ম্রো ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য নাটক : সিংকম নাও (বাঁচতে চাই )

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • ম্রো ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য নাটক : সিংকম নাও (বাঁচতে চাই )
    Tear Fund এর অর্থায়নে এবং খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে (সিসিডিবি) এর সহযোগিতায় বান্দরবান জেলার প্রকল্পের অধীনে থাকা ম্রো আদিবাসীদেরকে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্য নাটকটি নির্মাণ করা হয়েছে। সিসিডিবি দীর্ঘদিন ধরে বান্দরবন জেলাতে আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে। আদিবাসী সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করছে সিসিডিবি।
    পাহাড়ে বসবাসকারী মানুষদের খাবার পানির প্রধান উৎস ঝিরি বা ঝর্ণা। তবে ঝিরি গুলোর পাথর তুলে বিক্রি করে দেয়া এবং ঝিরির পাশের গাছগুলো কেটে ফেলার কারণে ঝিরিতে পর্যাপ্ত পানি থাকছে না। সিংকম নাও (বাঁচতে চাই ) নাটকটিতে ম্রো ভাষায় এই সমস্যাটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং জীববৈচিত্র ধ্বংসের কারণগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে নাটকের মাধ্যমে । সেইসাথে জীবন ধরণের ক্ষেত্রে আদিবাসীদের চ্যালেঞ্জগুলি প্রশমনে পারিবারিক এবং সামাজিক সচেতনা এবং সম্প্রীতি উন্নয়নের উপরে জোর দেয়া হয়েছে।

Комментарии • 1

  • @tapansarker2587
    @tapansarker2587 24 дня назад

    আমার প্রিয় প্রতিষ্ঠান