জাহের ও বাতেন | সুফিবাদের মর্মকথা

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • জাহের ও বাতেন | সুফিবাদের মর্মকথা:
    সুফিজমের খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ হলো- জাহের ও বাতেন। জাহের মানে প্রকাশ্য, আর বাতেন মানে গোপন।
    আব্দুল কাদির জিলানী (রহঃ) আত্মতত্ত্ব জ্ঞান মতে, সূফি তিনিই, যার নিকট জাহের ও বাতেন পরিষ্কার।
    জাহেরী শিক্ষাকে বলা হয়- ইলমে কিতাব, আর বাতেনী শিক্ষাকে বলা হয়- ইলমুল ক্বালব। মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিতাব অধ্যায়ন করে, ঈমান ও ইসলাম সম্বন্ধে বিস্তর জ্ঞান অর্জন করে- হাফেজ, ক্বারী, মুফতি, মোহাদ্দেস, মোফাচ্ছের হওয়া যায়।
    অন্য দিকে আল্লাহ তায়ালার মনোনীত নায়েবে রাসূল অলী-আল্লাহ তথা শায়েখের কাছে সবক নিয়ে ইলমুল ক্বালবের সাধনা ও আমল করে হাকীকতে ঈমানদার হয়ে আল্লাহ তায়ালা ও হযরত রাসূল (সঃ)-এর নৈকট্য লাভ করে দুনিয়া ও আখেরাতের শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়।
    এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, “আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তোমাদের কাজে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তাঁর জাহেরী (প্রকাশ্য) ও বাতেনী (অপ্রকাশ্য) নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন।” (সূরা- লুকমান, আয়াত- ২০)
    হাদীস শরীফে বর্ণিত হয়েছে, ‘‘ইলম দুই প্রকার। ইলমুল ক্বালব (বাতেনী জ্ঞান) মানুষের জন্য পরম উপকারী। আর ইলমুল লিসান (জাহেরী জ্ঞান) আদম সন্তানদের জন্য আল্লাহ প্রামাণ্য দলিল।”
    মুসলিম সমাজে ইসলামী জাহেরী শিক্ষা চর্চার ব্যাপকতা রয়েছে, অথচ বাতেনী শিক্ষা গ্রহণের তেমন কোন আগ্রহ দেখা যায় না। এতে কিতাব পাঠ করে পাণ্ডিত্য অর্জন করা যায়, কিন্তু বাতেনী শিক্ষার অভাবে মানুষের স্বভাবজাত দোষ-ত্রুটি দূর করা সম্ভব হয় না।
    ফলে আল্লাহ পাকের রহমত লাভ করে মানুষ জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে না। হযরত রাসূল (সঃ) মুসলমানদের জাহেরী শরীয়তের শিক্ষা, আর বাতেনী তরীকতের শিক্ষা দিয়েছেন।
    সূফী সাধনা মূলত একটি বিজ্ঞান। এ প্রসঙ্গে মহান আল্লাহ ফরমান ‘যাকে ধর্মীয় বিজ্ঞান বা আত্মতত্ত্ব জ্ঞান দেয়া হয়েছে, তাকে অবশ্যই সর্বোত্তম জ্ঞান দান করা হয়েছে’।
    সুফিদের মতে, প্রতিটি জিনিসের একটি অংশ থাকে প্রকাশ্য, এবং একটি অংশ থাকে অপ্রকাশ্য বা গোপন। যেমন, একটি গাছে প্রকাশ্য অংশ হলো গাছের কাণ্ড, পাতা, ফুল ও ফল; আর গাছের অপ্রকাশ্য অংশ হলো শিকড়। সূফীদের কাজ বাতেন বা গাছের শিকড় নিয়ে কাজ করা, আর ফকিরদের কাজ গাছের পাতা-ফুল-ফল ইত্যাদি নিয়ে কাজ করা।
    গাছের মতো মানুষের প্রতিটি কাজেরও দুটি অংশ রয়েছে। জাহের ও বাতেন।
    যেমন, কেউ নামাজ পড়ার সময় রুকু-সিজদা করাটা হলো জাহেরি কাজ; আর নামাজে খুশু-খুজু বা মনোযোগ ধরে রাখাটা হলো বাতেনি কাজ।
    নামাজে রুকু সেজদা ঠিক হয়েছে কি হয়নি, তা শিক্ষা দেন ফকিহগণ; আর নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখা যায়, তা শিক্ষা দেন সুফিগণ।
    নামাজে কেবল রুকু-সেজদা ঠিক মতো হলেই - একজন মুফতি বলে দিবেন যে, নামাজ ঠিক হয়েছে। কিন্তু, একজন সুফি সূরা মাউনের ৪ ও ৫ নং আয়াত অনুযায়ী বলবেন যে, কেবল রুকু-সেজদা ঠিক মতো হলেই নামাজ হয়ে যায় না, নামাজে আল্লাহর প্রতি মনোযোগও থাকতে হবে।
    আল্লাহ তায়ালা তাঁর নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন -
    “তিনিই প্রথম এবং শেষ। তিনি জাহের এবং বাতেন (প্রকাশ্য ও অপ্রকাশ্য)। তিনি সবকিছু জানেন। [সূরা হাদিদ - ৩]
    সূফীদের জাহের-বাতেন তত্ত্ব অনুযায়ী তারা বলেন, কোনো কিছু দেখলেই বা শুনলেই কাউকে বিচার করতে যাওয়া ঠিক নয়। বরং প্রতিটি ঘটনার প্রেক্ষাপট গভীরভাবে জেনে এবং প্রতিটি মানুষের গভীরে প্রবেশ করে, তারপর কোনো মন্তব্য করা উচিত।
    এই চ্যানেলের অনান্য ভিডিওগুলো দেখেতে:
    • জিকির | সুফিবাদের মর্ম...
    • নফস | সুফিবাদের মর্মকথ...
    • পীর ও মুর্শিদ | সুফিবা...
    • আউলিয়া | সুফিবাদের মর...
    • মারেফতের গোপন কথা | সু...
    Social Media link:
    / sufismbdtv
    / sufismbdtv
    / @sufismbdtv
    ➤ || DON'T FORGET TO || ➤
    ✅ Like ✅ Share ✅ Subscrib
    NOTICE FOR RESPECTIVE COPYRIGHT OWNERS:
    If you find any inappropriate use of your copyrighted content (Footage, Photo, Music) in this video; then please get in touch with us first:
    Email: sufismbdtv@gmail.com
    @sufismbdtv
    Relaxing Meditation 🎧
    Music by Dana Music from Pixabay
    .
    .
    .
    #জাহের #বাতেন #জাহের_ও_বাতেন #সূফি #সুফিজম #সুফিবাদ #সুফিবাদ_সার্বজনীন #মারেফত #সুফি_সাধক #মারেফতের_ওয়াজ #মারেফতের_গোপন_রহস্য #মারেফতের_গোপন_কথা #ত্বরিকা #তরিকা #মুরিদ #মুর্শিদ #সুফি_তরিকা #দরবেশ #ফকির #দরবার #মাহফিল #কাওয়ালী #ওরশ #ছেমা_মাহফিল #ওয়াজ #ভাণ্ডারী #মাইজভান্ডারী #মাইজভাণ্ডারী #মাইজভাণ্ডারী_শরীফ #বাবা_ভাণ্ডারী #মুজিব_বাবাজান #নফস #ভাণ্ডারী_গান#নফস #মাইজভান্ডারী_জিকির #মাইজভান্ডারী_সেমা_মাহফিল #মাওলা_রহমান #আহমদ_উল্লাহ_মাইজভাণ্ডারী #হযরত_কেবলা_কাবা #মুহম্মদিয়া #কাদেরীয়া #চিশতিয়া #মাইজভাণ্ডারীয়া #নকশবন্দিয়া #মোজাদ্দেদিয়া #গোলামুর_রহমান_মাইজভাণ্ডারী #গজল #নতুন_গজল #everyoneシ゚ #highlightsシ゚ #follower #sufi #sufism #maizbhandari #chittagong_maizbhandari #maizbhandari_gan #maizbhandari_song #maizbhandari_sema #maizbhandari_kalam #gausul_azam_maizbhandari #ahmad_ullah_maizbhandari #muslim #islamicvideo #vandarisong #baba_vandari #sufi_songs #sufi_music #sufi_zikr #sufi_kalam #mecca #medina #islamic #banglawaz #newwaz #waz #newnaat #naat #naatsharif #naats #naatshareef #bangladesh #kalkata #mizanur_rahman_azhari_waz, #MizanurRahmanAzhari #azhari_waz #mizanur_rahman_azhari_waz_2024 #viralvideo #viralreels #reelsvideo #viral_video_bangladesh #viralwaz #viralwaz2024

Комментарии •