এক শিক্ষক দম্পত্তির চমৎকার ডুপ্লেক্স বাড়ি | Shwapner Nirman -EP-20 | News24

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 666

  • @capitaldhaka1490
    @capitaldhaka1490 Год назад +18

    শিক্ষক মানুষের মন মানসিকতা আর রুচি সম্পূর্ণ আলাদা। বাড়ীর বাইরের পরিবেশ আর ভিতরের পরিবেশ সত্যিই মুগ্ধ হওয়ার মত। সালাম এই শিক্ষক দম্পতিকে যারা নিজেদের চিন্তা চেতনা আর রুচির মিলন কে বাস্তবতায় রুপ দিয়েছেন।

  • @ehsan8114
    @ehsan8114 Год назад +21

    সুবহানাল্লাহ! দেখেই মনটা ভরে গেল। আসলে শুধু টাকা থাকলেই হয় না, রুচিবোধও থাকতে হয়। এই শিক্ষক দম্পতি তা-ই করে দেখালো, মাশা আল্লাহ! আল্লাহ তাঁদেরকে তাঁদের এই স্বপ্নের বাড়িতে সুখে-শান্তিতে রাখুক দীর্ঘ জীবন। পরকালেও তাঁদেরকে দিক এর চেয়েও স্বাচ্ছন্দময় আবাস। আমীন.. হে আল্লাহ! সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

  • @TVB24
    @TVB24 Год назад +14

    এক কথায় চমৎকার বাড়ি। Luxury decoration না করেও যে সুন্দরভাবে বাসা গুছানো যায় সেটি এই বাড়ির উদাহরণ।

  • @ashikalislam
    @ashikalislam Год назад +76

    অত্যন্ত সুন্দর ও শিল্প-সম্মত রূচিশীল ধাঁচে এই বাড়ীটি নির্মাণ করা হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম। সম্মানিত শিক্ষক দম্পতিকে শুভেচ্ছা। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। NEWS24 কে ধন্যবাদ।

  • @Its_moon21
    @Its_moon21 Год назад +7

    মনে হলো একদম আমার স্বপ্নের বাড়ির পূর্ণতা দেখলাম।প্রকৃতি, চাঁদ, সবকিছুই আমার পছন্দ। ঠিক এমন সুন্দর একটা বাড়ি যদি করতে পারতাম❤

  • @tanzidahossain998
    @tanzidahossain998 Год назад +24

    এই ধরনের টিভি অনুষ্ঠানের আয়োজন খুবই মুগ্ধতার পরিচয় দেয়, কর্তৃপক্ষকে ধন্যবাদ!!

  • @tozammelhossain2048
    @tozammelhossain2048 Год назад +191

    টাকা থাকলেই সব হয় না, মন রুচি একটা বিরাট ব্যাপার। ধন্যবাদ জানাই এই শিক্ষক দম্পতিকে।

    • @habibulbashar6313
      @habibulbashar6313 Год назад +3

      TLC te ekta program hoy "Extreme Home" nam a .... Dekhar Onurodh roilo

    • @user-yp7go4pc1e
      @user-yp7go4pc1e 8 месяцев назад


      😍😍😍😍​@@habibulbashar6313

    • @SamolRoy-c2b
      @SamolRoy-c2b 8 месяцев назад +1

      এইটা দেখানোর কি আছে

  • @nisuborna
    @nisuborna Год назад +15

    খুব ভালো লাগলো দেখে। স্যারদেরকে অভিনন্দন। উনি এবং উনার আর্কিটেক্ট ঠিকই বলেছেন প্রাচীন বাড়িগুলোর ছাদের হাইট অনেক বেশি থাকে আভিজাত্য এবং শৈল্পিকতার ছোঁয়ায়।
    আব্বার বানানো ১৯৬৭ সালের আমাদের ৪ তলা বাসাটাও প্রায় ১১ ফুট উঁচুতে ছাদ। বাবা মারা যাওয়ার ১৪ বছর পরও আমরা বাড়িটি ভেঙে নতুন করে বানাচ্ছি না 😊।

  • @joanaislam7482
    @joanaislam7482 Год назад +4

    রুচি আর বিত্তের অপূর্ব মিলন।ধন্যবাদ আর্কিটেক্টকে,যার পেন্সিলের ছোঁয়ায় এই সুন্দর শিল্পের সৃষ্টি হয়েছে।।

  • @mdshahadathossain4597
    @mdshahadathossain4597 9 месяцев назад

    টাকা খরচের চেয়ে স্মৃতি আর যত্ন বেশি খরচ হয়েছে,ধন্যবাদ শিক্ষক দম্পতি কে।আর বিশেষ ধন্যবাদ জানাতে চাই নিউজ২৪ কে, এত সুন্দর বাড়ি আমাদের সামনে তুলে ধরার জন্য।

  • @breathless_poem
    @breathless_poem Год назад +1

    কি দারুণ! খুব কম মানুষের মাঝে এমন রুচির শোভা মেলে। ছোট্ট কিছু জিনিস স্বপ্নকে আরও সুন্দর করে তোলে! এই যেমন ঘর থেকে জোৎস্নামাখা চাঁদ দেখা। ❤

  • @mdliton9214
    @mdliton9214 Год назад +15

    আর যাই হোক উপস্থাপিকা কে দেখে আমার খুব ভালো লেগেছে।।।। so cute...... 💓💓💓💓

  • @villagelifewithrabeya
    @villagelifewithrabeya Год назад +22

    আমি একজন শিক্ষক হিসেবে এই শিক্ষক দম্পতিকে দেখে আমার মনের স্বপ্নগুলো মনে হয় বাস্তবে রুপ দিলো।যদিও এখনো আমার স্বপ্নটা পূর্নতা পায়নি।

  • @shahrinhazera7937
    @shahrinhazera7937 7 месяцев назад

    আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যার ,খুবই ভালো লাগত স্যারকে ।কত সুন্দর করে পড়া বুঝিয়ে দিতেন। সালাম জানাই স্যারকে

  • @parveenbegum3600
    @parveenbegum3600 Год назад +19

    চমৎকার বাড়ি। মনটা ভরে গেলো।

  • @dilipghos1074
    @dilipghos1074 Год назад +14

    এক কথায় অসাধারণ ওনাদের চিন্তা ও রুচি খুবই আধুনিক এবং সুন্দর ভালো থাকুক এই পৃথিবীর সকল সুন্দর মনের সত্যি কারের মানবিক অসাম্প্রদায়িক সকল মানুষ গুলো।

  • @faizbhuiyan1963
    @faizbhuiyan1963 Год назад +31

    Shanawaz Sir is one of the most humble teacher I have come across. A very knowledgeable and intellectual person with having vast knowledge in history and archaeology. I am honored to be a student of his and lastly congratulations to him for the beautiful house.

    • @imtiazhimel3153
      @imtiazhimel3153 Год назад

      পণ্ডিত মানুষেরা বিনয়ী হয় , অল্প জানারা অনেকে উগ্র আচরণ করে ।

    • @sazidnoor
      @sazidnoor Год назад

      Y

    • @apasister
      @apasister Год назад

      Absolutely true,he is...

    • @nisunisu070
      @nisunisu070 Год назад

      Kon Institute er teacher tini?

    • @faizbhuiyan1963
      @faizbhuiyan1963 Год назад

      @@nisunisu070 Jahangirnagar University and North South University

  • @tonnenurjahanvlogz7872
    @tonnenurjahanvlogz7872 Год назад +8

    বাড়িটা অনেক সুন্দর শৈল্পিক, 😍শিক্ষিত মানুষেরা বারি বানলে এমন ই হয়💓

  • @minhazabedin7779
    @minhazabedin7779 Год назад +7

    1. Structural discussion
    2. color combination.
    3. Furniture design & set up.
    Those are the step by step interview topics for that anchor.
    1. Cameraman should focus always according with talking's not to talkers.
    2. For understanding the actual view of beauty he should take long shot of every individual when described.

  • @juthikabarua3599
    @juthikabarua3599 Год назад

    অনেক ভালো লাগলো । এতো সুন্দর বাড়ি চারিদিকে বিশুদ্ধ বাতাস । পাখিদের অভয়ারণ্য । পরিবেশ টা খুব ভালো সবাইকে অনেক ধন্যবাদ ।

  • @md.motasimbillah6907
    @md.motasimbillah6907 Год назад +2

    ইউটিউবে এই প্রথম আমি কোনো ভিডিও দেখে মন্তব্য করলাম।
    আমার মতে উপস্থাপিকা কিছু ইংরেজি শব্দ ব্যবহার না করলে উপস্থাপনা আরো ভালো হতো।
    স্যারের বাসাটা চমৎকার।

  • @vloge443.
    @vloge443. Год назад +2

    খুবই সুন্দর,রুচিশীল পছন্দ খুব শান্তি লাগল ওনাদের নীড় দেখে।দিন শেষে শান্তির জায়গা হলো বাড়ি।সেটা যদি হয় এমন তাহলেতো মানসিক শান্তি আসবেই।দেখেই মনে হচ্ছে ওনারা সুখী দম্পতি।।

  • @ristyrahman7315
    @ristyrahman7315 Год назад +89

    আললাহ চাইছেন বলে ওনাদের এত বড়ো বাড়ি হয়েছে, নিশ্চয়ই ওনারা ভাগ্যবান। সুখে থাকুক পৃথূীবির সকল মানুষ ।

    • @YourLocalSinglePerson
      @YourLocalSinglePerson Год назад +5

      তুমি ভাই না বোন আমি জানিনা
      তোমার চিন্তা-ভাবনা অনেক সুন্দর

    • @nusratjahantanjila6175
      @nusratjahantanjila6175 Год назад +1

      আমিন

    • @nusratjahantanjila6175
      @nusratjahantanjila6175 Год назад +1

      ইনশাআল্লাহ

    • @nusratjahantanjila6175
      @nusratjahantanjila6175 Год назад +1

      আল হামদুলিল্লাহ

    • @nusratjahantanjila6175
      @nusratjahantanjila6175 Год назад +1

      আমিন আল্লাহুম্মা আমিন
      আমিন ছুম্মা আমিন
      আমিন

  • @hasibalmahbub2173
    @hasibalmahbub2173 Год назад +4

    স্যারের কথা গুলো সুন্দর গুছানো, ঠিক তার বাড়ির মতোই ❤️

  • @nasimabashar4315
    @nasimabashar4315 Год назад +207

    ইনশাআল্লাহ এর চাইতে ও সুন্দর বাড়ি হবে আমার জান্নাতে

  • @Md.AyubKhanBoltu
    @Md.AyubKhanBoltu 10 месяцев назад +1

    Outstanding personality, big hearted and soft-spoken the great gentleman sir and my dear shahnaj vhai❤❤❤

  • @niazmorshed4916
    @niazmorshed4916 Год назад +36

    এত রুচিশীল। আর অনিন্দ্য সুন্দর লাগছে পুরো বাসাটা

  • @juthikakundu7479
    @juthikakundu7479 3 месяца назад

    সত্যি ই মন ভরে গেল

  • @mamunhaq1249
    @mamunhaq1249 7 месяцев назад

    অসাধারণ হয়েছে বাড়িটা অনেক সুন্দর ❤

  • @eusufratul1721
    @eusufratul1721 10 месяцев назад

    Shahnewaj Sir is always a man of pure taste . He is always root searching and his construction proves that . His students and his readers always love him .

  • @myful12
    @myful12 Год назад +55

    ক্যামেরা ম্যান বাড়ি না দেখিয়ে শুধু উপস্থাপিকা আর বাড়ির লোকজন দেখাচ্ছে। ক্যামেরা ম্যান আরও আন্তরিক ভাবে ভিডিও করা উচিত।

    • @supreme4256
      @supreme4256 Год назад +1

      Point to be noted. 👍

    • @joe_mama92
      @joe_mama92 Год назад +1

      Camera man janey ki korle dorshok dekhbe

  • @hafsaakter4515
    @hafsaakter4515 7 месяцев назад

    স্বপ্নের নির্মাণে যতগুলো বাড়ি দেখলাম সবচেয়ে এই বাড়িটি সিমসাম,সাধারনের মধ্যে অসাধারণ।

  • @AbhiBarua-i2m
    @AbhiBarua-i2m 14 дней назад

    বাড়ির পরিবেশটা সেই সুন্দর

  • @mdSumon-jd8lo
    @mdSumon-jd8lo 8 месяцев назад

    মাসাআল্লাহ, সবকিছুতেই প্রকৃতির ছোয়া❤️

  • @abekawser4908
    @abekawser4908 Год назад +1

    আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার বাড়ি।

  • @sumeakter6525
    @sumeakter6525 Год назад +12

    ইনশাআল্লাহ আমি একদিন এমন একটা বাড়ি করব😊😊

  • @gmtvallinone8142
    @gmtvallinone8142 Год назад +5

    ইনশাআল্লাহ এরকম একটা মডিউল এর বাড়ী করার চিন্তা ভাবনা আছে। ২০৩২সালের মধ্যে আল্লাহ পাক যেন কবুল করেন।( আমিন)

  • @nusratjahantanjila6175
    @nusratjahantanjila6175 Год назад +5

    মাশাআল্লাহ অনেক সুন্দর বাড়ি
    মাশাআল্লাহ তাবারাকাআল্লাহ
    মাশাআল্লাহ

  • @nurunnahar8841
    @nurunnahar8841 Год назад

    সত্যি অসাধারণ দেখে মনটা ভরে গেল

  • @sakibhasan6540
    @sakibhasan6540 7 месяцев назад

    রুচিশীল এবং মার্জিত // খুব সুন্দর বাড়ি// শুভকামনা রইলো শিক্ষক দম্পতির জন্য

  • @shovosokalbd.2110
    @shovosokalbd.2110 Год назад +53

    উপস্থাপিকার নৈসর্গিক হাসিতে মুগ্ধ হয়ে পুরো ভিডিও দেখে নিলাম ❤

  • @kuhelisviews4921
    @kuhelisviews4921 Год назад +6

    এক কথায় চমৎকার শৈলী।

  • @achinbonoful9297
    @achinbonoful9297 Год назад +1

    মারহাবা! শৈল্পিক রুচি দেখে মুগ্ধ হয়ে গেলাম।😍💙❤💙😍

  • @mdrowshon1568
    @mdrowshon1568 Год назад +4

    আপনার কথা বলা এবং উপস্থাপন করা অনেক সুন্দর হয়েছে😍

  • @nirakhondoker4407
    @nirakhondoker4407 Год назад

    আমার অনেক ভালো লাগলো বাড়িটা ,ফাঁকা ফাঁকা শান্তির ছোঁয়া বাড়িটিতে ।আমি যখন একা থাকি বোরিং ফিল করি স্যার এর বাড়িটি দেখি অসাধারণ

  • @khanpur4247
    @khanpur4247 Год назад +4

    সৃষ্টি যদি এমন গড়ে স্রষ্টা কেমন করে গড়ে ছে জান্নাত

  • @গৌতমবুদ্ধ
    @গৌতমবুদ্ধ Год назад +5

    বাড়ীটা দারুন লেগেছে।অসাধারণ

  • @maysharahman3377
    @maysharahman3377 Год назад +8

    এরকম একটা বাড়ি মনে হয় সারা জীবন স্বপ্ন 🥰

  • @infiniteseries948
    @infiniteseries948 Год назад +1

    awesome --truly...USA te eairokom bari banate chai...how I can do it?

  • @tarekhossain1879
    @tarekhossain1879 Год назад +4

    আমার প্রিয় মানুষ টাকে নিয়ে কতো স্বপ্ন দেখেছিলাম আর এখন স্বপ্ন গুলো এক এক করে পূর্ণ করছি। মাঝখান থেকে প্রিয় টাই নেই আমার কাছে নেই। তাকে ভালোবেসেই স্বপ্ন গুলো পূরণ করছি যদি সে ফিরে আসে.....লাভ ইউ।

  • @twinsmomfarjanasvlog3734
    @twinsmomfarjanasvlog3734 Год назад

    অত্যন্ত রুচিশীলভাবে সাজানো। খুব ভালো লাগলো বাড়াটা।।।

  • @mdkafayetullahnerob7919
    @mdkafayetullahnerob7919 Год назад +10

    আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে উপস্তাপিকা কে।

  • @tanjirpavel
    @tanjirpavel 10 месяцев назад

    সবচেয়ে ভাল লাগলো স্যার এর লাইব্রেরী।

  • @aarabsenan2897
    @aarabsenan2897 Год назад

    apnr hasi sei..laglo..apu..🇧🇩onk pranobonto chilo apr upos sthapona r sohoj sorol..sotejota..tnx.

  • @mdSumon-jd8lo
    @mdSumon-jd8lo 8 месяцев назад

    মাসাআল্লাহ, অনেক সুন্দর❤️

  • @blogsforalleverything5432
    @blogsforalleverything5432 10 месяцев назад +1

    সাংবাদিকাও অত্যন্ত লাবন্যময়ী🎉

  • @soleunderdeepsea6585
    @soleunderdeepsea6585 Год назад

    নাফিসা উনার স্তস্ফূর্ততা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর।

  • @gourabdas6091
    @gourabdas6091 Год назад +2

    এরকম বাড়ি বানানোর স্বপ্ন আমাদের মতো গরিব ও মধ্যবিত্তের সুযোগ হলে, এর থেকে মনের শান্তি আর কি আছে?

  • @mdkhan3262
    @mdkhan3262 Год назад +4

    সব কিছুর মালিক আমার আল্লাহ উনি চাইলে সব কিছু শম্বব

  • @zbferdous18
    @zbferdous18 8 месяцев назад

    Vediography khub e valo hoyechey onno vedio gulor tulonay barir Design er onk ta dharona pawa gechey

  • @h.u.mehedi
    @h.u.mehedi Год назад +14

    বাড়ির চেয়েও সুন্দর ছিলো উপস্থাপিকার সাবলীল উপস্থাপনা, হাসি, কথার স্টাইল, উচ্ছ্বাস সবকিছু! 🖤

  • @scd3523
    @scd3523 Год назад +26

    সবই ভালো লেগেছে। তবে, উপস্থাপিকা একটু বেশিই (শিশুসুলভ) ন্যাকামি করেছেন, যা খুবই বিরক্তিকর।

    • @anasmahdi75
      @anasmahdi75 Год назад +1

      Akdom thik

    • @lombo5293
      @lombo5293 Год назад +4

      বাংলাদেশ ভারত এসব দেশের মেয়েরা কম শিশুসুলভ আচরণ করে। চীনা জাপানি ফিলিপিন এসব দেশের মেয়েরা বুড়ি বয়সেও পুতুল টেডি বিয়ার এসব নিয়ে ঘুরে।

    • @MdAhsanHabib-master
      @MdAhsanHabib-master Год назад +2

      আপনার মন্তব্যটির কোনো গ্ৰহনযোগ্যতা আছে বলে, আমি মনে করি না ! কারন কোন পরিবেশে কিভাবে উপস্থাপনা করতে হবে সে সেটা ভালোই জানে

    • @tin_tin45
      @tin_tin45 10 месяцев назад

      আসলেই, বেশি নেক্যামি

    • @biddutbiswas5441
      @biddutbiswas5441 7 месяцев назад

      একদম। ন্যকামিটা বেশি করে ফেলেছে।

  • @raterchaderkiron3060
    @raterchaderkiron3060 Месяц назад

    খুব সুন্দর পরিবেশ বান্ধব বাড়ি

  • @emusnaturevlogs8473
    @emusnaturevlogs8473 Год назад +5

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব মিলিয়ে যায়

    • @HazratAli-mz7qx
      @HazratAli-mz7qx Год назад

      সত্যি অনেক সুন্দর লাগলো।দেখে।

  • @ninabadrummonir5202
    @ninabadrummonir5202 Год назад

    অসম্ভব সুন্দর একটা ভিডিও ধন্যবাদ আপনাকে।

  • @world360degree6
    @world360degree6 Год назад +6

    Shah Newaz Sir. ❤❤
    I did a history course under him in University!

  • @shohoz.cookingbd
    @shohoz.cookingbd Год назад +1

    মাশাল্লাহ ❤️❤️ আল্লাহ আপনাদের দীর্ঘায়ু করুন। আমিন।

  • @zafreensworld4771
    @zafreensworld4771 Год назад

    Mon ta vore gelo Dekhe.... layout ta puro bahirer desher moto koreche, but eto kholamela kothao nei...love from USA

  • @MdIslam-bv8zm
    @MdIslam-bv8zm 10 месяцев назад

    অনেক অনেক সুন্দর 💕💕💕🤎🇺🇸💙🌹🇧🇩❤️💜👍

  • @johakitchen5533
    @johakitchen5533 7 месяцев назад

    অনেক সুন্দর হয়েছে। পাশে থাকবেন

  • @M.ShahidullahNesari8975
    @M.ShahidullahNesari8975 7 месяцев назад

    কোথায় এই বাড়ি আর কোথায় জান্নাতের বাড়ি, জান্নাতের বাড়ি তো মানুষের কল্পনাও আসবেনা এত সুন্দর বাড়ি হবে জান্নাতে।

  • @shimucooks3681
    @shimucooks3681 Год назад +9

    মাশাআল্লাহ অনেক সুন্দর.....

  • @ZubairAhmad-yh5mh
    @ZubairAhmad-yh5mh Год назад +1

    Excellent presentation...I have no adjective to say...it is absolutely amazing....

    • @giasahmad1406
      @giasahmad1406 Год назад

      আসুন আমরা দুনিয়ার ক্ষণকালের বাড়ি নির্মাণের পাশাপাশি আখেরাতের বাড়ি নির্মাণের প্রতিযোগিতায় ব্রত হই।

  • @mrrafiqulislam3823
    @mrrafiqulislam3823 Год назад +73

    মনে হচ্ছে আমরা দুনিয়ায় থেকেই যাব। দুনিয়া ছেড়ে চলে যেতে হতে আমরা ভুলেই যাই। আল্লাহ আমাকে ক্ষমা ক রুন।

    • @afrozajahan9621
      @afrozajahan9621 Год назад +32

      আসসালামু আলাইকুম, কারো বাড়ি দেখলেই আপনারা কেন এসব কমেন্ট করেন? দুনিয়া আর আখিরাত দুইটায় ব্যালেন্স করতে হয়৷ আর হ্যাঁ, আমরা যদি এটাই বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না৷ তবে এটাও মেনে নিতে শিখুন৷ আল্লাহই তাদের সম্পদ দিয়েছেন৷ আর সম্পদ দিলে কিপটামি করলে আল্লাহ তা অপছন্দ করেন৷

    • @starboxrock9133
      @starboxrock9133 Год назад +1

      হায়রে হিংসা! আল্লাহ তো হিংসা করতেও নিষেধ করেছেন। সেটাতে আমল করেন না কেন?

    • @thenewgladiator
      @thenewgladiator Год назад +30

      যেহেতু আমরা সবাই দুনিয়া থেকে চলেই যাব, তাই চলুন সুন্দর বাড়িঘর না বানিয়ে
      আমরা জীবজন্তুর মত জঙ্গলে থাকি। আপনিই প্রথম শুরু করুন আর আমরা আপনার আদর্শে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি।

    • @sakibmahmudemu8516
      @sakibmahmudemu8516 Год назад +4

      Apni ek kaj korun rastay thaka suru korun ajkal...r vi etto tk diye mobile kine mb nosto kore youtube e ki koren...
      Mobile ta beche dan kore den

    • @hasnatomar
      @hasnatomar Год назад +6

      আমাদের এটা এক ডাবল স্টান্ডার্ড। নিজেরা ভোগ করি, অথচ অন্যেরটা দেখলে তাকে উপদেশ দিতে ছাড়িনা। মনে রাখবেন, তাকে আল্লাহ দিছেন, মনে হিংসে লাগা মানে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হওয়া!

  • @CookwithNisa1
    @CookwithNisa1 Год назад +4

    অনেক সুন্দর একটা বাড়ি আমার খুব ভালো লাগছে।

  • @MasumaAkter-cu6io
    @MasumaAkter-cu6io 8 месяцев назад

    অনেক সুন্দর ❤

  • @rafiaruma3683
    @rafiaruma3683 Год назад

    চমৎকার পরিবেশ বাড়িটির। খুব ভালো লাগলো।

  • @ishal9421
    @ishal9421 7 месяцев назад

    Darun ❤

  • @EnamulHaque2125
    @EnamulHaque2125 Год назад +17

    জান্নাতের বাড়িই আসল বাড়ি। সুতরাং একজন মানুষ দুনিয়ায় জান্নাতের কাছাকাছি বাড়ি তৈরি করে বসবাস করলেও আল্লাহর সন্তুষ্টি লাভে ব্যর্থ হলে এই জীবনটাই বৃথা।

    • @rudra95
      @rudra95 Год назад

      হায়রে জান্নাতের নেশা। কেউ কি কখনো ফিরে এসে বলেছে জান্নাতের গল্প? কেবল ধর্মের গ্রন্থে লেখা কথায় কী বিশ্বাস!! যদিও ধর্ম মানেই বিশ্বাস। তা সে সত্যি হোক বা মিথ্যা হোক।

    • @toshidhk
      @toshidhk Год назад

      জান্নাতের বাড়ি আশায় কিছু করার দরকাই ১০০ রাকাত নামাজ করেন দিনে। আল্লাহ জিকির করেন সব আসমান খাবার আসবে। বিয়ে করবেন বেশি অন্যরা দেখা শোনা করবে। জান্নাতে আশায় দুনিয়তে দরকার নাই। কার ছেলে মেয় বঊ মিসে মায়া।

    • @starboxrock9133
      @starboxrock9133 Год назад

      হায়রে হিংসা! আল্লাহ তো হিংসা করতেও নিষেধ করেছেন। সেটাতে আমল করেন না কেন?

    • @shoebahmed3512
      @shoebahmed3512 Год назад +3

      কথা ঠিক,,,।।।

  • @chowduryhasnath524
    @chowduryhasnath524 Год назад +5

    বেশ ভালো কিন্তু বাসাটা কেন জানি মনে হচ্ছে বিজ্ঞান ভবন।স্যাররা ওনাদের অধিকাংশ সময় সবাইকে শিক্ষাদানের কাজে নিয়োজিত ছিলেন। আর বই পুস্তক ওনাদের সবচেয়ে প্রিয় বন্ধু এটাই তার প্রমাণ।

  • @rajiasultana4333
    @rajiasultana4333 Год назад +4

    শুধু বাডি সুন্দর নয়, আসল সুন্দর স্যার আর ম্যমের মনটা।

  • @mahamudasherin4873
    @mahamudasherin4873 Год назад +2

    অসাধারণ 👌👌👌লাগলো বাড়ি টা thanks স্যার আপনাকে এবং thanks চ্যানেল ২4 কে 👍

  • @sufimizan4509
    @sufimizan4509 Год назад

    ❤❤❤❤
    অসাধারণ

  • @Vhutki
    @Vhutki Год назад

    বাহ্! চমৎকার 😮

  • @prime-ki5xy
    @prime-ki5xy Год назад +1

    বাড়িটি অনেক সুন্দর হয়েছে। স্যার এবং ম্যাডাম দুজনেই অত্যন্ত রুচি শিল।

  • @delwarkhan7830
    @delwarkhan7830 Год назад +2

    বাসায় প্রাণীর ছবি ঝুলানো থাকলে রহমতের ফেরেশতা ঘরে ঢুকেন না। এই দিক বিবেচনায় রাখলে ভালো হয় । বাসা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।

    • @gvgf701
      @gvgf701 Год назад

      আমি ফেরেশতাকে আমার ধন খেচে মাল খাইয়েছি,আলহামদুলিল্লাহ!! 🥰🥰

    • @Al-Qaeda7490
      @Al-Qaeda7490 Год назад

      ​@@gvgf701 নাস্তিক

    • @gvgf701
      @gvgf701 Год назад

      @@Al-Qaeda7490 হ তোর বাপের কি সালা!!😀😀

    • @zubayerahmed804
      @zubayerahmed804 Год назад

      ​@@gvgf701হালা attention নেওয়ার জন্য উল্টা পাল্টা কথা বলে। শালা বিকৃত মস্তিষ্কের অধিকারী।।।।

  • @SadiaAfrin-oy2zg
    @SadiaAfrin-oy2zg 8 месяцев назад

    Allah amkeo towfik dik Moner moto shundor 1ta nir toiri korar 😊in Sha Allah ❤

  • @topcommenter5083
    @topcommenter5083 Год назад +5

    স্যার আর ম্যামের রুচির প্রশংসা না করে পারা যায় না! জাস্ট অসাধারন! 😍

  • @MdMamun-gl3gj
    @MdMamun-gl3gj 7 месяцев назад

    Modarn bangali culture❤

  • @madhubinur
    @madhubinur 7 месяцев назад

    ইনশাআল্লাহ আমার এ একদিন হবে❤❤❤❤❤❤

  • @mdrajibreza5921
    @mdrajibreza5921 Год назад +1

    Mashallah charidike jno shantir r mugdhokor poribesh

    • @MehekaAfroj
      @MehekaAfroj 9 месяцев назад +1

      Amadero erokom ekta bari hbe In Sha Allah ❤

    • @mdrajibreza5921
      @mdrajibreza5921 9 месяцев назад

      ​@@MehekaAfrojIn Sha Allah ❤

    • @mdrajibreza5921
      @mdrajibreza5921 9 месяцев назад

      ​@@MehekaAfrojIn Sha Allah ❤

  • @zakariaarman7435
    @zakariaarman7435 Год назад +14

    স্যারের নাম অধ্যাপক ড. শাহনেওয়াজ
    প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
    2022 সালে স্যারের এক ঘন্টা ক্লাস করার সুযোগ আমার হয়েছিল

  • @bandy390
    @bandy390 Год назад

    darun laglo.... love from kolkata

  • @tajudindada4012
    @tajudindada4012 Год назад

    Thanks onak sundor so nice video Thank you apu Apnake onak onak Dhonnobad

  • @arhaameefaofficial7424
    @arhaameefaofficial7424 Год назад +6

    একটি হলেও নবীর সুন্নত মানতে চেষ্টাকরুন,যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে,আলহামদুলিল্লাহ

  • @Shimla1999
    @Shimla1999 Год назад

    Meem , Tumi akhono ager motoi vodro poshak a aco. Valo laglo

  • @mominullahmomin3764
    @mominullahmomin3764 Год назад +4

    Just excellent have a choice thanks.

  • @rifahtasniya9766
    @rifahtasniya9766 Год назад +11

    অনেক অনেক সুন্দর লাগছে,,,

  • @গৌতমবুদ্ধ
    @গৌতমবুদ্ধ Год назад +4

    সবার আগে স্যার দম্পতিকে শুভেচ্ছা।

  • @sakhawatullahfaridpuri5727
    @sakhawatullahfaridpuri5727 Год назад

    আল্লাহ পাকের জান্নাত কতই না সুন্দর হবে! দুনিয়া ত অল্প দিনের চাইলেও থাকতে পারবো না।