আমার অনেক প্রিয় একজন লেখক।সেই ছোটবেলায় মার হাত ধরে "কাকাবাবু ও সন্তুর" বই কিনতে যেতাম, এখনো ওনার নভেল গুলো পড়ি, সারাজীবন পড়বো। "উদাসী রাজকুমার" এক অনবদ্দ সৃস্টি, "সেই সময়" ট্রিলজি এর কথা কিছু বলার নেই, আর ওনার লেখা প্রবন্ধ গুলোও অনেক ডিডাক্টিক। বিনম্র শ্রদ্ধা আর শতসহস্র প্রণাম এই মানষগুরুকে।
Even though I was born in Calcutta and my mom was from the Indian side of Bengal, somehow, I have always felt very much at home every time I visited Bangladesh as a child and teenager. My father was born in Tangail, in 1936 in undivided India.
Thanks Sunilda and Belalda, no more you are of this world now but you will be remembered forever in the hearts of Bengalis and the rest of the people of the world through the translations of your works. Recently I read your book The First Light in English translation. It was marvelous! The translation was superb. Only through this book the people of the world will come to know what a great writer this land had produced. We are very proud to say that Sunil is a son of this soil and we send to you our heart felt gratitude for your love for us.
কথা বার্তা গুলো শুনে খুবই নস্টালজিক লাগছে....খুব কাছ থেকে দেখার একবারই সুযোগ হয়েছিল এই অমায়িক মানুষটিকে ....আমার লেখা একটি কবিতার বই দিতে গিয়েছিলাম .... দ্বিতীয় বার দেখা করার আর সৌভাগ্য হয়নি... আমার স্বপ্নের সুনীল আকাশ নাগরীক সভ্যতায় থেকে একটু ফাঁক দিয়েই যেন দেখেছিলাম....প্রণাম
Happy to spend the 70s, regularly saw Sunil, Shakti, Tarapada...At various kobi sammelan and other places. Easygoing, affectionate, indulgent guys were they...
Sunil sir o belal sir apnara dujonei prokhyato sahityik o byaktitto.apnader kathopokathon onek sruti madhur.sundor o sabolil.khub bhalo laglo.aaj aar apnara nei.khub ovab bodh kori
If there is one writer who can be considered as top notch after Rabindranath Tagore is none other than Sunil Gangapadhaya! He has been top notch writer in Bengali!
ami keno jani unake jalous feel kortam .Kintu unar kota interview dekhe ami puray unar fan hoye gelam . darun spoken ,binoyi ,udar , Ultimately nice person !
Jealousy is the characteristics of the Bengalis. Sunil Gangopadhya continued that tradition. He was associated with Kallol magazine. He imagined when drunk about Rabindranath and his association with various ladies.
অনেক সত্যবাদী, নিরহংকারী এবং স্পষ্টভাষী মানুষ ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়।
খুব ভালো লাগলো। সৌদি আরবে থাকার সময় BTV দেখতাম। খুব ভালো লাগতো। ভারতে দেখানো উচিত
সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের মাদারীপুরের সন্তান,
সত্যি অসাধারন একজন মানুষ।
ওপরে ভাল থেক প্রিয় সুনীল গঙ্গোপাধ্যায়🇧🇩🇧🇩🇧🇩
"সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম "
আহা সুনীল! ❤️❤️
অর্ধেক জীবন পড়ে এখন সূনীলের ভক্ত হয়ে গেছি। পূর্ব পশ্চিম পড়বো খুব দ্রুত।
'আত্মপ্রকাশ' এর জন্যে আপনি সবসময় ই সেরা হয়ে থাকবেন, সুনীল বাবু!
Ebng...jubok juboti,o bandhu bandhob...
Asakori nischoi pore6en..
সূনীল গাঙ্গুলির নামে অসংখ্য ফ্যান ক্লাবছড়িয়ে ছিটিয়ে আছে বহু জায়গায় যা আমাদের অনুপ্রেরণা জাগায়।
আমার অনেক প্রিয় একজন লেখক।সেই ছোটবেলায় মার হাত ধরে "কাকাবাবু ও সন্তুর" বই কিনতে যেতাম, এখনো ওনার নভেল গুলো পড়ি, সারাজীবন পড়বো। "উদাসী রাজকুমার" এক অনবদ্দ সৃস্টি, "সেই সময়" ট্রিলজি এর কথা কিছু বলার নেই, আর ওনার লেখা প্রবন্ধ গুলোও অনেক ডিডাক্টিক। বিনম্র শ্রদ্ধা আর শতসহস্র প্রণাম এই মানষগুরুকে।
❤
সৌভাগ্যবান দুই জনের সাথে আমি!!!
Even though I was born in Calcutta and my mom was from the Indian side of Bengal, somehow, I have always felt very much at home every time I visited Bangladesh as a child and teenager. My father was born in Tangail, in 1936 in undivided India.
Dr. Krittibas Ray
Then you are a Indian Bangladeshi
Wonderful ! Visit your father’s land Bangladesh. You will love Tangail. The chomchom of Tangail brings jibhe-jol undoubtedly. :)
একদিন চলে আসুন।
@@brought2178 Thanks everybody.
বাংলাদেশ আপনারও পিতৃভূমি। বার বার আসবেন।
বর্তমান কালের শ্রেষ্ঠ লেখক সুনীলবাবু, কোন সন্দেহই নেই। কেউ তাঁর সমালোচনা করলে আমার বড়ই রাগ হয় কেন কে জানে? আসলে উনি আমাদের মনের মানুষ!
অসংখ্য ধন্যবাদ এমন একটা সাক্ষাৎকার দেখার সুযোগ করে দেয়ার জন্য।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন সুনীল সমগ্র পৃথিবীর বাংলাভাষীদের সম্পদ এবং গর্ব।
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম.... অনন্ত লোকে ভালো থেকো প্ৰিয় কবি !!
কেন যে শেষ হলো!!!শুনতেই থাকতে ইচ্ছা করে💜
ঠিক বলেছেন
Thanks Sunilda and Belalda, no more you are of this world now but you will be remembered forever in the hearts of Bengalis and the rest of the people of the world through the translations of your works. Recently I read your book The First Light in English translation. It was marvelous! The translation was superb. Only through this book the people of the world will come to know what a great writer this land had produced. We are very proud to say that Sunil is a son of this soil and we send to you our heart felt gratitude for your love for us.
The most valuable program. Thanks a lot
Thank you very much.
aha... ki pran matano golpo . mon bhore gelo.
কথা বার্তা গুলো শুনে খুবই নস্টালজিক লাগছে....খুব কাছ থেকে দেখার একবারই সুযোগ হয়েছিল এই অমায়িক মানুষটিকে ....আমার লেখা একটি কবিতার বই দিতে গিয়েছিলাম .... দ্বিতীয় বার দেখা করার আর সৌভাগ্য হয়নি... আমার স্বপ্নের সুনীল আকাশ নাগরীক সভ্যতায় থেকে একটু ফাঁক দিয়েই যেন দেখেছিলাম....প্রণাম
নীললোহিতকে প্রণাম 🙏🙏🙏
🥰🥰🥰
অসাধারণ হৃদয়স্পর্শী বাক্যালাপ...অসাধারণ সাক্ষাৎকার!
সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়, পূর্ব পশ্চিম, প্রথম আলো বই গুলো পড়লে মনে হয় ঠিক সেই সময়ের ইতিহাস চোখের সামনে ভাসছে !
এই ভিডিও আমি কতবার দেখেছি মনে নেই।কিন্তু প্রত্যেকবারই নতুন
amio
শেষে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা একটা বড় প্রাপ্তি।
একটি অসাধারণ সাক্ষাৎকার। মুগ্ধ হয়ে দেখতে হয় সুনীলবাবুকে
দেশ ভাগ না হলেই হতো বোধহয়, এপার বাংলা ওপার বাংলার লেখকরা মিশে যেতেন এক সত্বায়।
Ami ekmot...Bangladesh k Indiar ongso kora hok.... ❤️
Not really. Utopian thought; the hypothesis is sweet, but the result is sour. Religious divisiveness is a never changing trend in Bengal.
আলহামদুলিল্লা এই স্বপ্ন দেখতে বড্ড ভালো লাগে ....
@@subhasishbhattacharjee6316 অামরা পশ্চিম বাংলাকে ফেরত চাই। দুই বাংলা এক হোক,একটা বড় দেশ হোক।
@@md.julfikarali820 amra gota bangla ferot chai.... obivokto moharastrer Moto obivokto bangla rajjo hobe..!
How beautiful words...!!!!!🖤🖤
এত সাবলীল এবং সুন্দর করে আজকাল কেউ কথা বলে না।
I love 😍 both of them.
#Kobi Belal Chowdhury and #Kobi Sunil Gangopaddyay.
Watching this at 2019. Such sweet Bengali from two Legendary Poet. Thanks for making Bengali literature strong. RIP their souls.
দুর্লভ কথোপকথন 💕
অনেক সুন্দর অালোচনা।।
He is an immortal writer and poet . Too much love and regards from Dhaka Bangladesh.
অতি সাধারণতার ভীতর অসাধারণ মুগ্ধতা
Khub bhalo laglo...Uni amader birat gorbo ...
অসাধারণ।ভাষায় বর্ননা করাযাবে না। সহস্র প্রনাম্
Durdanto "মানুষ মানুষের ধ্বংস"...
এতো অমায়িক ব্যবহার প্রিয় লেখকের, মানুষ ওনাকে ভাবতে গেলে পাহাড়ের উর্ধ্বতন শিঙ্গের কথাই মনে পড়ে।
One of my favorite Writer
Happy to spend the 70s, regularly saw Sunil, Shakti, Tarapada...At various kobi sammelan and other places. Easygoing, affectionate, indulgent guys were they...
Dujonei asadharon manush. Khub bhalo laglo.
সবচেয়ে ভালো লাগে সুনীলের সরলতা। তার মধ্যে কোন হামবড়া ভাব নেই, কোন অহমিকা নেই, নিজেকে উপস্থাপন করেন খুব সাধাসিধেভাবে।
Our Love and Respect from Bangladesh
Just amazing ,as a bangladeshi..proud of you
খুব ভালো লাগলো!
অসাধারণ 🎉
Sunil sir o belal sir apnara dujonei prokhyato sahityik o byaktitto.apnader kathopokathon onek sruti madhur.sundor o sabolil.khub bhalo laglo.aaj aar apnara nei.khub ovab bodh kori
Is this gentleman Mr Sunil Gangapadhyay still alive ? What a personality. Respect from Guwahati, Assam.
He passed away long back in 2011.
@@rupakkar4 23 October 2012
If there is one writer who can be considered as top notch after Rabindranath Tagore is none other than Sunil Gangapadhaya! He has been top notch writer in Bengali!
অনেক ভালো লাগলো..
সুনীলদা ♥
সুনীল বাবু কি সৎ সাবলীল।দেখে শুনে শুধু শ্রদ্ধা বাড়ে।
অপূর্ব।
Ahhhhha dekhe koto santi kotha sune ki santi manush gulor likha porle hariye jete baddho
অসাধারণ
Ei asamanya interview er puro krititva Belal Choudhary r
Awesome and thanks.
প্রথম আলো এবং সেই সময় তাঁর অনবদ্য সৃষ্টি।
অসাধারণ ৷
Khub miss kori sei 90 's sunil er lekha porte jea kokhon jeno atta r attio hoea gallen eai ashadharon manush ti
Apurbo. Asadharan
দু জন দিকপালের কথা, ধন্য হলাম শুনে
Very beautiful words 😍...
স্বচক্ষে দেখিনি,এই ভিডিও টার মাধ্যমে শুনে সমৃদ্ধ হলাম।
darun
Love them both❤️❤️
সেই বোস্টমী আর এলো না.....
Ki sundor manush dujon, eshob lok akhon kothai
আমার ছোট বেলা কেটেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়ে.
Thanks.
Asonko dhannyo bad , ai purono recording share korer jonno ....
ami keno jani unake jalous feel kortam .Kintu unar kota interview dekhe ami puray unar fan hoye gelam . darun spoken ,binoyi ,udar , Ultimately nice person !
Osadharon!!!!
great
কেন এত তাড়াতাড়ি চলে গেলেন স্যার 😢😢
😭🙏
Sunil Gangopadhyay and Belal Chowdhury are no more😢☹️
Onek kichhu janlam.
প্রথম আলো, পূর্ব -পশ্চিম
Nice.
Opurbo Opurbo Opurbo. .a legend..
বাহ ।মন ভরে গেল।
অনেক দান অনেক ঋণ আপনাদের কাছে
ভীষণ সুন্দর
nice.
আসলে এই লোক গুলোর কথা শুনলে মনে হয় না, দুই বাংলা এখনো আলাদা ।।
Thanks
এটা কত সালের ইন্টারভিউ?
ভাগ্যিস উনি বাঙলায ফিরে এসেছিলেন। ন
বাংলা ভাষা ভাষীর অহংকার সুনীল
Amra uttor banglar manushra Bangladesher kichu channel cable TV r maddhome dekhte pai, jamon Boishakhi Tv, ATN bangla, Channel i etc.
Humayon sir bolechen,
Lekhokra valo likhte parleo Tara guchiye kotha bolte pare na! Tbe Sunil Babu sobar theke bhinno karon se khub i guchiye kotha bolte paren!
স্মৃতিকাতরতায় জড়িয়ে পড়ি 😣😣😣
সেই সময পড়ছি এখন
♥ভালোবাসা♥
অনবদ্য
❤ 👌
❤❤❤
মনে হলো যে,
উপযুক্ত বিশেষণ খুঁজে পাওয়া গেলো না।
শ্রদ্ধা।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
nice
Sabuj diper raja.... I read first novel in my life...
I am Kakababu Fan
Jealousy is the characteristics of the Bengalis. Sunil Gangopadhya continued that tradition. He was associated with Kallol magazine. He imagined when drunk about Rabindranath and his association with various ladies.