আমি হিন্দু, তারপরেও রোজার মাস আসলে এই গানটা শুনার প্রতি ইচ্ছেটা দ্বিগুন হয়ে যায়।সবার রোজার মাসটা ভালো কাটুক, সবাই সুখে শান্তিতে তার পরিবারের মানুষের সাথে আপনজনদের সাথে যেন ভালোভাবে কাটাতে পারে এটাই প্রার্থনা করি।
কথা সত্য, আসলে এখানে নাটক আর গানে সবাই আসে আবেগ থেকে, কমার্শিয়াল চিন্তা শুরুতে কাজ করে না। এ জন্যই এখানকার নাটক আর গান এখন কলকাতার চেয়ে better অবস্থানে চলে গেছে বলে আমি মনে করি।
সনাতন ধর্মের অনুসারী হয়েও রমজানের ঈদ এবং কোরবানির ঈদের সময় এই গান টা শুনি। অন্য রকম একটা ইমোশন কাজ করে গানটায়। Grameen Phone কোম্পানী কে বিশেষ ধন্যবাদ এত সুন্দর একটা গান তৈরী করার জন্যে। আশাকরি আগামী ১০০ বছরেও এই গান এর ইমোশন কমবে না ঈদের সময় গুলোতে। সবার ঈদ ভালো কাটুক ❤
নিজের বাড়িতে থাকি তবু এই গানটি শুনলে অন্যরকম আবেগ কাজ করে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ভালো থাকুক তারা যারা কর্মসূত্রে নিজের বাড়ি ছেড়ে বাহিরে থাকেন 🥰🥲🥲
আমি বর্ডার গার্ড বাংলাদেশের একজন সৈনিক, এই গানটি আমি ডিউটিরত অবস্থায় শুনতেছি,,০৩/০৫/২০২২ ভোর ৫ঃ১২ প্রায় সময় আমাদের পরিবার ছেড়ে আমাদের ঈদ করতে হয় দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। ঈদ মোবারক প্রিয় দেশবাসী ও সৈনিক ভাই আমার
আমি একজন কুয়েত প্রবাসী আমি রাতে ঘুনানোর আগে প্রতিদিন একবার করে সুনি গানটা সুনার পর চোখে এমনি পানি চলে আসে আমরা প্রবাসী চাইলেই বাংলাদেশ যাইতে পারি না :? 😢😢 তাং ১৭/০৪/২০২৪ সৃতি পাতায় লরেখে দিলাম কমেন্ট টা প্রবাসী হলে লাইক কমেন্ট করে যানাবেন কে কোন জায়গায় থাকেন দোয়া করি আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক ❤❤
গত২ বছর ধরে বাড়ির সবার সাথে ঈদ কাটাইনা সবার কথা খুব মনে পড়ে, তাই এবছর এই গানটা শোনার পর ঠিক করছি এবার যেভাবেই হোক বাড়ি যাবই, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই।
প্রবাসে এইগান টি শুনলেই নিজের দেশের জন্য অজান্তে মন কাদে। বিদেশ এতো সুন্দর তারপর ও আমার দেশ আমার কাছে সেরা। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন এই গানের টানে নিজের মাতৃভূমিতে পা রাখবো।
যদিও আমার গ্রাম নেই সেভাবে, ঢাকায় স্থানীয় তবুও গ্রামে যাওয়া মানুষগুলোর অনুভূতি কিছুটা হলেও টের পেয়ে আবেগপ্রবণ হয়ে যাই এই গানটা শুনলে। বাঙালিদের এই গান না শুনলে বোধয় ঈদ অসম্পূর্ণ থেকে যায় ☪️
ভাই আমি আপনাকে একটা সাজেশন দেই.. আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে ঢাকার বাহিরে দক্ষিণ অঞ্চলে বিয়ে করার চেষ্টা করুন। জীবনে খুব একটা মজা পাবেন। কারন দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর।
সাড়ে বার বছর পর গিয়েছিলাম বাড়ি ,, বাবাকে হারিয়েছে দেখতে পারিনি শেষ দেখা ,, না জানিয়েই গিয়েছিলাম,, দেখলাম মায়ের অবস্থা ,, বাড়ি ,, প্রবাস জীবন Love from South Korea ❤❤❤
আমি ভারতীয় কিন্তু এই গানটি পুরো কেড়ে নিয়েছে আমার মন মনকে কিছু না হলেও আমি 200 থেকে 300 বার এই গানটি শুনেছি, সত্যি গ্রেট সিঙ্গার R গ্রেট রাইটার and সুপার ডুপার হিট মিউজিক
গানটির গায়ক মিঠুন চক্র। তিনি কল্যানী ঘোষের ছেলে। তিনি চট্টগ্রামের কৃতি সন্তান। তাকে অসংখ্য ধণ্যবাদ জাতিকে এত সুন্দর একটা গান বা থিম সং উপহার দেওয়ার জন্য।।
প্রায় পাচ বছর পর দেশে যাচ্ছি. প্রতিবার যাওয়ার আগেই এই গানটা শুনলে বাড়ী ফেরার আনন্দ আরও বেশী বেড়ে যায়. কি যে একটা মায়া জড়িয়ে আছে এই গানটায়। আর অনেক মানুষই জানেনা এই গানটা হাবিব ভাইয়ের তৈরি, আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন হাবিব ওয়াহিদ আছেন ❤ যাই হোক অবশেষে স্বপ্ন বাড়ি যাচ্ছে 😍
মিলন মাহমুদের কণ্ঠে ‘স্বপ্ন যাবে বাড়ি’ প্রকাশের সাত বছর পর ২০১৬ সালে গ্রামীণফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ বিজ্ঞাপনের থিম সংয়ের সুর ও সংগীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। রাসেল মাহমুদের লেখা এই গানে কণ্ঠ দেন শিল্পী মিঠুন চক্র। বিজ্ঞাপনটি প্রকাশের পর গানটি তুমুল আলোচিত হয়, গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। --প্রথম আলো
2022 এসে ও গানটি সেই আগের মতোই আছে।কিছু কিছু গান কখনো পুরনো হয় না। তার মধ্যে এই টি একটা।অসাধারন একটা গান। যখনি শুনি বাড়ির কথা মনে পরে যায়। মায়ের কথা বন্ধুদের কথা
Hindu Ra sob cheye besi racist kore arai firste dhormo,jati niye tan mare,are mone kore arai sob cheye sera.Gaan sunte ascen gaan shune chole jaben.thats it.... Ajaira kotha Tumi Hindu na Musilm keo ask korse tomake?
সবই ঠিক আছে কিন্তু এটা তাদের জন্য নয় বরং এখানে প্রবাসির কথা বাদ যাবে কেন আরে মূর্খ দেশের মানুষ দেশের জন্য যত ভূমিকা পালন করে তার চেয়ে শত গুণে বেশি প্রবাসীরা অবদান রাখে পারলে যাচাই করে দেখ আরে আমরা প্রবাসীরা না থাকলে দ্রব্য মূল্যের উর্ধ্বে গতির কারণে না খেয়ে মরতি শুকরিয়া আদায় যে মাথার উপর প্রবাসীরা এখনো আছে আর প্রবাসি দের সন্মান করতে শিখ যত সব মূর্খ কোথাকার
যখন দেশে ছিলাম তখন এ গানটা শুনতাম তখন ঐ গানটার প্রতি এতটা আবেগ ছিল। আর এখন তো প্রবাসের মাটিতে পা দিছি।যখন ঈদের সময় আসে তখন এই গানটা শুনলে চোখ দিয়ে পানি টলোমলো হয়ে যায়। যারা নিজের গ্রাম ছেড়ে বাইরে থাকে তারাই জানে নিজের গ্রামের প্রতি কতটা টান।
আমি একজন ভারতীয় বাঙ্গালী কিন্তু এই গান টা প্রায় ই শোনা হয় গান টার জন্য আসলেই মনে একটা টান থাকে কান্না আসে লোম দাঁড়িয়ে যায় যারা পরিবার ছেড়ে বাহিরে থাকে তারা বুঝতে পারে 💔
এই প্রথম দেশের বাহিরে ঈদ করবো 💔 চিন্তা করতেই কলিজা ফেটে যায়। আম্মা আজকে জিজ্ঞেস করেছে ঈদের জন্য কিছু কিনেছি কি না। এই গানটা শুনলেই দেশে চলে যেতে মনে চায়
সারাজীবন মনে থাকবে সেই মানুষটাকে, যেই মানুষটা আমাকে ৫ বছর হাজারো স্বপ্ন দেখিয়ে একা করে চলে গেছে! আর এখানে কমেন্ট করার কারন হলো হয়তো কোনো দিন আমার মতো হতভাগা কেউ কমেন্ট টা পড়ে একটা লাইক দিবে আর ঐ নোটিফিকেশন টা আমি পেয়ে আবারো গানটা শুনতে চলে আসবো।
এই গানের সাথে মিশে আছে লক্ষ লক্ষ মানুষের আবেগ,ভালোবাসা, আমি একজন প্রবাসী, আমি এখন বুঝতে পারছি দেশ কতটা স্থান দখল করে আছে আমার মনে। এই গানটা কখনও পুরোনো হবে না❤️❤️❤️❤️🥰#বাংলাদেশ❤️ #মা_বাবা❤️
এইটা শুধু একটা গান নাহ,,, এইটা বাংলাদেশের কোটি মানুষের আবেগ,,, আমার দাদা দাদি ও নানা নানি মারা গেছেন বহু আগে,,, তাই ঈদ এ ঘটা করে গ্রামের বাড়ি যাওয়া হয় না,,, আর তাই এই গানটা শুনার সময় মনের অজান্তেই চোখের কোনে জল চলে আসে।।।
কবে যে দেশে যাব আর এই গানটা ফেসবুকের টাইম লাইনে দিব।আল্লাহ তুমি কবুল করিও প্রিয় মা আর বাংলা মায়ের কুলে তাড়াতাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিও।আর পৃথিবীর সব বাবা মা কে নেক হায়াত দান করিও
জানিনা আপনাদের চোখে পানি আসে কিনা, আমি গানটা শুনি আর কাঁদি। ২০ বছর ধরে দেশের বাইরে, প্রতিবারই স্বপ্ন বাড়ি নিয়ে যাবার অপেক্ষায় থাকি। একটা সময় মনে হতো বিদেশ বিভুঁই এর চাকচিক্য, উচ্চ বেতন, সামাজিক নিরাপত্তাই বুঝি জীবনের সব; সেটার পিছনেই ছুটেছি। এখন সবই আছে কিন্তু হারিয়ে ফেলেছি আমার স্বপ্ন, আমার বাংলা, আমার বাড়ি; তাই এখন আবার শেকড়ের সন্ধানে আমি, স্বপ্ন যাবে বাড়ি।
গান শুনার সময় শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঈদের সময় এই গান শুনে বাড়ি যাওয়ার মজাটা বেশি অনুভব হয়। আজকের পর যারা শুনবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন। দেখি কতো জনে আমার কমেন্ট পড়েছেন।
৩ বছর পর নিজের মাতৃভুমিতে ফিরে যাবো ৯নভেম্বর প্রিয় মুখগুলি অপেক্ষা করছে আমার জন্য উফফ কি অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবেনা সাথে গানটা শুনতেছি শুধুমাত্র প্রবাসীরা বুঝবে এই অনুভুতিটা😪😪😪
আসলে আমরা যারা প্রবাসে থাকি এবং দেশে থেকেও যারা পরিবারের সবাইকে ছেড়ে দূরে থাকতে হয়, শুধু তারাই বুঝতে পারবে এই গানটা কতটা হৃদয় ছুয়ে যায়😢😢😢From Canada❤❤
৪ বছর পরে দেশে যাচ্ছি।গানটা শুনলে কলিজাটা কেঁপে ওঠে.. কখন আমার জন্মভূমিতে ফিরবো আর মায়ের হাতের রান্না খাবো পরিবারের সাথে সময় কাটবো 😢আর মন মানছে না কালকে ফ্লাইট আমার 🥺
16 বছর হল দেশের বাইরে। গানটি যখনই শুনি শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর গানটি শুনতে শুনতে কখন যে নিজের অজান্তেই চোখে পানি এসে যায়। ভালো থেকো প্রিয় মাতৃভূমি ❤️❤️
গানটা কখনো পুরোনো হবে নাহ 😊 রিলিজ হওয়ার পর থেকে কয়েক হাজারবার শুনছি। প্রতিদিনই গানটা শুনি আর প্রিয়দের ফেরার অপেক্ষায় চোখের পানি ফেলি 🥺 কমেন্টা সৃতিস্বরুপ রেখে গেলাম যেনো ২০৫০ সালে এসেও মানুষ জানতে পারে এই মাস্টারপিসটা আমরা কত ভালোবাসতাম 😊
কমেন্ট পড়তে আসলেই কেমন যেন হয়ে যাই,,দোয়া করি প্রবাসি ভাইয়েরা সহ যারা আপনজন ছেড়ে দুরে রয়েছে,,তাদেরকে আল্লাহ ভালো রাখুক এবং নিরাপদে আপনজনের কাছে ফিরে আসুক
আমি হিন্দু, তারপরেও রোজার মাস আসলে এই গানটা শুনার প্রতি ইচ্ছেটা দ্বিগুন হয়ে যায়।সবার রোজার মাসটা ভালো কাটুক, সবাই সুখে শান্তিতে তার পরিবারের মানুষের সাথে আপনজনদের সাথে যেন ভালোভাবে কাটাতে পারে এটাই প্রার্থনা করি।
ইনশাআল্লাহ 💜
আল্লাহ আপনাকে হেদায়েত নসীব করুন আমিন।
আপনার মন্তব্য দেখে অন্তর জুড়িয়ে গেল
আপনার জন্য অসংখ্য ভালোবাসা।
ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
Thank you so much brother🥰
৫ বছর হল দেশের বাইরে গানটি শুন্তে শুন্তে কখন যে নিজের অজান্তেই চোখের কোনায় জল। ভালো থাকিস আমার প্রিয় জন্ম ভূমি ❤️❤️❤️
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤
ভালো থাকিস ভাই
❤️
এত অনুভূতি নিয়ে কিছু তৈরি করতে পারে একমাত্র বাংলাদেশ।
কলকাতা থেকে ভালোবাসা রইল।
Thanks a lot
Thank you so much .
বাংলাদেশে আসার আমন্ত্রণ রইলো, ভাই💚❤️💚
Big thank for you
কথা সত্য, আসলে এখানে নাটক আর গানে সবাই আসে আবেগ থেকে, কমার্শিয়াল চিন্তা শুরুতে কাজ করে না। এ জন্যই এখানকার নাটক আর গান এখন কলকাতার চেয়ে better অবস্থানে চলে গেছে বলে আমি মনে করি।
এই গান টা শুধু প্রবাসীদের চোখে পানি নিয়ে আসে না সবার চোখে পানি নিয়ে আসে
সাক্ষ্য রেখে গেলাম,
২০২১ সালে শুনছি
আগামি ১০০ বছরেও এ বিজ্ঞাপনটা জনপ্রিয় থাকবে।
Inshallah
আমারও এটাই বিশ্বাস
💝💝💝
🤓🤓🤓
আমিও আজ শুনলাম ভাই 😭
একজন ভারতীয় হয়ে গানটা যতবার দেখি ততবার চোখে পানি এসে যায়
Love From Bangladesh 🇧🇩🇧🇩
Love from Bangladesh*
Lots of love from Bangladesh 🤩
Take ❤ from 🇧🇩
Take love my dear 💞😍
৮ বছর পর বাড়ি যাচ্ছি কাল সকালে।
সন্ধ্যা থেকে গানটা শুনছি আর চোখের পানি মুছতেছি
Good luck bro 😇
from America??
@@MrWhite-hc3ee Nop.. Italy
এখন আমি দেশে। আলহামদুলিল্লাহ
Good luck.
have a safe journey
আজ বাংলাদেশ যাচ্ছি সাড়ে ৩ বছর পর। যাওয়ার সময় এই গানটা শুনছি। আর অঝরে কান্না করছি।
কতদিন পর মা বাবা কে দেখব 😢
প্রবাসীরাই জানে এর অনুভূতি।
সনাতন ধর্মের অনুসারী হয়েও রমজানের ঈদ এবং কোরবানির ঈদের সময় এই গান টা শুনি। অন্য রকম একটা ইমোশন কাজ করে গানটায়। Grameen Phone কোম্পানী কে বিশেষ ধন্যবাদ এত সুন্দর একটা গান তৈরী করার জন্যে। আশাকরি আগামী ১০০ বছরেও এই গান এর ইমোশন কমবে না ঈদের সময় গুলোতে। সবার ঈদ ভালো কাটুক ❤
আমরা হিন্দু মুসলিম একইভাবে সারা জীবন একসাথে বাস করতে পারি একটাই পরিচয় আমরা বাংলাদেশী ' ধন্যবাদ ভাই সুন্দর ভাবে মনের আবেগ প্রকাশ করার জন্য '
🥰🥰🥰
💞💞💞
ঈদ মোবারক 💝
লিখেছেন - রাসেল মাহমুদ রুশো
সুর- হাবীব ওয়াহীদ
কন্ঠ- মিথুন চক্র
আমি সৌদি আরব আছি ২ বছর হয়ে যাচ্ছে, এই গানটি শুনলে মাতৃভূমি, মা, পড়িবার কে আরো বেশিবেশি মনে পড়ে যায়।
Amaro vai
Poribar chere baire thaka sotti onek kothin kaj 🙏🙏🙏
. যদি সৌদি আরবে রাতে ঘুমান।সকালে উঠে দেখেন আপনি বাংলাদেশে আপনার বাড়ির বিছানায়। তাইলে কেমন হবে বলেন তো।
@@tanjilonick9356 onk khusi hobo ami onk janina kobe barite jabo😭😭😭
@@itsashraf784 apnake salute bhai
প্রতি বছর ঈদে বাড়ি যাবার আগে গানটি শুনে মন ভরে যায়.... ❤❤❤🇧🇩🇧🇩
হুম
ঠিক...
hmm
ami o 19/7/2021
akhon sonteci
@@pintusutradharovi1155 Humm,
যদিও নিজের বাড়িতেই থাকি, তবুও এই গানটি শুনামাত্র এক অন্যরকম আবেগে গায়ের লোম দাড়িয়ে যায়।
ভালো থাকুক তারা, যারা সবকিছু বিসর্জন দিয়ে কর্মসুত্রে বাড়ির বাহিরে আছেন❤️
amiaro akrokom filigs
😢😢😢 valo bashar oviram prio vai 😢😢
Same vai
Vhai amio aponar Moto ❤❤
নিজের বাড়িতে থাকি তবু এই গানটি শুনলে অন্যরকম আবেগ কাজ করে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ভালো থাকুক তারা যারা কর্মসূত্রে নিজের বাড়ি ছেড়ে বাহিরে থাকেন 🥰🥲🥲
প্রবাসীদের কমেন্ট দেখে চখে পানি চলে আসলো ভালো থাকুক সকল প্রবাসী ❤️
আমারও ভাই
হ জেডা
আমি হিন্দু, তবু ও প্রতিবছর ঈদের সময় এই গানটা শুনতে আসি । আর গানটা শুনলেই ২ চোখের কোণে জল আসে 🙂
ভালো কাটুক মুসলিম ভাই বোনদের ঈদ ❤️
ধন্যবাদ। দাদা
Thanks vai
@@tauhidislam6449 wlcm Vai ❤️
সুধু ঈদেই শুনার কিছু নাই 😊 আপনি কখনো দূরে গেলে বাড়ি ফেরার সময় সুনতে পারেন তখনও ভালো ফিল হবে
@@greenkingdom285 hmmm 🙂
আমি বর্ডার গার্ড বাংলাদেশের একজন সৈনিক, এই গানটি আমি ডিউটিরত অবস্থায় শুনতেছি,,০৩/০৫/২০২২ ভোর ৫ঃ১২
প্রায় সময় আমাদের পরিবার ছেড়ে আমাদের ঈদ করতে হয় দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। ঈদ মোবারক প্রিয় দেশবাসী ও সৈনিক ভাই আমার
দোয়া ও শুভ কামনা প্রিয় ভাই
@@mamnurroshid3368 dhonnobad vai amr
Apnar... Fb id ar name bolen...
Md abu sayed(shan)
Sauld bhai
কিছু কিছু গান কখনো পুরোনো হয়না💯
স্মৃতি রেখে গেলাম,কমেন্টের মধ্যে কেউ লাইক করলে আবার এসে গানটি শুনবো🥰
আবার৷ শুনুন
প্রতি বছর ঈদের আগে করে "রমজানের ওই রোজার শেষে" আর "স্বপ্ন যাবে বাড়ি আমার" শোনা যেন আমার অভ্যাসে পরিণত হয়েছে। 😊
Same
সেম
সুন্দর করে, আবেগের কথা বলার জন্য ধন্যবাদ।
same
এই গানটা কখনো পুরোনো হবার নয়😓 মন থেকে একটা কান্না কান্না ভাব আসে, ভালো থাকুক বাড়িতে রেখে আসা আমার মা/বাবা সহ বাকি সবাই 🥹
😢
Kon deshe vaii
দোয়া করি সব সময়
গত চার বছর যাবত বাড়ীর কথা মনে পড়লে গানটা শুনতাম। ইনশাল্লাহ আজকে আমার ফ্লাইট। চার বছর পর দেশে যাচ্ছি 🥰
ধন্যবাদ
Best of luck inshallah amio ekdin jabo
❤
আলহামদুলিল্লাহ 🖤
❤❤❤❤❤❤
আমি একজন কুয়েত প্রবাসী আমি রাতে ঘুনানোর আগে প্রতিদিন একবার করে সুনি গানটা সুনার পর চোখে এমনি পানি চলে আসে আমরা প্রবাসী চাইলেই বাংলাদেশ যাইতে পারি না :? 😢😢 তাং ১৭/০৪/২০২৪ সৃতি পাতায় লরেখে দিলাম কমেন্ট টা প্রবাসী হলে লাইক কমেন্ট করে যানাবেন কে কোন জায়গায় থাকেন দোয়া করি আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক ❤❤
😢
আমি কুয়েত সালমিয়া তে থাকি
আপনি কোন মনতাকায় থাকেন জানাবেন???
আমি কুয়েত ফাহিল মুনতাকায় আছি ❤
😔😔
গত২ বছর ধরে বাড়ির সবার সাথে ঈদ কাটাইনা সবার কথা খুব মনে পড়ে, তাই এবছর এই গানটা শোনার পর ঠিক করছি এবার যেভাবেই হোক বাড়ি যাবই, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই।
দোয়া করি
ইনশাআল্লাহ ভাইয়া❤
আমিন
Doya roilo vai apnar jnno.
Thak na vai.Corona jak.
সৌদি আছি ৫ বছর 😢.। কালকে বাড়িতে যাব তাই গানটি শুনছি চোখে পানি চলে আসলো
মা বাবা কে আমার সালাম দিবেন
।।আমিও প্রবাসি😰
Welcome home brother..!!❤
প্রবাসীদের আবেগ এই গান 😅
আল্লাহ কবে আমাকে বাড়িতে যাইতে দিবে
এই গানটাতে কোটি আবেগ মিশে রয়েছে,, হিন্দু হয়েও ঈদের সময় এই গানটি শুনি,,,এবং চোখের কোনে অজান্তেই জল জমে যায়।
Thanks you dada
💜💜💜
ভালোবাসা রইলো বড়ো ভাই
আমার মতো প্রবাসীদের জাতীয় সংগীত এই গান … পরিবার ছাড়া ১০ টা ঈদ বিদেশের মাটিতে 😢😢😢 ভালো থাকুক আমার আপনজন ভালো থাকুক আমার প্রানের বাংলাদেশ ❤
আজকে ৭ বছর প্রবাসে আছি,জানিনা আল্লাহ কবে কখন দেশে নিবেন।
এই গানটা শুনি আর দেশে যাওয়ার স্বপ্ন দেখি
সবাই দোয়া করবেন আমাদের মত প্রবাসীদের জন্য।
থাকেন কই ভাই
@@syedfarhanhossainjafrie9659 ইতালী আছি ভাই।
Allah apnak nijer deshe asar Tawfik dik
আল্লাহ তাআলা আপনার মনের আশা যেন পূর্ণ করেন।
@@aminulislammridul1178 ♥️
ঢাকা থেকে আজকেই বাড়ি ফিরলাম। এই গানটির আসল মর্ম, ইশ! অসম্ভব তিব্র-করুণ অনুভূতি। এতোটাই সুন্দর করুণ।
স্বপ্ন বাড়ি যাবে
অন্য ধর্মের হয়েও প্রতিবছর ঈদ আসলেই গানটা শুনি,লাস্টের অংশ টুকু দেখে শরিরের প্রতিটি লোম শিরশির করে ওঠে,ভালো কাটুক সবার ঈদ ❤️
Same bro
❤
❤❤❤
🥰🥰
@@MdSohag-wk2tz 🥰
প্রবাসে এইগান টি শুনলেই নিজের দেশের জন্য অজান্তে মন কাদে। বিদেশ এতো সুন্দর তারপর ও আমার দেশ আমার কাছে সেরা। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন এই গানের টানে নিজের মাতৃভূমিতে পা রাখবো।
আমি একজন হিন্দু, এই গানটি আমার ইউটিউবের সার্চ লিস্টে সবসময় থাকে। আমার খুব পছন্দের একটা গান। ঈদ মোবারক সবাইকে 😊😊
যদিও আমার গ্রাম নেই সেভাবে, ঢাকায় স্থানীয় তবুও গ্রামে যাওয়া মানুষগুলোর অনুভূতি কিছুটা হলেও টের পেয়ে আবেগপ্রবণ হয়ে যাই এই গানটা শুনলে। বাঙালিদের এই গান না শুনলে বোধয় ঈদ অসম্পূর্ণ থেকে যায় ☪️
ধন্যবাদ ভাই
ঠিক বলেছেন।নিমন্ত্রণ রইলো আমার গ্রামে যাবার। কিভাবে মাটির সাথে ভালবাসা গড়ে ওঠে তা ছুয়ে দেখার।
ভাই আমি আপনাকে একটা সাজেশন দেই..
আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে ঢাকার বাহিরে দক্ষিণ অঞ্চলে বিয়ে করার চেষ্টা করুন। জীবনে খুব একটা মজা পাবেন। কারন দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর।
Right brother
@@nomanibna6265 ভাইয়া দক্ষিন অঞ্চলটা কোন দিকে ? কোন কোন জেলা পরেছে ঐদিকে? আমারাও অরিজিনিনাল ঢাকাইয়া তাই গ্রাম তেমন একটা চিনি না!
ভার্সিটির ক্লাশ শুরু হওয়ার পর এই প্রথম বাড়ি যাচ্ছি। লঞ্চে আছি। এই গান শুনে ফিল নিচ্ছি।
এসব গানের তুলনা হয় না হবেও না। এককথায় হৃদয় ছুঁয়ে যায়
কেমন আছেন বাড়িতে?..
ধন্যবাদ গ্রামীণ, আমাদের বছরে ২ টা ঈদ আসে। আর এই গানটা ছাড়া বাড়ি ফেরার আনন্দ মনেহয়না। ❤
৭ বছর হলো ইতালিতে আছি,,কিন্তু প্রায় প্রতিদিন আমার মনটা সেই আমার প্রিয় ছোটো গ্রাম টাতে পড়ে থাকে---প্রিয় শহর ❤️ দিনাজপুর😘😞
Dinajpurer koi basha vai???ami Dinajpur e thaki...
ভাই দিনাজপুর সদরে-ফুলবাড়ি বাসস্টান❤️
Oh ami Munshipara te thaki, apner khub kacha kachi e tahole
Ami Balubari te tahki..fulbari tahka onk kacha
দোয়া রইল ভাইজান সুস্থ অবস্থায় যেন আমাদের প্রিয় শহর দিনাজপুরে ফেরেন❤️❤️❤️
গ্রামীণফোনকে ধন্যবাদ এই রকম একটা গান উপহার দেওয়ার জন্য। মনটা জুড়িয়ে গেল!!
এই গানের আসল কারিগর হাবিব ওয়াহিদ
@@zahidt2573 ভাই এটা হাবিবের গান না ভাই আমি চ্যালেঞ্জ করলাম
@@abubakarsiddiqnibraj8339 Habib Gay Nai Compose Korche
Vocal:Mithun Chakro
Music: Habib Wahid
Habib ft. Mithun..Music..tune shob habib er..
@@zahidt2573 2999q000q¹
২০২৪ সালে গানটা শুনতে কে কে এসেছেন? হাত তুলেন। 😍👍😍👍😍👍
Ami
👆
Me
Ami
Me
গানের মুল গায়ক মিঠুন চক্র
তার কন্ঠেও গানটি অসাধারণ ❤
কিন্তু হাবিব ওয়াহিদ এর কন্ঠে আরো বেশি অসাধারণ ❤❤❤❤
এই ভোকাল কার?
হাবিবের ভোকাল এটা
হাবিব এই গানটার সুরকার। আর এই গানের ভোকাল দিয়েছে মিঠুন চক্র।
@@muhtasimsahriar6768 মিঠুন চক্রের ভোকাল অন্যতা youtube সার্চ দেন পাবেন
Ai ganer vocal milon Mahmood ar
আমি একজন হিন্দু তবে ঈদের সময় এই গানটি শুনলে মনের ভিতরে একটা ফিলিংস জাগে সবাইকে ঈদ মোবারক 🎉🎉
❤❤❤❤❤
আপনাকে ঈদ মোবারক
✋🖐️🖐️🖐️🖐️
Nies
❤❤🎉
আমি সনাতন ধর্মের অনুসারী তবুও গানটা শুনলে ঈদের আনন্দ দিগুণ বেড়ে যায় ❤️
আপনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
eid mubarak
গানটা শুধু ঈদ কে কেন্দ্র করে না।প্রতিবার বাড়ি ফেরাই সুখকর
কেন ভাই আপনারা কি পুজার সময় বাড়ি যান না ?
ধন্যবাদ ভাই
আপনার কথাটা ভালো লাগলো
৬ বছর পর দেশে আসতেছি!
গানটা শুনলে চোখে পানি চলে আসে!
দুআ করবেন সবাই!😊🇧🇩❤
nice
Kobe jaben... vaia
insha'Allah😅
Fiamanillah
Vaai
সাড়ে বার বছর পর গিয়েছিলাম বাড়ি ,, বাবাকে হারিয়েছে দেখতে পারিনি শেষ দেখা ,, না জানিয়েই গিয়েছিলাম,, দেখলাম মায়ের অবস্থা ,, বাড়ি ,, প্রবাস জীবন
Love from South Korea ❤❤❤
প্রবাসীদের কমেন্ট দেখে চোখে পানি এসে,, যায়,,,
ভালো থাকুক সকল প্রবাসী 😥😥
Hmm vai 😓
🥰🥰🥰
😓
হাজার বছর টিকে থাকবে প্রতিটি বাঙালির মনে
আমি ভারতীয় কিন্তু এই গানটি পুরো কেড়ে নিয়েছে আমার মন মনকে কিছু না হলেও আমি 200 থেকে 300 বার এই গানটি শুনেছি, সত্যি গ্রেট সিঙ্গার R গ্রেট রাইটার and সুপার ডুপার হিট মিউজিক
গানটির গায়ক মিঠুন চক্র। তিনি কল্যানী ঘোষের ছেলে। তিনি চট্টগ্রামের কৃতি সন্তান। তাকে অসংখ্য ধণ্যবাদ জাতিকে এত সুন্দর একটা গান বা থিম সং উপহার দেওয়ার জন্য।।
মিঠুন নয় মিথুন চক্র
এই ভোকাল কার?
@@rockyar1076মিথুন চক্রের
No ,milon mahmud ,
2024 ta mithun chokro
ভোকাল হাবিব ওয়াহিদ এর@@rockyar1076
প্রায় পাচ বছর পর দেশে যাচ্ছি. প্রতিবার যাওয়ার আগেই এই গানটা শুনলে বাড়ী ফেরার আনন্দ আরও বেশী বেড়ে যায়.
কি যে একটা মায়া জড়িয়ে আছে এই গানটায়।
আর অনেক মানুষই জানেনা এই গানটা হাবিব ভাইয়ের তৈরি, আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন হাবিব ওয়াহিদ আছেন ❤
যাই হোক অবশেষে স্বপ্ন বাড়ি যাচ্ছে 😍
সাবধানে বাড়ি যাবেন আপনি
মিলন মাহমুদের কণ্ঠে ‘স্বপ্ন যাবে বাড়ি’ প্রকাশের সাত বছর পর ২০১৬ সালে গ্রামীণফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ বিজ্ঞাপনের থিম সংয়ের সুর ও সংগীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। রাসেল মাহমুদের লেখা এই গানে কণ্ঠ দেন শিল্পী মিঠুন চক্র। বিজ্ঞাপনটি প্রকাশের পর গানটি তুমুল আলোচিত হয়, গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
--প্রথম আলো
2022 এসে ও গানটি সেই আগের মতোই আছে।কিছু কিছু গান কখনো পুরনো হয় না। তার মধ্যে এই টি একটা।অসাধারন একটা গান। যখনি শুনি বাড়ির কথা মনে পরে যায়। মায়ের কথা বন্ধুদের কথা
hmm
ঠিক
Right💝💝
You are right
Same here
আগামী ১০০ বছরেও এই গান পুরানো হবে নাহ্!💝
সত্যি এই গান যেন কখনো পুরনো হবে না
একদম ঠিক।
asholei
Right
Inshallah
আমার প্রিয় একটা গান, ৬ বছর হতে চললো দেশের বাহিরে থাকি। যেদিন বাড়িতে যাবো সেদিন গানটা 😮 শুনতে শুনতে যাবো।
এই গান ২০৫০ সালেও পুরনো হবে না কথা দিলাম, এই গানটা প্রতি বছর বাড়িতে যাওয়ার আগে এক বার হলেও শুনি❤️🖤
🖤
exactly
Tik
❤️❤️❤️❤️
Tar age keyamot hote pare
শরিলের লোম দাড়িয়ে যায় এবং নিজের অজান্তে চোখের কোণে জল চলে আসে😊
shuvo khan thik bolso vai...
Bah amdr feeling ta apni khub sundor word a present korechen...☺
right 👍👍👍
@Gaming tips thik
👍👍👍👍👍
গানটা শুনলে বাড়ির কথা মনে পরে যায়😞 কতদিন যাওয়া হয়না চিরচেনা সেই নিজ বাড়ি, দেখা হয়না চিরচেনা সেই মুখ গুলো, ভালো থাকুক সবার বাবা মা, সবার পরিবার❤️❤️
😔💙
কত প্রবাসী যে গানটা শুনে কত রাতে বালিশ ভিজিয়েছে তা একমাত্র সে ই জানে। প্রবাসী ভাইদের আল্লাহ হেফাজত করুক।
Hmmmmmm😭😭😭😭
হাজারো প্রবাসীদের শান্তনা দেওয়ার গান এইটা🙂
❤
রাইট ব্রো
হুম 😢
Hm.🥹🥹
Hm
আমি হিন্দু কিন্তু এই গানের সাথে অন্য এক মায়া লেগে আছে
সবাইকে ঈদ মোবারক ❤️🩹
🖤
❤❤❤
❤❤❤😮😮
❤❤❤❤❤
Hindu Ra sob cheye besi racist kore arai firste dhormo,jati niye tan mare,are mone kore arai sob cheye sera.Gaan sunte ascen gaan shune chole jaben.thats it....
Ajaira kotha Tumi Hindu na Musilm keo ask korse tomake?
গানটা যতবার শুনি ততবার ভালো লাগে😍
বাংলাদেশ ইতিহাসের সেরা গানের মধ্যে অন্যতম💞
এটা শুধু একটা গান নয়। এটা নিজ গ্রামের বাড়ি ছেড়ে জীবিকার সন্ধানে শহরে চলে আসা সেই অদম্য সাহসী, ত্যাগী লোকগুলোর আনন্দ আবেগ❤❤❤❤
ঠিক
Eid Mubarak
@@DiptoR0Y Eid Mobarak dada❤❤
এটা শুধু একটা গান নয় । এটা নিজ গ্রামের বাড়ি ছেড়ে জীবিকার সন্ধানে শহরে এবং প্রবাসে আসা সেই অদম্য সাহসী ত্যাগী লোকগুলোর আনন্দ আবেগ ।
সবই ঠিক আছে কিন্তু এটা তাদের জন্য নয় বরং এখানে প্রবাসির কথা বাদ যাবে কেন আরে মূর্খ দেশের মানুষ দেশের জন্য যত ভূমিকা পালন করে তার চেয়ে শত গুণে বেশি প্রবাসীরা অবদান রাখে পারলে যাচাই করে দেখ আরে আমরা প্রবাসীরা না থাকলে দ্রব্য মূল্যের উর্ধ্বে গতির কারণে না খেয়ে মরতি শুকরিয়া আদায় যে মাথার উপর প্রবাসীরা এখনো আছে আর প্রবাসি দের সন্মান করতে শিখ যত সব মূর্খ কোথাকার
কিছু মানুষের কাছে গানটি সারাজীবন সেরা থাকবে❣️❣️
প্রবাসীর কাছে
@@chhasan7592হ্যা, তবে বাড়ি ছাড়া সবারই এই গানটি প্রিয়, ❤
রমজানের ওই রোজার শেষের মত এই গান টাও প্রতি ঈদের সাথে মিশে গেছে। যতদিন বেঁচে আছি শুনবো ❤❤❤
যখন দেশে ছিলাম তখন এ গানটা শুনতাম তখন ঐ গানটার প্রতি এতটা আবেগ ছিল।
আর এখন তো প্রবাসের মাটিতে পা দিছি।যখন ঈদের সময় আসে তখন এই গানটা শুনলে চোখ দিয়ে পানি টলোমলো হয়ে যায়।
যারা নিজের গ্রাম ছেড়ে বাইরে থাকে তারাই জানে নিজের গ্রামের প্রতি কতটা টান।
আমি একজন ভারতীয় বাঙ্গালী কিন্তু এই গান টা প্রায় ই শোনা হয় গান টার জন্য আসলেই মনে একটা টান থাকে কান্না আসে লোম দাঁড়িয়ে যায় যারা পরিবার ছেড়ে বাহিরে থাকে তারা বুঝতে পারে 💔
I can feel 😢 I really miss my family 😢😢😢
Asad😆😆🙂😂😂😁😀
@@MrHoque-r6l o
আদুররইমান
এই প্রথম দেশের বাহিরে ঈদ করবো 💔 চিন্তা করতেই কলিজা ফেটে যায়। আম্মা আজকে জিজ্ঞেস করেছে ঈদের জন্য কিছু কিনেছি কি না। এই গানটা শুনলেই দেশে চলে যেতে মনে চায়
Stay strong and be safe, do take care of yourself and your family members, eid mubarak brother
গ্রামীনফোন কোম্পানি কে ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য
ঈদে বাড়ি যাবার সময় ফুল সাউন্ড এ বক্সে গানটি শুনে বড় তৃপতি পাই🥰🤎
Hmm💕💕
সারাজীবন মনে থাকবে সেই মানুষটাকে, যেই মানুষটা আমাকে ৫ বছর হাজারো স্বপ্ন দেখিয়ে একা করে চলে গেছে! আর এখানে কমেন্ট করার কারন হলো হয়তো কোনো দিন আমার মতো হতভাগা কেউ কমেন্ট টা পড়ে একটা লাইক দিবে আর ঐ নোটিফিকেশন টা আমি পেয়ে আবারো গানটা শুনতে চলে আসবো।
আমি ৩ বছর ধরে ইতালিতে আছি 🇮🇹
ভিডিও টি দেখে দেশের কথা মনে পড়ে গেলো।
চোখে পানি ধরে রাখতে পারলাম না।❤️
এই গানের সাথে মিশে আছে লক্ষ লক্ষ মানুষের আবেগ,ভালোবাসা,
আমি একজন প্রবাসী, আমি এখন বুঝতে পারছি দেশ কতটা স্থান দখল করে আছে আমার মনে।
এই গানটা কখনও পুরোনো হবে না❤️❤️❤️❤️🥰#বাংলাদেশ❤️ #মা_বাবা❤️
g viya
Sam 😭
কালকে বাড়িতে যাবো, আজকে সারারাত চলে গেছে ঘুম হয় নাই....এখন শুয়ে শুয়ে শুধু এই গানটা শুনতেছি❤️
🥰🥰🥰
আমিও যাব কাল 🥰
আমি একজন ভারতীয়,,,
তবে যাইহোক, গানটার মধ্যে একটা আলাদা রকম মায়া আছে!! ❤🥺
গানটা ২ দিন আগে যতোটা আনন্দের ছিল, এখন ততোটাই কষ্টের 😢 আবারো বাড়ি ছেড়ে চলে যেতে হবে দূর ঠিকানায় 🙂😔
এইটা শুধু একটা গান নাহ,,, এইটা বাংলাদেশের কোটি মানুষের আবেগ,,, আমার দাদা দাদি ও নানা নানি মারা গেছেন বহু আগে,,, তাই ঈদ এ ঘটা করে গ্রামের বাড়ি যাওয়া হয় না,,, আর তাই এই গানটা শুনার সময় মনের অজান্তেই চোখের কোনে জল চলে আসে।।।
Same here also
কবে যে দেশে যাব আর এই গানটা ফেসবুকের টাইম লাইনে দিব।আল্লাহ তুমি কবুল করিও প্রিয় মা আর বাংলা মায়ের কুলে তাড়াতাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিও।আর পৃথিবীর সব বাবা মা কে নেক হায়াত দান করিও
amin
আমিও ভাই
Aameen
@@umarquraishi4895 amin forever
আমিন
2024 সালে গান টা শুনতে কে কে এসেছেন ❤🎉
🙋♂️
Ami 🥺
@@nuvanazaofficial1757 ধন্যবাদ ভাই রিপলাই দেওয়ার জন্য 🙂 এই ঈদে এতো ব্যস্ত হয়ে পড়েছি যে গানটার কথা মনেই ছিল না 😓🥀💔🥀🥀
আমি😢
চোখে পানি এসে গেল
ভালো থাকুন বাংলাদেশ ❤🇧🇩🇧🇩🇸🇦
সবার স্বপ্নই বাড়ি যায় না কিছু কিছু স্বপ্ন বন্দি থাকে প্রবাসে এবং শহরের চার দেয়ালের মাঝেই😢😢😢
অনেক মিস করি বাংলাদেশ কে
আরো মিস করি প্রিয়জনদের কে
😥😥😥😥
😔😔😔😔
same too
😑😥😥😥😭😭😭
Bai apnar jonno kosto lagse amar abbu o bidesh thaka.😢😢😭😭
একদিন আমিও বাড়ি ফিরবো। 🇧🇩
আমিরাত প্রবাসী। 🇦🇪
❤️❤️❤️
good luck
3
@@refatmirdha1395 -thank you
@@tonusdiary4136 -thanks
জানিনা আপনাদের চোখে পানি আসে কিনা, আমি গানটা শুনি আর কাঁদি। ২০ বছর ধরে দেশের বাইরে, প্রতিবারই স্বপ্ন বাড়ি নিয়ে যাবার অপেক্ষায় থাকি। একটা সময় মনে হতো বিদেশ বিভুঁই এর চাকচিক্য, উচ্চ বেতন, সামাজিক নিরাপত্তাই বুঝি জীবনের সব; সেটার পিছনেই ছুটেছি। এখন সবই আছে কিন্তু হারিয়ে ফেলেছি আমার স্বপ্ন, আমার বাংলা, আমার বাড়ি; তাই এখন আবার শেকড়ের সন্ধানে আমি, স্বপ্ন যাবে বাড়ি।
গান শুনার সময় শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঈদের সময় এই গান শুনে বাড়ি যাওয়ার মজাটা বেশি অনুভব হয়। আজকের পর যারা শুনবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন। দেখি কতো জনে আমার কমেন্ট পড়েছেন।
Amaro lom dariya jay. Jotovar gan ta soni
Tik
Amaro Lome Daria jani
Nice video 😌😍🙂😚😘❤️
@@anikajannatul2319 yes
৩ বছর পর নিজের মাতৃভুমিতে ফিরে যাবো ৯নভেম্বর প্রিয় মুখগুলি অপেক্ষা করছে আমার জন্য উফফ কি অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবেনা সাথে গানটা শুনতেছি শুধুমাত্র প্রবাসীরা বুঝবে এই অনুভুতিটা😪😪😪
Best of luck
আমি 14 বছৱ ধৱে দেশেৱ মাঠি দেখিনা আমাদেৱ কি স্বপ্ন আছে
Best of luck
Thik vai
Best of luck boro bhaiya.দোয়া করি নিজের মাতৃভুমিতে ফিরে আনন্দে থাকেন।
গানটির মধ্যে কেন জানি মনে হয় আবেগ লুকানো 💕
নাইস
Pura gaantai abeg
Yeah
Hm
Hmm right
এইটা গান শুধু গান নয়.! 😊
প্রবাসী দের ইমোশন-🥀👍🏻
Ami india r bangali ami rajasthan e chilum indian army te chuti te bari asar somoy gan ta khuje pelam... Oshadharon song... Love from india
Thanks brother ❤️
Thanks bro❤❤❤❤
Thanks
😍
@@dcore9852 😍
নাড়ীর টান এক আজব জিনিস,, হাত বাড়িয়ে সব সময় ডাকতে থাকে,, ❤️❤️
আমার বাবা-মা আমার জান্নাত 🥰🥰
আমার মা আমার জান্নাত ❤❤❤
৪ বছর ধরে মাঝে মাঝে গানটি শুনি,কিন্তু গানটি কখনও পুরান পুরান লাগে নি,,💞ধন্যবাদ-(গ্রামীণফোন)💞
দীর্ঘ ৩ বছর পর গ্রামের বাড়ি যাচ্ছি গান শুনে চোখ পানি এসে পরলো অনেক দিন পর শৈশব কালের বন্ধুদের সাথে দেখা করবো. 🥰✨
😢😢😢❤❤❤
এই গানের মধ্যে লুকিয়ে আছে শৈশবের সৃতি জরানো ভালোবাসা মনের এই আনন্দ বলে বুঝানো যাবে না ❤️🥰🥺
Hmmmmmmmm
100% Right
Thank you Grameenphone for giving us such a beautiful song.
These song will never be old
Not even in 2050🥰
Right.
inshallah thakbe
Thanks 👍 you are very Right 🥰🥰💓💓, should be for Ononnto kaler Jonno .....
In sha allah 😊
Singer name please
ঈদ কে সামনে রেখে গানটা শুনতে খুব ইচ্ছে করছিলো, তাই আসলাম। 2k19❤
আসলে আমরা যারা প্রবাসে থাকি এবং দেশে থেকেও যারা পরিবারের সবাইকে ছেড়ে দূরে থাকতে হয়, শুধু তারাই বুঝতে পারবে এই গানটা কতটা হৃদয় ছুয়ে যায়😢😢😢From Canada❤❤
পরিবারের জন্য স্যাক্রিফাইসতো করতে হবে 😢
৭ বছর থেকে বিদেশে আছি ইনশাআল্লাহ ২০২২ সালে বাড়ী ফিরবো
জীবনে কোন দিন যেন বাড়ি ফেরা না হয় সারাজীবন বিদেশেই কাটুক 😛😝😜🤪
Dowa roylo
এটা তো অনেক দিন
@@আপনআহমেদ-য১ঞ কেন মনে কষ্ট
😍😍
ঈদ আসলেই গানটার ভিতরের আবেগগুলো বেরিয়ে আসে যারা পরিবার ছেড়ে দূরে থাকে 😊😊😊
this song is my favourite ya
🎉❤😢😂🎉😢😮😅😊
আর যারা পৃথিবীতে নেই,তাদের আপনজনের কি অবস্থা কেউ ভাবতেও পারবে না
Right
Hmmm😢😢😢😢😢
রমজানের ঐ রোজার শেষে এই গানটার পর বাংলাদেশে সপ্ন যাবে বাড়ি আমার এই গানের অবস্থান।
National Eid Anthem
দেশে চলে আসলাম,, তারপর ও গানটা শুনি,, মনে পরে প্রবাসীর বাইদের কথা 🥲🥲
৪ বছর পরে দেশে যাচ্ছি।গানটা শুনলে কলিজাটা কেঁপে ওঠে.. কখন আমার জন্মভূমিতে ফিরবো আর মায়ের হাতের রান্না খাবো পরিবারের সাথে সময় কাটবো 😢আর মন মানছে না কালকে ফ্লাইট আমার 🥺
Bro bai gesen?
🎉❤💝❤🎉
ইনশাআল্লাহ হবে মায়ের হাতে রান্না খাওয়া
২ বছর পর ফিরছি আমি আর ২০-২৫ দিনের অপেক্ষা ইনশাআল্লাহ
16 বছর হল দেশের বাইরে। গানটি যখনই শুনি শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর গানটি শুনতে শুনতে কখন যে নিজের অজান্তেই চোখে পানি এসে যায়। ভালো থেকো প্রিয় মাতৃভূমি ❤️❤️
Kivabe paren vai.. ami dhakay thaki 2 mash por por bari jai... tao 2mash amr somoy kate na
আজকে 6 বছর ধরে প্রবাসে আছি। কবে যে দেশে যেতে পারবো জানি না। তবে গানটা শুনে চোখের পানি চলে আসলো। আসলে এই পৃথীবিতে গরীবদের জীবনটা বড়ই কষ্টের.😥
হুম
আপনার জন্য দোয়া রইলো ভাইয়া 💗
নতুন ভাবে স্বাধীন দেশে কে কে শুনতেছেন গানটি আবার 🥰। প্রবাসী ভাইদের লাল সালাম আর স্বাধীন দেশ আপনাদের অপেক্ষায়.....
আমার দেশটা কিযে সুন্দর। জার্মানী থেকে
এই যে আছি 🙋🏻♂️✌️👍 ভাই,
এটাকে স্বাধীন বলেনা, সংস্কার।
আমি
আমার বালের স্বাধীনতা
গানটা কখনো পুরোনো হবে নাহ 😊
রিলিজ হওয়ার পর থেকে কয়েক হাজারবার শুনছি। প্রতিদিনই গানটা শুনি আর প্রিয়দের ফেরার অপেক্ষায় চোখের পানি ফেলি 🥺
কমেন্টা সৃতিস্বরুপ রেখে গেলাম যেনো ২০৫০ সালে এসেও মানুষ জানতে পারে এই মাস্টারপিসটা আমরা কত ভালোবাসতাম 😊
Amito akhon jansi
Yes Boss
কুরবানী ঈদ,২৯-০৬-২০২৩। এখন গান শুনতে শুনতে বাসায় যাচ্ছি 🎉😢
One day amar ohh amon akta din asba 😅
Amaro emon ekta din asbe in sha allah
Same vaiya
আমিও
কি দারুণ এক সৃষ্টি 😊
চোখের পানি ধরে রাখা খুবই কষ্টকর 🥺🥺
ঈদ আসলে গানটা শুনতেই হয় 😁
ভালোবাসি প্রিয় জন্মভূমি তোমায় 🇧🇩🇧🇩
Hmmmmmmm
কমেন্ট পড়তে আসলেই কেমন যেন হয়ে যাই,,দোয়া করি প্রবাসি ভাইয়েরা সহ যারা আপনজন ছেড়ে দুরে রয়েছে,,তাদেরকে আল্লাহ ভালো রাখুক এবং নিরাপদে আপনজনের কাছে ফিরে আসুক
প্রবাসী ভাইদের শ্রদ্ধা ও ভালোবাসা।
প্রিয় দেশ, প্রিয় মানুষদের রেখে যারা এতো কষ্টে প্রবাস জীবন যাপন করছেন!! 🖤
#tnq vai💓💓💓💓