লেখিকার দৃপ্ত বলিষ্ঠ লেখনীর সুচারু বর্ণনা ও তোমার সুন্দর পাঠ গল্পটিকে একেবারে জীবন্ত করে তুলেছে। শুনতে শুনতে ফিরে যাচ্ছিলাম সত্তরের দশকে আমার শৈশব কৈশোরের সেই আগুন ঝরা অন্ধকার দিনগুলোতে। যখন প্রতিদিন খবরের কাগজগুলোর প্রথম পাতা খুললেই চোখে পড়ত হত্যালীলা আর নৃশংস মৃত্যুর সংবাদ।আমাদের বাড়ির কাছে থাকত চেনা দুয়েক জন মেধাবী তরুণ ছাত্রও দেশের তথাকথিত আবর্জনা দূর করার দুরূহ নেশায় পড়াশোনা ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাদের বাড়ির মানুষ জন সবসময় ভয়ের মধ্যে দিন কাটাত কখন কি খবর আসে অথবা বাড়িতে যদি পুলিশ আসে!সে এক দুঃসহ ভয়ংকর দিন গেছে। আর পরীক্ষা ভন্ডুল,চেয়ার টেবিল ভাঙা,ক্লাস বন্ধ,অনির্দিষ্টকাল ধরে রেজাল্ট না বেরোনো এসবই ছিল খুব স্বাভাবিক ঘটনা। কতকিছু মনে পড়ে গেল তোমার গল্পপাঠ শুনতে শুনতে। কত উজ্জ্বল তরুণ জীবন সেই 'অন্ধকারে' পথ হারিয়ে চিরতরে নিভে গেল। মন খারাপ হয়ে গেল তাই একটু স্মৃতিচারণ করে ফেললাম। ভালো থেকো।💖
গল্প টা মনে করিয়ে দিলো আমাদের বয়সীদের যারা দেখেছিলেন সেই সব ভয়ঙ্কর দিন। আজ সব ইতিহাস। গল্পে কি সুন্দর ভাবে দুই ভিন্ন মতাদর্শের মধ্যে প্রেম, এই প্রেমের গল্প অন্য আর পাঁচটা প্রেমের মতো নয় ওরা দু'জনেই জানতো ওদের পথ আলাদা তবু ও ওরা দু'জনেই দু'জনকে ভালোবাসাতো। এই গল্পের শেষ টা এতো সুন্দর ভাবে শেষ করেছেন এটা ছাড়া আর কিছু হতে পারেনা। গল্প টা শুনতে শুনতে হারিয়ে গেলাম অতীতে সেটা গল্প বলার যাদুতে, অনেক অনেক ধন্যবাদ।
গল্পপাঠ শুনতে শুনতে শেষদিকে হৃদপিন্ড স্তব্ধ হয়ে আসছিলো ... ন্যায়নীতি, উচিৎ অনুচিতের দ্বিধাদ্বন্দ্ব জর্জরিত অনুরাধার বিবেকের জয় - এ যেন মনুষ্যত্বেরই জয় ৷ প্রতিভা বসুর শক্তিশালী দৃঢ় ভাবনা ও লেখনীর জয় ৷ সাথে পৃথার সুচারু গল্পপাঠ সমান প্রশংসনীয় ৷ অনেক ভালবাসা ... পৃথার জন্য ৷
ভীষণ সুন্দর, এতো সুন্দর তোমার পাঠ যেন দেশ স্বাধীন হওয়ার আগের কোনো ঘটনা এতক্ষণ ধরে একটা সিনেমাতে দেখছিলাম। চোখ ভরে গেল জলে। এই গানটাই তো এই সময়ের জন্য একদম ঠিক। একটু সুরে গাইতে পারতে, তাহলে আরও ভালো লাগতো। যাইহোক, মন ভরে গেছে।❤️😘❤️😘।
👍🌷🙏সত্যিই তাই, সখী ভালবাসা কারে কয়,, এই গান টা আমার 💞র গল্প পাঠ অতুলনীয়,,, অনবদ্য,, বারবার শোনার অপেক্ষায় থাকি,, ভাল থাকুন সুস্থ থাকুন, অনেক অনেক শুভেচ্ছা, কণ্ঠস্বর টা একজন পরিচিত অভিনেত্রীর মত শোনায়, তিনি হলেন সুপ্রিয়া দেবী,,,,, 🌹🇮🇳🌹
Pritha the story is excellent. The song you choose matches so well with the situation. The naxalite movement was aimed to change the society by revolution. Their ideal failed and life ended with tragidy. Love in there life could not fulfill.Bireswar 's love was unfulfilled as his life hang in the balance between love and movement.
শেষটা আপনার ওই রবীন্দ্রনাথ স্মরণ অনাবশ্যক মনে হয়। প্রেম উপস্থিত, ভীষণভাবে। কিন্তু যে সময়ের ছবি এই গল্পে আছে সেটা বিগত শতকের ওই শেষ ছয়ের ও শুরুর সাতের দশকের সাক্ষী না হলে ঠিক হৃদয়ঙ্গম করা খুবই কঠিন। ওই উত্তাল সময় শুধু প্রেমকেই হত্যা করেনি কেড়ে নিয়েছে অনেকে কিছুই। পাঠ যথাযথ। ধন্যবাদ জানাই।
Abossok ba onabossok bole kichhu nei ekhane...Sobtai amar bhalo laga diye gatha...amar vabna je sobar bhalo lagbe seta asha korina. Tobe apni je somoy diye shunechhen tar jonyo dhonnobad.
Golpo ta aami jhokhon class eight e pori vizag e thakhtam tokhon Shilu Didi ei golpo ta pore shuniye chilo r oi holo amar prothom Pratibha Basu r golpo shona ebong golpo pora !! Jano aami Bangla porte shikhechilaam shudu matro Samoresh Majumdar er kaal Bela uponash ta Desh protrikay beroto r tar alonochana amader shoni ,robibar shondhe aaday hoto ! Aamar Baba bhalo golpo gulo path korten r aamra mugdho hoy shuntaam! Class ten er po Dadu kaache boshe Bangla shikhechilaam r porishkar kore sampurno Banglay kotha bolte aamar sashurmoshai aama k utshaito korten ! Koto moni manikyo aache aamader Bangla sahitya te ! Khb anando pai tomar golpo paath shunte 😊 khb bhalo thekho 🌹
Shared my views regarding the plot twice for Two different stories. But they have been removed for some indefinite reason. My views were results of my own independent thinking and quite different from the average popular opinion. Don’t know whether this became the primary reason for their deletion. Anyway enjoying the reading very much . So far this is the best story telling voice among all the channels available in the media. Thanks for all your efforts.
Thank you. I appreciate you taking the time to listen to and comment on my videos. Unfortunately I had to take down some videos because of copyright issues. This has nothing to do with your comments.
Really at that time I was in 1st yr,Bsc Some engineering brilliant students,our neighbours got involved in this revolution.I myself was a member for sometime.But I thought of my family resposibility and left it.Those brilliants were jailed and tortured.Their poor fathers tried their best to save their sons.Ultimately they again came to study.Actually,some politicians jointly forced some goons inside this revolurion and started random murder of common people. This was the real picture.Now you can see what police and politicians are harmful for our society! No joband only stealing and stealing.
গল্পটা শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল 70রের দশকের দিনগুলোর কথা। আমরা তখন ক্লাস 5 এর ছাত্রী। খুব কাছ থেকে দেখেছি দিন গুল আর এমনি চেনা চেনা মুখের পাল্টে যাওয়া।
লেখা তো অসাধারণ সেটা বলার অপেক্ষা রাখে না l গল্প পাঠ..... প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ঠিক যেভাবে উচ্চারণ করলে লেখার অর্থ অর্থাৎ লেখক যেটা বলতে চেয়েছেন তার লেখার মধ্যে দিয়ে সেটা ঠিক ঠিক প্রকাশ পায় সেটাই হয়েছে l আর একটা বিসয় আমার জানার ছিল... এই চ্যানেলে কি নবীন লেখকদের গল্প পাঠা করা হয় ? জানালে খুব ভালো লাগবে l
1972তখন অনেক ছোট ছিলাম কিন্তু অনেক young groups শিক্ষার নিয়ম বদলাতে গিয়ে নিজেদের শেষ করে দিয়েছেন ,মে টা কি সত্যি পুলিশ কে খবর দিয়েছিল?না কি বিরস্বর ভেবে নিল । গল্প টা শুনতে শুনতে সেই 1972রে পাঠিয়ে দিলে আমায়। ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো।
ASADHARANN EKTI MONN KE CHUE JAOA GOLPO SHREEMATI PRATIBHA BASUR EI GHOTONA SUNE MONE HOCHHE ETA 197O B71 72 SALER GHOTONA AMRA TOKHON COLLEGE E PORTAM KI JE TOKHON HOECHILO KOTO TALENTED BABA MAYER AKMATRO SANTAN EI MASHTUL HINN JAHAJ CHOLAR MOTO DIK VRANTO BIPLOBER SIKAR HOECHILEN TARR SESH NEI JE SABB JAGAE EI GHOTONA GULI GHOT TO SEI KHANKAR PARA PORSHIRA PRANN HATE KORE RATRI JAPON KORTEN JANLA DOROJA BONDHO KORE KANE ANGUL DEA ISHTO NAMM JOP KORTEN TOKHON JE DIN TA KETE JETO SETAI VALO DINN PORER DINER BIBHISIKAR JONNO MONKE PROSHTUT KORE JE JARR KAJE BEROTO OFFICE E COLLEGE E SCHOOL T O ORDHEK SOMOY V0E BONDHO KORE DAOA HOTO PRESIDENCY COLLEGE ER MOT SANAM DHONNO COLLEGE BE ENGENEERING COLLEGE ANEK DIN BONDHO CHILO APNAR SUNDOR KONTHER OTTONTO MADHURJO PURNO PATH ATOKHHON SUNE SEI DIN GULOR KOTHA CHOKHER SAMNE VESHE UTCHE EI JIBON SAYANHE ESHEO KOTO MAYER KOLL JE KHALI HOE GEACHILO TARR SESH NEI JARA JARA EI AIMLESS BIPLOBE NIJER JIBON BOLIDAN KORECHEN TADER SUNDOR ATMAR CHIRO SANTI KAMONA KORI
Satti sehi diner kotha ajjo mone pore. Europé ase tv te dhektam, aalo r mangsor chaat haar kenar jonna line darie thakto - 20°,-25° te ghontar por ghonta tao sobar vagge Joota na.
Amader golpe shune ba porei gaye kata dei, aar apnara jara chokher shamne dekhechen sei dingulo, tader jonno shotti e khub kothhin chhilo. Bhalo thakben🙏
Pritha tumi Anonnya. Tomar golpo path mugdho hoye suni. 👍👍👌👌🌹🌹
Onek dhonnobaad!🌻🙏
@@PritharIchhedana path khub sundor
@@chaitalisaha4266 onek dhonnobaad
লেখিকার দৃপ্ত বলিষ্ঠ লেখনীর সুচারু বর্ণনা ও তোমার সুন্দর পাঠ গল্পটিকে একেবারে জীবন্ত করে তুলেছে। শুনতে শুনতে ফিরে যাচ্ছিলাম সত্তরের দশকে আমার শৈশব কৈশোরের সেই আগুন ঝরা অন্ধকার দিনগুলোতে। যখন প্রতিদিন খবরের কাগজগুলোর প্রথম পাতা খুললেই চোখে পড়ত হত্যালীলা আর নৃশংস মৃত্যুর সংবাদ।আমাদের বাড়ির কাছে থাকত চেনা দুয়েক জন মেধাবী তরুণ ছাত্রও দেশের তথাকথিত আবর্জনা দূর করার দুরূহ নেশায় পড়াশোনা ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাদের বাড়ির মানুষ জন সবসময় ভয়ের মধ্যে দিন কাটাত কখন কি খবর আসে অথবা বাড়িতে যদি পুলিশ আসে!সে এক দুঃসহ ভয়ংকর দিন গেছে। আর পরীক্ষা ভন্ডুল,চেয়ার টেবিল ভাঙা,ক্লাস বন্ধ,অনির্দিষ্টকাল ধরে রেজাল্ট না বেরোনো এসবই ছিল খুব স্বাভাবিক ঘটনা। কতকিছু মনে পড়ে গেল তোমার গল্পপাঠ শুনতে শুনতে। কত উজ্জ্বল তরুণ জীবন সেই 'অন্ধকারে' পথ হারিয়ে চিরতরে নিভে গেল। মন খারাপ হয়ে গেল তাই একটু স্মৃতিচারণ করে ফেললাম। ভালো থেকো।💖
Apnar shei Obhigyota ta bhoyonkar tobe apnar bornona bhoyonkar shundor, porei jeno chhobita dekhte pelam.
গল্প টা মনে করিয়ে দিলো আমাদের বয়সীদের যারা দেখেছিলেন সেই সব ভয়ঙ্কর দিন। আজ সব ইতিহাস। গল্পে কি সুন্দর ভাবে দুই ভিন্ন মতাদর্শের মধ্যে প্রেম, এই প্রেমের গল্প অন্য আর পাঁচটা প্রেমের মতো নয় ওরা দু'জনেই জানতো ওদের পথ আলাদা তবু ও ওরা দু'জনেই দু'জনকে ভালোবাসাতো। এই গল্পের শেষ টা এতো সুন্দর ভাবে শেষ করেছেন এটা ছাড়া আর কিছু হতে পারেনা। গল্প টা শুনতে শুনতে হারিয়ে গেলাম অতীতে সেটা গল্প বলার যাদুতে, অনেক অনেক ধন্যবাদ।
Thank you 😊
Khub bhalo thakben, anonde thakben
Apurbo,chokhe jol chale elo,uff eivabe koto pran je jhore geche akale.
Token skoler chelera bhul swopno dekha somajer priborton sobkichubhul chilo.
গল্পপাঠ শুনতে শুনতে শেষদিকে হৃদপিন্ড স্তব্ধ হয়ে আসছিলো ... ন্যায়নীতি, উচিৎ অনুচিতের দ্বিধাদ্বন্দ্ব জর্জরিত অনুরাধার বিবেকের জয় - এ যেন মনুষ্যত্বেরই জয় ৷
প্রতিভা বসুর শক্তিশালী দৃঢ় ভাবনা ও লেখনীর জয় ৷
সাথে পৃথার সুচারু গল্পপাঠ সমান প্রশংসনীয় ৷ অনেক ভালবাসা ... পৃথার জন্য ৷
তোমাকেও অনেক ধন্যবাদ গল্পটাকে ভালোবেসে শোনার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য😍😊
পৃথা তোমার কন্ঠ সর যুগ যুগ জিও খুব সুন্দর গল্প টা অনুরাধার মেয়ে র মতন হ ওযা উচিত
আপনার পাঠ গল্পটিকে অন্য মাত্রা দিয়েছে,কণ্ঠ উচ্চারণ,নির্ভুল পাঠ,সবই খুব প্রশংসনীয়,পাঠের সাবলীলতা মুগ্ধ হবার মত,আপনার গল্প বলা শুনে চমৎকার সময় কাটালাম,ভাল থাকুন,অনেক ধন্যবাদ,শ
Thank you so much ❤️❤️
Khub valo Golpo Mon pran juriyejay
Thank you 😊
গল্পপাঠ শুনে কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম, সত্যিই ভাষা নেই।
Thank you so much 🙏
Apurbo sundar golpo r tomar golpo bola khub bhalo❤
Thank you❤️❤️❤️❤️🙏
ভীষণ সুন্দর, এতো সুন্দর তোমার পাঠ যেন দেশ স্বাধীন হওয়ার আগের কোনো ঘটনা এতক্ষণ ধরে একটা সিনেমাতে দেখছিলাম। চোখ ভরে গেল জলে। এই গানটাই তো এই সময়ের জন্য একদম ঠিক। একটু সুরে গাইতে পারতে, তাহলে আরও ভালো লাগতো। যাইহোক, মন ভরে গেছে।❤️😘❤️😘।
Thank you 🙏
Tokhon gawar sahosh chhilona😊
Aar popular gaan gaile copyright ese jachche 😔
Pritha tomar golpo path sune mon bhore jai, khub bhalo lage❤❤
Thank you ❤️🙏
আপনার গল্পপাঠ অসাধারণ। মনমুগ্ধকর।
Thank you 😊❤️
Asadharon laglo
Thank you ❤️🙏
খুব সুন্দর লাগলো বন্ধু
Thank you ❤️
khub valo laglo😊😊
Thank you so much ❤️😊
একদম বাকরুদ্ধ হয়ে গেছি গল্পটা শুনে...... অপূর্ব তোমার উপস্থাপনা ।
Thank you😊😍
khub valo laglo aageo shunechi tumi porchho bole lov samlate na pere abar shunlam.
Thank you 😊
Khub bhalo thakben, anonde thakben
পৃথার গল্প চয়ন ও গল্প পাঠ খুব সুন্দর। সবথেকে অসাধারণ তোমার গল্পনুজায়ী মনের ভাব বিশ্লেষণ সাথে রবি ঠাকুরের আহ্বান।
Onek dhonnobaad
@@PritharIchhedana Good Morning.
@@PritharIchhedana Good Morning
@@PritharIchhedana কি ব্যাপার, তোমার কোনো সাড়া পাচ্ছি না। কবে গল্প দিচ্ছ।
@@abhijitghosal537 kalke debo asha kori natun golpo
Khub sundor laglo tomar path o golpo
Thank you ❤️🙏
Purbo... Asadharan 👍👍❤❤
Thank you so much ❤️🙏
গল্প গল্প বলা আর মনের কথা অনবদ্য। আমার ভালোলাগার মুকুটে আর একটি সোনার পালক করে তোমাকে রাখলাম।
Apnar bhalo legechhe jene khub ee khushi holam. Ei bhabei shonge thakben
মুগ্ধ হলাম, একটা অসাধারণ সুন্দর কন্ঠস্বরে গল্পপাঠে " অন্ধকার/ প্রতিভা বসুর। পৃথার ইচ্ছেডানা ( পৃথা)🌹👍
Thank you
Apurba lage apnar path... Mone hoy sunei jai
Thank you 🙏❤️
খুব ভালো লাগলো ❤মন থেকে ভালবাসা এমনি হয়।
Thank you 🙏
তোমার গল্প পাঠের সুন্দর ভঙ্গী আমার খুব ভালো লাগে। এই গল্পটিও পাঠের গুণেঅনবদ্য হয়ে উঠলো ❤
Thank you so much ❤️❤️
khub bhalo paren apni, anek subhechha roilo agamir jonno
Thank you so much 😊🙏
❤khub sundar golpo
Thank you ❤️
👍🌷🙏সত্যিই তাই, সখী ভালবাসা কারে কয়,, এই গান টা আমার 💞র গল্প পাঠ অতুলনীয়,,, অনবদ্য,, বারবার শোনার অপেক্ষায় থাকি,, ভাল থাকুন সুস্থ থাকুন, অনেক অনেক শুভেচ্ছা, কণ্ঠস্বর টা একজন পরিচিত অভিনেত্রীর মত শোনায়, তিনি হলেন সুপ্রিয়া দেবী,,,,, 🌹🇮🇳🌹
Apnake onek dhonnobaad...Apnio bhalo thakben, shonge thakben!
পৃথা দারুন সুন্দর লাগলো তোমার গলায় গল্পটা শুনতে
প্রতিভা বসুর লেখা কে তুমি সজীব করে ধরেছো পাঠকদের সামনে,,,,,
Thank you ❤️❤️❤️❤️🌸🌸
Pritha the story is excellent. The song you choose matches so well with the situation. The naxalite movement was aimed to change the society by revolution. Their ideal failed and life ended with tragidy. Love in there life could not fulfill.Bireswar 's love was unfulfilled as his life hang in the balance between love and movement.
Thank you ❤️❤️
খুব সুন্দর উপহার
বেশ ভালো লাগলো 👌
অনেক ধন্যবাদ🙏😊
Aapnar galpo path khub bhalo laglo.dhonyobaad.
Shonar jonno dhonnobaad
খুব ভালো লাগলো
Thank you❤️😊
খুব ভালো লাগে আপনো গল্পঃ পাঠ
।
Thank you🙏❤️
প্রতিভা বসু আমার অপ্যতম প্রিয় লেখিকা। আপনার কণ্ঠে সেটা আরও অসাধারণ হয়ে উঠেছে। আকাশবাণীর নাটক শুনবার সেই অবিস্মরণীয় আনন্দকে আবার একবার ফিরিয়ে দিল আপনার এই অতুলনীয় পঠন!❤
Emon compliment pawa ta onek boro pawa amar kachhe.
Thank you 🙏
খুব. খুব. মন ছুঁয়ে গেল। আর কি বলব।
Thank you 🙏❤️
Apurbo galpoti path o chamotkar
Thank you 😊
Tomar konthe golper choritro ra pran pai,chokher samne sposto hoie othe choritro gulo, asadharon tomar kontho ,ami abhibhuto
Thank you❤️🙏
অসাধারণ অসাধারণ
Thank you so much 🙏
Fantastic story teller 💯❤️❤️❤️
Oo you could have sung dear ❤️❤️❤️❤️
Thank you 😊
শেষটা আপনার ওই রবীন্দ্রনাথ স্মরণ অনাবশ্যক মনে হয়। প্রেম উপস্থিত, ভীষণভাবে। কিন্তু যে সময়ের ছবি এই গল্পে আছে সেটা বিগত শতকের ওই শেষ ছয়ের ও শুরুর সাতের দশকের সাক্ষী না হলে ঠিক হৃদয়ঙ্গম করা খুবই কঠিন। ওই উত্তাল সময় শুধু প্রেমকেই হত্যা করেনি কেড়ে নিয়েছে অনেকে কিছুই। পাঠ যথাযথ। ধন্যবাদ জানাই।
Abossok ba onabossok bole kichhu nei ekhane...Sobtai amar bhalo laga diye gatha...amar vabna je sobar bhalo lagbe seta asha korina.
Tobe apni je somoy diye shunechhen tar jonyo dhonnobad.
খুব ভাল লাগল।
Thank you so much 🙏
খুব ভাল লাগল। 👍❤
😍🙏
❤
Thank you ❤️
Khub sundor
Thank you
অপূর্ব
Thank you 💐
খুব খুব ভালো লাগে তোমার গল্প বলা
Thank you 🙏❤️
অসাধারণ দিদি
Thank you so much ❤️🙏
খুব ভাল গল্প পাঠ করলে ।
Thank you 😊
অসাধারণ
Thank you 🙏
Asadharon.
Thank you 😊
কি যে ভালো লাগলো…..
Golpota khub bhalo 😍😊
I love your story telling Pritha. Thanks
Thanks for listening🙏😊
হুঁ, গভীর অন্ধকারে হারিয়ে গেছেন কত তরুণ প্রজন্ম আপন খেয়ালে,অব্যক্ত ভালোবাসায়, উদ্দীপ্ত স্পর্ধায় । ধন্যবাদ, নমস্কার
Thank you!
Bhalo laglo
Thank you 🙏❤️
কি সুন্দর গল্প পাঠ!
Dhonnobaad!
Apnar voice ar uchharon gulo atoi sundor❤❤❤❤
Thank you ❤️🙏
খুব ভালো লাগলো💐
Thank you 🙏
Khub bhalo
Thank you
খুব ভাল লাগল গল্প টা ।
Onek dhonnobaad
ভালো লাগলো।
Thank you 🙏😊
Baroe sundor
Thank you 😍🙏
Darun bola
Thank you!
Ganta apropiet❤
Thank you ❤️🙏
খুব সুন্দর।
😍😍
Golpo ta aami jhokhon class eight e pori vizag e thakhtam tokhon Shilu Didi ei golpo ta pore shuniye chilo r oi holo amar prothom Pratibha Basu r golpo shona ebong golpo pora !! Jano aami Bangla porte shikhechilaam shudu matro Samoresh Majumdar er kaal Bela uponash ta Desh protrikay beroto r tar alonochana amader shoni ,robibar shondhe aaday hoto ! Aamar Baba bhalo golpo gulo path korten r aamra mugdho hoy shuntaam! Class ten er po Dadu kaache boshe Bangla shikhechilaam r porishkar kore sampurno Banglay kotha bolte aamar sashurmoshai aama k utshaito korten ! Koto moni manikyo aache aamader Bangla sahitya te ! Khb anando pai tomar golpo paath shunte 😊 khb bhalo thekho 🌹
Apnar bangla sekhar golpo jene bhalo laglo... ichche thakle banglar baire thekeo bangla sahityo ke bhalobasha jai...Sheta bojha gelo😊🙏
Shared my views regarding the plot twice for
Two different stories. But
they have been removed for some indefinite reason. My views were results of my own independent thinking and quite different from the average popular opinion. Don’t know whether this became the primary reason for their deletion. Anyway enjoying the reading very much . So far this is the best story telling voice among all the channels available in the media. Thanks for all your efforts.
Thank you. I appreciate you taking the time to listen to and comment on my videos. Unfortunately I had to take down some videos because of copyright issues. This has nothing to do with your comments.
Shotti tomar golpo pather bhongi bhisshon bhalo lagchhe. Sob kota writer amar khoob pochhonder kintu ekhane taimon boi paina. Tai tomake onek dhonnobad. Bhalo theko. Raipur chhattisgarh theke
Apnio khub bhalo thakben, ebhabei shonge taken🙏😊
Very good
Thanks
Apurbo...
😊
@@PritharIchhedana khub sundar ..apurbo.
@@swapnachaudhuri2981 thank you 😊
খুব ভালো লাগলো ।আরো ভালো লাগলো তোমার মাত্রাজ্ঞান দেখে। এই গল্পের শেষে গান একদমই উপযুক্ত হোত না 😘
Thank you ❤️😊
Excellent reading
Thank you
ভীষন ভালো লাগলো ❤️❤️❤️
Thank you!
Chamotkar galpo pathh ! Ami sottor dashoker college chhatri,otiter chitro moner gopone jege uthlo !Kato jewel harie gechhe bhaber abege aleek uddeshyoheen pathey
Khub bhalo laglo apnar comment pore. Thank you!
Excellent
Thank you!
খুব ভালো। ভাবছি মেয়ে টা কি ভুল করলো? না ঠিক করেছে? আমার মতে এটার নামই বিশ্বাসঘাতকতা। গল্পটা শুনে মনটা খারাপ হয়ে গেলো গো।
Thank you 😊
খুব ভালো
Thank you
Really at that time I was in 1st yr,Bsc Some engineering brilliant students,our neighbours got involved in this revolution.I myself was a member for sometime.But I thought of my family resposibility and left it.Those brilliants were jailed and tortured.Their poor fathers tried their best to save their sons.Ultimately they again came to study.Actually,some politicians jointly forced some goons inside this revolurion and started random murder of common people. This was the real picture.Now you can see what police and politicians are harmful for our society! No joband only stealing and stealing.
I am glad that you have listened to this story and shared your experience. Thank you so much ❤️🙏
Love is blind but love is also light
What one does with it depends on what one sees through it - light or darkness.
True!
গল্প এ 70 দশকের বাস্তব চাল চিত্র। মনকে ্নাড়া দিল আবার।
Thank you so much😍
কেনো এতো ভালো লাগ্লো, জানি না।
Thank you 🙏
গল্পটা দুর্দান্ত। তবে ভালবাসাটা বোধগম্য হল না।
গল্পটা শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল 70রের দশকের দিনগুলোর কথা। আমরা তখন ক্লাস 5 এর ছাত্রী। খুব কাছ থেকে দেখেছি দিন গুল আর এমনি চেনা চেনা মুখের পাল্টে যাওয়া।
😔😔
লেখা তো অসাধারণ সেটা বলার অপেক্ষা রাখে না l গল্প পাঠ..... প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ঠিক যেভাবে উচ্চারণ করলে লেখার অর্থ অর্থাৎ লেখক যেটা বলতে চেয়েছেন তার লেখার মধ্যে দিয়ে সেটা ঠিক ঠিক প্রকাশ পায় সেটাই হয়েছে l
আর একটা বিসয় আমার জানার ছিল... এই চ্যানেলে কি নবীন লেখকদের গল্প পাঠা করা হয় ? জানালে খুব ভালো লাগবে l
Thank you so much ❤️🙏
Ekhono korini...Tobe korle chnl a janabo..
বুক টা বীরেশ্বরের জন্য ই বেদনায় ভরে উঠল।
Pritha Prativa Basu r lekha Jiboner Jolchhabi ektu path korbe maa .
Sorry আসতে দেরি হয়ে গেল। শুনতে শুরু করলাম।
ইচ্ছে ডানা ভালো থেকো❤
Thank you 🙏😊
Apnio bhalo thakben
@@PritharIchhedana e.
1972তখন অনেক ছোট ছিলাম কিন্তু অনেক young groups শিক্ষার নিয়ম বদলাতে গিয়ে নিজেদের শেষ করে দিয়েছেন ,মে টা কি সত্যি পুলিশ কে খবর দিয়েছিল?না কি বিরস্বর ভেবে নিল । গল্প টা শুনতে শুনতে সেই 1972রে পাঠিয়ে দিলে আমায়। ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো।
Thank you ❤️
ASADHARANN EKTI MONN KE CHUE JAOA GOLPO SHREEMATI PRATIBHA BASUR EI GHOTONA SUNE MONE HOCHHE ETA 197O B71 72 SALER GHOTONA AMRA TOKHON COLLEGE E PORTAM KI JE TOKHON HOECHILO KOTO TALENTED BABA MAYER AKMATRO SANTAN EI MASHTUL HINN JAHAJ CHOLAR MOTO DIK VRANTO BIPLOBER SIKAR HOECHILEN TARR SESH NEI JE SABB JAGAE EI GHOTONA GULI GHOT TO SEI KHANKAR PARA PORSHIRA PRANN HATE KORE RATRI JAPON KORTEN JANLA DOROJA BONDHO KORE KANE ANGUL DEA ISHTO NAMM JOP KORTEN TOKHON JE DIN TA KETE JETO SETAI VALO DINN PORER DINER BIBHISIKAR JONNO MONKE PROSHTUT KORE JE JARR KAJE BEROTO OFFICE E COLLEGE E SCHOOL T O ORDHEK SOMOY V0E BONDHO KORE DAOA HOTO PRESIDENCY COLLEGE ER MOT SANAM DHONNO COLLEGE BE ENGENEERING COLLEGE ANEK DIN BONDHO CHILO APNAR SUNDOR KONTHER OTTONTO MADHURJO PURNO PATH ATOKHHON SUNE SEI DIN GULOR KOTHA CHOKHER SAMNE VESHE UTCHE EI JIBON SAYANHE ESHEO KOTO MAYER KOLL JE KHALI HOE GEACHILO TARR SESH NEI JARA JARA EI AIMLESS BIPLOBE NIJER JIBON BOLIDAN KORECHEN TADER SUNDOR ATMAR CHIRO SANTI KAMONA KORI
Thank you 😊
Koto ghotona apnader thekeo jana jai, golpo porar por tar shutro dhore🙏🌸
Gaan ta korlen na kano ?banchita korlen kano amon sruti shudha theke.bhalo thakben,bhalobasay thakben❤
Satti sehi diner kotha ajjo mone pore. Europé ase tv te dhektam, aalo r mangsor chaat haar kenar jonna line darie thakto - 20°,-25° te ghontar por ghonta tao sobar vagge Joota na.
Amader golpe shune ba porei gaye kata dei, aar apnara jara chokher shamne dekhechen sei dingulo, tader jonno shotti e khub kothhin chhilo.
Bhalo thakben🙏
Khub sundor laglo
Thank you 😊🌸❤️❤️
Bhalo laglo
Thank you
খুব ভালো লাগলো
Thank you!