ছোট বেলা থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি মন ভরে বছরের মধ্যে একটি বিশেষ দিনে এই গানটি অন্যান্য স্তোত্র আর গানের সাথে শুনে আসছি কিন্তু আপনার পরিশ্রমের বিনিময়ে আপনি কত সুন্দর এবং সহজ করে বুঝিয়ে শেখালেন তার জন্য আন্তরিক অভিনন্দন ও আশীর্বাদ জানাই। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ইশ্বরের কাছে প্রার্থনা করি। পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করি।
আপনি আমার বয়োজ্যেষ্ঠ এবং নমস্য। ইদানীং শরীর আমার ভালো যাচ্ছে না। তাই মনটাও ভালো থাকে না। কিন্তু আপনার কমেন্টস পড়ে মন আমার ভালো হয়ে যায়। কি বলে আপনাকে সম্বোধন করব সেটা আপনিই আমাকে জানাবেন। প্রণাম নেবেন ও ভালো থাকবেন।🙏
ম্যাম আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ... এত সুন্দর করে স্বরলিপিটা বোঝালেন... আমার ভীষণ উপকার হল... ঠাকুর-মা-স্বামীজির কৃপায় আপনিও খুব ভালো থাকবেন... 🥰🥰🥰... আপনার চ্যানেলটি কিন্ত এবার আমি রেগুলার ফলো করবো... এরকম আরও গান আপলোড করবেন প্লিজ...
কমেন্টের জন্য ধন্যবাদ। খুব খুশী হলাম। সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকে স্বরলিপির অভাবে গানটা গাইতে পারেন না, তারা উপকৃত হবেন। ভালো থাকবেন। 🙏
কিছু মনে করবেন না। কিন্তু অনেক জায়গায় সুরভিন্নতা আছে। যেমন "অয়ি সুমনঃ" জায়গাটায়। তবু আপনি এত ধ্যৈর্য নিয়ে এত সুন্দর করে শেখান বলে, অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ আপনাকে।
কমেন্টের জন্য ধন্যবাদ। এই গানগুলো যাঁরা গেয়েছেন তাঁদের সাথে আমাকে মেলাবেন না, প্লিজ। আমি সারা জীবনেও তাঁদের ধারেকাছে পৌঁছাতে পারব না। চেষ্টা করে যতটুকু পারি ততটুকুই দেখাই। সাধুবাদ দিয়েছেন, এটাই আমার বড় পাওনা। ভালো থাকবেন। 🙏
গানের কথা ভালো করে মুখস্থ করে গাইবেন গানটা। খুব ভালো লাগবে। পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কাছের মানুষদের কাছে কারন এই গানের স্বরলিপি সবার কাছে নেই। ভালো থাকবেন। 🙏🌷
যেভাবে দেখালাম সেভাবে গাইবেন, খুব ভালো লাগবে। পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কাছের মানুষদের কাছে কারন এই গানের স্বরলিপি সবার কাছে নেই। ভালো থাকবেন। 🙏🌷
ধন্যবাদ, খুব খুশী হলাম। আমার টিপস্ - গান তোলার আগে সেই গানটা বারংবার শুনুন তারপর গান তুলুল। প্রয়োজনে এক এক লাইন ধরে ধরে শুনুন আর তুলুন। একদিন দেখবেন নিজেকে আর কমজোরি মনে হবে না। 🙏
বাঙালির সম্পদ সৃষ্টি করে রেখে গেছেন। একই স্বরলিপিতে গানটা আপনার নিজের স্কেলে করবেন। বা চেঞ্জার হারমোনিয়াম থাকলে স্কেল তুলেও করতে পারেন। কমেন্টের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
ইদানীং খুব ভালো থাকছি না। মাঝেমধ্যেই ঠান্ডা সর্দিকাশিতে ভুগছি। গান গাওয়া আমার কাছে সহজ কাজ, শেখানোটা একটু কঠিন। তাও সবসময় চেষ্টা করি আরও ভালো করে দেখানোর। আপনিও ভালো থাকবেন, দিদি।🙏🌷
কথা মুখস্থ করে যেভাবে দেখালাম সেভাবে গাইবে, খুব ভালো লাগবে। পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও কাছের মানুষদের কাছে কারন এই গানের স্বরলিপি সবার কাছে নেই। সর্দি-জ্বরে খুব ভুগছি ইদানীং। ভালো থেকো। 🙏🌷
Can you please tell us on "which Raga" it is based on? You have told us the "tala" but not the Raga name. If it is not based on any Raga, please let us know that too. You said Komal-Re, Komal-Ga, Komal-Dha and Komal-Ni. These are notes of Bhairavi as far as I know. Then, if all the notes are used in the song, is the song based on Bhairavi? However, you have indicated both Komal-Dha and Shuddha-Dha, which is a bit confusing to me. Shuddha-Dha does not belong to the Bhairavi Raga or Thaat. Maybe Shuddha-Dha is used only occasionally for this song. That is my guess. Thank you very much. I just want to know the Raga name.
দিদি, অসাধারণ আপনার স্বরলিপি লেখা, তাল ছন্দে নিবদ্ধ । কোনো অসুবিধা নেই । ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ ।
কমেন্টের জন্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে হয়তো অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন 🙏
খুবই সুন্দর শেখানো হয়েছে, এই কঠিন গান এই স্বরলিপি ছাড়া তোলা সম্ভব নয়, অনেক ধন্যবাদ
কমেন্টের জন্য ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
@@RakhiChakraborty😂❤😊
Khub bhalo laglo
খুব সুন্দর এবং পরিচ্ছন্ন আপনার শেখানোর পদ্ধতি,অনেক ধন্যবাদ! উপকৃত হলাম।❤❤❤
কমেন্টের জন্য ধন্যবাদ, ভিভিওটা শেয়ার করে দেবেন তাহলে আমিও উপকৃত হব। ভালো থাকবেন 🙏
খুব ভালো লাগলো আপনার শেখানোর পদ্ধতি ।অণিমা চ্যাটার্জী দুর্গাপুর থেকে আমি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই ।আমরা সবাই তাঁর সন্তান ।
ধন্যবাদ 🙏
খুব সুন্দর প্রচেষ্টা ,অনেক পরিশ্রম রয়েছে কাজটির পিছনে, ভালো লাগলো ধন্যবাদ।
কমেন্টের জন্য ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
অনেক অনেক ধন্যবাদ ৷
তোমার শেখানোর পদ্ধতিটা খুব ভালো , একেবার স্বরলিপি তালের বিভাগে ফেলে শেখানো খুব একটা দেখি না ৷
কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ, খুব খুশী হলাম। সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। 🙏🙏🙏
ম্যাম অনেক অনেক ধণ্যবাদ ।এত সুন্দর করে গানটি শেখানোর জন্য।
ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
খুব সুন্দর শেখানোর পদ্ধতি।
সমৃদ্ধ হলাম।
ধন্যবাদ 🙏
অশেষ ধন্যবাদ ম্যাম। অনেক উপকৃত হলাম। 'শিশির জলে ধুয়ে আঁখি' গানটির স্বরলিপি দিলে ভালো হয়।
গানটা করেছি, আমি নীচে লিংক দিলাম একবার দেখে নেবেন👇
ruclips.net/video/Lp3AoqAmFwQ/видео.html
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার শেখানোর পদ্ধতি দেখে এবং শুনে আমি খুবই উপকৃত হলাম, সমৃদ্ধ হলাম।
উপকার পাচ্ছেন জানলে খুব আনন্দ পাই, ধন্যবাদ। 🙏
ম্যাম, আপনি খুব সুন্দভাবে নোটেশন করে ধীরে ধীরে শেখাচ্ছেন খুব ভালো লাগলো। সিংহ হস্থা শশী শেখর গানটির নোটেশন দেওয়ার অনুরোধ করলাম।
🙏👍
গানটা করেছি আমি নীচে লিংক দিলাম একবার দেখে নেবেন 👇
ruclips.net/video/JEL1RALJtiA/видео.html
Khuub sundor vabe gaan ti shekhalen... ❤❤❤❤❤
ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে হয়তো অনেকে উপকৃত হবেন । ভালো থাকবেন 🙏
ছোট বেলা থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি মন ভরে বছরের মধ্যে একটি বিশেষ দিনে এই গানটি অন্যান্য স্তোত্র আর গানের সাথে শুনে আসছি কিন্তু আপনার পরিশ্রমের বিনিময়ে আপনি কত সুন্দর এবং সহজ করে বুঝিয়ে শেখালেন তার জন্য আন্তরিক অভিনন্দন ও আশীর্বাদ জানাই। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ইশ্বরের কাছে প্রার্থনা করি। পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করি।
আপনি আমার বয়োজ্যেষ্ঠ এবং নমস্য। ইদানীং শরীর আমার ভালো যাচ্ছে না। তাই মনটাও ভালো থাকে না। কিন্তু আপনার কমেন্টস পড়ে মন আমার ভালো হয়ে যায়। কি বলে আপনাকে সম্বোধন করব সেটা আপনিই আমাকে জানাবেন। প্রণাম নেবেন ও ভালো থাকবেন।🙏
Khub bhalo laglo sekhanota. Sobai apnar kache onayase sikhte parbe. Dhanyobad didi. Boroi upokrito holam.
কমেন্টের জন্য ধন্যবাদ। খুব খুশী হলাম। সম্ভব হলে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। 🙏🙏🙏
Ei gan ta osadharon hoyeche. Thank you
👍
ম্যাম আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ... এত সুন্দর করে স্বরলিপিটা বোঝালেন... আমার ভীষণ উপকার হল... ঠাকুর-মা-স্বামীজির কৃপায় আপনিও খুব ভালো থাকবেন... 🥰🥰🥰... আপনার চ্যানেলটি কিন্ত এবার আমি রেগুলার ফলো করবো... এরকম আরও গান আপলোড করবেন প্লিজ...
Khub sundor kore apni sikhalen ❤
👍
😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😮😮😮
সত্যিই খুউব সুন্দর
পুরো স্বরিলিপি টা এই পেলাম।
খুব ভালো থাকবেন।
জয় ঠাকুর 🙏🙏
কমেন্টের জন্য ধন্যবাদ। খুব খুশী হলাম। সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকে স্বরলিপির অভাবে গানটা গাইতে পারেন না, তারা উপকৃত হবেন। ভালো থাকবেন। 🙏
@@RakhiChakrabortyyes .your song is so awesome and you can't even get 3rd prize 🏆 you always have 1st prize
Please send me a reply
Darun...shikhiachhen....Tobe b scale a ami chai
Apurbo স্বরলিপি পেলাম 🙏দিদিভাই।
👍
ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।
আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
কিছু মনে করবেন না। কিন্তু অনেক জায়গায় সুরভিন্নতা আছে। যেমন "অয়ি সুমনঃ" জায়গাটায়।
তবু আপনি এত ধ্যৈর্য নিয়ে এত সুন্দর করে শেখান বলে, অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ আপনাকে।
কমেন্টের জন্য ধন্যবাদ। এই গানগুলো যাঁরা গেয়েছেন তাঁদের সাথে আমাকে মেলাবেন না, প্লিজ। আমি সারা জীবনেও তাঁদের ধারেকাছে পৌঁছাতে পারব না। চেষ্টা করে যতটুকু পারি ততটুকুই দেখাই। সাধুবাদ দিয়েছেন, এটাই আমার বড় পাওনা। ভালো থাকবেন। 🙏
Didi Bhai Apni Khub Sunder Bhave Ganti shekhalen Apnake Ashonkha Dhannabad Amar Bhujte Khube Subhide Hoiche.
ধন্যবাদ, আমার বাকি গানগুলো একবার দেখে নেবেন। ভালো থাকবেন। 🙏
Khub upokrito holm madam... Elo re elo oi ronorongini gaan ti swralipi dile khub valo hy pujor age
Onake valo lagaychay ganta sunay. ❤❤apne valo thakun sobsomoi.
কমেন্টের জন্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমি খুব উপকৃত হব। ভালো থাকবেন 🙏
Ei ganti sekhanor jonno onek dhonnobad.
ধন্যবাদ, সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। 🙏
এই গানটি পেয়ে খুব ই ভালো লাগল। অহং রুদ্রেভি...... এই গানের স্বরলিপি পেলে খুব ভালো হত। ভালো থাকবেন।
খুব সুন্দর শিখান হয়েছে ❤❤
কমেন্টের জন্য ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমি উপকৃত হব
ভালো থাকবেন 🙏
Khub sundor kore bujhiye diyechhen ❤❤
ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে হয়তো আরও অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন 🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গানটি শেখানোর জন্য।
গানের কথা ভালো করে মুখস্থ করে গাইবেন গানটা। খুব ভালো লাগবে। পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কাছের মানুষদের কাছে কারন এই গানের স্বরলিপি সবার কাছে নেই। ভালো থাকবেন। 🙏🌷
সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণকলির দিনগুলি যদি থাকত ৷ এই গানটির হ স্বরলিপি দেওয়ার অনুরোধ করছি ৷
Didivai khub sundor laglo anek upokrito holam ❤️❤️
উপকৃত হয়েছেন জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন। 🙏
আপনি কি সুন্দর করে শেখান। আমাদের কোনো অসুবিধা হয়না ❤❤❤❤
ধন্যবাদ। আমার ভিডিওগুলো সব শেয়ার করে দেবেন, তাহলে অনেক মানুষ উপকৃত হবেন। ভালো থাকবেন 🙏
Ato sundor kore likhe dilen
Bolar kichu nei.vison valo laglo
ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে হয়তো আরও অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন 🙏
বাঃ খুব ভালো লাগলো,এই গানটা পেয়ে । আপনি সুস্তো থাকেন ।
যেভাবে দেখালাম সেভাবে গাইবেন, খুব ভালো লাগবে। পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কাছের মানুষদের কাছে কারন এই গানের স্বরলিপি সবার কাছে নেই। ভালো থাকবেন। 🙏🌷
Apnar gaan sekhanor khub e sundor.. Khub valo lage... Kintu somoy ta onek khon prai 30 min.. Ektu jdi kom somoy er mdy sekhan tahole khub valo hoi
একটু কম সময়ের মধ্যে হলে, যদি আবার কম সুন্দর হয়, তাই ভিডিও একটু লম্বা হয়ে যায়।
নমস্কার দিদি মনি খুব ভালো নোটেশান দিয়েছেন সহজ পদ্ধতিতে🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ। 🙏
খুব ভালো লাগলো ❤❤
ধন্যবাদ।
Khub bhalo laglo Di ❤️
ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
Khub sundar. Mam please He Chinmoyee Gaantir swaralipiti deben .
👍
গানটা করেছি আমি নীচে লিংক দিলাম একবার দেখে নেবেন 👇
ruclips.net/video/xb2RsA04KGQ/видео.html
Khub sundor sakhan, thanks 😊
কমেন্টের জন্য ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
মহালয়ার এই গান প্রাণের গান আপনি এত দরদ দিয়ে শেখান যে আমার মতো কমজোরি গান ভালোবাসা মানুষ ও সহজে তুলতে পারে।
ধন্যবাদ, খুব খুশী হলাম। আমার টিপস্ - গান তোলার আগে সেই গানটা বারংবার শুনুন তারপর গান তুলুল। প্রয়োজনে এক এক লাইন ধরে ধরে শুনুন আর তুলুন। একদিন দেখবেন নিজেকে আর কমজোরি মনে হবে না। 🙏
Khub sundor didi ❤❤
ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।
খুব ভালো করে শেখাতে পেরেছেন....অনেক অনেক ধন্যবাদ আপনাকে I
🙏🙏🙏
আমি খুব উপকৃত হয়েছি।
🙏🙏🙏
Khub sundor vube guide korchen darun ete amar mone hoy er theke ar valovube shekhano Jay na thanks.
ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
খুব সুন্দর ❤️,ম্যাম কত রাগিণীর ভুল ভাঙাতে গানটির টিউটোরিয়াল ভিডিও দিলে খুবই উপকৃত হতাম, অনুরোধ রইল,
চেষ্টা করব। 🙏🙏
@@RakhiChakraborty ধন্যবাদ ,
অনেক অনেক ধন্যবাদ দিদি ।
কমেন্টের জন্য ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমি উপকৃত হব
ভালো থাকবেন 🙏
খুব ভালো লাগলো শেখানোর পদ্ধতি।
🙏🙏🙏
কি অসাধারণ সুর সংযোজন পঙ্কজ কুমার মল্লিকের। নিচু স্কেলের জন্য একটু অসুবিধা হচ্ছে।
বাঙালির সম্পদ সৃষ্টি করে রেখে গেছেন। একই স্বরলিপিতে গানটা আপনার নিজের স্কেলে করবেন। বা চেঞ্জার হারমোনিয়াম থাকলে স্কেল তুলেও করতে পারেন। কমেন্টের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
কেমন আছেন এখন ভাই? সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। সুন্দর গান আর ততোধিক পরিশ্রম করে যত্ন করে শেখানো। ভালো থাকবেন ভাই 🙏
ইদানীং খুব ভালো থাকছি না। মাঝেমধ্যেই ঠান্ডা সর্দিকাশিতে ভুগছি। গান গাওয়া আমার কাছে সহজ কাজ, শেখানোটা একটু কঠিন। তাও সবসময় চেষ্টা করি আরও ভালো করে দেখানোর। আপনিও ভালো থাকবেন, দিদি।🙏🌷
@@RakhiChakraborty ❤
Ami apnar gaanmugdho didi.osadharon poddhoti sekhabar
🙏🙏🙏
খুব সুন্দর শিখলাম।
ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমি উপকৃত হব। ভালো থাকবেন। 🙏
Asadharan 🙏🙏
ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো।"যদি সম্ভব হয় আমার আপনার চেয়ে আপন যে জন" এই গানটার স্বরলিপি করে দেন খুব ভালো হয়।
চেষ্টা করব। 🙏🙏
Thanks
Welcome. 🙏
Didivai khub subidha holo thank you
Khub bhalo legeche.
ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
অসংখ্য ধন্যবাদ আপনাকে
👍
খুব ভালো লাগল,গলায় তোলার চেষ্টা করব
অসম্ভব সুন্দর গান। ধীরে ধীরে তুলুন, নিশ্চয়ই উঠে যাবে। দেবী পক্ষের শুভেচ্ছা রইল। 🙏
Thank you so much 🙏🙏
কমেন্টের জন্য ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
khub valoশেখাছ্ছন দিদি। এইভাবে ই শেখান দিদি
কমেন্টের জন্য ধন্যবাদ। খুব খুশী হলাম। সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। 🙏
"বীর সেনাপতি বিবেকানন্দ"- এই গানটির অনুরোধ রইলো দিদি। 🙏🙏
ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
বীর সেনাপতি লিংক👇
ruclips.net/video/zZlru5sN6bo/видео.html
Valo laglo ❤
ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।
Good morning didi apnar gan amar khub vhalo lage, Kintu apnar asusther kotha sune mon kharap lagche ,Akhon kemon achen?Didi nijer jotno neben,
কথা মুখস্থ করে যেভাবে দেখালাম সেভাবে গাইবে, খুব ভালো লাগবে। পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও কাছের মানুষদের কাছে কারন এই গানের স্বরলিপি সবার কাছে নেই। সর্দি-জ্বরে খুব ভুগছি ইদানীং। ভালো থেকো। 🙏🌷
Ei gan ta kon Rager opor mam ??
আমি আপনার চ্যানেল subscribe করেছি অনেক আগেই
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। 🙏🌷
Khub bhalo laglo
ধন্যবাদ 🙏
Thank you❤❤ 🤗🤗
Welcome 😊
খুব সুন্দর, ওম জয় জগদীশ হরি এই গানটার টিউটোরিয়াল অনুরোধ জানালাম।
অনেক ধন্যবাদ আপনাকে দিদিভাই
🙏🙏🙏
apnar gan sune o apnar sekhano dekhe mugdho holam...ata ki rag a ache bolte parben????
Khub valo mam
ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমি উপকৃত হব।
Khub Sundar ❤
🙏🙏🙏
শুভ্রর শঙ্খ রবে এই গানটির যদি স্বরলিপি দেন তাহলে খুব উপকার হয় ধন্যবাদ।
Darun.
ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
Mam dil he chota sa and ai watan mare watan bangla te swaralipi ta deben plz
জয় ঠাকুর আমি ও ঠাকুরের সন্তান
খুব ভালো।
Pronam didi khub valo thakben🌷❤
অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আপনার কাছে আমার একটি গানের অনুরোধ রইল_ আমি স্বপ্নে তোমায় দেখেছি।
জয়ন্তী মঙ্গলা কালি এই আর্গলা স্তত্র টির স্বরলিপি দিলে খুব ভালো হয়।
খুব ভালো লাগলো
গানটি তুলবেন। আমার খুব প্রিয় আগমনী গান এটা। সবাই করতে চায় না সহজে। গানের কথা মুখস্থ করে গানটি যদি তুলতে পারেন দেখবেন, নিজেই খুব তৃপ্তি পাবেন। 🙏🙏🙏
দিদি আমি বি ফ্ল্যাট এ গান করি। আপনি যদি একটু বি ফ্ল্যাট স্কেলে শেখান তাহলে খুব ভালো হয় 🙏
Khub bhalo
ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমি খুব উপকৃত হব। ভালো থাকবেন 🙏
"কুস্বপন দেখেছি গিরি .....।।"--- এই আগমনী গানটি করার অনুরোধ রইল ।।
গানটা করেছি, আমি নীচে লিংক দিলাম একবার দেখে নেবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 👇
ruclips.net/video/AbpMsBes3p0/видео.html
@@RakhiChakraborty অনেক ধন্যবাদ অনুরোধ রাখার জন্য। আরেকটি গানের অনুরোধ ছিল, "মহিষমর্দ্দিনী মাতা শরতে ভুবন আসে..." এই গানটি।
ধন্যবাদ দিদিভাই।
আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🌷
Ami sokol kajer pai je somoy tomare dakite pai ne ei shyama songeet ti dile bhalo hoy madum
গানটা করব, এটা আমার একটা প্রিয় গান।🙏
গানটা করেছি আমি নীচে লিংক দিলাম একবার দেখে নেবেন 👇
ruclips.net/video/ERcXZ-i_CEc/видео.html
Darun
ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে হয়তো অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন 🙏
Khub sundar hoyeche didi
Valo tuliachhen
কমেন্টের জন্য ধন্যবাদ। খুব খুশী হই যখন জানতে পারি যে গান তুলতে পারছেন। ভালো থাকবেন। 🙏
জটাজুট সমাযুক্তাম স্বরলিপি দিলে ভালো হতো।
Opurbo
ধন্যবাদ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
Pls yea chondi gan ta dile khub upokar hobe
Apurba
কমেন্টের জন্য ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন 🙏
Many many thanks for the beautiful song. Get well soon.
A
Can you please tell us on "which Raga" it is based on? You have told us the "tala" but not the Raga name. If it is not based on any Raga, please let us know that too.
You said Komal-Re, Komal-Ga, Komal-Dha and Komal-Ni. These are notes of Bhairavi as far as I know. Then, if all the notes are used in the song, is the song based on Bhairavi?
However, you have indicated both Komal-Dha and Shuddha-Dha, which is a bit confusing to me. Shuddha-Dha does not belong to the Bhairavi Raga or Thaat. Maybe Shuddha-Dha is used only occasionally for this song. That is my guess.
Thank you very much. I just want to know the Raga name.
Thank you mam
ধন্যবাদ, খুব খুশী হলাম। সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন। 🙏
Thanks for the beautiful song.
ধন্যবাদ 🙏
"শুভ্র শঙ্খরবে" গানটির স্বরলিপি পাওয়া যাবে
👍