আপনি এডিশনাল পেনশন সম্পর্কে যা বললেন তা সবই ঠিক আছে কিন্তু আপনি একটি ব্যাপারে পরিষ্কার করে বললে ভালো হতো বলে মনে করি। সেটি হচ্ছে। আপনি বর্তমান নিয়ম অনুযায়ী 14 শতাংশ ডি এদেখালেন। কিন্তু যার বয়স 85 থেকে 90 এবং 90 থেকে 95 এবং 95 থেকে 100 হবে তখন বাস্তবিক 14 শতাংশের বেশি অবশ্যই হবে। আপনার বলা উচিত ছিল আমি বর্তমান ডি এর উপর দাঁড়িয়ে হিসাব দিলাম। কিন্তু ভবিষ্যতে মূল বেসিক পেনশনের উপর চলতি হারে ডি,এ ধরে হিসাব করবেন। ভবিষ্যতে কত শতাংশ ডি এ হবে তা এখন বলা সম্ভব নয়।
@@manoranjanghosh1445 একদম ঠিক বলেছেন স্যার। আসলে কিছু কিছু কথা রেকর্ডিং করার সময় মাথা থেকে জাস্ট স্কিপ করে যায়। ধন্যবাদ স্যার। যদি একটুও সমৃদ্ধ হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
ROPA বললেই হয় কি? সেন্ট্রাল না state, কোন state বলা উচিত। West Bengal Health Officer বলে কি বোঝাচ্ছেন? ঐ designation এ কেউ হয় না কি? Commuted period কেটে গেলে কি হিসাব অনুযায়ী হবে, সেটাও বললেন না। যাই হোক, প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই।
@@AmlanGoswami-gt1sz স্যার, একটা ভিডিও তে সব বললে ভিডিও দীর্ঘ হয়ে যায়। আপনি যে নিখুঁত ভাবে সব টা দেখেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আশা করছি পরে আরো বিস্তারিত কিছু share করতে পারব। চ্যানেল টি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
রো পা২০০৯ অনুয়ায়ী কারো পেনশান ৯০০০টাকা বেসিক পেনশন ছিল ২০১৯ রোপায় ফিকসেশান এর পর বেসিক পেনশান বাড়ে। সেই ক্ষেত্রে ৮০বছর বয়স হলে এ্যডিশনাল পেনশান কোন বেসিক এর উপর হিসাব করা হবে? ধ
Akta clear bojlam na pension basic after commotion na main calculate basic. Suppose main basic 43700/- but after commotin basic 26220/ - 20% increased on which basic.
@@anifarsworld5102amader ekhane notun tresure office khuleche ami Jiggasa korlam onara bolo adhar card ,ppo o application dilei hobe amr thakuma family pension pai oo seta district treasure office theke ase oi khanei joma korte hobe application bolte ki dorkhasto bolte chaiche ?please reply diben
আসি বছরের পরে যেটা বাড়লো সেটা কি বেসিক এ যোগ হয়ে যাবে? এখন দেখছি ওটা old ভাবে আলাদা স্টেটমেন্ট এ দেখাচ্ছে। এখন অষ্টম পে কমিশন হচ্ছে। ওটা কি বেসিক এর সঙ্গে যুক্ত হবে? একটু যদি বুজিয়ে বলতেন ভালো হতো।
@@nikhilbiswas4249 সেটা হল, যদি কোন সরকারি কর্মচারী তার অবসরের সময়ে পেনশন কমিউট করে থাকেন, তাহলে 75 বয়সে গিয়ে তার ওই কমিউট করা পেনশনের টাকাটা তিনি আবার ফিরে পাবেন। অর্থাৎ কমিউনিকেশন করার সময় তার বেসিক পেনশন যেটা কমে গিয়েছিল, সেটা আবার বেড়ে যাবে।
Aamar maa f.pension pan maa er80 bochor hobar por o b 11:16 ank kichu kore ni. MAA Aplication korecHE BUT EKHONO PAN NI .E TATO BANK ER PATHZNO UTCHIT.EK MASS HOEGELO. ER PORE NA PELE KI KORBO ?
আপনার বক্তব্য কাদের জন্য? আমি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ব্যাক্তি এবং আমার বয়স ৮০ বছরের উপর কিন্তু আমার তো পেনশন বাড়েনি, এটা কি শুধু মাত্র রাজ্য সরকারি কর্মচারী দের ক্ষেত্রে প্রযোজ্য।
@@mridularoychowdhury8910 এটা তো ইচ্ছাকৃত দেরি করছে, আপনি তো ৮০ বয়স হলেই অ্যাপ্লাই করতে পারতেন। এতো দেরি করে ফেললেন। ব্যাংক এ না গিয়ে ট্রেজারি অফিসে যোগাযোগ করুন।
আপনি বললেন আশি বছর বয়সে কুড়ি পারসেন্ট বৃদ্ধি পাবে এটা কি ভাবে বৃদ্ধি পাবে? পুরানো বেসিক পুরানো বেসিক পেনসন উপর নাকি বর্তমান বেসিক পেনসন এর উপর? যা পে কমিশন এর মাধ্যমে বৃদ্ধি পেয়েছে তার উপর?
স্যার, যে সমস্ত পেনশনার অবসর নেবার সময়ে পেনশনের ৪০% ( চল্লিশ শতাংশ ) কমিউট করেছেন , তাঁদের বয়স বৃদ্ধির সঙ্গে কমিউট করা অংশটা যেভাবে তাঁর পেনশনে ফিরে আসে সেইব্যপারে যদি একটা ভিডিও করে আলোকপাত করেন তাহলে খুবই ভাল হয় ।
যার পেনসন ২৫০০০টাকা ৮০ বছর বয়সে ২০শতাংশ বেড়ে দাঁড়াবে ২৫০০০+৫০০০=৩০০০০টাকা। পরবর্তী কালে উনি যখন ৮৫ বছর বয়সে পৌঁছবেন, তখন তার বেসিক পেনসন কি ৩০০০০টাকা হবে? এবং তার উপর কি ডি এ হিসাব করতে হবে? পরবর্তী কালে ডিএ বাড়লে অনুরূপ ভাবে ডিএ যুক্ত হয়ে বেসিক পেনসন বাড়বে?
আমি ২০০৮সালের৩০শে এপ্রিল অবসর গ্রহন করেছি।আমার জন্ম তাং ০১লা মে ১৯৪৮ ।২০০৯সালের রোপা মোতাবেক পেনশন পাচ্ছি,কিন্তু চাকুরির সময় সীমা২০বছরের বেশী হওয়া সত্বেও আমি ফুল পেনশন পাচ্ছিনা কেন জানাবেন কি?বর্তমানে আমি পুরাতন নিয়মেই পেনশন পাচ্ছি। ২০০৯সালের রোপার সম্পূর্ণ সুবিধা কি আমি পাওয়ার যোগ্য নই?আবশ্যই জানিয়ে বাধিত করবেন।নমস্কার জানবেন।😂
যারা সম্পুর্ন পেনশন সমর্পণ করেছে তারা মহার্ঘ্য ভাতা পাবেন কি না জানতে চাই তারা শুধু উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও নববর্ষ ভাতা পাচ্ছেন তারা পেনশন সুবিধা পাবেন কি না জানতে চাই
@@samirkumarbiswas5804 যে মাসে আপনার বিক্রি করা পেনশন এর টাকা অ্যাকাউন্টে আসবে, সেই মাসের 1 তারিখ থেকে হিসাব করে তার থেকে ঠিক 15 বছর এর মাথায়। আন্দাজমতো বলতে গেলে 75 বছর বয়সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ✅
গুরুত্ব পূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
@@Prashanta-i2o ধন্যবাদ স্যার। চ্যানেল টি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
Thank you so much.
Welcome sir
Central Government pensioners are getting Additional pension @ 20% after completion of 80 years. Not after completion of 79 years.
2015সালে যারা অবসর নিয়েছে তারা কি15বছর পর 40% পেনশন বিক্রয় করতে পারবে কি?বা কত %পারবে?
নাহ পারবেন না। পেনশন বিক্রি করলে সেটা 2015 তেই করতে হতো
অশেষ ধন্যবাদ।
@@sobhansengupta9636 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
@@tapashkumardey1846 ধন্যবাদ স্যার ।চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
I am satisfied for your valuable information.
@@asismukherjee2475 অনেক ধন্যবাদ স্যার।
এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।
Left front সরকার তখন p0wer এ ছিল বলেই আমরা এই সুযোগ পেয়ে 7:22 🎉ছি, TMC থাকলে পেতাম না,😢ডি এ র মত🎉ন🎉 ভোকাটটা হতো
Family pensioners রা কি এর সুবিধা পাবেন ?খুব ভালো খবর ধন্যবাদ
একদম একই নিয়ম।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আপনি এডিশনাল পেনশন সম্পর্কে যা বললেন তা সবই ঠিক আছে কিন্তু আপনি একটি ব্যাপারে পরিষ্কার করে বললে ভালো হতো বলে মনে করি। সেটি হচ্ছে। আপনি বর্তমান নিয়ম অনুযায়ী 14 শতাংশ ডি এদেখালেন। কিন্তু যার বয়স 85 থেকে 90 এবং 90 থেকে 95 এবং 95 থেকে 100 হবে তখন বাস্তবিক 14 শতাংশের বেশি অবশ্যই হবে। আপনার বলা উচিত ছিল আমি বর্তমান ডি এর উপর দাঁড়িয়ে হিসাব দিলাম। কিন্তু ভবিষ্যতে মূল বেসিক পেনশনের উপর চলতি হারে ডি,এ ধরে হিসাব করবেন। ভবিষ্যতে কত শতাংশ ডি এ হবে তা এখন বলা সম্ভব নয়।
@@manoranjanghosh1445 একদম ঠিক বলেছেন স্যার। আসলে কিছু কিছু কথা রেকর্ডিং করার সময় মাথা থেকে জাস্ট স্কিপ করে যায়। ধন্যবাদ স্যার।
যদি একটুও সমৃদ্ধ হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
ROPA বললেই হয় কি? সেন্ট্রাল না state, কোন state বলা উচিত।
West Bengal Health Officer বলে কি বোঝাচ্ছেন? ঐ designation এ কেউ হয় না কি?
Commuted period কেটে গেলে কি হিসাব অনুযায়ী হবে, সেটাও বললেন না।
যাই হোক, প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই।
@@AmlanGoswami-gt1sz স্যার, একটা ভিডিও তে সব বললে ভিডিও দীর্ঘ হয়ে যায়।
আপনি যে নিখুঁত ভাবে সব টা দেখেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আশা করছি পরে আরো বিস্তারিত কিছু share করতে পারব।
চ্যানেল টি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
😮@@anifarsworld5102
রো পা২০০৯ অনুয়ায়ী কারো পেনশান ৯০০০টাকা বেসিক পেনশন ছিল ২০১৯ রোপায় ফিকসেশান এর পর বেসিক পেনশান বাড়ে। সেই ক্ষেত্রে ৮০বছর বয়স হলে এ্যডিশনাল পেনশান কোন বেসিক এর উপর হিসাব করা হবে?
ধ
ভালো বুঝলাম।
@@gokulmandal4636 ধন্যবাদ স্যার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ✅
Pl calculat also medical expenses at this age.
Good ❤❤❤❤
Thanks
@@KaliProsadBose-lc1bi ধন্যবাদ স্যার, চ্যানেল টি সাবস্ক্রাইব করতে পারেন।
Very good Explanation Thanks
@@apurbakrishnabhattacharyya692 থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব this চ্যানেল
আমি সেই পুরনো পেনশন পাচ্ছি কেউই দেখার নাই তদারকি করবে কে কাকে ভরসা করব হাঁটতে চলতে কষ্ট
@abcdxyz3893 application করতে হয় স্যার। কাউকে না কাউকে তো ভরসা করতেই হবে। আপনার বাড়ি কোথায়, আর কোন ডিপার্টমেন্ট এ সার্ভিস করতেন
Basic pension change হয়েছে pay commission.সে জায়গায় কি হবে
@@birajasankarpati9037 যখন চেঞ্জ হয়েছে, তখন কতো বয়স ছিল
Thank you
You're welcome
৭০ বছর হলে কি কিছু পেনসন বাড়বে কি??
@@pallabsinha6424 নাহ কিছু বাড়বে না নিয়ম অনুযায়ী।
❤❤❤❤❤
এডিশনাল পেনশন পাবার নিয়ম হলো যে মাসে ডেট অফ বার্থ (মাসের যে কোনো দিন হোক না কেন ) সেই মাসের এক তারিখ থেকেই অতিরিক্ত পেনশন পাওয়া যাবে l
ভাই জারা পুরা পেনশন তুলে ফেলেছে তাদের কি'হবে একটু বলবেন '।
Further , is age allowance ,called as,addl.pension ? Please clear .
Certificate joma deber sesh date koto? Pls janaben.
@@bandanasaha8462 এরকম কোনো লাস্ট ডেট নেই। ওয়ার্কিং ডে তে জমা করুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
Is it applicable for epfo pensioners
@@BarunHaldar-k9e ruclips.net/video/VSqsq50qK_Y/видео.htmlsi=iJljdPdje13fP0ND
@@BarunHaldar-k9e হ্যাঁ, যদি আপনি ১ লা সেপ্টেম্বর ২০১৪ এর মধ্যে EPFO এর সদস্য হন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
❤@@anifarsworld5102
Akta clear bojlam na pension basic after commotion na main calculate basic.
Suppose main basic 43700/- but after commotin basic 26220/ - 20% increased on which basic.
@@ramprasadhazra1182 commuted basic
20% increased on Commuted Basic
80 age হলে commutation loan already শোধ হয়েছে। তখন original basic effective হবে।
How age 80 will be calcutted ?. Age 79 + will be calcutted as age 80 ,or age 80 + be calcutted as age 80.please clear me .
@@banambarbehera8080 79 years 7 months is called 80 years and additional pension should be calculated at 79years 7 years.
Eta ki automatically hoy na kono age proof submit korte hoy?
@@rnavrnav199 অবশ্যই, লাইফ certificate লাগে, এবং PPO নিয়ে ট্রেজারি তে অ্যাপ্লিকেশন করতে হয়।
Channel টি সাবস্ক্রাইব করতে পারেন
@@anifarsworld5102amader ekhane notun tresure office khuleche ami Jiggasa korlam onara bolo adhar card ,ppo o application dilei hobe amr thakuma family pension pai oo seta district treasure office theke ase oi khanei joma korte hobe application bolte ki dorkhasto bolte chaiche ?please reply diben
আসি বছরের পরে যেটা বাড়লো সেটা কি বেসিক এ যোগ হয়ে যাবে? এখন দেখছি ওটা old ভাবে আলাদা স্টেটমেন্ট এ দেখাচ্ছে। এখন অষ্টম পে কমিশন হচ্ছে। ওটা কি বেসিক এর সঙ্গে যুক্ত হবে? একটু যদি বুজিয়ে বলতেন ভালো হতো।
হ্যাঁ যেই বেসিকটা বাড়ছে, সেটা পুরাতন বেসিক এর সাথে যুক্ত হয়ে যাবে। অষ্টম বেতন কমিশন এতে এটা আরো সুন্দরভাবে ইফেক্ট হবে।
ফ্যামিলি পেনশনারদের এডিশনাল পেনশন পাবার জন্য যেকোনো একটা বয়সের প্রমাণপত্র দেখলেই চলবে l আর কোনো ডকুমেন্ট লাগবে না l
বিমা কোং এর পেনশন নিয়ম জানেন? জানা থাকলে জানান। বলে রাখি বেসিক পেনশন যাই হোক ডি এ দেওয়া হয় পুরো বেসিক যা পেতো তার ওপর। খোঁজ নিন ভিডিও করুন।
Dada railway service korto tara ki aki subidha pabe??
@@surojitroy4637 এটা রাজ্যের নিয়ম।তবে কেন্দ্রের মিনিমাম পেনশন ও 9000/-
মূল পেনসন বলতে কোন পেনসন বোঝাচ্ছে?কুড়ি বছর আগের মূল পেনসন নাকি পে কমিশন এর উপর বর্ধিত পেনসন এর উপর ক্যালকুলেশন হবে?
@@AlokeKumarMitra-r8x পে কমিশন এর পর বর্ধিত পেনশন বেসিক এর কথা বলা হচ্ছে, স্যার।
Eta ki sudhu gov retire person der janya
@@shyamalbhattacharya4944 হ্যাঁ স্যার।
চ্যানেল টি সাবস্ক্রাইব করতে পারেন।
Sabfabricatednews should be stopped as we in death bed.
@@kanailalghosh8770 its not fabricated at all. If you have any discrepancy, please contact your service office.
যিনি ফ্যামিলি পেনসান পান তিনি যদি স্কুল ফাইনাল/মাধ্যমিক পাশ না করেন তাহলে কি করবেন?
এমন কোন সরকারি নিয়ম নেই, যেখানে ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস করতে হবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্যার।
আমি নিজে পেনশনার তাহলে কেন পাচ্ছিনা।
@@shohiruddin1939 আপনি কি ট্রেজারি অফিসে যোগাযোগ করেছিলেন??
I am an EPF pension holder getting only 1000/ as pension. I am 82. Any help for me?
@@SisirKumarDasgupta ruclips.net/video/VSqsq50qK_Y/видео.htmlsi=QvDOcJC8KpF0fgWs এটা দেখুন, স্যার। যদি কোনো উপকার হয়।
Ekhon family pensioner er age lekha thaake.
@@mdrafik8915 হ্যাঁ স্যার।
ব্যাংক পেনশনার র কি এডিশনাল পেনসন পাবে ?
@@dipakdey4806 হ্যাঁ পাবেন। তবে অ্যাডিশনাল পেনশন এর উপর কোনো dearness allowance পাবেন না, স্যার।
চ্যানেল টি সাবস্ক্রাইব করে নিন।
কোন ব্যক্তি ২০১৪ তে অবসর হয়েছেন।তার পর পে কমিশন হয়েছে তার বেসিক পে বর্তমান হিসাব সঠিক, এবং তার বয়স ৮০ই ধরা হয় তাহলে এডিশনাল পেনশনের হিসাবে কি হবে।
@@MahadebBanerjee-kb1lf ওনার বর্তমান পেনশন বেসিক কতো?
২২৭৭০টাকা বর্তমান পেনশন
৭৫ বৎসরের কি একটা বিষয় ছিল সেটা কি???
@@nikhilbiswas4249 সেটা হল, যদি কোন সরকারি কর্মচারী তার অবসরের সময়ে পেনশন কমিউট করে থাকেন, তাহলে 75 বয়সে গিয়ে তার ওই কমিউট করা পেনশনের টাকাটা তিনি আবার ফিরে পাবেন। অর্থাৎ কমিউনিকেশন করার সময় তার বেসিক পেনশন যেটা কমে গিয়েছিল, সেটা আবার বেড়ে যাবে।
Daya korey pralobhan deya bandha korun.Pl.stop this news to the bereaved pensioknerrs .becase we are in death bed
@@kanailalghosh8770 এটা প্রলোভন কেনো হবে স্যার। যেটা সরকারি নিয়ম সেটা নিয়েই discuss করেছি।
ঠিক এডিশনাল বয়স কত?
@@pallabsinha6424 একটু বুঝিয়ে বলুন স্যার।
বয়স ৮০ হলে বেসিক পেনসিয়ানের ২০%বৃদ্ধি পাবে।তখন বেসিক হবে(মূল বেসিক+২০%)এই যোগফলের উপরে ডি এ বর্তমানে ১৪% হারে।
@tusharbasu8470 একদম ঠিক
79+ এটাকে কি 80 বছর বয়স ধরবে এডিশনাল পেনশন পাওয়ার ক্ষেত্রে প্লিজ একটু বলবেন
৭৯ বছর ৯-১১ মাস হলেই সেটা ৮০ ধরা হবে। তাহলেই অ্যাডিশনাল পেনশন পাওয়া যাবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
আমার স্বামী 2004 সালে পেনশন পান। 79বছর 6 মাসে মারা যান। আমি কী বাড়তি পেনশনের অন্তভুক্তি পাব ?
হ্যাঁ পাবেন।
Aamar maa f.pension pan
maa er80 bochor hobar por o b 11:16 ank kichu kore ni.
MAA Aplication korecHE BUT EKHONO PAN NI .E TATO BANK ER PATHZNO UTCHIT.EK MASS HOEGELO. ER PORE NA PELE KI KORBO ?
Husbend,er.pensi9n.pela.kato.habe?
সঠিক ভাবে বলুন, বুঝতে পারলাম না ম্যাডাম
Minimum ফ্যামিলি পেনশনারদের কি ভাবে বৃদ্ধি পায়, সেটা জানান
How can I get Commuted pension after 15 years?
@@BhaktipadaChattopadhyay-f4e একটু বিস্তারিত বলুন স্যার।
How can I get Commuted pension after 15 years.
@@thesagaoftogetherness7435 আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার PPO টা সাথে নিয়ে, সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে, ট্রেজারি তে।
@@BhaktipadaChattopadhyay-f4eআপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার PPO টা সাথে নিয়ে, সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে, ট্রেজারি তে।
আপনার বক্তব্য কাদের জন্য? আমি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ব্যাক্তি এবং আমার বয়স ৮০ বছরের উপর কিন্তু আমার তো পেনশন বাড়েনি, এটা কি শুধু মাত্র রাজ্য সরকারি কর্মচারী দের ক্ষেত্রে প্রযোজ্য।
@@pradipraychaudhuri7252 হ্যাঁ স্যার, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য।
Yes
বামফ্রন্ট এর অবদান @@anifarsworld5102
ফ্যামিলি পেনশন কি হবে
একই রকম নিয়মে ফ্যামিলি পেনশন হবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
সেন্টাল গভর্নমেন্ট/স্টেট গভর্নমেন্ট ?
স্টেট গভর্মেন্ট, স্যার।
আপনার ভুল হয়েছে মেডিকেল অ্যালাউন ছিল পনেরশো টাকা এবং এবং এবং ১৪% বিয়ে দেওয়া হয় না
@@mohiuddinsikder3660 সবার মেডিকেল অ্যালাউন্স 1500 টাকা, এরকমটা নিশ্চয়ই নয়।
কত বৎসর বয়সে কমূট্যাশন ওয়েভ হয় ???
@@nikhilbiswas4249 যেদিন আপনার কমিউনিকেশনের টাকাটা একাউন্টে ঢুকবে, সেদিন থেকে তার ঠিক ১৫ বছর পর , স্যার।
আমার বাবা 2014 oct রিটায়ার্ড করেছে, 15 বছর পরে যে পেনশন বিক্রির টাকাটা পাওয়া যায় সেটার পরিমাণ কত হবে
@@subhodas7159 যখন retire করেছিলেন তখন ওনার বেসিক পেনশন কত ছিল, সেটা বলতে হবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন
বিষয়টা একটু বলুন অফিস থেকে কোন হেল্প পাচ্ছি না
8200 টাকা
সাবস্ক্রাইব করে নিয়েছি আপনি বলুন
@@subhodas7159 কত পার্সেন্ট commute করে ছিলেন
আমার হাজব্যান্ড ৯০পেরিয়ে আসছে মাসে ৯১ হবে। ব্যাংকে এপ্লিকেশন দেওয়া হয়েছে একমাস হয়ে গেলো। কবে থেকে শুনছি পাবেন.।আজ অবধি কিছুই জানতে পারলাম না।
@@mridularoychowdhury8910 এটা তো ইচ্ছাকৃত দেরি করছে, আপনি তো ৮০ বয়স হলেই অ্যাপ্লাই করতে পারতেন। এতো দেরি করে ফেললেন। ব্যাংক এ না গিয়ে ট্রেজারি অফিসে যোগাযোগ করুন।
জানতে পারবেন না কোনও দিন, অন্তত নতুন সরকার না আসা পর্যন্ত। এখন আর বামফ্রন্ট সরকার নেই।
দিদি ট্রেজারিতে যান ব্যাঙ্ক কিছু করবে না ।
৮০ ছুলে না ৮০ কমপ্লিট হলে?
৮০ ছুঁলেই স্যার।
আপনি বললেন আশি বছর বয়সে কুড়ি পারসেন্ট বৃদ্ধি পাবে এটা কি ভাবে বৃদ্ধি পাবে? পুরানো বেসিক পুরানো বেসিক পেনসন উপর নাকি বর্তমান বেসিক পেনসন এর উপর? যা পে কমিশন এর মাধ্যমে বৃদ্ধি পেয়েছে তার উপর?
@@alokemitra8345 নতুন বেসিক অনুযায়ী, পে কমিশন এর মাধ্যমে যেটা বৃদ্ধি পেয়েছে স্যার।
আর যারা 2001সালের পুরানো পেনশনের কি ভাবে বৃদ্ধি হবে??
স্যার, যে সমস্ত পেনশনার অবসর নেবার সময়ে পেনশনের ৪০% ( চল্লিশ শতাংশ ) কমিউট করেছেন , তাঁদের বয়স বৃদ্ধির সঙ্গে কমিউট করা অংশটা যেভাবে তাঁর পেনশনে ফিরে আসে সেইব্যপারে যদি একটা ভিডিও করে আলোকপাত করেন তাহলে খুবই ভাল হয় ।
যার পেনসন ২৫০০০টাকা ৮০ বছর বয়সে ২০শতাংশ বেড়ে দাঁড়াবে ২৫০০০+৫০০০=৩০০০০টাকা।
পরবর্তী কালে উনি যখন ৮৫ বছর বয়সে পৌঁছবেন, তখন তার বেসিক পেনসন কি ৩০০০০টাকা হবে? এবং তার উপর কি ডি এ হিসাব করতে হবে?
পরবর্তী কালে ডিএ বাড়লে অনুরূপ ভাবে ডিএ যুক্ত হয়ে বেসিক পেনসন বাড়বে?
@@krishnakisorbhattacharya7357 একদম ঠিক স্যার।
আমি ২০০৮সালের৩০শে এপ্রিল অবসর গ্রহন করেছি।আমার জন্ম তাং ০১লা মে ১৯৪৮ ।২০০৯সালের রোপা মোতাবেক পেনশন পাচ্ছি,কিন্তু চাকুরির সময় সীমা২০বছরের বেশী হওয়া সত্বেও আমি ফুল পেনশন পাচ্ছিনা কেন জানাবেন কি?বর্তমানে আমি পুরাতন নিয়মেই পেনশন পাচ্ছি। ২০০৯সালের রোপার সম্পূর্ণ সুবিধা কি আমি পাওয়ার যোগ্য নই?আবশ্যই জানিয়ে বাধিত করবেন।নমস্কার জানবেন।😂
@@pravaskumarsarkar2462 নাহ 2009 অনুযায়ী সম্পূর্ণ সুবিধা আপনি পেনশন পাবেন না। পুরাতন নিয়মে পাবেন।
PF এর পেনশন কি বাড়বে?
@@HappyCrocodileHiding-py9sf পিএফ এর পেনশন বলতে ?? একটু বুঝিয়ে বলুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
I think it's almost fake
Do u have any reference sir
যারা সম্পুর্ন পেনশন সমর্পণ করেছে তারা মহার্ঘ্য ভাতা পাবেন কি না জানতে চাই তারা শুধু উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও নববর্ষ ভাতা পাচ্ছেন তারা পেনশন সুবিধা পাবেন কি না জানতে চাই
আমার 71 বছর বয়স। আমাকে একটু বুঝিয়ে বলবেন আমি কত পাব।আমি এখন 20000 পা ই। যাতে আমার খুবই কষ্ট হয়।
@@minaghosh9243 আপনার বর্তমান পেনশন বেসিক কতো
পেনশন ৪০%বিক্রির পর কত বছর পর ফুল পেনশন পাওয়া যায়
@@samirkumarbiswas5804 যে মাসে আপনার বিক্রি করা পেনশন এর টাকা অ্যাকাউন্টে আসবে, সেই মাসের 1 তারিখ থেকে হিসাব করে তার থেকে ঠিক 15 বছর এর মাথায়।
আন্দাজমতো বলতে গেলে 75 বছর বয়সে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ✅
75 years or after 15 years
@bimalbiswas6631 যেদিন আপনার অ্যাকাউন্টে commute এর টাকা ঢুকবে, সেদিন থেকে ১৫ বছর
মূল পেনসন বলতে কোন পেনসন বোঝাচ্ছে?কুড়ি বছর আগের মূল পেনসন নাকি পে কমিশন এর উপর বর্ধিত পেনসন এর উপর ক্যালকুলেশন হবে?