​​জানেন কি চাঁদের থেকেও আকারে বড় অস্ট্রেলিয়া! Australia is Bigger Then Moon | Aaj Tak Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #moon #australia #nasa #space #orbit #aajtakbangla #aajtak
    জানেন কি চাঁদের থেকেও আকারে বড় অস্ট্রেলিয়া! হ্যাঁ, এমনই তথ্য সামনে আসার পর রীতিমত সাড়া ফেলেছে।
    দেখা গিয়েছে, চাঁদের চওড়া বা ব্যাস হল প্রায় 3,476 কিমি। আর অন্যদিকে, অস্ট্রেলিয়ার ব্যাস হল 3,606 কিমি। তাহলে কে চওড়া হল বলুন? অস্ট্রেলিয়া তো? মানে চাঁদের থেকে চওড়ার দিক থেকে অস্ট্রেলিয়া কিছুটা হলেও বড়।
    কিন্তু এ তো গেলো চওড়ার দিক থেকে। কিন্তু যদি গোটা ল্যান্ড মাপা হয়, তাহলে দেখবেন সংখ্যাটা একেবারেই উল্টো। কারণ
    অস্ট্রেলিয়ার ল্যান্ড এরিয়া হলো 7.96 মিলিয়ান স্কোয়ার কিমি আর্থাৎ 70 লক্ষ 69 হাজার কিমি। আর অন্যদিকে, চাঁদের ল্যান্ড এরিয়া 37.94 মিলিয়ান স্কোয়ার কিমি। মানে 370 কোটি 94 লক্ষ কিমি। তাহলে অস্ট্রেলিয়ার থেকে কয়েক গুণ বড় চাঁদ।
    অন্যদিকে, পৃথিবীর মতো, চাঁদ একটি নিখুঁত গোলক নয়। পরিবর্তে, এটি সামান্য স্কোয়াশ করা হয়েছে ।যাকে আমরা একটি ওলেট স্ফেরয়েড বলি। এর মানে মেরু থেকে মেরু পর্যন্ত চাঁদের ব্যাস বিষুবরেখায় পরিমাপ করা ব্যাসের চেয়ে কম।
    চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে চলে, যার অর্থ আমাদের গ্রহ থেকে এর দূরত্ব ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। একক কক্ষপথে এই দূরত্ব 50,000 কিমি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এই কারণেই আমাদের আকাশে চাঁদের আকার সপ্তাহে সপ্তাহে সামান্য পরিবর্তিত হয়।
    Follow Us on:
    Facebook: / aajtakbangla
    Twitter: / aajtakbangla
    Instagram: / aajtakbangla

Комментарии • 5

  • @pritamjana4750
    @pritamjana4750 Год назад +1

    Ai vabe dekhte gelo to Russia aro boro hbe.. apni 2d imager sathe Chand ar Australia ke compare kore vul tothotto dichen..

  • @smakhal
    @smakhal Год назад

    Ki kore janbo.. apnar moto..boro researcher age jomnai ne.. apnar ma baba k apnar book bora valobasa roilo

  • @biplabsaha4740
    @biplabsaha4740 Год назад +1

    R kono khabor ney?