আসসালামু আলাইকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রতিধ্বনি পৌঁছে যাক আল্লাহপাকের আরশে আজিমে এবং বিজয় শুরু হোক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন একদিন আল্লাহর রহমতে এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ Amin❤🌹
ভগবান শব্দটি একটি চরম অস্লীল গালি!!!!! অবশ্যই নিজে পড়বেন এবং জনস্বার্থে কপিপেস্ট করে শেয়ার করে দিন। ভগবান শব্দটিকে অনেকেই সৃষ্টিকর্তা অর্থে ব্যবহার করেন। কিন্তু এই শব্দটা মোটেও কোন ভাল শব্দ নয়। এটি একটি অশ্লীল গালি। সংস্কৃত "ভগ" শব্দের অর্থ "স্ত্রী যোনী" আর "ভগবান" এর অর্থ "স্ত্রী যোনি আছে যার"। এই শব্দটা ব্যবহারের কারণ জানতে চান? দেবরাজ ইন্দ্র একদা তার গুরু গৌতমের স্ত্রীকে স্নান করে ফিরে আসার পথে ভেজা কাপড়ে দেখে কামাতুর হয়ে পড়ে। সে কৌশলে গুরুর স্ত্রীকে সম্ভোগ বা ধর্ষণ করে। গৌতম এই ঘটনা জানার পর ইন্দ্রকে অভিশাপ দেয় যার ফলে ইন্দ্রের সারা শরিরে সহস্র ভগ বা স্ত্রী যোনী সৃষ্টি হয়। এরপর থেকে কিছু দেবতাকে বুঝাতে এই ভগবান বা যোনীওয়ালা শব্দটি ব্যহার করা হয়। আক্ষরির অর্থেও ভগবান শব্দের অর্থ যে "যোনী আছে যার" সেটা বুঝার জন্য একটা স্লোক দিচ্ছি, মনোযোগ দিয়ে ভগ শব্দের অর্থ দেখুন। "গুরুতল্পে ভগঃ কার্য্যঃ সুরাপানে সুরাধ্বজঃ । স্তেয়ে চ শ্বপদং কার্য্যঃং ব্রক্ষ্মহন্যশির াঃ পুমান্ ।। অর্থঃ গুরুপত্নীগমনে অপরাধীর কপালে স্ত্রী যোনী চিহ্ন, সুরাপানে সুরাপাত্রচিহ্ন, চৌর্যে কুকুর চিহ্ন, ব্রহ্ম হত্যায় কবন্ধ চিহ্ন একে দিতে হয়।" মনুসংহিতা, অনুবাদ- সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অধ্যায়-৯ম, স্লোক- ২৩৭, পৃষ্ঠা নং-২৭৪ সুতরাং হিন্দু সাস্ত্রে কেউ গুরুপত্নীকে ধর্ষণ বা সম্ভোগ করলে তার শাস্তি হচ্ছে ইন্দ্রের মত শরিরে যোনীচিহ্ন একে দেওয়া বা ভগবান বানিয়ে দেওয়া। এর মানে হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে আসলে জোনীচিহ্নযুক্ত বা ধর্ষণের শাস্তিপ্রাপ্ত বলে ডাকছে। যে ধর্মের মানুষ নিজের সৃষ্টিকর্তা সর্বশক্তিমানকে এভাবে ধর্ষণকারী বলে তারা কত বর্বর বোকা জাতি চিন্তা করুন। শরিরে যদি জারজ রক্ত না থাকে তবে আজই ভগবান শব্দ এবং হিন্দুধর্মকে বর্জন করুন। যে ধর্মে সৃষ্টিকর্তাকে এভাবে কে এভাবে গালি দিয়ে ডাকা হয় সেই ধর্ম অবশ্যই সম্পূর্ণ ভুল ধর্ম। কিন্তু শ্রী কৃষ্ণের মত ১৬০০০ গোপীধারীকে এভাবে লুচ্চা ধর্ষণকারী বা ভগবান ডাকা হবে এটাতো খুবি স্বাভাবিক। [বাংলাভাষায়ও ভগবানের ভগঃ শব্দটি স্ত্রীযোনী অর্থে ব্যবহৃত হয়, যেমন স্ত্রী জোনীর একটি অংশকে বলা হয় ভগাংকুর বা ভগ + অঙ্কুর বা যোনী মুকুল। আশা করি সবাই ভগবান শব্দের অর্থ বুঝতে পেরেছেন।] (সংগৃহীত)
ভাইজান আমি জানিনা তুমি কোন জাতির,অর্থাৎ কোন সম্প্রদায়। খ্রিষ্টান,হিন্দু না মুসলিম। ব্রাদার রাহুল হোসেন তোমার বেশ কিছু ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখলাম। ধর্ম বিষয়েই তোমার অনেক জ্ঞান। যার মধ্যে পুঁথিগত বিদ্যাই অধিক। যা তোমার বই এর স্টক আর বিভিন্ন বই এর অধ্যায় এবং তার শ্লোক বা আয়াত নং মনে রাখার ক্ষমতা দেখলেই বোঝা যায়। মনে হয় গীতা, কোরান,বাইবেল, বেদ, পুরাণ, উপনিষদ সব ই তোমার কম বেশি পড়া। নিঃসন্দেহে তুমি একজন জ্ঞানী মানুষ। আর কোনো জ্ঞানী মানুষের জাত বিচার হয়না এবং একজন প্রকৃত জ্ঞানী মানুষ কারো জাত বিচার করেও না। তবে অন্যের ধর্ম বিশ্বাসের প্রতি তোমার কিছু বিরূপ দৃষ্টিভঙ্গি লক্ষ্যনীয়,যেমন এখানে হিন্দুদের মূর্তি পূজার বিষয়। হিন্দুরা যেমন মূর্তির উপাসনা করছে,ঠিক তেমনি তুমিও কোরান অথবা গীতা অথবা বাইবেল অথবা অন্য কোনো ধর্ম গ্রন্থের উপাসনা করছো। ঘুরে ফিরে ঠিক সেই বস্তুতে গিয়েই উপস্থিত। আমরা সাধারণ মানুষ,আমাদের জ্ঞান যৎসামান্য, ঈশ্বর কল্পনা না করে কি করে উপাসনা করি? এতে খারাপ কিছু দেখিনা। বস্তু,বই,মূর্তি,মানুষ,উদ্ভিদ অথবা প্রাণী,প্রত্যেক এর উপাসনা করাই আক্ষরিক অর্থে ঈশ্বরের উপাসনা। তবে প্রকৃত ঈশ্বর সম্ববত নিরাকার।সম্ভবত বলছি এর কারণ, আমার ধর্ম বিষয়ে পুঁথিগত জ্ঞান শূন্য। গীতা,কোরান,বাইবেল এর কোনোটাই আমি পড়িনি। তবে বিশ্বাসের সাথে এটা বলতে পারি, সমস্ত ধর্মের ঈশ্বর এক। আমরা নিজেদের সুবিধা মতো তাকে কল্পনা করে নিয়েছি। আমি আশাবাদী তোমারও একদিন প্রকৃত ঈশ্বর উপলব্ধি হবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
দূর্গা ইশ্বর নাকি শিব ইশ্বর? যদি দুইজনই ইশ্বর হয় তারমানে কি ইশ্বর ইশ্বরের সাথে সহবাস করেছিল? যেহেতু দূর্গা ও শিব স্বামী স্ত্রী? একটু মাথা খাটান। আমাদের মতো ধর্মগ্রন্থ পড়েন নিজেই মূর্তি পূজা ছেড়ে দিবেন
@@orhanfaroque4348 দেব-দেবী ঈশ্বর নয়। ঈশ্বরের শক্তির রূপ মাত্র। আমরা ঈশ্বরের বিভিন্ন শক্তিকে দেব-দেবী রূপে পূজা করি।১. মাতৃ শক্তি কে দুর্গা রূপে পূজা করি।২. সূর্যকে সূর্যদেব রূপে পূজা করি।৩........………ইত্যাদি।
আপনাদের দেবতা ২ প্রকার পুরুষ- স্ত্রী দেবতা। আর তাদের মূর্তিতে গিয়ে ঈশ্বর-ঈশ্বরী বলেন চিল্লান কেন তাহলে? আমি একটা দর্শন দিয়ে আপনার দেবতা ভূয়া প্রমাণ করতে পারি! এবার বলুন কৃষ্ণ,রাম,শিব,দূর্গা,রাধা,বিষ্ণু,নায়ারণ,লক্ষ্মী এরা কে? ভারতে একেক একেক গোত্র একেক জনকে ঈশ্বর বলেন কেন? কৃষ্ণের কাহিনীটাতো জানেন তার কতটা নারীদেহ প্রয়োজন ছিল? এত নারী শরীরের মজা কেন প্রয়োজন ছিল? মহাভারত মতে স্ত্রী সংখ্যা ১৬১০৮ জন। তার জিন্দেগী শুধু মেয়েদের নিয়ে পশটা পশটী করে গেছে।বলতে গেলে নারী নির্যাতন। এই টা নিয়ে আমার প্রশ্বগুলোর উত্তর কেহ দেয়নি,১৫ দিন হচ্ছে। রাধার শরীর ভোগ করে বিয়ে করেনি। তুলসিকে ধর্ষণ করেছে,শংকচুরকে বেঁধে। এটা নিয়ে আমি অনেক ডিবেট করেছি। আজ হতে অনেক বছর আগে সে জীবিত ছিল। তাকে ডারেক্ট ঈশ্বর বলেন কেন? আর বাকিদেরকে? তারাতো আপনাদের পূর্ব নারী পুরুষ। নাহলে সব বাংলা লেখকদের মতন রচিত পৌরাণিক বা কাল্পনিক। বাস্তবতার মিল নাই। হাজার হাজার বছর আগ হতে আল্লাহ নবী পাঠালেন। ভারতে বেশি কুসংস্কার।
@@srahaman9955 ভগবান হল ঐশ্বর্যের অধিকারী আর ভগবতী হল অধিকারিণী এগুলো উপাধি আগের মানুষের। আর আরেক স্কলার হতে জানা যায় ভগবান হল দূত। তারা ভাষা নিয়েও ব্যবসা করেছে।
ভাই এখানেই বলুন না। অামরা জানি যে ব্রাদার রাহুল মিথ্যা বলছে। অাপনার ধর্মগ্রন্থ নিয়ে কেউ মিথ্যাচার করলে তার প্রতিবাদস্বরূপ যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া কিন্তু অাপনারই দ্বায়িতত।
Kisu hobe na...... Indian hindu ra tader vul বুঝতে পেরেছে.... Tara muslim hoyse অনেক মানুষ....youtube a....দেখেন .... murti ra kisu korte pare.... Na..... Akta.... Masi ও..... তারাতে পারে na..... সাহশ থাকলে Quran er bangla meaning পরুন আপনি Muslim hoye jaben ...... Dr. Jakir naiyk er video দেখুন.... Hindu nonmoslim ra kno tar sathe pare..... Na......????
ধর্ম নিয়ে শুধু তোমরাই বড়াই করো। কারন তোমরাও জানো যে মুসলমান আতঙ্ককারী ধর্ম। তারজন্য তোমরা সবাইকে বোকা বানানোর চেষ্টা করছো। আমার একটা উওর দাও রাহুল দাদা আল্লা যে আছে তার কি প্রমান আছে। আর হজরত মহম্মদ যে কোরান লিখেছে তার কি প্রমান।
@F Islam আরে ভাই তুই কি বোকা নাকি বলদ। যে তুই এমন কথা বলছিস আমার প্রশ্মের উওর দে পারলে। কোথায় ফরাসি আমেরিকা দেখাচ্ছিস। কোরান তুই পড় তুই মসজিদের মুল্লার কথা না শুনে কোরান পড়।
@F Islamভাই আমি যানিনা তোর বয়স কতো তাই তোকে তুই বললাম কারন আমার বয়স 38 years আমি ভাবলাম আমি তোর থেকে বড় এখন তুই সত্যিটা বল। তুই যখন বেদ ও উপনিসদ পড়েছিস তবে বল বেদকে সাধারনত চার ভাগে ভাগ করেছে। মহারিশি বেশ পুরানকে,,,,,,, খন্ডে ভাগ করা আছে তারমধ্যে একটা গ্রন্থ হলো খুব গুরুত্বপূর্ণ সেটা কোন গ্রন্থ মহারিশি বেশ পুরানকে কটা ভাগে ভাগ করেছিল এটাই আমার প্রশ্ম বল।উওরটা দে।
mondir a devir mukhe gham dekha Jay scientifically explain Kora Jani onekey choker samne dekheche news channel live recording ruclips.net/video/pkagrDWHm0Y/видео.html
Sir you have some misunderstanding about goddess Durga ,it is Said in Geeta that God is in everywhere, in every form , every abiotic and biotic objects to reach to God we must free ourselves from attachment and passion there is Only one God in Geeta like Quran . There are no complete description of Goddess Durga ,In Gita it is mentioned to reach God you must find God in every form sir you must read gita thousand times
"সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিমূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন রূপক নেই, কোন ফটোগ্রাফ নেই, তাঁর কোন ভাস্কর্য নেই।” শ্বেতাসত্র উপনিষদ, অধ্যায়: ৪, পরিচ্ছেদ: ১৯; যযুর্বেদ, অধ্যায়: ৩২, অনুচ্ছেদ ৩ “সেসব লোক যাদের বিচারবুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্খা, তারাই মূর্তি পূজা করে।" ভগবদগীতা, অধ্যায়: ৭ অনুচ্ছেদ: ২০ “সত্য একটাই। ঈশ্বর একজনই।” ঋগবেদ, গ্রন্থঃ ১, পরিচ্ছেদ: ১৬৪ অনুচ্ছেদ: ৪৬ এরপরও কোন যুক্তিতে মূর্তিপূজা করেন!!
@@SumonAhmed-lr1ox আপনারা এই সমস্ত করে ভাবছেন মুসলিম ধর্মকে অনেক বড়ো করা হচ্ছে আর হিন্দু ধর্মকে অনেক ছোটো করা হচ্ছে আদতে এই হুজুর বলে এই নির্বোধেরা নিজেদের ধর্ম কেই ছোটো করছে আর কিছুই না। তাই বলবো নিজেদের লজ্জার কারণ নিজেরা হবেন না। পারলে আটকে নিয়েন হিন্দুদের দেবী আরাধনা করা থেকে পারলে আটকে নিয়েন হিন্দুদের মূর্তি পূজা করা থেকে....
@@IndianTravelsP vai,islam drorme nije Jana o oporke se bisoye janano foroz ba obosso koronio.ar dhormo prochar korau foroj .Quran e 1000 er beshi ayate biggan niye alochona hoyeche ja biggan ekhon abiskar koreche matro.kajei vai sotto dhorme fir e asun.apnar proti suvo kamona roilo
@@SumonAhmed-lr1ox vai ami sothik dhormei achi....jokhon Islam dhormer jonmo hoi nai tar o onek age theke sanatan dhormer srishti hoyeche... Arr somosto dhormer prothisthata ache kintu sanatan dhormer kono prothisthatar proyojon hoi nai... Karon ai dhormo adi abong ononto.... Tai bolchi vai.. sothik poth ta bache nin... Onek valobasha roilo... Jai Shree Ram 🚩🚩
Atai atokhon bolte chaichilam jer jar nijer dhormo nirdesh palon koro atai valo amr ta valo tor ta pocha ....amr ta boro tor ta kharap aisob bichar na kore .....
Assalamualaikum wa Rahmatulla wa Barakatull Alhamdulillah Marshall jajakall sukreya nice lecture breather you are great speaker Allah qubil Korun amin summa amin l am from Kolkata India
দাদা নমস্কার আপনাদের ভাষাতে আসসালামু আলাইকুম, আপনার একটা ভিডিও দেখলাম ভালো লাগলো, কিন্তু দাদা আপনি কি জানেন আপনি যে বলেছিলেন কলকাতাতে আপনি যাচ্ছিলেন যে কেউ পুজোর চাঁদা চাইছিল হয়তো জানেন না আপনি ভুল মানুষের সাথে ভিড়েছেন দুর্গার নাম লেখা আছে ওই বইটিতে আপনি একবার রামায়ণ পড়ে দেখবেন , আর হ্যাঁ আপনি যদি সত্যিই মুসলিম হয়ে থাকেন আপনি কোনদিনও গ্রহন্ত ধর্ম বিষয়ে আলাপ আলোচনা করবেন না, আমরা তো কোন হিন্দুরা কুরআন শরীফ নিয়ে কথা বলি না । কোরআন শরীফ আমিও পড়েছি কিন্তু কিছু অপদার্থ মানুষের জন্য আজ এরকম হয়ে যাচ্ছে, আপনার ধর্মের মানুষ হয়েছে আমার ধর্মের মানুষ আছে , আর হ্যাঁ আপনি চাদা দেবেন না দেবেন কোনো জোর করা হয়নি , এরকম ভুল বার্তা কাউকে পৌঁছাবেন না, আপনি যদি সত্তিকারের মুসলিম হয়ে বার্তা কারো কাছে দেবেন না🙏
1st of all Namaskar r Assalam walikum kotha time ek noi. R haan ramayan, mohavarat ki apnader poitrik sompotti naki je muslim ra porte parbe na!!!!! Uni ja bolechen sotti bolechen, jodi vul bolten tahole apni aisa kotha gulo bolte parten
Sotto kotha ra vi durga tu vogoban na🤣karon issorar tu kuno lingo ni🤔ar bada aca ja, Jujur Bad odday 32 pista 3 (na sas ti proti mastee) Or tu holo (Mohan issorar kunu protema ni) Ti vi valo kora badd poran ar issorka manan.(apna ka islam dormar jonno dawhat dilam.💒
mondir a devir mukhe gham dekha Jay scientifically explain Kora Jani onekey choker samne dekheche news channel live recording ruclips.net/video/pkagrDWHm0Y/видео.html
দূর্গার কথা গীতাতে নাই! আপনার মূল গ্রন্থ কোনটি বেদ না গীতা? বেদ হল আর্যমূল গ্রন্থ। এমনকি কৃষ্ণের কোন অস্তিত্ব বা কথাও বেদে নাই! ঈশ্বর এর অর্থ কি? কে স্রষ্টা আপনাদের বলেনতো?
he is a student of comparative religion. So, he talked about Geeta. He has hundreds of videos about Quran & Hadith. If u have any doubt u can check them out
আজ থেকে 30 দিন আগে আমি এক হিন্দু বোন কে বলেছি প্রমাণ দে...সে আমাকে খুব মুড দেখালো...কিন্তু এখনও সে আমাকে প্রমাণ দিতে পারেনি...আমার আল্লাহ পৃথিবী শেষ্ঠ....কেও কুরআন এর ভুল দেখাক.....
World first Man...ADAM...1st prophet or Nobi 👉Prophet Muhammad....Last prophet or Nobi TOTAL 1.24 LAKH PROPHETS COMES IN THE WHOLE WORLD....25 PROPHETS NAME ALREADY MENTIONED IN QURAN
Aage primary siksha complete karo tarpar p h d nie aalochona koro . Manush janmo janmo par kore fele tabuo opar wala ke bujhte parena aar tumi ei baiose oparwala sammondhe sab jene gacho tomra to aabar janmo mano na
@@nazirhossain9677 opar wala ke chenar theke besi darkar take bhojhar aar take bujhte gele bojhar ichha chai mon chai school er samanno ekta ankko bujhte manusher kato somoy lage ba on nanno bishoi gulo teo eki rakom aar opor wala kono kichu bujhte gele prathome aagroho chai je bhabe aami sab jani aamar che e baro pondit aar keo nei se satty ek jon pondit hoi kintu murkho pondit hoi aage mon theke ahonkar tag karo ei dunia te bahu kichu janar aache , ekta katha mone rekho tomar jodi rasogolla bhalo lage tahole kintu khir er swad kome jabe na jak kichu jante chaile likho chesta korbo uttor dear tabe sono aami kintu pondit noi sadharon manush
এতো তর্কে না গিয়ে আপনি শান্তির ধর্ম ইসলামের ধর্ম গুরু হয়ে বিশ্বের ইসলাম পন্থীদের ভালো করে বোঝান তারা যেন সন্ত্রাস না করে... সন্ত্রাসবাদ, হিংসার, হত্যার পথ ছেড়ে শান্তি কায়েম করুক...
ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই। বরং কোনো ধর্মের সাথেই জঙ্গিবাদের সম্পর্ক নেই। কেননা জঙ্গি গোষ্ঠী তৈরী হয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে৷ বাংলাদেশ এর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধারা আমাদের কাছে ছিলো শ্রেষ্ঠ। আর পাকিস্তানিদের কাছে ছিলো জঙ্গি বিচ্ছিন্নতাবাদী৷ আজ বাংলাদেশ স্বাধীন না হলে মুক্তি যুদ্ধারাই ইতিহাসে জঙ্গি খেতাব পেয়ে থাকতো। পৃথিবীতে বহু জঙ্গি সংঘটন আছে যাদের ধর্ম ইসলাম নয়৷ যেমনঃ মাওবাদী, উলফা, আর এস এস এগুলো হিন্দু জঙ্গি সংঘটন। আরাকান আর্মি, রেড আর্মি, তামিল টাইগার্স, কাচিন আর্মি এগুলো বৌদ্ধ জঙ্গি সংঘটন। কিন্তু এগুলো সবই রাজনৈতিক সংঘটন৷ এদের পিছনে রাজনৈতিক ডিমান্ড আছে৷ এদের ধর্ম এদেরকে জঙ্গি বানায়নি৷ বরং জঙ্গি হয়েছে তাদের অধিকার আদায়ে৷ ঠিক তেমনি বোকো হারাম বা আইসিস এগুলোও রাজনৈতিক সংঘঠন৷ কিন্তু এন্টি ইসলামিক হলুদ মিডিয়া ইসলাম ফোবিয়া ছড়াতে জঙ্গিবাদকে ইসলামের সাথে সুকৌশলে জুড়ে দিয়ে সংবাদ পরিবেশন করছে। যারা জঙ্গিবাদ আর ধর্মকে এক করে দেখে তারা মূর্খ মূর্খ মূর্খ।
@@pachmisali123 আমার বলা না বলায় কিছু যায় আসে না... সারা বিশ্ব জানে সব থেকে বড় জঙ্গী গোষ্ঠী কোন ধর্মের নামে চলে.. আরএসএস কোনো জঙ্গী গোষ্ঠী নয় বরং জাকির নায়েকের মত লোকেরা মুসলিম এর দোহাই দিয়ে লোককে জঙ্গী করে তোলে যার কারণে তিনি ভারত হতে পলাতক...... আর এনারা (তথাকথিত ধর্ম গুরু) যদি 10মিনিট বক্তৃতা দেয় তো 9 মিনিট হিন্দু ধর্ম নিয়ে বলে... আর 1 মিনিট নিজেদের ধর্ম নিয়ে.... এভাবে তারা প্রমাণ করে দেয় যে 10 বছরেরও আগে প্রকাশিত সনাতন ধর্ম কত মহান.... যা তাদের বুদ্ধির অতীত... কী ঠিক বললাম তো...??
আমরা university তে পরে মূর্খ... আর ওনারা কিছু অশিক্ষিত ... যারা সব কিছু উল্টো ভাবে বোঝে তারা পণ্ডিত... মুসলিম যদি হতে হয় কাজিনোজরুল এর মত হয় ... যার রচিত কালি মায়ের গান আমরা এখনো শুনি... এ পি জে আব্দুল কলমের মত হও... ওই চিল্লামিল্লি মল্লি দের মত নয়...
@@sujanhaldar5928 জাকির নায়েকের মতো লোকদের হিন্দুত্ববাদীরা ভয় পায়৷ কারন এদের ধর্মীয় প্রচারে সবাই সত্য ধর্ম হিন্দু ত্যাগ করে ইসলামে চলে আসতেছে🤪🤪 যেমনটা হয়েছিলো সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.বেদপ্রকাশ উপাধ্যায় এর সাথে। ভারত সরকার এই পন্ডিতকে দায়িত্ব দিয়েছিলো ইসলাম এর ভুল বের করতে৷ আর ইনি মুসলমান হয়েছিলেন এবং উনার বইকে পর্যন্ত ভারত সরকার ব্যান করেছিলো সত্য ধর্ম হিন্দু বাঁচাতে😄😄🖕
@@sujanhaldar5928 বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি শিক্ষিত হওয়া যায়?? বড় জোড় কেতাবি বিদ্যায় ২ একটা কাগুজে সার্টিফিকেট যোগার করা যায়। কাজী নজরুল বা আব্দুল কালামরা সেকুলার ছিলেন৷ ধর্ম তাদের কাছে কোনো সিরিয়াস কিছু না। মন চাইলে করলাম না চাইলে করলাম না৷ ওদেরকে মুসলিম বা হিন্দু বলে অভিহিত করে কি লাভ?
অষ্টমীর মহা সন্ধিক্ষণে সিঁদুর ছড়ানো মেঝেতে দুর্গার পদচিহ্ন, দেখতে ভিড় জমান ভক্তরা ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 03 Oct 2021 10:52 PM (IST) FOLLOW US: অষ্টমীর দিন প্রায় ১৫ থেকে ১৬ কেজি সিঁদুর ছড়িয়ে রাখা হয় মন্দিরে। যেখানে দেবী মায়ের পদচিহ্ন দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।  বীরভূমের এই বাড়ির পুজো বিখ্যাত এক কাহিনিতে NEXTPREV গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:বীরভূমের আমোদপুর এর "দে" বাড়ির পুজো এ বছর ৩১৯ বছরে পদার্পণ করল। ইংরাজি ১৭০২ সালে এই পুজো শুরু করেছিলেন জমিদার মহানন্দ দে। কথিত আছে যখন জমিদার মহানন্দ দে-কে স্বপ্নাদেশে দেখা দেন দেবী, তখন জমিদার দেবীকে প্রশ্ন করেছিলেন, আমি তোমায় পুজো করবো কিন্তু তুমি আসবে আমি জানবো কি করে? তখন দেবীর আদেশ অনুযায়ী সেই সময় থেকেই অষ্টমীর দিন মহা সন্ধিক্ষণে দেবীর পদচিহ্ন লক্ষ্য করা যায়। এই ঘটনা আজও একইভাবে চলে আসছে। এর জন্য অষ্টমীর দিন প্রায় ১৫ থেকে ১৬ কেজি সিঁদুর ছড়িয়ে রাখা হয় মন্দিরে। যেখানে দেবী মায়ের পদচিহ্ন দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। প্রত্যেকের বিশ্বাস আজও দেবী দুর্গা হয়ত একইভাবে আসেন।
mondir a devir mukhe gham dekha Jay scientifically explain Kora Jani onekey choker samne dekheche news channel live recording ruclips.net/video/pkagrDWHm0Y/видео.html
Allah ke keu sisti kore ni se jonmo hoi ni tini sorbo makhluk er sisti korta... Tar kono sorir nai je take keu sisti korbe tini sorbo soktiman sorboda chilen achen thakben ok....
Sob sristir mul allah tini ek tenar somotullo keu nei .tini purbe theke achen thakben tini chirosthayi tini kauke jonmo denni ar keu tena ke jonmo deyni.tini kono lingo na .tenar ghum ney khide ney
@@AskIslamicMedia Je dharma onno dharmer Dev Devike choto kore tader moto nikristo jaati ei prithibite r 2 to hoyena, musalman, baiman, sanstas er jaat.... Ei molla guloke hoye guli kore maro r nahole gonodholai diye desh theke tariye dewa uchit...
vai jodi amar comment poren tobe allaha paker kosom roilo amake reply koren . ami ekti channel er subscriber, channel er naam thoughtsofdip okhane kuran paker bhul dekhano hochche. amar khub kosto hochche ami chai je or sathe apni live a asen jate or nichu mukh jeno gota dunia dekhe. vai pls pls pls
@@animo5445 এমন মনুষ্যত্ব শেখায় যে রাম নামে মানু্ষ হত্যা করি এমন মনুষ্যত্ব শেখায় সামান্য বিবেক বুদ্ধিহীন চতুষ্পদ জন্তু জানোয়ার খাওয়ার দায়ে মানুষ হত্যা করি। আসুন আমরা সড়াসড়ি কথা বলি। 01792954272
Durga is bangla word, what language you use, bangla Or what, we came from two person, father and mother, our God is two, where is one, prove that, particular destination, you don't what is God, durga means nine plannet, 10hands
Hindu der পতন হবে ......শুধু hindu নয়.... Muslim ছারা সকল Religion er মানুষ রা তাদের ভুল বুঝতে পারবে কিয়ামতের দিন... Khub valo.... Muslim ra জয়ৗ হবে.... INSHAllah ....
বাংলাদেশ থেকে শুনছি। ব্রাদার রাহুল ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি।
দেখো রে সনাতন ধর্মের মন্ত্রচারণ করে আসরে কত পূর্ণ করল,,ভগবানের প্রতি তোমার ভক্তি প্রেম আসুক,,হরে কৃষ্ণ,,জয় শ্রী রাম❤❤
নিজ ধর্ম সম্পর্কে জানুন ভালো ভাবে।কোন গুরুকে না দেখে ধর্ম গ্রন্থকে দেখুন।
ইনি একজন মুসলমান ইসলামের দাওয়াত দিচ্ছে আল্লাহ উনাকে হেদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ
Masha Allah❤
সব হিন্দু ভাই বোন দের ইসলাম এর দাওয়াত দিলাম -- সবাই ইসলাম ধর্ম গ্রহন কর ৷ “ ইসলাম সত্য ধর্ম”
😀😀😀😀😡😡😡
কেনো করবো একটু যুক্তি দিয়ে বোঝান
aschorjo
Durga Puja jekhane astomite hotath payer chap dekha Jay
ruclips.net/video/D1vF0ysoBRg/видео.html
হ্যা এত সত্ত যে পৃিবীতে যত আতঙ্কবাদি
সব তোদের ধর্মের।হাহাহা তোরা এত সত্য ধর্ম পালন করিস যে ক্রমিনাল জেল খাটা
আসামি। ঘরে ঘরে
মচুমান😂😂
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক
এটা কি ধরনের কমেন্ট ভাই।যুক্তি দিয়ে কমেন্ট করুন।
আসসালামু আলাইকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রতিধ্বনি পৌঁছে যাক আল্লাহপাকের আরশে আজিমে এবং বিজয় শুরু হোক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন একদিন আল্লাহর রহমতে এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ Amin❤🌹
আমাদের নবী মাটির তৈরি না নূরের তৈরি
আল্লাহ আপনার অনেক নেক হায়াত দান করুক
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
Vidyabela te ajo dekha Jay
Ma Durga choke jol ichapur Nawabganj Bhattacharyya barite ruclips.net/video/mbvOwmOhDcw/видео.html
আলহামদুলিল্লাহ, ব্রাদার রাহুল আপনার যুক্তি অসাধারণ ❤️❤️❤️
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
আল্লাহুম্মা আমীন আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
Mashallah ❤❤❤
বারাকাল্লাহু ফি হায়াতি
Allahamdulila masallah subhanallah Amin
Amader bharat bakta supar waz darun right
Nice ❤
Very good ❤️❤️❤️
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
এই সামান্য প্রশ্নের উত্তর দেওয়া অন্তত আমার পক্ষে জলভাত
আপনাকে অনেক ধন্যবাদ
খুভি ভালো লাগলো
আলহামদুলিল্লাহ
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
Oshadharon brother
ruclips.net/video/cCGrIdn-iEE/видео.html
মাশাল্লাহ্
Joy Maa Durga.
Jore bolun
ভগবান শব্দটি একটি চরম অস্লীল
গালি!!!!!
অবশ্যই নিজে পড়বেন
এবং জনস্বার্থে কপিপেস্ট
করে শেয়ার করে দিন।
ভগবান শব্দটিকে অনেকেই
সৃষ্টিকর্তা অর্থে ব্যবহার করেন।
কিন্তু এই শব্দটা মোটেও কোন ভাল
শব্দ নয়। এটি একটি অশ্লীল গালি।
সংস্কৃত "ভগ" শব্দের অর্থ
"স্ত্রী যোনী" আর "ভগবান" এর অর্থ
"স্ত্রী যোনি আছে যার"। এই
শব্দটা ব্যবহারের কারণ
জানতে চান?
দেবরাজ ইন্দ্র একদা তার গুরু
গৌতমের স্ত্রীকে স্নান
করে ফিরে আসার
পথে ভেজা কাপড়ে দেখে কামাতুর
হয়ে পড়ে। সে কৌশলে গুরুর
স্ত্রীকে সম্ভোগ বা ধর্ষণ করে।
গৌতম এই ঘটনা জানার পর
ইন্দ্রকে অভিশাপ দেয় যার
ফলে ইন্দ্রের সারা শরিরে সহস্র ভগ
বা স্ত্রী যোনী সৃষ্টি হয়। এরপর
থেকে কিছু দেবতাকে বুঝাতে এই
ভগবান
বা যোনীওয়ালা শব্দটি ব্যহার
করা হয়।
আক্ষরির অর্থেও ভগবান শব্দের অর্থ
যে "যোনী আছে যার" সেটা বুঝার
জন্য একটা স্লোক দিচ্ছি, মনোযোগ
দিয়ে ভগ শব্দের অর্থ দেখুন।
"গুরুতল্পে ভগঃ কার্য্যঃ সুরাপানে সুরাধ্বজঃ ।
স্তেয়ে চ
শ্বপদং কার্য্যঃং ব্রক্ষ্মহন্যশির
াঃ পুমান্ ।।
অর্থঃ গুরুপত্নীগমনে অপরাধীর
কপালে স্ত্রী যোনী চিহ্ন,
সুরাপানে সুরাপাত্রচিহ্ন,
চৌর্যে কুকুর চিহ্ন, ব্রহ্ম হত্যায় কবন্ধ
চিহ্ন একে দিতে হয়।"
মনুসংহিতা, অনুবাদ- সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়, অধ্যায়-৯ম, স্লোক-
২৩৭, পৃষ্ঠা নং-২৭৪
সুতরাং হিন্দু সাস্ত্রে কেউ
গুরুপত্নীকে ধর্ষণ বা সম্ভোগ
করলে তার শাস্তি হচ্ছে ইন্দ্রের মত
শরিরে যোনীচিহ্ন
একে দেওয়া বা ভগবান
বানিয়ে দেওয়া।
এর মানে হিন্দুরা তাদের
সৃষ্টিকর্তাকে আসলে জোনীচিহ্নযুক্ত
বা ধর্ষণের শাস্তিপ্রাপ্ত
বলে ডাকছে। যে ধর্মের মানুষ
নিজের
সৃষ্টিকর্তা সর্বশক্তিমানকে এভাবে ধর্ষণকারী বলে তারা কত
বর্বর বোকা জাতি চিন্তা করুন।
শরিরে যদি জারজ রক্ত
না থাকে তবে আজই ভগবান শব্দ
এবং হিন্দুধর্মকে বর্জন করুন।
যে ধর্মে সৃষ্টিকর্তাকে এভাবে কে এভাবে গালি দিয়ে ডাকা হয়
সেই ধর্ম অবশ্যই সম্পূর্ণ ভুল ধর্ম।
কিন্তু শ্রী কৃষ্ণের মত ১৬০০০
গোপীধারীকে এভাবে লুচ্চা ধর্ষণকারী বা ভগবান
ডাকা হবে এটাতো খুবি স্বাভাবিক।
[বাংলাভাষায়ও ভগবানের
ভগঃ শব্দটি স্ত্রীযোনী অর্থে ব্যবহৃত
হয়, যেমন স্ত্রী জোনীর
একটি অংশকে বলা হয় ভগাংকুর
বা ভগ + অঙ্কুর বা যোনী মুকুল।
আশা করি সবাই ভগবান শব্দের অর্থ
বুঝতে পেরেছেন।] (সংগৃহীত)
@@kuasha4624 kichui bujhte parlam na. As an Indian Hindi, and last preferance English ke di.
Apnar moto bangladeshi na
Dawat Dewar bpk jukti .
Alhamdulillah khubi valo laglo
May Allah place you on the highest position of jannah
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
apni ki bangladeskhi
Alhamdulillah Astagfirullah Allahuakbar Rbbana
Subhanallah Bismillah Mashaaallah la kuata lllah Billah
Ameen
Krishnanagar amar sohor
রাহুল ব্রাদার তুমি কতোবড় ইসলামী বক্তা একবার সোলারির আলেকজান্ডারের সাথে ইসলাম নিয়ে আলোচনা করো তোমার প্যান্ট খুলে জাবে
সোলারির আলেকজান্ডারের জাইজ্ঞা খুলে যাবে,,,,
@@mdbillalhossain8375 দম থাকলে ইসলাম নিয়ে কথা বল
জাকির নায়েকের ওয়াজ দেখেন শিক্ষতে পারবেন
কসাইয়ের সাথে কথা বলি না যারা ধর্মের নামে প্রতিহিংসার বিজ বোনে এমন কোরে অমুসলিমদের মগজধোলাই করে মনে হয় জান্নাতে 72খানা হুর ভোগ কোরে এসছে
@@tapandattu2729 আই বলি,,, উত্তর দিতে গেলে তু তুই লেংটা হয়ে যাবি
Allah Hu Akbar
Salake.makalir.kache.boli.dibo
আলহামদুলিল্লাহ 🇧🇩
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
মাশাআল্লাহ
Alhamdulillah mash allah
Joy Shree Ram 🚩🚩🚩
ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দূগা আছে গীতা
বাল ভালো কর দেক। কোনো প্রমাণ অাছে তোর কাছে। মূতখোর হিনদু
@@ilovrallahandholykorhan1395 Amar comments aage por utmutkhor mlechcho bejommar beta
হিন্দু ধর্মের বিরোধিতা না করলে মনে হয় ওয়াজ পূর্ণ হয়।
আসেন খুশিতে একটু নাইচা লই🤪
Oo sotik bol6e vhi
@@sobujahmed1777 Akdom na.
হিন্দু ধর্ম কোনো ধর্ম ই না 🙅
এখানে বিরোধিতা কই করলো,, সত্যি কথাইতো বলছে? মিথ্যা কিছু বললে প্রমাণ করেন।
আল্লাহ original আগে সেটা প্রমান করুন আপনি।
ভাইজান আমি জানিনা তুমি কোন জাতির,অর্থাৎ কোন সম্প্রদায়। খ্রিষ্টান,হিন্দু না মুসলিম। ব্রাদার রাহুল হোসেন তোমার বেশ কিছু ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখলাম। ধর্ম বিষয়েই তোমার অনেক জ্ঞান। যার মধ্যে পুঁথিগত বিদ্যাই অধিক। যা তোমার বই এর স্টক আর বিভিন্ন বই এর অধ্যায় এবং তার শ্লোক বা আয়াত নং মনে রাখার ক্ষমতা দেখলেই বোঝা যায়। মনে হয় গীতা, কোরান,বাইবেল, বেদ, পুরাণ, উপনিষদ সব ই তোমার কম বেশি পড়া। নিঃসন্দেহে তুমি একজন জ্ঞানী মানুষ। আর কোনো জ্ঞানী মানুষের জাত বিচার হয়না এবং একজন প্রকৃত জ্ঞানী মানুষ কারো জাত বিচার করেও না। তবে অন্যের ধর্ম বিশ্বাসের প্রতি তোমার কিছু বিরূপ দৃষ্টিভঙ্গি লক্ষ্যনীয়,যেমন এখানে হিন্দুদের মূর্তি পূজার বিষয়। হিন্দুরা যেমন মূর্তির উপাসনা করছে,ঠিক তেমনি তুমিও কোরান অথবা গীতা অথবা বাইবেল অথবা অন্য কোনো ধর্ম গ্রন্থের উপাসনা করছো। ঘুরে ফিরে ঠিক সেই বস্তুতে গিয়েই উপস্থিত। আমরা সাধারণ মানুষ,আমাদের জ্ঞান যৎসামান্য, ঈশ্বর কল্পনা না করে কি করে উপাসনা করি? এতে খারাপ কিছু দেখিনা। বস্তু,বই,মূর্তি,মানুষ,উদ্ভিদ অথবা প্রাণী,প্রত্যেক এর উপাসনা করাই আক্ষরিক অর্থে ঈশ্বরের উপাসনা। তবে প্রকৃত ঈশ্বর সম্ববত নিরাকার।সম্ভবত বলছি এর কারণ, আমার ধর্ম বিষয়ে পুঁথিগত জ্ঞান শূন্য। গীতা,কোরান,বাইবেল এর কোনোটাই আমি পড়িনি। তবে বিশ্বাসের সাথে এটা বলতে পারি, সমস্ত ধর্মের ঈশ্বর এক। আমরা নিজেদের সুবিধা মতো তাকে কল্পনা করে নিয়েছি। আমি আশাবাদী তোমারও একদিন প্রকৃত ঈশ্বর উপলব্ধি হবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
মুসলিম তিনি
Apnk sothik buj dan koruk Allah tayala
বেদ বলছে ইশ্বরের কোন জন্ম মৃত্যু নেই অথচ গীতাতে আছে কৃষ্ণের জন্ম মৃত্যু আছে ।তাহলে কৃষ্ণ কিভাবে ইশ্বর হয়?
দূর্গা ইশ্বর নাকি শিব ইশ্বর? যদি দুইজনই ইশ্বর হয় তারমানে কি ইশ্বর ইশ্বরের সাথে সহবাস করেছিল? যেহেতু দূর্গা ও শিব স্বামী স্ত্রী? একটু মাথা খাটান। আমাদের মতো ধর্মগ্রন্থ পড়েন নিজেই মূর্তি পূজা ছেড়ে দিবেন
@@orhanfaroque4348 দেব-দেবী ঈশ্বর নয়। ঈশ্বরের শক্তির রূপ মাত্র। আমরা ঈশ্বরের বিভিন্ন শক্তিকে দেব-দেবী রূপে পূজা করি।১. মাতৃ শক্তি কে দুর্গা রূপে পূজা করি।২. সূর্যকে সূর্যদেব রূপে পূজা করি।৩........………ইত্যাদি।
ওরে রাহুল ব্রাদার তুমি যে বিভেদের কথা বলছো তার পরিণাম ভংকর তুমি ইসলাম নিয়ে সোলারির আলেকজান্ডারের সাথে ইসলাম নিয়ে আলোচনা করো কতো দম দেখবো
Aste,bolo
নাম্বার টা দে ভাই পেন খুলে দড় মারবে
@@gamingwithsojib4021 তোরা যে পশুর অধম তা তোদের কথায় প্রমান করে
ইসলামের সাথে লাগতে আসো না হারিয়ে যাবে
@@ranards তোদের মুরাদ ধংসো একমাত্র ইহুদিরা কতো হত্যা করবি এই বর্বরতা তোদের ইতিহাস থেকে মুছে যাবি
Right Right
2021 সালে ব্রাদার রাহুলের প্রথম ওয়াজ
ruclips.net/video/jjaGAtYRrFQ/видео.html
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
মা দূর্গা দেবতা নন, আবার ভগবান ও নন। তিনি ভগবতী। আর আপনি যেহেতু মুসলমান সেহেতু ইসলাম ধর্ম নিয়ে ওয়াজ করুন। এতে করে আপনার সুনাম বাড়বে।
তাহলে ভগবান কে?
Bhagabati means goru 😎😎😎
ভগবতী কোন লিঙ্গ রে মুর্খ ?
আপনাদের দেবতা ২ প্রকার পুরুষ- স্ত্রী দেবতা।
আর তাদের মূর্তিতে গিয়ে ঈশ্বর-ঈশ্বরী বলেন চিল্লান কেন তাহলে?
আমি একটা দর্শন দিয়ে আপনার দেবতা ভূয়া প্রমাণ করতে পারি!
এবার বলুন কৃষ্ণ,রাম,শিব,দূর্গা,রাধা,বিষ্ণু,নায়ারণ,লক্ষ্মী এরা কে?
ভারতে একেক একেক গোত্র একেক জনকে ঈশ্বর বলেন কেন?
কৃষ্ণের কাহিনীটাতো জানেন তার কতটা নারীদেহ প্রয়োজন ছিল?
এত নারী শরীরের মজা কেন প্রয়োজন ছিল?
মহাভারত মতে
স্ত্রী সংখ্যা ১৬১০৮ জন।
তার জিন্দেগী শুধু মেয়েদের নিয়ে পশটা পশটী করে গেছে।বলতে গেলে নারী নির্যাতন।
এই টা নিয়ে আমার প্রশ্বগুলোর উত্তর কেহ দেয়নি,১৫ দিন হচ্ছে।
রাধার শরীর ভোগ করে বিয়ে করেনি।
তুলসিকে ধর্ষণ করেছে,শংকচুরকে বেঁধে।
এটা নিয়ে আমি অনেক ডিবেট করেছি।
আজ হতে অনেক বছর আগে সে জীবিত ছিল।
তাকে ডারেক্ট ঈশ্বর বলেন কেন?
আর বাকিদেরকে?
তারাতো আপনাদের পূর্ব নারী পুরুষ।
নাহলে সব বাংলা লেখকদের মতন রচিত পৌরাণিক বা কাল্পনিক।
বাস্তবতার মিল নাই।
হাজার হাজার বছর আগ হতে আল্লাহ নবী পাঠালেন।
ভারতে বেশি কুসংস্কার।
@@srahaman9955 ভগবান হল ঐশ্বর্যের অধিকারী
আর ভগবতী হল অধিকারিণী এগুলো উপাধি আগের মানুষের।
আর আরেক স্কলার হতে জানা যায় ভগবান হল দূত।
তারা ভাষা নিয়েও ব্যবসা করেছে।
কাজ না করে এই সব করে বেড়াচ্ছেন। দূর্গা নিয়ে কথা বলতে হলে আমার সামনে বসুন ।আপনাকে বুঝিয়ে দেব ।
ভাই এখানেই বলুন না। অামরা জানি যে ব্রাদার রাহুল মিথ্যা বলছে।
অাপনার ধর্মগ্রন্থ নিয়ে কেউ মিথ্যাচার করলে তার প্রতিবাদস্বরূপ যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া কিন্তু অাপনারই দ্বায়িতত।
Kisu hobe na...... Indian hindu ra tader vul বুঝতে পেরেছে.... Tara muslim hoyse অনেক মানুষ....youtube a....দেখেন .... murti ra kisu korte pare.... Na..... Akta.... Masi ও..... তারাতে পারে na..... সাহশ থাকলে Quran er bangla meaning পরুন আপনি Muslim hoye jaben ...... Dr. Jakir naiyk er video দেখুন.... Hindu nonmoslim ra kno tar sathe pare..... Na......????
@@sharminpopy705 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
খুজে দেখেন উনার কথা মিথ্যা হলে বলুন,,
নিজেকে সঠিক না বলে আগে সঠিকটা জানুন
@@sharminpopy705 দিন রাত জাকির নায়েকের মত লোকের ছবিতে প্রসাব করি....
কোরান টোরান আল বাল দিয়ে আমাদের বোঝাতে আসবেন না.....
ধর্ম নিয়ে শুধু তোমরাই বড়াই করো। কারন তোমরাও জানো যে মুসলমান আতঙ্ককারী ধর্ম।
তারজন্য তোমরা সবাইকে বোকা বানানোর চেষ্টা করছো।
আমার একটা উওর দাও রাহুল দাদা
আল্লা যে আছে তার কি প্রমান আছে।
আর হজরত মহম্মদ যে কোরান লিখেছে তার কি প্রমান।
আপনি যেটা জানতে চেয়েছেন সেটা ডঃ জাকির নায়েক খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন।আশা করি দেখে নিবেন।
@@rechargebanglatv6738 তার মানে জাকির নায়েক যদি সোমবারকে শনিবাল বলে তোরা তো সেটাই বিশ্বাস করবি।
পারবি সেটা বল অজুহাত কেনো দিস।
@@tapanbiswas9210 এখান আপনার উত্তর আছে। ruclips.net/video/-L7f_AL2ILk/видео.html
@F Islam আরে ভাই তুই কি বোকা নাকি বলদ।
যে তুই এমন কথা বলছিস আমার প্রশ্মের উওর দে পারলে।
কোথায় ফরাসি আমেরিকা দেখাচ্ছিস।
কোরান তুই পড়
তুই মসজিদের মুল্লার কথা না শুনে কোরান পড়।
@F Islamভাই আমি যানিনা তোর বয়স কতো তাই তোকে তুই বললাম কারন আমার বয়স 38 years আমি ভাবলাম আমি তোর থেকে বড় এখন তুই সত্যিটা বল। তুই যখন বেদ ও উপনিসদ পড়েছিস তবে বল বেদকে সাধারনত চার ভাগে ভাগ করেছে। মহারিশি বেশ পুরানকে,,,,,,, খন্ডে ভাগ করা আছে তারমধ্যে একটা গ্রন্থ হলো খুব গুরুত্বপূর্ণ সেটা কোন গ্রন্থ
মহারিশি বেশ পুরানকে কটা ভাগে ভাগ করেছিল এটাই আমার প্রশ্ম বল।উওরটা দে।
Dharmo bakhe sonatanm Joy maa Durga durgoty nashini
Brother Rahul Allah bless you.
Allah apna ke aaropi
Assalamualaikum wa rohamotulla
Khub valo kotha bolchen
Khub valo laglo kotha gulo
mondir a devir mukhe gham dekha Jay scientifically explain Kora Jani onekey choker samne dekheche news channel live recording
ruclips.net/video/pkagrDWHm0Y/видео.html
Sir you have some misunderstanding about goddess Durga ,it is Said in Geeta that God is in everywhere, in every form , every abiotic and biotic objects to reach to God we must free ourselves from attachment and passion there is Only one God in Geeta like Quran . There are no complete description of Goddess Durga ,In Gita it is mentioned to reach God you must find God in every form sir you must read gita thousand times
"সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিমূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন রূপক নেই, কোন ফটোগ্রাফ নেই, তাঁর কোন ভাস্কর্য নেই।” শ্বেতাসত্র উপনিষদ, অধ্যায়: ৪, পরিচ্ছেদ: ১৯; যযুর্বেদ, অধ্যায়: ৩২, অনুচ্ছেদ ৩
“সেসব লোক যাদের বিচারবুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্খা, তারাই মূর্তি পূজা করে।" ভগবদগীতা, অধ্যায়: ৭ অনুচ্ছেদ: ২০
“সত্য একটাই। ঈশ্বর একজনই।”
ঋগবেদ, গ্রন্থঃ ১, পরিচ্ছেদ: ১৬৪ অনুচ্ছেদ: ৪৬
এরপরও কোন যুক্তিতে মূর্তিপূজা করেন!!
No
@@md.ashikurrahman6239 🎖️🎖️
কি রে ভাই বুল বাল না বলে মুসলমান হ উ আর দুযক থেকে বাচ 🙅🙅
@@md.ashikurrahman6239 এক দম 💩 খাড়া জাতি রা এই সব বুযবে না ভাই 🤣
সব জানতা.... তাহলে ঈদে, মহরমে হিন্দুদের কাছে চাঁদা নেওয়া যাই..মহরমে বাঁশ নিয়ে লাফানোর জন্য...
Apnake ke bollo bhai 🙄
Eid a kono muslim chanda bei na ....
Doya kore Gujob choraben na 🙏
Muharram to jayez na
But jara kore tara gunah kari....
Amra kori na r jibone kokhono korbo o na......
আমার নিয়েছে..ভালো করে ঘূরে জানুন...১০০টা দেখিয়েদেব
Akbar purulia bole arekbar kolkata bole ..
টিক তো কলকাতাতে পুরুলিয়া
অপর ধর্মে আঘাত করা কি আপনাদের জিনগত সমস্যা??🥱🥱🥱
Jeta sotto oitai hujur bolche
@@SumonAhmed-lr1ox আপনারা এই সমস্ত করে ভাবছেন মুসলিম ধর্মকে অনেক বড়ো করা হচ্ছে আর হিন্দু ধর্মকে অনেক ছোটো করা হচ্ছে আদতে এই হুজুর বলে এই নির্বোধেরা নিজেদের ধর্ম কেই ছোটো করছে আর কিছুই না। তাই বলবো নিজেদের লজ্জার কারণ নিজেরা হবেন না। পারলে আটকে নিয়েন হিন্দুদের দেবী আরাধনা করা থেকে পারলে আটকে নিয়েন হিন্দুদের মূর্তি পূজা করা থেকে....
@@IndianTravelsP vai,islam drorme nije Jana o oporke se bisoye janano foroz ba obosso koronio.ar dhormo prochar korau foroj .Quran e 1000 er beshi ayate biggan niye alochona hoyeche ja biggan ekhon abiskar koreche matro.kajei vai sotto dhorme fir e asun.apnar proti suvo kamona roilo
@@SumonAhmed-lr1ox vai ami sothik dhormei achi....jokhon Islam dhormer jonmo hoi nai tar o onek age theke sanatan dhormer srishti hoyeche... Arr somosto dhormer prothisthata ache kintu sanatan dhormer kono prothisthatar proyojon hoi nai... Karon ai dhormo adi abong ononto.... Tai bolchi vai.. sothik poth ta bache nin... Onek valobasha roilo... Jai Shree Ram 🚩🚩
@@IndianTravelsP vai, Quran e 1000 tiro beshi ayate biggan niye alochona hoyeche r ekti ayato bigganira vul dhorte pareni.kintu hindu dhormer onek grontho ache jar vitore onek scientific mistake ache.ar ekotha ta sotto je,sristi korta vul koren na.prithibir prothom manob Adam er dhormo chilo islam.juge juge onek manush nijera dhormo sristi koreche poth vrosto hoye.ar bidhata poth vrosto manuske islamer pothe anar jonno juge juge nobi pathiyechen .ar sorbo sesh nobi holen prophet Mohammad.asha kori bukhte perechen
Tomar Moto koto musolman ra amader narsyan pujor prosad kheye jay
Sothik bolechen bhai
Konta sotto konta osotto seta ai kolir manob er pokkha bichar kora sovob nay ja jai dhomo niye jonmecho seta nista vabe palon korte parlai holo
K boleche tomay
Vogoban boleche?
Atai atokhon bolte chaichilam jer jar nijer dhormo nirdesh palon koro atai valo amr ta valo tor ta pocha ....amr ta boro tor ta kharap aisob bichar na kore .....
সঠিক
Assalamualaikum wa Rahmatulla wa Barakatull Alhamdulillah Marshall jajakall sukreya nice lecture breather you are great speaker Allah qubil Korun amin summa amin l am from Kolkata India
Q
সূরা জ্বিন আয়াত ৩ আল্লা বলেন "তিনি কোন পত্নী গ্রহণ করেননি এবং তাঁর কোন সন্তান নেই।" মানে আল্লা পুরুষ মানুষ।
Medicine 💊 dr jakir naik
@@bokulhaque-t8v ডাক্তার সাহেব নাকি সহি মুসলমান না। ওয়াজি হুজুরেরা কয়।
দাদা নমস্কার আপনাদের ভাষাতে আসসালামু আলাইকুম, আপনার একটা ভিডিও দেখলাম ভালো লাগলো, কিন্তু দাদা আপনি কি জানেন আপনি যে বলেছিলেন কলকাতাতে আপনি যাচ্ছিলেন যে কেউ পুজোর চাঁদা চাইছিল হয়তো জানেন না আপনি ভুল মানুষের সাথে ভিড়েছেন দুর্গার নাম লেখা আছে ওই বইটিতে আপনি একবার রামায়ণ পড়ে দেখবেন , আর হ্যাঁ আপনি যদি সত্যিই মুসলিম হয়ে থাকেন আপনি কোনদিনও গ্রহন্ত ধর্ম বিষয়ে আলাপ আলোচনা করবেন না, আমরা তো কোন হিন্দুরা কুরআন শরীফ নিয়ে কথা বলি না । কোরআন শরীফ আমিও পড়েছি কিন্তু কিছু অপদার্থ মানুষের জন্য আজ এরকম হয়ে যাচ্ছে, আপনার ধর্মের মানুষ হয়েছে আমার ধর্মের মানুষ আছে , আর হ্যাঁ আপনি চাদা দেবেন না দেবেন কোনো জোর করা হয়নি , এরকম ভুল বার্তা কাউকে পৌঁছাবেন না, আপনি যদি সত্তিকারের মুসলিম হয়ে বার্তা কারো কাছে দেবেন না🙏
1st of all Namaskar r Assalam walikum kotha time ek noi.
R haan ramayan, mohavarat ki apnader poitrik sompotti naki je muslim ra porte parbe na!!!!! Uni ja bolechen sotti bolechen, jodi vul bolten tahole apni aisa kotha gulo bolte parten
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
Sotto kotha ra vi durga tu vogoban na🤣karon issorar tu kuno lingo ni🤔ar bada aca ja, Jujur Bad odday 32 pista 3 (na sas ti proti mastee) Or tu holo (Mohan issorar kunu protema ni) Ti vi valo kora badd poran ar issorka manan.(apna ka islam dormar jonno dawhat dilam.💒
mondir a devir mukhe gham dekha Jay scientifically explain Kora Jani onekey choker samne dekheche news channel live recording
ruclips.net/video/pkagrDWHm0Y/видео.html
দূর্গার কথা গীতাতে নাই!
আপনার মূল গ্রন্থ কোনটি বেদ না গীতা?
বেদ হল আর্যমূল গ্রন্থ।
এমনকি কৃষ্ণের কোন অস্তিত্ব বা কথাও বেদে নাই!
ঈশ্বর এর অর্থ কি?
কে স্রষ্টা আপনাদের বলেনতো?
Allah er jonno kobe prithibi srister purbe
এসব কি বোকার মত কমেন্ট করেন ?
Masha Allah good
আপনার জাতিয়া ভাইর কিছু বক্তব্য শুনুন কপি লিং দিলাম।
I think, your have no idea to discuss on quran, so you go through Hindu scripture, back to your orginal forms,
he is a student of comparative religion. So, he talked about Geeta. He has hundreds of videos about Quran & Hadith. If u have any doubt u can check them out
আজ থেকে 30 দিন আগে আমি এক হিন্দু বোন কে বলেছি প্রমাণ দে...সে আমাকে খুব মুড দেখালো...কিন্তু এখনও সে আমাকে প্রমাণ দিতে পারেনি...আমার আল্লাহ পৃথিবী শেষ্ঠ....কেও কুরআন এর ভুল দেখাক.....
Bolchilam Rahul bhai er number ta pele valo hoto
Sir You must read Adi Kalika puran
দূর
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
🤣🤣🤣🤣
whats . any English link
World first Man...ADAM...1st prophet or Nobi
👉Prophet Muhammad....Last prophet or Nobi
TOTAL 1.24 LAKH PROPHETS COMES IN THE WHOLE WORLD....25 PROPHETS NAME ALREADY MENTIONED IN QURAN
❤❤❤❤
Massallah
এটা একটা গাঁড় পাকা ।
😡😡😡
Durga to. Isharer. Akta. Sakti
Babor o Akbar Er. AmoLer. Purbe Hindu Raja bharat sason korechiLo Jodi babor. O. Akbor Bharate Na. Asto. TahoLe. Ekhon. Bharate. Musalman. Dharma. Thaktona TahoLe. Apne. Kon Dharma. Manten?? Karon Ora tho Arob Desh Theke Aasiache. TahoLe. Apnar. Baba. O. Ma. Hindhu. Thakto. BhaLo. Kore. Chintha. Koren. To. ?? Karon. Hindhu. Dharme. Murthi. Puja. Charao. Sorasori. Upar. OaLa ke. Daki. Musalman. Der. Motho
দুর্গা দেবী নয় এইকথা মহিশাশুরও বলেছিল পরে দুর্গার পায়ে ক্ষমা চেয়েছিল।
@BON MOT FOREVER 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@abhishekghosh6929 কিরে পাগলের দল
*Worship the CREATOR....Not the Creation*
👉Who eat,,who sleep,,who have family,,who have a image,,who have Lingha etc All a Creation definition.
আপনি কি দেখেছিলেন?
আল্লাহু আকবার। আল্লাহ এক ও অদ্বিতীয়।
Agaa apni hinduder sob grantho gulo read korun ans sohaja paya jaben
Hum hindu logo ki dram ki bat kar bina,tara dram nahi chalga we chalange.
Vai Zaki Naik Ke Pas Ja
This is called dawah.. It's his responsibility to spread the truth.. It's upto you whether you want to follow or not.... May Allah guide us.
Thanks brother
Aage primary siksha complete karo tarpar p h d nie aalochona koro . Manush janmo janmo par kore fele tabuo opar wala ke bujhte parena aar tumi ei baiose oparwala sammondhe sab jene gacho tomra to aabar janmo mano na
Hmmmm...
Right
Are vai upor wala ke to apnara chineni na jedi chinen Ripley korben
@@nazirhossain9677 opar wala ke chenar theke besi darkar take bhojhar aar take bujhte gele bojhar ichha chai mon chai school er samanno ekta ankko bujhte manusher kato somoy lage ba on nanno bishoi gulo teo eki rakom aar opor wala kono kichu bujhte gele prathome aagroho chai je bhabe aami sab jani aamar che e baro pondit aar keo nei se satty ek jon pondit hoi kintu murkho pondit hoi aage mon theke ahonkar tag karo ei dunia te bahu kichu janar aache , ekta katha mone rekho tomar jodi rasogolla bhalo lage tahole kintu khir er swad kome jabe na jak kichu jante chaile likho chesta korbo uttor dear tabe sono aami kintu pondit noi sadharon manush
Masallah
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
Jajakallah
আল্লাহর একটা ছবি দেখা।
এতো তর্কে না গিয়ে আপনি শান্তির ধর্ম ইসলামের ধর্ম গুরু হয়ে বিশ্বের ইসলাম পন্থীদের ভালো করে বোঝান তারা যেন সন্ত্রাস না করে... সন্ত্রাসবাদ, হিংসার, হত্যার পথ ছেড়ে শান্তি কায়েম করুক...
ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই। বরং কোনো ধর্মের সাথেই জঙ্গিবাদের সম্পর্ক নেই। কেননা জঙ্গি গোষ্ঠী তৈরী হয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে৷ বাংলাদেশ এর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধারা আমাদের কাছে ছিলো শ্রেষ্ঠ। আর পাকিস্তানিদের কাছে ছিলো জঙ্গি বিচ্ছিন্নতাবাদী৷ আজ বাংলাদেশ স্বাধীন না হলে মুক্তি যুদ্ধারাই ইতিহাসে জঙ্গি খেতাব পেয়ে থাকতো। পৃথিবীতে বহু জঙ্গি সংঘটন আছে যাদের ধর্ম ইসলাম নয়৷ যেমনঃ মাওবাদী, উলফা, আর এস এস এগুলো হিন্দু জঙ্গি সংঘটন। আরাকান আর্মি, রেড আর্মি, তামিল টাইগার্স, কাচিন আর্মি এগুলো বৌদ্ধ জঙ্গি সংঘটন। কিন্তু এগুলো সবই রাজনৈতিক সংঘটন৷ এদের পিছনে রাজনৈতিক ডিমান্ড আছে৷ এদের ধর্ম এদেরকে জঙ্গি বানায়নি৷ বরং জঙ্গি হয়েছে তাদের অধিকার আদায়ে৷ ঠিক তেমনি বোকো হারাম বা আইসিস এগুলোও রাজনৈতিক সংঘঠন৷ কিন্তু এন্টি ইসলামিক হলুদ মিডিয়া ইসলাম ফোবিয়া ছড়াতে জঙ্গিবাদকে ইসলামের সাথে সুকৌশলে জুড়ে দিয়ে সংবাদ পরিবেশন করছে। যারা জঙ্গিবাদ আর ধর্মকে এক করে দেখে তারা মূর্খ মূর্খ মূর্খ।
@@pachmisali123 আমার বলা না বলায় কিছু যায় আসে না... সারা বিশ্ব জানে সব থেকে বড় জঙ্গী গোষ্ঠী কোন ধর্মের নামে চলে.. আরএসএস কোনো জঙ্গী গোষ্ঠী নয় বরং জাকির নায়েকের মত লোকেরা মুসলিম এর দোহাই দিয়ে লোককে জঙ্গী করে তোলে যার কারণে তিনি ভারত হতে পলাতক...... আর এনারা (তথাকথিত ধর্ম গুরু) যদি 10মিনিট বক্তৃতা দেয় তো 9 মিনিট হিন্দু ধর্ম নিয়ে বলে... আর 1 মিনিট নিজেদের ধর্ম নিয়ে.... এভাবে তারা প্রমাণ করে দেয় যে 10 বছরেরও আগে প্রকাশিত সনাতন ধর্ম কত মহান.... যা তাদের বুদ্ধির অতীত... কী ঠিক বললাম তো...??
আমরা university তে পরে মূর্খ... আর ওনারা কিছু অশিক্ষিত ... যারা সব কিছু উল্টো ভাবে বোঝে তারা পণ্ডিত... মুসলিম যদি হতে হয় কাজিনোজরুল এর মত হয় ... যার রচিত কালি মায়ের গান আমরা এখনো শুনি... এ পি জে আব্দুল কলমের মত হও... ওই চিল্লামিল্লি মল্লি দের মত নয়...
@@sujanhaldar5928 জাকির নায়েকের মতো লোকদের হিন্দুত্ববাদীরা ভয় পায়৷ কারন এদের ধর্মীয় প্রচারে সবাই সত্য ধর্ম হিন্দু ত্যাগ করে ইসলামে চলে আসতেছে🤪🤪 যেমনটা হয়েছিলো সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.বেদপ্রকাশ উপাধ্যায় এর সাথে। ভারত সরকার এই পন্ডিতকে দায়িত্ব দিয়েছিলো ইসলাম এর ভুল বের করতে৷ আর ইনি মুসলমান হয়েছিলেন এবং উনার বইকে পর্যন্ত ভারত সরকার ব্যান করেছিলো সত্য ধর্ম হিন্দু বাঁচাতে😄😄🖕
@@sujanhaldar5928 বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি শিক্ষিত হওয়া যায়?? বড় জোড় কেতাবি বিদ্যায় ২ একটা কাগুজে সার্টিফিকেট যোগার করা যায়। কাজী নজরুল বা আব্দুল কালামরা সেকুলার ছিলেন৷ ধর্ম তাদের কাছে কোনো সিরিয়াস কিছু না। মন চাইলে করলাম না চাইলে করলাম না৷ ওদেরকে মুসলিম বা হিন্দু বলে অভিহিত করে কি লাভ?
Very good
ইসলাম শব্দের অর্থ যতক্ষণ হলে জোর আছে ফুটাও যে কটা হয়, সব আল্লাহর দান।
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
Tore tor jonmo kno delo.goru
রাজা দশরত এর কয়টা সন্তান
পাণ্ডব কয়টা ভাই?
গরুর পেট থেকে সবসময় গরু বের হবে এটাই স্বাভাবিক।।।
আরে হুজুর আচিপ মহিউদ্দিনের লাইভ থেকে পালিয়ে য়ান কেনো
হুজুরকে ফোন দিয়ে আরবার মুফতী, হাসান মুফতী, রেজবী সবাই পালিয়ে যায়
Markandaya Puran . Devi mahatya section. Eikhane ullekh ache. Mahishmardini Durga , debi hishebe ullekh ache. Taar onyo rup holo Chondi o Chondika. Durgati nashini ebong dushter domonkarini
Debi Durga🙏🙏
Joy Ma Durga 🙏🙏
অষ্টমীর মহা সন্ধিক্ষণে সিঁদুর ছড়ানো মেঝেতে দুর্গার পদচিহ্ন, দেখতে ভিড় জমান ভক্তরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 03 Oct 2021 10:52 PM (IST)
FOLLOW US:
অষ্টমীর দিন প্রায় ১৫ থেকে ১৬ কেজি সিঁদুর ছড়িয়ে রাখা হয় মন্দিরে। যেখানে দেবী মায়ের পদচিহ্ন দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

বীরভূমের এই বাড়ির পুজো বিখ্যাত এক কাহিনিতে
NEXTPREV
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:বীরভূমের আমোদপুর এর "দে" বাড়ির পুজো এ বছর ৩১৯ বছরে পদার্পণ করল। ইংরাজি ১৭০২ সালে এই পুজো শুরু করেছিলেন জমিদার মহানন্দ দে। কথিত আছে যখন জমিদার মহানন্দ দে-কে স্বপ্নাদেশে দেখা দেন দেবী, তখন জমিদার দেবীকে প্রশ্ন করেছিলেন, আমি তোমায় পুজো করবো কিন্তু তুমি আসবে আমি জানবো কি করে? তখন দেবীর আদেশ অনুযায়ী সেই সময় থেকেই অষ্টমীর দিন মহা সন্ধিক্ষণে দেবীর পদচিহ্ন লক্ষ্য করা যায়।
এই ঘটনা আজও একইভাবে চলে আসছে। এর জন্য অষ্টমীর দিন প্রায় ১৫ থেকে ১৬ কেজি সিঁদুর ছড়িয়ে রাখা হয় মন্দিরে। যেখানে দেবী মায়ের পদচিহ্ন দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। প্রত্যেকের বিশ্বাস আজও দেবী দুর্গা হয়ত একইভাবে আসেন।
Ami je article ki dilam seti khub bhalo kore porben bissas nahole nije giye dekhben
Debir payer chap
mondir a devir mukhe gham dekha Jay scientifically explain Kora Jani onekey choker samne dekheche news channel live recording
ruclips.net/video/pkagrDWHm0Y/видео.html
আলাহ যদি সব সৃষ্টি করে থাকে তাহলে আলাহ কে সৃষ্টি করেছে?????
Tui nastik
Allah ke keu sisti kore ni se jonmo hoi ni tini sorbo makhluk er sisti korta... Tar kono sorir nai je take keu sisti korbe tini sorbo soktiman sorboda chilen achen thakben ok....
Sob sristir mul allah tini ek tenar somotullo keu nei .tini purbe theke achen thakben tini chirosthayi tini kauke jonmo denni ar keu tena ke jonmo deyni.tini kono lingo na .tenar ghum ney khide ney
@@AskIslamicMedia Je dharma onno dharmer Dev Devike choto kore tader moto nikristo jaati ei prithibite r 2 to hoyena, musalman, baiman, sanstas er jaat.... Ei molla guloke hoye guli kore maro r nahole gonodholai diye desh theke tariye dewa uchit...
Kichu video dekh
Vai nabi ta ke mel na fimel
male
নবী রাসুলরা পুরুষ মহিলা নন
Kanak kanti roy abal nakai apni nobira sob purush
মৌলানার নাম্বার পাওয়া যাবে কি
vai jodi amar comment poren tobe allaha paker kosom roilo amake reply koren . ami ekti channel er subscriber, channel er naam thoughtsofdip okhane kuran paker bhul dekhano hochche. amar khub kosto hochche ami chai je or sathe apni live a asen jate or nichu mukh jeno gota dunia dekhe. vai pls pls pls
He has poor knowledge.
Give the reference from Geeta
ভন্ডামী আর করবেন না।ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। দূর্গার কথা গীতাতে নেই।তবে চন্ডিতে আছে রামায়নে আছে।
লোকটা পাগলের মতো খালি বকে
ভাই নিজের ধর্ম গ্রন্থ গুলি পরেন
@@islamicinfowala পড়িনি। তবে এইটুকু জানি গীতা মনুষ্যত্ব শেখায়।
@@animo5445 😂😂😂
@@animo5445 এমন মনুষ্যত্ব শেখায় যে রাম নামে মানু্ষ হত্যা করি এমন মনুষ্যত্ব শেখায় সামান্য বিবেক বুদ্ধিহীন চতুষ্পদ জন্তু জানোয়ার খাওয়ার দায়ে মানুষ হত্যা করি।
আসুন আমরা সড়াসড়ি কথা বলি।
01792954272
@@isaacmachmad6532 Ki bhabe ram naam e manush hotya hoy, ar sei hotye geeta sommoti dey ektu bojhaben? Ami sesh 15 bochor dhore geeta porchi ektu ektu kore, ekhono besh onektai baki ache, kothao emon kotha paini. Tai apni reference dyan doya kore....
আসিফ মহিউদ্দিন এর সাথে ডিবেটের একটা ডিবেটের Video আফলোড করেন ভাই৷
Durga is bangla word, what language you use, bangla Or what, we came from two person, father and mother, our God is two, where is one, prove that, particular destination, you don't what is God, durga means nine plannet, 10hands
Amin
এরা জানোয়ার।
Kano vy
জানোয়ার এর বাচ্চা তোরা তোদের বিশ্বাস মানুষ এসেছে বাদর থেকে গরু তোদের মা।
Tui Amar Samne Ai Dekhiye Dichi Toke
Tui amr samne ai
Apni comment e bolen na. Ke mana kortece. Amrao sobay jara vidiota dekhbo taro janlam apnar maddhome
জে ভাবেই হোক আপনি হিন্দুধর্মের অনেক কথা জানেন বা বলেন কিন্তু হিন্দুরা পরের ধর্ম নিয়ে বাজে কথা বলেনা ।এই ছোট মনটাকে বড় করার চেষ্টা করুন।
Rahul vai thik bolechen,durga ekta rupkothar golpo chara kichu noy
ভিডিও নিলাম
Tui বল কোরান e কোথায় পাঁচ বার নামাজ পড়ার কোথায় আছে?
Hindu der পতন হবে ......শুধু hindu নয়.... Muslim ছারা সকল Religion er মানুষ রা তাদের ভুল বুঝতে পারবে কিয়ামতের দিন... Khub valo.... Muslim ra জয়ৗ হবে.... INSHAllah ....
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂 দিবাস্বপ্ন
Ai lokta 1ta deshodrohi
আস সালামুআলায় কুম
মাশ আল্লাহ রাহুল ভাই এর একটা ডিবেট শুনুন ruclips.net/video/iQZC4BZSh-o/видео.html
Apnar nobi ismael ar bongso proman korte paarbe
Reply
কুরআনের ইসমাইল নবীর নাম আছে।
হাদিসে ওনার জীবনী আছে!
এটা আপনাদের মতন ভারতীয় জগাখিচুড়ির মতবাদ নয়।
আপনাদের মতে স্রষ্টা কে বলেনতো?