আপনার এই ভিডিও টিতে দেওয়া রাধাস্বামী হোম স্টের ফোন নং পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। ১৯৮৩ খৃ.এর সেপ্টেম্বরে আমি প্রথম তাকদা গিয়েছিলাম। অফিসের কাজে যাওয়া। মনে আছে, সন্ধ্যা বেলায় বাস থেকে তাকদা বাজারে নামি। ওখান থেকে আমার সেরিকালচার অফিস তিনচুলের রাস্তায় প্রায় দেড় কিমি দূরে। আপনারা যে হোম স্টে তে ছিলেন সেখান থেকে আর একটু এগিয়ে যে জায়গায় এখন তাকদা কলেজ হয়েছে, সেখানেই তখন সেরিকালচার অফিস ছিল। এখন নাকি সেরিকালচার অফিস তুলে দিয়েছে। যাইহোক, ঘন কূয়াশায় ঢাকা সন্ধ্যার অন্ধকারে কোথায় যাবো, থাকবো কোথায়, কিছুই জানা নেই। ঝিপঝিপ করে এক নাগাড়ে বৃষ্টি চলছে। আমার সঙ্গে ছাতা নেই, টর্চ নেই, যা পাহাড়ে একান্ত জরুরী। চিন্তায় আকুল হয়ে ঈশ্বরকে ডাকছি। এই সময় মুশকিল আসান হয়ে হিম্মত দাজু (হিম্মত সিং লেপচা) এসে সামনে দাঁড়ালেন। ছাতা ও টর্চ জোগাড় করে উপরের দিকে নিয়ে গিয়ে ২/৩ জন বাঙ্গালী ছেলের মেসে পৌঁছে দিলেন। তারা তো খুব খুশি মনে আমাকে আশ্রয় দিল। সে বারে প্রায় মাস খানিক তাকদায় ছিলাম। এরপর ১৯৮৫ র জানুয়ারি থেকে ১৯৮৮ র জানুয়ারি পর্যন্ত তিন বছর তাকদায় ছিলাম। এই সময় হিম্মত দাজুর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। মানুষটি অতি সজ্জন এবং রাধাস্বামী (বিয়াস,পঞ্জাব) আশ্রমের ভক্ত। আপনার দেওয়া ভিডিওতে রাধাস্বামী নাম দেখেই আন্দাজ হয়েছিল, এর সঙ্গে হিম্মত দাজুর পরিবারের সম্পর্ক রয়েছে। তাই ওই ফোন নং এ ফোন করে হিম্মত দাজুর ছোট ছেলেকে পেলাম। শুনলাম, গত দেড় বছর ধরে হিম্মত দাজু অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। মনে বেশ কষ্ট হলেও প্রায় ৩৫ বছর পরে ওনাদের খবর পেলাম। আপনারা আমার শুভেচ্ছা জানবেন।
1400 kore Home stay এর মালিক rate বলতে বারণ করেছিল তাই ভিডিওতে দেওয়া হয়নি। মালিকের ফোন নং দেওয়া আছে ফোন করে জেনে নিতে পারেন। অফিস সিজেনে rate আর একটু কম হয়
Asadharon home stay eto atithiyota sotiti Volare noy. Bar bar aste ichhe korbe. Khub sudor view. Khawa dawa khub Valo.
আপনার এই ভিডিও টিতে দেওয়া রাধাস্বামী হোম স্টের ফোন নং পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। ১৯৮৩ খৃ.এর সেপ্টেম্বরে আমি প্রথম তাকদা গিয়েছিলাম। অফিসের কাজে যাওয়া। মনে আছে, সন্ধ্যা বেলায় বাস থেকে তাকদা বাজারে নামি। ওখান থেকে আমার সেরিকালচার অফিস তিনচুলের রাস্তায় প্রায় দেড় কিমি দূরে। আপনারা যে হোম স্টে তে ছিলেন সেখান থেকে আর একটু এগিয়ে যে জায়গায় এখন তাকদা কলেজ হয়েছে, সেখানেই তখন সেরিকালচার অফিস ছিল। এখন নাকি সেরিকালচার অফিস তুলে দিয়েছে। যাইহোক, ঘন কূয়াশায় ঢাকা সন্ধ্যার অন্ধকারে কোথায় যাবো, থাকবো কোথায়, কিছুই জানা নেই। ঝিপঝিপ করে এক নাগাড়ে বৃষ্টি চলছে। আমার সঙ্গে ছাতা নেই, টর্চ নেই, যা পাহাড়ে একান্ত জরুরী। চিন্তায় আকুল হয়ে ঈশ্বরকে ডাকছি। এই সময় মুশকিল আসান হয়ে হিম্মত দাজু (হিম্মত সিং লেপচা) এসে সামনে দাঁড়ালেন। ছাতা ও টর্চ জোগাড় করে উপরের দিকে নিয়ে গিয়ে ২/৩ জন বাঙ্গালী ছেলের মেসে পৌঁছে দিলেন। তারা তো খুব খুশি মনে আমাকে আশ্রয় দিল। সে বারে প্রায় মাস খানিক তাকদায় ছিলাম। এরপর ১৯৮৫ র জানুয়ারি থেকে ১৯৮৮ র জানুয়ারি পর্যন্ত তিন বছর তাকদায় ছিলাম। এই সময় হিম্মত দাজুর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। মানুষটি অতি সজ্জন এবং রাধাস্বামী (বিয়াস,পঞ্জাব) আশ্রমের ভক্ত। আপনার দেওয়া ভিডিওতে রাধাস্বামী নাম দেখেই আন্দাজ হয়েছিল, এর সঙ্গে হিম্মত দাজুর পরিবারের সম্পর্ক রয়েছে। তাই ওই ফোন নং এ ফোন করে হিম্মত দাজুর ছোট ছেলেকে পেলাম। শুনলাম, গত দেড় বছর ধরে হিম্মত দাজু অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। মনে বেশ কষ্ট হলেও প্রায় ৩৫ বছর পরে ওনাদের খবর পেলাম।
আপনারা আমার শুভেচ্ছা জানবেন।
Kichu Shika Nita hoba
Please mention rates, whether a parking facility is available or not? etc....
Next time mention kore debo
Parking facility available bolte rastar dhare homestay er pasei sab gari rakhe
Per day fooding lodging pp?
1400 kore
Home stay এর মালিক rate বলতে বারণ করেছিল তাই ভিডিওতে দেওয়া হয়নি। মালিকের ফোন নং দেওয়া আছে ফোন করে জেনে নিতে পারেন। অফিস সিজেনে rate আর একটু কম হয়