ধরেন আমি সুধু গোবর মাটির সাথে মিশিয়ে একটি আম গাছ লাগালাম। লাগানোর পর কি পরিচর্যা করবো? লাগানোর কয়দিন পর সার ব্যাবহার করতে পারবো। আর হ্যা... বয়স ভেদে গাছে সারের পরিমান টা বলেন প্লিজ
ভাই আপনি বলেছেন জে তিন বছরের একটা আম গাছকে ১৮ গেরাম সার দিতে বলেছেন আর বলেছেন বছরে দুই বার সার দিতে হবে তাহলে আমরা তিন বছরের একটা গাছকে বছরে দুই বারে ৩৬০০ গেরাম সার দিবো উতর দিলে খুসি হতাম
ভাই একটা সমাধান চাই! আমার একটা আম গাছ আছে ছাদ বাগানের জন্য যেইটা ৬ফুটের বেশি,, ইচ্ছে ছিলো হাড প্রুনিং করা যেন গাছটি খাটো হয়ে ঝোপালো হয়,, কিন্তু হার্ড প্রুনিং করতে গেলে গাছে কোনো প্রকার পাতা থাকবে না কারন নিচের দিকে পাতা নেই এমত অবস্থায় পাতা ছাড়া হার্ড প্রুনিং করা গাছ কি মারা যাবে?
ধন্যবাদ প্রথমত আমগাছ সব সময় প্রুনিং পছন্দ করে না । আর এটা টবের গাছের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ । আপনি প্রুনিং করলে গ্রাফটিং এর কমপক্ষে এক ফুট উপর থেকে করবেন অবশ্যই ক্ষতস্থান কপার অকসিক্লোরাইড দ্বারা প্রলেপ দিয়ে দেবেন তা না হলে ডাইব্যাক রোগে আক্রান্ত হয়ে মারা যাবে
কদবেল আর পিয়ারা গাছে প্রতি মাসে এক বাড় করে ইউরিয়া সার কী দিতে পারবো
ধন্যবাদ না
আপনার থেকে বারোমাসি কদবেলের চারা নিতে চাই দয়া করে গাছের উচ্চতা এবং দাম টা কমেন্টে বলে দেন😊
ধন্যবাদ রাখেলা এগ্রো এন্ড নার্সারি ০১৭১১০৩২০৫৭
কতদিন পর আমগাছের সায়ন কেটে এনে কলম করা উচিত
ধন্যবাদ কমপক্ষে তিন মাস
দুই তিন মাসি পিয়ারা গাছে কীকি সার দিবো এবং কত দুড়ে দেবো
ইঊরিয়া ৫গ্রাম টিএসপি আড়াই গ্রাম পটাশ আড়াই গ্রাম চারিপাশে রিং করে দিতে হবে
ধরেন আমি সুধু গোবর মাটির সাথে মিশিয়ে একটি আম গাছ লাগালাম। লাগানোর পর কি পরিচর্যা করবো? লাগানোর কয়দিন পর সার ব্যাবহার করতে পারবো। আর হ্যা... বয়স ভেদে গাছে সারের পরিমান টা বলেন প্লিজ
ধন্যবাদ শুধু গবর মাটি মিশিয়ে আম গাছ লাগালে আপনার গাছটি নাও বাচতে পারে
@@GraftingGarden তাহলে কি মাটি খুড়ে গাছ লাগিয়ে দিব??
ভাই আপনি বলেছেন জে তিন বছরের একটা আম গাছকে ১৮ গেরাম সার দিতে বলেছেন আর বলেছেন বছরে দুই বার সার দিতে হবে তাহলে আমরা তিন বছরের একটা গাছকে বছরে দুই বারে ৩৬০০ গেরাম সার দিবো উতর দিলে খুসি হতাম
ধন্যবাদ দুই বারে ৩৬০ গ্রাম
ভাই একটা সমাধান চাই!
আমার একটা আম গাছ আছে ছাদ বাগানের জন্য যেইটা ৬ফুটের বেশি,,
ইচ্ছে ছিলো হাড প্রুনিং করা যেন গাছটি খাটো হয়ে ঝোপালো হয়,,
কিন্তু হার্ড প্রুনিং করতে গেলে গাছে কোনো প্রকার পাতা থাকবে না কারন নিচের দিকে পাতা নেই
এমত অবস্থায় পাতা ছাড়া হার্ড প্রুনিং করা গাছ কি মারা যাবে?
ধন্যবাদ প্রথমত আমগাছ সব সময় প্রুনিং পছন্দ করে না । আর এটা টবের গাছের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ । আপনি প্রুনিং করলে গ্রাফটিং এর কমপক্ষে এক ফুট উপর থেকে করবেন অবশ্যই ক্ষতস্থান কপার অকসিক্লোরাইড দ্বারা প্রলেপ দিয়ে দেবেন তা না হলে ডাইব্যাক রোগে আক্রান্ত হয়ে মারা যাবে