স্যার, আমি বাংলাদেশ থেকে দেখছি। আমিও একজন শিক্ষক। ছাদে আমর দুটি ড্রাগন গাছ আছে। আমি এতটা পরিকল্পিত ভাবে চাষ করিনি তবুও ফল পেয়েছি তিনটা। ড্রাগন চাষের জন্যে এরকম একটি মূল্যবান ভিডিও খুজছিলাম। পেয়েও গেলাম। ধন্যবাদ।
বিশ্বজিৎ দা আপনার চ্যানেল এর মাধ্যমে ড্রাগন ফলের সম্মন্ধে অনেক কিছু জানতে পারলাম । আর মুক্ত কমল sir কে জানাই প্রণাম ।উনি খুব ভালো ভাবে বুজিয়ে বলে । ধব্যবাদ, ভালো থাকবেন ।
ধন্যবাদ খুব সুন্দর ভাবে বোঝালেন। অনেক তথ্য পেলাম একটি ভিডিওতেই। পলতা , উঃ ২৪ পরগনা থেকে আমি আপনার তথ্যের ভিত্তিতে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন সবসময়। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ স্যার ।অনেক তথ্য জানতে পারলাম।আমার অনেক ইচ্ছে ড্রাগন ফল বানিজ্যিক ভিত্তিতে চাষ করা।আশা করি সামনে আরও অনেক সহযোগিতা পাব আপনার থেকে ।ভালো থাকবেন আশীর্বাদ রইলো অনেক ।
খুব সুন্দর। একজন প্রকৃত শিক্ষকের মতোই শিক্ষাদান । আমার একটা প্রশ্ন আছে সেটা হল কোন সাইজের টবে কটি করে চারা রোপণ করব ? ফল ধরা গাছ থেকে বানানো চারা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে ? উত্তর পেলে উপকৃত হব । আপনাদের দুজনকেই আমার নমস্কার ।
আপনার ভিডিওটি অসাধারণ।এত বিশদ বিবরণ আমি আজ পর্যন্ত কাউকেই দিতে দেখিনি। আপনার চমৎকার বিবরণী আমার খুব ভালো লেগেছে, আমি মাঝে মাঝেই দেখছি। আমার ৫০ লিটার ড্রামে ৪টি গাছ আছে,তাদের আপনার দেখানো পথেই বড় করে ফল পাবার আশা রাখি। শুভেচ্ছা নেবেন।
স্কুলে ক্লাশের সময় কোন শিক্ষক বোধহয় এমনভাবে বোঝায় না।আমার গাছে ড্রাগন হচ্ছে। আরো যাতে হতে পারে তার পাঠ আজ সুচারুভাবে বোধগম্য হোল।অশেষ ধন্যবাদ এই ভিডিওটি দেখানোর জন্য।
Great work.. very informative Sir 🙏 Next time kindly address the importance of Cross Pollination or Hand pollination in Dragon fruit farming .. Regards J Banerjee
মহাশয়, প্রথমেই আপনাকে নমস্কার জানাই। ড্রাগন চাষ বিষয়ে যেভাবে আপনার উপলব্ধির কথা বললেন ,আমার মনেহয় এর থেকে আর সহজ ভাবে বলাযায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাস্টারমশাই আপনার অসাধারণ ভিডিও টি দেখে খুব উপকৃত হলাম। আমার বোনপো ছাদে ড্রাগন গাছ লাগিয়েছে আমি তার দেওয়া একটি ফল খেতে খেতে এই ভিডিও টি দেখছি। সত্যিই এটি খুব সুস্বাদু ফল। আপনার কাছে আমার প্রশ্ন হল এই ফল কি আমি সুগারের রুগীকে খাওয়াতে পারব? উত্তর পেলে খুব উপকৃত হব। আপনি আমার প্রণাম নেবেন ও ভাল থাকবেন।
স্যার আপনার ভিডিওটি দেখিয়া আমি খুবই অনুপ্রাণিত হইয়াছি। এই সকল ভালো উন্নত মানের ড্রাগন ফলের গাছ কোথা হইতে সংগ্রহ করিব তাহা জানাইতে পারিলে উপকৃত হইব। আমার বসতবাড়ি বেলঘরিয়া।🙏
স্যার আপনার বোঝানো টা এতো সুন্দর লাগলো এই নতুন ফলের চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং উপক্রিত হলাম।ধন্যবাদ
স্যার, আমি বাংলাদেশ থেকে দেখছি। আমিও একজন শিক্ষক। ছাদে আমর দুটি ড্রাগন গাছ আছে। আমি এতটা পরিকল্পিত ভাবে চাষ করিনি তবুও ফল পেয়েছি তিনটা। ড্রাগন চাষের জন্যে এরকম একটি মূল্যবান ভিডিও খুজছিলাম। পেয়েও গেলাম। ধন্যবাদ।
Ppop lil
,,,,, , এই ফল কি খাওয়া যায়
@@ratnamukherjee4538 আপনি কি ভিডিও টা না দেখে কমেন্ট করছেন?
@@nishande9708 deferred Dr frff
গাছ থেকে কি গাছ লাগানো যায় নাকি, একটু দেখান
খুবই সুন্দর মিষ্টি করে আপনি বুঝিয়ে বললেন। ভালো লাগলো। আপনি ভালো থাকবেন।
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম জানাচ্ছি আমি আমার ছাদে দুটি ড্রাগন চারা লাগিয়েছি আপনার পরামর্শ পেয়ে অনেক উপকৃত হলাম। ভালো থাকবেন স্যার।
অসম্ভব সুন্দর উপস্থাপনা, আমি ড্রাগন ফলের গাছ লাগানো ঠিক করেছি, কিন্তু এর abcd আমি কিছু ই জানা ছিল না, এই ভিডিও দেখার পর আমার আর কোন চিন্তা ই র
Dada, apnar ei video dekhe ami DRAGON kora suru kori.akhon amar kache 25+ varieties roeche dragon er😊
বিশ্বজিৎ দা আপনার চ্যানেল এর মাধ্যমে ড্রাগন ফলের সম্মন্ধে অনেক কিছু জানতে পারলাম । আর মুক্ত কমল sir কে জানাই প্রণাম ।উনি খুব ভালো ভাবে বুজিয়ে বলে । ধব্যবাদ, ভালো থাকবেন ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার।
খুব ভাল লাগল। আমি বাংলাদেশ থেকে দেখছি।আজই এক বাসা থেকে ড্রাগনের ডাল এনেছি।১০" টবেই বসাবো।
শিক্ষক ই পারেন এত সুন্দর করে বোঝাতে। অনেক ধন্যবাদ, প্রণাম। সেভ করে নিলাম দরকার মত দেখব বলে।
হাওয়া একটু কম দাও নইলে ফেটে যাবে
আমি ডাগনের গাছ লাগানোর জন্য
মনস্থ করেছি।আপনার ভিডিও
অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ।
অসাধারন একটা ভিডিও দেখলাম। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ খুব সুন্দর ভাবে বোঝালেন। অনেক তথ্য পেলাম একটি ভিডিওতেই।
পলতা , উঃ ২৪ পরগনা থেকে আমি আপনার তথ্যের ভিত্তিতে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন সবসময়। নমস্কার।
স্যার এত সুন্দর করে বোঝালেন দেখে অনেক অনুপ্রাণিত হলাম।।
bahot hi behtreen andaz h samjhane ka 👍👍👍
ধন্যবাদ স্যার আপনাকে ছাদ বাগানে এমন ভাবে ড্রাগান চাষ সত্যিই অনুপ্রেরণা যোগালো ।এত সুন্দর ভাবে তথ্য প্রদান করার জন্য আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হলাম ।
ধন্যবাদ আপনাকে মাষ্টার মশাই অনেক কিছু জানতে পারলাম এবং খুব উপকৃত হোলাম ।
অসংখ্য ধন্যবাদ স্যার ।অনেক তথ্য জানতে পারলাম।আমার অনেক ইচ্ছে ড্রাগন ফল বানিজ্যিক ভিত্তিতে চাষ করা।আশা করি সামনে আরও অনেক সহযোগিতা পাব আপনার থেকে ।ভালো থাকবেন আশীর্বাদ রইলো অনেক ।
😊💜💜
এর প্রথম চারা তা কোথায় পাবো
আপনার ভিডিওটা আমার জন্য অনেক কাজের হবে ধন্যবাদ আপনাকে।
Amar o .. 😊👈🙏💝💝
Ruit vitamin kothai poua jai
খুব সুন্দর আলোচনা। এইভাবে আলোচনা করার জন্য ধন্যবাদ।
ড্রাগন নিয়ে সর্বাঙ্গসুন্দর একটি ভিডিও। মাস্টারমশাই খুব সুন্দর বোঝালেন। আমার গাছে এই বছর দুটো ফল হয়েছে। #banerjee4u
I'm from bangladesh. Thank you so much for your educational video. It's really helpful.
ধন্যবাদ স্যার পুরো ভিডিও টাই দেখলাম এবং সেভ করে রাখলাম।
ধন্যবাদ।
আপনি সত্যিকার অর্থে একজন শিক্ষক । বুঝানোর পদ্ধতি খুবই হ্নদয়গ্ৰাহি। এধরনের আরো ভিডিওর অনুরোধ করছি।
ধন্যবাদ।
খুবই সুন্দর
@@Banchharamerbagan ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য
ডঙ
@@Banchharamerbagan Q
অনেক গুরুত্তপূর্ণ তথ্য বহুল ভিডিও। ধন্যবাদ।
Khub valo laglo..😊
ধন্যবাদ।
Khub bhalo laglo Dada. Aami duii ta dregon fruits lagiyechhi. Bhalo jankari pailam. ধন্যবাদ।
I have learn many thing about drgon plants plantation. Thanks for your valuable instructions.Best wishes
Thank you
খুব ভাল লাগল
Apni sotti khub valo vabe bujhiyechhen
ড্রাগন চাষের একটা সার্বিক চিত্র তুলে ধরেছেন আপনি। সুন্দর উপস্থাপনা।
Sir ei dragontir naam ki ei bishes dragons chara matisoho pete chai kuriar e paoya jabe ki ..
Apnar mobile no paoya jabe ki Dada
Sotti Osadharon vabe bojhalen Sir. Khub valo laglo.
এত সুন্দর ব্যাখ্যা আমি খুব কমই পেয়েছি। ধন্যবাদ।
What a wonderful creation and expression. Khokaa bhai chira sabuja chira amar.🙏
খুব ভালো এবং খুব সুন্দর বিস্তারিত উপস্থাপনা🎉🎉🎉🙏🙏🙏👌👌👌 অসংখ্য প্রনাম।
খুব ভালো লাগলো। অসাধারণ ড্রাগন ফল। ড্রাগন ফল গছ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া গেল।
ধন্যবাদ।
খুব সুন্দর। একজন প্রকৃত শিক্ষকের মতোই শিক্ষাদান । আমার একটা প্রশ্ন আছে সেটা হল কোন সাইজের টবে কটি করে চারা রোপণ করব ? ফল ধরা গাছ থেকে বানানো চারা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে ? উত্তর পেলে উপকৃত হব । আপনাদের দুজনকেই আমার নমস্কার ।
Of CT CT oi by
000000
Vison valo lecture eta teacher boldi samvav amioteachee
আপনার ভিডিওটি অসাধারণ।এত বিশদ বিবরণ আমি আজ পর্যন্ত কাউকেই দিতে দেখিনি। আপনার চমৎকার বিবরণী আমার খুব ভালো লেগেছে, আমি মাঝে মাঝেই দেখছি। আমার ৫০ লিটার ড্রামে ৪টি গাছ আছে,তাদের আপনার দেখানো পথেই বড় করে ফল পাবার আশা রাখি। শুভেচ্ছা নেবেন।
ধন্যবাদ।
Darun, mon bhore gelo🌱🌿🤗👌🏻
Khub sundor chovi
Khub sundar bhabe bojhalen ,khub bhalo laglo.
Excellent presentation .Thank you .
সত্যিই দাদা আপনি যে ভাবে ভিডিও টা করলেন অসাধারণ।
খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন
Asadharon sundor uposthapona Sir.
ধন্যবাদ।
খুব সুন্দর ভাবে সহজ ভাবে বোঝালেন।
Alhamdulillah khub valo laglo bagan ta.
বোঝানো টা খুব খুব সুন্দর দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Khub sundor বোঝালেন দাদা
মাশা আল্লাহ। যাজাকাল্লাহু খাইরান ফিদ্দারাইন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সহকারে প্রতিবেদন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
Your presentation is good.So it is good vedio.thanks fm.Bangladesh.
Thank-you
আলহামদুলিল্লাহ স্যার, সুন্দর উপস্থাপক।
Q
Sundor vidio, thanks sir.
Welcome
স্যারকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দরভাবে বোঝানোর জন্য। আমি এতো বড়ো ভিডিও মন দিয়ে পুরোটা খুব কমই দেখেছি।
Àà
Masalla kaku khub sundor bolechen
অসাধারন উপস্হাপনা♥♥♥♥♥♥♥♥♥
ধন্যবাদ স্যার
Sir Apnar vdo dekhe notun faler anek kichu janlam. Khoob bhalo bujhiechen. Many thanks
Khub sundorrrrrr laglo
ধন্যবাদ।
You are very....... honestly &Thank you sir.
Thank-you
স্যার এর উপস্থাপন অসাধারণ🙏
Sundor
খুব সুন্দর বোঝানো,,, 👌 👌 👌 অনেক উপকার পেলাম,, thank you sir
মহাশয়ের উপস্থাপনা একজন প্রকৃত শিক্ষক মহাশয়ের মত !
ধন্যবাদ মহাশয় ---------
Video ta khub sundor laglo. 👍
স্কুলে ক্লাশের সময় কোন শিক্ষক বোধহয় এমনভাবে বোঝায় না।আমার গাছে ড্রাগন হচ্ছে। আরো যাতে হতে পারে তার পাঠ আজ সুচারুভাবে বোধগম্য হোল।অশেষ ধন্যবাদ এই ভিডিওটি দেখানোর জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার।সাথে আপনি যদি আমার দর্শক দের উৎসাহিত করতে আপনার ড্রাগন চাষের অভিজ্ঞতা জানাতে চান খুব ভালো হয়।যোগাযোগ 7980030766
Sir ami ki apnar kas thake onak golo chara pabo ki
দেবরাজ দাদা আপনি কি চারা বিক্রি করেন
@@Roshi_Ghor না ভাই, সখের ছাদ বাগানি। আগামী বছর হতে প্রুনিঙ করার পর কাটিং করবো।তখন এমনিই দেব।তবে এসে নিতে হবে।
@@debrajbanerjee4627 দাদা আপনার নাম্বার টা দিন
শিক্ষনীয় ভিডিও। খুব ভালো লাগলো। ছাদ বাগানের অন্যান্য ফলগাছের জন্য আপডেট ভিডিও দিন। অনেকের উপকারে আসবে। ধন্যবাদ।
সুন্দর হয়েছে প্রতিবেদনটা
🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌹🌹🌹🥀🥀🌷
কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ঈদ মোবারক
Assalamulaikum owa rahmutullaha he obaraka tue. Dhonnow bad khub sundor vabay puro chash podhoti bornona korer jonnay sir.
আপনার এই ভিডিওটি খুব ভালো লাগলো। আমি একটি গাছ এক বছর হচ্ছে। এখন কি সার দেব।
গোবর সার বা ভার্মি কম্পোস্ট ছাড়া আর কিছু দরকার নেই।
Khub valo laglo.......from Bangladesh
👍👍👍 great
Thankyou
Darun laglo sir apnar ai vedio,,, osonkho dhonnobad,,,
অনেক ধন্যবাদ আপনাকে স্যার 🙏🙏🥰
Thankyou bouth aacha laga Subscribed your channel
Excellent, thank you so much
দাদা, পটাশিয়াম এর বিভিন্ন ধরন আছে সে বিষয়টি দোকানিরা বুজে না। এক ধরনের পটাশ সার ই দিয়ে দেয়। কি করে ওদের বুঝানো যাবে?
Sir er motamot theke onek kichu jantey parlam dhonnobad
Thanks sir
মাষ্টারমশাই কে আমার প্রনাম আপনি যে ভাবে ড্রাগন ফল টব ও বানিজ্যিক ভিত্তিতে বিস্তারিত আলোচনা করলেন খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ
Complete মাস্টার মশাই, এই ধরণের মানবের সমাজের খুবই দরকার ।উজাড় করে বোঝালেন যা খুবই কম ভিডিও তে পাওয়া যায়
Khub sundor laglo apnar kotha gulo ato sundor vabe bujalen jar jonno onek dhonno bad apnake
অনেক অনেক ধন্যবাদ
স্যার
Khub sundar bojhanor prosess
ধন্যবাদ।
নমস্কার স্যার। আপনি একজন প্রকৃত আদর্শ শিক্ষক ।
সত্যিই একজন ভালো মাষ্টারমশাই এর শিক্ষক কতা দেখলাম, খুব সুন্দর, মাষ্টারমশাই কে প্রণাম ।
Great work.. very informative Sir 🙏
Next time kindly address the importance of Cross Pollination or Hand pollination in Dragon fruit farming ..
Regards
J Banerjee
Ok thank-you
মহাশয়, প্রথমেই আপনাকে নমস্কার জানাই। ড্রাগন চাষ বিষয়ে যেভাবে আপনার উপলব্ধির কথা বললেন ,আমার মনেহয় এর থেকে আর সহজ ভাবে বলাযায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
M
Aa
খুব ভালো লাগলো আপনার video
মাস্টার মশাইকে নমস্কার অতি বিস্তারিত ভাবে বোঝানোর জন্য।
khub bhalo kore bojhalen sir,onek dhonnobad.
Thankyou
Amake ekta gach deben
Whatsapp করুন এই নাম্বারে 9804423700
মাস্টারমশাই আপনার অসাধারণ ভিডিও টি দেখে খুব উপকৃত হলাম। আমার বোনপো ছাদে ড্রাগন গাছ লাগিয়েছে আমি তার দেওয়া একটি ফল খেতে খেতে এই ভিডিও টি দেখছি। সত্যিই এটি খুব সুস্বাদু ফল। আপনার কাছে আমার প্রশ্ন হল এই ফল কি আমি সুগারের রুগীকে খাওয়াতে পারব? উত্তর পেলে খুব উপকৃত হব। আপনি আমার প্রণাম নেবেন ও ভাল থাকবেন।
Sir আপনার ফোন নাম্বার টা একটু দেবেন কথা বলবো আপনার সঙ্গে আপনার কাছ থেকে ড্রাগন গাছ আর কামরাঙ্গা গাছ নেবো,,, sir গাছগুলো দিলে খুব ভালো হয় sir
Suparb
খুব ভালো পরামর্শ। ভালো থাকবেন স্যার।ত্রিপুরা থেকে সুজিত দেব নাথ।
দারুনভাবে বুঝিয়ে বলেছেন ধন্যবাদ
Khub vlo lglo apnar video dekhe,anrk kichu jnlm
খুব সুন্দর এই গোলো😊
Full knowledge dauar jonno onek donnobad sir😍dragon friut lover like this comment...love from west Bengal..........🌵
Valo laglo r khub sundr vaba boja no holo
Maasa allaha kota gulo khub sunthor hoyece
স্যার আপনার ভিডিওটি দেখিয়া আমি খুবই অনুপ্রাণিত হইয়াছি। এই সকল ভালো উন্নত মানের ড্রাগন ফলের গাছ কোথা হইতে সংগ্রহ করিব তাহা জানাইতে পারিলে উপকৃত হইব। আমার বসতবাড়ি বেলঘরিয়া।🙏
অনেকের অনেক উপকার হলো। ধন্যবাদ
Khub valo lagche Amio chad Bagan e lagise .