও সবাই দায়ী। ধন্যবাদ।
আমি বাংলাদেশ সরকারের কাছে দাবী এদের বাড়ির ভিটা মাটির জায়গা ফেরত দেন আমি হাফেজ মাওলানা অলিউল্লাহ বলছি
ভাই, আপনি ঠিকই বলেছেন।এদেশ থেকেও অনেক মুসলিম বিতাড়িত হয়েছিলেন।সংখ্যা টা অনেক কম হতে পারেবাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের থেকে। কিন্তু যা হয়েছে মোটেই ভালো হয়নি। কারা এজন্যে দায়ী তার বিশ্লেষণ দরকার। নাহলে এধরনের ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে।
@@dipankarpal9423অনেক কম।।
আমি এরকম কাউকে আজ পেলাম। হিন্দুরা নিজের স্বার্থের লোভে ভারতে চলে গেছে এটা স্বীকার করেইনা। যা বলে, তা হলো মুসলমানদের দোষারোপ। তবে, ৭১ পালিয়েছিল তখনের সময় আলাদা। হাজার রিফিউজি ভারতে স্থায়ী হয়ে থেকে গেছে।
অথচ, ওপারের বহু মুসলিমরা বাংলাদেশে চলে আসছে অত্যাচারিত হয়ে সেসব নিউজ, সাক্ষাৎকার আজও দেখলাম না। যেসব মুসলমানদের বসত ছিল ওই দেশে, তারাও একই যাতনা ভোগ করে।
ভাই বনগা থেকে কলকাতা পর্যন্ত হাজার হাজার মুসলিম পরিবার একিভাবে বাংলাদেশে আসছে
কেও বিনিমই করে কেও খালি হাতে
অই সময় দুই দেশে অনেক অনাচার হইছে
জার কারনে দুই পাশের মানুষ দেশ ছারতে বারধ হইছে
দেশ ভাগ নিয়ে একটি ভিডিও দেন।
ভিডিও দেখতে দেখতে আমিই কান্না করে ফেলেছি জেঠু তো সবটা এক্সপেরিয়েন্স করেছেন 😢😢😢
This TRUE fact must be realised by existing Muslims living in west bengal and West bengal government.
Je kechu dustu loker jonno bolchen sobai sei dustu lok guloke soreye den prethebe theke tahole sobai valo thakbe❤❤❤❤❤😢😢😢
From Bangladesh. Pls welcome Bangladesh with your uncle❤️
আমার বয়স এখন ৭০ বৎসর! আমার বাবা ১৯৫০সালে তৎকালীন ইস্ট-পাকিস্তান থেকে দৌলতপুর কলেজের পড়াশোনা শেষ না করেই ভারতে আসতে বাধ্য হন একমাত্র আরবের বর্বর দুর্ধর্ষ দস্যুদ্বারা প্রচারিত এবং প্রসারিত মতবাদের বিশ্বাসীগণের জন্য!
🥺🥺🥺
Correct
আমার বাসাও বরিশালে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
Very touchy story 😢 . You are always welcome bro. Please uncle visit your motherland.
❤️❤️
আমার অনেক হিন্দু বন্ধু ছিল তারা এখন ভারতে কোথায় আছে জানিনা। তাদের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে। দেখতে ইচ্ছে হয়।❤❤
❤
কুম্ভীরাশ্রু!!
Thanks for real history
we also feel the same .sentiment .our family shifted from Dhaka and Faridpur in1946...my mother came in 1949 from Sunamgaunge...sylhet...
আমার হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে।
দাদা আপনাদের জন্য ভালোবাসাঅভিরাম
❤️❤️❤️
আপনার ভিডিও গুলো যখন দেখি তখন মনে অনেক কষ্ট লাগে আমার বড় ফুফুর বাড়ি ছিল ইন্ডিয়া মারা গেছে এখন আর যাইতে পারিনা আমার জীবনে আমি একবার গেছিলাম ওইখানে
আমি বাংলাদেশ থেকে বলছি ভিডিও দেখে মনে খুব কষ্ট লাগছে, এর জন্য তখনকার স্বার্থনেশি রাজনীতিবীদরাই দায়ী এরা যোগ্যতা দিয়ে যখন কিছু করতে পারেনা তখন ধর্মে ধর্মে দন্ধ লাগিয়ে তাদের স্বার্থ হাসিল করে আর এভাবেই অনেকগুলো পরিবারের সুখ কেড়ে নেয়।
This type of thousands VDO need.
❤️
😂 বাংলাদেশ যারা স্বাধীন করেছিল সেই মুক্তি যোদ্ধা হিন্দুরা পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে😂😂
আপনার কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই ।
আমার পাশের বাড়িরই দুইজন হিন্দু চাচা আছে তাদের মুক্তিযুদ্ধ কার্ড আছে এবং প্রতিমাসেই টাকা পায় ।
এমন আরও অসংখ্য মানুষ আছে , এখন তো অনলাইনে দেয় আগে যখন ব্যাংকে টাকা দিত তখন অসংখ্য হিন্দু মুক্তিযুদ্ধাদের দেখেছি আমি । ❤❤
@@abdullah69463আমাদের এখানে ও একজন হিন্দু মুক্তিযোদ্ধা আছেন,তিনি একটা বীর নিবাস মানে একটা বাড়ি পাইসেন,হিন্দু,মুসলিম,বৌদ্ব,খ্রিস্টান,সবাই দেশ মিলেই স্বধীন করসে,যেটা বর্তমানে অনেক মুসলিমই বিশ্বাস করে না,এক হুজুর বলসিল"কোন হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই,এই বাংলাদেশ ৩০ লক্ষ মুসলমানের রক্তে স্বাধীন হইসে"এই কথা বলার সাথে সাথে সব গুলা চিৎকার করে উটসে,অথচ আমি গুগলে দেখসি যে ৩০ লক্ষ শহীদের মধ্যে ২২ লক্ষই হিন্দু ছিল,এই কথাটার একটা লজিক আছে কারণ রাজাকার আর পাকিস্তানিরা হিন্দুদের ই মেইন টারগেট করসিল,আর ওই হুজুরের ব্যাকগ্রাউন্ড চেক করলে পাওয়া যাবে যে ওর বাপ দাদারাই বোধ হয় রাজাকার ছিল😂😂😂
কলিজা কাটিয়া দিলেও কি লাভ! অই।যে ভেতর এ গেথে আছে ব্রিটিশ বীজ হিন্দু মুসলমান এর দাংগা লাগাতে হবে অইটা বেরিয়ে আসে।
@@abdullah69463 আমি একজন মুক্তিযোদ্ধাকে জানি এবং সামনাসামনি প্রতিটা মুহূর্ত ফিল করেছি তার সাথে থেকে তাই আমি কথাটা লিখলাম? এমনকি মুক্তিযোদ্ধার যেই লিস্ট বেরিয়েছে সেই লিস্টে পর্যন্ত তার নাম নেই এরকম অসংখ্য মানুষ আছে যাদের নাম পর্যন্ত জানি গ্রাম জানি জেলা জানি থানা জানি আপনি পাশের বাড়ির কাকুর কথা বললে হবে না সে দুই একজন থাকতেই পারে??
মিথ্যা কথা
NRC must be made in India within very short period.
দোয়া রইল ভাই আপনার জন্য ধন্যবাদ
You're most welcome to Bangladesh. Dada tome obossoi jathuka neya Bangladesh a asba.Ami Qatar a aache, tomra Bangladesh a asla amaka janeo ami chola asta chasta corbo. Valo thako, onak onak valobasa ❤❤❤❤ tomadar jonoo.🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ দাদা।❤️
দাদা কেমন আছো আশা করি ভালো আছো। তোমার জেঠুর কথা শুনে আমার চোখে জল এসে গেল। সত্যি কথাগুলো হৃদয়বিদারক। ভালো থেকো দাদা। জেঠুকে আমার আদাব। ভালো থেকো জেঠু, সুস্থ থেকো। সম্ভব হলে বাংলাদেশে এসে ঘুরে যেও। আমিও তোমার পূর্বপুরুষদের এলাকার লোক। যদি সম্ভব হয় আমিও একবার ইন্ডিয়া এসে ঘুরে যাব। দেখা করবো তোমাদের সাথে। ভালো থেকো সবাই। ❤❤
আন্দামান দ্বিপে অনেক বাংগালী আছেন/ প্রায় সবার বাড়ি বাংলাদেশে ছিলো। এ সম্পর্কে ভিডিও চাই। ❤❤❤❤🌹🌹🌹
আন্দামান যাওয়া এখন সম্ভব হচ্ছে না দাদা 🥺
ধন্যবাদ বাবু।🌺🌺🌺🌹
please see champa volg andaman.
আনদামান ও দণ্ড কারন্যে অনেক বাংগালী উদ্বাস্তুদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল।আনদামানে যারা গিয়েছিল তারি মোটামুটি বেঁচে গেছে।পশ্চিমবঙ্গের কমূনিসটরা এতে বাধা দিয়েছিল।
Love from Bangladesh
এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ১৫ সেকেন্ড, যেখানে সে বলেছে, সবাই ভালো থাকুন,সবাই মিল মিশে থাকুন,হিংসা-বিদ্বেষ ছাড়া।।
❤️❤️
Love from Dhaka Bangladesh valobasa obiram vai ❤❤
দাদা শ্রী নমস্কার সমস্ত জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই আজ আজ আমরা হিন্দুরা কেন নিজের জন্মভূমি ত্যাগ করে পালিয়ে যায় এর কারণ কি কারা আমাদের এই জীবনের সুখ শান্তি কেড়ে নিল তাদেরকে আমরা ভয় করি আজকে আপনি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের পালিয়ে গেছেন পশ্চিমবঙ্গে কি আপনারা ভালো আছেন পশ্চিমবঙ্গের তো হিন্দুদের অবস্থা ভালো না এখন আপনারা কোথায় যাবেন 10 বছর পর পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে একটু ভাবুন জন্য আপনারা পোস্ট পূর্ববঙ্গ থেকে পালিয়ে গেছেন তাদের কথা একটু ভাবুন তাদের যদি পূজা করেন তাহলে সারা জীবন ডিভোর্সের ঘানি টানতে হবে
আমি তো নিজেই কান্না করে দিয়েছি, জন্মভূমি ছাড়ার কথা ফিল করে🥲😭
Nekami r dhong 😂
@@shohagibn1642 আপনার কি মনে হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ভাই। আমি স্বভাবতই একটু আবেগি। আর এটাও বিশ্বাস করি যে তার জন্মভূমিকে ভালোবাসতে পারে না তাকে মানুষ হিসেবে চিহ্নিত করতে কষ্ট হলেও অমানুষের কাতারে সহজেই খুঁজে বের করা যাবে
Oboshshoi niye jaan.... Mrittur age ekbar holeo niye jaan... Allah apnader valo rakhukh.
Amar dadu Tripura te ashe 1952 shale... Amra India te onek happy achi...... British rai main shoitan,, erai divide kore amader dongsho kore diye che.
❤️🥺❤️
Video ta dekhe ami khuvi bishonno,,,, chuke jol ashar moto obosta... Video ta dekhar por sudhu babtei achi.... Apnar jetur kanna amar ridoye laglo.... apnader family history amar family bolechi... Aj apnar video ta dekhe r Jetur kanna dekhe ami bara-krantho.
Jetu ke Bangladesh niye nij jonmo bhumi ekbar holeo dekiye anbe, shei video pawar jonno opekka roilo. Jetu ke bolbe unar jonno ami duwa korbo, Allah unake dirgo jibi r shushto rakhok .
ভাল থাকুন ।
बंग्लादेश में अभी भी बहुत रजाकार है, एईसा कुस अनुभव किया है 1971🇧🇩🇮🇳
আপনার ভিডিও টা খুব ই ভাল লেগেছে আমার মনে হয় এর জন্য শুধু মুসলিম রা দায়ী নয়।। আমরা বাংগালী এই পরিচয়েও আমরা একসাথে থাকতে পারতাম।।
কিন্তু কিছু মানুষের জন্য সম্ভব হয়নি।।
আপনাকে প্রমাণ স্বরুপ নকুল মল্লিককে একটা ফাইল পাঠালাম
Ami Mymensingh theke dekhsi...amar chokheo pani chole aschi