আজ কাল পরশুর গল্প।। মানিক বন্দ্যোপাধ্যায়।। Manik Bandopadhyay।। Bangla Audio Stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • আজ কাল পরশুর গল্প পঞ্চাশের মন্বন্তর, কালােবাজারি, অনাহারে বহু লােকের মৃত্যু এবং চোরাকারবারিদের সামাজিক প্রতিজ্ঞা এই গল্পের পটভূমি।
    গল্পে আমরা দেখতে পাই, স্বামী রামপদ বিদেশে থাকায় অনাহারে আর থাকতে না পেরে মুক্তার সাত মাসের বয়সী ছেলেটি মারা যায়। গ্রামের বেশ কয়েকজন বিত্তশালী পুরুষের লোলুপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে ও একমুঠো খাবার সংগ্রহের জন্য সদরে চলে যায় মুক্তা।
    কিন্তু ভালো পথে খাবার না পেয়ে বেঁচে থাকার জন্য খারাপ পথেই পা বাড়ায় সে- বেঁচে থাকাটাই যেখানে মুখ্য, সেখানে ভালো-খারাপের বাছবিচার করে কি আর টিকে থাকা যাবে?
    বেশ কয়েকমাস পর মুক্তাকে সদর থেকে ফিরিয়ে রামপদর বাড়ি নিয়ে আসে ভদ্র পরিবারের কয়েকজন মেয়েছেলে। পুনরায় মুক্তাকে ঘরে তুলতে রামপদর আপত্তি না থাকলেও ঘোরতর আপত্তি তোলে গ্রামের মাথা ঘনশ্যাম সহ আরো কয়েকজন। কিন্তু পরিস্থিতির স্বীকার মনে করে অনেকে মেনেও নেয় মুক্তার ফেরাটাকে।
    এদিকে মুক্তাকে পুনরায় গ্রহণ করায় ঘনশ্যাম রামপদের বিরুদ্ধে একটি জমায়েত বসায়। সেই জমায়াতে উঠে আসে তৎকালীন সময়ের নানাবিধ বিষয়- জীবন যাপনের নানাবিধ কীর্তি। এ যেন আজ কাল পরশুর গল্প নয়, দরিদ্র সমাজ জীবনের প্রতিদিনের চিত্র।
    লেখক পরিচিতি: মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় ১৯০৮ সালের ১৯ মে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদাসুন্দরী দেবী। তাঁর পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। ডাকনাম মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন।
    মাত্র আটচল্লিশ বছর তিনি বেঁচেছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময়ে মাত্র বিশ বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি প্রথম গল্প ‘অতসীমামী’ লিখে খ্যাতি অর্জন করেন। তারপর জীবনের বাকি আটাশ বছর নিরবচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্যসেবায় নিয়োজিত ছিলেন।
    উপন্যাস ও ছোটগল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান। অল্প সময়েই তিনি সৃষ্টি করেছেন প্রায় চল্লিশটি উপন্যাস ও প্রায় তিনশো ছোটগল্প। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞানমনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজবাস্তবতার শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা, চিহ্ন- প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস।
    এই মহান লেখক ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    #Bangla_Audio_Stories
    #Bangla_Literature
    #Bangla_Short_Stories
    #Sobar_Jonno_Bangla
    ★★★★★★★★★★★
    এরকম আরও সুন্দর সুন্দর গল্পপাঠ, কবিতা আবৃত্তি, বুক রিভিও, উপন্যাস আলোচনা, প্রবন্ধ পাঠ, গীতিকাব্য পাঠ সহ বাংলা সাহিত্য এবং ব্যাকরণের বিভিন্ন বিষয় সহজবোধ্য ভাবে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকুন।
    ★★★★★★★★★★★
    ☑ বাংলা সাহিত্যের সুন্দর সুন্দর সব ছোটগল্প এখানে-
    • বাংলা ছোটগল্প
    ☑ স্নাতক চতুর্থ বর্ষের ছোটগল্পসমূহ-
    • ছোটগল্প।। স্নাতক চতুর্...

Комментарии • 6