কুয়েতে ৩ বছরের মধ্যে আকামা ট্রান্সফারের যে সুযোগ তা বাতিল হয়েছে

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • কুয়েতে, বিভিন্ন দেশ থেকে নতুন ভিসায় যাওয়া অভিবাসীদের ক্ষেত্রে যারা মুলত প্রাইভেট সেক্টরে কাজ করছেন সেসব প্রবাসীদের ৩ বছরের মধ্যে আকামা ট্রান্সফারের যে সুযোগ দেয়া হয়েছিলো এখন তা বাতিল করতে যাচ্ছে,কুয়েতের জনশক্তি বিভাগ। স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। জনশক্তি বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের ফলে, ভিসা দালালদের অপতৎপরতা ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন নিয়মটি কার্যকর ভূমিকা রাখবে। বর্তমান নিয়মে ১ বছরের মধ্যে দেশটিতে প্রবেশের পর ৩০০ কুয়েতি দিনার দিয়ে আকামা ট্রান্সফার করার নিয়ম রয়েছে। এর পরিবর্তে কার্যকর হতে যাচ্ছে ৩ বছর পর বিনা ফি'তে আকামা ট্র্যান্সফারের। স্থানীয় জনশক্তি বিভাগ আরো জানিয়েছে, কুয়েতে নামে বেনামে আত্মপ্রকাশ করা বিভিন্ন কোম্পানি যাতে ভিসা ব্যবসায় লিপ্ত না হতে পারে, সেদিকে তারা নজর রাখছেন। পুর্বের নিয়মে- বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে,২ বছরের চুক্তিতে শ্রমিকদের নিয়ে আসার পর, ছয় মাস যেতে না যেতেই শ্রমিকদের অন্য কোম্পানিতে আকামা ট্রান্সফার করতে বাধ্য করা হতো।
    Bangla Tv Official Website: banglatv.tv
    অনলাইনে বাংলা টিভি দেখতে ভিজিট করুনঃ banglatv.tv/live
    বাংলা টিভি ফেসবুক পেজঃ / banglatv.tv
    Twitter: / banglatvltd

Комментарии • 67